MS Shop

MS Shop

You may also like

MD Mashrafi vhai
MD Mashrafi vhai

উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা, খাঁটি অথেনটিক প্রোডাক্ট সকলের হাতে (হোম ডেলিভারি) পৌছে দিতে চাই।

Photos from MS Shop's post 17/11/2023

অনেকেই কাটাকাটি ঝামেলায় যেতে চান না এবং আমাদের পর্যাপ্ত পরিমান সুপার শপ না থাকায় এরকম সংগ্রহ করা সমস্যা হয়ে যাচ্ছে।
তাই MS Shop আপনাদের জন্য নিয়ে এসেছে রেডি টু কুক ফ্রোজেন চিকেন।
অর্ডার কনফার্ম করে আপনার ঠিকানা দিলে হোম ডেলিভারিতে আপনার বাসায় পৌছে যাবে।
এই আইটেম টা করতে চাচ্ছি। আপনাদের মতামত কি??

12/11/2023

হোম ডেলিভারি এবং আইটি সার্ভিস চালু হচ্ছে শীঘ্রই

26/10/2023

লাল চিনি লাগবে?

25/10/2023

ভালো চাকের মধু আছে

23/10/2023

স্টক শেষের দিকে।

19/10/2023
Photos from MS Shop's post 16/10/2023

আমাদের প্রোডাক্ট এর মূল্য তালিকা

Photos from MS Shop's post 16/10/2023

আমাদের কাছে এভেইলেবল কিছু পন্য

Photos from MS Shop's post 13/10/2023

এগুলা ছাড়া আরো ৫০+ প্রোডাক্ট আছে আমাদের

Photos from MS Shop's post 13/10/2023

ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহৃত হয় না।
সরকারি ৪ টা প্রতিষ্ঠান থেকে সার্টিফাইড।
১০০% অথেনটিক প্রোডাক্ট।

10/09/2023

দাঁতের সমস্যার কারণে মুখে দুর্গন্ধ…??
আর নয় দুর্গন্ধ,এক্সিলেন্ট নিম এ্যালো ন্যাচারাল টুথপেষ্ট ব্যবহারে আপনার দাতের শিরশিরি ভাব , মুখে দুর্গন্ধ, দাঁতের ক্ষয়, মাড়ি ক্ষয়, দাঁতের গোঁড়ায় গর্ত হওয়া, মুখের ক্যান্সার , দাঁতের ব্যথা, দাঁতের সংবেদনশীলতা, মাড়ি ফোলা, পুঁজ পড়া, দাঁতের রং নষ্ট হয়ে যাওয়া প্রতিরোধ করে।

09/09/2023

হানিনাট আর মধু লাগলে দ্রুত যোগাযোগ করুন।

Photos from MS Shop's post 26/08/2023

ডিমের জন্য পালন করা হয়েছিল। সব ভ্যাক্সিন করা । মিসরীয় ফাউমী মুরগী।কারো লাগলে যোগাযোগ করুন।
মোঃ আরিফ, বন্দর, নবীগঞ্জ (কুরিয়ার হবে না)
প্রাইসঃ ৩২০ টাকা পিস।
মোবাইলঃ +8801923124174

Photos from MS Shop's post 16/08/2023

আমাদের পন্য গ্যারান্টিযুক্ত।
পছন্দ না হলে ফেরত দিবেন, খুশিমনে নিয়ে নিবো ইনশাআল্লাহ।
ঘি,মধু,সরিষার তেল, চিয়াসিড, হানিনাট,গাঁজানো রসুন, মরিঙ্গা পাউডার।
(আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেইন পাইনি)

10/08/2023

⭐ সফলতার ১৫টি সূত্রঃ

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

23/06/2023

আপনি জানেন?
মধু ভিটামিন-বি কমপ্লেক্স ও ক্যালসিয়ামসমৃদ্ধ হওয়ায় এটি স্নায়ু ও মস্তিষ্কের কলা সুদৃঢ় করে।

