Aadi Food - আদি ফুড
গ্রাম থেকে সংগ্রহ করা একদম খাঁটি পণ্য
Aadi Food - আদি ফুড
ব্ল্যাক বেঙ্গল ছাগল
বাংলাদেশ বর্তমানে ছাগল উৎপাদনে ৪র্থ এবং মাংস উৎপাদনে ৫ম। পৃথিবীতে যত জাতের ছাগল পাওয়া যায় তারমধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্যতম। ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ মোটামুটি সারাদেশে পাওয়া যায়। তারমধ্যে কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার ছাগল বিশ্বসেরা।
খাবার:
এইজাতের ছাগল সচরাচর মাঠে চরে ঘাস খেয়ে থাকে। এছাড়াও কাঁঠাল পাতা, বিভিন্ন ধরনের লতা এবং গৃহস্থের দেওয়া ভাত, ফেন, খুদ এবং ভুষি খায়।এসব খাবার খেয়ে এরা বড় হয়ে থাকে বলে এদের মাঝে নেই কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি।
বৈশিষ্ট্য:
ছাগল নিরীহ প্রকৃতির শান্তশিষ্ট একটি প্রাণী। ব্ল্যাক বেঙ্গল ছাগলের অধিকাংশই কালো বর্ণের হলেও এদের মাঝে সাদা, ধূসর এবং বাদামী বর্ণের ছাগলও আছে। এদের আকার খাটো এবং লোম নরম ও মসৃণ। এদের পা খাটো এবং শিং ছোট। পিঠ সমতল, কান ১১-১৪ সেমি হয়ে থাকে এবং সামনের দিকটা সূচালো। পূর্ণবয়স্ক পুরুষ ছাগল ওজনে সাধারণত ২৫-৩০ কেজি হয়ে থাকে এবং মাদী ছাগল ২০-২৫ কেজি ওজনের হয়ে থাকে।
পুষ্টিগুণ:
ছাগলের মাংস খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিমানে অতুলনীয় এবং অনন্য। Healthline এর তথ্যানুযায়ী প্রতি ৮৫ গ্রাম রান্নাকৃত ছাগলের মাংসে আছে:
• ক্যালরি ১২২ মাইক্রোগ্রাম
• প্রোটিন ২৩ গ্রাম
• ফ্যাট ২.৬ গ্রাম
• স্যাচুরেটেড ফ্যাট ০.৮ গ্রাম
• রিবোফ্ল্যাভিন দৈনিক পুষ্টিমূল্যের ৩০%
• আয়রন দৈনিক পুষ্টিমূল্যের ১৮%
• ভিটামিন বি১২ দৈনিক পুষ্টিমূল্যের ১৭%
• জিঙ্ক দৈনিক পুষ্টিমূল্যের ৩০%
• পটাসিয়াম দৈনিক পুষ্টিমূল্যের ১০%
আদি ফুড দিচ্ছে গুণগতমানের ছাগলের মাংসের নিশ্চয়তা। আমাদের কাছে আপনারা পাবেন সুস্থ্য এবং সবল দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল। গ্রাম থেকে সরাসরি সংগৃহীত দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংস কিনুন সরাসরি ঘরে বসে লাইভ ওয়েটে। যারা নিয়মিত ছাগলের মাংস খেতে ভালোবাসেন তারা আজই প্রি-অর্ডার করুন আস্ত কিংবা কেজি দরে ছাগলের মাংস আদি ফুডের মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা আউটলেটে।
মোবাইল: 01301725757
ওয়েবসাইট: www.aadifood.com
হোয়াটসঅ্যাপ: 01799888777
আউটলেট: ৭৪৭, বাঁধন টাওয়ার (৪র্থ তলা), পশ্চিম শেওড়াপাড়া, বেগম রোকেয়া স্বরণী, মিরপুর, ঢাকা-১২১৬
কেটে, সুন্দর করে পরিস্কার ও ব্যাগজাত করে ডেলিভারির সুব্যবস্থা আছে।
বি.দ্র: আস্ত ছাগল কেটে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, এ সুযোগ সীমিত সময় ও ঢাকাবাসীর জন্য।
