Noapara Model School

Noapara Model School

One of the best school in Bangladesh.বাংলাদেশের অন্যতম শ্রে?

১৯৮০ সালের ২রা জানুয়ারি কিছু বিদ্যাৎসাহী ব্যাক্তির প্রচেষ্ঠায় শিল্পশহর নওয়াপাড়ায় আদর্শ ও উন্নত মানের শিশু শিক্ষালয় হিসাবে নওয়াপাড়া মডেল স্কুল (কে , জি) প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তিতে উ্ন্নতমানের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিশু শিক্ষালয়টিকেই "নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়"-এ রূপান্তর করা হয়।

26/06/2024

নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়েয় ২০০২ ব্যাচের ছাত্র আরাফত হোসেন গতকাল রাত ১১:০০ টায় বাড্ডাতে সড়ক দূর্ঘটনার মৃত্যুবরণ করেছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে ন‌ওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

মহান আল্লাহ রব্বুল আলামিন তার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতবাসী করুন।

04/06/2024

০৪/০৬/২০২৪
আবদুর রশিদ স্যারের কর্মদিবস শেষ হলো আজ।
সেই ১৯৮৬ সালের ১ লা অক্টোবর থেকে ২০২৪ সালের ০৪ জুন পর্যন্ত প্রায় ৩৮ বছরের কর্মদিবস শেষ করেছেন আবদুর রশিদ স্যার। শিক্ষক হিসাবে তিনি সফলতার সাথে তার কর্ম দিবস শেষ করেছেন।

নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম, সুখ্যাতি ও ফলাফলে তার অবদান অপরিসীম।
সেই গোলপাতা থেকে আজকের বিল্ডিং অবধি বিদ্যালয় এর পরতে পরতে তার স্মৃতি জড়িয়ে আছে। এই স্মৃতি গুলো কখনোই মলিন হবে না।

হাজারো শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার পিছনে এরকম আব্দুর রশিদ স্যারদের অবদান ভুলবার নয়। তাইতো শেষ কর্ম দিবসে কান্নায় ভেঙে পড়েন আব্দুর রশিদ স্যার। তিনি শিক্ষা জীবনে থাকাকালীন তার সহযোগীদের এবং সকল শিক্ষার্থীদের নিকট ক্ষমাপ্রার্থনা করেছেন বারবার।

ব্যক্তিগত জীবনে সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তার বাকিটা জীবন ভালো কাটে।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বাকিটা জীবন সুন্দর ও সুখময় করুক এই দোয়া করি । ভাল থাকবেন স্যার। ন‌ওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় আপনাকে মনে রাখবে, সকল শিক্ষার্থীরা আপনাকে মনে রাখবে ইনশাআল্লাহ।

25/03/2024

নুর আলম স্যার ২৫ মার্চ রাত ১১ঃ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।

25/03/2024

নুর আলম স্যার ২৫ মার্চ রাত ১১ঃ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে ন‌ওয়াপাড়া মডেল স্কুল পরিবার গভীরভাবে শোকাহত।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন।

21/02/2024

প্রথিতযশা শিক্ষাবিদ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মু: মকছেদ আলী খান স্যার আজ ২১/২/২০২৪ নিজ বাড়িতে বিকাল ৫..১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল ২২/২/২০২৪ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, আলাদীপুরে যোহর নামায বাদ অনুষ্ঠিত হবে।

আমাদের প্রাণ প্রিয় স্যার কে আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন ।

Photos from Noapara Model School's post 04/02/2024

নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগীর হোসেন এই বিদ্যালয়ে দীর্ঘ ১৩ বছরের কর্মজীবন শেষ করে আজ অবসর গ্রহণ করেছেন ।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তার বাকি জীবন সুস্থ, সুন্দর ও সুখময় করে তুলুক এই কামনা করি।

09/07/2022

ন‌ওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।

07/06/2022

নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ নজরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল এর সিসিইউ'তে ভর্তি আছেন। হার্টের সমস্যা জনিত কারণে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে তার দ্রুত পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।
সকলেই দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।

Photos from Noapara Model School's post 25/05/2022

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় এর সুখ্যাতি অর্জন করায় এবং উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ইভেন্টস এ প্রথম স্থান অধিকার করায় এবং জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় উপজেলার মধ্যে মোট ২৫ টিতে সর্বোচ্চ প্রথম স্থান অধিকার করায় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের ও শিক্ষকমন্ডলী কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Photos from Noapara Model School's post 07/01/2022

