চলুন অল্প কিছু ইংরেজি শিখি
অল্প করে সহজে ইংরেজি শিখি।Learn English little by little.
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Shahed Khan, Mohmmaed Amjad Hossain, Md Azam
Vocabulary words.
ইট মারলে পাটকেল খেতে হয়।
=Tit for tat.
🖤তুমি না জাগলে,কে তোমায় জাগাবে?
=তুমি সফল হলে,তৃপ্তির হাসি তুমি ছাড়া কে হাসবে?
কিছু silent অক্ষরের English word
K-silent Word
🌟Knock – নক – টোকা
🌟Knife – নাইফ – ছুরি
🌟Knack- ন্যাক – দক্ষতা
🌟Knead – নীড – মালিশ
🌟Know – নৌও – জানা
🌟Knowledge – নলেজ – জ্ঞান
🌟Knot – নট – গিট্টু
🌟Knitting- নীটিং – বোনা
🌟Knee- নী – হাটু
🌟Kneel – নীল – ঝোকা
Pronouns( সর্বনাম)
I(আই)= আমি।
Me(মী)=আমাকে।
My(মাই)= আমার।
By me( বাই মী)= আমার দ্বারা।
In me( ইন মী)= আমার মধ্যে।
On me(অন মী)=আমার উপরে।
মজার কিছু ইংরেজী শব্দার্থ 🔷️
🔰eat —- খাওয়া
🔰drink —- পান করা
🔰suck —- চুষে নেওয়া
🔰lick —- লেহন করা বা চাটা
🔰bite —- কামড়ানো
🔰swallow —- গিলে ফেলা
🔰sip —- চুমুক
🔰taste —- আস্বাদন করা
🔰chew —- চিবানো
🔰bite off —- কামড়ে ছিঁড়ে নেওয়া
🔰eat voraciously —- গোগ্রাসে খাওয়া
🔰eat like a bird —- অল্প খাওয়া
🔰throw up —- বমি করা (vomit)
🔰eat too much —- অত্যধিক আহার করা
🔰vegetarian —- নিরামিষভোজী
🔰breakfast —- সকালের নাস্তা
🔰lunch —- মধ্যাহ্নভোজ বা দুপুরের খাবার
🔰dinner —- রাতের খাবার
🔰supper —- দিনের শেষ খাবার
🔰feast —- আনন্দময় ভোজ
🔰starve —- অনাহারে কাটানো
🔰fast —- রোজা রাখা
🔰overeat —- অতিভোজন করা/পরিমাণে বেশি খেয়ে ফেলা
◾◾Food & Drinks খাদ্য ও পানীয়◾◾
1.Apple: (অ্যাপল) আপেল
2.Breakfast: (ব্রেকফাষ্ট) নাস্তা
3.Bread: (রুটি) ব্রেড
4.Barley: (বার্লি) যব
5.Butter: (বাটার) মাখন
6.Bun: (বন) বনরুটি
7.Boiled Rice: (বয়েলড রাইস) ভাত
8.Butter milk: (বাটার মিল্ক) ছানা
9.Beaten rice: (বীটেন রাইস) চিড়া
10.Biscuit: (বিস্কুট) বিস্কুট
11.Beef: (বীফ) গরুর গোশত
12.Curd: (কার্ড) দধি
13.Casein: (কেজিন) ছানা
14.Curry: (কারি) তরকারি
15.Chop: (চপ) বড়া
16.Cake: (কেক) পীঠা
17.Chocolate: (চকোলেট) চকলেট
18.Cutlet: (কাটলেট) মাংসের বড়া
19.Coffee: (কফি) কফি
20.Cheese: (চিজ) পনির
21.Cream: (ক্রীম) দুধের সর
22.Coarse flower: (কোর্স ফ্লাওয়ার) আটা
23.Dinner: (ডিনার) রাতের খাবার
24.Drink: (ড্রিংক) পানীয়
25.Egg: (এগ) ডিম
26.Food: (ফুড) খাদ্য
27.Fried Rice: (ফ্রাইড রাইস) মুড়ি
28.Fowl: (ফাউল) মুরগির মাংস
29.Flour: (ফ্লাওয়ার) ময়দা
30.Feast: (ফিস্ট) ভোজন
31.Fish: (ফিস) মাছ
32.Flesh: (ফ্লেশ) কাঁচা মাংস
33.Fry: (ফ্রাই) ভাজা
34.Fat: (ফ্যাট) চর্বি
35.Ghee: (ঘি) ঘি
36.Honey: (হানি) মধু
37.Hotch- Potch: (হচ-পচ) কিচুড়ি
38.Ice: (আইসক্রীম) কুলফি বরফ
39.Juice: (জুইস) রস
আপনার পেজটা ঘুরে আসলাম আপনার পেজটা সত্যি খুব সুন্দর এগিয়ে যান পাশে আছি আপনার পরবর্তীতে সফলতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। রিভিউ ব্যাক দিবেন
♪How fool! — কি বোকা!
