Md. Azizur Rahman

"বিদ্যা মানুষকে শেখায় না, শেখায় সংস্কৃতি আর বিদ্যা সঠিক পথ দেখায়"- আজিজুর।

Following
ধূমকেতু
নবকুমার

28/06/2024

সফলতা থেকে শুধু প্রাপ্তি মেলে,
কিন্তু নিজ অবস্থান থেকে নিজেকে উপলব্ধি করলে সুখ মেলে!

26/06/2024

On the way of Jannat

01/05/2024

কিছুক্ষণ থাকি না স্তব্ধ!
রাখি না একটু -নয়নে নয়ন!
ফেলে পলক, নামিয়ে বৃষ্টি
না হয় এবার বলো
ভা*****
😔😔😔

20/03/2024

দন্দ!
থামাও অরণ্য!
নতুবা হয়ে জঘন্য,
হয়ে কারাবন্ধ,
চিত্রহীন হইবে অন্ন্য!!!!

30/01/2024

ছন্দ!
মনে হয় না মন্দ!
হয়তো, দুই এক লাইন হয় অন্ধ
তবুও, সে তো ছন্দ!
কেননা, বলতি লাগে যে আনন্দ!
আহ! তোমাকে ঘিরেই তো অনন্ত
স্মরণার্থে পল্লী কবি জসিম উদ্দিন

05/12/2023

তৃষ্ণা!!!!
আহ! সে তো পাপ!

তৃষ্ণার আধারে
শুধু প্রাণী!
না!
মানুষও হিংস্র।

16/07/2023

হৈতে পিড়ি
উত্তাপ্ত নিলীমাকে
দু থেকে একবার,

ধোওয়ায় ধোওয়া উড়িয়ে
ছোট্ট একটা মেঘ

আকাশ পানে তুলি!

বৃষ্টি নামিয়ে, নিজেই
এক পা
দু পা করে
কাঁদাতে কাঁদায় পিষি।
😔😔

14/07/2023

মোহো?
আরে না!

মোহো মায়ায়
ভাসতে ভাসতে
কিনারায় পৌঁছায়,

কিনারা মাত্রই
আবেগ!
বিশ্বাস!
সৃষ্টি ভালো লাগার
ওখানেই উদ্ভব ভালোবাসা।

আরে ভাবছো মোহো!
না!
দিন শেষে তো ভালোবাসায়!

29/05/2023

প্রতিবন্ধীকতার দুয়ারে,
আসিয়া ভোরে
ছাড়িয়া আচ্ছাস;

উফফ- চোখ যে অন্ধ
হইয়া দম বন্ধ,
এ কি আমি! না কি অন্য!

তাহারো চোখে -
ইসস- আমি তো জঘণ্য!
😔👨‍🦼

08/03/2023

করিয়া হরণ
মনকে বরণ
নিস্তব্ধ দহন-এ,

চাহিবা তুমি
দাড়িয়ে পাশে,
হাঁটিতে তেপান্তরে!

ফুলেরও সহিত
মধুরও কলি,
ফুরফুরে বাতাস,
সাময়িক ঘাসে বাসে
হাতেরও স্পর্শে আশ্বাস
সব-ই পাইবে!
ভেতরে থাকিলে - একই বিশ্বাস।

06/01/2023

আকাশ মেঘহীন শূন্য,
বাতাসকে করে বিষন্ন,
যদি একবার করিতে তুমি,
বাষ্প হয়ে উড়ে এসে ধন্য!
তোমাকে না পেয়ে আমি
পৃথিবীর বুকে জঘন্য?

26/11/2022

আমারও ভেতরে অবস্থিত
তোমারো মুগ্ধকর শ্বাস,
ঠোঁটের উপর থাকা বিড়ি
টেনে নেওয়া জ্বলন্ত ধোঁয়া
একত্রিত করিয়া মিশাইয়া
উড়াইতেছি বায়ুর সমুদ্রে,
জ্বলিতেছে ঠোট!
উফফফফফ!
জ্বলুক না একটু!
যদি হরিয়ে যাই মনের ক্ষোভ!
সাময়িক অশান্তি!
আরো তিলে তিলে বাঁধা হাজারো জোট...

