Dr.Rubel Ahmed

মেডিকেলে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মানুষের কল্যাণে ও সেবায় ব্যয় করব ইনশাআল্লাহ।

16/04/2024

যাদের এই রকম আঁচিল আছে তারা যোগাযোগ করতে পারেন।মাত্র ১০ মিনিটেই কার্যকরী সমাধান ইনশাআল্লাহ।

10/04/2024

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।🎆

25/03/2024

আলহামদুলিল্লাহ।
বিরল এই রোগটি নিয়ে রুগি কয়েক জায়গায় দেখানোর পর আল্লাহ তায়ালা রুগিটিকে আমার চিকিৎসার উছিলায় সুস্থ করেছেন।

17/03/2024

সুবহানাল্লাহ।আমরা রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করি।

01/01/2024

নতুন বছরে সবার মনের আশাগুলি পূরণ হোক।
সবাই দুনিয়া ও আখিরাতে শান্তি কামিয়াবি ও সমৃদ্ধি লাভ করুক। আমিন

29/12/2023
21/12/2023

পৃথিবীতে কোন কিছুই success নয়।

এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :

যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,

যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,

যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,

ভুল ভাঙল, এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা success,

এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success,

ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success,

এখানেই শেষ নয়,

এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success,

পরে বুঝলাম না কলেজ শেষে চাকরী পাওয়াটা success,

এরপর বুঝলাম না, নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success,

সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success,

আবার ভুল ভাঙল,

এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,

বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success,

ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success,

মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success,

এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক utilization ই success...

এরপর যখন সবাই মিলে কবরস্থানে নামিয়ে দিল,

তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয়,

পুরোটাই competition, বা প্রতিযোগিতা।
যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা।

এটাই চরম বাস্তব। ©

08/12/2023

ডিভাইস কসমেটিক খৎনা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর:
আসসালামু আলাইকুম!

আজ আপনাদের কাছ থেকে পাওয়া প্রতিনিয়ত কিছু প্রশ্নের উত্তর দিবো। আশা করি সকলের ডিভাইস কসমেটিক খৎনা নিয়ে মনে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর পাবেন। ইনশাআল্লাহ!

প্রশ্নঃ ডিভাইস কসমেটিক খৎনা কি বিস্তারিত জানতে চাই।
উত্তরঃ ডিভাইস কসমেটিক সুন্নতে খৎনা হলো খতনা/মুসলমানীর জগতে সবথেকে আধুনিক এবং শতভাগ নিরাপদ পদ্ধতি। এই খতনায় কোন সেলাই লাগেনা, ব্যান্ডেজ লাগেনা, রক্তপাত হয় না, প্রতিদিন গোসল করা যায়, পেন্ট পায়জামা পরা যায়, সকল বয়সে করা যায়।

#আধুনিক_মুসলমানি

প্রশ্নঃ বাচ্চা কি ব্যথা পাবে?
উত্তরঃ যখন আমরা লোকাল এনেস্থিসিয়া দেই তখন হালকা একটু ব্যথা পাবে। কারন মানুষ হিসেবে সকলেরই অনুভূতি আছে। এখন শরীরে যখন সুই ঢুকবে সেটা ছোট বাবু হোক বা বড় মানুষ হোক। একটু ব্যথা পাবেই। এটা স্বাভাবিক। তা ছাড়া আর কোন ব্যথা নেই।তাছাড়া এই ব্যাথা কমানোর জন্য ব্যাথানাশক স্প্রে ব্যাবহার করা হয়।

প্রশ্নঃ খতনা করানোর পর কি থাকতে হয় নাকি সাথে সাথে চলে আসা যায় বাসায়।
উত্তরঃ আলহামদুলিল্লাহ! খতনা করানোর পর সাথে সাথে বাচ্চাকে নিয়ে বাসায় যেতে পারবেন। কোন ধরনের কোন অসুবিধা নেই। বাচ্চা নিজেই পায়ে হেঁটে যেতে পারবে।

