Q H F.

Qarze Hasanah Foundation. Interest Is Forbidden, Qarze Hasanah Solution.

19/10/2023

ইট মারলে পাটকেল খেতে হয় || If You Hit A Brick, You Have To Eat Jute || It Marle Patkel Khete Hoy || By QHF.

16/10/2023

রাসূল সাঃ যা শিখিয়ে গেলেন || Rasul SM Ja Shikhiye Gelen || By Q H F.

Photos from Q H F.'s post 23/06/2023

আসসালামুয়ালাইকুম।

ঈদ অফার! ঈদ অফার!! ঈদ অফার!!! 🌙

৫,০০০ টাকার ফুল কোর্সের “রেকর্ড ক্লাস” এখন পাচ্ছেন মাত্র ৫০০ টাকায়🔥🔥🔥

💻 আপনি কি ঘরে বসেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান? 🖥️কিংবা আপনি কি একজন ডিজিটাল মার্কেটার হতে চান?🥰

ফ্রিল্যান্সিং জগতে এগিয়ে থাকার জন্য লম্বা কোর্স করতে মন চাচ্ছেনা? বর্তমান সময়ের সব থেকে ডিমান্ডিং এই স্কিলটি ডেভলোপ করে সবার আগে এক ধাপ এগিয়ে রাখতে আমাদের এই রেকর্ড “Basic Digital Marketing” কোর্সটি আপনার জন্য।

এই ফুল কোর্সে আপনার জন্য থাকছে মোট ২৩টি ক্লাস👇

Class-01= Digital Media Basic.
Class-02= Facebook Marketing Basic.
Class-03= Paid Advertising In Facebook (Sponsored AD).
Class-04= Facebook Business Manager & Pixel.
Class-05= Pinterest Marketing.
Class-06= Instagram Marketing.
Class-07= Twitter Marketing.
Class-08= Tumbler Marketing.
Class-09= Domain Research.
Class-10= Make A SEO Friendly Website Using Wordpress.
Class-11= Make A SEO Friendly Website Using Wordpress Advance.
Class-12= Keyword Research.
Class-13= Keyword Research Advance.
Class-14= Linkedin Marketing.
Class-15= Strategies of Content Marketing.
Class-16= On Page Seo.
Class-17= On Page Seo Advance.
Class-18= Types Of Links & Understanding Backlink.
Class-19= YouTube Marketing.
Class-20= Email Marketing.
Class-21= Freelancing Fiverr.
Class-22= Google Analytics Setup And Tracking.
Class-23= Google Search Console.

💥 এক্সপার্টের শেয়ার করা সবগুলো Tips & Tricks শিখতে এখনই ইনবক্স করুন "Basic Digital Marketing" কোর্সে আর ফ্রিল্যান্সিং করে ইনকাম করুন সহজে। 💵💸💶💰💷

06/10/2022

• তুই মুখ সামলিয়ে কথা বলিস VS সবকিছুর একটা লিমিট আছে।

এক সকাল বেলায় আরিফ আহমেদ একটি বাড়ির দরজা তৈরি করতেছিল যেনো ওই বাড়ির লোকজনের পর্দার খেলাফ না হয়। তখন পাশের এক যুবতী বলে উঠলো ভাই হয়ে কিছুই করতে পারিস না, এখন বাড়ির দরজা লাগিয়ে কি করবি? এসব করে কোনো লাভ নেই, পারলে ভালো কিছু কর। তখন আরিফ আহমেদ বললো হুম সত্যিই কোনো লাভ নেই, যদি রাতে ইমুতে ভিডিও কলে সব দেখিয়ে দেয়। তাহলে আর এতো দেওয়াল, এতো দরজা কোনো কাজেই আসবে না।

একথা শুনার পর মেয়েটি আরিফ আহমেদ'কে বললো তুই মুখ সামলিয়ে কথা বলিস সবকিছুর একটা লিমিট আছে। আরিফ আহমেদ এর ওই দিনটি ছিল খুবই যন্ত্রণাদায়ক, কারণ তাকে কেউ কখনো এমন ভাবে কিছু বলে নাই। আরিফ আহমেদ ধর্য্যো ধারণ করলো, খুব কান্না করেছিল।

