Muttaqi

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muttaqi, Personal Chef, chhagalnaiya, Feni.

01/12/2022

এক অসাধারণ!!!

25/11/2022
25/11/2022

কলিজা শীতল করা এক তেলাওয়াত।

16/10/2022

মাঝে মাঝে সিজদায় যেয়ে শুধু এজন্য কৃতজ্ঞতার অশ্রু ঝরানো উচিত যে, আপনার একজন রব আছেন, যার কাছে আপনি সব কিছু বলতে পারেন. চাইতে পারেন। যিনি আপনাকে জাজ করেন না, অতিতের কোন কিছু নিয়ে খোটাও দেন না।

চরম অসহায় অবস্থায় আকাশের দিকে তাকিয়ে “আল্লাহ” বলে ডাকতে পারা, সিজদায় যেয়ে সব কষ্ট নিংড়ে দিতে পারা এমন এক অনুগ্রহ, যে একবার এর স্বাদ পেয়ে যায়, “হতাশা” শব্দটি তার জীবনে আর আসে না কখনই। যে একবার শিখে যায় তার রবের কাছ থেকে চেয়ে নিতে, বিশ্বাস করুন তার অভিধান থেকে “অভাব” শব্দটি মুছে যায় সেদিনই।

আমার পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনা তুলনাহীন বেশি ভাল, যার মনে একবার ঢুকে যায় এ কথা, শত কষ্টেও সে হাসতে পারে, মন থেকে বলতে পারে “আলহামদুলিল্লাহ”…

26/09/2022

⭕কিছু নিষিদ্ধ কাজ:-
⭕ উপুর হয়ে বুকের উপরে ভর দিয়ে
শোয়া নিষিদ্ধ,
কারণ এইভাবে শয়তান শোয়। সহীহ
বুখারী।
⭕ বাম হাতে খাওয়া বা পান করা
নিষিদ্ধ,
কারণ বাঁ হাতে শয়তান খায়। রিয়াদুস
সালেহীন।
⭕ পশুর হাড় দিয়ে ইস্তিঞ্জা করা
নিষিদ্ধ,কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা
প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে
দেয়, তা মুসলিম জিনদের খাবার। সহীহ বুখারী।
⭕ সন্ধ্যা সময় বাচ্চাদের বাইরে বের
হতে দিতে রাসুল (সাঃ) নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়।
⭕ আযান দিলে শয়তান জিনেরা বায়ু
ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে। আর কুকুর ও গাধা শয়তান জিনদেরকে দেখতে পেলে চিৎকার করে। একারণে, অনেক সময় ইশা বা ফযরের আযান দিলে কুকুরেরা চিৎকার চেচামেচি শুরু করে। কারণ তখন কুকুরেরা আযান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে"আউযুবিল্লাহি....রাজীম"
এই দুয়া পড়ে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়।
-সহীহ বুখারী, হিসনুল মুসলিম।
⭕ মোরগ আল্লাহর রহমতের
ফেরেশতাদেরকে দেখতে পায়, একারণে
মোরগের ডাক শুনে "আল্লাহুম্মা ইন্নি
আস-আসুকা মিং ফাযলিকা" এই দুয়া পড়ে
আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। হিসনুল মুসলিম।
⭕ গোসলখানায় প্রসাব করা যাবে
না।।
________ আল হাদিস (ইবনে মাজাহঃ
৩০৪)
⭕ কেবলামুখি বা তার উল্টো হয়ে
প্রসাব, পায়খানা করা যাবে না।।
_________ সহিহ বুখারিঃ ৩৯৫
⭕ গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের
জন্য প্রাণী ব্যবহার
করা যাবে না।।
_________ মুসলিমঃ ৫১৬৭
⭕ ইহুদি, খ্রিষ্টান ও মুশরিক
কাউকে বিয়ে করা যাবে না।।
_________ আল কোরআন।
⭕ স্বামী ব্যাতিত অন্য কারোর সামনে যাওয়ার জন্য সাজুগুজু করা স্ত্রীর জন্য হারাম।
_________ আল কোরআন,
(আহজাবঃ ৩৩)
⭕ মুর্তি কেনা, বেঁচা, পাহারা দেওয়া
হারাম।।
_________ আল কোরআন (মাইদাহঃ
৯০, ইবরাহীমঃ ৩৫)
⭕ কারো মুখমণ্ডলে আঘাত
করা যাবে না।।
________ মুসলিমঃ ৬৮২১
⭕ কাপড় পরিধাণ থাকা সত্তেও
কারো গোপন অঙ্গের জায়গার
দিকে দৃষ্টিপাত করা যাবে না।।
________ মুসলিম ৭৯৪
⭕ আল্লাহ ব্যাতিত কারো নামে
কসম করা যাবে না। বাপ দাদার নাম,
কারো হায়াত, মসজিদ বা কোরআন এর
নামে কসম করা, মাথায় নিয়ে
সত্যতা প্রকাশ করা যাবে না।।
__________ আবু দাউদ৩২৫০
নাসায়ীঃ ৩৭৭৮।
⭕ কোন প্রাণীকে আগুনে পুড়িয়ে
মারা যাবে না।।
_________ আবু দাউদ ২৬৭৭
⭕ হাশরের দিন শেষ বিচারের পরে
আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। তখন আল্লাহ জান্নাতী ও জাহান্নামীদেরকে
ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে
দেখো। তখন জান্নাত ও জাহান্নামের
মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে
আল্লাহ বলবেন, এই দুম্বাটা হচ্ছে
মরণ। তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে।
এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে
আল্লাহ মৃত্যুকে হত্যা করে ফেলবেন।
তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোন মরণ থাকবেনা। সুতরাং, যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ- উল্লাসের মাঝে থাকবে। আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব-
গজব আর দুঃখ-কষ্টের মাঝে থাকবে। দুম্বারূপী মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার কারণে জান্নাতীরা আরো বেশি আনন্দিত হবে, কারণ তাদের আনন্দের জীবন কখনো শেষ হবেনা। আর এই ঘোষণা জাহান্নামীদের জন্যে আরো বড় বিপদ ও দুঃখ নিয়ে আসবে। কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রনাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনদিন তারা মরবেনা। অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে।
⭕ আল্লাহ্ আমাদের সবাইকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুক ,আমিন।❤❤❤

