Belta natural food

মধু আল্লাহ প্রদত্ত বিশেষ নেয়ামত। রাসূলুল্লাহ (সা.) একে ‘খাইরুদ্দাওয়া’ বা মহৌষধ বলেছেন।

30/05/2024

আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার হিমসাগর আর অল্প কিছুদিন পাবেন।চলছে বুকিং 🥭

Photos from Belta natural food's post 28/05/2024

আজকেও হিমসাগর আম সরাসরি বাগান থেকে হারভেস্ট করা হবে। গত দুদিন আবহাওয়া ভালো না থাকায় আমাদের ডেলিভারি বন্ধ ছিল।
আলহামদুলিল্লাহ সকাল থেকে আবহাওয়া ভালো আছে। সাতক্ষীরার সুমিষ্ট হিমসাগর আম পাচ্ছেন Belta natural food প্রতিষ্ঠানের মাধ্যমে।
আমাদের আমে কোনরকম ক্ষতিকারক স্প্রে অথবা কারবাইট দেওয়া হয় না। আমাদের আম চাষীদের আমরা সম্পূর্ণ নিষেধ করেছি।গার্ডেন ফ্রেশ ন্যাচারাল আম টাই আমের বাগান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি গ্রাহকের ঘরে পৌঁছে দিচ্ছি।
গার্ডেন থেকে আম সংগ্রহ,প্যাকেজিং এবং কুরিয়ার সকল কাজ আমি মেহেদী হাসান নিজে পরিচালনা করে থাকি। আর তাই আপনার পরিবারের সুস্বাস্থ্য রক্ষায় নিরাপদ ফলের জিম্মাদারী আমি নিজেই নিচ্ছি।

27/05/2024

তরতাজা হিমসাগর আমের স্বাদ নিবেন।

25/05/2024

সাতক্ষীরার রসোগোল্লা হিমসাগর আম আজকের ডেলিভারি দিয়েছি ২৩০ কেজি। ইনশাআল্লাহ আগামীকালকে ডেলিভারি দিব আরো ২০০ কেজি।
যারা এ বছরে এখনো আমের স্বাদ নেননি দ্রুত অর্ডার করুন। সাতক্ষীরার আম আর অল্প কিছুদিন পাবেন।

23/05/2024

এ বছর হিম সাগর আম বিক্রির সময়টা সংক্ষিপ্ত হতে পারে!চলছে তৃতীয় দিনের কর্মযজ্ঞ, বাগান থেকে আম পাড়া, বাছাই এবং প্যাকেজিং!

07/05/2024

নারকেল তেল তৈরি হবে। পাইকারি এবং খুচরা নিতে ইনবক্সে মেসেজ করুন।

07/05/2024

বাংলাদেশের সবচাইতে বেশি উৎপাদিত সরিষা ফুলের মধু। এবছরও সরাসরি মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করেছি আপনাদের জন্য। পাইকারি এবং খুচরা সরিষা ফুলের মধু নিতে অর্ডার করুন 01610-098998

02/05/2024

তেতুল কাঠের ঘানিতে সরিষা ভাঙ্গানো হয়েছে। এখন ফিল্টারিং চলছে। দেশি শ্বেতী এবং মাঘি সরিষার মিশ্রণে আমাদের সরিষার তেল উৎপাদন হয়ে থাকে। তেলের কালার এবং ঝাঁজ অসাধারণ।
আমাদের সরিষার তেল খেতে পারবেন।
ব্যবসার জন্য পাইকারি দেওয়া হয়।
Belta natural food ভেজালের ভিড়ে খাঁটি পণ্যের নিশ্চয়তা দিয়ে কাজ করছি একদম রুট লেভেল থেকে।
পণ্য নয় আমরা বিশ্বাস বিক্রি করি।শত শত রিপিট কাস্টমারের ঘরে প্রত্যেক মাসে আমাদের সরিষার তেল চলে যায়।
দেশ ও প্রবাসের যেকোনো প্রান্ত থেকে আপনিও আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে আপনার ঠিকানায় অগ্রিম একটি টাকাও আপনাকে দিতে হবে না।
আমাদের পণ্য হাতে পাওয়ার দশ দিন পরেও যদি আপনার মনে হয় এই প্রোডাক্ট ভালো না সরাসরি রিটার্ন করার সুযোগ রয়েছে।

