Kalti Engineering

At Kalti Engineering, our goal is to help people move into a more sustainable future that is helpful to the environment and their wallets.

28/06/2024

কে জিতবে ফাইনাল ? 🏏
আপনার মন্তব্য কমেন্ট করুন ! 👇

বিদ্যুৎ বিভ্রাট অথবা লোডশেডিং এ নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভরসা রাখুন কাল্টি ইঞ্জিনিয়ারিং এ।

27/06/2024

কে জিতবে দ্বিতীয় সেমিফাইনাল ? 🏏
আপনার মন্তব্য কমেন্ট করুন ! 👇

বিদ্যুৎ বিভ্রাট অথবা লোডশেডিং এ নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভরসা রাখুন কাল্টি ইঞ্জিনিয়ারিং এ।

26/06/2024

কে জিতবে প্রথম সেমিফাইনাল ? 🏏
আপনার মন্তব্য কমেন্ট করুন ! 👇

বিদ্যুৎ বিভ্রাট অথবা লোডশেডিং এ নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে ভরসা রাখুন কাল্টি ইঞ্জিনিয়ারিং এ।

25/06/2024

গাঁথুনি করার সঠিক নিয়ম জানুন-

ইটের গাঁথুনির কাজ করার সময় যে বিষয় গুলো খেয়াল রাখা খুবই জরুরী।

১) ইট গাঁথার সময় প্রত্যেক বার সুতা এবং শল দেখে নিতে হবে গাঁথনী সোজা রাখতে হলে।

২) কাজ শুরুর আগে ইট গুলোকে অন্তত: ৬ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালভাবে পরিস্কার করা উচিত। ভেজা ইটে গাঁথুনি ভাল হয় এবং ফাঁটল ধরার সম্ভাবনা কম থাকে। এছাড়া ভাল করে না ভেজালে প্লাস্টারে সমস্যা হতে পারে।

৩) অধিকাংশ ব্যবসায়ীরা বেশী লাভ করার জন্য ইটের আকার আকৃতি ঠিক থাকে না ফলে ইট ব্যবহার করা ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, গাঁথনী সোজা হয় না গাঁথনীর একপাশ মেলালে আরেক পাশ মিলে না।

৪) গাঁথুনির সময় দেখতে হবে দুটো ইটের মধ্যের ফাঁক যেন ১ সেন্টিমিটার থেকে বেশী না হয় এবং জোড়ার উপর জোড়া যেন অবিরাম না হয়।

৫) ইটের আকার ঠিক না থাকার কারনে অনেক বেশী মসলার ব্যবহার করতে হয় গাঁথনীর শল মিলাতে গিয়ে, যায় ফলে সিমেন্ট বালুতে অনেক বেশী টাকা ব্যয় হয় ইটের ক্ষেত্রে টাকা বাঁচাতে গিয়ে। ইটের অনেক অপচয় হয় বেছে বেছে তা ব্যবহার করতে গিয়ে মিস্ত্রিদের সময় বেশী লাগে, ফলে মিস্ত্রি খরচ বেড়ে যায়।

৬) ইট গাঁথুনির জন্য FM ১.৫ গ্রেডেড বালি ব্যবহার করা উচিত।

৭) সেজন্য প্রথম শ্রেনীর ইট এবং পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা উচিত।

৮) কোন ণির্দিষ্ট দ্দ্যেশ্য না থাকলে ইংলিশ বন্ডে(নিয়মে) গাঁথুনী করা ভাল ।

৯) মিশ্রনে মসলার অনুপাত হবে ১.৫। ৫” গাথুনির জন্য।

১০) আধলার ব্যবহার এড়িয়ে চলা ভাল যদি প্রয়োজন না পড়ে।

১১) জোড়াগুলো ইটের সিলমোহর উপরে রেখে মসলাদ্বারা পূর্ণ করা উচিত।

১২) জোড়ের পুরুত্ব ১.৩ মিমি এর বেশী যেন না হয়।

১৩) জোড়াগুলোর মধ্যে যেন কোন ফাঁক না থাকে,
প্রয়োজনে মশলা দ্বারা পূর্ণ করে সমতল করা অত্যাবশ্যকীয় ।

১৪) ইটকে আস্তে আস্তে সম্পূর্ণ বেডের উপর মশলা বিছিয়ে চাপ দিয়ে বসানো উচিত ফলে মশলার সাথে ভাল ভাবে লেগে যায়।

