Jumu's Beauty Care
Nearby beauty salons
ঈশ্বরগজ্ঞ
মানিকগঞ্জ
2210
Zila
Mymensingh Baghara
Mymnsingh
ময়মনসিংহ
দাদরা বাবুর বাড়ি
Mymensingh Dhaka, Mymensingh Baghara
2200
Lekapoda
All type of beauty products is available here.
Alhamdulillah review ❤️❤️❤️
Homemade beauty night cream
Homemade night skin cream
Homemade night cream
No harmful ingredients
No side-effects
ইনশাআল্লাহ Comeback my Work
হোম মেইড বিউটি প্রডাক্ট,,, নিতে চাইলে ইনবক্স মি।।
হেয়ার ওয়েল মেকিং
পার্সেল চলে গেলো আমার শ্বশুর বাড়ির কাস্টমারের কাছে।
আলহামদুলিল্লাহ
এভাবেই ছোট্ট ছোট্ট পায়ে একদিন সফলতার শীর্ষে পৌঁছে যাবো ইনশাআল্লাহ
প্রকৃতি কতো সুন্দর 💕💕
হোমমেইড প্রোডাক্ট ১০০% ন্যাচারাল।
১-১২ তারিখ পর্যন্ত
ফ্রি!!! ফ্রি!!! ফ্রি!!!
আমি কাল বলেছিলাম আজকে থেকে আমার প্রোডাক্টের উপর স্পেশাল অফার দিবো।কারন এই মাসে আমাদের Anniversary। তাই আমাদের Anniversary উপলক্ষে এই অফার দেয়া। আর সেই স্পেশাল অফারটা হচ্ছে......
আজ থেকে ১২ তারিখ পর্যন্ত। আজ থেকে নেত্রকোনার বাহিরে যারা,তারা যদি আমার কাছ থেকে ১০০০/- টাকার প্রোডাক্ট কিনে তাহলে ডেলিভারি চার্জ ফ্রি।এবং অবশ্যই সেক্ষেত্রে অর্ধেক টাকা আগে বিকাশ / নগদে পেমেন্ট করে কনফার্ম করতে হবে। আর নেত্রকোনার ভিতরে যারা নিবে তাদের জন্য হচ্ছে যারা আমার থেকে ১০০০/- প্রোডাক্ট নিবে তাদেরকে আমি আমার যেকোন একটি প্রোডাক্ট ফ্রি দিবো মানে আমার যেকোন একটি প্রোডাক্ট গিফট দিবো।
So যারা এই অফার নিতে চান তাহলে এক্ষুনি ইনবক্সে যোগাযোগ করুন।
আর হে এই অফার কিন্তু প্রতি বছর ডিসেম্বরে দেয়া হবে।
চলুন তাহলে দেখে নেয়া যাক কি কি পাবেন আমার কাছে।
👉 ফেসপেক
👉 নাইট ক্রীম
👉ডে ক্রীম
👉 নাইট সিরাম
👉 হারবার হেয়ার ওয়েল
👉 হেয়ার প্রোটিন
👉 হোয়াইটেনিং বডি লোশন
👉 বিটরুট লিপবাম
👉 পিম্পল অফ নিম সাবান
👉 হোয়াইটেনিং এ্যালোভেরা সাবান
👉 হোয়াইটেনিং পাপায়া সাবান। ইত্যাদি
অফার!! অফার!!অফার!!
কাল ডিসেম্বর মাসের শুরু, আর এই ডিসেম্বর মাসটা আমাদের জন্য খুবই স্পেশাল। তাই এই স্পেশাল মাসে আমার প্রোডাক্টের উপর থাকছে বিশেষ অফার। অফার নিতে হলে চোখ রাখুন আমার ফেজবুক পেজ ও গ্রুপে।
আজ কালকার ক্যামিকেল ও ভেজাল প্রোডাক্টের ভিরে ন্যাচারাল প্রোডাক্ট গুলো যেন হারিয়ে যেতে বসেছে। সবাই শুধু ফর্সা হওয়ার জন্য বাজারের ক্যামিকেল যুক্ত বিউটি প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের দিচ্ছে ১২ টা বাজিয়ে। ৪ দিনেও যে প্রোডাক্ট আপনাকে ফর্সা করে ফেলে তাতে যে কি পরিমান ক্যামিকেল ইউজ হয় তা বলা বাহুল্য।তাই সবাই ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার ট্রাই করবেন, যেটাতে আপনি উপকৃত হবেন। আপনার ত্বকের কোন প্রবলেম হবেনা। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
#হোয়াইটেনিং_লোশন
আজকের বিউটি টিপস
চুল পড়া নিয়ে টেনশন?????
