We Are AMCiaN

তুমিই সেরা।তোমাকে সত্যের সাথে থাকতে হবে।একাকীত্ব আসুক। তারপর তুমি ধর্য্য ধর। তুমি জয়ী হবে। 🖤

04/07/2024

⚠️রোগীর সমস্যা : ফুসফুস এ ইনফেকশন পস্রাবে ইনফেকশন,
🩸রক্তের গ্রুপ :ও নেগেটিভ
হিমোগ্লোবিন :৬.৮
💉রক্তের পরিমাণ : ২ ব্যাগ
🏥রক্তদানের স্থান : জামালপুর জেনারেলের হাসপাতাল
📞যোগাযোগ :০১৩১৯৯৮৪২৬৫
⏰ সময়: ১০ টা থেকে বিকাল ৫ টা

04/07/2024

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনে আটকা পড়ল বরযাত্রীর গাড়ি! শিক্ষার্থীদের বক্তব্য
“আগে আমাদের চাকরি, পরে আপনাদের বিয়ে”

04/07/2024

ট্রেন থামিয়ে স্লোগান ও অবস্থান কর্মসূচি পালন করছে বাকৃবি শিক্ষার্থীরা।
কোটা বাতিল চাই আন্দোলন চলছে।

04/07/2024

ভয়াবহ রাজশাহী বিশ্ববিদ্যালয়! 🤍😤

04/07/2024

আজকের উপস্থিতি আরো অবিশ্বাস্য!!

একবার দেখেন!

ভিডিও - DU insider

Photos from We Are AMCiaN's post 04/07/2024

বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

Photos from We Are AMCiaN's post 04/07/2024

🐸🙂
স্কুল কলেজ ফাঁকি দিয়ে জয়নুল উদ্দ্যান পার্কে শিক্ষার্থীদের আড্ডা - কোতোয়ালী পুলিশের অভিযান।

03/07/2024

Dear Education, Rest in Peace 🫡

03/07/2024

আনন্দ মোহন কলেজ বাস 🚌

ফুলবাড়িয়া, ময়মনসিংহ 📌
📸 MD Sa Bbir

03/07/2024

জাতীয় সংঙ্গীত 🤍
সুন্দর দিন গুলো কত আগে চলে গেছে 😐

Photos from We Are AMCiaN's post 03/07/2024

পদ্মা সেতু 🌉
📸 Antor 🖤

02/07/2024

আজানের ধ্বনি 🤍

Photos from We Are AMCiaN's post 02/07/2024

শেরপুরের সব নদীর পানি বিপদ সীমার উপরে,৩০ টি গ্রাম প্লাবিত। 😓

Photos from We Are AMCiaN's post 02/07/2024

আনন্দ মোহন কলেজের প্রতিষ্ঠাতা আনন্দ মোহন বসু'র বাড়ীঃ-
-----------------------------------------------------------------------------
যদিও এই বাড়িটিতে তার কোন বংশধর থাকেন না এখন। অন্য কয়েকজন থাকেন বাড়িটিতে।

তবে বাড়ির ভবনগুলোর অবস্থা বেশ নাজুক। তেমন কোন স্মৃতিচিহ্ন নেই।

নেই কোন প্রকার নির্দেশনা। এমনকি উনার সম্পর্কে লিখা কোন সাইনবোর্ড পর্যন্ত নেই।

বাড়ির ভেতরে ঝোপঝাড়, দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, কোথাও ইট খসে পড়েছে।

পাকা ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল রয়েছে, সীমানাপ্রাচীর ধ্বসে পড়েছে।

আর বাড়ির সামনের টিনের ঘরটি ইউনিয়ন ভূমি অফিসের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বাড়িটির অবস্থান কিশোরগঞ্জ জেলার ইটনা থানায়।।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথযথ ব্যবস্থা নিলে বাড়িটিকে রক্ষণাবেক্ষন করা সম্ভব হতো!