১৫) একদিনে সর্বোচ্চ ১.৫ মিটারের বা ৩ ফিটের বেশী গাঁথুনী করা উচিত নয়।

24/06/2024

লোডশেডিং এ জীবন অতিষ্ঠ...!!
লোডশেডিং নিয়ে আর ভাবনা নয়।

ঘন ঘন লোডশেডিং এর সমাধানে নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ এর জন্য ঘরে নিয়ে আসুন বিখ্যাত ইন্ডিয়ান ব্র্যান্ড লুমিনাস, মাইক্রোটেক ও এক্সিড ব্র্যান্ডের আইপিএস ও সোলার আইপিএস। আধুনিক ডিজাইনের মাইক্রোটেক, এক্সিড ও লুমিনাসের শক্তিশালী ইনভার্টার বিরক্তিকর লোডশেডিং-এর সমস্যা দূর করার পাশাপাশি আপনার ঘরে আনবে আধুনিকতার ছোঁয়া।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com,
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

20/06/2024

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

16/06/2024

কালটি ইঞ্জিনিয়ারিং পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ আল-আযহার শুভেচ্ছা।

15/06/2024

ঈদে বাড়ি যাবার আগে করণীয়ঃ

✅ সকল ইলেকট্রনিক ডিভাইসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন।
✅ পানির ট্যাপ এবং গ্যাসের চুলা ভালোমতো বন্ধ করুন।
✅ বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানির ব্যবস্থা করুন।
✅ ঘরের সকল দরজা জানালা ভালো করে বন্ধ করুন।

ঈদ হোক সবার জন্য আনন্দময় !!

12/06/2024

রাতে বিদ্যুৎ চলে গেলে ঘুমের ব্যাঘাত ঘটে। এই সমস্যার সমাধান করতে ঘরে নিয়ে আসুন লুমিনাস, মাইক্রোটেক ও এক্সিড ব্র্যান্ডের শক্তিশালী ইনভার্টার। এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুতে আপনার ঘুম হবে শান্তিতে।

আপনার বাসা, অফিস বা প্রতিষ্ঠানের জন্য বাজারের সেরা মানের IPS কিনতে আস্থা রাখুন আমাদের উপর।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

12/06/2024

লোডশেডিং এ জীবন অতিষ্ঠ...!!
লোডশেডিং নিয়ে আর ভাবনা নয়।
ঘন ঘন লোডশেডিং এর সমাধানে নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ এর জন্য ঘরে নিয়ে আসুন বিখ্যাত ইন্ডিয়ান ব্র্যান্ড লুমিনাস, মাইক্রোটেক ও এক্সিড ব্র্যান্ডের আইপিএস ও সোলার আইপিএস। আধুনিক ডিজাইনের মাইক্রোটেক, এক্সিড ও লুমিনাসের শক্তিশালী ইনভার্টার বিরক্তিকর লোডশেডিং-এর সমস্যা দূর করার পাশাপাশি আপনার ঘরে আনবে আধুনিকতার ছোঁয়া।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com,
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

09/06/2024

আজকের আইপিএস হোক আগামী দিনের সোলার!!!

গ্রীষ্মকালে লোডশেডিং থেকে মুক্তি পাবার উপায় না থাকলেও লোডশেডিং এ আরামে থাকার উপায় ঠিকই আছে। সেই সাথে ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বিষয়টি মাথায় রেখে লাগান সোলার আইপিএস। বর্তমানে আপনার সোলার দরকার না হলেও, বিদ্যুতের দাম যে ভাবে বাড়তেছে তাতে ভবিষ্যতে পরিবর্তিত পরিস্থিতিতে চাইলে সোলার সংযুক্ত করে বিদ্যুৎ খরচ সাশ্রয় করতে পারবেন।

আপনার বাসা, অফিস বা প্রতিষ্ঠানের জন্য বাজারের সেরা মানের IPS কিনতে আস্থা রাখুন আমাদের উপর।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

08/06/2024

ক্রিকেট খেলার উন্মাদনায় ক্রিকেট ফ্যানরা মেতে উঠার সময় ইলেকট্রিসিটি চলে গেলে লুমিনাস, মাইক্রোটেক ও এক্সিড ব্র্যান্ডের শক্তিশালী ইনভার্টার আপনার বিদ্যুৎ সংযোগকে রাখবে নিরবিচ্ছিন্ন।

