Utshaho

Official page Of Utshaho.

10/10/2020

Professor's Computer Training Center & Online Service We provide computer training and online Services

18/07/2020

আল্লাহ আপনাকে ধন-দৌলত, টাকা-পয়সা,গাড়ি-বাড়ি দিয়েছে আপনি ব্যবহার করুন কিন্তু কথায় কথায় জাহির করা থেকে বিরত থাকুন

20/06/2020

অন্যকে ভালো হবার উপদেশ দিতেই যারা বেশি ব্যস্ত থাকেন তারা নিজেরাই অনেক সময় ভালো হবার সময় পান না।

19/06/2020

জীবনে এই প্রথম ছেকা খাইলাম,,

তাও আবার ডিম ভাজি করতে
গিয়া।.....😅😅😅😅😅😅😅😅

18/06/2020

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

-জসিম উদ্দিন

15/06/2020
12/06/2020

বাংলাদেশে ৮১৫২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত নতুন আক্রান্ত ৩৪৭১ নতুন মৃত্যু ৪৬ মোট মৃত্যু ১০৯৫ নতুন সুস্থ ৫০২ মোট সুস্থ ১৭২৪৯ আল্লাহ আমাদের হেফাজত করুক আমীন

Timeline photos 07/06/2020
06/06/2020

☑️একটি চমৎকার গল্প☑️

😍" এক অপূর্ব সুন্দরী নারী
এক কৃষক কে বলল আমি তোমাকে
বিবাহ করবো। কৃষক তো নারীর চেহারা দেখে পাগল। কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল, তাড়াতাড়ি আমাদের
বিবাহ দাও।

কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল।
আরে বেটা কৃষক, তুই তোএই নারীর উপযুক্তই না,আমি বিবাহ করিব। কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল

এক পর্যায় কৃষক আর কাজী বিচার নিয়ে গেলো
বাদশাহের দরবারে বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল। বাদশাহ বলেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব।

তখন নারীকে বলা হলো, তুমি সিদ্বান্ত দাও কাকে বিবাহ করিবে?? নারী সিদ্ধান্ত দিলো,যে আমাকে দৌড়ে ধরতে পারবে। আমি তাকেই বিবাহ করিব।

নারী দৌড় দিলো,দৌড়াতে দৌড়াতে এক
সময় ছটফট করতে,করতে কৃষক মারা
গেলো।তার কিছুদুর পর একই অবস্তায়
কাজী টাও মারা গেল। বাদশাহ নারীকে বলেন, এখন তো আমি একা, চল বিবাহ করিব
তবুও নারী বলে না, আমাকে দৌড়ে ধরতে
হবে। তখন বাদশাহ বলেন,হে নারী দাড়াও
বল,তুমি আসলে কে????
নারী বলে আমি হলাম
দুনিয়া

আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, মোহ,
আর লোভলালসা।আমার পিছে যে দৌড়াবে, সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবেনা।
---------------------------------------------------------
তাই দুনিয়ার মোহ পরিত্যাগ করে আখিরাতে পাথেও তৈরী করি। আল্লাহ যেনো তৌফিক দান করেন।

05/06/2020

সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ !
যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে।
আপনার গোপন কথা ফাঁস করে দেয়।
এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যে আপনি করেননি।
সুতরাং এই ধরনের চরিত্রের মানুষ থেকে সাবধান।

04/06/2020

জীবন সবসময় ই সুন্দর, যদি সুন্দর ভাবে বাচতে জানি!