আমাদের NFC সুপার শপে আপনারা ১০০% গ্যারান্টি সহকারে মধু পাবেন ইন শা আল্লাহ

▶️ লিচু ফুলের মধু - ৫০০ টাকা কেজি।
▶️সরিষা ফুলের মধু - ৪০০ টাকা কেজি।
▶️কালোজিরা ফুলের মধু - ১১০০ টাকা কেজি।
( বি:দ্র: বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়)

✴️ ন্যায্য মূল্যে, স্বস্তির বাজার ✴️ NFC সুপার শপ।

Photos from MS Shop's post 25/05/2023

ম্যাজিক চুলা।
এটিতে কাঠের ছোট টুকরা/ লাকড়ি দিয়ে রান্না করতে হয়। ৪/৫ জন পরিবারের রান্নায় মাসে সর্বোচ্চ ৫০০ টাকার লাকড়ি খরচ যাবে।
রুম কালি হবে না কিন্তু হাড়ি পাতিল হালকা কালি হবে।
চুলার মূল্য ৩৫০০ টাকা। (৬ মাসের গ্যারান্টি, ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি)
বি:দ্র: এর প্রয়োজনীয় লাকড়ি আমরা সরবরাহ করে থাকি।

11/05/2023

৬৫০ টাকার চাদর মাত্র ৩৬০ টাকা ৷

: কী কাপড়?
: মিক্স কটন ৷
: তাহলে তো "৬৫০ টাকার চাদর ৩৬০ টাকা" হলো না; ২৫০ টাকার চাদর ৩৬০ টাকায় হলো ৷

এই টাইপের বিজনেস করি না ব্রো।

14/03/2023

খাঁটি মধু লাগবে??
কালোজিরা ফুলের ফ্রেশ মধু আছে।

Photos from MS Shop's post 20/02/2023

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,

" যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধু-বান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"

কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না । তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে ।

কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমরা কাছ থেকে কত টাকা আয় করলো ? "

বরং এটা কখনো ভাববে না যে,

"ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ? "

আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ ।

সেই প্রথম সময়টায় আপনার খুব কাছে বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে । কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে । অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না ।

এরপর একটা সময় আসবে যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন । হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখেবন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব , কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন । শুধু সেই অপিরিচিত মানুষগুলোই নেই ।
সংগৃহীত

01/01/2023

বিজয়ী "মীর জাফরের" চেয়ে পরাজিত "সিরাজউদ্দৌলার" ইতিহাস অনেক বেশি মর্যাদার ও বীরত্বের।

09/12/2022

৪ টি কুকুর ও ১ টি চিতাবাঘের মধ্যে দৌড় প্রতিযোগিতা দেয়ার মূল লক্ষ্য ছিলো দ্রুতক্ষমতা দেখা।

কিন্তু অবাক করার বিষয় হলো চিতাবাঘ তার জায়গা থেকে এক চুলও নড়েনি।

রেস কো-অর্ডিনেটরকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে, চিতাবাঘ কেনো দৌড়াচ্ছে না। তিনি উত্তর দিলেন: কখনও কখনও নিজেকে সেরা, তা প্রমাণ করার চেষ্টা করা অপমানজনক।

শক্তি দেখানোর জন্য নিচের স্তরে নেমে যাওয়ার দরকার নেই।

চিতা তার গতি ব্যবহার করে শুধুমাত্র শিকার করার জন্য, কুকুরের কাছে প্রমাণ করতে নয়, যে সে সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন এবং শক্তিশালী....!

_Re post.

22/11/2022

আপনার আব্বা মারা গেলেন, আপনি এলাকাবাসীকে খাবার খাওয়ালেন৷ লাভ হলো এলাকাবাসীর।

কিন্তু যদি আপনি আপনার আব্বার জন্য গোপনে দান করতেন, সওয়াব পেতেন আপনার আব্বা। লাভও হতো আপনার আব্বার।

এখন সিদ্ধান্ত নিন, কার লাভের জন্য আপনি কাজ করবেন?

সমাজের ইসলামকে গুরুত্ব দিবেন নাকি রাসূলের (সা.) ইসলামকে গুরুত্ব দিবেন?

- ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহি.)