মরিচ গুঁড়ো
মরিচ বা লংকা এক প্রকারের মসলা যা ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। মরিচের উৎপত্তি আমেরিকায় হলেও সারাবিশ্বে এটি সমানভাবে ব্যবহৃত হয়ে হয় রান্নায়। মরিচ শুধু মসলায় নয়, এটি ভেষজ গুণসম্পন্ন একটি ঔষধিও বটে।
মরিচ গুঁড়া: পুষ্টির পাওয়ার হাউস ও আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা:
মরিচের পুষ্টিগুণ
লাল মরিচ মশলা হিসেবে কাজ করে এবং খাবারের স্বাদ বাড়ায়। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এর কিছু ঔষধি গুণও রয়েছে। এতে অনেক ধরনের রাসায়নিক যৌগ বিদ্যমান, যা শরীরের বিভিন্ন ব্যাধি দূর করতে সহায়ক। মরিচে তামা, ম্যাগনেসিয়াম, অ্যারিল, ম্যাংগানিজ এবং পটাসিয়ামের মতো খনিজগুলির একটি ভাল উৎস। এছাড়াও, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে ও এতে পাওয়া যায়।
মরিচের পুষ্টি গুণাগুন:
-ক্যালোরিঃ ১৮
-প্রোটিনঃ ০.৮ গ্রাম
-চর্বিঃ ০.২ গ্রাম
-কার্বোহাইড্রেটঃ ৩.৯ গ্রাম
-ফাইবারঃ ০.৭ গ্রাম
-ভিটামিন সিঃ দৈনিক চাহিদার ৭২%
-প্রোভিটামিন এঃ দৈনিক চাহিদার ৪৮%
-ভিটামিন বি৬ঃ দৈনিক চাহিদার ১৩%
-ভিটামিন কেঃ দৈনিক চাহিদার ৫%
মরিচের উপকারিতা:
লাল মরিচ খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যের জন্য সমান উপকারী।বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূর করে লাল মরিচ। লাল মরিচ খাওয়ার উপকারিতা-
-ভিটামিন এ ও সি এর অভাব দূর করে।
-লোহিত রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে।
-হৃদরোগের ঝুঁকি কমায় হাই প্রেশারের সমস্যায় যারা ভোগেন, তাদের জন্যও শুকনা মরিচ অনেক উপকারী।
-রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
-ওজন কমাতে সাহায্য করে ।
-অস্থিসন্ধির ব্যথা কমায়।
-ব্যাকটেরিয়া নাশক উপাদান হিসেবে কাজ করে।
-কোলেস্টেরলের ভারসাম্য রক্ষায় সাহায্য করে।
-লাল মরিচ বাত ব্যথা দূূরীকরণে সাহায্য করে।
-দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।
-সর্দি-কাশি সারাতে সাহায্য করে।
-লাল মরিচ লালার উৎপাদন বৃদ্ধি করে।
-শরীরকে বিষমুক্ত রাখতে সাহায্য করে।
মরিচ এমন এক মসলা যা ছাড়া আমরা আমাদের খাবার কল্পনা করতে পারি না। মরিচের মতো আর কোনো মসলা এত দ্রুত বিস্তার লাভ করেনি এবং এত রান্নায় ব্যবহৃত হয়নি। লবণের পরে মরিচই রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যারা ঝাল ভালোবাসে তাদের কাছে মরিচ এক সুখের অনুভূতির নাম। আর যারা ভালোবাসেন না তারাও মাঝে মধ্যে টক-ঝাল-মিষ্টিতে একটু ঝাল দিয়ে খাওয়ার লোভ সামলাতে পারে না। তাই হয়ত মানবজাতি যতদিন থাকবে রন্ধন প্রণালি থেকে মরিচের বিলুপ্তি ঘটবে না। তাই আসুন দেশি খাঁটি মরিচ গুঁড়া খাই ও সাথে দেহ ও মনকে সুস্থ রাখি।
