ATP

Aid Towards Post-graduation

06/10/2021

♦️রেসিডেন্সীর প্রিপারেশনে আমরা ম্যাক্সিমামই বেসিক সায়েন্সের টপিকগুলো নিয়েই ব্যস্ত থাকি বা বেশি সময় দিয়ে থাকি।ক্লিনিক্যাল পার্ট টা শুরু করি পরীক্ষার ঠিক আগে আগে।সে সময়ে কোথা থেকে কি পড়বো আর কতটুকু পড়বো তা ঠিক করতেই সময় চলে যায়।
ফলে দেখা যায় ক্লিনিক্যাল টপিকের প্রিপারেশনে একটা বড় গ্যাপ রয়ে যায়।

♦️আবার বেসিক সায়েন্স এর প্রিপারেশন যেমন একবার নিয়ে নিলেই হয়ে যায়।
সেখানে ক্লিনিক্যাল এর প্রশ্নের ধরন প্রতিনিয়ত কিছুটা পরিবর্তন হয়ে যায়।

♦️তার উপর যাদের নন ক্লিনিক্যাল জব তাদের তো ক্লিনিক্যাল পড়াশুনার সাথে সারা বছর এটাচমেন্ট থাকে না। তাই হুট করে এক্সাম এর আগে এটা গুছানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

⛔⛔ মনে রাখবেন রেসিডেন্সী পরীক্ষায় সব ফ্যাকাল্টিতেই ক্লিনিক্যাল পার্ট থেকে ২০-৩০% কোশ্চেন আসে।

২০২১ সালের ১০০ মার্কের রেসিডেন্সি প্রশ্নে MD faculty তে ৪১ আর MS facultyতে ২৯টা ক্লিনিক্যাল প্রশ্ন ছিল।যা মোট নাম্বারের ৩০-৪০%।

সুতরাং এই টপিক গুলো কে হালকা ভাবে নিয়ে চান্স পাওয়ার চিন্তা করারই সুযোগ নাই।

🔘এটিপি তে এ পর্যন্ত যতজন কোচিং করেছেন বা যারা ফ্যাকাল্টি প্রিপারেশন আবার ও ঝালিয়ে নিতে চান তাদের জন্যই এটিপি আয়োজন করতে যাচ্ছে

"Special Faculty Batch for Residency 2022"

👉থাকবে এমডি এমএস, ব্যাসিক,পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির ৩ টি কম্প্রিহেনসিভ ক্লাস

👉দেয়া হবে রিসেন্ট কোশ্চেন এর উপর বেইস করে হাইলাইটেড এক্সক্লুসিভ লেকচার শীট

👉ক্লাস শেষে নেয়া হবে ক্লাস টেস্ট এক্সটেনসিভ সলভ ক্লাস সহ।

🔴এই ৩ স্টেপ প্যাকেজ এর মাধ্যমে ফ্যাকাল্টি তে আপনারা একটি কনফিডেন্ট প্রিপারেশন করে ফেলতে পারবেন যা আপনাকে এগিয়ে রাখবে আসন্ন যুদ্ধ ক্ষেত্রে।

Course Fee: Tk 520/-

Admission Procedure:
➡️From any browser go to atponlinebd.com
➡️Register yourself by adding your name, phone number, Email address, and BMDC number.
➡️After registration sign in /If you are already registered then sign in directly
➡️After sign in you will see your profile
➡️ From courses select "PURCHASE" under "SPECIAL FACULTY BATCH"
➡️ Then follow instruction and complete payment
➡️ Once payment is successful you will recieve a sms and course will be aadded to your profile
Schedule will be available there.

N.B Admission can also be completed at our Office

Webpack App

Photos from ATP's post 04/10/2021

🔘Topic: Immunology🔘

All these topics will be covered in next exam and thus all of them will be discussed in our next online solve class.