01/05/2024

বেলতা আমার নিজস্ব ব্রান্ড।অল্প কিছুদিন হয়েছে বিএসটিআই অনুমোদন পেয়েছি। দীর্ঘ ৬ বছর যাবত মাঠ পর্যায়ে খাঁটি মধু সংগ্রহের জন্য মেহনত করছি। সিজনের সেরা কালোজিরা ফুলের মধু।
কালোজিরার দানা শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে একধরণের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে দেহকে রক্ষা করে।
আপনারা নিশ্চিন্তে Belta natural food এর প্রতি আস্থা রাখতে পারেন।
প্রতিনিয়ত দেশ ও প্রবাসি ভাই বোনদের কাছে আমাদের পণ্য পৌঁছে যাচ্ছে বেশ সুনামের সাথে।
whatsapp নাম্বার 01610-098998]

01/05/2024

দক্ষিণ এশিয়ার বৃহৎ বনের একমাত্র অর্গানিক মধু। এ বছরও আপনাদের জন্য সংগ্রহ করছি।

28/04/2024

সুলভ মূল্য শতভাগ পিওর নারকেল তেল পাইকারি এবং খুচরা পাচ্ছেন Belta natural food প্রতিষ্ঠানে।
আমাদের এই নারকেল তেল আপনি খেতে পারবেন। এছাড়া চুলেও ব্যবহার করতে পারবেন।

27/04/2024

খাওয়ার উপযোগী করার জন্য সরিষার তেল তেতুল কাঠের ঘানি থেকে নামিয়ে আধুনিক পদ্ধতিতে ফিল্টারিং করা হচ্ছে।

Photos from Belta natural food's post 27/04/2024

বাঘের রাজ্য থেকে চাক কেটে আপনাদেরকে সুন্দরবনের চাকের মধু সরবরাহ করছি।
আমি খুলনার ছেলে।আমি সেল করি‌ আত্মবিশ্বাসের সাথে। দীর্ঘ চার ৫ বছর যাবত এই সেক্টরের সাথে আছি একদম রুট লেভেল থেকে।
মধু অনেক দামী খাবার। এই খাবারটি সস্তায় খুঁজতে গিয়ে ভেজালের শিকার হবেন না। সুন্দরবনের মধু হাতের মোয়া না।
এই মধুটা উপকূলীয় অঞ্চলের মানুষের শারীরিক শ্রম এবং রক্তের বিনিময়ে সংগ্রহ করা মধু।

🐝সুন্দরবনের (ম্যানগ্রোভ) মধুর বৈশিষ্ট্যে :

১। সুন্দরবনের মধু আবহাওয়াগত কারণে সবসময় পাতলা হয় ।

২ । মৌসুষের শুরুতে সাদাটে দেখায় তবে সুন্দনবনের ফুল ও সময় পরিবর্তনের সাথে লালচে রঙ ধারণ করে।

৩। খেতে খুবই সুস্বাদু, হালকা টকটক মিষ্টি ও কিছুটা ঝাঝালো লাগে। মধুতে বুনো ঘ্রাণ থাকে।

৪। মধুর বোতলে ঝাঁকি লাগলে অনকে সময় ফেনা সৃষ্টি হয়।

৫। মধুর উপরে পোলেনের স্তর দেখা যায়।

৬। সুন্দরবনরে মধুতে খলিশা, গরান, কেওড়া হরগোজা, পশুর, মঠগরান, কাকড়া, লতা ফুলের নেকটার থাকে।
শতভাগ বিশুদ্ধ এবং ন্যাচারাল সুন্দরবনের মধু পেতে আস্থা রাখুন বেলতা ন্যাচারাল ফুডস প্রতিষ্ঠানের প্রতি।

মোঃ মেহেদি হাসান
প্রতিষ্ঠান: বেলতা ন্যাচারাল ফুডস
যোগাযোগ: 01610098998
জেলা: খুলনা।