বাজার থেকে সংগৃহীত মরিচ গুঁড়োর নমুনা পরীক্ষা করে দেখা গেছে ক্ষতিকর ও ইটের গুঁড়োয় ভরা আর সেখানে আদি ফুড দিচ্ছে উৎকৃষ্ট মানের মরিচ থেকে বাছাই করে শুকনো মরিচের গুঁড়ো।
আপনার নিত্য প্রয়োজনীয় মসলা মরিচের গুঁড়ো আজই প্রি-অর্ডার করুন আদি ফুডের মোবাইল নাম্বারে, হোয়াটঅ্যাপে কিংবা মেসেঞ্জারে অথবা ভিজিট করুন আদি ফুডের ওয়েবসাইটে কিংবা আউটলেটে।
মোবাইল: 01301725757
ওয়েবসাইট: www.aadifood.com
আউটলেট: ৭৪৭, বাঁধন টাওয়ার (৪র্থ তলা), পশ্চিম শেওড়াপাড়া, বেগম রোকেয়া স্বরণী, মিরপুর, ঢাকা-১২১৬
আমাদের যাপিত জীবনে মুগডাল হতে পারে পুষ্টির আঁধার। বিয়ে বাড়ির ভোজনে কিংবা নতুন জামাই আপ্যায়নে মুগডালের সাথে মাছের মাথার মুড়িঘণ্টের জুড়ি মেলা ভার। মুগ ডালের উৎপত্তি মূলতঃ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় যার মধ্যে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল, চীনে এবং মায়ানমার উল্লেখযোগ্য। মুগডাল প্রোটিনের ভালো উৎস হিসেবে আমিষ এবং নিরামিষাশী সবার কাছে সমান জনপ্রিয়। পুষ্টিবিদদের মতে মুগডাল পুষ্টিগুণে ভরপুর। ইউএসডিএ ফুড ডেটা সেন্ট্রাল এর তথ্যানুযায়ী প্রতি ১০০ গ্রাম মুগডালে আছে ১৪৫২ কিলোজুল, শর্করা ৬২.৬২ গ্রাম, ফ্যাট ১.১৫ গ্রাম, প্রোটিন ২৩.৮৬ গ্রাম, ভিটামিনের মধ্যে আছে থায়ামিন (বি১) ০.৬২১ মিগ্রা, রিবোফ্লাভিন (বি২) ০.২৩৩ মিগ্রাম, নিয়াসিন (বি৩) ২.২৫১ মিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড (বি৫) ১.৯১ মিগ্রাম, ভিটামিন বি৬ ০.৩৮২ মিগ্রাম, ফোলেট (বি৯) ৬২৫ মাইক্রোগ্রাম, ভিটামিন সি ৪.৮ মিগ্রাম, ভিটামিন ই ০.৫১ মিগ্রাম, ভিটামিন কে ৯ মাইক্রোগ্রাম এবং খনিজ উপাদানের মধ্যে আছে ক্যালসিয়াম ১৩২ মি.গ্রাম, আয়রন ৬.৭৪ গ্রাম, ম্যাগনেসিয়াম ১৮৯ মি.গ্রাম, ম্যাঙ্গানিজ ১.০৩৫ মিগ্রাম,ফসফরাস ৩৬৭ মিগ্রাম, পটাশিয়াম ১২৪৬ মিগ্রাম এবং জিঙ্ক ২.৬৮ গ্রাম। মুগডাল আমাদের দেহে প্রতিদিন ৪০ শতাংশ পুষ্টি যোগায়। তাই নিয়মিত আমাদের মুগডাল খাওয়া উচিৎ।
মুগডালের নানাবিধ উপকারিতা রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য হলো:
১। অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে।
২। হার্টের রোগ প্রতিরোধ করে।
৩। মায়ের গর্ভে থাকা সন্তানের বেড়ে উঠতে সাহায্য করে।
৪। ওজন কমাতে সাহায্য করে।
৫। ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
৬। কোলন ক্যান্সার প্রতিরোধ করে।
৭। রক্তচাপ কমায়।
যারা সকালের নাশতায় কিংবা মুড়িঘণ্ট খেতে ভালোবাসেন তারা মুগডাল সংগ্রহ করতে সরাসরি প্রি-অর্ডার করুন আদি ফুডের নাম্বারে, হোয়াটঅ্যাপে কিংবা মেসেঞ্জারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে কিংব আদি ফুডের আউটলেটে।
