Mahmudunnabi

প্রভাষক,ইংরেজি, অধ্যক্ষ মতিউর রহমান স্কুল এন্ড কলেজ. For SSC/HSC and Admission Programme
01914210242

07/12/2023

স্যারের টাকা মেরে জিএফ/বিএফ পালনকারী শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ছেড়ে গেলে পরে কান্দে গাল ভাসাইসনা🤣🤣

06/12/2023

Mood off🤣

24/11/2023

Words and Phrase

11/11/2023

একজনের কথা আরেকজনকে না লাগিয়ে, ক্রিম লাগান লোশন লাগান শীত চলে আসছে স্কিন ভালো থাকবে.! 😌

09/11/2023

সুমাইয়া নামের এই মেয়ে টি গাঙ্গিনাপাড়ের ট্রাফিক মোড়ে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। এখন ময়মনসিংহ মেডিকেলের ১০নং ওয়ার্ডে ভর্তি আছেন। যদি কেউ চিনে থাকেন তাহলে মেডিকেলে যোগাযোগ করবেন।
মেয়ে টি তার নাম ছাড়া কিছুই বলতে পারেনি।
আর পোস্ট টি সবাই শেয়ার করবেন।

21/10/2023

বলেন ঠিক কি না?? 🤣🤣🤨🤨

20/10/2023

বাংলাদেশের খেলা দেখা আর প্রেমের মাঝে গভীর মিল, দুইটাতেই আনন্দের চেয়ে যন্ত্রণা বেশি 🤣

19/10/2023

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ৩০ নভেম্বর

15/10/2023
15/10/2023

"গাজা"য় ইজরাইলের হামলায় একটি ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়া শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। অ্যাম্বুলেন্স থেকে নেমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সিজদা'য় লুটিয়ে পড়ে শিশুটি! নিশ্চয়ই আল্লাহর কাছে সেই বেশি প্রিয়! যিনি প্রতিমুহূর্তে যেকোনো অবস্থাতে ই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন!
ছবি: আজকের পত্রিকা

13/10/2023

হামাসের ওপর মাত্র ৫৮ ভাগ গাজাবাসীর সমর্থন রয়েছে৷ অন্যদিকে হামাসের সদস্য সংখ্যা বড়জোর ৩০ হাজার৷ অথচ গাজায় ২৩ লাখ ফিলিস্তিনির ওপর বর্বরতা চলছে৷ অবস্থা এমন দাড়িয়েছে যে, এই বর্বরতা নিয়ে সোস্যাল মিডিয়ায় লেখা যাচ্ছেনা৷ এক্স বা সাবেক টুইটার থেকে ফিলিস্তিনিদের ওপর বর্বরতার সকল ভিডিও সরিয়ে ফেলা হয়েছে৷ ফেসবুকে ইসরায়েল বা ইহুদী সম্পর্কে কিছু লিখলে কমিউনিটি রুল ভঙ্গের নোটিশ দেয়া হচ্ছে৷

যা বলছিলাম, গাজায় বিদ্যুৎ পানি বন্ধ করে দেয়া হয়েছে৷ হাসপাতালে চিকিৎসা বন্ধ হওয়ার পথে৷ এই অাধুনিক যুগে কোন নিয়মিত সেনাবাহিনী বিশ্বের চোখের সামনে বোমা মেরে নিরাপরাধ বৃদ্ধ-নারী-শিশুদের হত্যা করছে৷ মানবাধিকার নিয়ে কেউ কথা বলছেনা৷ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো নিজের স্বার্থের দিকে লক্ষ্য রেখে কথা বলছে৷ কারো কাছ থেকে কড়া কোন প্রতিক্রিয়াও দেখা যাচ্ছেনা৷ একসময় ফিলিস্তিন ইস্যুতে দেশে বড় ধরণের প্রতিবাদ হতো৷ এখন তা দেখা যায়না৷ অামাদের দেশের তরুন প্রজন্মের বড় একটা অংশ এখন মোয়ি মোয়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে৷ এদের ফিলিস্তিন নিয়ে ভাবার সময় কোথায়!

