Astha Food Mirpur

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Astha Food Mirpur, Organic Grocery Store, Mirpur 01, Mirpur.

27/01/2024

চিনির পরিবর্তে চা এ দুই চা-চামচ মধু মিশিয়ে নিন। ভরপুর এনার্জি নিন এবং শীতকালীন সর্দিকাশি থেকে দূরে থাকুন।

25/09/2022

শুধু রসনা বিলাস নয়, খাদ্যগ্রহণকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার ভাবনা বরাবরই ছিল, আছে বাঙালির চিন্তা ও রুচিতে। খাবারের পদবৈচিত্র্য তাই এ জনপদজুড়ে। বলছি , মুঘল আমলের পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানির কথা।

প্রায় আড়াইশ বছরের পুরোনো খাবার বাকরখানি আজও জেগে ওঠে পুরান ঢাকাবাসীর সকালের কাপভর্তি চা এর সাথে।। কিছুটা পরিবর্তন হলেও মুঘল আমলের এই খাবারটি এখনো স্থায়িত্ব লাভ করে আছে।

সুইটেন্ড এন্ড সল্ট দুটি ভিন্ন স্বাদের প্রিমিয়াম বাকরখানি আস্থা ফুড নিয়ে এসেছে আপনাদের মাঝে। ঐতিহ্যের স্বাদ আস্বাদনের মধ্য দিয়ে চলুন ঘুরে আসি মুঘল আমল থেকে !!!

সারা দেশেই রয়েছে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা। অর্ডার করুন নিশ্চিন্তে আস্থা ফুডে !!

প্যাক সাইজ
২৫০ গ্রাম
৫০০ গ্রাম
১ কেজি

অর্ডার করতে কল অথবা ইনবক্স করুন

০১৭৭০৩৮৩৮৭৮

10/05/2022

আম উৎসব আস্থা ফুডে 🥭🥭🥭🥭

বসন্ত পার হয়ে গ্রীষ্ম এলেই আমের জন্য মনে কেমন কেমন শুরু হয়ে যায়। কাউন্টডাউন শুরু হয়ে গেছে সবার মাঝে🙂 আমবাঙালির আমচেতনা হিমসাগর আর ল্যাংড়াতেই মূলত সীমাবদ্ধ😊তবে, আমরা দুইয়ের বাইরেও বেশ কিছু সুগন্ধী, সুমিষ্টি আমের পসরা রেখেছি আপনাদের জন্য। কাঁচা আমকে জোর করে পাকানো নয় বরং প্রাকৃতিকভাবেই পুর্ণতা পাওয়া আম গুলোই আমরা আপনাদের কাছে পৌঁছে দিই যা সম্পূর্ণ নিরাপদ। ২০১২ ইংরেজী সাল থেকে আমরা রাজশাহীর আম নিয়ে কাজ করছি অত্যন্ত সুনামের সাথে। অবশ্য, আস্থা ফুডের জন্মও রাজশাহীতেই🙂

আমের জন্য প্রি-অর্ডার করে রাখতে পারেন। আমের ম্যাচুরিটি আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো। আর হ্যাঁ, আম উৎসবে আপনার জন্য থাকবে সারপ্রাইজড ডিস্কাউন্ট😮

প্রি-অর্ডার লিংক https://cutt.ly/FG9F2UM

কল করেও অর্ডার কনফার্ম করতে পারেন
01770383878 W
01619831015 W

28/04/2022
02/04/2022

আস্থা ফুড এর পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। সুস্থ, সুন্দর ভাবে আমরা যেন রহমতের এই মাস পালন করতে পারি, আল্লাহ'তায়ালা সেই তৌফিক দান করুক সবাইকে !!!

