দেশজ - Deshozo

বাংলার গ্রাম আর মাটির গন্ধমাখা পণ্য আমাদের

21/09/2024

ঘি, মধু, চুইঝাল
লাগবে কোনটা?

06/01/2024

কার লাগবে খেজুর গুড়?
যশোর থেকে দিচ্ছি আমরা।

Photos from দেশজ - Deshozo's post 12/04/2023

ঈদের চাহিদার তাল মিলিয়ে তৈরি হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে দেশজের ঘি এতে কোন বাড়তি স্বাদ গন্ধ কোন কিছু মিশ্রণ করা হয় না যারা ঘি খেতে পছন্দ করেন এবং ঈদের রান্নাবান্নায় পুষ্টিকর ঘি এর ব্যবহার করতে চান নির্দ্বিধায় দেশজ পণ্য ব্যবহার করুন।

22/03/2023

🍯 #মধু 🍯

অনেকেরই প্রশ্ন মধু খাঁটি কিনা??? 🤔

🐝সুন্দরবন এর খলিশা আর কাওড়া মধু।
🐝 নিজে উপস্থিত থেকে মধু সংগ্রহ করি তার পরে বোতলজাত করা হয়।

🫀 মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ মধু ও কালোজিরা।

👉 হার্ট ও পেটের সুস্থতার জন্য ডাক্তাররা মধু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। 🫁

🍯 এক চা চামচ আদার রস এবং এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে সকালে ও সন্ধেবেলা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধিপায়।

✨ দেশজ এর মধু সত্যিই অসাধারণ। বিশুদ্ধতাবজায় রাখতে আমরা যত্নশীল। খাঁটি পণ্য বেছে নিন। দেশজ এর সাথে থাকুন।

তাই আর দেরি না করে এখনি অর্ডার করুন: ০১৭৪৮৮৭৮৯৭১

সুন্দরবনেরমধু # # # #

Photos from দেশজ - Deshozo's post 18/12/2022

গুরের চা হবে নাকি!!!!!

Photos from দেশজ - Deshozo's post 09/12/2022
Photos from দেশজ - Deshozo's post 08/12/2022

🔰 খাঁটি গাওয়া ঘি খু্ঁজছেন❓ আমাদের ঘি আপনার জন্য ।🔰🚩আমাদের গাওয়া ঘি এর স্বাদ,ঘ্রাণ,কোয়ালিটি গ্যারান্টি।🚩♦
আমাদের ঘি শতভাগ নির্ভেজাল, খাঁটি ও স্বাস্থ্যসম্মত।আমরা সম্মানিত ক্রেতাদের কথা মাথায় রেখে সকল পণ্য সর্বোচ্চ কোয়ালিটি মেইনটেন করে প্রস্তুত করে থাকি । তাই আমাদের গাওয়া ঘি দীর্ঘদিন রেখে খেতে পারেন ।
💥কাস্টমারকে যাতে নিশ্চয়তার সাথে ঘি দিতে পারি এজন্য আমরা সরাসরি উপস্থিত থেকে ঘি বানাই। অনেকে জিজ্ঞাসা করেন এতো কমে কিভাবে দেন, উত্তর হচ্ছে উৎপাদন বাড়িয়ে খরচ কমিয়ে এনে বেশি বেশি সেল বাড়ানো। কম লাভে সেল বেশি, কাস্টমার ও খুশী আমরাও খুশি।
💥বাজারের কৃত্রিম ফ্লেভারযুক্ত ঘি ক্রয় না করে ক্রয় করুন প্রাকৃতিক উপায় প্রস্তুতকৃত গাওয়া ঘি। আমরা গ্যারান্টি দিচ্ছি দীর্ঘদিন ঘ্রাণ ও কালার ভালো রাখতে কোন প্রকারের কৃত্রিম কেমিক্যাল ইউজ করা হয়না।

👉তাই পরিমাণে কম হলেও খাঁটি ঘি খান । শরীর ও মনকে সুস্থ সুন্দর রাখুন । এছাড়াও ঘি যেকোনো রান্নায় দারুন স্বাদ ও ঘ্রাণ যোগ করে ।
👉আপনাদের হাতে খাঁটি ফ্রেশ খাদ্যপন্য গুলো পৌঁছে দেওয়াটা দায়িত্ব হিসেবে নিয়েছি আমরা❤️
পন্যের মূল্য জানতে ও অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন।🍯