For details login to atponlinebd.com

Better Preparation Better Future

♦️N.B: By clicking on the hashtag above you can see suggestions of all previous topics♦️

Nephrology & Clinical Bichemistry.pdf 26/09/2021

Work out MD Faculty

Topic: Nephrology and Clinical Biochemistry

All boxes and segments are those from which question came in previous exams, all Faculty question topics covered

Green Highlighted lines are last 5 year questions stems.

Get the PDF at:
https://drive.google.com/file/d/1n-BazSuPFPvxgBYH9CQjMKqEpgEdxIe-/view?usp=sharing

Mention or share our page with 100 Doctors to get all the topics via mail.

Nephrology & Clinical Bichemistry.pdf

17/09/2021

The Pandemic have already destroyed 2 years of our life!! Don't allow depression and tension to waste more..

A right decision at the right time can change the whole scenario, just one forcefull drive can bring the most awaited success in your life.

We are by your side, complete solution for post-graduation in Chattagram. With experienced faculty and digitalized setup.
Be a part of our success story.

ATP
Postgraduation enterance program for Doctors.
Chawkbazar, Chattagram
For any query: 01788889799

Running batch:
Diploma long batch 2022 (offline)
Residency Exam batch 2022
(Online+Offline)

16/09/2021

Topic: Blood Clotting Pathways and Clotting Defects.

One of the most important, 5 Star, topics for any postgraduation exams in Bangladesh made easy.

Learn with concept, practice with formula and recall for life

29/08/2021

Residency 2022 কে সামনে রেখে ইতিমধ্যেই শেষ হয়েছে ফিজিওলজি ৪ টি টপিক্স এর পরীক্ষা , সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট টপ টেন টপিক্স ক্লাস ও এক্সটেন্সিভ সল্ভ ক্লাস, আলহামদুলিল্লাহ, আশাতীত সাড়া পাচ্ছি আমরা, ভবিষ্যতে আরো ভালো এবং এক্সক্লুসিভ কিছু নিয়ে আসার চেষ্টা থাকবে আমাদের।
সামনের সপ্তাহে শুরু হচ্ছে প্যাথলজি এক্সাম। সাথে থাকবে এটিপির অভিজ্ঞ মেন্টরদের দিয়ে এক্সটেনসিভ পোস্ট-এক্সাম সলভ ক্লাস। যাতে শেষমুহুর্তে ঝালিয়ে নিতে পারেন আপনার প্রিপারেশন।কনফিউশানগুলো দূর করে বাড়াতে পারেন আপনার কনফিডেন্স...যার একটি পজিটিভ ইফেক্ট পাবেন চূড়ান্ত পরীক্ষায়।

আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করলেই প্রোফাইলএ পাচ্ছেন টপ টেন টপিক্স এর ফ্রি এক্সেস!

তাই পুরো ভিডিও দেখতে রেজিস্টার অথবা লগইন করুন l

27/08/2021

ডিপ্লোমা /নন রেসিডেন্সি কোর্সের অনারারিয়াম চালু করার সিদ্ধান্তের পিছনে যারা কাজ করেছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের সকলের এবং বিএসএমএমইউ কর্তৃপক্ষের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। অমানবিক এক প্রথার শিকল ভেঙে এখন এই কোর্সটিও একটি ন্যায্যতা পেলো।

এবার আপনার পালা নিজের মধ্যে লুকিয়ে থাকা সেই স্বপ্ন কে বাস্তবায়ন করার!!
সুযোগ এসেছে আপনার কাছে, চান্স টা পেলেই বদলে যাবে সবকিছু, শুধু দুই বছরের কষ্ট, পাশ করলেই কনসালটেন্ট!

➡️যারা এফসিপিএস কিংবা রেসিডেন্সির পাঁচ বছরের প্যারা নিতে চান না।
➡️যারা সংসার বা পরিবারের বিভিন্ন চাপ সামাল দিয়ে এতদিন দীর্ঘ কোন কোর্সে যাওয়ার সাহস করতে পারেন নি।
➡️যারা বাস্তবিক সমস্যা এবং নানা দায়িত্বের চাপে পরে বিনা বেতনে ট্রেনিং এফোর্ড করতে পারবেন না দেখে এত দিন অগ্রসর হননি।
তাদের সবার জন্য এটা সুবর্ণ সুযোগ!!