মোবাইল: 01301725757
ওয়েবসাইট: www.aadifood.com
আউটলেট অ্যাড্রেস: ৭৪৭, বাঁধন টাওয়ার (৪র্থ তলা), বেগম রোকেয়া স্বরণী, মিরপুর, ঢাকা-১২১৬
ধনে বা ধনিয়া গুঁড়ো ব্যবহারে রান্নার আসল রূপ বেরিয়ে আসে এবং যেকোনো তরকারির ঝোল হয় অত্যন্ত সুঘ্রাণযুক্ত। আবহমানকাল ধরে তাই রান্নায় ধনে গুঁড়ো ব্যবহার হয়ে আসছে। ধনের পাতা, বীজ এবং ধনে গুঁড়ো সবই উপকারী।
ইউএসডিএ ফুড ডেটা সেন্ট্রাল থেকে জানা যায় প্রতি ১০০ গ্রাম ধনে গুঁড়োয় আছে কার্বোহাইড্রেট ৩.৬৭ গ্রাম, ফাইবার ২.৮০ গ্রাম, ফ্যাট ০.৫২ গ্রাম, প্রোটিন ২.১৩ গ্রাম, ভিটামিন-এ ৬৭.৪৮ মি.গ্রাম, ভিটামিন-সি ২৭ মি.গ্রাম, ভিটামিন-ই ২.৫০ মি.গ্রাম, ভিটামিন-কে ৩১০ মাইক্রোগ্রাম, থিয়ামিন ০.০৬৭ মি.গ্রাম, নিয়াসিন ১.১১৪ মি.গ্রাম, রিবোফ্লাভিন ০.১৬২ মি.গ্রাম, পাইরিডক্সিন ০.১৪৯ মি.গ্রাম, প্যান্টোথেনিক এসিড ০.৫৭০ মি.গ্রাম, ক্যালসিয়াম ৬৭ মি.গ্রাম, ম্যাগনেসিয়াম ২৬ মি.গ্রাম, আয়রন ১.৭৭ মি.গ্রাম, ম্যাঙ্গানিজ ০.৪২৬ মি.গ্রাম, সেলেনিয়াম ০.৯ মি.গ্রাম, ফসফরাস ৪৮ মি.গ্রাম, জিঙ্ক ০.৫০ মি.গ্রাম, পটাশিয়াম ৫২১ মি.গ্রাম, সোডিয়াম ৪৬ মি.গ্রাম।
পুষ্টিগুণের অনন্য আঁধার ধনে গুঁড়ো আজই প্রি-অর্ডার করুন আদি ফুডের মোবাইল নাম্বারে, মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করুন আদি ফুডের ওয়েবসাইট কিংবা আউটলেটে।
মোবাইল: 01301725757
ওয়েবসাইট: www.aadifood.com
আউটলেট: ৭৪৭, বাঁধন টাওয়ার (৪র্থ তলা), পশ্চিম শেওড়াপাড়া, বেগম রোকেয়া স্বরণী, মিরপুর, ঢাকা-১২১৬
✔ হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা - এই চারপ্রকার মসলা অত্যন্ত দরকারি। প্রতিদিনের রান্নায় হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়ো গৃহিণীর চাই ই চাই।
✔ মসলা গুঁড়ো করার ঝামেলার দিন শেষ, আপনাদের জন্য আদি ফুড নিয়ে এসেছে উন্নতমানের শুকনো হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়ো।
✔ বাসাবাড়ি কিংবা অফিসে বসে চারটি ভিন্ন ভিন্ন মসলা গুঁড়ো কিনুন লাইভ ওয়েটে।
✔ আদি ফুডের পণ্য গুণে মানে অনন্য।
✔ সেই অনন্য গুণে ভরা মসলা কিনুন আলাদা আলাদা কিংবা কম্বো অফারে।
✔ আদি ফুডে আপনার রান্নার একান্ত উপকরণ হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুঁড়ো অর্ডার করতে আজই কল করুন আমাদের মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে অথবা ভিজিট করুন আদি ফুডের ওয়েবসাইট এবং আউটলেটে।
মোবাইল: +8801301725757
ওয়েবসাইট: www.aadifood.com