আনন্দ মোহন কলেজ কর্তৃপক্ষেরও এক্ষেত্রে জোরালো ভূমিকা রাখা দরকার।

বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্ত তথ্য সংগ্রহ করে উনার সংক্ষিপ্ত জীবনী নিন্মে উল্লেখ করা হলো-

আনন্দ মোহন বসুঃ--
-------------------------
তিনিই উপমহাদেশের প্রথম রেঙ্গলার। খুবই মেধাবী ছাত্র ছিলেন। যদিও উনার কর্মজীবন গড়ে উঠে ওকালতি পেশা দিয়ে।

১৮৪৭সালে বৃটিশ শাসনামলে তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার (বর্তমান কিশোরগঞ্জ জেলা) ইটনা উপজেলার জয়সিদ্ধি গ্রামের এই বাড়িতে তিনি জন্মেছিলেন।

আনন্দ মোহন বসু'র পিতা ছিলেন পদ্মলোচন বসু এবং মাতার নাম উমা কিশোরী দেবী।

তার পিতা ময়মনসিংহ জজ আদালতে পেশকার হিসেবে কর্মরত ছিলেন।

পিতার কর্মস্থলের সুবাদে তার শিক্ষাজীবন ময়মনসিংহেই শুরু হয়েছিল।

তিনি ময়মনসিংহ জিলা স্কুল হতেই মেধা তালিকায় ৯ম স্থান সহকারে এনট্রান্স পাশ করেছিলেন ১৮৬২সালে।

শীর্ষস্থান অর্জন করে তিনি বিএ এবং এফএ পাশ করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ হতে।

১৮৭০ সালে আনন্দ মোহন বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল করায় প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করে ১০ হাজার টাকা সম্মানী পেয়েছিলেন।

১৮৭১ সালে ইংল্যান্ডে গিয়েছিলেন উচ্চ শিক্ষা অর্জনের জন্য।

ক্যামব্রীজের ক্রাইস্টার্চ কলেজ হতে গণিত বিষয়ে সম্মান পাশ করেন।

সেখানে ট্রাইপাস পরীক্ষায় প্রথম শ্রেণী ডিগ্রী অর্জনের মাধ্যমে উপমহাদেশের প্রথম রেঙ্গলার উপাধিতে ভূষিত হন।

একই সাথে ১৮৭৪ সালে আনন্দ মোহন বসু ব্যারিস্টার ডিগ্রীও সম্পন্ন করেছিলেন।
এরপর তিনি ভারতে ফিরে আসেন।

ওকালতির পাশাপাশি তিনি রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন।

জাতীয়তাবাদী নেতা হিসেবে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন।

ভূস্বামী পরিবারে বেড়ে ওঠলেও ছাত্র থাকার সময়েই রক্ষণশীল পরিবারের গন্ডি কাটিয়ে সস্ত্রীক ব্রাহ্ম ধর্মে দীক্ষা নেন।

উল্লেখ্য, ১৮৬৯ সালে খ্যাতনামা বিজ্ঞানী ডঃ জগদীশ চন্দ্র বসুর ভগ্নী স্বর্ণপ্রভার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

চিরস্থায়ী বন্দোবস্তের সূত্র ধরে বঙ্গদেশে তখন মামলা মোকাদ্দমা বেশি থাকায় আইন পেশাজীবিদের আয় রোজগার বেশি হতো ।

উকিলরা দ্রুত ধনীও হয়ে যেতো। তাই তো রেঙ্গলার হয়েও আইন পেশায় নিজেকে যুক্ত করেন আনন্দ মোহন বসু।

অনেকেই এই পেশাকেই তখন সুবিধে মনে করতো । আবার জনগণের উপকারও হতো ।

তিনি সংস্কারবাদী ছিলেন বলে সমাজের মানুষের উপকারে নেমেছিলেন।

বাল্যবিবাহ বন্ধ ও কুসংস্কার প্রতিরোধে এগিয়ে আসেন এবং কয়েকটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডমূলক সংগঠন তৈরী করেছিলেন।

১৮৮৩ সালে শিক্ষার বিস্তার ঘটানোর লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ময়মনসিংহ ইনস্টিটিউশন।

এরই ধারাবাহিকতায় তিনি চালু করেন ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল।

উল্লেখ্য এই স্কুলেই আনন্দ মোহন কলেজের অস্থায়ী ক্যাম্পাস চালু হয়েছিল।

পরবর্তীতে তার ঘনিষ্ঠ বন্ধু এবং এদেশের প্রথম মুসলিম গ্রাজুয়েট মৌলভি হামিদউদ্দীন সাহেব কর্তৃক দানকৃত জমিতে ১৯০৮ সালে বর্তমান স্থায়ী ক্যাম্পাসে কলেজ কার্যক্রম স্থানান্তরিত হয়েছিল, যেটি আজও সৌগরবে হাজার হাজার শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো বিতরন করে যাচ্ছে।