সব চেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিপ্লোমা থেকে ১ বছর ট্রেনিং FCPS এ কাউন্ট হয়!
ডিপ্লোমা তে চান্স নিশ্চিত করতে পারলেই আপনি হবেন আগের চেয়ে আরো বেশি কনফিডেন্ট এবং ২ বছর কোর্স চলাকালীন সময় আপনি এপিয়ার করতে পারবেন রিলেটেড সাবজেক্ট এর এফসিপিএস এক্সামেও।
এই নতুন কনফিডেন্স কে পুঁজি করে আপনি যদি কোন ভাবে পার্ট ১ করে ফেলতে পারেন,আর পিছনে ফিরে তাকাতে হবেনা।
ডিগ্রী শেষে আপনার কাছে থাকবে আরো একটি ১ বছরের ট্রেনিং সার্টিফিকেট।
এবার কনসালটেন্ট হিসেবে প্র‍্যাকটিস ও থাকবে এবং আরও বড় স্পেশালিস্ট হওয়ার লক্ষ্যে ট্রেনিং ও কন্টিনিউ করতে পারলেন, তাই অনেক নতুন পাস করাদের মধ্যেও জনপ্রিয় এই ডিগ্রী টি।

তাহলে আর দেরি কিসের! এটিপি চট্টগ্রাম এর জন্য শুরু করতে যাচ্ছে সেপ্টেম্বর থেকে অফলাইন ডিপ্লোমা লং ব্যাচ।

ক্লাস হবে প্রতি বৃহস্পতিবার
বিকেল ৩টায়।
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
🔘Enroll yourselves today and get attached with our experienced faculty to ensure your success.🔘

♦️Course Features:
01 class weekly
28 Subjective Class
04 Faculty Class
32 Topic Exams
06 Subject Finals
02 Mock Exams

♦️Course Start from:
09.09.21(Thursday)

♦️Course Fee:Tk 12000
(Discount of Tk:2000 if admitted within 09th September)

Photos from ATP's post 23/08/2021

Topic: Gastrointestinal System Vitamin and Minerals
All these topics will be covered in tomorrows exam and thus all of them will be discussed in our next solve class.
For details login to atponlinebd.com
Better Preparation Better Future.

19/08/2021

আর মাত্র ২.৫ থেকে ৩ মাস পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমানে দেশের সব চাইতে অর্গানাইজড পোস্টগ্র‍্যাজুয়েশন ডিগ্রির ভর্তি পরীক্ষা।
♦️Residency 2022♦️

এই পরীক্ষার দিন রাতেই ঘোষণা হয়ে যায় ফলাফল! এবং এ রাতের একটি পজিটিভ ফলাফল পাল্টে দিতে পারে আপনার পুরো পরিস্থিতি । নামের পাশে যুক্ত হয়ে যাবে আলাদা একটি সম্মাননা।পরের দিন সকাল থেকেই কর্মক্ষেত্রে, চাকরীতে, বন্ধুবান্ধবের কাছে, পাড়া মহল্লায় আপনি লাভ করবেন আলাদা একটি স্থান।

কল্পনায় নয়...... এটাকে বাস্তব করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার এখনি ঠিক সময় । লাগবে কঠোর পরিশ্রম ও অসাধ্য সাধন করার মতো স্পৃহা। এই ৩ মাসের সর্বোচ্চ ব্যবহার এরও কোনো বিকল্প নেই।

আপনারা এই সময় টার যেন সর্বোচ্চ প্রয়োগ করতে পারেন সে জন্য এটিপি সাজিয়েছে সম্পূর্ণ অনন্য একটি ৩ স্তরের এক্সাম প্যাকেজ।
ইতি মধ্যে হয়ে গেছে প্রথম টপ টেন ডিসকাশন ক্লাস, পরীক্ষা ও এক্সটেন্সিভ সল্ভ ক্লাস।

