Mehendi Soul By Mahi
Nearby public figures
Chittagong
Sonagazi
A professional henna artist and Organic mehedi maker.Get your best Mehendi design and Organic Mehedi♥
Wife of Mr.Ismail 🥹
Mashallah Our Organic Mehedi Stain♥️🥰
For order Organic mehedi inbox us.♥️
আমাদের অর্গাণিক মেহেদি স্টেইন 😩😌
অর্গাণিক মেহেদি কোণ অর্ডার করতে ইনবক্স করবেন♥️
Wearing Henna From: মেহেদীশৈলী-Mehedishoili
To make my Man day special 🥹♥️
Mashallah Apur kaj ato sundor ami abr lagabo In Sha Allah abr kono special dayr jonno🥹♥️
বিসমিল্লাহ ব্রাইড ২০২৪ এর🥹♥️
আলহামদুলিল্লাহ ♥️
এই বছরের শেষ কাজ।
আশা করি সবার সামনের বছর সবার সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ 🥹🥰
প্রচুর পরিমাণ আজাইরা ছিলাম
তাই মনে যা আসছে সব মিলায় আঁকলাম 😂।
না মানি পেইজ টা কি আমরা আপনাদের সাথে আলাপ আলোচনা করতে খুলসি!?
একটা পেইজে এডমিন মডারেটর সব থাকে।
নিম্নতম কমনসেন্স নাই!?
এডমিনের পিক নিয়ে আবার দে,, মানি সে চিনে তাহলে এডমিন কে পার্সোনালি ম্যাসেজ দিতো।
আপনারা পেইজে মেহেদি ব্যাতিত কোনো আজাইরা টপিক নিয়ে ম্যাসেজ দিবেন না।
ফুল নাকি মেহেদি?
উপরে হাতে স্টেইন সুন্দর না!?
রিভিউ পিকচার ♥️
অর্গাণিক মেহেদি ১২০/- (২৭-৩২ গ্রাম)
অফার ১০০/- সীমিত সময়♥️
নখের মেহেদির কালার🥹
মাশাল্লাহ ♥️
নেইল টিন্ট/নখের মেহেদি অর্ডার করতে ইনবক্স করবেন।
অফার প্রাইজ ১০০/- রেগুলার প্রাইজ ১১০/-(১৫-১৮ গ্রাম)
I really loved this picture 🥺
Review Shared: Sanjida's Henna Heaven 🥰
কালকে এখানে ৬৬ টি মেহেদি ছিলো।
https://m.facebook.com/story.php?story_fbid=300312626344579&id=100090975316688&mibextid=Nif5oz
বলেছিলাম ২ জন কে দিবো।
১ জন সঠিক দিয়েছে আরেকজন কাছাকাছি ছিলো ৬৫।
Angel's Beauty সঠিক উত্তর দিয়েছে।
Manzia Mahmud ৬৫ বলেন
নাম্বার এবং এড্রেস দিবেন। ফেনী টাউনে ডেলিভারি চার্জ ৪০/-।
Mashallah 🥺
Mehedir Stain dekho🥺🥺🥺
জীবনে যতো বেশি মানুষের সাথে মিশে যেতে চেয়েছি,ততোই বেশি ঝা.মেলায় পড়েছি! এরচেয়ে বোধহয় একা চলাই শ্রেয়..!🤍
আমাদের অর্গাণিক মেহেদি কালার রিভিউ মাশাল্লাহ 🥺♥️
অর্গাণিক মেহেদি নিতে চাইলে ইনবক্স করবেন।
পেইজে অফারও চলছে।
“তোমরা টাকা নেবার আগে টাকার উৎস খতিয়ে দেখো। কোথা থেকে টাকাটা এলো, যাচাই করে নাও। আর হালাল কামাতে গিয়ে তোমাকে যদি জামাতের শেষ কাতারেও দাঁড়াতে হয়, তাতেও সমস্যা নেই ❤️
সুফিয়ান সাওরি (রহ.)