তাই আর দেরি না করে এখনি অর্ডার করুন: ০১৭৪৮৮৭৮৯৭১

07/12/2022

গরম ভাতে খাঁটি ঘি।
সকালবেলা সুন্দরবনের মধু।
বিকেলে খেজুর গুড়ের পায়েস।
দেশজ আছে আপনাদের সাথে
ঘি, গুড় আর মধুর পসরা নিয়ে।

07/12/2022

শীতকাল মানেই খেজুর গুড়ের পায়েস।
আর যশোরের গুড় দেশসেরা।
গুড় পেতে যোগাযোগ করুন দেশজ এর সাথে।

06/12/2022
24/11/2022

অগ্রহায়নের শীত শীত দিনে
নবান্নের শুভেচ্ছা সকলকে।

24/11/2022

ঘি!!!!একদম খাটি।৷৷ ঘি নিয়ে এ রকম বিভিন্ন প্রবাদ প্রচলিত আছে। শুধু মুখের কথাতেই নয়, কাজের ক্ষেত্রেও ঘি অত্যন্ত উপকারী। নানা ভাবে শীরের যত্ন নেয় ঘি।‘ইন্ডিয়ান জার্নাল অব মেডিক্যাল রিসার্চ’-এর প্রতিবেদন অনুসারে, সর্দি-কাশি কমাতে, শারীরিক দুর্বলতা কাটাতে, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে ঘিয়ের জুড়ি মেলা ভার। চিকিৎসকদের মতে, শীতকাল ঘি খাওয়ার একেবারে উপযুক্ত সময়। শরীর উষ্ণ রাখতে ঘি বেশ কার্যকরী। ভিটামিন এ, ডি, ই ও কে সমৃদ্ধ ঘি দৃষ্টিশক্তি ভাল রাখে। শরীরের পাশাপাশি ঘি ত্বকের যত্নেও দারুণ কাজ করে।ফ্লেভার ভালো হলেই ঘি ভালো- এটা ভাববেননা।৷ আপনারা কি জানেন বাজারে ফ্লেভার বিক্রি হয়?
স্বাদটা পরখ করুন। সেটাই আসল।
দেশজ এর ঘি চার মাস পর্যন্ত এর ঘ্রাণ ধরে রাখে। কারণ এতে কৃত্রিম কোনো কিছুই মেশানো হয়না।

খাঁটি পণ্য বেছে নিন। দেশজ এর সাথে থাকুন।

24/11/2022

যশোরের খেজুর রসের গুড় এসেছে।
যার লাগবে তাঁরা জানান।

Photos from দেশজ - Deshozo's post 23/11/2022

🍯 #মধু 🍯

অনেকেরই প্রশ্ন মধু খাঁটি কিনা??? 🤔

🐝সুন্দরবন এর খলিশা আর কাওড়া মধু।
🐝 নিজে উপস্থিত থেকে মধু সংগ্রহ করি তার পরে বোতলজাত করা হয়।
🐝 #আমি_মধুর_ব্যাপারে_১০০% #গ্যারান্টি_দিয়ে_থাকি।
🐝 মধু পছন্দ না হলে পুরো টাকা ফেরত দেয়া হয়।

🫀 মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ মধু ও কালোজিরা।

👉 হার্ট ও পেটের সুস্থতার জন্য ডাক্তাররা মধু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। 🫁

🍯 এক চা চামচ আদার রস এবং এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে সকালে ও সন্ধেবেলা খেলে সর্দি সেরে যায় ও খিদে বৃদ্ধিপায়।

✨ দেশজ এর মধু সত্যিই অসাধারণ। বিশুদ্ধতাবজায় রাখতে আমরা যত্নশীল। খাঁটি পণ্য বেছে নিন। দেশজ এর সাথে থাকুন।✨

😍 এছাড়া আমাদের কাছে পাচ্ছেন খাঁটি #ঘি ও তালের #গুঁড় 🧉

👉একদম অরিজিনাল খাঁটি গাওয়া ঘি,,যেমন সুস্বাদু তেমনি সুঘ্রাণযুক্ত।
👉সম্পূর্ণ ভেজাল মুক্ত অরিজিনাল ঘি।
👉আমাদের নিজস্ব বিশ্বস্ত কারখানায় ঘি তৈরি করা হয়। কড়া জ্বালের এই ঘি।

তাই আর দেরি না করে এখনি অর্ডার করুন: ০১৭৪৮৮৭৮৯৭১

#মধু #সুন্দরবন #খাঁটিমধু #ঘি #সুন্দরবনেরমধু #দেশজ #গুঁড় #তালেরগুঁড় #খাটিঘি

23/11/2022

সুন্দরবনের খলিশা ও কেওড়া ফুলের মধু পাবেন দেশজ এর কাছে।

09/10/2022

দেশের পণ্য দেশজ পণ্য
আজ পার্সেল হলো ৭ কেজি ঘি আর চার কেজি খলিশা মধু।
একইসাথে চুইঝাল গেলো ছয় কেজি, চাপাতা পাঁচ কেজি।
কার কার লাগবে জানিয়ে দিন।

