Khadim Mart
Nearby food & beverage services
Lalkuthi
1216
House, 03, Road, Dhaka
1216
Dhaka 1216
Section/12
1216
East Kafrul Dhaka Cantonment
1212
1216
Banasree/Staff Quarter Road
Dhaka
You may also like
Thank you for choosing Khadim Mart for all of your organic needs. We look forward to serving you!
Khadim Mart is your one-stop-shop for fresh, healthy and organic foods. Our mission is to provide our customers with the highest quality products that are free from harmful chemicals and preservatives. We believe that eating clean and healthy is not just a choice, it's a lifestyle.
৫০৳ টাকায় ৫ লিটার সরিষা তেল কিভাবে সম্ভব? সম্ভব বিস্তারিত পড়লে জানতে পারবেন।
১৩৫০৳ কিংবা ১৪০০৳ নয় এখন ৫ লিটার সরিষা তেল পাবেন মাত্র - ১২০০৳ টাকায় এছাড়া রয়েছে ধামাকা আগুন 🔥 Deal 🤝 তা হলো পুরো ঢাকা শহর পাচ্ছেন ফ্রি হোম Delivery, আর এই পুরো অফার উপভোগ করতে মাত্র ৫০ টাকা অগ্রিম পেমেন্ট করে ১২০০৳ টাকায় ৫ লিটার তেলের অর্ডার কনফার্ম করুন।
বিঃদ্রঃ অফারটি থাকছে আগামী ১৪ জুলাই ২০২৩ পর্যন্ত।
WhatsApp me
--------------------------
Call : +8801763755729
Massage : https://wa.me/message/EL5DT72ELLAOC1
৫০৳ টাকায় ৫ লিটার সরিষা তেল কিভাবে সম্ভব? সম্ভব বিস্তারিত পড়লে জানতে পারবেন।
১৩৫০৳ কিংবা ১৪০০৳ নয় এখন ৫ লিটার সরিষা তেল পাবেন মাত্র - ১২০০৳ টাকায় এছাড়া রয়েছে ধামাকা আগুন 🔥 Deal 🤝 তা হলো পুরো ঢাকা শহর পাচ্ছেন ফ্রি হোম Delivery, আর এই পুরো অফার উপভোগ করতে মাত্র ৫০ টাকা অগ্রিম পেমেন্ট করে ১২০০৳ টাকায় ৫ লিটার তেলের অর্ডার কনফার্ম করুন।
বিঃদ্রঃ অফারটি থাকছে আগামী ১৪ জুলাই ২০২৩ পর্যন্ত।
WhatsApp me
--------------------------
Call : +8801763755729
Massage : https://wa.me/message/EL5DT72ELLAOC1
সরিষা তেল চলছে আগুন 🔥 ডেলিভারি। আপনি যদি সরিষার তেলের প্রয়োজন হয়, তাহলে এখনই অগ্রিম অর্ডার করুন। ঈদের পরে কুরিয়ার সার্ভিস চালু হওয়ার সাথে সাথে আপনার অর্ডার পাঠিয়ে দেয়া হবে। সারা বাংলাদেশে অর্ডার নেওয়া হচ্ছে সবার ডেলিভারি ইনশাআল্লাহ ঈদের পরে পেয়ে যাবেন।
ডেলিভারি চার্জ প্রযোজ্য।
আর ডেলিভারি করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন - 01763755729
আমি তো সবার মন রেখেই চলি,
যাতে কেউ রাগ না করে পাছে;
কিন্তু শোনো, তবুও কেউই বুঝতে
চায় না আমারও যে মন আছে!!