কিছু দিন পর সে শুনতে পেলো ওই যুবতী একটা নেশাগ্রস্ত ছেলের সাথে চলে গেছে! এখন নাকি সে তার দুঃখ, কষ্ট সামলাতেই ব্যাস্ত। এখন সে বলে সুখের নাকি লিমিট থাকার দরকার নেই।

বিঃদ্রঃ- এটি একটি বাস্তব জীবন থেকে নেওয়া।

09/09/2022

ক.
সভ্যতা আর সংস্কৃতি যতই আধুনিক হয়েছে, মানুষ ততই সহজ ভাবে জেনা আর বেবিচারে লিপ্ত হয়েছে। বর্তমান সংস্কৃতি সমাজ বড়ই কঠিন, মানুষ চাইলেই জেনা আর বেবিচার থেকে মুক্তি লাভ করতে পারে না। বড়ই কঠিন আধুনিকতার সমাজ, বড়ই কষ্টের পশ্চিমা বিশ্বের কালচার।

খ.
প্রতিনিহিত হাফপ্যান্ট পরা যুবক-যুবতীদের সংখ্যা বেড়েই চলেছে! এখনই সময় তাদেরকে আলোর পথ দেখানো। কারণ এটা আমাদের দায়িত্ব, তারা এটার ভিতর ভদ্রতা খুজে। আসলে সত্য কথা হলো, মুসলিম যুবক-যুবতীদের জন্য এটা লজ্জাজনক পোষাক, ইসলামী শরিয়তে একজন পুরুষের জন্য সতর হিসেবে নাভি থেকে নিয়ে হাটুর নিচ পর্যন্ত (সর্বদা) ঢেকে রাখা ফরজ। হে রব! তুমি আমার প্রিয় যুবক-যুবতী ভাই-বোনদের এই ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো এবং দ্বীনের সহীহ বুঝ দান করো।

গ.
এবার তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা সেই মডেলের চৌদ্দ-গোষ্ঠী উদ্ধারের কাজে নেমেছেন। সেই মডেলের জাত-পাত উদ্ধারের দৃশ্য দেখতে দেখতে আমার একটি গল্প মনে পড়ে গেলো। গল্পটা এরকম-

একবার রাজ্যের সভা চলাকালীন সময়ে উজির এবং নাজিরকে বলা হলো একেবারে ভিন্নভাবে, ভিন্ন উপায়ে রাজার সামনে উপস্থিত হতে। অর্থাৎ, দুইজনের কারোর মধ্যে কোন মিল থাকতে পারবেনা। এমন প্রস্তাবে উজির এবং নাজির দুইজনেই একটু চিন্তিত হলো। ভাবলো, কিভাবে একে-অন্যের চেয়ে ভিন্ন হওয়া যায়। শেষ-মেশ উজিরের মাথায় অসাধারণ একটা বুদ্ধি খেলে গেলো। সে করলো কি, তার কাপড়-চোপড় খুলে রেখে একেবারে উলঙ্গ অবস্থায় রাজ দরবারে এসে উপস্থিত। রাজা সহ সবাইকে উদ্দেশ্য করে সে বলতে লাগলো, ‘এই যে দেখুন! আমি আজ একেবারে ভিন্ন আঙ্গিকে উপস্থিত হয়েছি, হুম’। রাজ দরবারের কেউ তো লজ্জায় তার দিকে তাকাতেও পারছেনা। এরপর, নাজির উপস্থিত হলো। তার গায়ে কোন নতুন সাজ নেই। প্রতিদিনকার পরিহিত পোশাক গায়ে দিয়েই সে উপস্থিত হয়েছে। হাসি হাসি মুখ নিয়ে সে রাজ দরবারে ঢুকেই মহারাজকে উদ্দেশ্য করে বললো, ‘উপস্থিত জাহাঁপনা'। সবাই তার এই উপস্থিত বুদ্ধি দেখে অবাক হলো এবং তালি দিয়ে তাকে অভ্যর্থনা জানালো। নতুন বেশ ধারণের জন্য কিন্তু তাকে কিছুই করতে হয়নি। সে যা ছিলো, তা-ই সই। অন্যদিকে, ও ভা র-স্মা র্ট হতে গিয়ে বেচারা উজির নিজের মান-সম্মান খুয়ালো।

