NR World

NR World

Nearby public figures

AKC World's
AKC World's
no

Assalamualaikom❤😍

(বিভিন্ন ধরনের টিপস পেতে NR World এ like দিয়ে পাশে থাকুন,ধন্যবাদ 🌸)

25/12/2023

কিছু মানুষকে Gucci ,Chanel, Dior আরও ব্রান্ডেড জিনিস ব্যবহার করলেও ক্ষে"তের মতোই লাগে!

আবার কিছু মানুষকে দেখবেন নিউ মার্কেটের ফুটপাত থেকে কেনা ড্রেস ,জুতো ,ব্যাগ ব্যবহার করে তারপরও অদ্ভুত সুন্দরভাবে তাদের মানিয়ে যায় ,দেখতেও স্মার্ট লাগে। কারন এটা ডিপেন্ড করে কে কিভাবে ক্যারি করছে!

আপনি যতই ব্রান্ডের জিনিস ব্যবহার করেন না কেন সুন্দরভাবে কথা বলতে না পারলে,সুন্দরভাবে ক্যারি করতে না পারলে আপনাকে low class-ই লাগবে।

PS: Having wealth does not necessarily make a person refined or sophisticate.❤️

25/12/2023

°
°
অতিরিক্ত ধর্য্যও মানসিক সুস্থতার বিকাশকে ক্ষতিগ্রস্থ করে।
~N.N Ripa

24/12/2023

#মাইগ্রেন
মাইগ্রেনের ব্যাথা কি যারা বুঝেন না এই ছবিটা তাদের জন্য।

ব্যাথা চোখ থেকে ছড়িয়ে ঘাড় পর্যন্ত নামে,কখনো কখনো চোখ -মুখ ফুলে যায়,

টেনশন, গরম, পিরিয়ড, বাজে গন্ধ, খারাপ খবর বা কেউ খারাপ আচরণ করলে বেশীরভাগ সময় ব্যাথা শুরু হয়ে যায়।
রোদ, অতিরিক্ত শব্দ, কাজের প্রেশার, জার্ণি আরো অনেক কারণে হয়ে থাকে। আবার মাঝেমাঝে কোন কারণ ও লাগেনা,,,,।।

কারো কারো এই ব্যাথা ২ সপ্তাহ পর্যন্ত থাকে,মাইগ্রেনের ব্যাথা যাদের হয় তারা বুঝে কি যন্ত্রণাদায়ক এটা।
_😭😭😭।

23/12/2023

নারীর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ৫ টিপস!!

23/12/2023

#শুভ_সকাল
বিভিন্ন রঙে যুক্ত গোলাপ ফুল।🌹

22/12/2023

😳 😲

20/12/2023

❤️

20/12/2023

🖋️পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিক🔷
১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে!
২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়!
৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন!
৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে!
৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি!
৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে!
৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে!
৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে!
৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন!
১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।
©

20/12/2023

শুভ সকাল 💕

19/12/2023

শুভ সকাল NR World বাসী 💝🌸

18/12/2023

যখন কোন ব্যক্তি অন্যের ধ্বংস কামনা করে তখন তার নিজের সর্বনাশ অনেকগুণ বেশি হয়ে যায়।
- আল হাদিস

17/12/2023

শুভ সকাল

16/12/2023

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
#বিজয়_দিবস #বিজয়দিবস

15/12/2023

অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের সৃজনশীল প্রতিভার বিকাশ বিনষ্ট হয়ে যাচ্ছে।🙂

14/12/2023

আজকের দিনে ভদ্রতার কোন মূল্য নেই..!! কারণ সবাই এখন ভদ্রতা কে দুর্বলতা মনে করে।

13/12/2023

#আপনার_এই_৫_বদভ্যাসে_ব্রেন_হচ্ছে_কমজোর_লোপ_পাচ্ছে_বুদ্ধি_ও_স্মৃতি।

মস্তিষ্ক শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কিছু খারাপ অভ্যাসের কারণে কর্মক্ষমতা হারাতে পারে মস্তিষ্ক। স্মৃতিশক্তি আর সজ্জা দেয় না।মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পেলে বুদ্ধি কমে, ফলে মানসিক তো বটেই নানা সমস্যা হতে পারে। কয়েকটি অভ্যাসের কারণে মস্তিষ্ক হারায় কর্মক্ষমতা, সেগুলি জেনে সাবধান হোন।

* ঘুমের অভাব-দিনে ৮ ঘণ্টা ঘুম দরকারি। প্রর্যাপ্ত ঘুম না হলে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক ও বুদ্ধি লোপ পায়।

* বেশি জোরে হেড ফোনে গান চালিয়ে শুনলেও হতে পারে মস্তিষ্কের সমস্যা। ধীরে ধীরে স্মৃতিশক্তি হারিয়ে যায়।
* কোনও বিষয় বা কাজ নিয়ে মানসিক চাপ তৈরি হলে মস্তিষ্কে প্রভাব ফেলে। তাই বিন্দাস থাকুন।

* অতিরিক্ত মিষ্টি খেলে মাথার কোষে প্রভাব পেলে। বুদ্ধি ও স্মৃতি লোপ পায়,

* শরীরচর্চার অভাব, ধূমপান, মদ্যপান করলেও বুদ্ধি ও স্মৃতি লোপ পায়।

* বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে মনকে খুশি রাখুন। শরীরচর্চা করুন, সুষম খাদ্য আহার করুন।

12/12/2023

❕ #কিছু_অবাক_করা_সাইকোলজিক্যাল_ফ্যাক্ট!🌺💞

**আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন, এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেয়া যায়!

