Abdul Al Noman-আব্দুল আল নোমান
ভ্রমণ, লেখালেখি আর কন্ঠের মাধ্যমে জীবন, ইতিহাস, এতিহ্য আর দর্শনীয় স্থানের সৌন্দর্য তুলে ধরি।
"নিক্বণ সাংস্কৃতিক সংসদ এর আবৃত্তি শিল্পীদের মাঝে মূল্যবান বই বিতরণ "
"বইমেলায় কিছুক্ষণ "
সংগীত : " কী নামে ডেকে বলবো তোমাকে"
" চৌধুরীর খাল, নিঝুম দ্বীপ"
জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আমাদের উপস্থাপনা (বৃন্দ)
জানতে চাই কার এস.এস.সি ব্যাচ কত?
কুড়াল হারানো সেই সৎ কাঠুরে অনেকদিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে। কাঠুরের স্ত্রী সেই নদীটি দেখতে ইচ্ছা প্রকাশ করলো। নদীর ধারে গিয়ে হঠাৎ তার স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে। তার কান্না শুনে আবারও জলপরী এলো তারপর জলপরী অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল,
"এই কি তোমার স্ত্রী?"
কাঠুরে বলল, "জ্বি এই আমার স্ত্রী।"
জলপরী বলল, "ভালো করে দেখে তারপর বলো।"
কাঠুরে বলল, "আর দেখতে হবে না। এই আমার স্ত্রী।"
জলপরী বলল, " আগের বার তোমার সততা দেখে মুগ্ধ হয়েছিলাম। এখন তুমি এটা কী করলে? রূপবতী মেয়ে দেখে নিজের স্ত্রীকে ভুলে গেলে?"
তখন কাঠুরে বলল, "আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম, আপনি এরচেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন। আমি যদি বলতাম এই মেয়ে না। আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো তিনজনকেই আমাকে দিয়ে দিতেন। এই কারণে প্রথমবারই বলেছি এটা স্ত্রী। আমি নিতান্তই গরিব মানুষ। তিন বউকে পালবো কীভাবে? আর একটা বউকেই সামলাতে পারিনা, সেখানে তিনটা বউ হলে তো আমাকেই নদীতে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হবে।
এবারও কাঠুরের সততা দেখে জলপরী মুগ্ধ হলো এবং পানি থেকে তুলে তিনটাকে তো দিলোই সাথে নিজেও তাকে বিবাহের প্রস্তাব দিলো! সৎ কাঠুরিয়া ৪ স্ত্রী নিয়ে ঘরে ফিরলো 🙂
"পাহাড়ে"
লক্ষ্মীপুর জেলার লেখক, সাংবাদিক, শিল্পী, সাহিত্যচিন্তক ব্যাক্তিবর্গের উদ্যোগে জেলার প্রেসক্লাব এর সামনে ইসরায়েলের আগ্রাসন বন্ধে ও ফিলিস্তিন এর পক্ষে সমর্থন জানাতে মানববন্ধন ও অলোচনা কর্মসূচি এর খন্ডচিত্র।
আজ থেকে প্রায় ৫ বছর আগে গিয়েছিলাম খৈইয়াছড়া ঝর্ণা ও গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখতে। আর এই ট্যুরে গিয়েই ভ্রমণ এর প্রতি আগ্রহ তৈরি হয়। খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি যায়গা।
'ভ্রমণ বৃত্তান্ত'
"সাজিয়ে গুজিয়ে দে মোরে"
For better quality use head phone
সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র কসোভো
ইউরোপের বলকান অঞ্চলের স্বাধীন দেশ কসোভো (Republic of Kosovo) । এটি সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে নাম লিখিয়েছে। ইসলামের প্রথম শতাব্দীতেই এ অঞ্চলে ইসলামের স্নিগ্ধ হাওয়া পৌঁছে গিয়েছিল।
তবে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হতে অনেক সময় লেগে গেছে।
কসোভোয় ইসলাম প্রতিষ্ঠিত হয় ৭৯৭ হিজরিতে। এরপর এখানে ইসলাম টিকিয়ে রাখতে বহু ত্যাগ ও সংগ্রাম করতে হয়েছে এখানকার মুসলমানদের। অবশেষে লাখ লাখ মুসলিমের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র।
কসোভোর আয়তন ১০ হাজার ৮৮৭ বর্গকিলোমিটার।
রাজধানী প্রিস্টিনা। প্রধান ভাষা আলবেনীয় ও সার্বীয়। কসোভোর জনসংখ্যা ১৯ লাখ সাত হাজার ৫৯২ জন। যার মধ্যে মুসলমান রয়েছে ৯৫.৬ শতাংশ, রোমান ক্যাথলিক ২.২, অর্থডক্স ১.৫ ও অন্যান্য ধর্মের মানুষ রয়েছে ১ শতাংশেরও কম।
তাদের নান্দনিক পতাকাটিও বেশ অর্থবহ। নীল ভূমির ওপর একটি স্বর্ণালি মানচিত্রের খিলান, তার ওপর ছয়টি তারকা। যা সেখানকার প্রধান ছয়টি জাতি-গোষ্ঠীর ইঙ্গিত করে। আলবেনিয়ান, সার্বীয়, তুর্কি, গোরানি, রোমানি (প্রায়ই আশকালি এবং মিসরীয়দের সঙ্গে দলবদ্ধ) এবং বসনিয়ান।
যুদ্ধবিধ্বস্ত এই দেশটি এখন নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।
সার্বদের হাতে ধ্বংস হওয়া ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ধর্মীয় অবকাঠামোর পুনর্নির্মাণের কাজ শুরু করেছে।