16/03/2022

প্রোটিন ও ভিটামিন বি- সমৃদ্ধ মাসকলাই ডাল। মাসকলাই ডাল পেটের বর্জ্য নামিয়ে দিতে খুবই কার্যকর ভূমিকা পালন করে। শরীরে প্রয়োজনীয় প্রোটিনের জোগান দিয়ে রুচিকর ও বলবর্ধক করে তুলে দেহকে।
> ডায়াবেটিস নিয়ন্ত্রণ
> হজমশক্তি বাড়াতে
>ত্বকের সুরক্ষায়
> খুশকি দূর করতে
আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন মাসকলাই ডাল।
দেশি মাসকলাই থেকে অত্যন্ত যত্নে হাতে ভেজে, যাতাতে ভাঙ্গানো আমাদের মাসকলাই ডাল।
স্বাদ আর পুষ্টির সমষ্টি আস্থা মাসকলাই ডাল।
০১৭৭০৩৮৩৮৭৮

02/12/2021

খাবার হিসেবে ঘি মানুষের জন্য এত বেশি উপকারী যা প্রাচীন প্রবাদেই লক্ষ করা যায়। খাঁটি ঘিয়ের গুন শুধু মুখে মুখেই ফেরেনা, কাজের বেলাতেও ঘি অতুলনীয়। মরণরোগ ক্যানসার বহনকারী রাসায়নিক রং, ক্যামিক্যালযুক্ত ঘি থেকে বিরত থাকুন।
খাঁটি ঘি এ রয়েছে বিস্ময়কর অনেক গুন। আমাদের প্রচেষ্টা অব্যহত রেখেছি আপনাদের নিরাপদ খাবার সরবরাহের জন্য। শীতে শরীর চাঙ্গা রাখতে ঘি দারুন উপকারী। তারুণ্য ধরে রেখে শরীরে বাড়তি শক্তি জোগান দিন।
আস্থা ফুডের নিরাপদ ঘি অর্ডার করতে ইনবক্স, কল অথবা আমাদের সাইট ভিজিট করুন।
https://bit.ly/31dvkoN
01770383878

24/11/2021

পুষ্টিগুণ দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা করি, সে তালিকার প্রথম স্থানেই থাকবে ‘মধু’র নাম। এটি শরীরের জন্য এত উপকারী তা বলে শেষ করা দায়।
নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত।
শীত কিন্তু শুরু হয়েই গেছে তাই আর দেরি না করে এখনি অর্ডার করুন।
সর্দি-কাশি থেকে মুক্ত থেকে এনার্জিটিক থাকুন।

22/11/2021

আলহামদুলিল্লাহ্‌ !!!
২০১৫ ইংরেজী সাল থেকে বাঙ্গালীর ঐতিহ্যবাহী পন্য গুলো নিয়ে কাজ শুরু করি। উদ্দেশ্য তিনটা ছিলো, এক- নিরাপদ খাবার সবার কাছে পৌঁছে দেওয়া, দুই- চাকুরী না করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, তিন- ব্যবসায়ের আয়ের কিছু অংশ মানবতার জন্য ব্যবহার করা। শুকরিয়া সৃষ্টিকর্তা আমার স্বপ্ন গুলো কষ্টের মধ্য দিয়ে ধীরে ধীরে বাস্তবায়ন করে চলেছেন।
যখন দেখতাম খাবারে ভেজাল মেশানো হচ্ছে আর আমরা রীতিমত সেটা গ্রহণও করছি। খুবই আশ্চর্য হতাম আর কষ্ট লাগতো। কারণ খাদ্য যেমন আমার অধিকার তেমনি এটা আমার সুস্থ থাকারও একটা প্রাকৃতিক ঔষুধ। দিনদিন আমাদের স্বাস্থ্য ব্যয় যেমন বেড়ে চলেছে, তেমনি বেড়ে চলেছে আমাদের শাররিক যন্ত্রণাও। সত্যিই আমাদের সচেতন হওয়া দরকার।
কাজ করতে গিয়ে প্রতিনিয়তই শিখতে হচ্ছে নিরাপদ খাবার তৈরি করে বাজারজাত করা অতটা সহজও নয়। এক কথায় নিরাপদ মানুষ ছাড়া নিরাপদ পন্য তৈরি অসম্ভব। প্রতিনিয়তই আমি এবং আমার টিম প্রান্তিক মানুষদের সাথে মতবিনিময়ের প্রথা চলমান রেখেছি।
কষ্ট পাইনি কখনোই, এখনো পাইনা যখন শুনি ইউনিভার্সিটি থেকে বিবিএ, এমবিএ শেষ করে গুড় বিক্রয় করো, আম বিক্রয় করো, মসলা বিক্রয় করো, কত ভালো চাকুরী ছেড়ে এগুলো করা তোমার উচিৎ হচ্ছেনা ইত্যাদি। আমার কাজটাকে আমি অনেক মহৎ ও ইবাদিতের মত মনে করি যেখানে থেকে অনেক প্রশান্তি আসে। কারণ দিন শেষে আমি একটা তৃপ্তি নিয়ে থাকতে পারি তা হলো মানুষের জন্য কাজ করছি তা আবার নিরাপদ খাবার পন্য নিয়ে।
অতিরিক্ত পন্যের দাম আমরা কখনোই রাখিনা। বাজারের গতানুগতিক পন্যের সাথে সঙ্গতি রেখেই দাম নির্ধারন হয় কিছু পন্যের দাম একটু বেশি মনে হতে পারে সংগ্রহ ব্যয় ও উৎপাদন কষ্টসার্ধ হওয়ায়।
আস্থা ফুড নিয়ে আপনাদের পাশে আছি আমি জাহেদ রাসেল সহ আমার টিম। আমাদের জন্য অবিরাম দু'আ কামনা করছি।
ব্যবসায়ীক প্রয়োজনে কল করতে পারেন ০১৭১৭৮৮৩৭৭৮

