Feni South East Degree College
Feni South East Degree College, fazilpur- Feni . One and only higher Education institution in Feni
এইচ.এস.সি উত্তীর্ণ -২০২৪ এর (৪৪২,৪৪৩,৪৪৪) পরীক্ষার্থীদের পক্ষ থেকে corporate Dinner
এইচএসসি -২০২৪
পরীক্ষার্থী-২৭৬ ( ছেলে - ৬৯, মেয়ে -১২৮)
পাস-১৯৭
পাসের হার- ৭১.৩৮%
কলেজের এডহক কমিটির সাথে এলাকার গণ্যমাণ্য ও সন্মানিত ব্যক্তিদের সাথে মত বিনিময়কালে বক্তব্যরত মো: ছায়েদুজ্জামান- অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়।
জনাব, আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ
জনাব, গিয়াস উদ্দিন নান্নু- আইনজীবী
জনাব, বেলাল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, জেনিথ ফার্মা
জনাব, ফজলুল করিম চৌধুরী স্বপন, চেয়ারম্যান, ইউরেকা গ্রুপ
এলাকার গণ্যমান্য এবং সন্মানিত ব্যক্তিবর্গের সাথে এডহক কমিটির সভাপতি জনাব মো ছায়েদুজ্জামান সাহেবের মতবিনিময় সভা।
ফেনী সাউথ ইষ্ট ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি জনাব ছায়েদুজ্জামান এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ।
এবছরের ডিগ্রির ক্লাস শুরু হবে ৫ নভেম্বর থেকে।
🔘 ১ম মেধা তালিকা প্রকাশ হবে আগামী ২০ অক্টোবর বিকাল ৪ টায়।
🔘 চান্সপ্রাপ্তদের এডমিশন ফর্ম পূরন করে কলেজে ভর্তি হতে হবে, ৩১ অক্টোবের মধ্যে।
অভিনন্দন!
ফেনী সাউথ ইষ্ট ডিগ্রি কলেজের সভাপতি
জনাব, মোঃ ছায়েদুজ্জামান ।
অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়।
উল্লেখ্য, তিনি ফাজিলপুরের কৃতি সন্তান এবং মরহুম রুহুল আমিন কন্ট্রাক্টারের সহোদর ভাই।
বিশ্ব শিক্ষক দিবস-২৪
মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিঢে কটুক্তির প্রতিবাদে ফেনী সাউথ ইষ্ট ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল করার পৃর্ব মুহূর্তে।
২য় বর্ষ মিডটার্ম পরীক্ষা
বিষয় : যুক্তিবিদ্যা
"টিউটোরিয়াল পরীক্ষা" - ২০২৪
২য় বর্ষ - ব্যবসায় শিক্ষা শাখা
"উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন"
👉👉 পরীক্ষায় বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণ পুরস্কার প্রদান -
১ম স্থান - সুরাইয়া সুলতানা, রোল - ৭০৮
২য় স্থান - ফারহানা আক্তার, রোল - ৭০৯
জান্নাতুল নাঈমা, রোল - ৭১৮
৩য় স্থান - রোল - ৫৩০,৭২৭ ও ৭৩২
১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য
বাংলা, ইংরেজি, বাংলা সহপাঠ ও আইসিটি এ বইগুলো নতুন আসবে আর কিছুতিন পরে, আপাতত, এ বইগুলো না কিনতে অনুরোধ করেছে এনসিটিবি।
"টিউটোরিয়াল পরীক্ষা" - ২০২৪
২য় বর্ষ - ব্যবসায় শিক্ষা শাখা
"উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন"
১ম পত্র-২য় অধ্যায় (উৎপাদণের উপকরণ) নৈর্ব্যক্তিক পরীক্ষা
তারিখ - ২৩-০৯-২০২৪ (সোমবার)
সময় - সকাল ১২.০০ মিনিট
পরীক্ষায় বিজয়ীরাঃ-
১ম স্থান - উম্মে হাবিবা, রোল - ৭৩২
২য় স্থান - লিজা রানী দেবী, রোল - ৭২৯
মাহমুদুল হাসান, রোল - ৫১৮
৩য় স্থান - রোল - ৭০৯, ৭২২ ও ৭২৭
সবার জন্য শুভ কামনা রইলো। ভবিষ্যতে উপস্থিতি আরো ভালো হোক, এই প্রত্যাশা করছি।
আগামীকাল ২৩-০৯-২০২৪ রোজ সোমবার
২য় বর্ষ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের টিউটোরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ম পত্র, ২য় অধায় - "উৎপাদনের উপকরণ"