25/09/2022

🕋আল্লাহ যেন প্রতিটা মানুষকে ঋণ থেকে মুক্ত করেদে।

02/09/2022

#|| দৈনন্দিনের ছোট ৪টি আমল||
অফুরন্ত ফজিলত।

🔘আমলঃ- ১
🔘প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করাঃ

"উচ্চারনঃ-আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'

🔘ফজিলতঃ-
যে ব্যাক্তি ওযু করার পড় কালিমায়ে শাহাদাত পাঠ করবে ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।

🔘আমলঃ-০২
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষে "আয়াতুল কুরসি' পাঠ করা।

🔘ফজিলতঃ-
এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে
পারবেন। জান্নাত আর আপনার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাঁধা থাকবে না।

🔘আমলঃ-০৩
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষেঃ-

🔘৩৩ বার সুবহানাল্লাহ,
🔘৩৩ বার আলহামদুলিল্লাহ্,
🔘৩৩ বার আল্লাহু আকবার পড়া

এবং ১০০ পূর্ণ করার জন্য ১বার এই দোয়াটি পড়া
"লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর"

🔘 ফজিলতঃ-
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন, ইনশাআল্লাহ।

🔘আমলঃ-০৪
🔘প্রতিরাতে সূরা মুলক পাঠ করা। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।

🔘ফুটনোটঃ-
১)সহিহ মুসলিম, হাদিস নং-২৩৪
২)সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২
৩)সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮
৪)সহিহ তারগিব,
হাকিম ৩৮৩৯,

"তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ন আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপরকে ও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দিই।

আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দিক,

_আমিন!! 💕

29/07/2022

সেদিন এক বোনের ঘটনা শুনলাম।

আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নি
তার বাবা তকে বলেছিলেন
আগে পড়াশুনা শেষ করো, তারপর অন্যকথা। বাবার কথামতো পোস্টগ্রাজুয়েট, পিএইচডি করলেন। ফাঁক দিয়ে একজন স্বাভাবিক তরুণীর মতোই বোনটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো।

সমস্যা হচ্ছে, এত উচ্চশিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন। বোনটা ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন। কলিগরা বিয়ের প্রস্তাব দিলে সেখানেও বাবা না করে দেন।

কোন ছেলের চেহারা তার ভালো লাগে না তো কোনো ছেলের টাকাপয়সা তার কাছে কম মনে হয়।

হয়তো মেয়ের জন্য পার্ফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন, পৃথিবীতে কেউই পার্ফেক্ট না। এমনকি তার মেয়েও না।

এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় গড়াল। বোনের বয়সও ত্রিশ পেরিয়ে চল্লিশের দিকে এগোলো। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি।

সামান্য অসুখই তীব্র আকার ধারণ করায় একসময় বোনটা মারা গেলেন। মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে ডেকে বললেন, বাবা, বলুন আমিন।
বাবা বললেন, আমিন।
- আবার বলুন আমিন।
- আমিন।
- আরেকবার বলুন আমিন।
- আমিন।

বোনটা তারপর বুকে একরাশ ব্যাথা নিয়ে বললেন, "ওয়াল্লাহি! আল্লাহর কসম! আল্লাহ যেন আপনাকে আখিরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন যেভাবে আপনি আমার যৌবনে আমাকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন।

ঘটনা টা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নিজের অজান্তেই দুচোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো

সাবধান! শ্রদ্ধেয় মা-বাবারা
নিশ্চয়ই আল্লাহ তাআ'লা মাজলুমের পক্ষে আছেন।

📨📨অনুগ্রহপূর্বক শেয়ার করি যাতে করে সকল পিতা-মাতা সতর্ক হোন।📨📨

27/07/2022

"তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি।

এর ৭২% তালাক হয়েছে ভুল বুঝাবুঝি, একে অপরকে অসম্মান থেকে।
আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া।

১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে।
৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে।
২২℅ পুরুষের দোষে।

আরেকটি বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত। তারা বলছে সিদ্ধান্তটি ভুল ছিলো।

তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না। ০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা।

ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে। ১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅। আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি।

দ্বিতীয় বিয়ের পরে ১১℅ মেয়ের আবারও তালাক হয়েছে। ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি। অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ।

অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা। আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ।"

©
মোঃ জোবায়ের হুক
এল.এল.বি (অনার্স)
মাস্টার্স অব ল (সাইবার ক্রাইম)
মাস্টার্স অব অপরাধ বিজ্ঞান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
মাস্টার্স অব হিউম্যান রাইটস (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

24/07/2022

১। বেটা ! কর্জ হইতে নিজেকে হেফাজাত রাখিও। কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা।

২। বেটা ! তুমি মোরগের চাইতে বেশী অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া চিৎকার শুরু করিয়া দেয়, আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো।

৩। বেটা ! গুরুত্ব সহকারে জানাযায় শরীক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরীক
হওয়া হইতে বাঁচিয়া থাকিও।