মধু প্রকৃতির এক অনন্য নিয়ামত। সুদূর আফ্রিকা থেকে আমেরিকা, ইউরোপ থেকে এশিয়া এবং ওশেনিয়ায় মধু তুমুল জনপ্রিয় এবং আদরনীয়। মধু এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ফুলে নির্জাস থেকে তৈরি করে মৌচাকে সংরক্ষণ করে। এটি ঔষধিগুণ সম্পন্ন ভেষজ তরল এবং সুপেয়। মধু শুধু ভেষজগুণ সম্পন্নই নয় বরং নানাবিধ মিষ্টিজাতীয় খাবার তৈরিতে চিনির বিকল্প হিসেবে অনেকে মধু ব্যবহার করেন। মধুতে ৪৫টিরও বেশি খাদ্যগুণ বিদ্যমান রয়েছে। মধুতে আছে ২৫%-৩৭% গ্লুকোজ, ৩৪%-৪৩% ফ্রুক্টোজ, ০.৫%-৩% সুক্রোজ, ৫%-১২% মন্টোজ, ২২% এমাইনো এসিড, ২৮% খনিজ লবণ, ১১% এনকাইম, প্রতি ১০০ গ্রামে ৩০৩ কিলোক্যালরি খাদ্যশক্তি, ভিটামিন-বি১, ভিটামিন-বি২, ভিটামিন-বি৩, ভিটামিন-বি৫, ভিটামিন-বি৬, আয়োডিন, জিঙ্ক, কপার, এন্টিব্যাক্টেরিয়াল ও এন্টিমাইক্রোবিয়াল উপাদান। নিয়মিত মধু খেলে যেমন পুষ্টির অভাব দূর হয় তেমনি নানাবিধ রোগ তথা হৃদরোগ প্রতিহত করে, দাঁতকে পরিস্কার এবং শক্তিশালী করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, স্মরণশক্তি বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিহত করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি হতে রক্ষা করে, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, রক্তস্বল্পতা দূর করে, হজমশক্তি বৃদ্ধি করে, মাথাব্যথা দূর করাসহ আরো অনেক রোগ প্রতিহত করে। মধু সম্পর্কে মহৌষধ হিসেবে সকল ধর্মেই স্বীকৃত তাই তো সারাবিশ্বে প্রাচীন কাল থেকে মধুর প্রচলন হয়ে আসছে।
বাজারে যেসব মধু পাওয়া যায় তার ৯৯ শতাংশই ভেজাল এবং চিনিমিশ্রিত ফলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আসল মধুর স্বাদ পেতে চায়লে আজই প্রি-অর্ডার করুন আদি ফুডের মোবাইল নাম্বারে, হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করুন আমাদের আদি ফুডের ওয়েবসাইটে কিংবা আউটলেটে।
মোবাইল: 01301725757
ওয়েবসাইট: www.aadifood.com
আদি ফুডে আসিতেছে বিভিন্ন প্রকারের বিরল প্রকৃতির দেশি জাতের ধান। আমাদের কৃষিকে আরো সমৃদ্ধ করতে, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে, দেশি জাতের ধান চাষে কৃষককে উৎসাহিত করতে, দেশি জাতের ধান বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে এবং ভোক্তাদের বিষমুক্ত নিরাপদ খাবার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদি ফুড। আদি ফুড এই মুহুর্তে যেসব ধান বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারমধ্যে উল্লেখযোগ্য হলো:
১) বাঁশফুল
২) কাটারিভোগ
৩) চামারা
৪) দীঘা
৫) আউশ (লাল চাল)
৬) বিরুই
৭) পাহাড়ি লাল বিন্নি
৮) পাহাড়ি সাদা বিন্নি
৯) রাতাবোরো
১০) তুলসীমালা
দেশি প্রজাতির ধান চাষ হয় জৈবপ্রযুক্তিতে ফলে এই ধানের চালে থাকে না কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি।