সময়- ১২.০০টা
সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ এর জন্য নির্দেশ দেওয়া গেলো।
অভিনন্দন
জবা চক্রবর্তী ম্যাডাম
প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায়।
"টিউটোরিয়াল পরীক্ষা" - ২০২৪
২য় বর্ষ - ব্যবসায় শিক্ষা শাখা
"উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন"
১ম পত্র-৬ষ্ঠ অধ্যায় (পণ্য ডিজাইন) নৈর্ব্যক্তিক পরীক্ষা
তারিখ - ১৮-০৯-২০২৪
সময় - সকাল ১১.২০ মিনিট
পরীক্ষায় বিজয়ীরাঃ-
১ম স্থান - সুরাইয়া সুলতানা, রোল - ৭০৮
২য় স্থান - ফারহানা আক্তার, রোল - ৭০৯
জান্নাতুল নাঈমা, রোল - ৭১৮
৩য় স্থান - রোল - ৫৩০,৭২৭ ও ৭৩২
সবার জন্য শুভ কামনা রইলো। ভবিষ্যতে উপস্থিতি আরো ভালো হোক, এই প্রত্যাশা করছি।
পবিত্র ঈদ ই মিলাদুনবী( সঃ) উপলক্ষে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার অংশ বিশেষ।
পবিত্র ঈদু- ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান।
#ডিগ্রি ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যারা একদম ভর্তির আবেদন করেননি, তারা অনলাইনে আবেদন করতে পারবেন ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
◾আবেদন যোগ্যতাঃ SSC - 2019/2020/2021 এবং HSC - 2021/2022/2023 সালে পাস, আলাদা করে নূন্যতম জিপিএ ২.০০ থাকতে হবে।
🔘 ৩০০/- টাকা আবেদন ফি দেওয়া যাবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
🔘যেকোনো ১টি কলেজে আবেদন করতে পারবেন।
🥲 সুতরাং, ডিগ্রির মেধা তালিকা প্রকাশ হতে পারে অক্টোবরের ১ম সপ্তাহে।
ডিগ্রি ভর্তির জন্য সুবর্ণ সুযোগ
আবেদন করা যাবে ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্ষন্ত।
কলেজের স্টাফ জাহাঙ্গীর আলম বাহারের মেয়ের বিয়েতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ অন্যান্য শিক্ষকরা
শুভ জন্মদিন
জবা চক্রবর্তী ম্যাডাম
জেলা প্রশাসকের কার্যালয়ে সাউথ ইষ্ট ডিগ্রি কলেজ শিক্ষকবৃন্দ
বন্যা পরবর্তী কলেজে শিক্ষক রুমের ধোয়া মোছার কাজ চলছে।
আমাদের কলেজ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Fazilpur
Feni
3901
Opening Hours
Monday | 10:02 - 14:00 |
Tuesday | 10:00 - 14:00 |
Wednesday | 10:00 - 14:00 |
Thursday | 10:00 - 14:00 |
Sunday | 10:00 - 14:00 |
Feni
স্বপ্রণোদিত,আগ্রহী ও শিক্ষা আরও চালিয়ে যেতে ইচ্ছুক- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই।
Opposite The Alo Community Center, Hazari Road, কfeni3900, Bangladesh/আলো কমিউনিটি সেন্টারের বিপরীতে, হাজারী রোড, ফেনী৩৯০০, বাংলাদেশ
Feni
ফেনীর একমাত্র আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিষ্ঠান/The only international Hifzul Quran institution in Feni.
SHANTI COMPANI Road
Feni
It is an onlne platform of learning and cherishing dreams of our future generation.This page is devo
Feni, 3900
Hi! This page is Educational page.I am share video please like,comment and share. My YouTube Channel
Feni Town
Feni, 710931
1. “Education is the most powerful weapon which you can use to change the world” – 2. “Teac
Feni
পেজ ও পেজের প্রতিটি পোষ্ট সম্পূর্ণ বিনোদনের জন্য।কোন ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন