Adil Bin Abdullah
আমি গর্বিত কারন আমার ধর্ম ইসলাম
প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ।
জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ।
রাসূল(সঃ)বলেন"তুমি মানুষকে ক্ষতি করা থেকে দূরে থাকবে"
সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার দানের ছাদাকাহ"
বুখারী-২৫১৮
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করে না, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।” (মুসনাদ আহমাদ ৮২৭৩, ইবনে মাজাহ ৩১২৩, হাকেম ৭৫৬৫-৭৫৬৬)
অবশ্যই ভালো কাজসমূহ
মুছে ফেলে মন্দ কাজ সমূহকে. [সূরা হুদ-১১৪] HL
তীব্র গরমে এক গ্লাস ঠাণ্ডা পানি কী যে প্রশান্তির তা পান করার সময়েই বোঝা যায়. পানি ছাড়া সবকিছু মূল্যহীন
আলহামদুলিল্লাহ
নবীজি বলেন, "জ্বর আসে জাহান্নামের তাপ থেকে! সুতরাং, জ্বরকে পানি দ্বারা প্রশমিত কর! (সহীহ বুখারী,, খন্ড: ৭: অধ্যায় ৭১: হাদিস ৬২১)
এক দাড়িওয়ালা লোক তার ছেলেকে নিয়ে বাইরে বের হলেন।
হঠাৎ তার ছোট্ট ছেলে কান্নাকাটি শুরু করলো। বাবা অনেক চেষ্টা করেও ছেলের কান্না থামাতে পারলেন না।
একজন ক্লিন সেভ লোক এসে বাচ্চার কান্না থামাতে চেষ্টা করলো। বাচ্চাকে কোলে নিলে সে কান্না বন্ধ করে দেয়।
এটা দেখে ক্লিন সেভ লোকটি বললো, "দেখেন, আপনারা দাড়ি রাখেন দেখে আপনার বাচ্চা পর্যন্ত আপনাকে ভয় পায়৷ কেনো যে আপনারা দাড়ি রাখেন বুঝি না। এই দেখুন, আমি দাড়ি রাখিনি দেখে বাচ্চাটা কী সুন্দর আমার সাথে মিশে গেলো।"
বাবা বুঝতে পারলেন তার দাড়ি রাখা নিয়ে লোকোটি খোঁচা মেরেছে।
তিনি বললেন, "আসলে তা না। আপনি দাড়ি রাখেননি দেখেই আমার ছেলে শান্ত হয়নি। আপনার মুখে দাড়ি না থাকায় আমার ছেলে আপনাকে তার মা মনে করেছে। কারণ, তার মায়ের মুখেও দাড়ি নাই! এজন্য সে শান্ত হয়েছে।"
Copy post.....
আজকে ২৯ ফেব্রুয়ারী লিপ ইয়ার। প্রতি চার বছর পর পর লিপ ইয়ার হয়। বছরে এক্সট্রা দিন।
একটা মেয়ের বিয়ের আগের সকল আবদার থাকে বাবা মার কাছে। বিয়ের পরে থাকে স্বামীর কাছে। বাবা- মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না। স্বামী নামক প্রিয়জনকেই সেটা বুঝে নিতে হয়। থাকতে কেউ মূল্য দেয় না, হারায় গেলে সবাই খুঁজে ।
আমাদের সবচেয়ে বড় সাফল্য জান্নাতে যাওয়া!
আর বড় দূর্ভাগ্য জাহান্নামে যাওয়া!
পৃথিবীতে টিকে থাকার জন্য রব ছাড়া অন্য কারোর ভালোবাসার প্রয়োজন পড়ে না। যে তার রব কে ভালবাসে আল্লাহও তাকে ভালবাসে। আর তিনি তার ফেরেশতাদের ডেকে বলেন -তোমরাও আমার এই বান্দাকে ভালবাস আর মানুষের মাঝে তার জন্য ভালবাসা বৃদ্বি করে দাও।
আলহামদুলিল্লাহ্
''আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না।
আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে, যে সে আপনাকে আর্থিক ভাবে সহায়তা করতে পারবে না।
আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চান। তবে তার লাইফ স্টাইলের জন্য ব্যয়, আপনাকেই করতে হবে।
আপনি একজন সাধারণ মেকআপ এর স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান। তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে , আপনি কোনদিন তাকে বলতে পারবেন না। তুমি ঐ স্টাইলিশ মেয়ের মত নও!
কাউকে কারো মত বানানো যায়না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে।
মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না।
অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উওম কিছু।
[সূরা আনফাল-৭০]
ইনশাআল্লাহ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Trunk Road
Feni
3900
Chittagong
Feni, CHHAGOLNAIYA
my page create new video,all kinds of video, coking,sport,fishing.technology, environment,social video