আলহামদুলিল্লাহ অর্ধেক অর্ডারের কালকে অনেকের কাছে পৌঁছে যাবে।। ফ্রেশ মেহেদি কোণ🥺😩♥️
এখানে কয়টা মেহেদি বলুন তো!?? সঠিক বল্লে অবশ্যই গ্রিপ্ট আছে🙆♀️😗
সময় কালকে রাত ৮ টা অব্দি।
২ জন কে দেওয়া হবে🤭
আরেহ কি জোশ🥺😩
কমলা খাবেন নাকি মেহেদি লাগাবেন🤭
Organic mehedi : Mehendi Soul By Mahi
Sanjida's Henna Heaven
Raiyee আপুর হাতে করা কাজ🥹
মান্ডালা আর ছোটোগোলাপের ডিজাইনগুলো একটু বেশি সুন্দর
কে কে এমন মান্ডালা ডিজাইন পছন্দ করেন!?
আর্টিস্ট এবং অর্গাণিক মেহেদি: Mehendi Soul By Mahi
বছর শেষে অফার না দিলে দেখতাছি আমাকে আমার মেহেদি পাগল আপুরা মাইর দিবে😂।।
২৫ এবং ৩০ তারিখ রাত ১০ টা অব্দি
এই ৫ টা তারিখ শুধু ফেনী টাউনের ভিতরে ২ টি কোণ নিলে ডেলেভারি চার্জ ফ্রি এবং ২৭-৩২ গ্রাম ১০০ টাকা করে।
ডেলেভারি চার্জ ফ্রি।
একটি কোণ নিলে হবে না৷
শুধু মাত্র এই ৫ টা দিন।। তাই অর্ডার করে রাখুন।
এই অফার শুধু মাত্র ৫ দিন। 🥹🥺
২৫-৩০ তারিখ রাত শুধু।
আগের অফার গুলো রয়েছে ১২০/- কোণ ১০০/-
এবং ৫-৬ এর বেশি মেহেদি নিলে ফেনীর বাহিরেও চার্জ ফ্রি।
ভালোবাসি !!! ভালোবাসা শুধু জীবে হয়না । মাঝে মাঝে নিজের কাজকেও মানুষ অসম্ভব ভালোবাসে । আমি ভালোবাসি বলে যে স্বীকারোক্তি দিলাম ? সেই ভালোবাসা আমার একটা নেশার প্রতি । নেশার নাম ভালোবাসা । ভালোবাসার নাম মেহেদী©️ ।
আমাদের অর্গাণিক মেহেদির কালার,,এটা ধরতে গেলে ১০-১১ ঘন্টার স্টেইন🥹♥️
অর্গাণিক মেহেদী অর্ডার করতে ইনবক্স করবেন♥️🥹
মেহেদি কমবেশ সবাই পছন্দ করে,কিন্তু লাইফে ২-৩ টা লয়াল কাস্টমার পাইসি যাদের শুধু আমার মেহেদি ভালোলাগে ওইটা দিয়ে কাজ করে🥹😩 আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ♥️
এই মাসের শেষের তারিখটা কিন্তু একদম জোসসস। (12/31/23) সবগুলো একত্রে করলে 123123.
দিনটা স্মরণীয় করতে চাইলে বিয়ে করে ফেলুন।
©️ Tulon Bhai
সাথে মেহেদি বুকিং এবং মেহেদি অর্ডার করে ফেলুন🥹🙆♀️😁
আর্টিস্ট এবং অর্গাণিক মেহেদি : Mehendi Soul By Mahi
Mashallah 🥹♥️
Mashallah..
Stain dekho😩🥹😭♥️
হাতের উপরে তালুর মতো ডিপ কালার সত্যিই কি আসে?? তাহলে উত্তর হলো হ্যাঁ অবশ্যই আসে যদি প্রোপার আফটার কেয়ার করা যায়।
ছবিতে যে কালার টা দেখতে পাচ্ছেন এটা,
একটি ফ্রেশ স্টেইন আরেকটি ৪৮ ঘন্টা পরের কালার।
আমার মেহেদিতে তেমন আফটার কেয়ার নেই বল্লে চলে কিন্তু আফটার কেয়ার মেইনটেইন করলে অবশ্যই বেষ্ট রেজাল্ট টা পাবেন।
চলুন কিছু টিপস দি
১.মেহেদী সবসময় ঘুমানোর আগে হাতে দেয়াই বেটার। কারণ ঘুমিয়ে যাওয়ার পর আপনি হাত তেমন নাড়াচাড়া করতে পারেন না। যার কারণে মেহেদীটা শুকিয়ে গেলেও আপনার হাত থেকে ঝড়ে পড়বে না। ফলে মেহেদীটা হাতেই থাকবে এবং কালারও পরে সুন্দর হবে। আর আমার মেহেদি মাশাল্লাহ অনেক স্ট্রিং গি ঝরে পরার ভয় নেই।
২.মেহেদী দেওয়ার আগে অবশ্যই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কারণ হাত পরিষ্কার না থাকলে কখনোই সুন্দর কালার আসবে না।
৩.মেহেদী অবশ্যই মিনিমাম ৮-৯ ঘন্টা হাতে রাখার চেষ্টা করতে হবে। ১২ ঘন্টা যদি রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো।
৪.মেহেদী উঠানোর পর হাতে অবশ্যই নারিকেল তেল অথবা সরিষার তেল ঘষবেন। নারিকেল তেল বা সরিষার তেল ঘষার ফলে আপনার হাতের ব্লাড সার্কুলেশন বাড়বে যা আপনার মেহেদীর কালার ডার্ক করতে অনেক সাহায্য করবে। শীতের সময় চেষ্টা করবেন ৩ ঘন্টা পর পর তেল ব্যবহার করার। তেল ব্যবহার করলে হাতের তাপমাত্রাও বাড়বে। শীতের সময় কালার তুলনামূলক কম আসে। তাই তেল দিয়েই হাতে গরম রাখার চেষ্টা করবেন।
৫.মেহেদী উঠানোর আগে মেহেদি শুকালে এবং পরে তেল লাগানোর পর লবঙ্গের ভাপ নিবেন ৫ মিনিট। তাওয়াতে ৮-১০ টি লবঙ্গ নিয়ে মিডিয়াম আচে দিবেন। এরপর ১ মিনিট অপেক্ষা করে তাওয়ার ৩ ইঞ্চি উপরে হাত রেখে ৫ মিনিট ভাপ নিবেন। এই স্টেপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। এটা করলে কালার অনেক বেশি ডার্ক হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন।
৬.মেহেদী হাত থেকে উঠানোর পর ১০ ঘন্টার মতো পানি ধরবেন না। সম্ভব হলে পুরো ১ দিন পানি এড়িয়ে চলুন। শুধুমাত্র ওজু করতে পারবেন।
৭.হাত কে যত সম্ভব গরম স্থান এ রাখবেন, গরম রাখার চেষ্টা করবেন।
অনেকের খুব দ্রুত কালার চলে আসে আবার অনেকের বডির তাপমাত্রার সাথে মিলিয়ে দেরিতে কালার আসে বা আসতে চায় না। সেক্ষেত্রে এই স্টেপগুলো ফলো করলে বেষ্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আমার অর্গাণিক মেহেদি হাতের উপরে আফটার কেয়ার ছাড়া ভালোই কালার আসে।।তাও আফটার কেয়ার করার চেষ্টা করবেন।
Thanks a lot Humyra Jahan 🥹💜
This is really blessed moment for me 💜.She did this for me without any reason🥹I can't explain how happy I'm with this little thing.