এভাবেই চলবে আগামী ৩ মাসের কার্যক্রম। তাই অযথা সময় নষ্ট না করে আজকেই যুক্ত হোন এবং শেষ একটি ড্রাইভ দিন।এই ড্রাইভ হতে হবে আপনার জীবনের সেরা ড্রাইভ এবং এই সিদ্ধান্তই হয়ে যেতে পারে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত।
বিস্তারিত দেখতে এবং জানতে ভিজিট করুন
atponlinebd.com

Photos from ATP's post 17/08/2021

Topic: Respiratory System

All these topics are the must know topics from Respiratory System.
First Exam will begin at 3pm today, admission are open.

All these topics have been covered in todays question, and therefore all these topics have been discussed in the solve class.

We are delivering more than your expectations.......
just register at (atpbdonline.com) and enjoy first two exams .... you will defenitely find the difference....

16/08/2021

All set to go
Welcome to Complete Residency Exam Package for Residency 2022.
Here's a tutorial video regarding, how to utilize our service.

edu_web 14/08/2021

"Free 25 Discussion classes For Residency Exam"
&
"Special Exam Batch With Extensive Solve Class for Tk 1000 only "

প্রথম যে দিন মেডিকেলের এই দীর্ঘ পথে আমরা হাঁটা শুরু করি, মনের গহীনে পোস্ট গ্র‍্যাজুয়েশন স্বপ্নটা তখনই বুনা শুরু হয়ে যায়। প্যান্ডেমিকে দুনিয়া থমকে গেলেও,জীবন কিন্তু চলমান চলমান ভর্তি পরীক্ষা,পরীক্ষার রেজাল্ট, চান্স না পেয়ে প্রচন্ড হতাশ হওয়া। চান্স না পেলে পরীক্ষার আগে পড়ি বা না পড়ি,রেজাল্টের পর খুব কাছের কোন বন্ধু, লাইব্রেরির ঐ কোনায় বসা আঁতেলটা...যেই চান্স পাক না কেন মন কিন্তু খারাপ হবেই।

আজকের দিনে দাঁড়িয়ে ঠিক তিন মাস পর হতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত রেসিডেন্সী পরীক্ষা। যার সফলতা বিফলতা জীবনের গতিপথ বদলে দিবে।কেউ কেউ হয়তো সব ম্যানেজ করে এবারই সবচেয়ে ভালো স্কোপ টা তৈরি করেছে,নানাবিধ ঝামেলায় এবারের মতো সুযোগ হয়তো আর হবে না। কারো কারো হয়তো এবারের পরীক্ষাটা খুব সিরিয়াসলি দেয়ার ইচ্ছে ছিল কিন্তু কোভিড ঝড়ে তিনি বিধ্বস্ত।পণ করেছেন আজকে থেকে শুরু করবেন।

রেসিডেন্সী পরীক্ষায় ভালো করার অন্যতম উপায় হচ্ছে প্রশ্নের প্রতিটা স্টেমের ক্রিটিক্যাল রিজনিং।কেন এই উত্তর টা ট্রু,এটা জানা যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি জানা প্রয়োজন কেন এটা ফলস।কারণ ফলস বলতে হলে সঠিক উত্তরটিও জানতে হয়।
অনেকেই খুব ভালো প্রিপারেশন নেন, খুব পড়েন খুব ভালো পরীক্ষা দেন।কিন্তু চান্স পান না।আবার কেউ কেউ মাঝারি মানের পড়েও ভালোভাবে চান্স পান।এখানে মূল পার্থক্য কিন্তু পড়ালেখার স্মার্টনেসে।

সিলেবাস এতো বিশাল যে,পরীক্ষার হলে প্রতিটা প্রশ্ন আপনার পরিচিত,আগে পড়ছেন,জানতেন....এমন টাইপ কিন্তু সঠিক উত্তর নিয়ে কনফিউজ।কেন এমন হয়?
কারণ ক্রিটিক্যাল রিজনিং হয় নাই।রিভাইজ হয় নাই।
এই জিনিসটা ইম্প্রুভমেন্টের জন্য সবচেয়ে বেশি দরকার পরীক্ষা দেয়া।যত বেশি পরীক্ষা দিবেন নিজেকে কষ্টিপাথরে ততই ঘষা হবে।পোস্টগ্রাডে চান্স পাওয়া ততই সহজ হবে।