প্রশ্নঃ বাসায় নেয়ার পর কি করতে হবে? রেস্টের প্রয়োজন আছে?
উত্তরঃ বাসায় নেয়ার পর কিছুই করতে হবে না। স্বাভাবিকভাবে আগে বাচ্চা যা করতো তাকে সেটাই করতে দিন। সে মনের আনন্দে খেলাধুলা করতে চাই তাকে সেটাই করতে দিন। কোন রেস্টের দরকার নেই।
আপনাদের শুধু একটাই কাজ, তাকে নিয়মিত ডাক্তারের দেয়া প্রেসক্রিপশনের ঔষধ গুলো সঠিক সময়ে খাওয়াবেন।

প্রশ্নঃ শুকাতে কত দিন সময় লাগে?
উত্তরঃ আলহামদুলিল্লাহ! ডিভাইস কসমেটিক খৎনায় ঘা খুব দ্রুত শুকায়। সম্পূর্ণ ঘা রিকোভার (আগের মত ঠিক) হতে ২১ দিন সময় লাগে। যে কোন কাটাই ২১ দিনে রিকোভার হয়ে যায়।

প্রশ্নঃ আমার বাচ্চা অনেক চঞ্চল তাঁকে কি ডিভাইস খতনা করানো যাবে?
উত্তরঃ জ্বী! তাঁর জন্য ডিভাইস খৎনা সর্বোত্তম উপায়। কারণ ডিভাইস খতনায় বাচ্চা খতনার আগে যেমন সুস্থ থাকে খতনার পরেও একই রকম থাকে। দেখে বুঝার উপায় নেই খতনা করানো হয়েছে কিনা। ডিভাইস লাগানো অবস্থায় সে সব কিছুই করতে পারবে।

প্রশ্নঃ আপনারা কি বাসায় এসে খতনা করান?
উত্তরঃ জ্বী না! আমাদের হোম সার্ভিস নেই। আমাদের উত্তম সেবা আমাদের সেন্টারে এসে নিতে হয়।

প্রশ্নঃ কত বছর বয়সে খৎনা করানো ভালো?
উত্তরঃ এটার নির্দিষ্ট কোন বয়স নেই। তবে ছোট সময় করানো ভালো।

প্রশ্নঃ কোন খতনা পদ্ধতি ভালো?
উত্তরঃ আমরা আপনাকে বলবো অবশ্যই আপনারা আদরের সন্তানের খৎনা ডাক্তার দিয়ে করাবেন।
বাংলাদেশে বর্তমানে ৩ ধরনের খতনা পদ্ধতি চালু আছে।
১. হাজামের পদ্ধতি।
২. সেলাই ব্যান্ডেজের পদ্ধতি।
৩. আধুনিক ডিভাইস কসমেটিক (স্টেপলার সহ সকল ডিভাইস পদ্ধতি)
আপনি কোনটা করাবেন?
নিচের ২ টা থেকে যেকোন একটা বেছে নিতে পারেন।

কেন হাজামের পদ্ধতি নিবেন না?

কারণ হাজাম গন একই কাঠি এবং কাঁচি একাধিক জনকে ব্যবহার করেন। যার ফলে ইনফেকশন সহ নানান ছোঁয়াচে রোগ জীবাণু হয়ে থাকে। সবচেয়ে বয় সমস্যা যেটি হয় তা হলো ওনারা সঠিক পরিমাপে কাটাতে পারেন না। হয় কম কাটা হয় স্কিন না হয় বেশি কাটা হয়। এখন কম কাটলেও ভবিষ্যতে সমস্যা হয় বেশি কাটলেও ভবিষ্যতে সমস্যা হয়।
সঠিক পরিমাপে স্কিন না কাটার ফলে বয়স বাড়ার সাথে সাথে স্কিন বড় হয়ে সামনের দিকে এসে গ্লেন্স পেনিস ঢেকে যায়। যার ফলে ২য় বার খতনার প্রয়োজন হয়।
তাই ২ বার করার চেয়ে একবারই ডিভাইস কসমেটিক খৎনা করিয়ে নিন।
এখন আসি সেলাই ব্যান্ডেজের পদ্ধতিতে। এটা খুবই ভালো পদ্ধতি। কিন্তু এটাতে একটা সমস্যা হয় সেটা হলো ২ সেলাইয়ের মাঝের জায়গা টুকুর স্কিন ঝুলে যায়। ফিনিশিং আউটলুক শতভাগ সুন্দর হয় না।

