AKC World's

আসসালামু আলাইকুম 🥀🥰
❤️হাসবুনাল্লাহু ওয়া নি' মাল ওয়াকিল❤️
😍ইয়া রাব্বী,ইয়া মুর্শিদ😍

07/10/2023

নির্দিষ্ট একটা সময়ে এসে বুঝতে পারবেন "মৃত্য" ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই! 💔

07/10/2023

পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়! নিজের সাথে নিজের,

Me vs Me - Head vs Heart
নিজের সাথে নফসের যুদ্ধ।প্রতিদিন হারতে হয় আবার উঠে দাঁড়াতে হয়।

কেউ জানে না কেউ বুঝে না! নিরবে নিজের সাথে নিজের কত যুদ্ধ চালিয়ে যাচ্ছে কত মানুষ প্রতিনিয়ত,

30/09/2023

Depression is not a joke..!

পুরো পৃথিবী প্রতি ৪০ সেকেন্ডে কেউ না কেউ সুইসাইড করে। কেউ কি সুখে সুইসাইড করে? সুইসাইড করার পর, মানুষটা মারা যাওয়ার পর আমরা আহারে ওহারে বলে চিল্লাতে থাকি। কিন্ত তখন এতো শোক প্রকাশ করে কোনো লাভ হয় কি মানুষটা তো চলেই গেছে...

কারোর অবস্থা না বুজে তাকে জাজ করা কখনোই উচিত নয়। আমরা যখন নিজেদের ডিপ্রেশন, খারাপ, লাগা কোনো বন্ধুর সাথে বা অন্য কারোর সাথে শেয়ার করতে যাই তারা হেসে ছ্যাকাখোর বলে, ব্যাপারটাকে উড়িয়ে দেয়।তুমি তো সারাদিন হাসো,ঘুরো! তোমার আবার কিসের ডিপ্রেশন!!💔😭

26/09/2023

Three favorite lines:-

1. "Fa Inna Ma'al Usri Usra"
Surely with suffering there is relief...!

2. "HasbunAllahu Wa Ni'mal Wakil"
My Allah is enough for me..!

3. "Innalaha Ma'as Sabirin..!
Surely Allah is with the patient..!

Alhamdulillah

26/09/2023

যেইটা আমার সেইটা শুধুই আমার যদি খালি একটুও অন্য করো হয় ওইটা আমার দরকার নাই!🖤

25/09/2023

তোমার খারাপ পরিস্থিতি,অন্যের কাছে তামাশা ছাড়া কিছুই না!'🌸

19/09/2023

সবচেয়ে বড় সফলতা হলো, সবসময় নিজের অবস্থানে সন্তুষ্ট থাকা! আলহামদুলিল্লাহ! ❤️

09/09/2023

Oneday 🫰🫰🫰🫰

Photos from AKC World's post 09/09/2023

রেকর্ড 🔉

নেইমার সবেমাত্র সেলেকাওর হয়ে তার 78তম গোল করেছেন, পেলের 77 গোলের আগের রেকর্ডকে হারিয়ে! সেলেকাওর ইতিহাসে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা। ♥️🇧🇷

H I S T O R Y! 🇧🇷

08/09/2023

Waiting 🤲

08/09/2023

পরিশ্রমকারীদের কখনো হার মানতে হয় না। সাফল্য একদিন না একদিন আসবেই।

"ধৈর্যশীল রা শান্তিতে থাকে কেননা তারা জানে যে
আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন"
ইনশাআল্লাহ 🤲

08/09/2023

ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না। না সময়ের সাথে না পরিস্থিতির চা'পে।

সংগৃহীত

07/09/2023

আমি আমার দুঃখ বেদনা আল্লাহর কাছেই নিবেদন করছি।

[সূরা ইউসুফ: ৮৬]