♪Oh sure! — হ্যাঁ বলুন!
♪ I see ! — তাই বুঝি!
♪What? — কি?
♪ Is that so! — তাই নাকি!
♪ Of course — অবশ্যই।
♪ Yes right — জি আচ্ছা!
♪ Yes go on — বলতে থাকুন!
♪That's right — ঠিক বলছেন।
♪ How do you do? — কেমন আছেন?
♪How are you? — কেমন আছেন?
♪ I'm fine thank you—ভালো আছি,ধন্যবাদ।
১০০+ গুরুত্বপূর্ণ Linking words/ Conjunction
✪ As - কারন, যেহেতু
✪ Say- ধরা যাক
✪ So - অতএব , সুতরাং
✪ Who - কে, যে, কেকে
✪ And - এবং ,ও
✪ But - কিন্তু, তথাপি
✪ That - যে , যা, যাতে, ফলে
✪ Even - এমনকি
✪ At first - প্রথমত
✪ Often - প্রায়ই , মাঝে মাঝে
✪ More - আরো , অধিকতর
✪ Which - যেটি , যা
✪ As if - যেন
✪ Although – যদিও, যাতে , সত্বেও
✪ While - যখন
✪ Similarly - অনুরূপভাবে, একইভাবে
✪ Therefore - অতএব , সুতরাং
✪ So that - যাতে , যেন
✪ First of all - প্রথমত
✪ Rather - বরং, চেয়ে
✪ Such as - তেমনই
✪ However – যাইহোক
✪ Indeed – প্রকৃতপক্ষে
✪ Whereas – যেহেতু
✪ Usually - সাধারনত
✪ Only – শুধু, কেবল, একমাত্র
✪ Firstly - প্রথমত
✪ Finally - পরিশেষে
✪ Moreover - তাছাড়া, অধিকন্তু, উপরন্তু
✪ But also - এমনি , এটিও
✪ As well as – এবং, ও, পাশাপাশি
✪ Furthermore - অধিকন্তু
✪ Regrettably - দুঃখজনকভাবে ।
✪ in fact – আসলে
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably – লক্ষণীয়ভাবে
✪ Consequently – অতএব
✪ On the whole – মোটামুটি
✪ Either - দুয়ের যে কোন একটি
✪ Neither - দুয়ের কোনটি নয়
✪ In any event - যাহাই ঘটুক না কেন
✪ Additionally - অতিরিক্ত আরো
✪ In this regard – এ বিষয়ে
✪ As a matter of fact -বাস্তবিকপক্ষে/প্রকৃতপক্ষে
✪ Including - সেই সঙ্গে
✪ Nonetheless - তবু
✪ Nevertheless - তথাপি , তবুও , তারপরও
✪ Lest - পাছে ভয় হয়
✪ Whether - কি ...না , যদি
✪ Comparatively - অপেক্ষাকৃত
✪ To be honest - সত্যি বলতে
✪ Come what may - যাই ঘটুক না কেন
✪ If you do care - যদি আপনি চান
✪ Next to nothing - না বললেও চলে
✪ As far as it goes - এ ব্যাপারে যতটুকু বলা যায় ।
✪ As far as I’m concerned - আমার জানা মতে ।
✪ Why on earth - (বিরক্তি প্রকাশার্থে)- কেন যে?