নাজমুন নাহার ম্যাডাম
একজন মা : একজন শিক্ষিকা : একজন স্ত্রী : একজন অভিভাবক

বিদায়ের সুর সব সময় বেদনার হয়ে থাকে। হোক সেটা জীবন থেকে বিদায় অথবা দুনিয়া থেকে অথবা কর্ম জীবন থেকে। মানুষ যখন বিদায় নেয় তখন বিদায়লগ্নে তার কর্মজীবনের ভালো-মন্দের বেড়াজালে আটকে থাকা স্মৃতিগুলো বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে তার জীবন উঠানে। বিদায় যতই বেদনার হোক না কেন স্বাভাবিক নিয়মে প্রত্যেকের জীবনেই এটা ঘটে থাকে।

হ্যাঁ, বলছিলাম নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন শেষ করে সদ্য বিদায় নেওয়া সকলের প্রিয় ও ভালোবাসার মানুষ নাজমুন্নাহার ম্যাডামের কথা।

যিনি একাধারে একজন আদর্শবান মা, একজন আদর্শিক শিক্ষিকা, একজন আদর্শবান স্ত্রী, একজন আদর্শবান অভিভাবক ও বটে।
বিদ্যালয়ের পাশে বাড়ি হওয়ার কারণে সকাল-দুপুর-রাত যেকোনো সময় তিনি বিদ্যালয়ের কর্মকাণ্ডকে সর্বাধিক অগ্রাধিকার দিতেন। নিজের অসুস্থ স্বামীকে সেবা-যত্ন করে, নিজের সন্তানদের লেখাপড়া সহ সার্বিক খোঁজ-খবর নিয়ে, বাকিটা সময় তিনি বিদ্যালয়ের পিছনেই কাটিয়ে দিতেন।

কখন পরীক্ষা শেষ হবে, কোন রুমে কোন শ্রেণীর সিট প্ল্যান তৈরি হবে, একটা পরীক্ষা শেষ হওয়ার পর অন্য পরীক্ষার পরিকল্পনা গ্রহণ করা, কোন শ্রেণীর সিলেবাস কখন দেওয়া হবে, রেজাল্ট কিভাবে প্রস্তুত করতে হবে, কিভাবে প্রকাশ করতে হবে, কিভাবে ১৬ ই ডিসেম্বর- ২৬ শে মার্চ-এ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় মার্চ পিটিশন ও ডিসপ্লেতে ভালো ফলাফল করবে, কিভাবে কখন কাকে রচনা প্রতিযোগিতায় পাঠাতে হবে, চিত্রাংকন প্রতিযোগিতায় কে কে অংশগ্রহণ করবে এগুলো সঠিক সময়ে সঠিকভাবে পরিচালনা করে তিনি শুধু বিদ্যালয়ের গুরুদায়িত্ব পালন করেননি, বরং সকলের মনে জায়গা করে নিয়েছেন। স্কাউটের বিশাল বাহিনী তার হাতেই গঠিত এবং পরিচালিত হয়ে থাকে। এতদসত্ত্বেও তিনি তার কাজকে কখনো অবহেলা করে ফেলে রাখতেন না। তার কর্মের পরিধি তাকে সুউচ্চ শিখরে পৌঁছে দিয়েছে।
নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা এমনকি ন‌ওয়াপাড়া বাজার এর অনেক বড় বড় ব্যবসায়ী তাকে মায়ের আসনেই রেখে সম্মান করে থাকেন।

আমি নিজেও ধন্য এই মানুষটার কাছ থেকে সেই নার্সারি শ্রেণী থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি এবং কর্মজীবনেও তাকে সবসময় পাশে পেয়েছি। অনেক কিছুই শিখেছি তার কাছ থেকে। তার ব্যাপারে বলতে শুরু করলে হয়তো শেষ করতে সময় লেগে যাবে। তার বিদায়ে আমরা সকলেই ব্যথীত। তার বাকি জীবন সুখের হোক, সুন্দর হোক এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে দীর্ঘ নেক হায়াত দান করেন এই কামনা করি।