Photos from AKC World's post 04/09/2023

আমি আমার বড় খালার বাসায় কয়েক দিন এর জন্য বেড়াতে গিয়েছিলাম... আমার বড় খালা অনেক পরহেজগার... ।তো আমি হাতে পায়ে নেলপালিশ দিচ্ছিলাম...তখন খালা আমাকে বল্লো, মিতালি নেলপালিশ দিস না মা, নেইলপালিশের কারণে ওযু হয় না আল্লাহ গুনাহ দিবে , তাছাড়া পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট হলো নখে নেলপালিশ দেওয়া ( বানীতে:আব্দুর রাজ্জাক বিন ইউসুফ)
আর জানিস নেলপালিশ দেয়া অবস্থায় কেও মারা গেলে তার নেলপালিশ সহজে উঠে না...। আমি বড় খালার কথা কে হেসে উড়িয়ে দিলাম... রিমুভার দিলে তো উঠে যাবে খালা খালি ভয় দেখায়...!
কয়দিন পরে খালার প্রতিবেশী এক মহিলা মারা গেলো রাত ১ টাই... তো সবাই ভাবলো তাকে জোহরের সময় জানাজা পড়ায় মাটি দিবে.., ততক্ষন তার লাস টা বরফ এর উপর রাখা হল... পুরা ঘরে কান্না কাটির আওয়াজ... যাই হোক, সকাল বেলা তাকে গোসল করাতে গিয়ে ইমাম সাহেবের বউ খেয়াল করলো তার হাতে পায়ে নেলপালিশ...!
ইমাম সাহেবের বউ আস্তে করে বের হয়ে তার স্বামী কে ইশারায় ডেকে কানে কানে বললো...! ইমাম সাহেব তার সন্তান দের বললো, আপনার আম্মা কে দাফন করা যাবে না তার প্রতিটা নখে নেলপালিশ...! যতক্ষণ নেলপালিশ না উঠবে দাফন করা যাবে না... আপনারা নেলপালিশ উঠানোর ব্যবস্থা করুন... লাস এর অনেক কষ্ট হচ্ছে...!সবাই রিমুভার, কেরাসিন, ব্লেড দিয়ে চেঁছে দেখছে কোনো ভাবে নেলপালিশ কেও উঠাতে পারে নাই...!
এশার ওয়াক্ত হয়ে গেছে লাস ফুলে খারাপ অবস্থা... চারদিক দিয়ে পোকা মাকড় গিজ গিজ করছে নতুন বরফ আনা হচ্ছে...! সবাই ইমাম সাহেব কে বলছে কি করা যায়...? এমনি দাফন দেই, লাস আর রাখা যাবে না...! ইমাম সাহেব বললো উনাকে এই অবস্থায় দাফন দিলে উনার কঠিন আজাব হবে...। তখন অনেক চিন্তার পরে তার নক কেটে উঠায় ফেলা লাগলো এর পরে তার মাটি হলো ফজরের পরে...।
প্রিয় বোনেরা মৃত্যু কখনো বলে আসে না, আমি যখন নিজের চোখে এইসব দেখছি, দেখার পর থেকে আমি জীবনেও নেলপালিশ দেই না...! প্রিয় বোনেরা আপনারা যারা নেলপালিশ দেন বা আপনার কোনো আত্মীয় কে যদি দিতে দেখেন তাকে মানা করবেন...*
আল্লাহ আমাদের সকল কে ঈমান এর সাথে মৃত্যু দিক কারো যেন কষ্ট না হয়...
আসুন তাওবা করি। আর জীবনেও যেনো না দেই সেই ওয়াদা করি। কারণ মৃত্যু কখন আসে বলা যায় না। দরকার হলে মেহেদী নখে দিয়ে রাখুন।

to jannat

04/09/2023

জীবনে পরিবর্তন আনতে সর্বদা মনে রাখুন:

১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবকিছু দেখেন আর সবকিছু শোনেন৷ কোনোকিছুতেই তাঁকে ফাঁকি দেওয়া যায় না।

২. আপনার কোনো ভালো কাজ আর ভালো চেষ্টাকে তিনি বৃথা যেতে দেবেন না৷ সেসবের প্রতিদান আপনাকে অবশ্যই দেওয়া হবে৷ হয় দুনিয়া এবং আখিরাত—দুই জায়গাতেই, অথবা—শুধু আখিরাতে।

30/08/2023

Pray until your situation changes, Miracles happen everyday, so never stop believing. Allah can change things very quickly❤.