- উর্দু কবিতা।
প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে।
আর নয় দেরি অর্ডার করুন তাড়াতাড়ি :
WhatsApp - 01763755729
সজিনার ঔষধি গুণাগুণ : ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে, সজিনা গাছ ৩০০ রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে। সজিনার কচি পড সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সজিনার বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ এমনকি এর আঠাতেও ঔষধিগুণ আছে।
০১. শরীর ব্যথা : শরীরের কোনো স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজিনার শিকড়ের প্রলেপ দিলে ব্যথা ও ফোলা সেরে যায়।
০২. কান ব্যথা : সজিনার শিকড়ের রস কানে দিলে কানের ব্যথা সেরে যায়।
০৩. মাথা ব্যথা : সজিনার আঠা দুধের সাথে খেলে মাথা ব্যথা সেরে যায়। আঠা কপালে মালিশ করলে মাথা ব্যথা সেরে যায়।
০৪. ফোঁড়া সারায় : সজিনার আঠার প্রলেপ দিলে ফোঁড়া সেরে যায়।
০৫. মূত্রপাথরি ও হাঁপানি : সজিনা ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্রপাথরি দূর হয়। ফুলের রস হাঁপানি রোগের বিশেষ উপকারী।
০৬. গ্যাস থেকে রক্ষা : সজিনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেতে দিলে বাচ্চাদের পেট জমা গ্যাস দূর হয়।
০৭. কুকুরের কামড়ে : সজিনা পাতা পেষণ করে তাতে রসুন, হলুদ, লবণ ও গোলমরিচ মিশিয়ে সেবন করলে কুকুরের বিষ ধ্বংস হয়।
০৮. জ্বর ও সর্দি : পাতার শাক খেলে যন্ত্রণাধায়ক জ্বর ও সর্দি দূর হয়।
০৯. বহুমূত্র রোগ : সজিনা পাতার রসে বহুমূত্র রোগ সারে।
১০. কোষ্ঠকাঠিন্য ও দৃষ্টিশক্তি : সজিনার ফুল কোষ্ঠকাঠিন্য দোষ দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।
১১. সজিনা ফুল দুধের সাথে রান্না করে নিয়মিত খেলে কামশক্তির বৃদ্ধি ঘটে। এর চাটনি হজমশক্তি বৃদ্ধি করে।
১২. গেঁটে বাত : সজিনার ফল নিয়মিত রান্না করে খেলে গেঁটে বাত থেকে রেহাই পাওয়া যায়।
১৩. ক্রিমিনাশক ও টিটেনাস : সজিনার কচি ফল ক্রিমিনাশক, লিভার ও প্লীহাদোষ নিবারক, প্যারালাইসিস ও টিটেনাস রোগে হিতকর।
১৪. অবশতা, সায়াটিকা : সজিনার বীজের তেল মালিশ করলে বিভিন্ন বাত বেদনা, অবসতা, সায়াটিকা, বোধহীনতা ও চর্মরোগ দূর হয়।
১৫. পাতার রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার হয়।
১৬. পোকার কামড়ে এন্টিসেপ্টিক হিসেবে সজিনার রস ব্যবহার করা হয়।
১৭. ক্ষতস্থান সারার জন্য সজিনা পাতার পেস্ট উপকারী।
১৮. সজিনা শরীরের প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে। শরীর থেকে বিষাক্ত দ্রব্য, ভারি ধাতু অপসারণ এবং শরীরে রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে সহায়তা করে।
১৯. ইন্টেস্টাইন ও প্রোস্টেট সংক্রমণ : সজিনা বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে।
২০. শ্বাসকষ্ঠ, মাথা ধরা, মাইগ্রেন, আর্থাইটিস এবং চুলপড়া রোগের চিকিৎসায় ও সজিনা কার্যকর ভূমিকা রাখে।
সজিনার ব্যবহার
সজিনা খাবার টেবিলে সবজি হিসেবেই বেশি ব্যবহার হয়। মার্চ থেকে আগস্ট পর্যন্ত সজিনা বাজারে প্রচুর পাওয়া যায়। এ সময় খরিপ সবজির মধ্যে সজিনার যথেষ্ট কদর থাকে। আগাম সজিনা বাজারে নিতে পারলে আর্থিকভাবে প্রচুর লাভবান হওয়া যায়। সজিনা দিয়ে ডাল তরকারিটি সবচেয়ে জনপ্রিয়। সজিনা শুধু ফল হিসেবেই নয় সজিনার কচি পাতা ও ডাঁটা বা ডাল ভাজি বা তরকারি হিসেবে খাওয়া যায়। পালংশাকের বিকল্প হিসেবে সজিনা শাক খাওয়া হয়। মুরগির মাংস রান্নায় কচি সজিনা পাতা সুস্বাদু লাগে। কালিজিরা, কাঁচামরিচ, রসুনের সাথে সজিনা পাতার ভর্তা একটি মজাদার খাবার। ছোট মাছের সাথে সজিনা পাতার চর্চড়ি খুবই উপাদেয়। সজিনা পাতার বড়া, সালাদ, পাতা বাটা ও সজিনা পাতার পাউডার দ্বারা খাদ্য সুস্বাদু ও শক্তি বর্ধক হয়। যে কোনো স্যুপের সাথে শুকনা সজিনা পাতার পাউডার মিশালে খাদ্যমান বেড়ে যায়।
Info - ais.gov.bd
Methi powder, also known as fenugreek powder, is a popular ingredient in traditional Indian hair care routines. It offers several potential benefits for hair health. Here are some ways methi powder can be used and its potential benefits:
Hair Growth: Methi powder is believed to stimulate hair growth due to its high protein and nicotinic acid content. It may help in nourishing the hair follicles and promoting healthy hair growth.