✪ On the other hand - অন্যদিকে ।
✪ In this connection - এ বিষয়ে ।
✪ In addition - অধিকন্তু, মোটের উপর
✪ Infact - প্রকৃতপক্ষে
✪ To be frank - খোলাখুলি ভাবে বলা যায় ।
✪ Sincerely speaking - সত্যিকার ব্যাপার হলো ।
✪ To sum up - সংক্ষেপে বলতে গেলে
✪ Though - যদিও, সত্বেও
✪ Incidentally - ঘটনাক্রমে
✪ Then - তারপর ,তখন
✪ Than - চেয়ে , থেকে
✪ For a while - কিছুক্ষণের জন্য
✪ In order to - উদ্দেশ্যে, জন্যে
প্রয়োজনীয় কিছু বিপরীতার্থক শব্দ:
vocabulary learning --
Always (অলওয়েজ) - সবসময়
Never (নেভার) – কখনো না
Grateful (গ্রেটফুল) - কৃতজ্ঞ
Ungrateful (আনগ্রেটফুল)-অকৃতজ্ঞ
Pleased (প্লিজড) - খুশী হওয়া
Displeased (ডিসপ্লিজড) - অখুশী হওয়া
Real (রিয়েল) - আসল
Unreal (আনরিয়েল) - নকল
Solvent (সলভেন্ট) - ঋণমুক্ত
Insolvent (ইনসলভেন্ট) - দেউলিয়া
Honour (অনার) - মর্যাদা
Dishonour (ডিসঅনার) - অমর্যাদা
Wise (ওয়াইজ) - জ্ঞানী
Unwise (আনওয়াইজ) – মূর্খ
Literate (লিটারেট) - শিক্ষিত
Illiterate (ইললিটারেট) - নিরক্ষর
Willing (উইলিং) - ইচ্ছাকৃতভাবে
Unwilling (আনউইলিং)-অনিচ্ ছাকৃতভাবে
Guide (গাইড) - ঠিকভাবে পরিচালনা করা
Misguide (মিসগাইড) – ভুলভাবে পরিচালনা করা
Barren (ব্যারেন) - অনুর্বর
Fertile (ফার্টাইল) - উর্বর
Blunt (বান্ট) - ভোঁতা
Sharp (শার্প) - তীক্ষ্ম
Bright (ব্রাইট) - উজ্জ্বল
Dim (ডিম) - স্তিমিত
Care (কেয়ার) - যত্ন
Neglect (নেগলেক্ট) - অবহেলা
Confess (কনফেস) - স্বীকার করা
Deny (ডেনাই) - অস্বীকার করা
Admire (অ্যাডমায়ার) - প্রশংসা করা
Despise (ডেসপাইস) - ঘৃণা করা
Humble (হাম্বল) - নম্র
Proud (প্রাউড) - গর্বিত
Fine (ফাইন) - সূক্ষ
Coarse (কোয়ার্স) - মোটা
Superior (সুপেরিয়র) - উচ্চস্তরের
Inferior (ইনফেরিয়র) - নিচুস্তরের
Rough (রাফ) - খসখসে
Smooth (স্মুথ) - মসৃণ
Optimist (অপটিমিস্ট) - আশাবাদী
Pessimist (পেসিমিস্ট) - নিরাশাবাদী
Affected (অ্যাফেকটেড) - আক্রান্ত
Unaffected(আনঅ্যাফেকটেড)- অনাক্রান্ত
Convenient (কনভেনিয়েন্ট) - সুবিধাজনক
Inconvenient (ইনকনভেনিয়েন্ট) - অসুবিধাজনক
Prepared (প্রিপেয়ার্ড) - তৈরী
Unprepared (আনপ্রিপেয়ার্ড)- অপ্রস্তুতকৃত
Fortunately (ফরচুনেটলি)- সৌভাগ্যবশত
Unfortunately (আনফরচুনেটলি) - দূর্ভাগ্যবশত
Happy (হ্যাপি) - সুখী
Unhappy (আনহ্যাপি) - অসুখী
Dependent (ডিপেন্ডেন্ট) - পরনির্ভর
Independent (ইনডিপেন্ডেন্ট) - স্বনির্ভর
Earthy (আর্দি) - পাথিব
★★EE+Consonant (R দ্বারা) এভাবে ব্যবহৃত হলে, "EE" এর উচ্চারণ "ঈ" হয়।