কোথাও মিলিট্যান্ট যোদ্ধাদের হামলার বিপরীতে প্রতিশোধপরায়ণ হয়ে সাধারণ মানুষের ওপর হামলা চরম বর্বরতা৷ রাষ্ট্র না থাকলে মিলিট্যান্ট জন্ম হবেই৷ প্যালেস্টাইন নামের একটি স্বাধীন রাষ্ট্র এবং একটি নিয়মিত সেনাবাহিনী গঠন করাই এ সমস্যার একমাত্র সমাধান হতে পারে৷

দ্রুত স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র চাই৷
:Cp:

13/10/2023

বাংলাদেশী এই তিন বলদ হামাস কে বিশ্বের ৩ নাম্বার টেরোরিস্ট সংগঠন বলেছে।
এরাই ইসলামের শত্রু।

11/10/2023

🥲🥲

09/10/2023

সর্বোত্তম মৃত্যু শহীদের মৃত্যু 💚💕

09/10/2023

আল্লাহ ফিলিস্তিনের মানুষের উপর রহমান নাজিল করেন💕🥲

09/10/2023

Dedication level🤣

07/10/2023

গুচ্ছ A 2 Z ( এক পোস্টেই গুচ্ছের সকল বিস্তারিত তথ্য)
গুচ্ছ কি? কিভাবে হয় এটার পরীক্ষা? কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছর অন্তর্ভুক্ত? ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে? পাশ মার্কস কত? চান্স পেতে কত মার্কস পেতে হয়? কোন কোন বই পড়তে হয়? আবেদনের যোগ্যতা কি? সিট কত? সব বিস্তারিত দেখে নাও -
গুচ্ছ মানে হলো ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা৷ আগে ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিতো৷ কিন্তু এখন ২২ টি বিশ্ববিদ্যালয় মিলে একসাথে পরীক্ষা নেয়। এজন্যই এর নাম " গুচ্ছ "।
গুচ্ছের সকল ইউনিটের নতুন মানবন্টন প্রকাশিত 😲
A UNIT ( বিজ্ঞান বিভাগ) :
পদার্থ বিজ্ঞান - ২৫,
রসায়ন - ২৫
জীববিজ্ঞান - ২৫
গণিত - ২৫
B UNIT ( মানবিক)
বাংলা - ৩৫,
ইংরেজি - ৩৫
সাধারণ জ্ঞান- ৩০

C UNIT ( ব্যবসায় শিক্ষা শাখা)
হিসাব বিজ্ঞান - ৩৫
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ৩৫
বাংলা- ১৫
ইংরেজি - ১৫