আনন্দ মোহন কলেজ প্রতিষ্ঠার আগে ১৮৮৪, ১৮৯০, ১৮৯৫ এই বছরগুলোতে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৮৯৮ সালের ২৯শে ডিসেম্বর মাদ্রাজে ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল তার নির্বাচিত সভাপতি ছিলেন এই আনন্দ মোহন বসু।

১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন শক্তভাবে।

১৯০৫ সালে তিনি শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ীতে পাঠানো হয়েছিল আনন্দ মোহন বসুকে।

পরে এই গুণী শিক্ষাবিদ ২০আগষ্ট ১৯০৬ সালে কলকাতায় ইহলোক ত্যাগ করেন।
তিনি কোন বংশধর রেখে যান নি।

নিকলী পরিক্রমা

-সংগৃহীত

Photos from We Are AMCiaN's post 02/07/2024

Cristiano Ronaldo was in tears after missing his penalty vs. Slovenia 💔

Photos from We Are AMCiaN's post 01/07/2024

টাউন হল মোড়,
ময়মনসিংহ📍

01/07/2024

কলেজ ভবন 🤍
আনন্দ মোহন কলেজ📌

Want your public figure to be the top-listed Public Figure in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনে আটকা পড়ল বরযাত্রীর গাড়ি! শিক্ষার্থীদের বক্তব্য “আগে আমাদের চাকরি, পরে আপনাদের বিয়ে”
ট্রেন থামিয়ে স্লোগান ও অবস্থান কর্মসূচি পালন করছে বাকৃবি শিক্ষার্থীরা। কোটা বাতিল চাই আন্দোলন চলছে।
ভয়াবহ রাজশাহী বিশ্ববিদ্যালয়! 🤍😤
আজকের উপস্থিতি আরো অবিশ্বাস্য!! একবার দেখেন!ভিডিও - DU insider
আজানের ধ্বনি 🤍
সামনে যখন পরিক্ষা আসে ------
Beauty of Islam.❤️
আকাশ এতো মেঘলা, যেও নাকো একলা। 📸 Noyon Film's
good morning🌞
সেইদিন পল্লী কবি জসিম উদ্দিন বলেছিলেন--
বিখ্যাত বড়া 🩷মাদারপুর , ঘোড়াধাপ 📌
নবীন বরণ , কাজী নজরুল ইসলাম হল, আনন্দ মোহন কলেজ 📌

Category

Website

Address


Mymensingh

Other Bloggers in Mymensingh (show all)
Æzìm bro Æzìm bro
Maymensingh
Mymensingh

Ⓢⓤⓡⓙⓞ'ⓢ ⓑⓛⓞⓖ

Ms.Sen Ms.Sen
Mymensingh

Burhan Vlogs Burhan Vlogs
Netrokona
Mymensingh

My personal page.

Md Ripon 12 Md Ripon 12
Chowrasta
Mymensingh, @RIPON

this page create for.funny video

গ্রাম বাংলা গ্রাম বাংলা
Mymensingh

আসসালামু আলাইকুম, গ্রাম বাংলার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের গ্রাম বাংলা পেজটি ফলো করুন 🙏

Nibir Vlogs Nibir Vlogs
Iswargonj
Mymensingh, ISWARGONJ

💫💙

Reduan Ur Rahman Reduan Ur Rahman
Bhaluka
Mymensingh

Assalamoalikum If Allah Guides You To Remember Him, It Is A Sign That Allah Loves You🥰

Mayabi Mayabi
Jamalpur
Mymensingh, 2051

Na.

Shohag Shohag
Mymensingh

Mejan T V Mejan T V
Mymensingh, 2282

সফলতাকে ছুঁতে হলে.... অবশ্যই তোমাকে ব্যর্থতাকে, খুব কাছে থেকে দেখতে হবে।

Shahinul Islam Shahinul Islam
Mymensingh

Ami mugdo tar biborona Sa mugdo onner sondhana