কিন্তু আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ! ডিভাইস খৎনায় আউটলুক শতভাগ কসমেটিক। খুব সুন্দর লাগে দেখতে। কাটার দাগও থাকে না।
এখন সিদ্ধান্ত আপনার কোনটা করাবেন।

প্রশ্নঃ আপনারা কি পুরো শরীর অবস করেন?
উত্তরঃ জ্বী না! আমরা শুধু মাত্র পেনিসের জায়গা টুকু লোকাল এনেস্থিসিয়ার মাধ্যমে অবস করি। যেটা কিছুক্ষণ পরেই অবস কেটে যায়।

©

বিস্তারিত জানতে কল/হোয়াটসঅ্যাপ করুন- ০১৮১১৮৮২৪০২
যোগাযোগ :
হেলথ লেন ফার্মেসি
ভুলতা বাজার(মিলনের ফুলের দোকান সংলগ্ন)
ভুলতা,রুপগঞ্জ, নারায়ণগঞ্জ

08/12/2023

আজ পবিত্র জুম্মা মুবারক 🎇

06/12/2023

❌বাচ্চাদের শরীরে সরিষার তেল ব্যাবহার করবেন না।
✅অলিভ অয়েল ব্যবহার করতে পারবেন।

31/08/2023

১০০%সত্য✅

10/08/2023

বয়সের কারণে হোক কিংবা অকালে হোক,চুল পাকা নিয়ে সবারই দুশ্চিন্তা থাকে।
জেনে নেয়া যাক দাড়ি/চুল কেন সাদা হয়/পাক ধরে?

রাসায়নিক কারন:
চুলের পিগমেন্ট কোষ ( pigment cell) মেলানিন / melanin নামক এক প্রকার জৈব রাসায়নিক উপাদান উৎপাদন কমিয়ে দিলে অকালে চুল/ দাড়ি সাদা দেখায়।

ভৌত কারন :
1. চর্বিযুক্ত খাবার অত‍্যধিক খাওয়া :
অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যেমন : ফাষ্টফুড, মাংস, মিষ্টি ইত্যাদি বেশী খাওয়ার দরুন লিভারে ফ‍্যাটি এসিডের ( Fatty Acid ) পরিমান বৃদ্ধি পায়। আর লিভার খারাপ মানেই চুল/ দাড়ি পাকা।

2.মানসিক চাপ :
অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশায় ভোগা অথবা রাতে অনিয়মিত ঘুম বা রাত জাগা অথবা বুদ্ধিবৃত্তিক পেশা যেমন : ডাক্তারী, ওকালতি, ব‍্যাংকার ইত্যাদির কারনেও অকালে চুল / দাড়ি পাকে। অতিরিক্ত ধূমপান বা মদপানেও চুল পাকে।

3. পুষ্টিহীনতা :
দেহে তার প্রয়োজনীয় পুষ্টি বিশেষ করে ম‍্যাগনেসিয়াম, ফসফরাস বা জিংকের অভাবেও অকাল পক্কতা দেখা দেয়।

4. চুলে অতিরিক্ত কেমিক্যাল পন‍্য ব‍্যবহার করা :
অনির্বাচিত ও মানহীন পন‍্য ব‍্যবহার করা। এমনকি কলব, কালি, শ‍্যাম্পু বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন : হেয়ার কাটার, হেয়ার ড্রাইয়ার ইত্যাদি ব‍্যবহার করা।

5. হরমোনজনিত কারণ :
বংশগত বা হরমোনের ( যেমন: DHT/ Dyhydrotestosterone)ভারসাম্যহীণতার কারনেও অকালে চুল/ দাড়ি সাদা হয়।.