তাহলে আর দেরি না করে এখনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

08/06/2024

লোডশেডিং নিয়ে আর ভাবনা নয়। ঘন ঘন লোডশেডিং এর সমাধানে নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ এর জন্য ঘরে নিয়ে আসুন বিখ্যাত ইন্ডিয়ান ব্র্যান্ড লুমিনাস, মাইক্রোটেক ও এক্সিড ব্র্যান্ডের আইপিএস ও সোলার আইপিএস। আধুনিক ডিজাইনের মাইক্রোটেক, এক্সিড ও লুমিনাসের শক্তিশালী ইনভার্টার বিরক্তিকর লোডশেডিং-এর সমস্যা দূর করার পাশাপাশি আপনার ঘরে আনবে আধুনিকতার ছোঁয়া।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com,
www.kaltiShop.com (E-commerce)
𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

,

Photos from Kalti Engineering's post 06/06/2024

𝙨𝙩𝙤𝙘𝙠 𝙖𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚

অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট আপনার ঘরে নিয়ে আসে অন্ধকার। এই বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে ঘরে নিয়ে আসুন Microtek, Exide, Luminous ইনভার্টার। Microtek, Exide, luminous এর শক্তিশালী ইনভার্টার নতুনত্ব আর আধুনিকতায় পরিপূর্ণ। এটি আপনার বিরক্তিকর লোডশেডিং দূর করার পাশাপাশি আপনার ঘরে আনবে আধুনিকতার ছোঁয়া।
তাহলে আর দেরি না করে এখনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

, , , ,

01/06/2024

𝐋𝐮𝐦𝐢𝐧𝐨𝐮𝐬 𝐎𝐩𝐭𝐢𝐦𝐮𝐬 1250 𝗣𝘂𝗿𝗲 𝗦𝗶𝗻𝗲 𝘄𝗮𝘃𝗲 𝗜𝗻𝘃𝗲𝗿𝘁𝗲𝗿

𝙨𝙩𝙤𝙘𝙠 𝙖𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚

লোডশেডিংয়ে আপনাকে একটি প্রিমিয়াম ইনভার্টারের ব্যাকআপ দিতে আছে 𝗢𝗽𝘁𝗶𝗺𝘂𝘀 1250 ইনভার্টার। পরিবারকে আলোকিত মুহূর্ত উপহার দিন 𝗟𝘂𝗺𝗶𝗻𝗼𝘂𝘀 𝗢𝗽𝘁𝗶𝗺𝘂𝘀 𝗜𝗻𝘃𝗲𝗿𝘁𝗲𝗿 কে সাথে নিয়ে।

তাহলে আর দেরি না করে এখনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আছি আপনার পাশে।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com,
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

31/05/2024

গরমে লোডশেডিংয়ের বিড়ম্বনা এড়াতে ব্যবহার করুন বিখ্যাত ইন্ডিয়ান ব্র্যান্ড লুমিনাস, মাইক্রোটেক ও এক্সিড কোম্পানির আইপিএস ও সোলার আইপিএস।

এছাড়াও 𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

20/05/2024

লোডশেডিং এর চিন্তা আর না!
এবার দিন রাত ২৪ ঘন্টা আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে।
আজই আপনার বাড়িতে স্থাপন করুন হ্যামকো আইপিএস ব্যাটারি।

12/05/2024

যে মানুষটার পরম মমতায় কাটে আমাদের প্রতিটা মূহুর্ত, সেই প্রিয় মানুষটি হচ্ছে আমাদের মা। 👩‍👧‍👦❤️

30/04/2024

মহান মে দিবস।
কাল্টি ইঞ্জিনিয়ারিং পরিবারের পক্ষ থেকে বিশ্বের সকল মেহনতি শ্রমজীবী মানুষের জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

29/04/2024

গরমে লোডশেডিংয়ের বিড়ম্বনা এড়াতে ব্যবহার করুন বিখ্যাত ইন্ডিয়ান ব্র্যান্ড লুমিনাস, মাইক্রোটেক ও এক্সিড কোম্পানির আইপিএস ও সোলার আইপিএস।
এছাড়াও 𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

16/04/2024

#বাড়ির_ছাদ_ঠান্ডা_রাখুন

**** ছাদ গরমের সমাধান ****

সূর্যের তাপে বাড়ির ছাদ গরম হয়ে যায় এবং সারাদিন, সারারাত এই গরম আমাদের কষ্ট দিয়ে থাকে। অনেকে এসি লাগিয়ে থাকেন, যার মাধ্যমে বাতাস ঠান্ডা হয় কিন্তু ছাদ গরম হয়েই থাকে। ঠান্ডা বাতাস এবং গরম ছাদ, এই বিপরীতধর্মী ব্যাপার এ আমাদের শরীর অভিযোজন কঠিন হয়ে যায় এবং অনেকেই অসুস্থ বোধ করেন।