Dandruff Treatment: Methi powder has antifungal and antibacterial properties that can help in reducing dandruff and scalp irritation. It can be mixed with other ingredients like yogurt or lemon juice to create a hair mask that treats dandruff effectively.
Conditioning Properties: Methi powder acts as a natural hair conditioner, making the hair soft and manageable. It can be used as an ingredient in hair masks or mixed with other oils to create a conditioning treatment for the hair.
Reduces Hair Fall: The proteins, vitamins, and minerals present in methi powder can help strengthen the hair and reduce hair fall. Regular use of methi powder may help in minimizing hair breakage and hair loss.
Adds Shine to Hair: Methi powder can add a natural shine to the hair, making it appear healthier and lustrous. It can be used in hair masks or mixed with other ingredients like aloe vera gel or coconut oil to create a shine-boosting treatment.
To use methi powder for hair benefits, you can make a hair mask by mixing it with other ingredients like yogurt, coconut milk, aloe vera gel, or water to form a paste. Apply the paste to your scalp and hair, leave it on for about 30 minutes, and then rinse it off with lukewarm water. It's important to do a patch test before applying methi powder or any new ingredient to your hair or skin to check for any adverse reactions.
হ্যালো মিরপুরবাসি, আপনাদের জন্য এখন ফুডপান্ডাতে আমাদের সার্ভিস চলে এসেছে। সুন্দরবনের মধুতে চলছে আকর্ষণীয় মূল্য ছাড়, তাই আর দেরি না করে এখনি ফুডপান্ডাতে অর্ডার করে ফেলুন।
শুধু সার্চবারে লিখবেন - Green Meals
প্রশ্ন : সরিষা ফুলের মধু কেন জমে যায়?
উত্তর : সরিষা ফুলের মধু হ'ল এক ধরণের মধু যা সরিষা ফুলের অমৃত থেকে তৈরি হয়। এটি একটি হালকা রঙ এবং একটি হালকা স্বাদ আছে। এর অনন্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হ'ল এটি কম তাপমাত্রায় হিমায়িত হয়। এর কারণ সরিষা ফুলের মধুতে উচ্চ গ্লুকোজ সামগ্রী এবং কম জলের পরিমাণ রয়েছে। গ্লুকোজ হ'ল এক ধরণের চিনি যা আর্দ্রতা হারালে সহজেই স্ফটিকহয়। অন্যদিকে, জল চিনির অণুগুলি দ্রবীভূত করে স্ফটিককরণ প্রতিরোধ করে। অতএব, সরিষা ফুলের মধু যখন ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে, তখন এটি জল হারায় এবং স্ফটিক গঠন করে, যা এটি দেখতে এবং হিমায়িত অনুভব করে।
মেথি অনেক ধরণের হজমের সমস্যা, যেমন-পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং তলপেটে প্রদাহ ইত্যাদি থেকে রেহাই পেতে সাহায্য করে । মেথি ভেজানো জলে থাকা দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। মেথি বীজ রক্তে এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং শরীরে এইচডিএল বৃদ্ধি করে।
মেথি (১০০ গ্রাম)
মূল্যঃ ৳ 40
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ফ্রেন্ডলিস্টে থাকা ফ্রেন্ড দের দিয়ে ইনকাম করুন। আমাদের পেজের এই পোস্টে যে সব থেকে বেশি ফ্রেন্ডকে মেনশন করতে পারবে তার জন্য থাকছে আকর্ষণীয় মোবাইল রিচার্জ।