প্রাপ্তি না হয়,
প্রশান্তি তো হোক।

27/10/2022

জন্ম যদি হয় রে সমস্যা,
তবে মৃত্যুই তার সমাধান।

explanation :
অন্যান্য সমস্যা কে মাথায় রেখে যদি একটু জন্ম গ্রহণ করা কে নিয়ে চিন্তা / গবেষণা করা হয়, তবে পরিশেষ ফল এটাই আসে যে, জন্ম গ্রহণ করা টাও একটা সমস্যা।

অন্যান্য সমস্যার কিন্তু একাধিক সমাধান থাকে কিন্তু জন্ম গ্রহণ-এর সমাধান একটাই সেটা, সৎ পথে চলা বা ধর্মের আদেশ-নিদেশ পালন করা নয়!
একমাত্র সমাধান মৃত্যু।

এখন তোমরা বলতে পারো যে, মৃত্যু যদি সমাধান হয় তবে জন্ম এবং মৃত্যুর মাঝে যা ঘটছে- সত্য কথা বলা, ন্যায়ের পথে চলা, পরিশ্রম করা, বিয়ে করা, ধর্ম পালন করা, আরো অনেক কিছু, এগুলো কি?

তবে উত্তরে আমি বলবো, অংক দিয়েই বোঝায়
যখন একটা প্রশ্ন দেখো যে-
# জহির সাহেবের ৩টি হাঁস ও ৪টি মুরগী আছে, যার দাম ৭৫৬ টাকা। একটি হাঁসের দাম ৮৫ টাকা, তবে একটি মুরগীর দাম কত?

আসলে এটা কিন্তু কোনো প্রশ্ন না, এটা হলো একটা সমস্যা, যাকে আমাদের সমাধান করতে বলা হয়।

এবং এটির সমাধান করতে আমারা কখনো সরাসরি করি আবার কখনো বাকা ভাবে করি, যেটাই করি না কেন সমাধান করতে কিছু লাইন বা কিছু সংখ্যা লেখার মাধ্যমে সমাধান করে থাকি। এক কথায় সমস্যা থেকে সমাধানে আনতে অনেকটা লেখা লিখি করতে হয়।

তেমনি জন্ম ও মৃত্যুর মাঝখানে যা হয় সেটাও মনে করো যে একটা লেখা।
যেটা কখনো সরাসরি মৃত্যু বরণ করি আবার কখনো বাকা ভাবে আত্মহত্যা করে।

কিন্তু এখানে ৫ টা পয়েন্ট আছে-

১) এখানে সমস্যা টা স্যার তৈরি করে প্রশ্ন বানিয়ে সমাধান করতে বলেন, অন্যদিকে আল্লাহ।
২) এখানে সমাধান দুই ভাবে করা যায়, (ক) নিজ মেধা দিয়ে সঠিক ভাবে, (খ) নকল করে অন্যায় করে, অন্যদিকে সৎ কাজ করে সৃষ্টিকর্তার ইচ্ছায় আবার অসৎ কাজ করে আত্মহত্যায়।
৩) এখানে সমস্যা থেকে সমাধান করার সময় দায়িত্বধিন স্যার সকলের সৎ/অসৎ সব দেখতে পারে না, অন্য দিকে সৃষ্টিকর্তা পারে।
৪) স্যার খাতার সমাধান এর উপর নিবার্চন করে,অন্য দিকে সৃষ্টিকর্তা জন্ম থেকে মৃত্যুর মাঝখান এর উপর যা করেছে সব দেখে।
৫) এখানে সমস্যা তৈরি করেন স্যার, আর সমাধান করেন শিক্ষার্থী, অন্যদিকে জন্ম থেকে মৃত্যু সব তার ইচ্ছায়।

সব মিলিয়ে- Birth look like a problem and death is a pure solution.

মোঃ আজিজুর রহমান

Photos from Md. Azizur Rahman's post 24/10/2022

তাহারো মায়াতে
জড়িয়ে আছে,
উফফফফ!
শীতেরও চাদর।

23/10/2022

রঙেরই রঙিণোতাই
যদি থাকে তো-
একটুখানি পূর্ণতা,
তবে দেখিতো জগৎ
তোমারো আঁখিতে,
সাত রঙে আকাশ ঘেরা!

দেখছো তো?
আজ তোমারো
ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া,
আমার ও রঙের সাগরে
না পেরে দিশেহারা!

রাখিয়ো আমাতে আঁখি
দেখিয়ো পূর্ণতায় একদিন,

তোমারো রঙ ওড়ানোর
বিকট ধোওয়া
আমারও থলিতে পাহাড় সমান থোয়া!