30/08/2023

জেনে রাখ! আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবেনা, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে।

[সূরা ইউনুসঃ ৬২–৬৩]

29/08/2023

সবচেয়ে সুন্দর
যা শুনলে কলিজাটা শীতল হয়ে যায়
আজান🥰🥰🥰🥰🥰

কণ্ঠটা ও মাশাল্লাহ তাহেরি হুজুর❤️

29/08/2023

একদিন নিখোঁজ হবো! কতোক্ষন আগে অনলাইনে ছিলাম,সেটাও কেউ খুঁজতে আসবেনা,শেষ স্ট্যাটাস কবে দিয়েছি সেটাও কেউ খুঁজতে আসবেনা, আমাকে না পেয়ে কেউ কাক ডাকা ভোরের দৈনিকে বিজ্ঞাপন ও দিবেনা 'সন্ধান চাই!'কেউ বলবেনা 'এই মানুষ টা কোথায়?'একদিন নিখোঁজ হবো! একদিন আর ফিরবোনা!❤️

28/08/2023

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম। 🌸

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"
(সূরা আয-যুমারঃ ১০) ❄

28/08/2023

হয়তো একটু দেরিতে হবে,
কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাইই হবে।
মনে রেখো তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়. শুধু অপেক্ষা করো, সময় সবকিছু ফিরিয়ে দেবে।
মনে রেখো তুমিই সেরা, তুমিই সুন্দর।🤎

27/08/2023

চোখের সামনে দিয়ে একটা মানবজীবন এমন ব্যর্থতায় কেটে যাবে, তা কি দেখে সহ্য করা যায়? দুনিয়ায় এই একটাই আমাদের সুযোগ। আর কোনো দ্বিতীয়, তৃতীয় সুযোগের ব্যবস্থা নেই।

24/08/2023

হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু হৃদয় বেশি সুন্দর।
~ মহাত্মা গৌতম বুদ্ধ।

24/08/2023

"ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই।
এইটুকু জীবন কোনো না কোনো ভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল যারা ঠকাচ্ছে, প্রতারণা করেছিলো, হক নষ্ট করেছিলো, তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নিবে??ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল, তারা বোকার স্বর্গে বাস করছে।"

__আহমাদুল্লাহ🌼

22/08/2023

টাকাই সব

20/08/2023

রাগ নিয়ন্ত্রণের ১০টি কার্যকর পদ্ধতি: যারা রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ, তাদের জন্য সুন্দর সমাধান
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
(১) রাগ ওঠলে আন্তরিকভাবে ‘‘আউযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রাজিম’’ পড়া:
মু‘আয ইবনু জাবাল (রা.) বলেন, দুই ব্যক্তি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গালাগালিতে (ঝগড়ায়) লিপ্ত হলো। (প্রচণ্ড রাগে) তাদের একজনের চোখ লাল হয়ে গেলো এবং তার শিরা-উপশিরা ফুলে ওঠলো। তখন নবিজি বলেন, ‘‘আমি এমন একটি কালিমা (বাক্য) জানি, যা পাঠ করলে তার রাগ চলে যাবে। তা হলো, ‘‘আ‘উযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রাজিম।’ ’’ [ইমাম মুসলিম, আস-সহিহ: ৬৫৪০]
কুরআন মাজিদে আল্লাহ বলেন, ‘‘যদি শয়তানের পক্ষ থেকে কোনো উসকানি তোমাকে পেয়ে বসে, তবে তুমি ‘আ‘উযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রজিম’ পড়ে নাও।’’ [সুরা হা-মিম সাজদাহ, আয়াত: ৩৬]
(২) রাগ/ক্রোধ সংবরণের লাভ সম্পর্কে জানা:
আল্লাহ বলেন, ‘‘তোমরা তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে ছুটে চলো, যার পরিধি হলো আসমান ও জমিন (সমান), যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল (উভয়) অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর সৎকর্মশীলদের আল্লাহ ভালবাসেন।’’ [সুরা আলে ইমরান, আয়াত: ১৩৩-১৩৪]
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে তার জিহ্বাকে হেফাজত করবে, আল্লাহ আল্লাহ তার গোপনীয়তা ঢেকে রাখবেন। যে তার রাগ-ক্রোধ নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকবেন।’’ [ইমাম বাইহাকি, শু‘আবুল ঈমান: ৭৮১৮; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ২৩৬০; হাদিসটির সনদ হাসান]
অন্য হাদিসে এসেছে, ‘‘যে ব্যক্তি ইচ্ছা কার্যকরের সক্ষমতা সত্ত্বেও নিজের রাগকে হজম করে ফেলবে, কিয়ামতের দিন আল্লাহ তার হৃদয়কে সন্তুষ্টি দিয়ে পূর্ণ করে দেবেন।’’ [ইমাম তাবারানি, মু‘জামুল আওসাত্ব: ৬০২৬; শায়খ আলবানি, সহিহুত তারগিব: ২৬২৩; হাদিসটি হাসান]
(৩) অবস্থান পরিবর্তন করা:
নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যখন তোমাদের কেউ রাগান্বিত হবে, তখন দাঁড়িয়ে থাকলে সে যেন বসে যায়। এতেও যদি তার রাগ দূর না হয়, তাহলে সে যেন শুয়ে পড়ে।’’ [ইমাম আবু দাউদ, আস-সুনান: ৪৭৮২; হাদিসটি সহিহ]
(৪) চুপ হয়ে যাওয়া:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যখন তুমি রাগান্বিত হবে, তখন চুপ থাকবে।’’ [ইমাম বুখারি, আল-আদাবুল মুফরাদ: ১৩৩৪; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ১৩৭৫; হাদিসটি সহিহ]
(৫) অজু করে নেওয়া:
আবু ওয়াইল আল-কাস (রাহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একবার আমরা উরওয়াহ ইবনু মুহাম্মাদ আস সা’দির নিকট গেলাম। তখন এক ব্যক্তি তার সঙ্গে কথা কাটাকাটি করে তাকে রাগিয়ে দিলো। এরপর তিনি দাঁড়ালেন এবং অজু করলেন। অতঃপর বললেন, আমার পিতা আমার দাদা আতিয়্যাহ (রাহ.) থেকে বর্ণনা করেন; তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘রাগ হচ্ছে শয়তানি প্রভাবের ফল। শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আর আগুন পানি দিয়ে নেভানো যায়। অতএব, তোমাদের কেউ রাগান্বিত হলে, সে যেন অজু করে নেয়।’’ [ইমাম আবু দাউদ, আস-সুনান: ৪৭৮৪; হাদিসটির সনদ দুর্বল]
(৬) রাগের খারাপ পরিণতির কথা চিন্তা করা। বিশেষত, রাগের সময়ে নেওয়া অধিকাংশ সিদ্ধান্তই ভুল হয়, সেটি ভাবা। এজন্যই বলা হয়, ‘‘রেগে গেলেন, তো হেরে গেলেন!’’
(৭) রাগের মুহূর্তে ওই জায়গা থেকে চলে যাওয়া একটি উত্তম সমাধান। কারণ ভিন্ন পরিবেশে মানসিক অবস্থারও পরিবর্তন ঘটে।
(৮) নিজেকে নিজে শাস্তি দেওয়া:
এটা এভাবে হতে পারে যে, নিজের জন্য নিয়ম বানিয়ে নেওয়া: একবার রাগারাগি করলে ৫০/১০০ টাকা (যার যার সামর্থ্য অনুযায়ী কম-বেশি হতে পারে) সাদাকাহ করা হবে অথবা ১০/২০ রাকাত নফল নামাজ পড়া হবে ইত্যাদি। তাহলে, পরেরবার রাগ করার আগে চিন্তা আসতে পারে।
(৯) ইস্তিগফার করা:
হুযাইফা (রা.) নিজ পরিবারের লোকদের উপর প্রায়ই রাগারাগি করতেন। তিনি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান চাইলে তিনি বলেন, ‘‘তুমি ইস্তিগফার থেকে কোথায় রয়েছো? প্রতিদিন তুমি ৭০ বার ইস্তিগফার পড়বে।’’ [ইমাম ইবনু মাজাহ, আস-সুনান: ৩৮১৭; হাদিসটির সনদ দুর্বল]
(১০) যিকর করা:
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই কেবল হৃদয়সমূহ প্রশান্ত হয়।’’ [সুরা রা’দ, আয়াত: ২৮]

19/08/2023

আল্লাহ কখনো তোমার দোয়া নাকচ করেন না, তিঁনি শুধু তা ভিন্ন উপায়ে কবুল করেন! ✨🖤

18/08/2023

তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো?
সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়!

ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ

'আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি!' (সূরা ইউসুফ, আয়াত ৮৬) ✨

বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ ভীষণ খুশি হন!!