18/10/2022

কাশবনে কার যেতে ইচ্ছে হয়না?

15/10/2022

বদমাশ যখন ওয়াজের মঞ্চে বসার সুযোগ পায়।
মাদ্রাসা বিদ্বেষী!
এর কাছে নাকি মাদ্রাসা থেকে প্রাইমারি বেশি ভালো লাগে?

13/10/2022

আল্লাহু আকবর ধ্বনিতে যার অন্তরজ্বালা শুরু হয়,

মনে রাখো ও স্পষ্ট মুনাফিক,শয়তানের অনুসারী।

02/10/2022

হযরত আলী রাঃ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন - আমার উম্মত যখন পনেরটি কাজে লিপ্ত হবে তখন তাদের উপর বালা-মসিবত আপতিত হবে। জিজ্ঞাসা করা হলো সেগুলো কি কি? তিনি বলেন ঃ

১.যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, ২.আমানতের মাল লুটের মালে পরিণত হবে, (আমানতের মাল গ্রাস করবে,হকদারের কাছে ফেরত দিবে না)
৩.যাকাতকে জরিমানা মনে করা হবে,(ফলে যাকাত আদায় করবে না।করলে ও নামকে ওয়াস্তে করবে,আগ্রহ সহকারে পরিপূর্ণ হক আদায় করবে না)
৪.ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে
৫.পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে (স্ত্রীর প্রতিটি জায়েজ নাজায়েজ দাবী পূর্ণ করবে এবং পরিবার থেকে মুখ ফিরিয়ে নিবে)
৬.নিজ মায়ের অবাধ্য হবে, (মায়ের মুকাবেলায় স্ত্রীর কথা শুনবে,মায়ের সাথে দুর্ব্যবহার করবে)
৭.বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে, কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে (তার প্রতি জুলুম করবে),
৮.মসজিদে কলরব ও হট্টগোল করবে,(পবিত্র স্থানের ইহতিরাম করবে না)
৯.পাপাচারীরা গোত্রের নেতা হবে, (নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে)
১০.কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,
১১.গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,
১২.বাদ্যযন্ত্রসমূহের ব্যাপক প্রচলন করা হবে,
১৩.মদপান করা হবে,
১৪.পুরুষেরা রেশমী পোশাক পরিধান করবে,
১৫.এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে, তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।
যখন এ পনেরটি বিষয় ব্যাপক আকার ধারণ করবে,তখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১

27/09/2022

মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়,
যোগ্যতার পরিচয় দেয় কর্মে,
আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে..

26/09/2022

একটি হরিণ এক ঘণ্টায় ৯০ কিলোমিটার যেতে পারে। আর একটি বাঘ যেতে পারে এক ঘণ্টায় ৫০ কিলোমিটার। তাহলে অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণ কে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণ কে কাবু হতে হয়।

কারণ টা কী ? কারণ হলো দৌড়াতে দৌড়াতে কখনো কখনো পিছনে ফিরে তাকায় বাঘের চাইতে কতটুকু এগিয়ে আছে তা বুঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছনে ফিরতে গিয়ে তার বেগ কমে যায় । অপরদিকে বাঘ ঠিকই তার বেগ ঠিক রেখে হরিণের দিকে এগিয়ে যেতে থাকে।
:
শিক্ষাঃ চলার পথে কখনোই পিছনে তাকাতে নেই, লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে । তাহলেই তুমি সফল হবে।

23/09/2022

বিপদে পরে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে..

কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।

-সংগৃহীত

18/09/2022

সিজদার পরিমান যত বাড়বে,

পেরেশানির পরিমান তত কমবে..

14/09/2022

"লোকে কি ভাববে!" এই চিন্তা যদি আপনি মন থেকে মুছে ফেলতে পারেন,

তবে আপনি "সফলতার" প্রথম স্তরে আছেন..

13/09/2022

তাড়াহুড়ো শয়তানের কাজ।

তাই আমি ঘুমাই ও দেরিতে উঠি ও দেরিতে..