শীত কালে হাতে কালার আস্তে কিন্তু সময় লাগে কমবেশ সবাই জানি। তাই যারা মেহেদি নিয়েছেন বা নিবেন।।
অবশ্যই আফটার কেয়ার করবেন বেষ্ট রেজাল্ট এর জন্য।
লবঙ্গের ভাপ দিবেন অবশ্যই মেহেদি শুকালে। এবং মেহেদি উঠাতে নারকেল,সরিষার তেল দিয়ে উঠাবেন।। পানি দিয়ে তুলবেন না।
এবং সাবান পানি যতটা না ধরা যায় তার চেষ্টা করবেন। হাতে মেহেদি দেওয়ার পরে যত সম্ভব গরম স্থান হাত রাখার চেষ্টা করবেন হাত কে গরম রাখবেন।
Mehendi Soul By Mahi
অর্গাণিক মেহেদি কোণ অর্ডার করতে ইনবক্স করবেন।
মেহেদি উপহার দেওয়ার চেয়ে সুন্দর আর কিছু নেই।🥹♥️
পেইজে এতো অফার দিচ্ছি ফ্রেন্ডসদের গ্রিপ্ট করছেন না কেনো🥲!?
আর যে আপুরা আমার পোস্টে কমেন্ট করেন গ্রিপ্টের জন্য আপনারা ফ্রেন্ডস ম্যনশন করছেন না কেনো!??
এই অফারের সময় যদি গ্রিপ্ট না পান বা না করেন কবে করবেন 🥹♥️
অর্গাণিক মেহেদী ড্রিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে।
৮-৯ মাস অব্দি ভালো থাকবে।
আমাদের অর্গাণিক মেহেদী একটা সাইজ এর কোণ- ২৭-৩২ গ্রাম।
১২০/- মাত্র।
ডিসেম্বর এ অফার চলছে তাই ১০০/- তে পেয়ে যাবেন আমাদের এই মেহেদী।
ফেনী টাউনের ভিতরে ৪০/- ডেলিভারি চার্জ।।কিছু জায়গায় ৫০/-
ফেনী টাউনের বাহিরে মানি পৌরসভার বাহিরে ৭০/-
ফেনী জেলার বাহিরে ১৩০/-
মেহেদি চাইলে একটিও নিতে পারবেন।
আর হ্যাঁ ৫-৬ এর অধিক মেহেদি নিলে এই অফারে পাবেন ডেলেভারি চার্জ ফ্রি।
আরও বিস্তারিত জানতে ইনবক্স করবেন।
আমাদের অর্গাণিক মেহেদির স্টেইন🥹💜😩
এতো সুন্দর 🥹💜 মাশাল্লাহ 💜
ক্লায়েন্ট রিভিউ 💜
ধন্যবাদ এতো সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য😊
Mehendi Soul By Mahi মেহেদি অর্ডার করতে ইনবক্স করবেন।
মেহেদির স্টেইনে-ই চোখ জোড়ায় যাচ্ছিলো বার বার 🥹💜।
অর্গাণিক মেহেদি: Mehendi Soul By Mahi
নিকা ফ্রেম: Mimo's Art Valley
ছবিগুলো একটু গোলাটে হলেও ভালো-ই কালার বুঝা যাচ্ছে🥹💜
অর্গাণিক মেহেদি স্টেইন 🥹💜🙆♀️
যেকোনো ধরণের মেহেদি বুকিং চলছে পেজে। বুক করতে ইনবক্স করবেন।
অর্গাণিক মেহেদি এবং আর্টিস্ট: Mehendi Soul By Mahi
ঘুম ঘুম চোখে কাজের ছবি🥹💜😮💨
আমাদের মেহেদী অফারের শেষ সময় ১৫-ই জানুয়ারি। ২৭-৩২ গ্রাম বড় সাইজ কোণ ১০০/-
রেগুলার মূল্য ১২০/-।
অর্গাণিক মেহেদি অবশ্যই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। এবং ৭-৮ মাস রেখে ব্যবহার করতে পারবেন।
আমাদের আরও একটি অফার যেটি হলো নখের এবং হাতের মিলিয়ে ৫-৬ এর বেশি মেহেদি নিবে তাদের জন্য হোম ডেলেভারি ফ্রি তবে অফার টা জানাবেন যে আপু কম্বো নিবো।কম্বো অফারের বেশি দিন নেই শুধু আর বাকি এই মাসের কয়টা দিন।
অফারে নিয়ে নিন। আর দয়াকরে অফার দেওয়ার পরেও দামাদামি করবেন না। ২৭-৩২ গ্রাম মেহেদি তে চেষ্টা করি ২৮ গ্রাম একদম ঠিক করে রাখার।