12/04/2024

আমাদের মৌয়াল টিম সুন্দরবনের গহীনে বর্তমানে অবস্থান করছে। আপনাদের জন্য জঙ্গলের বুনো মধু সংগ্রহ উদ্দেশ্যে।

08/04/2024

প্রত্যেক মাসে ২০০০ লিটার সরিষার তেল দেশের বিভিন্ন প্রান্তে প্রিয় গ্রাহকগনের কাছে পৌঁছে দিচ্ছি । এই পাঁচ বছরে অসংখ্য গ্রাহক তৈরি হয়েছে।

01/04/2024

সুন্দরবনের চাকের মধু আহরণ উদ্বোধন অনুষ্ঠান ২০২৪

27/02/2024

মৌমাছি ক্ষেপে গেছে।

30/01/2024

অল্প পরিমাণে নতুন সরিষা চলে এসেছে। আমাদের সরিষা শুকানো হচ্ছে। খাঁটি সরিষার তেল পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

09/01/2024

মধুতে প্রধানত চার ধরনের সুগার থাকে।
১।ফ্রুক্টোজ ২।গ্লুকোজ ৩।সুক্রোজ এবং ৪। ম্যালটোজ।
সরিষা মধুতে গ্লুকোজের অনুপাত প্রায় সমান সমান।
অর্থাৎ সুন্দরবনের মধুর চেয়ে সরিষার মধুর চেয়ে বেশি গ্লুকোজ থাকে।গ্লুকোজ কম দ্রবণীয় ফ্রুক্টোজের চেয়ে।
পাকা সরিষা মধুতে পানির পরিমাণ কম থাকে। শীতকালে সরিষা মধু সংগ্রহ করা হয় তাই তাপমাত্রা কম থাকে।এই সকল কারণে খাঁটি ও পাকা সরিষা মধু জমে যায়।আর এই জমে যাওয়াটাই স্বাভাবিক ও ভালো সরিষা মধু নির্দেশ করে। বৈজ্ঞানিক গবেষণাতে দেখা গেছে অন্যান্য ফুলের সংগৃহীত মধুর চেয়ে সরিষার মধ্যে গ্লুকোজের পরিমাণ বেশি। যা অল্প তাপমাত্রায় অর্থাৎ শীতকালে দ্রুত জমতে সহায়তা করে। পানির পরিমাণ ১৮-২০ এর মধ্যে থাকলে সেই মধু দীর্ঘদিন সংগ্রহ করা যায়। পানির পরিমাণ পাকা মধুতে কম থাকে যা মধুর ভিতরে গ্লুকোজের দ্রবীভূত করতে পারে না বলে মাখন এর মত জমে যায়। মাখন এর মত জমে যাওয়া সরিষা মধু বৈশিষ্ট্যগতভাবে বেশি ভালো।

মো: মেহেদি হাসান
প্রধান নির্বাহী
বেলতা ন্যাচারাল ফুডস

fans

05/01/2024

বছরের প্রথম জুমু'য়া উপলক্ষে সারাদিন চলবে সরিষা ফুলের ৩ কেজি মধু মাত্র ১১০০ টাকা।

09/12/2023

সরিষা ফুলের মধু সংগ্রহ চলছে। পাইকারি অথবা খুচরা নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
01610098998 (whatsapp)

03/12/2023

খেজুরের গুড় তৈরীর শেষ মুহূর্তে।
fans

01/12/2023

শীতে মধু কেন জমে। খাঁটি মধুও কি জমে ?
খাঁটি মধুও কেন জমে যায়, তার কারণ ব্যাখ্যা করে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মৌ বিজ্ঞানী ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন বলেন, ‘পৃথিবীতে যত মধু রয়েছে তার প্রায় সবগুলোর জমে যাওয়ার প্রবণতা রয়েছে। কোনো কোনো মধু খুব দ্রুত জমে যায়; কোনো কোনো মধু জমতে সময় লাগে।’বাজার থেকে বোতলজাত মধু কিনে কিছুদিন পর জমতে দেখলে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা মনে করেন মধুতে নিশ্চয়ই ভেজাল আছে। আদতে বিষয়টি তা নাও হতে পারে।