আমাদের দেশ এ জলছাদ এবং ওয়াটার প্রুফিং কেমিকাল দিয়ে হিট প্রুফিং এর চেষ্টা করা হয়, যার কোনোটাই কার্যকর নয়।

ছাদ কে ঠান্ডা রাখার জন্য কার্যকর বিজ্ঞানসম্মত পরীক্ষিত ব্যবস্থা হলো " সেলুলার কংক্রিট"। এটি অত্যন্ত তাপ অপরিবাহী বিশেষ ভাবে তৈরিকৃত অত্যন্ত হালকা কংক্রিট। এটি কাজ করে অনেকটা "কর্ক শিট" এর মতো। আমরা অনেকেই জানি "কর্ক শিট" এর বক্স এ ২৪ ঘণ্টা বরফ দিয়ে মাছ রাখা যায়।

সেলুলার কংক্রিট উন্নত দেশ গুলোতে এবং মিডিল ইস্ট দেশ গুলোতে বহুল প্রচলিত। বর্তমান এ বাংলাদেশ এও এই প্রযুক্তি চলে এসেছে। বাড়ির ছাদ এ ৪-৬ ইঞ্চ ঢালাই করলে ছাদ গরম হয় না। সেলুলার কংক্রিট এর ওজন সাধারণ ঢালাই এই ৬ ভাগের ১ ভাগ মাত্র। এই কারণে ৪-৬ ইঞ্চ ঢালাই এ ছাদ এর উপর চাপ পড়ে না।

এটির খরচ ও বেশি নয়। বর্তমান এ ১৩০-১৭০ টাকা পার স্কোযার ফিট এ এই কাজ করা যাচ্ছে। এই খরচ অবশ্যই লোকেশন, ভবন উচ্চতা এসব ভেদ এ ভিন্ন হয়ে পরে।

13/04/2024

#নববর্ষ #বাংলাদেশ

12/04/2024

৯ টি বিভাগের বিদ্যুতের চাহিদা, সরবরাহ এবং লোডশেডিংয়ের তালিকা।

10/04/2024

কালটি ইঞ্জিনিয়ারিং পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক প্রীতি ও শুভেছা!
"ঈদ মোবারক" "ঈদ মোবারক" "ঈদ মোবারক"

03/04/2024

রমজানের শেষ মহূর্ত গুলো কাটুক লোডশেডিং মুক্ত। লোডশেডিংয়ের সমস্যা প্রতিরোধ করতে আজই ঘরে নিয়ে আসুন Exide, Luminous, Maicrotek আইপিএস।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

28/03/2024

রমজানের প্রতিটি মহূর্ত কাটুক লোডশেডিং মুক্ত। লোডশেডিংয়ের সমস্যা প্রতিরোধ করতে আজই ঘরে নিয়ে আসুন লুমিনাস বা মাইক্রোটেক আইপিএস।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

25/03/2024

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি কাল্টি ইঞ্জিনিয়ারিং পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।

22/03/2024

রমজানের প্রতিটি মহূর্ত কাটুক লোডশেডিং মুক্ত। লোডশেডিংয়ের সমস্যা প্রতিরোধ করতে আজই ঘরে নিয়ে আসুন লুমিনাস এর 𝗘𝗰𝗼 𝗪𝗮𝘁𝘁 𝗡𝗲𝗼 700/800/900/1050 সিরিজ।

𝐊𝐚𝐥𝐭𝐢 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠 এ পাবেন সুলভ মূল্যে উন্নতমানের সোলার প্যানেল, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টাবিলাইজার, ও জেনারেটর, ইত্যাদি।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

19/03/2024

📹 𝗦𝗲𝗰𝘂𝗿𝗲 𝗬𝗼𝘂𝗿 𝗦𝗽𝗮𝗰𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗣𝗿𝗼𝗳𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝗮𝗹 𝗖𝗖𝗧𝗩 𝗜𝗻𝘀𝘁𝗮𝗹𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 𝗦𝗲𝗿𝘃𝗶𝗰𝗲𝘀!