04/06/2020

অন্যকে সংশোধনে আমরা যতোটা তৎপর, নিজের সংশোধনে ঠিক ততোটাই উদাসীন। অন্যের ভুল ধরা, দোষ খোঁজা ও সমালোচনাকে আমরা রীতিমত ইবাদতের পর্যায়ে নিয়ে গিয়েছি। আফসোস!
সবসময় অন্যের পেছনে পড়ে থাকা, বর্তমান সময়ের ফিতনা গুলোর মধ্যে অন্যতম একটি ভয়াবহ ফিতনা। দু:খজনক হলেও সত্য যে, এ ক্ষেত্রে নামধারী ইসলামপন্থীরাই সবচাইতে এগিয়ে। হিংসার বিষবাষ্প যে কতটা জঘন্য হতে পারে, নিকট অতীতে তা প্রত্যক্ষ করার সুযোগ আমাদের হয়েছে।
দিনরাত অন্যের মানহাজ উদ্ধারে ব্যস্ত আর সোশ্যাল মিডিয়ায় সম্মানিত আলেমদের ছবির উপরে রেড ক্রস মেরে, উগ্রতা ফেরি করাই ওদের কাজ। প্রভুর দেখানো পথ গ্রহণ না করে ওরা নিজেদের প্রবৃত্তিকেই প্রভু বানিয়েছে। যতদিন নিজেদের মত ও চিন্তার সাথে মিলেছে ততোদিন বাহবা। আর নিজেদের মতের সামান্য বাইরে গেলে, শুরু হয় বাহারি ট্যাগ লাগানোর মহোৎসব।
এদের আচরণ কেমন যেন ভ্রস্ট ও অভিশপ্ত জাতিগোষ্ঠির স্বভাবের সাথে হুবহু মিলে যাচ্ছে। আল্লাহ তায়ালা ইরশাদ করছেন: “নবি হে, ইহুদি ও খ্রিষ্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, যতক্ষণ না আপনি তাদের মতাদর্শের পুরোপুরি অনুসরণ না করবেন”। (বাকারাহ: ১২০)
আমি যে মতের উপর আছি শুধু মাত্র এটাই হক্ব বা আমি যে দল করি সে দলই কেবল জান্নাতি আর বাকীরা সবাই গোমরাহ, বাকীরা সবাই জাহান্নামী। এজাতীয় চিন্তা পরিহার করুন। চিন্তার এই বিভ্রাট আমাদেরকে দিনকে দিন দলকানা করে তুলেছে। দলান্ধতা ও মতান্ধতা আমাদেরকে শেষ করে দিচ্ছে।
আল্লাহ তায়ালার জান্নাত কী এতই ছোট যে অন্যকে জাহান্নামী বানিয়ে সেটা আমাদেরকে দখল করতে হবে? আপনার ঈমান কি এতই ঠুনকো যে আরেকজনকে ভ্রষ্ট প্রমাণ করেই সেটা রক্ষা করতে হবে? তথাকথিত সহিহ আক্বিদা যাদেরকে এতটুকু সহনশীলতার সবকও দিতে পারেনি তাদের প্রতি আসলেই করুনা হয়।
তাই, সময় এসেছে সকল প্রান্তিকতা পরিহার করে, কুরআন সুন্নাহর আলোকে মধ্যমপন্থা অবলম্বনের। ইনশাআল্লাহ, সেদিন বেশী দূরে নয়, যে দিন সকল উগ্রতা, বাড়াবাড়ি আর প্রান্তিকতা, অস্তিত্ব সংকটে পড়ে, মধ্যমপন্থার সৌন্দর্যের কাছে অসহায় হয়ে পড়বে।
আল্লাহ তায়ালা ইরশাদ করছেনঃ
“এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করেছি যাতে করে তোমরা পুরো মানবমন্ডলীর জন্যে সাক্ষ্যদাতা হও এবং যাতে রসূল হতে পারেন তোমাদের উপর সাক্ষী।” (বাকারাহ:১৪৩)

04/06/2020

পৃথিবীর সবচেয়ে বড় অভাগা হল সে, যে "ইন্টারন্যাশনাল রিলেশন" সাবজেক্টে পড়েও একটা রিলেশন করতে পারেনা। 😑

03/06/2020

আমার সব থেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাঁসে না।
- চার্লি চ্যাপলিন

01/06/2020

ছোট বেলায় আম্মুর সাথে কোথাও, গেলে উষ্ঠা খাইয়া পড়ে গেলে,,
আম্মু উঠায়া আবার থাপ্পায়া দিতো,,,

01/06/2020

মানুষের জীবনে সুখ যেমন একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক তেমনই দুঃখ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুখের সময়টা আমরা তেমন একটা হতাশা অনুভব করি না, কিন্তু দুঃখের সময়টা আমরা অনেক হতাশা অনুভব করি। মানুষের খারাপ সময়টা দীর্ঘ মেয়াদি নয় এটা সীমিত সময়ের জন্য। মানুষের খারাপ সময়ের ভালো কর্মই ভালো সময়ে রূপান্তর করে। উদাহরণস্বরূপ: আমরা যখন লেখাপড়া করি তখন কিন্তু আমরা সুখী নয়, কিন্তু তার ভাল ফলাফল পেয়ে আমরা সুখী। ঠিক তেমনি আমরা যখন চাকরি করি তখনও কিন্তু আমরা সুখী নয়, কিন্তু কর্মের বিনিময়ে যে অর্থ পায় তা পেয়ে আমরা খুশি। সুতরাং জীবনে যাই হোক না কেন, কখনো আসা হারাবেন না, খারাপ সময়ে ইতিবাচক থাকুন, ভালো সময়ে নম্র থাকুন এবং সর্বদা আল্লাহকে বিশ্বাস করুন।
- এনামুল সরকার

01/06/2020

নতুন মানুষ পেয়ে পুরোনো মানুষকে ভুলে যাওয়া, মানুষের একটা সরল গুণ।🙂

31/05/2020

সু অভ্যাস তৈরী করা মুসকিল। কিন্তু একবার তৈরী হয়ে গেলে জীবন সহজ হয়ে যায়। অন্যদিকে বদভ্যাস খুব সহজেই তৈরী হয় কিন্তু সেটা জীবনকে দুর্বিষহ করে তোলে।