এই পোস্টগ্র‍্যাজুয়েশন এর পথ সহজ করার লক্ষ্যে ATP কাজ করে যাচ্ছে। গত ৪ বছর চট্টগ্রামে অফলাইন প্লাটফর্মে আমরা সুনামের সাথে কাজ করে যাচ্ছি।দেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে আমাদের গ্রুমিং করা কোন পোস্টগ্রাড ফেলো নাই।তাদের অনেকেই ইতিমধ্যে পোস্টগ্রাড শেষ করে কর্মজীবনেও উজ্জ্বল।

চলমান প্যান্ডেমিক, সরকার ঘোষিত লকডাউন, ডাক্তারদের উপজেলা পর্যায়ে কর্মরত থাকাসহ নানাবিধ সীমাবদ্ধতার কথা চিন্তা করে এবং আমাদের কাজের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে আমরা তৈরী করেছি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি মেডিকেল এডুকেশন প্লাটফর্ম...
🔘🔘 atponlinebd.com 🔘🔘

প্রাথমিকভাবে আসন্ন রেসিডেন্সি পরীক্ষার জন্য আমরা ৩ স্তরের একটি স্বয়ংসম্পূর্ণ ‘রেসিডেন্সি এক্সাম প্যাকেজ’ এর আয়োজন করেছি।

যাদের জন্য এই আয়োজনঃ
● যারা ডিউটির বাড়তি চাপে এতদিন ভালভাবে পড়াশুনা করতে পারেন নি।
● যারা মোটামুটি পড়াশুনা পড়লেও প্রস্তুতি এখনো সম্পূর্ণভাবে গুছিয়ে উঠতে পারেন নি।
● প্রস্তুতি গোছানো থাকলেও এখনো নিজেকে Evaluate করতে পারছেন না।

৩ স্তরের ‘রেসিডেন্সি এক্সাম প্যাকেজ’ এর বিবরনঃ
১। ২৫টি ডিসকাশন ক্লাসঃ প্রত্যেক পরীক্ষার আগে বিষয়ভিত্তিক ডিসকাশন ক্লাস থাকবে বিগত বছরের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ ‘টপ টেন টপিকস” এর উপর (এর মাধ্যমে ২৫টি ক্লাসে গুরুত্বপূর্ণ ২৫০টি টপিকস আলোচনা করা হবে, যা থেকে আপনি পরীক্ষায় ৫০% এর বেশি প্রশ্ন কমন পাবার আশা করতে পারেন)।

২। মানসম্পন্ন প্রশ্নে মোট ৩২টি পরীক্ষা (২৪ টি বিষয়ভিত্তিক পরীক্ষা, ৬টি সাবজেক্ট ফাইনাল, ২টি মক টেস্ট)।
আমাদের অনলাইন পরীক্ষা পদ্ধতির বিশেষ আকর্ষণ এক্সাম শেষে আপনার উত্তরপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন যেখানে আপনার ভুল করা স্টেম গুলো বিশেষ কালারে হাইলাইট করা থাকবে, যা বার বার রিভাইস এর মাধ্যমে সহজেই আপনার প্রস্তুতিকে সমৃদ্ধ করতে পারবেন।

৩। প্রত্যেক পরীক্ষা শেষে থাকবে এক্সটেন্সিভ সলভ ক্লাস, যাতে প্রত্যেক প্রশ্নের উপর বিস্তারিতভাবে আলোচনা করা হবে, যেন পরীক্ষায় একই টপিক থেকে ভিন্নভাবে প্রশ্ন এলেও আপনি সঠিক ভাবে উত্তর দিতে সমর্থ হতে পারেন।