06/11/2021

আমসত্ত্ব
বহু যুগ আগে থেকেই ফল শুষ্ক করে বা ফলের মধ্যকার জলীয় অংশকে শুকিয়ে সংরক্ষণ করে খাওয়ার প্রচলন আছে। সাধারণ ফলকে শুকিয়ে ফেলার পর এর মধ্যকার উপাদানের ঘনত্ব বেড়ে যায় বলে শুকনো ফলে সাধারণ ফলের চেয়ে পুষ্টি বা ক্যালরি বেশি থাকে। শুকনো করে ফেলার পরও এতে ভিটামিন এ, ভিটামিন সি, রিবোফ্ল্যাভিন, থায়ামাইন ইত্যাদি পুরোপুরি সংরক্ষিত থাকে।
আস্থা ফুড বছর জুড়েই আপনার জন্য আয়োজনে রেখেছে আমের স্বাদ আর পুষ্টির সমাহার। আস্থা ফুড মানেই আপনার বিশ্বাসের জায়গা।
কোন চিনির মিশ্রণ নেই শুধুমাত্র পাকা আম থেকে সম্পূর্ণ হোমম্যাড পদ্ধতিতে তৈরি।
নিশ্চিন্তে আপনার চাহিদা অনুযায়ী অর্ডার করতে ইনবক্স করুন
১ কেজি
৫০০ গ্রাম
২০০ গ্রাম
বিস্তারিত জানতে 01770383878