কসোভোর ধর্মবিদ্বেষী কমিউনিস্ট শাসকরা বিগত ৭০ বছর ধরে ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সব ধরনের ধর্মীয় কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছিল। সার্ব বাহিনীর সৈন্যরা ধ্বংস করে দিয়েছিল প্রায় দুই শতাধিক মসজিদ।
এখন সেখানে গড়ে উঠছে নতুন নতুন মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। আবার শিক্ষা কার্যক্রম চালু করে দেওয়া হয়েছে মাদরাসায়ে আলাউদ্দিন নামে একটি প্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। নতুন করে খোলা হয়েছে একটি বিশেষায়িত ইসলামিক কলেজ।
কসোভোর প্রতিটি জেলায় নির্মাণ করা হয়েছে একটি করে ইসলামিক সেন্টার ও পাঁচটি ধর্মীয় স্কুল। যেখানে শিক্ষার্থীদের ইসলাম ও আরবি ভাষা-সাহিত্য শেখানো হয়।
ওই দেশে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে মধ্যপ্রাচ্যের কিছু দানশীল মানুষের উদ্যোগে গঠিত ‘আলমাশিখাতুল ইসলামিয়া’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও ইসলামী শিক্ষার বিস্তারে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। তাদের অধীনে ৫০০ আলেম ও মুবাল্লিগ কসোভোয় ইসলাম প্রচারের কাজ করছে। এরই মধ্যে তারা ২৪টি ইসলামী শিক্ষা ও প্রচারকেন্দ্র এবং ৫৫০টি মসজিদ নির্মাণ করেছে।
২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি কসোভোকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। কসোভোকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছিল ১১৪তম। এবং ওআইসির ৫৭টি দেশের মধ্যে তাদের স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশ ছিল ৩৭তম।
২০১৮ সালে কসোভোর স্বাধীনতার ১০ বছর পূর্তি উপলক্ষে সে দেশের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাংলাদেশ। ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কসোভোর কনসাল জেনারেল রাষ্ট্রদূত মিজ টেউটা সাহাতকাইজা নিজ নিজ দেশের পক্ষে যৌথ বিবৃতিতে সই করেন।
স্বাধীনতা লাভের পর থেকে কসোভোর মানুষ আরো বেশি ইসলাম অনুরাগী হয়ে উঠছে।
চিনলে আপনার দৃষ্টিশক্তি ঠিকঠাক 🥰🥰
পোস্টটা যার সামনে পড়বে, দয়া করে একটা সালাম দিয়ে যাবেন! একটু মানসিক শান্তি দরকার!
সবার সালামের উত্তর দিবো
ইন-শা-আল্লাহ 🖤🌸
আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 10k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
✅Follow For Follow
Full Support
please like and comments
করিতে পারিনা গোসল, একাধারে প্রতিদিন
ভয়ে ভয়ে আমি পানিতে নামি একদিন পর একদিন।
জাফলং, নামটি শুনলেই মনের মধ্যে ভেসে ওঠে সারি সারি পাথর। আর মাঝে মাঝে দেখতে হয় বি.এস.এফ এর সংকেত ধ্বনি। এক পা সামনে বাড়ালেই ভারত। এই অনুভূতিটা অন্যরকম। ভারত সীমান্তে পাহাড়ের গায়ে ছোট বড় দালান। যারা গিয়েছেন তারা অবশ্যই বিষয়গুলোর স্বাক্ষী হয়ে রয়েছেন।
"নিজের এলাকায় "
Best Writer Award
Vanue : Bangladesh Shilpakala Academy
পুরস্কার পেতে কার না ভালো লাগে? আর তা যদি হয় নিজের সৃজনশীল কোনো কাজের জন্য তাহলে এই ভালোলাগা বহুগুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ খুশি হওয়ার মতই কোনো পুরস্কার পেলাম। ধন্যবাদ গন্তব্য স্বপ্নের গ্রুপ ও সম্পাদক Aminul Islam Amin ভাইকে। এই রকম একটা প্লাটফর্মে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমিন ভাই অনন্য একজন মানুষ। মানুষটার খুব বেশি টাকা নেই। তার পরেও চাইছে শতশত প্রতিভাবান মানুষের মধ্যকার লুকায়িত প্রতিভাকে বিকাশের সুযোগ করে দিতে। আমার ক্ষেত্রে ও ব্যাতিক্রম হয়নি। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি এস. ট্যালেন্ট ও সংশ্লিষ্ট সকলকে।
সংগীতঃ "খুব সকালে তোমার কাছে, করি প্রার্থনা ওগো দয়াময়"
সংগীতঃ তুমি আসমানে থাক প্রভু
সাজেক ভ্যালি (পর্বঃ১)। সাজকের পথ ঘাট, কংলাক পাহাড়,হেলিফ্যাড এমনকি সাজের রাতের সৌন্দর্য নিয়েই তৈরি করা হয়েছে এই পর্ব টি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Lakshmipur
Lakshmipur
Everyone should posses a hobby that makes them happy. So, now you are in my page of happiness.
Lakshmipur, 3700
Welcome to my page i uploaded the animation video and asmr videos so flowe and like me my page.