পরীক্ষায় কৃতকার্য হতে হলে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে।
বিভাগ পরিবর্তন এর কোন সুযোগ নেই । নিজের ইউনিটেই পরীক্ষা দিতে হবে।
সেকেন্ড টাইম আছে।
রিটেন নেই। শুধু MCQ পদ্ধতিতে পরীক্ষা হবে।
মানবিক ও বিজনেস স্টাডিজ এর কোন সিলেকশন নেই। যারা আবেদন করবে তারা সবাই পরীক্ষা দিতে পারবে।
বিজ্ঞান এর সিলেকশন থাকতে পারে। তবে ম্যাক্সিমাম ই পরীক্ষা দিতে পারবে।
গুচ্ছতে আবেদনের যোগ্যতা :
B UNIT : ( মানবিক) -
SSC, HSC তে আলাদাভাবে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। আর SSC + HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৬.০০ হতে হবে।
C UNIT : ( বিজনেস স্টাডিজ)
SSC, HSC তে আলাদাভাবে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। আর SSC + HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ হতে হবে।
A UNIT : ( বিজ্ঞান)
SSC, HSC তে আলাদাভাবে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। আর SSC + HSC মিলে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ হতে হবে।
গুচ্ছতে সাইন্সের মোট সিট - ১২,০৬১ টি 😲
গুচ্ছ A UNIT এ চান্স পেতে " সাইন্স সামিট " বইটি অবশ্যই পড়বা। এক বইয়েই গুচ্ছ A UNIT এর ১০০% প্রস্তুতি কমপ্লিট 😎
গুচ্ছতে বিভাগ পরিবর্তন এর সুযোগ নেই। অর্থাৎ তুমি সাইন্সের স্টুডেন্ট হলে সাইন্সের সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে।
*************************************
আসনসংখ্যা হিসাবে এ প্রক্রিয়ায় প্রায় ২৪ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৬১ জন, মানবিক বিভাগ থেকে ৬ হাজার ১২৯ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ভর্তি হতে পারবে ৩ হাজার ৪৯৫ জন শিক্ষার্থী। এছাড়াও সমন্বিত বিভাগ থেকে ভর্তি হতে পারবে ৭৭০ জন শিক্ষার্থী।
২২ বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২৩ হাজার ১০৪ টির ও বেশি৷ প্রায় ২৪ হাজার।
গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়গুলোর নাম ও আসন সংখ্যা-
১) ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া:
এ শিক্ষা প্রতিষ্ঠানের মোট আসন সংখ্যা দুই হাজার ৩০৫টি। এর মধ্যে বিজ্ঞানে ৫৫০টি, মানবিকে ১ হাজার ৪৭১টি এবং বাণিজ্য শাখায় ৪৫০টি।
২) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( SUST), সিলেট :
এক হাজার ৭০৩টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ১ হাজার ২১০টি, মানবিকে ৩১০টি এবং বাণিজ্য শাখায় ৮৩টি।
৩) খুলনা বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২১৭টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৪৫টি, মানবিকে ৪৩৫টি এবং বাণিজ্য শাখায় ৯১টি।
৪) দিনাজপুরের
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ১ হাজার ৩৬০টি, মানবিকে ৩৬৫টি এবং বাণিজ্য শাখায় ২৮০ টি।
৫) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ৮১৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৭৩৩টি, মানবিকে ২৮টি এবং বাণিজ্য শাখায় ৫৪টি।
৬) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ২৮৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৯৭০টি, মানবিকে ১৮৬টি এবং বাণিজ্য শাখায় ১২৯টি।
৭) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট দুই হাজার ৭৬৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ১ হাজার ২৪৫টি, মানবিকে ৮৫০টি, বাণিজ্য শাখায় ৫২০টি এবং চারুকলা (সবার জন্য) ১৫০টি।
৮) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১৯০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৫১৫টি, মানবিকে ২৭৩টি এবং বাণিজ্য শাখায় ২৫২টি।
৯) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৬০টি আসনের মধ্যে বিজ্ঞানে ২৭২টি, মানবিকে ৫৪০টি এবং বাণিজ্য শাখায় ২৪৮টি আসন রয়েছে।
১০) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯১০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৬৮৫টি মানবিকে ১০০টি এবং বাণিজ্য শাখায় ১৪০টি।
১১) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৩১৫টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৯২টি, মানবিক শাখায় ৩৯৮টি এবং বাণিজ্য শাখায় ২৮১টি।
নিয়মিত এডমিশন বিষয়ে সকল আপডেট পেতে পেইজটি ফলো দিয়ে রাখো তাহলে পোস্ট করা মাত্র তথ্য পেয়ে যাবে