31/05/2020

দুই অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নেই। ১) খুবই উত্তেজিত অবস্থায় আর ২) অতি উৎসাহিত অবস্থায়। কারণ সেই মুহূর্তে সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।

31/05/2020

Tanks all friends..... Ei page tar pichone somoi divar jonno... Sobai k
Abaro dhonnobad

31/05/2020

[ 31-05-2020 ]

গত ২৪ ঘন্টায়

নমুনা সংগ্রহ- ১২,২২৯ টি
নমুনা পরীক্ষা - ১১,৮৭৬ টি
নতুন শনাক্ত - ২,৫৪৫ জন
নতুন সুস্থ - ৪০৬ জন
মৃত্যু - ৪০ জন

এই পর্যন্ত

মোট নমুনা পরীক্ষা-৩,০৮,৯৩০ টি
মোট শনাক্ত - ৪৭,১৫৩ জন
মোট সুস্থ - ৯,৭৮১ জন
মোট মৃত্যু - ৬৫০ জন

31/05/2020

ঘুমিয়েই কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছেই।

-হযরত আলী (রাঃ)

30/05/2020

আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সে সমস্ত আমল, যা অল্প হলেও নিয়মিত করা হয়৷

( বুখারী, মুসলিম )

30/05/2020

মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে।
-হুমায়ূন আহমেদ

30/05/2020

মানুষের একটাই ভূমিকা। দর্শকের ভূমিকা। প্রকৃতি মানুষকে তৈরি করছে শুধুই দেখার জন্য। আশেপাশে নানা ঘটনা ঘটবে, সে দেখবে।

- হুমায়ূন আহমেদ

30/05/2020

“সব পাখি জোড়ায় জোড়ায় ওড়ে। পক্ষীকুলে শুধুমাত্র চিলকেই নিঃসঙ্গ উড়তে দেখা যায়। নিঃসঙ্গতার আনন্দের সাথে এই পাখিটার হয়তো বা পরিচয় আছে।”

- হুমায়ূন আহমেদ

30/05/2020

ধৈর্য মানুষকে উন্নত করে,
মিথ্যা মানুষকে ধ্বংস করে!

30/05/2020

আল্লাহ বলেনঃ
وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
The life of this world is merely enjoyment of delusion
"এই পার্থিব দুনিয়া রঙীন প্রতারণাপূর্ণ ধোকাবাজি ছাড়া আর কিছু নয়"

The Quran 3:185

30/05/2020

মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি বৃষ্টি বর্ষন করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন।
তিনিই কার্যনির্বাহী, প্রশংসিত।

[ সূরা, আশ্-শূরা, আয়াত- ২৮ ]

30/05/2020

“যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না”

– জে আর আর টলকিন (লেখক, লর্ড অব দ্য রিংস)

Want your school to be the top-listed School/college in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Address


Mymensingh
Mymensingh
2240

Other Education Websites in Mymensingh (show all)
Veterinary Pathology Veterinary Pathology
Department Of Pathology, Faculty Of Veterinary Science, Bangladesh Agricultural University
Mymensingh, 2202

Its a page for the education, Research and Discussion about the Veterinary Pathology

N.Islamia Academy College N.Islamia Academy College
কেওয়াটখালি বাইপাস (বিশ্বরোড)
Mymensingh, 112182

কেওয়াটখালি, বলাশপুর, বাইপাস (বিশ্বরোড)

Bbgc online class h.s.c science Bbgc online class h.s.c science
Tarakanda
Mymensingh, 2200

Md. Anisur Rahman Lecturer of Botany Bangabandhu Gov't College, Tarakanda, Mymensingh

Bbgc online class h.s.c humanaties Bbgc online class h.s.c humanaties
Tarakanda
Mymensingh, 2252

স্বজন

চলুন অল্প কিছু ইংরেজি শিখি চলুন অল্প কিছু ইংরেজি শিখি
Dhaka
Mymensingh

অল্প করে সহজে ইংরেজি শিখি।Learn English little by little.

Alamgir Monsur Mintu Memorial College Alamgir Monsur Mintu Memorial College
CK Gosh Road
Mymensingh, 2200

This is the official page for Alamgir Monsur Mintu Memorial College.

Courseelo Career Courseelo Career
Mymensingh

কোর্সএলো🥳 এখনই শিখার সময়🎯

Islamic Subject Islamic Subject
Savar, , Baipail
Mymensingh, 12345

Learn With Mazaharul Learn With Mazaharul
Mymensingh

This space is only for informative and educative. Any student can get information from this page mai

Muslim Girls High School & College, Mymensingh - College Section Muslim Girls High School & College, Mymensingh - College Section
College Road
Mymensingh, 2200

Muslim Girls' College online classes

ChemiCult ChemiCult
Zilla School Road
Mymensingh, 2200

Let your problems get diluted into solutions.

Good Study Good Study
Mymensingh, Dhaka Division
Mymensingh

Who We Are Good Study is the most famous site for perusers and book suggestions in Bangladesh. Our ma