অতিরিক্ত টেনশন, পুষ্টির অভাব কিংবা ঘুমর অভাবেও চুল পড়ে।ঘরোয়া উপায়ে যত্ন নিলে কমে যাবে আপনার চুল পড়া। তাই চুল পড়া কমানোর জন্য আপনাদের সাথে ঘরোয়া কিছু টিপস শেয়ার করবো।ইনশাআল্লাহ উপকৃত হবেন।
চুল পড়ার ঘরোয়া সমাধান
১) রাতে ঘুমানোর আগে নারকেল তেল ম্যাসাজ করুন চুলে। ধীরে ধীরে ম্যাসাজ করুন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
২)এ্যালোভেরার পাতা থেকে জেল বের করে ব্লেন্ড করে নিন। জেলটা চুলে লাগিয়ে ১ ঘন্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।এটি চুল পড়া কমানোর পাশাপাশি মাথার ত্বকের চুলকানির সমস্যাও দূর করবে।
৩)ডিমের কুসুম ফেটিয়ে সামান্য ওলিভ ওয়েল ও লেবুর রস মেশান।মিশ্রনটি চুলে লাগিয়ে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি চুল পড়া তো বন্ধ করবেই পাশাপাশি চুলের দ্রুত বৃদ্ধিতেও সাহায্য করবে।
৪) ওলিভ ওয়েল চুলে ম্যাসাজ করে শাওয়ার কেপ পড়ে নিন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৫) আমলকির সঙ্গে শিকাগাই পাউডার ও পানি মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন।পেকটি চুলের গোড়ায় লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৬)পেঁয়াজের রস চুলের গোড়ায় ১৫ লাগিয়ে রাখুন তারপর ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
৭)অর্ধেকটি লেবুর রস তুলার সাহায্য চুলের গোড়ায় লাগিয়ে নিন।১০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৮)খুশকি কমাতে নিম, আমলা, রিটার পেক বানিয়ে চুলে ব্যবহার করুন। চুলের মসৃণতা বাড়াতে ও চুলের ময়েশ্চার বজায় রাখতে কলা ও টকদই দিয়ে পেক বানিয়ে ব্যবহার করুন।
তোমার ক্রীমটা ব্যবহার করে আমার মুখের জ্বালা পুড়া ভাবটা অনেক কমে গেছে।
এই কথাটা একজন কাস্টমার আন্টি বলেছেন।তিনি আমায় বলছেন, আমি আগে যে ক্রীম ইউজ করতাম ঐটা দিয়ে ত্বকটা পাতলা হয়ে গেছিলো,, রোদে, আগুনের কাছে গেলে মুখ জ্বালা করতো আর লাল হয়ে যেতো,এখন আর এমন হচ্ছে না।আলহামদুলিল্লাহ
নিজের প্রোডাক্টের প্রশংসা শুনতে ভালোই লাগে। 😁😁 আর আন্টি এখন আমার রেগুলার কাস্টমার হয়ে গেছেন।আলহামদুলিল্লাহ
নতুন নতুন অনেক বেবি হেয়ার হয়েছে
আলহামদুলিল্লাহ
আমার কিন্তু চুল পড়ার সমস্যা ছিলো না, তারপরও চুলে ওয়েলটা সপ্তাহে ৩ বার এপ্লাই করি।
আর ফলাফল তো দেখতেই পাচ্ছেন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
যারা যারা আমার উপর বিশ্বাস রেখে আমার প্রোডাক্ট গুলো ইউজ করছে তাদের সবার থেকে খুব ভালো ফিডবেক পাচ্ছি। যদিও তাদের কোন ফেসবুক একাউন্ট নেই, তবুও তারা আমাকে ফোন করে করে এগুলো জানাচ্ছে। যাদের যে প্রবলেম ছিলো তা দূর হচ্ছে। আলহামদুলিল্লাহ