১২) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯২০টি আসনের মধ্যে বিজ্ঞানে ৬৫০টি, মানবিকে ১৪৫টি এবং বাণিজ্য শাখায় ১২৫টি।
১৩) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট দুই হাজার ৭৪৫টি আসনের মধ্যে এবার এক হাজার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তি করবে। আগের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান শাখায় এক হাজার ৪৬০টি মানবিকে ৩৮৫টি, বাণিজ্য শাখায় ৩১০টি এবং সম্মিলিত (সব বিভাগের জন্য) ৫৯০টি আসন রয়েছে।
১৪) বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৪০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৬৪৯টি, মানবিক শাখায় ৪৬৩টি এবং বাণিজ্য শাখায় ৩০২টি আসন রয়েছে।
১৫) রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৭৫টি এবং বাণিজ্য শাখায় ৭৫টি।
১৬) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মোট ১৫৫টি আসনের মধ্যে মানবিকে ১২০টি এবং বাণিজ্য শাখায় ৩৫টি।
১৭) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি একশটি আসন রয়েছে। এর মধ্যে সবগুলোই বিজ্ঞান শাখার জন্য। বিশ্ববিদ্যালয়টিতে মানবিক শাখা ও নেই বাণিজ্য শাখায় আসন নেই।
১৮) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৩০টি, মানবিক শাখায় ৩০টি এবং সবার জন্য ৩০টি।
১৯) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ৯০টি মানবিক শাখায় ৩০টি এবং বাণিজ্য শাখায় ৩০টি।
২০) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৭৩০ টি। আসন বিন্যাসের তথ্য জানা যায়নি।
২১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
২২) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আজ ২২ টি GST গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের A 2 Z দিলাম৷ পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত চাও?
১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়?
২) মেডিকেল?
৩) রাজশাহী বিশ্ববিদ্যালয়?
৪) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়?
৫) BUP?
৬) ঢাকা বিশ্ববিদ্যালয়?
৭) কৃষি গুচ্ছ?
৮) ঢাবি অধিভুক্ত ৭ কলেজ?
৯) ইন্জিনিয়ারিং গুচ্ছ?
১০) বুয়েট?
১১) BUTEX?
১২) DU IBA?

07/10/2023

Mid = মধ্যবর্তী Wife = স্ত্রী।
কিন্তু Mid-wife = ধাত্রী।

Net = জাল Her = তার।
কিন্তু Net-her = নিম্নস্থ।

Hear = শোনা Say = বলা।
কিন্তু Hear-say = জনমত।

Head = মাথা Strong = শক্তিশালী।
কিন্তু Head-strong = একর চোখা।

Down = নীচ Right = সঠিক।
কিন্তু Down-right = সহজ-সরল।

Fare = যানবাহনের ভাড়া Well = ভালভাবে।
কিন্তু Fare-well = বিদায়।

Hum = গুনগুন করা Bug = ছারপোকা।
কিন্তু Hum-bug = ধোঁকাবাজি।
💚💚to know more about English. Share and follow 💚💚

06/10/2023

আপনার চ্যাট লিস্টের ৩য় জনের বিয়েতে এমন বৃষ্টি থাকবে🤣🤣
ম্যানশন করে জানিয়ে দিন 🤣🫠

06/10/2023

আপনার এলাকার বৃষ্টি অবস্থা কি??
ছবি থাকলে কমেন্টে দিতে পারেন।

05/10/2023

অট্টালিকায় থাকা মানুষ গুলো আজকে ঘর ডুবা মানুষের কষ্ট বুঝবেনা🥲🥲

05/10/2023

আপডেট
সাহিত্যে নোবেল পেলেন
নরওয়ের জন ফসে।

05/10/2023

আজ বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় কোন স্যারকে সবথেকে বেশি মনে পড়ছে ? কমেন্টে নামটি লিখে স্যারের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়ে দিন।

02/10/2023

হুমায়ূন আহমেদের কোন বইটি আপনার ভীষণ প্রিয় 💕

02/10/2023

কাশফুল ঘুরতে না যাওয়া মেয়েগুলো,
এক একটা পরী।🫢

01/10/2023

মেয়েরা কেবল দুজন পুরুষের কথা মন দিয়ে শোনে! তারা হলো:

দর্জি আর ক্যামেরাম্যান।🤭

30/09/2023

হয় পোস্টে রিঅ্যাক্ট দেন, নয়তো আনফ্রেন্ড করেন দেন , লাশ হয়ে আইডিতে পড়ে থাকবেন না🤣

30/09/2023

একজন সফল অর্থমন্ত্রী❣️
চিন্তা করুন,পুরো পৃথিবীর সাথে লেনদেন বন্ধ।শুধুমাত্র পাশ্ববর্তী কয়েকটি রাষ্ট্রের সাথে লেনদেন করে অল্প কিছুদিন আগে স্বাধীন হওয়া দেশটি আজ কোথায় যাচ্ছে। দুর্নীতি না থাকলে, জীর্ণশীর্ণ ধ্বংস হয়ে যাওয়া একটি দেশও বিশ্ব দরবার মাথা উচু করে দাঁড়াতে পারে।
আমরা ৫২ বছর আগে স্বাধীন হয়েও আমাদের অবস্থান কোথায়!!
আফসোস😭

30/09/2023

কি অনিন্দ্য সুন্দর লেখা💚

29/09/2023

Pro লেভেলের স্টুডেন্ট🤣

Photos from Mahmudunnabi's post 29/09/2023
28/09/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতাঃSSC+ HSC মিলিয়ে
A ইউনিট - ৮ পয়েন্ট
B ইউনিট - ৭.৫ পয়েন্ট
C ইউনিট - ৭.৫ পয়েন্ট
যারা জানো যে তুমি আবেদন করার মত পয়েন্ট পাবা এক দিন সময় নষ্ট না করেই এডিমিশন যুদ্ধে যাপিয়ে পরো💚

27/09/2023

যে জীবন ক্লান্ত ঘামকে ভালবাসে, সে জীবন সার্থক।
যে সাফল্যে মায়ের চোখে পানি আসে সে জীবন সার্থক। যে জীবন নিজেকে পুড়িয়ে মানুষ হিসেবে বাঁচতে অনুপ্রেরণা দেয় সে জীবন সার্থক।

25/09/2023

Lack of self-confidence and selfishness are the main reasons behind su***de.

What do you think???

25/09/2023

সাথী আমার ছাত্রী। ষ্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পাস করে বের হয়েছে অনেক আগে।
ষ্টেট-এ তবু নানা কাজে আসে সে। দেখা হলে বলি: সাথী, কি করো এখন?
জুডিশিয়াল সার্ভিস কমিশনে পরীক্ষা দিচ্ছি স্যার।
পরের বছর তাকে দেখে জিজ্ঞেস করি: সাথী কি করছ তুমি?
পরীক্ষা দিচ্ছি স্যার?
কোথায়?
সাথী লজ্জা পায়: জুডিশিয়াল সার্ভিস কমিশনে!
আবার।
জ্বী স্যার।
আবার, আবার!
এই কান্ড চলছে কমপক্ষে ছয়/সাত বছর ধরে। একবার সে প্রিলিমিনারীতে বাদ হয়, একবার পরের স্তরে, একবার একদম শেষ স্তরে।
মায়া লাগে তার জন্য। ভাবি তাকে বলি: ক্ষান্ত দাও এবার।
আজকে এলো বিরাট খবর। সাথী সব পরীক্ষায় টিকেছে অবশেষে।বিচারক হিসেবে নিয়োগের সুপারিশ পাচ্ছে সে। সারাদেশের হাজার হাজার আইনের ছাত্র ছাত্রীর মধ্যে তার স্থান হয়েছে সবচেয়ে উপরের দিকে।
ভাগ্যিস তাকে থামাই নি আমি! একটাও হতদ্যম করার কথা বলিনি।

সাথী, আমার অভিনন্দন নাও। তুমিই (আর তোমার মতো মানুষরা) আমার হিরো! এদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর আইন বিভাগের হাজার হাজার ছাত্র-ছাত্রীর জন্য রোল মডেল।
আমার শ্রদ্ধা আর স্নেহ তোমার জন্য।
WHAT A JOURNEY TO SUCCESS ‍!
লেখক :আসিফ নজরুল স্যার