দেশি জাতের চাল সংগ্রহ করতে আজই প্রি-অর্ডার করুন আদি ফুডের আউটলেটে অথবা কল করুন আমাদের মোবাইল নাম্বারে কিংবা যোগাযোগ করুন আদি ফুডের মেসেঞ্জারে অথবা ভিজিট করুন আদি ফুডের ওয়েবসাইটে।
মোবাইল: +8801301725757
বি.দ্র: হোম ডেলিভারির সুব্যবস্থা আছে।
আমাদের ঠিকানা: ৭৪৭, বাঁধন টাওয়ার, ওয়েস্ট শ্যাওড়াপাড়া, বেগম রোকেয়া স্মরণী, মিরপুর, ঢাকা-১২১৬
আমাদের গ্রামের মায়েরা অতি যত্নসহকারে হলুদের খোসা ছাড়িয়ে, ধৌত করে, রোদে শুকিয়ে, সুন্দর করে ভাঙিয়ে এবং টুকনিতে করে চেলে হলুদের গুঁড়ো পাঠাচ্ছেন শুধু আদি ফুডের ভোক্তাদের জন্য।
আদি ফুডের হলুদের গুঁড়ো গুণে মানে অনন্য।
আদি ফুডের হলুদের গুঁড়ো সংগ্রহ করতে আজই সরাসরি প্রি-অর্ডার করুন আদি ফুডের মোবাইল নাম্বারে, ফেসবুকের মেসেঞ্জারে কিংবা ভিজিট করুন আদি ফুডের ওয়েবসাইট এবং আউটলেটে।
মোবাইল: +8801301725757
বি.দ্র: হোম ডেলিভারির সুব্যবস্থা আছে।
আমাদের ঠিকানা: ৭৪৭, বাঁধন টাওয়ার, ওয়েস্ট শ্যাওড়াপাড়া, বেগম রোকেয়া স্মরণী, ঢাকা।
কৃষিতেই সমৃদ্ধি। সেই সমৃদ্ধির গৌরবিত অংশীদার হতে সর্বদা থাকুন আদি ফুডের সাথে। আদি ফুড বর্তমানে কাজ করে যাচ্ছে দেশি জাতের চাল ভোক্তাদের দুয়ারে পৌঁছে দিতে৷
আমাদের গ্রামের মায়েরা অতি সযত্নে ঢেঁকিতে পাড় দিয়ে আতপ চালের গুঁড়ো কুটছেন আদি ফুডকে ভালবেসে। শীত এলেই শহর কিংবা গ্রাম অঞ্চলে পড়ে যায় পিঠাপুলি তৈরির ধুম। সেই পিঠাপুলি তৈরির অপরিহার্য উপকরণ চালের গুঁড়ো পেতে আজই সরাসরি প্রি-অর্ডার করুন আদি ফুডের আউটলেটে অথবা হোম ডেলিভারি নিতে কল করুন আদি ফুডের মোবাইল নাম্বারে আমরা পৌঁছে দেবো আপনার দুয়ারে।
মোবাইল: +8801301725757
আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, মুনাফায় নয় মানে বিশ্বাসী।
বি.দ্র: ডেলিভারি চার্জ প্রযোজ্য।
খুব শীঘ্রই আদি ফুডে আসিতেছে গ্রাম থেকে সংগৃহীত, উন্নতমানের বাছাইকৃত, যত্নসহকারে বোটা ছাড়িয়ে ধৌত করে, রোদে শুকিয়ে সুন্দর করে গুঁড়ো করে জারে সংরক্ষিত মরিচের গুঁড়ো। আপনার রান্নার একান্ত দরকারী মরিচের গুঁড়ো সংগ্রহ করতে আজই প্রি-অর্ডার করুন সরাসরি আদি ফুডের আউটলেটে অথবা কল আমাদের নাম্বারে। আমরা পৌঁছে দেবো আপনার দুয়ারে।
মোবাইল: +8801301725757
বি.দ্র: ডেলিভারি চার্জ প্রযোজ্য।
ধন্যবাদ আনিক, আদি ফুডের সাথে থাকার জন্য
সরের তৈরী দানাদার খাটি পাতে খাওয়া ঘি।
ভিজিট করুন: www.aadifood.com
ফিলিপাইনের কালো আখের চাষ যিনি মাঠ পর্যায়ের করেছেন সেই মি: ডালিম ভাই নিজের আখের ক্ষেতে রেষ্ট নিচ্ছেন।।
এতটুকু ধন্যবাদ তো উনি ডিজার্ভ করেনই।
www.aadifood.com এর সাথেই থাকুন।
আসিতেছে! আসিতেছে! আসিতেছে!
