Feni Central High School
This institute of the government of Bangaladesh.
যুগান্তর ১৩ মে ২০২৩, শনিবার।
প্রবেশ পত্র বিতরণ
----------------------------
২৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা-বেলা ১২ টা'র মধ্যে এসএসসি '২৩ পরীক্ষার্থীরা স্কুলের ড্রেস কোড অনুসরণ করে অফিস থেকে প্রবেশ পত্র গ্রহণ করবে।
পবিত্র ঈদুল ফিতর '২৩
ঈদ মোবারক
------------------------
স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক -কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল।
ফেনী সেন্ট্রাল হাই স্কুলের দিবা ও প্রভাতী শাখার শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী মেধা বৃত্তি (সরকারী) প্রাপ্ত হয়েছে তাদের আগামী ১০-১১ এপ্রিল সকাল ১০ টা থেকে বেলা ১ টার মধ্যে ২০২ নং কক্ষে সরাসরি যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
সাথে যা আনতে হবে...
১। শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি।
২। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। অনলাইন ব্যাংক একাউন্ট নম্বর ও ব্যাংক স্ট্যাটমেন্ট।
৪। বৃত্তি প্রাপ্ত বোর্ড পরীক্ষার প্রবেশপত্র ও বৃত্তির ফলাফল কপি।
২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের (বিজ্ঞান বিভাগ, দিবা শাখা) ব্যবহারিক খাতা ০৯ এপ্রিল ২০২৩ খ্রি. রবিবার সকাল ১০ টায় বিতরণ করা হবে। - প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
এসএসসি পরীক্ষার্থীরা, জেনেছি তোমরা কতেকে লেখাপড়ায় ঝিমিয়ে পড়েছ। আমার পরামর্শ, বেশি বেশি লেখার অভ্যাস কর। আলস্য কেটে যাবে। দৃঢ়ভাবে বিশ্বাস করি, তোমরা সফল হবেই। প্রয়োজনে স্যারদের সহযোগিতা নেবে। -প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার সকাল ৯-০০ ঘটিকায় ৯ম শ্রেণির ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ছাত্রীদের এবং সকাল ১১-০০ ঘটিকায় ছাত্রদের গ্রুপ ভিত্তিক বই বিতরণ করা হবে। বই গ্রহনকালে শিক্ষার্থীদের অবশ্যই স্কুল পোষাকে উপস্থিত থকতে হবে।
অত্র স্কুলের শিক্ষক-কর্মচারি ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,২৬ মার্চ ২০২৩ খ্রি.সকাল ১০-০০ ঘটিকায় স্কুল মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে "আলোচনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে সকলকে যথাসময় উপস্থিত থাকতে নির্দেশক্রমে অনুরোধ করা গেল।
বিশেষভাবে উল্লেখ্য যে, উক্তদিন সকাল ৯-০০ ঘটিকায় ৯ম শ্রেণির ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ছাত্রীদের এবং সকাল ১১-০০ ঘটিকায় ছাত্রদের গ্রুপ ভিত্তিক বই বিতরণ করা হবে। বই গ্রহনকালে শিক্ষার্থীদের অবশ্যই স্কুল পোষাকে উপস্থিত থকতে হবে।
আগামীকাল ১৭ মার্চ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এ সকাল ০৯টা থেকে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকতে নির্দেশক্রমে অনুরোধ করা গেল।
অত্র স্কুলের ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠিতব্য বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানানো হলো।
ফেনী সেন্ট্রাল হাই স্কুলের এখন থেকে সকল নোটিশ শুধুমাত্র নিন্মের লিংকে পাওয়া যাবে। লাইক দিয়ে সংযুক্ত থাকুন।
https://www.facebook.com/profile.php?id=100069426960267&mibextid=ZbWKwL
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the organization
Telephone
Address
Trunk Road;Feni
Feni
3900
115, Academy Road
Feni
Government and Non government job help centre.
2no Munsirhat
Feni, FULGAZI
শিক্ষা ঐক্য প্রগতি জাতীয়তাবাদী ছাত্রদল এর মূলনীতি।
Grand Trunk Rd
Feni, 3900
অনলাইনে সহীহ আক্বীদার বই কেনার বিশ্বস্ত মাধ্যম সালাফী বুকষ্টোর বিডি।
Gazaria Kandi, Sharishadi Bazar, Feni Sadar, Feni
Feni, 3902
সফিক পাটোয়ারী, সাধারন সম্পাদক ১নং শর্শদি ইউনিয়ন আওয়ামী লীগ, ফেনী সদর ফেনী