আর নখের মেহেদি ১০০/- অফারে
১৬-১৮ গ্রাম রেগুলার মূল্য ১১০/-।
🥹🥹♥️
My favourite ❤️🫶Mehendi Soul By Mahi
আমাদের মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ করে অনেক পার্সেল থাকে।। গত ৬ ডিসেম্বর একটা দিনে প্রায়১০০+ একদিনে মেহেদি দেওয়া হইসে আমি জানতাম সব ঠিক-ঠাক দেওয়া হইসে কারণ কেউ কিছু বলে নি। আজকে এক আপু জানালো তিনি এক দোকানে রাখতে বলসিলো পার্সেল ভুল পরসে,স্বাভাবিক ভাবে এখানে আপুর ভুল ছিলো ওনি দোকানদার কে দিয়ে দেখে নেওয়ানোর উচিত ছিলো।। কিন্তু আমার খারাপ লাগছে এটা ভেবে যে।। ওই আপুর ৪ টা মেহেদি যার সাথে পার্সেল বদল হয়ে গেলো ওনি কোন ধরণের যে একবার জানালো না।। পার্সেল এর চাপ বেশি থাকলে মাঝে মাঝে ১-২ টা পার্সেল একটু এলোমেলো হয় আপুরা বললে আমরা সাথে সাথে ঠিক করে নি। ওনি কেমন মানুষ আমি শুধু ভাবছি ওনি জানালো না পর্যন্ত🙂 যে -ই এই জিনিস টা করছেন ঠিক করেন নাই একবার জানাতেন🙂 অন্যজনের টাকা গেলো🙂
বিয়ের পরে কিছু পারি বা না পারি লেবুর শরবত বানানোর দায়িত্ব-টা নিতে পারবো🙆♀️🐸
মেহেদি বানাতে লেবুর রস নিতে নিতে এখন আমি এটাতে দক্ষ🫣
Half Semi-bridal work🥹♥️
Artist and organic mehedi : Mehendi Soul By Mahi
যেকোনো ধরণের মেহেদি বুকিং চলছে। অবশ্যই আমাদের লোকেশন এ এসে পরে যেতে হবে সাথে অর্গাণিক মেহেদি দিয়ে কাজ করে দেওয়া হবে।ব্রাইডাল বুকিং এ থাকছে ২০% ডিসকাউন্ট। (ব্যাক্তিবিশেষ, সময় এবং লোকেশন ভিত্তিতে হোমসার্ভিস দিয়ে থাকি)
বুকিং করলে অবশ্যই হাফ এডভান্স করবেন। বুক করতে ইনবক্স করবেন।
অর্গাণিক মেহেদী কোণ প্রাইজ ১২০/-(২৭-৩২ গ্রাম)
ভাবছি মেহেদী আর্টে উপর একটা কনটেস্ট দিবো,,কিন্তু আমাদের লোকেশন এ এসে কি পরবেন!? কনটেস্ট এ অংশগ্রহণ করবেন!? দিবো নাকি!?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Address
Feni
Feni
3900
Dagonbhuiyan
Feni, 3900
Assalamualaikum, This is MM Abid, Nasheed Artist. For any enquiries. My youtube chennal "MM Abid" My Original Facebook Profile : https://www.facebook.com/profile.php?id=100045691...
Feni
Its all about Mehedi design.You can find simple and beautiful design.I am self taught henna artist.�
Feni
Hey! It's me Srb Das. I am a Graphic Designer. Also Photographer, YouTuber & Singer.� I love music
Sonagazi
Feni, 3930
This is an Islamic channel. We upload Islamic new Nasheed, islamic short film, islamic discussion, islamic Voice etc. So stay tuned with subscribing to our channel. https://www.you...
Feni
This page is mainly for painters ... Our goal is to make their paintings available to people