চুরির ভয় আর টেনশন দুর করতে আজই নিয়ে আসুন সিসিটিভি ক্যামেরা। চোর পালালে বুদ্ধি বাড়লে চলবে না। আমরাই দিচ্ছি সল্প মূল্যে সেরা মানে নিশ্চয়তা। সুরক্ষিত থাকুক আপনার জীবন ও সম্পদ।

ভিজিট করুন:
www.kaltiEngineering.com
www.kaltiShop.com (E-commerce)

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : 01822-258255

কাস্টমারের সন্তুষ্টিই, আমাদের পথ চলার অনুপ্রেরণা।

18/03/2024
Want your business to be the top-listed Contractor in Muhammadpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

প্রতিনিয়ত লোডশেডিং এর ফলে সন্তানের পড়াশোনার ক্ষতি না হয় তাই প্রয়োজন একটি ভালো পাওয়ার ব্যাকআপ সল্যুশন এর। বিশ্বসেরা ব্র্য...
ক্রিকেট খেলার মূল্যবান মুহূর্তগুলো যেন অন্ধকারে হারিয়ে না যায়, তাই ঘরে আনুন লুমিনাস, মাইক্রোটেক , এক্সিড ব্র্যান্ডের ইন...
লোডশেডিং এর চিন্তা আর না!এবার দিন রাত ২৪ ঘন্টা আপনার বাড়িতে বিদ্যুৎ থাকবে।আজই আপনার বাড়িতে স্থাপন করুন হ্যামকো আইপিএস ব্...
লোডশেডিং নিয়ে আর ভাবনা নয়। ঘন ঘন লোডশেডিং এর সমাধানে নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ এর জন্য ঘরে নিয়ে আসুন বিখ্যাত ইন্ডিয়ান...
ক্রিকেট খেলার মূল্যবান মুহূর্তগুলো যেন অন্ধকারে হারিয়ে না যায়, তাই ঘরে আনুন লুমিনাস ইনভার্টার। এখন বন্ধু আর পরিবারের সা...
অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট  আপনার ঘরে নিয়ে আসে অন্ধকার। এই বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে ঘরে নিয়ে আসুন মাইক্রোটেক বা লু...
𝙨𝙩𝙤𝙘𝙠 𝙖𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚স্বল্প বিদ্যুৎ খরচে দুর্দান্ত পারফরম্যান্স দিবে 𝗘𝗰𝗼 𝗪𝗮𝘁𝘁 𝗡𝗲𝗼 700/800/900/1050.  আপনার লোডশেডিংয়ের সমস্যা ...
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি আমাদের -গভীর শ্রদ্ধাঞ্জলী।#21February
মাইক্রোটেকের শক্তিশালী ইনভার্টার আরো বেশি উন্নত ও টেকসই যা আপনাকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। তাহলে আর দেরি কেনো? ...
𝙨𝙩𝙤𝙘𝙠 𝙖𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚 অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট  আপনার ঘরে নিয়ে আসে অন্ধকার। এই বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে ঘরে নিয়ে আসুন ...
𝙨𝙩𝙤𝙘𝙠 𝙖𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚স্বল্প বিদ্যুৎ খরচে দুর্দান্ত পারফরম্যান্স দিবে 𝗘𝗰𝗼 𝗪𝗮𝘁𝘁 𝗡𝗲𝗼.  আপনার লোডশেডিংয়ের সমস্যা প্রতিরোধ করতে আজই...
মাইক্রোটেকের শক্তিশালী ইনভার্টার আরো বেশি উন্নত ও টেকসই যা আপনাকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে। তাহলে আর দেরি কেনো? ...

Telephone

Address


House#40/41, Road#02, Janata Co-Operative Housing Society Ltd, Adabor, Dhaka
Muhammadpur
1207

Other Muhammadpur contractors (show all)
Designspec Designspec
Head Office: House-36, Road-07, Block-Kha, Pisciculture Housing Society, Shamoly Dhaka. Khulna Office: 52, M. A Bari Road, Sonadanga, Khulna
Muhammadpur

DESIGNSPEC is a renowned Limited company engaged in consultancy, construction and developer sector.

Heritage Design & Development Ltd. Heritage Design & Development Ltd.
Road# 08, Block# B, House# 01, (Ground Floor), Bosila Garden City, Mohammadpur
Muhammadpur, 1207

REPUTED & RESPECTED IN THE REAL- ESTATE SECTOR SINCE 2002. Heritage Design & Development Ltd. Committed to best quality apartment.

Geo Survey Solution Geo Survey Solution
Holding # 1/5-E (1st Floor), Asad Avenue, Satmasjid Road
Muhammadpur, 1207

Geo Survey Solution is a multidisciplinary consultancy servicing firm for asset valuation & Survey.