আর আমি মনে করি মনে যদি ভালে উদ্দেশ্য থাকে, কাউকে ঠকানোর ইনটেনশন না থাকে তবে ইনশাআল্লাহ দেরিতে হলেও সাকসেস আসবেই আসবে।
আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া।
#আজকের_বিউটি_টিপস
খুশকির সমস্যা নেই এমন মানুষ খুজে পাওয়া যাবে না। সবারই কম বেশি খুশকির সমস্যা আছে।আর এই শীতে তো এই প্রবলেম আরো বেড়ে যায়।উফ...... কি বিরক্তিকর
তাই খুশকির সমস্যার কিছু ঘরোয়া সমাধান নিয়ে এলাম।
১) খুশকির সমস্যা দূর করতে এ্যাপল সিডর ভিনেগার ব্যবহার করতে পারেন।একেত্রে ভিনেগার আর সমপরিমান পানি মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।এটি সপ্তাহে ২ বার করুন এর বেশি করবেন না।
২)নারকেল তেল ও লেবুর রস। দুই টেবিল চামচ নারকেল তেল ও সমপরিমাণ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন এবং শ্যাম্পু করে ধুয়ে নিন।
৩) এক কাপ গরম পানিতে দুটি টি ব্যাগ ২০ মিনিট ডুবিয়ে রাখুন। ঠান্ডা হয়ে আসলে তা মাথার ত্বকে দিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
৪) খুশকি দূর করার আরো একটি ভালো উপাদান হলো এ্যালোভেরা। প্রাকৃতিক এ উপাদানটি স্বাস্থ্য ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।
৫) টক দইয়ের মাক্স। একটি বাটিতে টকদই নিয়ে চুলে লাগিয়ে নিন। মাক্সটি শুকানোর জন্য ১ ঘন্টা অপেক্ষা করুন, তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন। খুশকির সমস্যা দূর করতে এটি সপ্তাহে তিনদিন ব্যবহার করুন।
৬) রসুনের পেস্ট। রসুন একটি উচ্চ মাত্রার ফাঙ্গাস রোধী উপাদান যা জীবানুর বিরুদ্ধে কাজ করে।দুইটি রসুন পেস্ট করে এতে মধু এড করুন।মিশ্রনটি চুলে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানিতে শ্যাম্পু করে নিন।
এগুলো নিয়মিত ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার খুশকির সমস্যা দূর হবে।
এই টিপসের পাশাপশি মাথার ত্বকে নিয়মিত তেল ব্যবহার করুন।মাথার ত্বক পরিষ্কার রাখতে সপ্তাহে দুবার শ্যাম্পু ব্যবহার করা উচিৎ।
এরকম আরো টিপস পেতে সাথেই থাকুন। ধন্যবাদ
#তুমি_নাইট_ক্রীম_ইউজ_করো☹️☹️☹️🙁
আমার এসব লাগে না আমি এমনেই সুন্দর। এই কথাটা হয়তো অনেক আপুই শুনে থাকেন।যারা এই ধরনের কথা বলেন আমি বুঝিনা তাদের ম্যান্টালিটি কেমন??? সবাই কি শুধু সুন্দর দেখানোর জন্যই নাইট ক্রীম ইউজ করে,,, স্কীনের পরিচর্চাও তো লাগে।।। আর নাইট ক্রীম হলো স্কীনের খাদ্য । শরীর সুস্থ রাখতে যেমন খাদ্য দরকার তেমনি স্কীনটা সুস্থ রাখতেও স্কীনের খাদ্যের প্রয়োজন হয়।আর নাইট ক্রীম ত্বকের খাদ্য হিসেবে কাজ করে।।।
অয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলে ভাব কন্ট্রোল করবেন কিভাবে????
ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করি।বিশেষ করে আমাদের যাদের অয়েলি স্কিন। আমরা ওয়েল কন্ট্রোল করার জন্য ইন্টারনেট, গুগুল ঘেটে কতো কিছুই না ইউজ করি। সেগুলো কন্টিনিউ করাটাও কিন্তু সহজ না। তাই আজ আমি ওয়েলি স্কিনের ওয়েল কন্ট্রোল করার কিছু টিপস দিবো।
ওয়েলি স্কিনের অতিরিক্ত তেলতেলে ভাব কমানোর করার টিপস
১) দৈনিক ২ বেলা ত্বক পরিষ্কার করা।
যাদের ওয়েলি স্কিন তারা সকালে ঘুম থেকে উঠেই মুখে একটা তেলতেলে ভাব অনুভব করেন।মুখটাকে মনে হয় যেন তেলের খনি।😄😄 এই তেলতেলে ভাব কন্ট্রোল করার প্রথম জাদুমন্ত্র হচ্ছে সকাল বেলা ঘুম থেকে উঠে শুধু ঠান্ডা পানি মুখ না ধুয়ে,, একটি ওয়েল কন্ট্রোল ফেসওয়াশ বা ডেইলি ক্লিনজার দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেয়া।
সারাদিন শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে আবার ভালো করে ত্বক পরিষ্কার করে নেয়া।
২) টোনার ব্যবহার করুন
তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলকে বশে আনার আরেকটা অত্যাবশ্যকিয় ধাপ হচ্ছে আপনার স্কিনের সাথে মানানসই টোনার ব্যবহার করা এছারাও এটি রেগুলার স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ ধাপ।টোনার আপনার ত্বকের ওয়েল প্রোডাকশন কমাতেও সাহায্য করে। এছাড়া আপনি টোনার ব্যবহার করে আরো অনেক উপকার পাবেন।
৩) ময়েশ্চারাইজার ইউজ করুন
যারা তৈলাক্ত ত্বকের অধিকারি তাদের মনে একটি ভুল ধারনা আছে ; সেটি হলো তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ইউজ করলে বুঝি আরো ওয়েলি হয়ে যাবে। তাই আপনার মনে যদি এই ধারণা জন্মে থাকে তাহলে এখনি ঝেড়ে ফেলে দিন,,,, কেননা সব ধরনের ত্বকেই ময়েশ্চারাইজার ইউজ করা জরুরি। অবশ্যই ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার ইউজ করবেন।
৪) ত্বকে ফেইস মাস্ক ব্যবহার করুন।
কিছু কিছু মাস্ক আছে যা আপনার ত্বকের ওয়েল প্রডাকশন কন্ট্রোল করতে সাহায্য করে। যেমন - মুলতানি মাটির মাস্ক। ঘরোয়া রুপচর্চায় মুলতানি মাটি হতে পারে চটজলদি সমাধান।
আরো কিছু টিপস যা অবশ্যই মেনে চলবেন।
*তেলে ভাজা চর্বিযুক্ত খাবার পরিহার করুন।
*বুঝেশুনে মেকাপ প্রোডাক্ট ব্যবহার করুন।
ওয়েল বেইজ মেকাপ প্রোডাক্ট কিনবেন না এবং ব্যবহারও করবেন না। ওয়াটার বেইজ মেকাপ প্রোডাক্ট ব্যবহার করুন।
* ওয়ার্কআউট
প্রতিদিন ওয়ার্কআউট বা এক্সারসাইজ করুন।এটি দেহের রক্তপ্রবাহ বৃদ্ধি করে ত্বকের কোষগুলোকে সজিব রাখে।
শীত কালীন কম্বো পেক,,,,,
#বডি_হোয়াইটেনিং_কম্বো
#উপকারিতা
১) পুরো শরীর ফর্সা করবে।
২) শরীরের কালো কালো দাগ রিমুভ করবে।
৩) ত্বক সফট, স্মুথ ও সতেজ করবে।
৪) ত্বকের রুক্ষতা দূর করবে।
৫) ত্বকের ডেটসেল দূর করবে।
৬) ত্বক টানটান ও স্মুথ করবে।
#পিমপল_ওফ_মেছতা_মিনিমাইজ_কম্বো
#উপকারিতা
১) মুখের ব্রন,ও মেছতা চিরতরে দূর করবে।
২) ত্বক ফর্সা করবে।
৩) ত্বকের ছোপ ছোপ তাগ দূর করবে।
৪) বয়সের ছাপ কমাবে।
৫)ত্বকের বলিরেখা দূর করবে।
#ফেইস_ফর্সা_কম্বো
#উপকারীতা
১) ত্বক ফর্সা করবে একদম স্থায়ীভাবে
২) ত্বকের কালো কালো দাগ দূর করবে।
৩)ডেটসেল দূর করবে।
৪) বয়সের ছাপ দূর করবে।
৫)ত্বকের বলিরেখা দূর করবে।
৬) রোদেপুড়া দাগ দূর করবে।
ত্বকের যত্নে এ্যালোভের!!!!!