12/10/2021

হাজারো ঔষধি গুন সমৃদ্ধ কালোজিরা আদিকাল থেকেই বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
কালোজিরায় রয়েছে অ্যামাইনো এসিড, ভিটামিন, নাইজেলোন, অ্যামিনো অ্যাসিড, স্যাপোনিন, শর্করা, আমিষ, ফ্যাটি এসিড, সিস্টিন,
মিথিওনিন ভিটামিন-এ, ভিটামিন-বি ১, ভিটামিন-বি ২, নিয়াসিন, প্রোটিন,
ফ্যাটি অ্যাসিডের মতো লিনোলেনিক, ওলিক অ্যাসিড, ইত্যাদি প্রয়োজনীয় খাদ্য উপাদান।
রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, দস্তা, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজের মতো অতি গুরুত্বপূর্ণ উপাদান।
দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্যকারী কালোজিরার রয়েছে নানা ধরনের ঔষধি গুণাগুণ গুরুত্বপূর্ণ কিছু গুনাগুন তুলে ধরা হলো।
কালোজিরায় অ্যান্টি অক্সিডেন্ট থাকায়, প্রদাহ, অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করার ক্ষমতাসহ লিভারকে সুরক্ষিত করতে সহায়তা করে।
কালোজিরা রাসায়নিকের বিষাক্ততা কমাতে পারে। লিভার ও কিডনিকে ক্ষতির হাত থেকে সুরক্ষা দেয়।
এই সময়ে সবচেয়ে বেশি যে রোগটি দেখা যায় তা হলো ডায়াবেটিস। কালোজিরার তেল ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে।
প্রতিদিন সকালে এক কাপ রঙ চায়ের সঙ্গে আধা চা চামচ তেল মিশিয়ে পান করুন। উপকার পাবেন ইনশাআল্লাহ।
লেবুর রস ও কালোজিরা তেলের মিশ্রণ ব্যবহার ত্বকের অনেক সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখবে।
দিনে কয়েকবার ব্যবহারে ত্বকে ব্রণ ও দাগ উঠে যাবে ইনশাআল্লাহ।
ডায়েটের জন্য কালোজিরা ও মধু পানির সাথে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। রান্নাতেও ব্যবহার করতে পারেন।
মাথাব্যথার জন্য কালোজিরা তেল একটি প্রাচীন ঘরোয়া পদ্ধতি হিসেবে আদিকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে।।
সরিষার তেলের সাথে কালোজিরা তেল গরম করে হাঁটু বা অন্যান্য জয়েন্টগুলোতে ম্যাসাজ করতে পারেন।
এটি জয়েন্টের ব্যথা থেকেও মুক্তি পেতে সহায়তা করবে।
নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ প্রাণবন্ত থাকে। এতে করে যে কোনও জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে।
সর্দি-কাশি নিরাময়ে আরাম পেতে, এক চা চামচ কালোজিরার তেলের সঙ্গে ১ চা চামচ মধু বা এক কাপ লাল চায়ের সঙ্গে আধ চা চামচ কালোজিরের তেল মিশিয়ে দিনে তিনবার খেতে পারেন।
পাতলা পরিষ্কার কাপড়ে কালিজিরা বেঁধে শুকালে, শ্লেষ্মা তরল হয়। পাশাপাশি, এক চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও দুই চা-চামচ তুলসি পাতার রস মিশিয়ে খেলে জ্বর, ব্যথা, সর্দি-কাশি কমে।
শিশুকে নিয়মিত কালোজিরা খাওয়ালে শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে।
আস্থা ফুড, সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে কালোজিরা সংগ্রহ করে স্বাস্থ্যসম্মত উপায়ে তেল প্রস্তুত করে থাকে যা আপনাকে দেয় সর্বোচ্চ নিরাপদ নিশ্চয়তা।
৭% ছাড়ে অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন ০১৭৭০৩৮৩৮৭৮

08/01/2021

পুষ্টি আর স্বাদে ভরা দেশি গমের লাল আটা !!!
আস্থা মানেই বিশুদ্ধতা !!!

২ কেজি ১১৫ টাকা
১ কেজি ৬০ টাকা

অর্ডার করতে কল করুন
০১৭৭০৩৮৩৮৭৮

27/11/2020

রসের পিঠা খেজুর গুড় - এ যেন বাঙ্গালীর সুতোয় বুনানো এক মমতার পরশ। গ্রাম নির্ভর বাংলাদেশের প্রতিটি মানুষ মায়ের হাতের শীতকালীন এ পিঠাপুলির স্বাদ নিয়েছেন। ঘ্রানে ভরা সারা বাড়ীতে আপন আত্মীয়দের কি এক অসাধারণ মেলবন্ধন উৎসব !!!

পারিবারিক এমন উৎসব তাও আবার একটি প্রাকৃতিক পন্যের মাধ্যমে আমাদের সামাজিক জীবনে আসে, ভাবতেই অন্য এক ভালো লাগায় চলে যাই আমরা !!!

প্রশিক্ষণ প্রাপ্ত প্রান্তিক মানুষদের নিয়ে খেজুর গুড়ের উৎপাদনে "আস্থা ফুড" ছয় বছরে শুভ পদার্পণ করছে !!!

স্বাদ আর ঘ্রাণই শুধু নয় - পুরোটাই নিরাপদ ও খাঁটি আস্থা ফুডের খেজুর গুড় !!!

ইনবক্স, কল অথবা ওয়েব সাইটে আমাদের অর্ডার করতে পারেন।
যেকোন বিষয়ে জানতে কল করতে পারেন ০১৭৭০৩৮৩৮৭৮

23/11/2020

নিরান্তর প্রচেষ্টার আমাদের অন্যতম পন্য চিরায়ত বাঙ্গালীর ঐতিহ্যবাহী শীতকালীন খাবার টাটকা রসের অর্গানিক খেজুর গুড়!!