মধু কেন জমে, তা জানতে নিউজবাংলা কথা বলেছে চট্টগ্রামভিত্তিক মধু গবেষক ও মধু জাদুঘরের প্রতিষ্ঠাতা সৈয়দ মঈনুল আনোয়ারের সঙ্গে। মধুর জমা মূলত নির্ভর করে মধুতে বিদ্যমান আর্দ্রতা, তাপমাত্রা এবং উৎসের ওপর। একই সঙ্গে মধুতে বিদ্যমান গ্লুকোজের পরিমাণের ওপরও এটি নির্ভর করে। যেসব মধুতে গ্লুকোজের পরিমাণ বেশি, সাধারণত সেসব মধু দ্রুত জমে যায়।’

জমে যাওয়া মধু নিরাপদ কি না, সে বিষয়ে তিনি বলেন, ‘মধু জমে যাওয়াটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। জমে যাওয়া মধু সম্পূর্ণ নিরাপদ এবং এতে সব ধরনের গুণগত মান অটুট থাকে।

‘কোনো কারণে মধু জমে গেলে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫ মিনিট যদি রেখে দেয়া হয়, তাহলে সেটি আবার আগের তরল অবস্থায়, অর্থা লিকুইড ফরমে চলে আসবে।’মধু জমে যাওয়া নিয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আহসানুল হক স্বপন বলেন, ‘মধুতে প্রধানত চার ধরনের সুগার থাকে। এগুলো হলো ফ্রুকটোজ, গ্লুকোজ, সুক্রোজ ও ম্যালটোজ। সরিষার মধুতে দ্রুত জমে যাওয়ার বৈশিষ্ট্যটি উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয়। সরিষার মধুতে ফ্রুকটোজ ও গ্লুকোজের অনুপাত প্রায় সমান সমান। অর্থাৎ সুন্দরবনের মধুর চেয়ে সরিষার মধুতে বেশি গ্লুকোজ থাকে।

‘ফ্রুকটোজের চেয়ে কম দ্রবণীয় গ্লুকোজ। পাকা সরিষার মধুতে পানির পরিমাণ কম থাকে। শীতকালে সরিষার মধু সংগ্রহ করা হয় বলে তাপমাত্রাও কম থাকে। এসব কারণে পাকা সরিষার খাঁটি মধু জমে যায়। আর এই জমে যাওয়াটাই স্বাভাবিক ও ভালো সরিষার মধু নির্দেশ করে।’যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘বেয়ার হানি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডাস্টিন ভ্যানেস বলেন, “মধুর ক্রিস্টালাইজেশন বা স্ফটিকায়ন একটি প্রাকৃতিক প্রক্রিয়া। এর মানে এই নয় যে, মধুতে ভেজাল মেশানো হয়েছে। বিভিন্ন ধরনের মধু ভিন্ন ভিন্ন অনুপাতে জম মধু জমে গেলে ভেজাল ভাবা হয় কেন?
আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মধু যখন জমে যায় তখন ওইটা দেখতে একদম চিনির মতো দেখা যায়। চিনি যেমন জমে গেলে যে কালার হয় যে রকম দেখতে লাগে, মধু জমে গেল ওই রকমই দেখা যায়। চিনির মতো সাদা সাদা। এজন্যই সাধারণ’ মধু ক্রেতাগণ স্বাভাবিকভাবে ধরে নেন যে এটা চিনি মিশ্রিত ভেজাল মধু। এজন্যই জমে গেছে।