আজ এ্যালোভেরা জেলের উপকারিতা নিয়ে কিছু আলোচনা করবো। এ্যালোভেরা/এ্যালোভেরা জেল চিনেন না এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর। এ্যালোভেরার উপকারিতার কথাও কম বেশি আমরা সবাই জানি। আর যারা জানিনা তারাও এখন জানতে পারবেন এ্যালোভেরা যে আমাদের ত্বকের জন্য কতোটা উপকারী।
ত্বকের যত্নে এ্যালোভেরা/ সুদিং জেলের চাহিদা দিনদিন বেরেই চলছে। অনেক সময় দেখা যায় এ্যালোভেরা, টমেটো, কমলা,অ্যাভোকাডো এই প্রাকৃতিক উপাদান গুলো ত্বকে সরাসরি লাগালে সেটা ত্বকে স্যুট করছে না। তাহলে এই ন্যাচারাল উপাদান গুলো ত্বকে ও চুলে কিভাবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে সুদিং জেল হতে পারে এর সহজ সমাধান। তাই আপনার ত্বকের প্রয়োজন বুঝে বেঁচেনিতে পারেন সুদিং জেল।
ত্বককে ময়েশ্চারাইজারড রাখতে বেঁচে নিতে পারেন এ্যালোভেরা সুদিং জেল। এ্যালোভেরা ত্বক ও চুলের জন্য খুবই ইফেক্টিভ একটা উপাদান। এ্যালোভেরা জেল কিন্তু অয়েলি,একনে প্রবলেম স্কিনেও খুব ভালো কাজ করে। তাই ত্বক ও চুলের যত্বনে রেগুলার ব্যবহার করতে পারেন এয়ালোভেরা জেল। তাহলে আসুন জেনে নেয়া যাক এ্যালোভেরা জেল কি কি উপকার করে।
* এ্যালোভেরা জেল সানবার্ন কমিয়ে আনে।
*মুখের বলিরেখা কমিয়ে ত্বককে রাখে তারুণ্যদীপ্ত।
*এ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন সি, ই ও এন্টি অক্সিডেন্ট যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী।
* শুধু তাই না চুলকে সফট, স্মুথ ওশাইনি রাখতেও ব্যবহার করতে পারেন এ্যালোভেরা জেল।
* স্কাল্পে খুশকির সমস্যা থাকলে এ্যালোভেরা জেল হতে পারে আপনার ইজি সমাধান।
ত্বকের ব্রাইটিনিং এর জন্য ব্যবহার করতে পারেন ট্যাঞ্জারিং সুদিং জেল। স্কিনকে ব্রাইট করতে ভিটামিন সি র কোন তুলনা হয় না। সেক্ষেত্রে ট্যাঞ্জারিং জেলের কোন তুলনা হয় না।
ত্বকের ওপেন পোরস নিরাময় করতে ব্যাবহার করুন চারকোল সুদিং জেল।ব্লাকহেডস প্রবলেম দূর করতে এবং পোরস নিরাময় করতে চারকোল সুদিং জেলের কোন জুরি নেই।
ত্বকের ড্রাইনেস কমাতে অ্যাভোকাডো সুদিং জেল।
অতিরিক্ত ড্রাই স্কিন???
তাহলে নিশ্চিতে অ্যাভোকাডো সুদিং জেল সিলেক্ট করুন। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে মিনারেল পটাসিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে। এছারাও এতে বায়োটিন রয়েছে যা স্কিনেট ড্রাইনেস দূর করে।
ত্বকের সানট্যান কমাতে নিয়োমিতো ব্যাবহার করুন টমেটো সুদিং জেল।
অনেকের ত্বকেই রুক্ষ শুষ্ক ভাব থাকে যেটা কোনভাবেই দূর করা যায় না। স্কিনে যদি হাইড্রেশনের অভাব থাকে তাহলে স্কিনে ডিপ সি ওয়াটার সুদিং জেল ব্যবহার করুন।
কিভাবে ব্যবহার করবেন???