আমাদের সম্মানিত প্রিয় গ্রাহকগন এখনি আমাদেরকে গুড়ের জন্য জানান দিচ্ছেন ! দয়া করে একটু অপেক্ষা করুন ! গুড় নিয়ে আমাদের প্রস্তুতি পুরোদমে চলছে । পুরোপুরি শীত না আসা পর্যন্ত একটু সবুর করতে সবিনয় অনুরোধ করছি ।
শীত না আসা পর্যন্ত খেজুর গুড় কেনা থেকে বিরত থেকে পরিবারের সবাইকে নিরাপদ রাখুন।

ইনবক্সে অগ্রিম অর্ডার করে রাখুন !!
অথবা কল করে আপনার অর্ডারটি নিশ্চিত করুন

০১৯১২৫৪৮৭০৪

22/11/2020

যুক্ত হলো নিরলস প্রচেষ্টায় পরম ভালোবাসার আরও একটি নাম বরিশালের হাতে ভাজা মুড়ি

ঐতিহ্যবাহী খাবার গুলোকে তার নিজস্বতা বজায় রেখে শতভাগ নিরাপদ ভাবে আপনার কাছে তুলে ধরার কাজটিই করছে আস্থা ফুড !!!

অর্ডার করতে এখনি আমাদের জানান ইনবক্স, ওয়েবসাইট অথবা কল করে।

01770383878
01619831015

https://rb.gy/luftg5

সারা দেশেই আমাদের রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাওয়ার ব্যবস্থা🚛🚛

Want your business to be the top-listed Food & Beverage Service in Mirpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আমসত্ত্ব বহু যুগ আগে থেকেই ফল শুষ্ক করে বা ফলের মধ্যকার জলীয় অংশকে শুকিয়ে সংরক্ষণ করে খাওয়ার প্রচলন আছে। সাধারণ ফলকে শুক...
খাঁটি খেজুর গুড়
বরিশালের হাতে ভাজা মুড়ি

Telephone

Address


Mirpur 01
Mirpur

Other Organic Grocery Stores in Mirpur (show all)
ঐতিহ্যের ফেরিওয়ালা ঐতিহ্যের ফেরিওয়ালা
Road#02, Mirpur 2
Mirpur

Small effort to make genuine and traditional village items easily available in Dhaka. Uncompromising

Desoj ponno-দেশজ পন্য Desoj ponno-দেশজ পন্য
Mirpur 13 Dhaka
Mirpur

১০০% নির্ভেজাল প্রাকৃতিক পণ্য দেশের ম?

Halal Products Halal Products
Dhaka
Mirpur, 1216

Sera Organic Sera Organic
Dhaka
Mirpur, 1216

১০০% কেমিক্যাল মুক্ত। অর্গানিক ফুড

Arabian Foods Service Arabian Foods Service
Mirpur, 1216

নিরাপদ খাদ্যের নির্ভযোগ্য প্রতিষ্ঠান

দুধ ওয়ালা দুধ ওয়ালা
35/4/E
Mirpur, 1216

১০০% খাটি দুধ সরবারহকারী, সততাই ব্যবসার মুলধন..।

জেডকে ফুড "ZK FOOD" জেডকে ফুড "ZK FOOD"
Mirpur 12, Dhaka
Mirpur, 1216

পরিমাণে নয়, মানে বিশ্বাসী

Shotejpur-সতেজপুর Shotejpur-সতেজপুর
Mirpur

Some hardworking people of SHOTEJPUR are working to meet their own needs from the best crops of their production and give the extra to urban you! Just tell us what is needed at any...

Organic Food Service Organic Food Service
Zoo Road, Mirpur 1, Dhaka
Mirpur, 1216

Here we are offering organic product which help you to live green with help of nature.

Pure Food Shop Pure Food Shop
Mirpur Road
Mirpur, 1216

খাঁটি পন্য কিনে হন ধন্য

ইচ্ছেমতো - Icchemoto ইচ্ছেমতো - Icchemoto
Ahmed Nagar
Mirpur

স্বাস্থ্যসম্মত ঘরোয়া খাবার এর জন্য ইচ্ছেমত রয়েছে আপনাদের পাশে ।

Deshi Organic Deshi Organic
Mirpur
Mirpur, 1216

আমরা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হালাল পণ্য ড্রাইফুড, মসলা, চা পাতা সহ আরো অনান্য পণ্য পরিসেবা দিয়ে থাকি