21/07/2023

আমীন

17/07/2023

তৈলাক্ত ত্বকে ব্রণ বেশি হয়।

এ অবস্থা থেকে মুক্তি পেতে চর্বি যুক্ত খাবার কম খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে।

24/06/2023

আলহামদুলিল্লাহ!!

চিকিৎসার আগের ও পরের আপডেট।
রোগী আস্থার সাথে ধৈর্য্য ধরে চিকিৎসা নিয়েছেন।
ভালো ফল পেয়েছেন।
রোগী কিছুদিন আগে প্রবাসে গিয়েছেন।এখনো চিকিৎসা চলমান আছে।

23/06/2023

আলহামদুলিল্লাহ!!
চিকিৎসার আগের ও পরের আপডেট।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আমিন

21/06/2023

আইডিয়াটা ভালো লাগলো 😂

12/06/2023

ইদানীং চেম্বারে এবং হাসপাতালে অনেক বাচ্চা রোগী পাওয়া যাচ্ছে যারা নিচের রোগটি বা ইমপেটিগো নিয়ে আসতেছে।আজকে এই রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 👇👇

👉Impetigo(ইমপেটিগো)

🔰এটি ত্বকের ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন এবং ছোঁয়াছে রোগ।staphylococcus aureus or pyogens ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে।

🔰কাদের বেশী হয়?
*2-5 বছরের বাচ্চাদের বেশী হয়
*গিঞ্জি/বস্তি এলাকা যেখানে একসাথে অনেকবেশী মানুষ থাকে তাদের বেশী হয়
*যারা অপুষ্টিতে ভুগছে,ডায়বেটিস আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ঝুঁকি বেশী।

🔰কোথায় হয়?
•নাক ও ঠোঁটের আশেপাশে বেশী হয়,তবে শরীরের যেকোন জায়গায় হতে পারে।

🔰ছোঁয়াছে তাই আক্রান্ত ব্যক্তি অন্যদের থেকে দূরে থাকবে।ঘরে শিশু থাকলে একজনের হলে অন্য শিশুর ও হতে পারে।৬-৭ দিন বাচ্চা স্কুলে যাওয়া থেকে এবং অন্য শিশুদের থেকে বিরত রাখতে হবে।

🔰লক্ষণ
-প্রথমে লাল ক্ষত দেখা যায়।
-তারপর ফোস্কার মত দানা, পানি নিয়ে উঠতে পারে।
-ফেটে গেলে সবুজাভ বা সোনালী রঙের আবরণ ধারণ করে।
অনেকগুলি ফোস্কা একত্রে অনেকটা মৌমাছির বাসার মত দেখতে হয়।
-সাথে জ্বর বা ব্যাথা থাকতে পারে।

🔰চিকিৎসা ও প্রতিকার:
১.চুলকানির জন্য এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ।
২.ব্যাথার জন্য পেরাসিটামল অথবা ব্যাথার ঔষধ দেয়া যেতে পারে।
৩.এন্টিবায়োটিক মুখের ঔষধ এবং মলম দেয়া যেতে পারে।
৪.উপদেশ:
-বিছানাপত্র গরমপানি দিয়ে ধুয়ে রোদে শুকাবেন।
-অন্যদের থেকে আলাদা থাকবে।
৫.যে কোন সমস্যা ও জটিলতায় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

10/06/2023

কুকুরের কামড়ে পায়ে ইনফেকশন হয়ে গিয়েছিল।ঢাকা থেকে চিকিৎসা নিয়েছিলেন।ভালো ফলাফল না পাওয়ায় চেম্বারে এসেছিলেন।
আলহামদুলিল্লাহ!!
চিকিৎসার পর রোগী সুস্থ হয়েছেন।
এখন দাগ কমানোর চিকিৎসা চলছে।