উদাহরণ :
Need (নীড)= প্রয়োজন
Feel ( ফীল)= অনুভব করা
Steel ( স্টীল)=ইস্পাত
★★ শব্দাস্থিত OE এর উচ্চারণ হয় "ঈ"
উদাহরণ :
Phoenix (ফীনিক্স)=রুপ কথার পাখি বিশেষ
Amoeba( এ্যামিবা)=ক্ষুদ্র এক কোষী প্রাণী
01 Education এজুখেইশন ------- শিক্ষা
02 Basic বেইসিক ----- প্রাথমিক
03 Famous ফেইমাস ----- বিখ্যাত
04 Patient ফেইশেন্ঠ ----- রোগী
05 Payment ফেইমেন্ঠ ----- পেমেন্ট
06 Special স্পেশাল ------- বিশেষ
07 Official অফিশাল ----- দাপ্তরিক
08 Interesting ইন্ঠরেস্টিং ----- মজাদার
09 Station স্টেইশন ----- স্টেশন
10 Women উইমেন ----- নারীরা
11 Woman উম্যান ----- নারী
12 Restaurant রেস্টুরন্ঠ ----- রেস্তোরা
13 Development ডিভেপমেন্ঠ ----- উন্নয়ন
14 Different ডিফরেন্ঠ ----- ভিন্ন
15 Information ইনফোমেইশন ----- তথ্য
16 Breakfast ব্র্যাকফাস্ট ----- সকালের নাস্তা
17 Original অরিজিনাল ----- আসল
18 Vegetable ভেজঠেইবল ----- শাকসবজি
19 Comfortable খমফোঠেইবল ----- আরামপ্রদ
20 Schedule শেডিউল ----- সময়সূচী
21 Able এইবল ----- সক্ষম
22 Make মেইখ ----- তৈরি করুন
23 Jewelry জুয়েলরি ----- গয়না
24 Pizza পিঠজা ----- পিজা
25 Police ফলিস ----- পুলিশ
Vocabulary (household)
✪ Fork (ফর্ক)- কাঁটাচামচ
✪ Bucket (বাকেট) – বালতি
✪ Curtain (কারটেন) – পর্দা
✪ Whisk (হুইস্ক)– ঝাঁটা/ঝাড়ু
✪ Shower (শাওয়ার) – ঝরনা
✪ Pillow (পিলো) – বালিশ
✪ Candle (ক্যান্ডেল) – মোমবাতি
✪ Cutter (কাটার) – বটি
✪ Dish (ডিশ) – থালা
✪ Loft (লফ্ট) – চিলেকোঠা
✪ Cottage (কটেজ) – কুটির
✪ Lantern (ল্যান্টার্ন) – হারিকেন
✪ Blanket (ব্লাংকেট) – কম্বল
✪ Niddle (নীডল) – সুই
✪ Oven (ওভেন) – চুলা
✪ Sieve (সীভ) – ছাকনি
✪ Blender – মিশ্রণকারী
✪ Spoon (স্পুন) – চামচ
✪ Thread (থ্রেড) – সুতা
✪ Armchair – আরামকেদারা
Bone(বোন্)= অস্থি।
Nether lip(নেদার্ লিপ্)= অধর
Limb(লিম্ব)=অঙ্গ - প্রত্যঙ্গ
Ring finger( রিং ফিঙ্গার) =অনামিকা।
📍আপনি কিভাবে আমাকে যেতে বলেন?
How do you tell me to go?
📍আপনি কিভাবে আমাকে আসতে বলেন?
How do you tell me to come?
📍আপনি কিভাবে আমাকে শিখতে বলেন?
How do you tell me to learn?
📍আপনি কিভাবে আমাকে তদন্ত করতে বলেন?
How do you tell me to investigate?
📍আপনি কিভাবে আমাকে শেখাতে বলেন?
How do you tell me to teach?
📍আপনি কিভাবে আমাকে গাইতে বলেন?
How do you tell me to sing?
📍আপনি কিভাবে আমাকে জানাতে বলেন?
How do you tell me to inform?
📍আপনি কিভাবে আমাকে আমন্ত্রণ জানাতে বলেন?
How do you tell me to invite?
