Mamun Al Mostafa Tv
Nearby media companies
1st and 2nd Floor
7400
Al Majaridah 63973
Mamun Al Mostafa is an Islamic Channel. In this channel we will publish Islamic Video, Islagmic Shor
রাসুল সাঃ এর কোন খাবার বেশি পছন্দ করতেন?
ডালিম, দুধ,গোস্ত,খেজুর
আল্লাহ যত টুকু দিয়েছেন,বা বান্দার ভালো জন্য দেননি, সব কিছুর জন্য।
আলহামদুলিল্লাহ
যিনি রাতের পরে সকাল দেন,তিনিই দুঃখের পরে সুখ দিবেন।
ইনশাআল্লাহ
পকেটে যদি টাকা না থাকে তাহলে মনের সাথে শরিরটাও দূর্বল হয়ে যাই।
সমস্থ চিন্তা বাদ দিয়ে বলুন, আল্লাহ তাকদিরে যা রাখছে তাই হবে । শুকরিয়া আদায় করে বলুন
আলহামদুলিল্লাহ
জাহান্নাম আছে খোলা জান্নাতে আছে তালা
যদি চাবির সন্ধান চাও
আজান দিলে মসজিদে যাও।
উপকার বড় আজব জিনিস উপকার করলে কিছু দিন পরে ভুলে যায়,আর উপকার না করলে সারাজীবন মনে রাখে।
আল্লাহ তায়ালা আমার আপনার আমাদের সকলকে ওমরাহ ও হজ্জ করার তাওফিক দান করেন।
যৌবন কালের চেহারা মানুষ পছন্দ করে,
আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে।
এখন সিদ্ধান্ত আপনার আপনি কাকে খুশি করবেন?
মৃত্যুর কোন বয়স নেই, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে।
ইসলামি ধাঁধাঁ
বড় বড় চার জন ফেরেস্তার নাম কি ???
যে অন্যেকে নিয়ে হাসে সে নিজেও একদিন হাসির পাত্র হবে।
ধনী এবং গরীবদের মধ্যে পার্থক্য কি বলে যান?
৩ বার সূরা ইখলাস পড়ে ঘুমালে এক খতম কোরাআন পড়ার সাওয়াব হয়।
সুবহানাল্লাহ
ভালো কথা না পেলে চুপ থাকা অনেক ভালো
সুখের পিছনে দৌড়াতে দৌড়াতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাবার নামই জিবন।
শক্তির জোরে যদি রিজিক পেতো তা হলে বাঘ কখনো না খেয়ে থাকতো না আর চড়ই পাখি কখন রিজিক পেতো না। রিজিকের ফয়সালা আসমানে জমিনে নয়।
আল্লাহু আকবার
যখন আপনি চুপ থাকবেন তখন আপনি হবেন বোবা, আর যখন কথার উত্তর দেবেন তখন আপনি হবেন চরম খারাপ।
ফজরের নামাজে চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে,
যোহরের নামাজে রিজিক বৃদ্ধি করে।
সুবহানাল্লাহ
আপনার আমার জিবনের সব চেয়ে মূল্যবান হলো সময় এই জন্য এই সময় ব্যবহারে সাবধান
যদি দুঃখের সময় কাউকে পাশে না পাওয়া যাই, তাহলে সুখের সময় কাওকে কাছে আসতে দিও।
দুনিয়াতে একটু সুন্দর ভাবে বেঁচে থাকতে হলে টাকার বিকল্প নেই । এটাই বাস্তবতা,
নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌঁড়াবো , ক্লান্ত হলে হাঁটবো তবু্ও অন্যের পায়ে চলার চিন্তাও করবো না। ইনশাআল্লাহ
দুনিয়ায় সব চেয়ে নিরাপদ স্থান হলো নামাজে সেজদার স্থান,
যেখানে মৃত্যু বরণ কলে জান্নাত
সুবহানাল্লাহ
জিবনের দিন গুলো ফুরিয়ে আসছে, পরপারে যাওয়ার দিন ঘুনিয়ে আসছে।
আপনি সবার কাছে ভালো হবেন না, তাই বলে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না।
শেষ ঘুম তো ঘুমাতেই হবে কেউ আগে কেউ বা পরে।
মধ্যবিত্ত ঘরের সন্তান রে ভাই চোখের সামনে নিজের অনেক পছন্দের জিনিস বিক্র হতে দেখি কিন্তু টাকার অভাবে কিনতে পারি না।
যে যত বড় ধণী হোক না কেন
দুঃখ থেকে বাঁচতে আর সুখ কিনতে পারবে না।
আপনি আপনার জিবনের চাইতে কাকে বেশি ভালোবাসেন ?
বাবা,মা,উস্তাদ,
মুহাম্মদ (সাঃ)।
সফলতা কখন আসবে তা জানি না,আল্লাহ তায়ালায় ভালো জানেন,
ক্লান্ত হবো কিন্তু থেমে যাবো না।
ইনশাআল্লাহ
মধ্যবিত্ত মারা যাই লজ্জায়,
আর বড় লোক মারা যাই টাকার চিন্তায়।
কার ভাগ্য কি ভাবে পরিবর্তন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, হতাশ হবেন না সফলতা আসবেই?
ইনশাআল্লাহ
কবর এমন একটি নির্জন ঘর যেখানে যেতে মন না চাইলেও যেতেই হবে,
আল্লাহ আমাদের সকলের কবরের সাওয়াল জওয়াব সহজ করে দেন ।
* আমিন *
বর্তমান জামানায়
মানুষের বয়স দেখে নয়। টাকা দেখে সম্মান করে।
সহজে কাউকে বুজতে দিও না যে তুমি কষ্টে আছো । কেননা ঔষধ সবার কাছে না থাকলেও লবণ সবার রান্না ঘরে থাকে ।
লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেই ।
আর অভাব মানুষ কে অনেক কিছু শিখিয়ে দেই।
সময় একদিন সব কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে।
মানুষ দুনিয়া থেকে চলে যাই কিন্তু তার ভালো মন্দ স্মৃতি দুনিয়াতেই থেকে যাই।
আজ থেকেই নামাজ পড়া শুরু করো কিছু পাও বা না পাও আল্লাহ কে পেয়ে যাবে, আর যদি তুমি আল্লাহ কে পেয়ে যাও দুনিয়া আখেরাতের সব পেয়ে যাবে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Chaugacha , Khulna
Jessore
7410
Bagharpara
Jessore, 7470
সদা সত্যের পথে নির্ভীক সৈনিক, সমাজের ঘাপটি মেরে থাকা জমাট বাঁধা অন্ধকারে আলো ফেলবে আবাবিল নিউজ..
JCCL Bangladesh, 3rd Floor, Jes Tower, M. K Road, Jashore
Jessore, 7400
Jashore City Cable Pvt. Ltd. is Pioneer among the cable TV operators in Bangladesh ~ Leader of set top box, located at the heart of Jashore District and serving the local inhabitan...
Jessore, 7432
Video content TV channel Sony aath all time video upload please my page follow me
Jessore
আসসালামু আলাইকুম। দ্বীন প্রচারের স্বার্থে আমাদের পেজ ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।