৪। বৎস আল্লাহর সান্নিদ্ধ অবলম্বন করবে ।

৫। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা কর ।

৬। নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে ।

৭। ভাল মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে ।

৮। স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে ।

৯। গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না ।

১০। বিপদে বন্ধুর পরীক্ষা নিবে ।

১১। বন্ধুদের ভাল মন্দ উভয়টাই পরীক্ষা করবে ।

১২। বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে ।

১৩। ভাল কাজে পুণঃপুণঃ অংশগ্রহণ করবে ।

১৪। নিজের কথা প্রমাণ করে দিবে ।

১৫। বন্ধুদের সাধ্যমত ভালবাসবে ।

১৬। শত্রু মিত্র সকলের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে ।

১৭। মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে ।

১৮। শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে ।

১৯। আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে ।

১৯। প্রত্যেক কাজে মধ্যপন্হা অবলম্বন করবে ।

২০। কথা বলার সময় মুখ আয়ত্বের মধ্যে রাখবে ।

২১। বীরত্ব কে নীতি হিসাবে গ্রহণ করবে ।

২২। শরীর এবং পোষাক পরিস্কার পরিচ্ছন্ন রাখবে ।

২৩। ঐক্যবদ্ধ হয়ে থাকবে ।

২৪। প্রচলিত অস্ত্র সস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নিবে ।

২৫। প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে ।

২৬। রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আস্তে এবং নরম স্বরে কথা বলবে ।

২৭। দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে ।

২৮। কম কথা বলা কম খাওয়া এবং কম ঘুমানোর অভ্যাস করবে ।

২৯। নিজের জন্য যা পচন্দ করো না তা অন্যের জন্য পচন্দ করবে না ।

৩০। বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে ।

৩১। উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না ।

৩২। অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না ।

৩৩। নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না ।

৩৪। কোনো কাজেই চিন্তামুক্ত হইও না ।

৩৫। যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না ।

৩৬। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না ।

৩৭। বড়দের সাথে হাসি ঠাট্টা করতে যেও না ।

৩৮। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না ।

৩৯। তোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না ।

৪০। বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না।

৪১। অতীতের তিক্ততা মনে রেখো না ।

৪২। নিজের ধন সম্পদের কথা অন্যের নিকট প্রকাশ করবে না ।

৪৩। সৎ লোকদের নিন্দা করবে না ।

৪৪। আপনজনদের কাছ থেকে কখনও বিচ্ছিন্ন হইও না ।

৪৫। অহংকার করবে না ।

৪৬। মানুষের সামনে দাঁত খেলাল করবে না ।

৪৭। মানুষের সামনে মুখে বা নাকে অঙ্গুল প্রবেশ করবে না ।

৪৮। শব্দ করে থুতু ফেলবে না ।

৪৯। হাই তোলার সময় মুখে হাত রাখবে ।

৫০। কাউকে জনসম্মুখে লজ্জা দিবে না ।

৫১। চোখ দিয়ে ইঙ্গিত করবে না ।

৫২। এক কথা বারবার বলবে না ।

৫৩। তামাশা মূলক অবাস্তব কথা বলবে না ।

৫৪। ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে ।

৫৫। অন্যের সামনে নিজের প্রশংসা করবে না ।

৫৬। মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না ।

৫৭। কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না ।

৫৮। আপনজনদের শত্রুর সাথে উঠাবসা করবে না ।

৫৯। কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না ।

৬০। যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে ।

৬১। সৎলোকের প্রতি সুধারণা রাখবে ।

৬২। নিজের খানা অন্যের দস্তারখানায় নিয়ে যাবে না ।

৬৩। কোনো কাজেই তাড়াহুড়ো করবে না ।

৬৪। পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেল না ।

৬৫। রাগান্বিত অবস্থায়ও ধীর শান্ত ভাবে কথা বলবে ।

৬৬।জামার আস্তিন দ্বারা নাক পরিস্কার করবে না ।

৬৭। সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে ।

৬৮। পথ চলার সময় বড়দের আগে চলবে না ।

৬৯। এদিক সেদিক উকি মেরে দেখবে না ।

৭০। অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না।

৭১। মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হইও না ।

৭২। সন্দেহ প্রবণতা ত্যাগ করতে না পারলে দুনিয়ায় তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না।

৭৩। বেটা ! তুমি এত মিষ্ট হইও না যে, মানুষ তোমাকে গিলিয়া ফেলে। আরএত তিক্ত হইও না যে মানুষ তোমাকে থুথুর মতো ফেলিয়া দেয়।