অফলাইন এবং অনলাইনের কিছু ভাইদের অবস্থাও হয়েছে এরকম। ওই মডেল কেনো তাদের পোশাক থেকে মুখ ফিরিয়ে নিলো- এর জন্য উজিরের মতো একেবারে উলঙ্গ হয়ে উপস্থিত হয়ে গেছে তারা। মডেলটার জাত-পাত উদ্ধার না করলে তারা যেন কোনো ভাবেই শান্তি পাচ্ছে না। উজির যেমন রাজাকে খুশি করার জন্য উলঙ্গ হয়ে গেলো, এই ভাইগুলোও বিধর্মীদের পোশাকের মান বাঁচাতে গিয়ে নিজেরা উলঙ্গ হয়ে পড়েছে। অথচ, ইসলাম তাদের জন্য যে শালীনতার পোশাক নির্ধারণ করেছে, সেটা গায়ে পরিধান করে এলেই আমরা তাদের গল্পের নাজিরের মতো অভ্যর্থনা জানাতে পারতাম। হায়! এই ভাইগুলোকে এই ব্যাপারটা কে বুঝাবে?

গ.
কোনো এক ইংরেজি গল্পের বইতে পড়েছিলাম। 'আপনাকে উপদেশ দেওয়ার যোগ্যতা রাখে না এমন কেউ যদি আপনার সমালোচনায় মুখর হয়ে উঠে, তাতে আঘাত পাবেন না'। ইসলামের আইন অনুযায়ী জদি এই সমাজ চলতো, তাহলে হয়তো সাথে সাথে তাদের আঠারো গোষ্ঠী উদ্ধার করা যেতো।

01/09/2022

• প্রকৃতপক্ষে অভাব কাদের? সুখ কিসের মধ্যে নিহিত??

আমি প্রায় বন্ধুদের সাথে গল্প করে থাকি, কখনো তাতে গুরুত্ব দেওয়া হয়নি। গত কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একবন্ধুর সাথে গল্প করেছি। ফজর থেকে এশা পর্যন্ত কি করি? কি বলি? এইসব ভেবে একদম সময় নষ্ট করি না। এটা সেই জন্ম থেকে খারাপ একটি নিয়ম, তবে ঘুমানোর পূর্বে ফজর থেকে এশা পর্যন্ত কার সাথে কি বলেছি? কি করেছি? এইসব না ভাবলেও ঘুম আসে না। এটি শিখেছি দা’য়ি ইলাল্লাহদের কাছ থেকে, যাই হোক সেদিকে না যাই।

দুপুরের খাবার খাওয়ার পরে শুয়ে আছি, কেনো যেনো খারাপ লাগলো তা বলতে পারছি না। তবে একটু পরে আবার পড়তে হবে এটা মাথায় ঘুরছিলো। হঠাৎ মোবাইলের মাঝে কল আসলো, চেয়ে দেখে বন্ধুর কল এসেছে। কথা বলার ইচ্ছে একেবারেই নেই, তারপরেও কলটি ধরলাম। অনেক কথাই হলো তবে দু’টি কথা হৃদয়ে লেগেছে। সে যানতে চেয়েছে, প্রকৃতপক্ষে অভাব কাদের? সুখ কিসের মধ্যে নিহিত? তখন মজার চলে বলে দিলাম, সব টাকা এবং ঘুমের মধ্যে নিহিত।

কিন্তু ঘুমানোর পূর্বে যখন রিপিট করতে ছিলাম। তখন এখানে আসা মাত্র বুকটা কেনো যেনো বন্ধ হয়ে গেল। চমকে উঠলাম আমি, এই কেমন প্রশ্ন! আসলেই তো অভাব কাদের? সুখ কিসের মধ্যে আছে? অথচ, সারা পৃথীবির সবাই অভাব দূর করতে চায়। সুখকে কাছে পেতে চায়। এই টেনশনে আর রাতে ঘুম এবং পড়া কিছুই হলো না। যাঁদের টাকা-পয়সা নেই, জমি-জামা নেই, ধন-সম্পদ নেই, সুন্দর বাড়ী, গাড়ী এবং সুন্দরী নারী নেই। তাঁদের কি অভাব? তাঁরা কি অসুখি? কখনো নয়, তাঁরাই প্রকৃতপক্ষে অভাব মুক্ত এবং সুখি।