ক্যান্সার প্রতিরোধক হিসেবে কালোজিরা সহায়ক ভূমিকা পালন করে। চুলপড়া, মাথাব্যথা, অনিদ্রা, মাথা ঝিমঝিম করা, মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা, অবসন্নতা-দুর্বলতা, নিষ্কিয়তা ও অলসতা, আহারে অরুচি, মস্তিষ্কশক্তি তথা স্মরণশক্তি বাড়াতেও কালোজিরা উপযোগী। জ্বর, কফ, গায়ের ব্যথা দূর করার জন্য কালোজিরা যথেষ্ট উপকারী বন্ধু।
পরিমাণঃ ১০০ গ্রাম
মূল্যঃ ৳ 60
মেথি অনেক ধরণের হজমের সমস্যা, যেমন-পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং তলপেটে প্রদাহ ইত্যাদি থেকে রেহাই পেতে সাহায্য করে । মেথি ভেজানো জলে থাকা দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। মেথি বীজ রক্তে এলডিএল কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং শরীরে এইচডিএল বৃদ্ধি করে।
মেথি (১০০ গ্রাম)
মূল্যঃ ৳ 40
মধু একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যা হাজার হাজার বছর ধরে মানুষ উপভোগ করে আসছে। এটি মৌমাছিরা ফুলের অমৃত থেকে তৈরি করে, যা তারা সংগ্রহ করে এবং তারপর তাদের মৌচাকে সংরক্ষণ করে। মৌমাছিরা তখন অমৃতে এনজাইম যোগ করে এবং অতিরিক্ত জল বাষ্পীভূত করে ঘন, মিষ্টি পদার্থ তৈরি করে যাকে আমরা মধু নামে চিনি।
মধু শুধুমাত্র একটি সুস্বাদু প্রাকৃতিক মিষ্টিই নয়, এর সাথে রয়েছে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার কোষকে ফ্রি র্যাডিক্যালের কারণে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। মধুতে ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যও রয়েছে এবং এটি কয়েক শতাব্দী ধরে গলা ব্যথা এবং কাশির প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
মৌমাছিরা যে ধরনের ফুল থেকে অমৃত সংগ্রহ করে তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের মধু রঙ, গন্ধ এবং গঠনে পরিবর্তিত হতে পারে। মধুর কিছু জনপ্রিয় প্রকারের মধ্যে রয়েছে ক্লোভার মধু, বন্য ফুলের মধু এবং মানুকা মধু, যা নিউজিল্যান্ডে পাওয়া মানুকা গাছের অমৃত থেকে তৈরি করা হয়।
সামগ্রিকভাবে, মধু হল একটি বহুমুখী এবং সুস্বাদু খাবার যা আপনার সকালের ওটমিলের উপর শুঁটকি ফোটানো থেকে শুরু করে বেকিং রেসিপিতে প্রাকৃতিক মিষ্টি হিসেবে ব্যবহার করা পর্যন্ত বিভিন্ন উপায়ে উপভোগ করা যায়। যাইহোক, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মধু এখনও চিনির একটি রূপ এবং একটি সুষম খাদ্যের অংশ হিসাবে পরিমিতভাবে খাওয়া উচিত।
মধুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা, যা দেহকে নানা ঘাত-প্রতিঘাতের হাত থেকে রক্ষা করে। ক্যান্সার প্রতিরোধ: অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে ও কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। হিমোগ্লোবিনের বাড়ায়: মধুর ক্যালরি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়, ফলে রক্তবর্ধক হয়।
সুন্দরবনের মধু (৫০০ গ্রাম)
মূল্যঃ ৳ 500
বরই ফুলের প্রাকৃতিক Raw মধুতে অ্যাক্টিভ এনজাইম, প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে। এবং মধু একটি কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যাতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে। আর গ্লুকোজ ও ফ্রুক্টোজ- কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত
বরই ফুলের মধু (২৫০ গ্রাম)
মূল্যঃ ৳ 150
খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম দেহে উচ্চ রক্তচাপ কমায়। ও বাজে কোলেস্টেরল দূর করে ও শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কলেস্টোরল কমায় এবং ভালো কলেস্টোরলের মাত্রা বৃদ্ধি করে।