28/08/2022

চলতি মৌসুমের নতুন মধু আসতে শুরু করেছে সুন্দরবন থেকে।
যারা নিতে চান দয়া করে জানান।

12/08/2022

বাজারে সব পণ্যের দাম বাড়লেও দেশজ এর ঘি, মধু ও বাটারঅয়েলের দাম এক টাকাও বাড়ানো হয়নি।

Want your business to be the top-listed Shop in Khulna?
Click here to claim your Sponsored Listing.

দেশজ

দেশ আমাদের আশ্রয়। দেশ আমাদের আশা। প্রিয় দেশকে ঘিরেই আমাদের প্রতিদিন। সেই দেশের কিছু পণ্য আমরা তুলে আনতে চাই পাদপ্রদীপের আলোয়। এদেশের খাঁটি গাওয়া ঘি সুখ্যাত বহু বছর ধরে। বাংলার গ্রামীণ জনপদে বিশাল বড় বড় পাত্রে রস জ্বালিয়ে গুড় তৈরির চিত্র আর কোনো দেশে পাওয়া যায় কি? নারকেল গলিয়ে তেল বানায় গেরস্থরা, ঘানি ঘুরিয়ে সরিষা ভেঙ্গে তেল হয়। কৃষকের ঘাম মিশে থাকে চাল-খই-মুড়ি-চিড়ার পরতে পরতে। গ্রামের নারীরা নিপুণ হাতে পাঁপড় বানান। তাঁরা কাজের ফাঁকে ফাঁকে নকশীর বুনন আঁকেন। সুন্দরবনের গহীনে মৌয়ালরা খুঁজে ফেরেন মধূর সন্ধান। বাঘ বা সাপ কোনোকিছুই নিরস্ত করতে পারেনা তাঁদের। পাহাড়ের ভাঁজে ভাঁজে একটি কুঁড়ি দুটি পাতার কাব্য গাঁথেন চা বাগানিয়ারা। তাঁদের সেসব গল্প আর সৃষ্টিকে আমরা তুলে আনতে চাই সবার সামনে, সবার কাছে। তাই আমাদের এই প্রয়াস- দেশজ। দেশের মাটির কাছাকাছি থাকতে চাই আমরা- আপনাদের নিয়ে। ওপরে বলা পণ্যগুলো লাগলে আমাদের জানাবেন, কুরিয়ার যোগে পৌঁছে যাবে আপনাদের হাতে।

Videos (show all)

মধুসর্বরোগের ওষুধ
দেশজ। রুচিশীলতা আর ভালোবাসা।

Telephone

Website

Address


Khulna
9000

Other Shopping & Retail in Khulna (show all)
MiRz Fashion MiRz Fashion
Sonadangga Khulna
Khulna, 9100KHULNA

সাধ্যের মধ্যে সবকিছু

Bospy BD Bospy BD
Khulna

Janan Fashion Janan Fashion
Khulna

business

Mamun Mamun
Bajua
Khulna

2sisters online shope 2sisters online shope
Khulna
Khulna, 9100

লেডিস প্রডাক্ট পাওয়া যায়

Rj SAKIB Rj SAKIB
Khulna

😊MI RSP DREAM 😊

Rana Zahid Tauseef Rana Zahid Tauseef
Khulna

Online Shop Corner is the global online store that delivers the latest fashion apparel for you! We have dresses, tops, and bottoms for girls and ladies. Thousands of products in di...

ALIF Enterprise ALIF Enterprise
8, KDA New Market
Khulna

A House of Exclusive Fashion For Ladies Wear.

তাকওয়া প্লাস তাকওয়া প্লাস
10, Cementry Road, Dakbangla, Khulna Sadar
Khulna, 9100

Sifat Sifat
Khulna

Tahsin Fashion Corner Tahsin Fashion Corner
Khulna

এখানে সকল প্রকার মহিলাদের ফ্যাশানেবল ড্রেস সহ আপনার রুম ডেকোরেশন ,এবং চায়নিজ আইটেম পাওয়া যায়।

TukiTaki Shop TukiTaki Shop
Khulna
Khulna, 9100

This is a corporate group about ladies fashion,skin care & all item.Find your favorite item here & pick it up......