সবচেয়ে বড় স্বস্তি এটাই যে,'আল্লাহ যার ভালো চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন!' (বুখারি, হাদিস নং: ৫৬৪৫) ✨🖤

18/08/2023

Fact is:-তুমি মানুষের মন রাখতে পারলে ভালো আর না পারলেই খা'রা'প! ❤️‍🩹

18/08/2023

দীর্ঘ শ্বাস
কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। আপনি কাউকে ঠকিয়েছেন? কাঁদিয়ে,শ্বাসিয়ে হৃদপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন?কষ্ট দিয়েছেন? অতিরিক্ত অবহেলা করেছেন.?মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন.?
যে মানুষটা আপনাকে অন্ধের মত বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন!
মনে রাখবেন, মানুষটা আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও সে যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখেন।
আপনি যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে।
যে মানুষটাকে আপনি ঠকিয়েছেন সে যদি একসময় এসে আপনাকে মাফ করে দেয়, কোন অভিশাপ না দেয়,তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে।
"রুহের হায়" বলতে একটা কথা আছে। আমরা যেটাকে "Revange of Nature" বলি। প্রস্তুত থাকবেন সর্বদা, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না।সংগৃহীত

17/08/2023

যদি আপনার একটি সুস্থ শরীর থাকে তবে আল্লাহর কাছে আর কোন অভিযোগ করবেন না কারণ এর চেয়ে বড় নিয়ামত আর নেই আলহামদুলিল্লাহ! 💚

17/08/2023

ভয়ংকর কথা হলো, আঘাতপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও তার রব কিছুই ভুলেন না! প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষরের উচ্চারণ ও উচ্চারণ ভঙ্গির অডিও-ভিডিও রেকর্ডিং তাঁর কাছে মজুদ!
প্রতিশোধ যদি বান্দা নিতো, ঢের ভালো ছিলো! কতটুকুই না নিবে! কিন্তু শাস্তি যখন রব দিবেন, নিশ্চয়ই তাঁর আযাব অত্যন্ত কঠোর!
"নিশ্চয়ই আপনার রব কিছুই ভুলেন না" - কোরআনের এই আয়াতটি কি অদ্ভুত, তাই নাহ!!!
কারো জন্য শান্তনা! কারো জন্য ভয়ংকর...!!! 🥺💔

17/08/2023

জীবনে আপতিত দুঃসময় গুলো আপনাকে দুটি শিক্ষা দিয়ে যাবে।
প্রথমত; এ বিশাল দুনিয়া আপনাকে দুঃখ, বেদনা ধোঁকা ছাড়া কিছুই দেবে না।
এবং দ্বিতীয়ত; তার চেয়েও বিশাল আরশের অধিপতি কখনো আপনাকে পরিত্যাগ করবেন না।

Photos from AKC World's post 14/08/2023

Remembering the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, on this solemn National Mourning Day, August 15th. His vision, courage, and unwavering dedication continue to inspire us to strive for his dream of Shonar Bangla.

13/08/2023

আমি তো ইচ্ছে করলে মেঘ থেকে
লবণাক্ত পানি বর্ষণ করতে পারি, তাহলে তোমরা কেনো শুকরিয়া আদায় করো না"।

[সূরা-ওয়াক্কিয়া, ৭০]

13/08/2023

এমন একজনকে ম্যানশন দিন, যার ব্যবহার, কথার ধরণ, এবং মনমানসিকতা আপনার ভালো লাগে!' 🖤

Want your public figure to be the top-listed Public Figure in Feni?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


No
Feni
1234

Other Public Figures in Feni (show all)
Feni City Feni City
Feni

simple page

Mehedi HASAN Mehedi HASAN
Feni

লাইক দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ�।

Samiul Tv Samiul Tv
Feni, 3921

Hi, i Am Nazrul Islam. From Bangladesh. Welcome To My page. like | Comment | Share

দৃশ্যকথা দৃশ্যকথা
Master Para
Feni, 3900

Astagfirullah Astagfirullah
Feni Town
Feni, 4499

I am Muslim �� لَا اِلَهَ اِلَّا اللهُ مَحَمَّدُ رَّسُوْل?

Abu Sayeed Abu Sayeed
Feni

এডিটের মাইরে বাপ

Okay কাকা Okay কাকা
Feni

wellcome

𝙰𝙸 𝚃𝙰𝙽𝚅𝙸𝚁ツ 𝙰𝙸 𝚃𝙰𝙽𝚅𝙸𝚁ツ
Ssk Road Feni
Feni

Follow my page

All i⃫  n⃫  one All i⃫ n⃫ one
Feni

Let's play. �

Limon Deb Nath Limon Deb Nath
Mastar Para
Feni, 3900

Trying to think of something new.....🌸🧠

MH ARIF MH ARIF
Feni, 3900

𝐇𝐑𝐈𝐃𝐎𝐘 2.0 𝐇𝐑𝐈𝐃𝐎𝐘 2.0
Feni

innocent boy