11/09/2022

হ্যাপি ৯/১১ ডে

09/09/2022

বিদেশ থেকে Iphone পাঠায় এমন আত্নীয় দরকার! 🙂

07/09/2022

ইনশাআল্লাহ আগামী ৯ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বাদ মাগরিব "দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা নুরপুর" এর উদ্যোগে ইসলাহী মজলিশ ও কুরআন সবক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
প্রধান মেহমানঃ মুফতি ইবরাহিম খলিল বিক্রমপুরি হাফিঃ.
স্থানঃ নুরপুর জামে মসজিদ।

উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত।
শুভেচ্ছান্তেঃ মাওলানা শামীম আকরাম।
মুহতামিম অত্র মাদ্রাসা।

05/09/2022

ইয়ে মানে বেপর্দা ও বেগানা নারীর ছবি পোষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত! 😃

Want your public figure to be the top-listed Public Figure in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কাশবনে কার যেতে ইচ্ছে হয়না?
বদমাশ যখন ওয়াজের মঞ্চে বসার সুযোগ পায়।মাদ্রাসা বিদ্বেষী!এর কাছে নাকি মাদ্রাসা থেকে প্রাইমারি বেশি ভালো লাগে?
এটাই সাইন্স
ওরে পাপমুক্ত সিনেমা রে!
ওরে প্রেমিকা! কনফার্ম জান্নাতি??
আহা! ধ্যান..
Wow
দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা নুরপুর এর ছাত্রদের তাজভীদ সহ সূরা ফাতিহার এজরা চলছে।
অ মা ন বি ক তা...
তোমরা যত ইসলামের দিকে আঘাত করবে, মুসলিমরা তত বেশি সংঘবদ্ধ হবে।মাশাল্লাহ স্কুল,কলেজ,ভার্সিটির ছেলেমেয়েরা কি সুন্দর নবী অব...

Category

Telephone

Website

http://shamimakram.com/

Address


Puran Bandar Road
Narayanganj
1410

Other Entrepreneurs in Narayanganj (show all)
নজড় - Najar নজড় - Najar
Al-Aksa Masjid, Shahi Mahallah, Pagla, Kutubpur, Fatullah
Narayanganj, 1421

Valley of Beauty...

Afsana's Closet Afsana's Closet
Masdair, Tala Factory More
Narayanganj, 7231

Chinese products bag, jwellery,watch, sunglass,clothing item

Jersey roombd.com Jersey roombd.com
Narayanganj, 1400

নিজের পছন্দের ডিজাইন দিয়ে জার্সি বানাইতে চাইলে পেইজে আমাদের কাছে যোগাযোগ করুন।

স্বপ্ন বুনন স্বপ্ন বুনন
Narayanganj

আসসালামু আলাইকুম। আমি জুলিয়া কাজ করছি মেয়েদের ড্রেস নিয়ে। আমার কাজ হচ্ছে ব্লক, বাটিক, হাতের কাজ।

Style By Suad Style By Suad
Narayanganj

This is a business a page I want to sell many necessary things like dress,ornaments beauty product et

Mamur bazar.bd মামু'র বাজার.বিডি Mamur bazar.bd মামু'র বাজার.বিডি
189 President Road
Narayanganj

পাইকারী দামে খুচরা বিক্রয়

Barakah Al Madina Barakah Al Madina
Narayanganj

• Stay classy. • Make it simple but significant • If you wear things you adore, you look better.

Abrar.com Abrar.com
Narayanganj, 1411

Leathers & Footwear products

Zia Commercial Zone Zia Commercial Zone
Narayanganj, 1410

Some Attempts to fulfill Dreams (:

Homaira islam Nusaiva Homaira islam Nusaiva
Narayanganj

Freelancer!! Digital Marketer★ Business Entrepreneur🎀 Social Media Morketing🌊

Bonkagoj Bonkagoj
North Chashara
Narayanganj, 1400

Bonkagoj is a special kind of paper that grows if planted. It promotes recycling and permaculture. I

Abir & Brothers Abir & Brothers
Sonargaon
Narayanganj, 1441

politicians, friends, brothers, family, relatives.