25/09/2023

আপনি সুখ কখনও কিনতে পারবেন না, দুঃখকে কখনও বিক্রি করতে পারবেন না।🌸

24/09/2023

“যে যাহারে ভালবাসে সে তাহারে পায় না।" গণেশের গানের কথা ( পদ্মা নদীর মাঝি,মানিক বন্দ্যোপাধ্যায়)

23/09/2023

💚বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমি স্কুল এন্ড কলেজ একটি এমপিওভুক্ত💚। অধ্যক্ষ মতিউর রহমান স্যারের নিজ হাতে গড়া একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। 💚স্বল্প খরচে ভালো সেবায় নিয়োজিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান 💚
সরাসরি ভর্তি হতে কলেজে যোগাযোগ করুন ❤️

Want your school to be the top-listed School/college in Mymensingh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#hsc2024English Words and Phrase
#reels #fahad #viral #Mymensingh #job #English #Admission #verb #spokenenglish
#reels #English #fahad #viral #flooding #fishingislife #Mymensingh
#reels #job #english #fahad #Admission #verb #viral # @followers
#reels #English #Admission #fahad #job #viral #
#reelsfypシ #reels #poem
#reels #job #Admission #fahad #English #verb #magic #hsc2023english
#reels #Admission #job #fahad #hsc2023english
#English #Admission #job #fahad ২মিনিটেই সমাধান 😍😱জীবনেও ভুলবেনা 🤗ভুলে গেলে MB টাকা ফেরত🤣
Fahad's English Magic Technique❤️❤️#job #admission #English
Completing sentence HSC board Question solution
#reels #English #fahad #hsc2023english

Category

Telephone

Website

Address


Mymensingh
Mymensingh
2216

Other Education in Mymensingh (show all)
English Learning Center by Nirob sir English Learning Center by Nirob sir
Bhaluka
Mymensingh

I want to serve the human beings through my profession

Compact কম্পিউটার ও তথ্য প্রযুক্তি Compact কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
Mymensingh, 2002

বিসিএস , নন-ক্যাডার, ব্যাংক নিয়োগ, শিক্?

Online Spoken English Online Spoken English
Mymensingh

This page helps you to learn and speak English.

এসএসসি সাইন্স কেয়ার বাই মেডিকেল স্টুডেন্টস এসএসসি সাইন্স কেয়ার বাই মেডিকেল স্টুডেন্টস
জিলা স্কুল মোড়, ময়মনসিংহ
Mymensingh, 2230

kid's English language courses

Fulbaria Cadet Madrasah Fulbaria Cadet Madrasah
Fulbaria, Dhaka
Mymensingh, 2216

5 minute school for civil engineers 5 minute school for civil engineers
Mymensingh

সিভিল ডিপার্টমেন্ট এর অনলাইন ক্লাস এর বিশ্বস্ত প্লাটফর্ম।

Premier Ideal Online School Premier Ideal Online School
Mymensingh, 2200

Premier Ideal Online School will be run to conduct online teaching activities among the students. It is ready as schools across the country are closed to deal with the Corona disas...

Amdadul Hoque Milon Amdadul Hoque Milon
Mymensingh

At this moment not published

Biology Inspection & Exploration Dr-Anik Ghosh Biology Inspection & Exploration Dr-Anik Ghosh
Opposite Of Zilla School Gate
Mymensingh, 2200

To help others means to help urself.

সাধারণ জ্ঞান mcq সাধারণ জ্ঞান mcq
Mymensingh
Mymensingh, 2200

বিভিন্ন চাকরি সহায়ক প্রশ্ন ও সাধারণ জ্ঞান পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন।

Mondira Bepary 97 Mondira Bepary 97
Valuka
Mymensingh, TRESHAL

ফলো দিয়ে পাশে থাকুন,ধন‍্যবাদ।