খুব শীঘ্রই আদি ফুডে পেতে যাচ্ছেন বাংলাদেশের হাওড় বেষ্টিত উপজেলা অস্টগ্রামের বিখ্যাত পনির!
আদি ফুডের তত্মাবধায়নে তৈরী খাটি দেশী পনির।
সাথেই থাকুন www.aadifood.com
01301725757
ফিলিপাইনের বিখ্যাত কালো আখের শুকনা গুড়, চিনির একটা বেষ্ট বিকল্প, সব কিছুতেই খেতে পারবেন, বাচ্চারা খুব পছন্দ করবে ইনশাল্লাহ।
অর্ডার করতে কল করুন: ০১৩০১৭২৫৭৫৭
অথবা ভিজিট করুন: www.aadifood.com
আমারা কোন অগ্রিম টাকা নেই না, পন্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন, খেয়ে ভালো না লাগলেও ফেরত দেয়ার সুযোগ রয়েছে।
ভেজালের বিরুদ্ধে যুদ্ধ, ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে।
পণ্য যাচাই করে নেওয়ার সুবিধা
✔️২ কেজি গুঁড়া মশলা মাত্র ১১৫০ টাকা
✅হলুদের গুঁড়া: প্রান্তিক পর্যায়ের কৃষক থেকে ক্রয় কৃত হলুদ শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের গুঁড়া করা হয়।যাতে সঠিক মান,ঘ্রাণ এবং রঙ নিশ্চিত করা হয়।
ধনিয়ার গুঁড়া: বাছাইকৃত সেরা দেশি ধনিয়ার থেকে ধনিয়ার গুঁড়া প্রক্রিয়াজাত করা হয়।
মরিচের গুঁড়া: পরিপক্ক মরিচ শুকানোর পর বাছাই করে মরিচের গুঁড়া তৈরি করা হয়।
জিরার গুঁড়া: ভারত থেকে আমদানিকৃত সর্বোচ্চ ভালো মানের শুকনা জিরা থেকেই জিরার গুড়া প্রক্রিয়াজাত করা হয়।
আদি ফুডের সকল মসলার কাচামাল দেশের বিভিন্ন কৃষক থেকে সংগ্রহ করে এবং বিদেশি মসলা গুলো সয়ারসরি ইম্পোর্ট করা হয়।সংগ্রিহীত কাচামালের সর্বোচ্চ গুনাগুন বজায় রাখতে পরবর্তি পদক্ষেপ গুলো যেমন প্রক্রিয়াজাত করন,সংরক্ষন এবং প্যাকেজিং আদিফুডের নিজস্ব তত্বাবধায়নে করা হয়,প্রতিটি কাচামাল এবং ফাইনাল প্রোডাক্ট সঠিক আদ্রতায় ,সঠিক তাপমাত্রায় এবং সঠিক পদ্বতিতে সংরক্ষন করা হয়।আদি ফুড শতভাগ খাটি এবং অর্গানিক পণ্য সরবারহে সর্বদা বদ্ধপরিকর।
মসলা হাতে পেয়ে চেক করে তারপরই মূল্য পরিশোধ করবেন।
ভেজাল মুক্ত খাঁটি মসলা তে ক্যাশব্যাক গ্যারান্টি
অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুনঃ 01301725757,01793338954
🚚 সারা বাংলাদেশে ক্যাশঅন হোম ডেলিভারি দিচ্ছি।
food এর স্পেশাল মশলা কম্বো প্যাকে ৫০০ গ্রাম করে চার প্রকারের ২ কেজি 'র' গুড়া মশলা পাচ্ছেন মাএ ১১৫০ টাকা
২ কেজির কম্বো প্যাকেজে থাকছেঃ-
হলুদ গুঁড়া- ৫০০ গ্রাম
মরিচ গুঁড়া- ৫০০ গ্রাম
ধনিয়া গুঁড়া- ৫০০ গ্রাম
জিরা গুঁড়া - ৫০০ গ্রাম
👉 যাচাই করে পেমেন্ট করুন। ডেলিভারি ম্যান দাড়িয়ে থাকা অবস্থায় যাচাই ককরে তারপরই মূল্য পরিশোধ করুন। ১ সপ্তাহের মধ্যে কোয়ালিটিতে সন্তুষ্ট না হলে তরকারি থেকে ডেলিভারি চার্জ পর্যন্ত সম্পূর্ণ টাকা ক্যশব্যক করে দিবো ইনশাআল্লাহ।
🚚হোম ডেলিভারি চার্জ👇
ঢাকা সিটিতে- ৫০ টাকা
সারা বাংলাদেশে -১০০ টাকা
অর্ডার করতে ফোন করুনঃ 09611677627
(সকাল ৮:৩০ টা থেকে রাত ১০:৩০ টা এর মধ্যে যেকোনো সময়)