**মানি ব্যাগে বাচ্চাদের ছবি ব্যবহার করুন, খোয়া গেলে ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

**কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তা গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন!

** খালি পেটে মুদি দোকানে যাবেন না। আপনি ঐ সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই।

**খালি পেটে পরীক্ষা দিতে পারেন। ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে!

**অংক করার সময় চকোলেট খেতে পারেন, চকোলেট খেলে মস্তিষ্ক আরো সক্রিয় হয়ে ওঠে।

**বিছানার পাশে কাগজ ও কলম রাখুন। সেরা আইডিয়াগুলো ঘুমোবার সময়ই মাথায় আসে!

--ধন্যবাদ 🌺💞

12/12/2023

ঋণগ্রস্থ ব্যাক্তি ঋণদাতার ক্রীতদাস হয়ে যায় - প্রবাদ

12/12/2023

ফুল দিয়ে সকাল শুরু.....💖
#সকালবেলার_পোস্ট
#ফুল

11/12/2023

যে ব্যাক্তি বিদ্যার জন্য জীবন উৎসর্গ করেছেন, তিনি মৃত্যুঞ্জয়ী - আল হাদিস

11/12/2023

Good morning 🥰💖

01/12/2023

📌কিছু সমস্যার কারণে আপলোড দেয়া অফ থাকলো, ইন শা আল্লাহ শীঘ্রই ফিরে আসবো।

30/11/2023

জীবনে যতো কষ্টই আসুক না কেনো, কখনো নিরুৎসাহিত হবেন না! কারণ সূর্য যতোই প্রবল হোক না কেন, সাগর কখনোই শুকিয়ে যায় না।

30/11/2023

মানসিক ভাবে সুখী থাকার উপায় -

১। সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেয়া যাবে না। কিছু বিষয় হালকা ভাবে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে।

২। নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে, নিজের আবেগের ব্যাপারে অন্য কারও উপর নির্ভরশীল হওয়া যাবে না।

৩। অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে।

৪। আপনাকে সব সময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে।

৫। অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই ই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে।

৬। মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলতে হবে। অহংকার, ইর্ষা এবং লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে।

৭। পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে। যে আপনার ভাল চায়, আপনাকে সম্মান করে, সব কথা আপনার ভালর জন্য বলে, আপনাকে ভাল কাজে উৎসাহিত করে; এমন মানুষের সঙ্গে মিশতে হবে যাতে আপনার পজিটিভ এনার্জি সব সময় ঠিক থাকে।

29/11/2023

সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়,কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।🌸👍

29/11/2023

খাপখাইয়ে নেয়া অনেক বড় একটা গুণ। নিজেকে এমনভাবে গড়া উচিত যাতে "বেস্ট এবং ওর্স্ট" সব পরিস্থিতিতে টিকে থাকা যায়। মিশে যাওয়া যায় পরিবেশের সাথে।

নামি-দামি রেস্টুরেন্টের ফ্রাইড রাইস থেকে
ফুটপাতের ডিম খিচুড়ি সবই যেন পেটে সয়।

বঙ্গ থেকে বসুন্ধরা যে কোন জায়গা থেকে কেনায় যাতে দ্বিধা না হয়।

নিজের আঞ্চলিক ভাষা যেমন নির্দ্বিধায় বলা উচিত, তেমনি ফুটফুটিয়ে শুদ্ধ বাংলা এবং ইংরেজিটাও যেনো বের হয়।

ক্লাসি এডুকেটেড বন্ধুদের ভীড়ে যাতে প্রাইমারি স্কুলের রিক্সাওয়ালা বন্ধুটা অচেনা না হয়।

যোগ্যতা যাতে শুধু ক্যারিয়ারকেই উপরে নিয়ে যায়, অহংকার নয়।

28/11/2023

“তোমাদের মাঝে সেই ব্যক্তি সর্বোত্তম, যে তার এক চোখ দিয়ে নিজের দোষ দেখে আর অপর চোখ দিয়ে অন্যের গুণ দেখে।” – হযরত মুহাম্মদ (সাঃ)