18/10/2022

সফলতা!
সে তো জটিল কিছু নয়,
প্রতিনিয়তই চক্ষু দর্শন করি
যখন তোমাকে উপলব্ধি করি!
যখন আমাকে জাপটে ধরা পিছের ছিটে অনুভব করি!
যখন পাশাপাশি এক পা দুই পা করেও হাঁটি!
আবার তোমার চেখের দিকে তাকালে তো-
সফলতার সাগর অচিন পথে বইতে দেখি!
কখনোও বা শুকিয়ে
আবার কখনো ভিজিয়ে
আবার কখনো হাসিয়ে!
যাক এখনো সফলতা না পেলেও
তাঁরই দুয়ারে ভাসছি তো!
আর পেতেই বা কতখন!
কবি গুরু নজরুল বলেছিলেন -
চল চল চল
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

তেমনি চলিয়াছি
তাহারো সফলতার হাত ধরিয়া।

23/09/2022

অনিরুদ্ধ কিরনঃ

শ্রাবন এলেই কাঁদবে তুমি
শীত এলেই কাঁপবে।
শরৎ খুব জানতে চেয়েছে
বসন্তে কি আমায় ভাববে?

আজিজুরঃ

ভাবিতে তো চাহি মন
কিন্তু সরলতা কতক্ষণ!

যদি ডুবিয়া যাই!
তোমারো মিষ্টি বাতাসে,
পানিতে চিনির মতন!

17/09/2022

তাহারেও করিতে শাসন
আমার এই অন্ধ আঁখি,
বুঝিতে পারিতেছে না যে,
সে কি দিচ্ছে আমাকে-
নাকি নিজেকে ফাঁকি!

তবুও নিতে লম্বা নিঃশ্বাস
এতে যে আছে বাঁধা-
হাজারো নিষ্পাপ উচ্ছাস,
হয়তো বা শতভাগ বিশ্বাস!

কিন্তু কতক্ষণ!
কতক্ষণ তোমাই-
আমার অস্তিত্বে রাখি,
ভাবিয়ও না আসলেই-
অন্ধ আমার আঁখি!

Failure heart

13/09/2022

তাহারো যদি বা থাকিতো
বুঝিবার মতো চোখ,
হয়তো ভবিতো হৃদয়ে
অতঃপর বুঝিতো আমারে!

06/09/2022

পূর্ণতা যখন
অতীত রং না এড়িয়ে
নগন্য হয়,
তখনি বিপরীত পাশে
অাক্ষেপে বিষন্নতার
সৃষ্টি হয়!
যেটা মানুষকে
ছোট্ট এক পলকে বুঝিয়ে দেয়
সে কখনোই তোমাতে
পূর্ণ ছিলো না!
তখনি বিষন্ন আকাশ
তাকে প্রতারিত শহর
হতে সরিয়ে আনিতে
সাহস জোগায়।
🤫

27/08/2022

কাজী নজরুলের বেগে
এক নবীন তরুণ-তরুনীর দল,
আসিতেছে বুক ভরা স্বপ্ন বেধে।
আবারও দিয়ে রক্ত
করিবে রাজপথ তিক্ত,
পুড়িয়ে মনের মায়া
পুড়িয়ে লুটপাট বস্তা
পুড়িয়ে চাউলের সুপ্ত চোরা ঘর,
পুড়িয়ে জালায়িত তৈলের গোলা
পুড়িয়ে অনৈতিকতা,
পুড়িয়ে শহরের কালো ধোয়া
হারিয়ে নিজস্ব দেহ
করিবে শহর মিথ্যাশূন্য,
দেখিয়ে আবারও সেই স্বপ্নভরা
ভীষণ ভোরের লাল আভা,
এই দেখ আজ আমরা
নূর-এর চোখে
মুজিবের দেখা সেই
সোনার বাংলা।

27/08/2022

পারিবে দিতে তুমি
মিথ্যাকে প্রশ্রায়,
নাহি বা পরো দিতে
সত্যকে আশ্রয়!
তবুও পরিবা তুমি
সত্যের ন্যায় দেখিতে- লাল সালু,
পরকালে তুমি পাহিবানা
আগুন ছাড়া বিন্দু মাত্র
মাটি কিংবা বালু!