নেই তাঁদের বাড়ী বাড়ার, বিদ্যুৎ বিলের, গ্যাস বিলের, পানির বিলের কোনো রকমের টেনশন। নেই তাঁদের ব্যাবসা কিংবা অফিসের চাপ। নেই তাঁদের কোনো ব্যাস্ততা। ভুলে যায়না তাঁদের রবকে। মূত্যুকে তাঁরা সুসংবাদ হিসেবে গ্রহণ করে। কোরআনের সাথে থাকে তাঁদের গভীর প্রেম। তাঁদের কোনো চিন্তা নেই, তাঁরাই দুনিয়া এবং আখেরাতে সফল। তাঁরা তিন বেলায় তিনটি প্লেট ভাত, কয়টি মরিচ, একটু লবণ হলেই চলে। তাঁরা কখনো আকাশ সমান সপ্ন দেখেনা, তাঁদের সপ্ন ভেঙ্গে গেলেও কষ্ট পায়না। কারণ তাঁরা তখন সরণ করে সেই কথা যে কথা রব তাঁদের শিখিয়েছেন। তাঁহলো “ লা-তাহযান” অর্থ্যাৎ, “হতাশ হবেন না”।

একবার কি চিন্তা করে দেখেছেন এই কথার ওয়েট কতো? আল্লাহু আকবার। সাথে একপালি দাঁত হেঁসে দিয়ে বলে কপালে যা ছিল তাই হয়েছে। অথবা, আমার রব যা করেন ভালোর জন্যেই করেন। হয়তো ওটা আমার জন্য অকল্যাণকর ছিল, তাই রব আমাকে দেন না। একটি বার চিন্তা করে দেখেন তো কি ঈমান তাঁদের! কতটা ডিফেন্ড করে রবের উপর, কতটা গভীর সম্পর্ক রবের সাথে থাকলে পরে এই কথা বলতে পারে মানুষ।

রাতে যখন রাজপথের পাশে ঘুমিয়ে যায়, হাজারো গাড়ীর শব্দ তাদের ঘুম ভাঙ্গাতে পারে নাই। কিন্তু যাদের অনেক টাকা-পয়সা আছে, জমি-জামা আছে, ধন-সম্পদ আছে, সুন্দর বাড়ী, গাড়ী আর সুন্দরী নারী আছে। তারা সুখে নেই, তাদের অভাব চিরজীবনের জন্য থেকে যায়। তাঁরা প্রায় ভুলে যায় রবকে, ভুলে যায় চিরসত্য মূত্যুর কথা। যার পাঁচ লক্ষ টাকা আছে তার টেনশনে ঘুম হারাম হয়ে যায় কখন তার দশ লক্ষ টাকা হবে। যার একটি বাড়ী, গাড়ী ও সুন্দরী নারী আছে। সে টেনশনে ঘুমাতেও পারেনা কখন সে এইসব দ্বিগুণ করবে।

এতো ব্যাস্ত সে, নামাজের কথাও ভুলে গেছে। ভুলে গেছে কোরআন তেলাওয়াতের যে কত সুখ সে কথা। রাসূল সা. এর বাণীতে যে কতটা শান্তি বিরাজ করছে কখনো সে পড়েই দেখেনা। আসলে গরীবরাই সবচেয়ে সুখি, ত্যাগের মধ্যেই সুখ নিহিত, মনের ধনী এবং সুখই প্রকৃত সুখ। সুখ পাওয়া যায় সেজদায়, সুখ পাওয়া যায় ত্যাগের মহিমায়। সুখ পাওয়া যায় শুকরিয়ার মাঝে, সুখ পাওয়া যায় গভীর রাতের নামাজের জায়নামাজে। আজ তারা ভুলে গেছে তাদের অতীতের সোনালী যুগের কথা। ফলে আজ তারা বিপদের মধ্যে নিমর্যিত হয়েছে। আজ মনে পড়ে সেই কথা গুলো...

“আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখভোগ করতে দেই, তবে সে বলতে থাকে যে, আমার অমঙ্গল দূর হয়ে গেছে, আর সে আনন্দে আত্নহারা হয়, অহঙ্কারে উদ্দত হয়ে পড়ে”।- সূরা হুদ:১০।

“যৎসামান্য সুখ-সম্ভোগ ভোগ করে নিক। তাদের জন্যে যন্ত্রনাদায়ক শাস্তি রয়েছে”।- নাহল:১১৭।

“যেদিন কাফেরদেরকে জাহান্নামের কাছে উপস্থিত করা হবে সেদিন বলা হবে, তোমরা তোমাদের সুখ পার্থিব জীবনেই নিঃশেষ করেছ এবং সেগুলো ভোগ করেছ সুতরাং আজ তোমাদেরকে অপমানকর আযাবের শাস্তি দেয়া হবে; কারণ, তোমরা পৃথিবীতে অন্যায় ভাবে অহংকার করতে এবং তোমরা পাপাচার করতে”।- আহকাফ:২০।

বরং তোমরা ধারণ করেছিলে যে, রসূল ও মুমিনগণ তাদের বাড়ী-ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের জন্যে খুবই সুখকর ছিল। তোমরা মন্দ ধারণার বশবর্তী হয়েছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায়”।-ফাতাহ:১২।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ইট মারলে পাটকেল খেতে হয় | If You Hit A Brick, You Have To Eat Jute | It Marle Patkel Khete Hoy.
ইট মারলে পাটকেল খেতে হয় || If You Hit A Brick, You Have To Eat Jute || It Marle Patkel Khete Hoy || By QHF.
রাসূল সাঃ যা শিখিয়ে গেলেন || Rasul SM Ja Shikhiye Gelen || By Q H F.
বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের নেতৃত্বে দেশ ব্যাপী কোরআন প্রতিযোগিতা চলছে | By Abu Sayed Ahmed.  https://youtu.be/Ooo60E...
শহর তুলির ধূসর আলো | The Gray Light Of The City Brush | By Arif Azad.  https://youtu.be/7JPwSkJGSCo
মাওলা ইয়া সল্লীহ্ | Mawla Ya Sallih | By Rakibul Islam.  https://youtu.be/bg72zRV1dRM

Category

Telephone

Address


Dhaka
Dhaka
2580

Other Digital creator in Dhaka (show all)
Ðesign Phenomena Ðesign Phenomena
Ground Floor, House # 302 Road # 4, Baridhara DOHS
Dhaka, 1212

Complete web solutions including domain, hosting, design, development & digital asset management.

Rj Raju Rj Raju
Gulshan 1
Dhaka, 1212

Official Page of Rj Raju. The Vocal Of band ONTOPUR ( Bangladesh)

Ghash Foring Ghash Foring
Dhaka, 1216

•♥•♥•♥ ☜ Most exclusive video channel ☞ ♥•♥•♥•

LIHAN LIHAN
Dhanmondi
Dhaka

HI, I am Lihan. like to make friends...love to traval and ride motorcycle also make moto vlog....

Infoluent Infoluent
Dhaka, 1205

জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।

Funny World Funny World
All The Funny Turn
Dhaka

This is all about fun. We are gathering all the funny moments of life....

Abida's Design Abida's Design
Dhaka

গায়ে হলুদের ডেকোরেশন এর জন্য যোগাযোগ করতে পারেন - 01712636042

Syed Faiyaz Rabbi Syed Faiyaz Rabbi
Dhaka

+++ page is still under construction +++

Tiger Critics BD Tiger Critics BD
Cricket@BD24/7
Dhaka

This page was created long ago for no reason & its still looking for its Path ? Let's give it one :)

দেশের হালচাল দেশের হালচাল
Dhaka, 1215

দেশের হালচাল নিয়ে আপনার পাশে আমরা

The Special LTD. The Special LTD.
Haragach, Rangpur. Bangladesh
Dhaka

ব্যার্থতা একটা পরিক্ষা মাত্র। শক্তি রেখে যারা চলে, তারা কখনো হারে না। আল্লাহ ভরসা❤️

Sobor-ধৈর্য Sobor-ধৈর্য
Dhaka

"দুনিয়াতে আপনি আল্লাহকে খুশি করতে এসেছেন মানুষকে নয়।" ~ ড. বিলাল ফিলিপ্স হাফিজাহুল্লাহ