আমাদের এই টোটাল প্যাকেজ এর অফিসিয়াল কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা মাত্র।

তবে ‘করোনা প্যান্ডেমিকে ক্ষতিগ্রস্ত অর্থনীতি, সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ডাক্তারদের অবদান এবং আমাদের অনলাইন সার্ভিস এর উদ্বোধন উপলক্ষে আমরা কিছু বিশেষ অফার রেখেছি আপনাদের সকলের জন্যঃ

● আমাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করলেই ২৫টি ডিসকাশন ক্লাস আপনাদের জন্য উন্মুক্ত থাকবে।
● প্রথম দুইটি পরীক্ষা এবং সলভ ক্লাসও সকলের জন্য উন্মুক্ত থাকবে।
● যারা আমাদের সম্পূর্ণ এক্সাম প্যাকেজটির সেবা পেতে আগ্রহী, তারা ৩১ আগস্টের মধ্যে Payment করলে ১০০০ টাকা ডিসকাউন্ট পাবেন।

রেজিস্ট্রেশন এর নিয়ম:
➡ atponlinebd.com এ যাবেন।
➡ সেখানে নাম, ফোন নম্বর, ইমেইল, বি.এম.ডি.সি. নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করবেন
➡ এর পর আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন
➡ সেখান থেকে Exams এ গিয়ে Residency exam প্যাকেজটির জন্য Payment সম্পন্ন করবেন।
➡ আপনার প্রোফাইল এ এর পর থেকে সিডিউল অনুযায়ী এক্সাম available হতে থাকবে।
➡ এক্সাম এর দুই দিন আগে টপ টেন টপিক এর ডিসকাশন ক্লাস আপনার প্রোফাইল এ যুক্ত হতে থাকবে এবং
➡ এক্সাম শেষে সলভ ক্লাসগুলো নির্ধারিত ফোল্ডার এ available হতে থাকবে।

edu_web

Want your school to be the top-listed School/college in Muradpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#Top_Ten_Topics_Program_Residency_2022#ATP_TiTBiTsTopic: Blood Clotting Pathways and Clotting Defects.One of the most im...
Residency 2022 কে সামনে রেখে ইতিমধ্যেই শেষ হয়েছে  ফিজিওলজি  ৪ টি টপিক্স এর পরীক্ষা , সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট...
All set to go Welcome to Complete Residency Exam Package for Residency 2022.Here's a tutorial video regarding, how to ut...

Telephone

Address


Gulzar Tower
Muradpur

Other Educational Consultants in Muradpur (show all)
Scholars'Den Scholars'Den
H-109, R-09, O. R. NIZAM Road R/A
Muradpur, 4203

We are the one you need help for Duolingo, IELTS & OITEC, we provide full care with exam center.

GK মেডিসিন - মেডিকেল & ডেন্টাল এডমিশন GK Book. GK মেডিসিন - মেডিকেল & ডেন্টাল এডমিশন GK Book.
Chwak Bazar
Muradpur

★★ভার্সিটি এডমিশন কেয়ার # মানবিক # ব্য?

Admission Cadet Coaching Admission Cadet Coaching
Muradpur

We can say with great confidence that your child will be developed for cadet college admissions through our coaching education as well as enrich their basic knowledge.

Chittagong Technical College - Notice Board Chittagong Technical College - Notice Board
129 Muradpur
Muradpur, 4211

Chittagong Technical College (CTC) is a Diploma Engineering College. Located at Muradpur, Chattogram

Nihon It Chattogram Branch Nihon It Chattogram Branch
S. N. MIM CITY( 2ND Floor) HOLDING NO. 83, HATHAZARI Road
Muradpur, 4211

The most trusted Japanese language institution in Bangladesh, which is directly operated from Japan.

EDUnTECH ADVISORS ctg office EDUnTECH ADVISORS ctg office
150/A, 5th Floor, Halim Tower, Panchlaish Circle
Muradpur

STUDY ABROAD & GROW GLOBALLY✈️ Contact for more: ☎️+880 1880-942457