সুদিং জেল ব্যাবহার করার কিন্তু অনেকগুলো উপায় আছে।যেমন ময়েশ্চারাইজিং ইফেক্ট পেতে এ্যালোভেরা জেল সরাসরি ব্যাবহার করতে পারেন। অ্যালকোহল ফ্রি সুদিং জেল রাতে ঘুমানোর আগে ব্যাবহার করলে এটি স্লিপিং মাস্ক হিসেবে কাজ করে। আবার আপনার বিউটি প্রডাক্টের সাথে মিশিয়েও ব্যাবহার করতে পারেন,এতে ত্বক কোমল ও ময়েশ্চারাইজারইড থাকবে।এছাড়াও হোমমেইড মাস্কের সাথে এড করেও ফেস ও হেয়ারে ব্যবহার করা যায়। স্কিনের সাথে সাথে হেয়ারেও এই জেল সরাসরি ব্যবহার করা যায়।cp
আবার চলে এলাম আপনাদের মাঝে কিছু বিউটি টিপস নিয়ে। আজকে রান্নাঘরের কিছু টুকিটাকি টিপস শেয়ার করবো।
১) বাসনপত্রে যদি মাছের গন্ধ হয় তাহলে কয়েক ফোটা ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলেই গন্ধ থাকবে না।
২) রান্নাঘর বা খাবার ঘরে মাছি বেশি হলে কয়েকটা নিম পাতা থেঁতলে ঘরের কয়েক জায়গায় দিয়ে রাখলে আর মাছি আসবেনা।
৩)রান্নাঘরের সিংক বা বেসিনেে জিনিস আটকে প্রায়ই দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে বাড়িতে ব্যবহার করা হয় এমন ব্লিচ দুই কাপ ঢেলে দিন সিংক বা বেসিনের মুখেে। তারপর এভাবেই এক ঘন্টা রেখে পানি ঢেলে দিন দেখবেন সিংক অনেক পরিস্কার হয়ে গেছে।
৪) একসঙ্গে অনেক রসুনের ছাল ছাড়াতে ভিষন বিরক্ত লাগে, সেক্ষেত্রে আস্ত রসুন ফুটন্ত গরম পানিতে মিনিট দুয়েক ভিজিয়ে রেখে হতে নিয়ে ঘসলে উপরের খোসা উঠে যায়।
৫) স্যালাড বা অন্য কোনভাবে কাঁচা সবজি খেতে চাইলে সেগুলো ধুয়ে ভিনেগার ও সমপরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এগুলো ব্যবহার করুন,এতে জীবাণুমুক্ত হয়।
এরকম আরো টিপস পেতে সাথেই থাকুন এবং আমার পেজে এড হোন।
#আজকের_বিউটি_টিপস
১) টমেটোর রস ও দুধ একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে রোদে পুরা দাগ কমে যায়।
২) ত্বকের বাদামী দাগ দূর করতে পাকা পেঁপে চটকে মুখে লাগান।
৩) ব্রনের দাগ নিয়ে দুশ্চিন্তা☹️☹️ ব্রনের দাগ দূর করতে ব্রনের দাগের উপর রসুনের কোয়া ঘসুন।
৪) তুলসি পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিয়মিত ২বেলা মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে।
৫) কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে কনুয়ে ঘসুন।
এরকম আরো বিউটি টিপস পেতে সাথেই থাকুন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
Mukterpara
Mymensingh
2400
Zero Point, Nawdhar, Trishal Mymensingh, Dhaka Division
Mymensingh, 2220
Everyone wants to look good, especially when it is the time to party. The idea behind hosting or goi
Mymensingh, 2200
Authentic Korean Skin care, Beauty products, cosmetic products from all of top brands of korea are available here..
Mymensingh
Mymensingh, 2200
Cosmetics, Sparkle,Sumu,Beauty,Blog,Makeup,Nafisha,Sumu's Sparkle House