08/06/2023

কথা সত্য😀

02/06/2023

অনেকের চোখের পাতায় হলুদ আবরন দেখা যায় যা চামড়ার নিচে চর্বি জমার কারনে হয়ে থাকে।যাকে মেডিকেলের ভাষায় জেনথালেজমা বলে।
এই রোগ চিকিৎসার মাধ্যমে পুরো পুরি নিরাময় সম্ভব।
আলহামদুলিল্লাহ!
নিচের ছবিটি একজন রুগীর চিকিৎসার আপডেট।

01/06/2023

আলহামদুলিল্লাহ!!
পা ফাটা রোগীর চিকিৎসার আপডেট।

চিকিৎসার আগের ছবিটি রোগীর ১ম ভিসিটের সময় তোলা।আর ২য় ছবিটি রোগীর ২য় ভিসিটের সময় তোলা।
কয়েকদিনের চিকিৎসায় অনেক উন্নতি লক্ষ্যমান।চিকিৎসা চলমান আছে।চিকিৎসা শেষে রোগীটি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।

26/05/2023

সুবহানাল্লাহ!

08/05/2023

আলহামদুলিল্লাহ!
মাত্র ৫ মিনিটেই আঁচিল সমস্যার সমাধান।

06/05/2023

আলহামদুলিল্লাহ!
মাত্র ৩ মিনিটেই কানের ভিতরের আচিলের সমাধান, সম্পূর্ণ ব্যাথামুক্ত ও রক্তপাতহীন উপায়ে।

Want your practice to be the top-listed Clinic in Narayanganj?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Bhulta(Gawsia), Rupgonj, Narayangonj
Narayanganj
1360

Other Doctors in Narayanganj (show all)
HOMEO PLUS HOMEO PLUS
Chittagong Road
Narayanganj, 1400

Doctor

Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner Dr Md Gulzar Hussain Mayer Dua Medicine Corner
Kanchan Uttar Bazar
Narayanganj, 1461

Doctor Chamber And Pharmacy

Hamdard Ctg Road Branch Narayangonj Hamdard Ctg Road Branch Narayangonj
Hajee Ibrahim Khalil Shopping Complex (Under Dutch-Bangla Bank), Shimrail, Chattogram Road, Siddirgonj
Narayanganj

টেলিফোনে (01787687628 017876877867) বা অনলাইনে সেবা গ্

Dr.Zakia Parvin Lipi Dr.Zakia Parvin Lipi
Bangabandhu Road 207/6
Narayanganj, 1400

Welcome to my page.

Umme Salma chikitchaalaya Dental Care Umme Salma chikitchaalaya Dental Care
Delpara Bazer
Narayanganj, 1400

Dr. Imran Hossen Minaz Dr. Imran Hossen Minaz
Bhuighar
Narayanganj, 1421

A technologically advanced dental office providing specialized dental service and enhancing aesthetic

Hamdard Khanpur, Narayanganj Branch Hamdard Khanpur, Narayanganj Branch
Kumudini Arcade, 86 Sirajuddowla Road (Infront Of 300 Bedded Hospital), Khanpur
Narayanganj

টেলিফোনে (01896868822) বা অনলাইনে সেবা ?

Dr. Md. Al - Amin Dr. Md. Al - Amin
272/1 S. S. SHAH Road, BANDAR
Narayanganj

Medicine specialist

Dr. Choton Miazi Dr. Choton Miazi
Narayanganj

আসসালামু আলাইকুম

Hamdard Panchaboti Branch Narayangonj Hamdard Panchaboti Branch Narayangonj
Fardan Commplex (Shop 1, 5) Horihor Para, Ponchoboti Mour
Narayanganj

টেলিফোনে (01896868823) বা অনলাইনে সেবা গ্রহনে?

Hamdard BB Road, Narayanganj Branch Hamdard BB Road, Narayanganj Branch
155/Aman Bhaban, B B Road
Narayanganj

টেলিফোনে (01787687629) বা অনলাইনে সেবা গ্রহনে?

Dr. Faruk Ahmed  -Dental surgeon Dr. Faruk Ahmed -Dental surgeon
Bangabandhu Road, DIT, Gulshan Cinema Hall Market
Narayanganj

Gulshan hall market 1st floor Bangabandhu road DIT Narayanganj