৭৪। বেটা ! নিজের খানা আল্লাহ্ভীরু লোকদের ব্যতীত কাহাকেও খাওয়াইও না। আর নিজের কাজে আলেমগনের নিকট হইতে পরার্মশ লইতে থাকিও।

৭৫। বেটা ! মূর্খের সহিত বন্ধুত্ব করিও না। এমন না হয় তাহার মূর্খতা সুলভ কথাবার্তা তোমার ভালো লাগিত আরম্ভ করে। আর জ্ঞানী লোকের সহিত শত্রুতা করিও না। এমন না হয় যে, সে তোমার দিক হইতে মুখ ফিরাইয়া রাখে।

৭৬। বেটা ! তুমি যেদিন হইতে দুনিয়াতে আসিয়াছ, প্রতিদিন আখেরাতের নিকটবর্তী হইতেছ।
সংগৃহীত!

24/07/2022

বৈবাহিক চুক্তিনামার চমৎকার উপাখ্যান

শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানির বিয়ের সময় তিনি তাঁর 'হবুর' সাথে একটা চুক্তি করেছিলেন। চুক্তির সারমর্ম এরকম যে তিনি স্ত্রীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না। যেহেতু তিনি ইলমি মানুষ, তাই জ্ঞানচর্চা আর জ্ঞানসাধনায় নিমগ্ন থাকতে গিয়ে স্ত্রীর 'হক' নষ্ট হতে পারে। তাই বিয়ের সময়ই পরিষ্কার করে নিয়েছেন যে কোনরূপ দাবি রাখা যাবে না। স্ত্রী নিজের এই 'হক' মাফ করে দিতে হবে।

স্ত্রীও কম যান না। তিনি তার হক 'ক্ষমা' করতে সম্মত হয়েছেন এক শর্তে; বাইতুল্লাহ যিয়ারাতে যাওয়ার সময় তাকে সঙ্গে নিয়ে যেতে হবে!

মিয়া-বিবি দুইজনেই কথা রেখেছেন।

তার স্ত্রীর একটা সাক্ষাতকার প্রকাশিত হয়েছিল। সেখানে স্বামীর বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন- জীবনে কখনো স্বামী তাকে এক গ্লাস পানি এনে দেওয়ারও আদেশ দেননি।

এই বিষয়ে শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানিকে জিজ্ঞেস করা হলে তার জবাব ছিল; না চাইতেই যদি হাজির থাকে, তবে আদেশ করতে যাব কেন?

এগুলো হাজার বছর আগের রূপকথা নয়। এই দম্পতি এখনো জীবিত আছেন।
_______________

আরো কাছের একটি উদাহরণ

বাংলাদেশের প্রথিতযশা আলেম-সাহিত্যিক ও আরবি ভাষাবিদ মাওলানা আবু তাহের মিসবাহ লেখেছেন; আমার বড় কন্যার বয়স ত্রিশ বছর (রচনাকালে)। আলহামদুলিল্লাহ, আমার সন্তান কখনো আমাকে তার মায়ের সাথে উচ্চস্বরে কথা বলতে দেখেনি, শুনেনি।

এই স্ত্রীরা কিন্তু চাকরিজীবি না। পুরোদস্তুর 'হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম'।
________ সংগৃহীত

24/07/2022

দুআ

23/07/2022

আল্লাহ্

22/07/2022

السلام عليكم ورحمة الله وبركاته

Want your public figure to be the top-listed Public Figure in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এক অসাধারণ!!!
কলিজা শীতল করা এক তেলাওয়াত।

Category

Telephone

Website

Address


Chhagalnaiya
Feni
3912

Other Personal Chefs in Feni (show all)
MD NurulHuda officials MD NurulHuda officials
Feni

❤️MD N H NISHAN❤️ ❤️I LOVE ALLAH ❤️ ❤️I LOVE MY MOM❤️ >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> GOD HAS ALREADY PLANNED YOUR LIFE IF SOMETHING GOES WRONG IT W...