🤷♂️🤷♂️ Y-সাধারনত One -Syllable এর শব্দে 👉Y,(আই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণঃ
1)Fly(ফ্লাই) =উড়া।
2)Toy(টই)=খেলনা।
3)Joy(জয়)=আনন্দ।
🌸🌸Two-Syllable এর শব্দে 👉Y(ই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণঃ
1)City =শহর।
2)Funny (ফানি)=আনন্দ করা।
3)Happy (হ্যাপি)=খুশি।
👇🤷♂️
Syllable (শব্দাংশ)=একটি Word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে এক একটি Syllable বা শব্দাংশ বলে।
যেমনঃ=
Farmer =Far+mer
Mother =Mo+ther
River =Ri+ver
Doctor =Doc+tor
🤷♂️🤷♂️ শব্দের শেষে " e" থাকলে "e" এর উচ্চারণ হয় না।
👇উদাহরণঃ-
1) Name(নেইম) =নাম
2) Come(কাম)=আসা
3)Take(ঠেইক)= নেওয়া
4)Fake (ফেইক)=ভূয়া
🤷♂️🤷♂️ Consonant +U+Consonant এভাবে Word গঠিত হলে U এর উচ্চারণ "আ" এর মত হয়।
👇উদাহরণঃ
1)But(বাট)=কিন্তু
2)Nut(নাট)=বাদাম
3)Cut(কাট)= কাটা
4)Null(নাল)=বাতিল
🤷♂️🤷♂️(L+M) পর পর থাকলে এবং পরে Vowel না থাকলে( L)অনুচ্চারিত থাকে।
👇উদাহরণঃ
1)Calm(কাম)= শান্ত
2)Alms(আমজ)=ভিক্ষা
3)Palm(পাম)= তালগাছ।
★★M+B, পর পর থাকলে এবং B এর পরে কোন Vowel না থাকলে🤷♂️ B 🤷♀️ উচ্চারিত হয় না।
👉 উদাহরণঃ
Bomb( বম)-- বোমা
Comb(কৌম)--চিরনি
Thumb(থাম)--হাতের বুড়ো আঙুল।
🌸🌼 শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ "" ন""🌸এক্ষেত্রে "K"অনুচ্চারিত থাকে।
উদাহরণঃ--
১)knowledge (নলেজ)---- জ্ঞান।
২)Knight (নাইট)------অশ্ব।
৩)knee(নী)----- হাঁটু
🇧🇩Bangladesh 🇧🇩 এর পূর্ণরূপঃ-
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
1)B---Blood(রক্তে)
2)A---Achieve( অর্জিত)
3)N--Noteworthy (স্মরণীয়)
4)G---Golden (সোনালী)
5)L---Land(ভূমি)
6)A-- Admirable (প্রশংসিত)
7)D---Democratic ( গনতান্ত্রিক)
8)E---Evergreen(চিরসবুজ)
9)S---Sacred(পবিত্র)
10)H---Habitation(বাসভূমি).
আসুন সবাই 🌸Narration 🌸শিখি।
🍉🍊ফলের নাম ইংরেজিতে অর্থসহ🍋🥭🍊🍋🍒🍐🍏🍇
1)Almond (আঃমনড)---বাদাম
2)Amla(আমলা)---আমলকী
3)Black Berry (ব্ল্যাক বেরি)---কালজাম
4)Citron (সাইট্রন)কাগজী লেবু
5)Coconut (কোকোনাট) --নারিকেল
6) Date (ডেট)---খেজুর
7)Fig (ফিগ)--- ডুমুর
8)Grape (গ্রেপ)---আঙ্গুর
9)Guava(গোয়াবা)--পেয়ারা
🌸🌸১০টি সহজে ইংরেজি বাক্য শিখি,,,,🌼🌼🌼
Absolutely not ------কোনো মতেই না।
Are you sure?--------আপনি কি নিশ্চিত?
Buy it-----এটা কিনুনু।
Call me tomorrow ------আমাকে কালকে ফোন করুন।
This is the very man.------এই সেই লোক।
As soon as possible ----যত দ্রুত সম্ভব
Do you want it?--------আপনি কি এটা চান?
Go right ahead------এগিয়ে যান।
How are you doing??----আপনি কেমন আছেন?
How much is it?--- এর দাম কত?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Mymensingh
Department Of Pathology, Faculty Of Veterinary Science, Bangladesh Agricultural University
Mymensingh, 2202
Its a page for the education, Research and Discussion about the Veterinary Pathology
কেওয়াটখালি বাইপাস (বিশ্বরোড)
Mymensingh, 112182
কেওয়াটখালি, বলাশপুর, বাইপাস (বিশ্বরোড)
Tarakanda
Mymensingh, 2200
Md. Anisur Rahman Lecturer of Botany Bangabandhu Gov't College, Tarakanda, Mymensingh
CK Gosh Road
Mymensingh, 2200
This is the official page for Alamgir Monsur Mintu Memorial College.
Mymensingh
This space is only for informative and educative. Any student can get information from this page mai
College Road
Mymensingh, 2200
Muslim Girls' College online classes
Mymensingh, Dhaka Division
Mymensingh
Who We Are Good Study is the most famous site for perusers and book suggestions in Bangladesh. Our ma