মূল্যঃ ৳ 200.00 KG
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে - লাল শুকনো মরিচের গুঁড়ায় রয়েছে পটাসিয়াম যা রক্তনালীকে স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ভিটামিন সি-এর সমৃদ্ধ উৎস - শুকনো মরিচে থাকা ভিটামিন সি মূলত শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে এবং দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করে।
মরিচের গুঁড়া (২০০ গ্রাম)
মূল্যঃ ৳ 100.00
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের একজন মডারেটর ভাই দরকার যিনি মোটামুটি ফেসবুক চালাতে জানে। বাকি কাজগুলো আমি শিখিয়ে দিব, ইনশাআল্লাহ আগ্রহীরা ইনবক্স করবেন।
মূলত পরিপাক তন্ত্রের কার্যক্ষমতা বাড়ানোর মধ্য দিয়ে আপনার হজম ক্রিয়া সচল রাখতে সহায়তা করে হলুদ। এ ছাড়া ওজন কমাতেও হলুদ বেশ উপকারী। স্থূলতা বাড়াতে থাকা টিস্যুর গ্রোথ কমিয়ে আনতে সহায়তা করে এ মসলাটি। এ ছাড়া ত্বকের বলিরেখা, কালো দাগসহ ত্বকের রুক্ষতা কমাতে হলুদ বেশ কার্যকর।
হলুদের গুঁড়া (২০০ গ্রাম)
মূল্যঃ ৳ 60.00
আপনার উদ্দেশ্য আমাদের কিছু বার্তা :
• নিজে দাঁড়িয়ে থেকে সংগ্রহ করে থাকি।
• দুধ প্যাক করে আইস করে রাখা হয়।
• কোন সাপ্তাহিক বা মাসিক সার্ভিস নেই।
• অগ্রিম বা বকেয়া লেনদেন সিস্টেম নেই।
• সর্বনিম্ন ১ লিটার অর্ডার নেওয়া হয়।
• সর্বোচ্চ ২ লিটারের বেশি দেয়া হয় না।
• মিরপুর ১২ + ডিএইচওএস ভেলিভারি ফ্রি।
• মিরপুর ১২ এর বাহিরে অর্ডার নেওয়া বন্ধ।
• বাসার গেট পর্যন্ত ডেলিভারি করা হয়।
Follow this link to view our catalog on WhatsApp: https://wa.me/c/8801763755729
আপনার বাসার সামনে হয়তো বা পাওয়া যাচ্ছে হলুদ এবং মরিচের গুঁড়া তা কতটুকু ভেজাল হীন বা বিশুদ্ধতা ভরপুর তার কোন নিশ্চয়তা নেই। আপনাকে বিশুদ্ধতার নিশ্চয়তা আমরা দেওয়ার জন্য যাচাই-বাছাই করে নিজেরাই সংগ্রহ করেছি এই হলুদ এবং মরিচের গুড়া। আমরা চাই আপনারা আপনাদের রান্না ঘরে আমাদের এই হলুদ এবং মরিচের গুঁড়া ঠাই দিবেন অন্তত টেস্ট করার জন্য।
অর্ডার - 01763755729
মেশিনে ভাঙ্গা সরিষার তেল
পরিমাণ - ৫ লিটার।
মূল্য - ১১০০৳
দুলালের তালমিছরি।
১০০০ গ্রাম - ৪০০/-
৫০০ গ্রাম - ২০০/-
২০০ গ্রাম - ১২০/-
আসসালামু আলাইকুম,
ফরিদা ফ্রেশ খেজুর।
প্রতি কেজি - ৫২০৳
নিজস্ব মরিচের গুঁড়া
পরিমাণ ২০০ গ্রম - ১২০৳
যাচাই-বাছাই করে যত্ন সহকারে ভাঙানো হয় আমাদের মরিচের গুঁড়া। ভরসা করে নিতে পারেন, বাংলাদেশের ৬৪ জেলায় আমরা ডেলিভারি করে থাকি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Mirpur
Road#02, Mirpur 2
Mirpur
Small effort to make genuine and traditional village items easily available in Dhaka. Uncompromising
Mirpur
Some hardworking people of SHOTEJPUR are working to meet their own needs from the best crops of their production and give the extra to urban you! Just tell us what is needed at any...
Zoo Road, Mirpur 1, Dhaka
Mirpur, 1216
Here we are offering organic product which help you to live green with help of nature.
Ahmed Nagar
Mirpur
স্বাস্থ্যসম্মত ঘরোয়া খাবার এর জন্য ইচ্ছেমত রয়েছে আপনাদের পাশে ।
Mirpur
Mirpur, 1216
আমরা প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হালাল পণ্য ড্রাইফুড, মসলা, চা পাতা সহ আরো অনান্য পণ্য পরিসেবা দিয়ে থাকি