27/11/2021

সবাইকে শেয়ার করার অনুরোধ রইল।

26/11/2021

ন‌ওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়
অভয়নগর, যশোর

ভর্তি বিজ্ঞপ্তি-২০২২

প্লে, নার্সারী, ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ভর্তির জন্য শূন্য আসনে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরুঃ ০১/১২/২০২১ ইং।
আবেদনের শেষ তারিখঃ ১৫/১২/২০২১ ইং।

প্লে ও নার্সারী শ্রেণির অনলাইনে আবেদন প্রক্রিয়া সরাসরি বিদ্যালয় থেকে সম্পাদন করা হবে।
প্লে ও নার্সারী শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য ও সরাসরি ভর্তির জন্য শিক্ষার্থীর জন্ম নিবন্ধন/টিকা কার্ডের ফটোকপি, পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সাথে নিয়ে আসতে হবে।

১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে বাছাই ২০/১২/২০২১ ইং তারিখ সকাল ১১টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুনঃ www.noaparamss.edu.bd

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
নাজমুন্নাহার (সহঃ শিক্ষক) ০১৭২৮-৯৯৪১৮০,
সৈয়দ ইকবাল হাসান (সহঃ শিক্ষক) ০১৯১২-০৬৮৩৩০।

Want your organization to be the top-listed Government Service in Jessore?
Click here to claim your Sponsored Listing.

Our Story

১৯৮০ সালের ২রা জানুয়ারি কিছু বিদ্যাৎসাহী ব্যাক্তির প্রচেষ্ঠায় শিল্পশহর নওয়াপাড়ায় আদর্শ ও উন্নত মানের শিশু শিক্ষালয় হিসাবে নওয়াপাড়া মডেল স্কুল (কে , জি) প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তিতে উ্ন্নতমানের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিশু শিক্ষালয়টিকেই "নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়"-এ রূপান্তর করা হয়।

Telephone

Address


Noapara
Jessore
7460

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Other Jessore government services (show all)
Jessore Jessore
Jessore, 7400

Read Jessore News www.jessorenews24.com

সুপ্তহাসি ফাউন্ডেশন সুপ্তহাসি ফাউন্ডেশন
Jessore, 7461

"বিচ্ছিন্ন স্বপ্ন গুলো যেথায় সত্যি হয়, সে যে তাদের লক্ষ্যে গড়া,"সুপ্ত হাসি শিক্ষালয়"।

Islam Our Pride Islam Our Pride
Jessore, 7440

This page contains Islamic motivational contents, post and videos, personal vlogs etc.

মোঃ জে এম রাজু মিয়া মোঃ জে এম রাজু মিয়া
Jessore

বাংলাদেশি খেটে খাওয়া দিনমজুর এবং শ্রমিকের অধিকারের আদায় জন্য লড়ছে

হেলাল বুক ডিপো হেলাল বুক ডিপো
IBN SINA HOSPITAL Jessore 68 Jail Road
Jessore, 7400

লক্ষাধিক ইসলামিক বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম

Md Abir khan Md Abir khan
Kaligonj
Jessore, JHENAIDAH

public

ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ভিলেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
Rajgonj To Trimohini Road
Jessore, 7440

This is a social organisation for developing our rural society and taking proper step for controling social problems...

Ramjan Mk Official Ramjan Mk Official
Jessore

Islamic video

5 Star Bankra 5 Star Bankra
Jessore, 7420

Unity for Humanity

সুরক্ষা জিপিএস ট্র্যাকার Surokkha Gp সুরক্ষা জিপিএস ট্র্যাকার Surokkha Gp
Mia Bari 1st Floor In Font Of Bade Navaron Jame Mosjid R780 , Bade Navaron
Jessore, 7432

Surokkha GPS Tracker offer real time GPS Vehicle Tracking Solution.

হাঁটার সাথী পৌরপার্ক, যশোর হাঁটার সাথী পৌরপার্ক, যশোর
Pouro Park, Jashore
Jessore, 7400

হাঁটার সাথী পৌরপার্ক, যশোর একটি স্বাস?

মুক্তিযোদ্ধা যুব কমান্ড যশোর জেলা শাখ। মুক্তিযোদ্ধা যুব কমান্ড যশোর জেলা শাখ।
Khulna Division
Jessore, 7400

বাংলাদেশ আওয়ামীলীগ