আরেকটা কুসংস্কার আছে যে অসংখ্য মানুষ জানে খাঁটি মধু কখনোই জমে না, আর যদি জমে যায় তাহলে সেটা ভেজাল মধু। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যে সাদা সাদা অংশটা দেখতে পায় ওইটা হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ সাথে অন্যান্য কিছু উপাদান ও থাকতে পারে। আর এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এর যে চেহারা তা প্রায় চিনির মতো দেখা যায়। এজন্যই সমস্যাটি জটিল আকারে ধারন করেছে।

fans

24/11/2023

আজ শুক্রবার দিনেও আমাদের প্রতিষ্ঠানের সার্ভিস চালু রয়েছে। ইমারজেন্সি একজন কাস্টমারকে মধু দিতে হবে তাই খুলনা রেলস্টেশনে অবস্থান করছি। সম্মানিত গ্রাহক তিনি খুলনার রুপসা উপজেলায় চাকরি করেন বাড়ি যশোরে। যশোরে যাবেন বিকাল ৪ টার ট্রেনে। পরিবারের জন্য সুন্দরবনের বুনো মধু নিবেন। ফোন দিয়ে বললেন ভাই আজকেই দিতে হবে আমি বললাম আজ শুক্রবার আপনার যদি খুবই ইমারজেন্সি হয় তাহলে আমাদের দোকানে আসুন। তিনি বললেন ট্রেন মিস হয়ে যাবে। তাই উপায় না পেয়ে নিজেরাই চলে আসলাম গ্রাহককে মধুটা পৌঁছে দিতে।
fans

18/11/2023

মধুতে রয়েছে শেফা। সকল রোগের মহা ঔষধ কালোজিরা এবং কালোজিরা ফুলের মধুকে বলা হয়।নভেম্বর মাস সারাদেশে টানা দুই দিন বৃষ্টির মাধ্যমে শীতের আগমন। আর এই শীতে আপনার শরীরকে চাঙ্গা রাখতে কালোজিরা ফুলের মধু সেরা টনিক হতে পারে।
দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করতে সরাসরি কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01610098998

fans

17/11/2023

মধুতে রয়েছে সেফা। কালোজিরা ফুলের মধু আপনার জটিল রোগের টনিক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

Photos from Belta natural food's post 15/11/2023

বেলতা শপে চলছে বেচাকেনা। আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে শুকরিয়া। প্রতিনিয়ত ক্রেতা বাড়ছে। মানুষ আস্থার সাথে পণ্য নিচ্ছে। অনেক বেকার যুবকের কর্মসংস্থানের জায়গা হচ্ছে। অনেকেই তো বলেই বসে মেহেদী ভাই আপনি আমাদের অনুপ্রেরণা আপনাকে দেখেই ব্যবসা শুরু করেছি। চলতে থাকুক এভাবে সফল না হওয়া পর্যন্ত। আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন অথবা পরিবারের জন্য নিরাপদ খাদ্য খুঁজছেন তাদেরকে বলব আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান Belta natural food। রিপিট কাস্টমাররাই আমাদের মার্কেটিং করে দেয়। আমাদের একটি টাকাও মার্কেটিংয়ের পেছনে খরচ করতে হয় না। পণ্যের গুণগত মান কথা বলে।
fans

07/11/2023

সকাল থেকে প্যাকেজিং শেষ করে চলে এসেছি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আজকে বড় কয়েকটি অর্ডার ছিল। সবগুলো পণ্যই পাইকারি যাচ্ছে।
কাঠের ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল, সুন্দরবনের মধু, কালোজিরা ফুলের মধু, লিচু ফুলের মধু এবং গাওয়া ঘি। যাবে ঢাকা-চট্টগ্রাম এবং সিলেটে।
সরাসরি এজে,আর কুরিয়ার সার্ভিসের গাড়িতে উঠিয়ে দিলাম।

25/10/2023

আমাদের উপর কেন আস্থা রাখবেন ??
প্রোডাক্ট হাতে পেয়ে, দেখে, কোয়ালিটি চেক করে পেমেন্টে করার সুবিধা ।
প্রোডাক্ট পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন দিতে পারবেন ।
সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন ।
যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ।

25/10/2023

কাঠের ঘানি কই?
বিস্তারিত কমেন্টে📣

Want your business to be the top-listed Grocery Store in Khulna?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আলহামদুলিল্লাহ। সাতক্ষীরার হিমসাগর আর অল্প কিছুদিন পাবেন।চলছে বুকিং 🥭
হিমসাগর আম।।১০০% পরিপূর্ণ আম।। গাছ পাকা আম ও পাওয়া যাচ্ছে।
সকালের নাস্তার সাথে সাতক্ষীরার রসালো হিমসাগর আম।
তরতাজা হিমসাগর আমের স্বাদ নিবেন।
সাতক্ষীরার রসোগোল্লা হিমসাগর আম আজকের ডেলিভারি দিয়েছি ২৩০ কেজি। ইনশাআল্লাহ আগামীকালকে ডেলিভারি দিব আরো ২০০ কেজি। যারা এ...
এ বছর হিম সাগর আম বিক্রির সময়টা সংক্ষিপ্ত হতে পারে!চলছে তৃতীয়  দিনের কর্মযজ্ঞ, বাগান থেকে আম পাড়া, বাছাই এবং প্যাকেজিং!
প্রিমিয়াম ম্যাংগো বেলতা ন্যাচারাল ফুডস থেকে। সাতক্ষীরার হিমসাগর আম। খেতে খুবই মজা।
coconut oil
নারকেল তেল তৈরি হবে। পাইকারি এবং খুচরা নিতে ইনবক্সে মেসেজ করুন।
বাংলাদেশের সবচাইতে বেশি উৎপাদিত সরিষা ফুলের মধু। এবছরও সরাসরি মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করেছি আপনাদের জন্য। পাইকারি এবং খ...
তেতুল কাঠের ঘানিতে সরিষা ভাঙ্গানো হয়েছে। এখন ফিল্টারিং চলছে। দেশি শ্বেতী এবং মাঘি সরিষার মিশ্রণে আমাদের সরিষার তেল উৎপা...
বেলতা আমার নিজস্ব ব্রান্ড।অল্প কিছুদিন হয়েছে বিএসটিআই অনুমোদন পেয়েছি। দীর্ঘ ৬ বছর যাবত মাঠ পর্যায়ে খাঁটি মধু সংগ্রহের...

Telephone

Website

Address


Khulna
9000

Other Health Food Shops in Khulna (show all)
Gazi Shopping Center Gazi Shopping Center
Khulna

আমরাই খুলনায় নিয়ে এসেছি নির্ভেজাল ও স?

Baked With Love - Home Made Baked With Love - Home Made
Khulna, 9100

Baked Wd Love Home Made Food & Freshly Baked & Served By Tanjin Chowdhury...

খলিসারাণী -KhalisaRani খলিসারাণী -KhalisaRani
Khulna

কাস্টমারের সন্তুষ্টিই আমাদের প্রশান্তি

স্মরণিকা - Smaronika স্মরণিকা - Smaronika
240/4, Sher-E-Bangla Road
Khulna, 9100

#মধু, চুইঝাল, নারিকেল নাড়ু, খেজুরের গুড়, আম, সরিষার তেল, মাছ, কুমড়ো বড়ি ইত্যাদি!

ShuvoTelecom&Confectionery ShuvoTelecom&Confectionery
Basundia
Khulna

খুলনার চুইঝাল-Khulnar ChuiJhal খুলনার চুইঝাল-Khulnar ChuiJhal
Khulna
Khulna

দেশবিখ্যাত অতুলনীয় স্বাদের খুলনার আসল চুইঝাল আপনাদের আঙিনায় পৌছে দিতে সদা প্রস্তুত

Mridha Organic Food Mridha Organic Food
Khulna, 9000

Modhu Bazar Modhu Bazar
Babu Khan Road, Khulna Sadar, Khulna
Khulna

Honey Bazar

Organic Essence Organic Essence
Nirala
Khulna, 9100

বিশুদ্ধ অর্গানিক প্রোডাক্টস

খাঁটি স্বাদ - Khati Shad খাঁটি স্বাদ - Khati Shad
Satkhira
Khulna, 9400

আল্লাহ্‌ ব্যবসাকে করেছেন হালাল আর সুধকে করেছেন হারাম । — আল কোরআন

Saima's Cake -Khulna Saima's Cake -Khulna
Khulna

I don't say that, my cake is best. But one time you have to try this.Thank you all to support me

Aqsa Mart Aqsa Mart
Jashore
Khulna

"সততা ব্যবসায়ের প্রধান মূলধন" আর সেই ম?