🌐ওয়েবসাইট-https://aadifood.com/product/%e0%a6%97%e0%a7%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b-spice-combo/
প্রান্তিক কৃষক থেকে সংগ্রহ করা সেরা মানের পন্য পৌছে দিচ্ছে আপনার রসনা বিলাশে। আদি ফুডের সাথেই থাকুন।
Visit : www.aadifood.com
একজন শখের ছাদ বাগানের মালিকের ছাদ থেকে এই আখের এক পিস সংগ্রহ করা হয়, চুয়াডাংগা কৃষি সম্প্রসারনের অধিদপ্তরের ছয় বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল, এ বছর বগুড়া ও চুয়াডাংগাতে চাষ হয়েছে ৪২ বিঘা জমিতে, সেই কালো আখ থেকে বানানো এই ড্রাই গুড়।
আদি ফুড ও কৃষি বায়োস্কপের একটি জয়েন ভেঞ্চার পন্য, খেতে সুস্বাদু ও দারুন সুমিষ্ট।
Www.aadifood.com
Call and Order: 01301725757
01301725757
Aadifood.com
Aadi Food - আদি ফুড
কালো আখের শুকনা গুড় আসছে?
Click here to claim your Sponsored Listing.
aadifood.com
আদি ফুড - aadifood.com শুধুমাত্র একটি ব্যাবসা প্রতিষ্ঠান নয়। বরং এর একটি বৃহৎ কল্যানকামী অভিপ্রায় রয়েছে। কীটনাশক, কেমিক্যাল, হরমোন-স্প্রে, ফরমালিন সহ বিভিন্ন ভেজাল মিশ্রিত খাদ্যদ্রব্যের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা নতুন এবং বর্তমান প্রজন্মকে একটি নিরাপদ উপায় দেওয়াটাও ছিল আমাদের বড় একটি উদ্দেশ্য।
কিন্তু আজকের মুক্তবাজার অর্থনীতির কাড়ি কাড়ি টাকা, ব্যায়বহুল মোড়ক এবং অতিরঞ্জিত বিজ্ঞাপনের ভীড়ে বিষয়টি অতি সহজ নয়। বিশেষত অবিশ্বাসের এই যুগে যখন ব্যায়বহুল মোড়কেই আমাদের আস্হা এবং আরামপ্রিয় জীবনের জন্য নিরাপদের চেয়ে সহজলভ্যতাই যখন শ্রেয়, তখন বিষয়টি আরও কঠিন। তাই খাঁটির সন্ধানে আমাদের এই যাত্রা আপনাদের অংশগ্রহন ছাড়া একেবারেই অর্থহীন। আসুন আমরা সবাই মিলে ভেজালের বিরুদ্ধে ঐক্যবধ্য হই এবং নির্ভেজাল পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিপণন কে উৎসাহিত করি।
01793339979, 01301 725757
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Mirpur
1213
Road#02, Mirpur 2
Mirpur
Small effort to make genuine and traditional village items easily available in Dhaka. Uncompromising
Tongi, Gazipur
Mirpur, 1216
Khatibaazar is your ultimate solution of grocery items for you. We provide you the 100% fresh, authe
Mirpur
Some hardworking people of SHOTEJPUR are working to meet their own needs from the best crops of their production and give the extra to urban you! Just tell us what is needed at any...
Zoo Road, Mirpur 1, Dhaka
Mirpur, 1216
Here we are offering organic product which help you to live green with help of nature.
Ahmed Nagar
Mirpur
স্বাস্থ্যসম্মত ঘরোয়া খাবার এর জন্য ইচ্ছেমত রয়েছে আপনাদের পাশে ।