26/07/2022

সরলতার সাগরে রক্ত জ্বালিকায় আবদ্ধ একমাত্র তাজা ও বিষন্ন সুগন্ধি যুক্ত মানব

Sadia Ayman

তোমারো ঘাঁটিতে
আমিও চাই,
একবার হলেও
মাটিরও চাদর দিয়ে
নিজেকে- তোমাতে ঢাকিতে!

26/06/2022

আমাকে খুজতে এসো না
কারণ ওখানে তুমি হয়তো
শুধুই আমার রক্তাক্ত দেহ
আর পচা মাংস দেখতে পারবে!
যদি পারো আইসো আমার কালো জমিনে
পাশাপাশি হাঁটতে!
আমার নিজের হাতে লেখা
কয়েক পৃষ্ঠায় আমকে খুঁজে পাবে!
হয়তো বা তোমাকে নিয়ে
আরো কয়েক পৃষ্ঠা লেখা হয়ে যাবে!
সম্পূর্ণ হবে সংলাপ
সম্পূর্ণ হবে ব্যক্তিত্ব।

23/06/2022

শুনলাম
তোমার শহরে
নাকি কল-কারখানার
কালো ধোঁয়ায়
কালো মেঘ জমিয়ে
বৃষ্টিপাত হচ্ছে
তবে দাও না
আমাকে ও একটু ভিজিয়ে

শিহরিত হইতুম!

10/06/2022

সুন্দরতা উপস্থাপনা মাত্র, আর বাকিটা এই আমি এবং আমার ইতিহাস,
যদি পড়িতে আসো ভেবে নেবো তুমি ঝুলে পড়েছে

19/05/2022

Bita hua kal or bita hua din
apko nehi mil sakta
likin ap jarur uchko
ajmake dekhsakte ho.

01/05/2022

ঘাসের ও উপর
রাখিয়া চরণ,
সতেজতা ফিরে পায়!
তুমুল ও বাতাসে
আকাশও হাসাতে
তোমারও ইচ্ছা পায়!

তবুও বলিতে হয়
মানুষ পরিবর্তন শীল।

21/04/2022

সৌখিনতার সাগরে
তোমরা ভাসিতেছো,
আর আমি তো কালো মেঘের
ধোয়াতে হাঁসিতেছি।

07/03/2022

পাহাড় যখন প্রকাশক
ঝর্ণা তখন সত্যের লাভা,
মানুষ তখন অন্ধ পথিক
ক্ষনিকের দুরত্বে জীবন বাঁধা।

Want your public figure to be the top-listed Public Figure in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

তৃপ্তি নাহি মিলে,তুমি হীনা তাল তিলে!  #world
আমি কোনো ভাগ্যবান না,কিন্তু নিজের শূন্যতা কেও পূর্ণতা বানিয়ে চলতে পারি!

Category

Telephone

Website

Address


Jessore
7400

Other Writers in Jessore (show all)
Tamanna Borsha Tamanna Borsha
Jessore Khulna
Jessore, 7400

আপন ভাবনায় ডুবে থাকা মানুষ..

Gaming with zihad Gaming with zihad
Jessore

Plz follow me🙏

SPEED Boost SPEED Boost
Jessore

👉বিদ্রঃ আমাদের পেজের রিভিউ/পোষ্ট রিভিউ দেখে বিশ্বাস হলে আমাদের দিয়ে কাজ করাবেন! Call 01307590558 দিন

Imran Hossain Imran Hossain
Jessore

আলহামদুলিল্লাহ

Itz Akash Itz Akash
Chowgacha Khulna
Jessore

নিয়মিত Funny, status, পেতে অবশ্যই পেজে ফলো দিয়ে পাসে থাকেন ধন্যবাদ

Suvra's world Suvra's world
Jessore

like this page

Abdullah Al Araaf Abdullah Al Araaf
Jessora
Jessore, 7420

Abdullah Al Araaf

MgCl MgCl
Nai
Jessore, 2222

Have a relax

Tusnur Jabad Tusar Tusnur Jabad Tusar
Jessore Khulna Highway
Jessore, TAMIM443

Scripted Shadows Scripted Shadows
Jessore

Short life

তুমি আমার সেই গল্প তুমি আমার সেই গল্প
Jessore

🌺নিউ পেজ লাইক ফলো করে পাশে থাকুন 🌺

Zeenat Zeenat
Jessore
Jessore, 7012

reaching about asrological stone, psychological pressure and try to solving Islamic way.