Moyna's Shop
moyna's shop is a reliable online shop for Exclusive jewellery,Accessories,Makeup and many more......
মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয় 'ভালোবাসি!' মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, 'চলে যাচ্ছি' বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ কেউ মোমবাতির মতো, নিজের পুড়েও আলো দেয়! কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে 'ভালো থেকো!' লিখে দেয়। মানুষ মায়াকান্নাও কাঁদে, মানুষ ডিপ্রেশনেও হাসে। মানুষকে চেনা কঠিনই বটে! মানুষে মানুষে তফাৎ, ভেতরে বাহিরে তফাৎ, কথা কাজে তফাৎ, তফাৎ মন কিংবা মনুষ্যত্বে! তাই মানুষ চেনার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী হতে নেই। কাউকে পুরোটা চিনে ফেলেছি ভাবলে, কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে!
কখনো কখনো আপনি কষ্ট পাবার কারণ খুঁজে পাবেন না। এই হুট করে মন ভার হলো, ঝুম বৃষ্টি, বজ্রপাতের আশংকা, বুক হু হু করা শূন্যতা,থেকে থেকে কান্না পাওয়া, হতাশা, প্রচন্ড ক্ষোভ এসব কেন হচ্ছে তার জবাব পাওয়া যায়না। শুধুমাত্র একটু একটু করে ফুরিয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে আসাটা টের পাওয়া যায়। মরে যেতে ইচ্ছে করে। কেন হয়? এমন কেন হয়?
এতো কিছু চেনা হয়ে গেলো অথচ নিজের মনটাই নিজের কাছে অচেনা হয়ে ধরা দেয় মুহূর্তে মুহুর্তে!
এসব কথা কাউকে বলা যায়না।©
অন্তরের গোপন ব্যাকুলতা প্রকাশ করতে না পেরে যখন আমাদের মন আকাশে মেঘ জমে, তখন "আল্লাহ" বলেন : "আমি তোমাদের অন্তরের খবর জানি, তুমি তা প্রকাশ কর অথবা গোপন রাখো।"
(সূরা আল ইমরান : ২৯)
কোন নিয়ম বা চুক্তি দিয়ে সম্পর্ক টিকানো যায় না৷ একটা নিয়ম অথবা চুক্তির কাগজই যদি সম্পর্ক টিকাতে পারতো, তাহলে দুনিয়াতে ‘ডিভোর্স’ বলে কোনোকিছুর অস্তিত্ব থাকতো না৷ ‘কাবিননামা’ বলে যে কাগজটা বিয়ের সময়ে আমরা করি, তা ডিঙিয়ে কেউ কোনোদিন বিবাহবিচ্ছেদের কথা ভাবতেও পারতো না৷
নিয়ম আর চুক্তি সম্পর্ক টেকায় না৷ স্বামী আর স্ত্রী কতোগুলো সময় একটা ছাদের নিচে, কতো নিবিড়, কতো কাছাকাছি থাকে। এতো কাছাকাছি, শ্বাস-প্রশ্বাসেরও নিকটে থাকার পরেও কি সম্পর্ক ভাঙে না? কোন নিয়মের দোহাই, কোন চুক্তির শর্ত কি পারে সেই ভাঙন ঠেকাতে?
সম্পর্ক টেকায় ইহসান তথা পরস্পর পরস্পরের প্রতি দয়া-মায়া আর মোহাব্বত৷ সম্পর্ক টেকায় পরস্পর পরস্পরের জন্য করা সেক্রিফাইস। সম্পর্ক টেকায় পরস্পর পরস্পরের প্রতি নেওয়া যত্নগুলো।
সম্পর্ক চারাগাছের মতোই— পানি, সার আর পরিচর্যা না পেলে আস্তে আস্তে তা একদিন মরে যাবেই।
লেখা-আরিফ আজাদ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Khulna
Khulna
Online Shop Corner is the global online store that delivers the latest fashion apparel for you! We have dresses, tops, and bottoms for girls and ladies. Thousands of products in di...
Khulna
এখানে সকল প্রকার মহিলাদের ফ্যাশানেবল ড্রেস সহ আপনার রুম ডেকোরেশন ,এবং চায়নিজ আইটেম পাওয়া যায়।
Khulna
Khulna, 9100
This is a corporate group about ladies fashion,skin care & all item.Find your favorite item here & pick it up......