28/11/2023

শুভ সকাল ❤️

27/11/2023

যদি নিজে নিজের বিবেক কে বড় মনে কর তবে শত্রু সৃষ্টি হবে,আর যদি হৃদয়কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি হবে।
~ N.N Ripa

27/11/2023

~জীবনটা বই এর পাতার মতো !
যতই উল্টাবে ততই নতুন কিছু শিখবে,,!!😊

27/11/2023

ভোরের আলো মিষ্টি হাওয়া
সবার জন্য ভালোবাসা,
ভালো চিন্তায় মন দিন
কাটবে সুখে সারা দিন।
সুপ্রভাত…💖🌸

26/11/2023

“সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভর করে।

25/11/2023

শুভ সকাল 🌸
সকাল সকাল Tasrif Khan ভাইরে নিয়া আসছি..😁

24/11/2023

ফুল আর শিশু ২ জনই নিষ্পাপ।❤️

24/11/2023

কোনো এক শীতে আমরা****........ 🤣🤣🤣
***ypost ***y

23/11/2023

যখন মানুষ বুঝে যায়,নিজের দুঃখ কষ্ট ও বে'দনার দায় কেবল তার নিজেরই। তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁ'চে থাকতে শুরু করে। সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার, তার তার। কারো জন্য কেউ নয়। 🌸

23/11/2023

শুভ সকাল 💕

“সুখ ফুলের সুগন্ধির মতো ছড়িয়ে পড়ে এবং সমস্ত ভাল জিনিস আপনার দিকে আকর্ষণ করে।”

22/11/2023

গাছের মতো হও, ফুলের মতো ফুটো, পাখির মতো গান করো, ময়ূরের মতো নাচো। জীবন একটি কুঁড়ির মতো, এটি সর্বদা ফুলের মতো ফোটার স্বপ্ন দেখে। বিরল ফুলের মত তুমি প্রস্ফুটিত।💖
#ফ্লাওয়ার

21/11/2023

” যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সেই মানুষটিও আপনাকে ভেবেই ঘুমাতে যায়। ” ❣️

~ হুমায়ূন আহমেদ

21/11/2023

শুভ সকাল ❣️
বাড়ির রাস্তাটা এমন হলে কেমন হয়?!😗😍

Want your public figure to be the top-listed Public Figure in Feni?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আপনার এই ৫ বদ অভ্যাসে লোপ পাচ্ছে বুদ্ধি ও স্মৃতি! #viralreels #reelsviralシ #vedioviral #reelsfypシ2023 #reelsfbシ #Tips #T...
#viralreels
নারীর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ৫ টিপস!!#Vedio #vedioviral #vediography #vedios
নারীর মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ৫ টিপস!! #reelsviralシ #reelsfypシ2023 #reelsfbシ #reelsfypシ゚ #Tipsreels
কারা বাদাম খাবেন,দেখে নিন! #viralreelsfb #reelsvideo #reelsfbシ #reelsviralシ #reelsfypシ゚ #shortsreels #reelsfypシ2023 #ree...
#reelsvideo #viralreelsfb
❤️💝 #viralreelsfb
❤️‍🩹 #reelsfbシ #reelsvideo
হাঁটার অভ্যাস কেন করবেন, জেনে নিন! #reelsvideo
#reelsfbシ #reelsviralシ #reelsfypシ゚ #viralreelsfb #reelsvideo #Bangladesh
শীতে এড়িয়ে চলুন এই খাবার!#reelsfypシ2023 #reelsviralシ #shortsreels #reelsfbシ #reelsfypシ゚ #reelsfbviral #viralreelsfb #r...

Category

Website

Address


Feni
Feni
140

Other Public Figures in Feni (show all)
Feni City Feni City
Feni

simple page

Mehedi HASAN Mehedi HASAN
Feni

লাইক দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ�।

Samiul Tv Samiul Tv
Feni, 3921

Hi, i Am Nazrul Islam. From Bangladesh. Welcome To My page. like | Comment | Share

দৃশ্যকথা দৃশ্যকথা
Master Para
Feni, 3900

Astagfirullah Astagfirullah
Feni Town
Feni, 4499

I am Muslim �� لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْل?

Abu Sayeed Abu Sayeed
Feni

এডিটের মাইরে বাপ

Okay কাকা Okay কাকা
Feni

wellcome

𝙰𝙸 𝚃𝙰𝙽𝚅𝙸𝚁ツ 𝙰𝙸 𝚃𝙰𝙽𝚅𝙸𝚁ツ
Ssk Road Feni
Feni

Follow my page

All i⃫  n⃫  one All i⃫ n⃫ one
Feni

Let's play. �

Limon Deb Nath Limon Deb Nath
Mastar Para
Feni, 3900

Trying to think of something new.....🌸🧠

MH ARIF MH ARIF
Feni, 3900

𝐇𝐑𝐈𝐃𝐎𝐘 2.0 𝐇𝐑𝐈𝐃𝐎𝐘 2.0
Feni

innocent boy