Hamdard Khanpur, Narayanganj Branch
টেলিফোনে (01896868822) বা অনলাইনে সেবা ?
হামদর্দের সঙ্গে ইনসাফ বারাকাহ হসপিটালের ‘মেডিকেল সার্ভিস এগ্রিমেন্ট’ সম্পন্ন
------------------------------------------------------
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সঙ্গে ইনসাফ বারাকাহ হসপিটালের ‘মেডিকেল সার্ভিস এগ্রিমেন্ট’ সম্পন্ন হয়েছে । আজ রাজধানীর বাংলামটরে হামদর্দ বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।
হামদর্দ বাংলাদেশের পক্ষে হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এবং ইনসাফ বারাকাহ হসপিটালের পক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় হামর্দের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন রাসেল, সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, কোম্পানি সেক্রেটারী ও পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন (অঃ দাঃ) আব্দুল মজিদ, উপ পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল এ্যান্ড প্রটোকল ও এস্টেট (অঃ দাঃ) মিজানুর রহমান, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ (অঃ দাঃ) আবু ইউছুফ আবদুল হক উপস্থিত ছিলেন।
বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এম রহুল আমিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো: আলতাফ হোসেন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মহা: হাফিজুর রহমান, এসিস্ট্যান্ট মানেজার এইচ এম দুলাল, আব্দুল কুদ্দুস, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর নজরুল ইসলাম শাওন চৌধুরী, সাদ আব্দুল্লাহ প্রমুখ।
উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, হামদর্দ পরিবারের চিকিৎসায় ইনসাফ বারাকাহ হসপিটাল শতভাগ আন্তরিক সেবা প্রদান করবে। পাশাপাশি হামদর্দের গুণগত মানসম্পন্ন ওষুধসমূহ ইনসাফ বারাকাহ হসপিটালের সেবা গ্রহণকারীদেরও চাহিদা পূরণ করবে।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ, এর সৌজন্য ছাত্র ছাত্রী মাঝে ছাতা বিতরণ।
হামদর্দের নতুন হারবাল ওষুধ অর্থোফিট এর লঞ্চিং অনুষ্ঠিত
-------------------------------------------------------------------------
লঞ্চিং হলো হামদর্দের নতুন হারবাল ওষুধ অর্থোফিট। রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
অর্থোফিট ক্যাপসুলে রয়েছে আনডিনেচার্ড টাইপ-২ কোলাজেন ৪০ মিগ্রা, গ্লুকোসামিন হাইড্রোক্লোরাইড ১৫০ মিগ্রা ও কনড্রয়েটিন সালফেট ১২০ মিগ্রা। অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং জয়েন্টের ব্যথা ও প্রদাহে রোগিদের জন্য অর্থোফিট ক্যাপসুল খুবই কার্যকরি ও পার্শ্বপ্রতিক্রিয়াহিন।
• জয়েন্টের সুস্বাস্থ্য বজায় রাখে
• দ্রুত সময়ে কার্টিলেজ এর ভাঙ্গন প্রতিরোধ করে
• সহজে ক্ষতিগ্রস্ত কার্টিলেজ রিপেয়ার করে
অর্থোফিট ক্যাপসুল জয়েন্টের ব্যথা ও অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণসমূহ দ্রুতসময়ে সারিয়ে স্বাভাবিক জীবন নিশ্চিত করে।
লিডারদের সময়োপোযোগী নির্দেশনা দিলেন হামদর্দ এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
https://www.facebook.com/100067115712572/posts/814608240786359/?mibextid=6w5mK7s5e42khvDv
হামদর্দের H-Moringa (এইচ-মরিঙ্গা) এর প্রতিটি ক্যাপসুলে রয়েছে মরিঙ্গা বা সজনে পাতার (মরিঙ্গা ওলিফেরা) এক্সট্র্যাক্ট ৫০০ মিগ্রা।
H-Moringa (এইচ-মরিঙ্গা) তে রয়েছে ৯২+ নিউট্রিয়েন্টস এবং ৪৬ ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের একটি চমৎকার উৎস। এইচ-মরিঙ্গা অপুষ্টি ও রক্তাল্পতা দূর করে, শারীরিক দুর্বলতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহের সঠিক ওজন বজায় রাখে, রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে ও স্তন্যদানকারী মায়েদের দুধের উৎপাদন বাড়ায়।
যারা পুষ্টিহীনতায় ভুগছেন এবং যাদের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন যেমন- ক্রীড়াবিদ, দুগ্ধদানকারী মা, বেড়ে ওঠা শিশু এবং দীর্ঘস্থায়ী অসুস্থদের জন্য H-Moringa (এইচ-মরিঙ্গা) ক্যাপসুল খুবই কার্যকরী।
বিকল্প চিকিৎসাখাত নিয়ে অসাধারণ আহ্বান !
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া,
ব্যবস্থাপনা পরিচালক চিফ মোতাওল্লী,হামদর্দ বাংলাদেশ ও
সভাপতি, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফেকচারার্স এসোসিয়েশন (বামা)
হামদর্দের চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
--------------------------------------------------------------------------
শিক্ষা ও স্বাস্থ্যসেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ‘‘চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা’’ অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুন ২০২৪, রোববার সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও স্বাস্থ্যসেবার বাতিঘর, হামদদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা; হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ব্যথার সাথী হয়ে প্রত্যেক হাকীমকে জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে হবে। একজন মানুষও যেনো হামদর্দের সেবা বঞ্চিত না হয় সেদিকে নজর দেবারও নির্দেশনা দেন আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও রিসোর্সপারসন হিসেবে তথ্যসমৃদ্ধ ও দিকনির্দেশনামূলক প্রেজেন্টশন উপস্থাপন করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপদেষ্টা, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী), লক্ষ্মীপুর এর প্রিন্সিপাল অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন । প্রেজেন্টেশনের মধ্য দিয়ে তিনি হামদর্দের গুণগত মানসম্পন্ন ওষুধসমূহের কার্যকারিতা তুলে ধরেন এবং সেবা ছড়িয়ে দিতে হাকীমদের প্রতি আহ্বান জানান।
উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক (অ.দা.) হাকীম আবু ইউছুফ আব্দুল হক, উপ-পরিচালক বিক্রয় মো. মোখলেছুর রহমান মারুফ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিজিটিং ফ্যাকাল্টি হাকীম এস.এম. রইসউদ্দিন ।
হামদর্দ খানপুর (জোরা পানির টাংকি) নারায়নগঞ্জ শাখা।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
3 No. Khanpur Main Road (West Side Of Jora Panir Tank), Khanpur
Narayanganj
Kanchan Uttar Bazar
Narayanganj, 1461
Doctor Chamber And Pharmacy
Hajee Ibrahim Khalil Shopping Complex (Under Dutch-Bangla Bank), Shimrail, Chattogram Road, Siddirgonj
Narayanganj
টেলিফোনে (01787687628 017876877867) বা অনলাইনে সেবা গ্
Bhuighar
Narayanganj, 1421
A technologically advanced dental office providing specialized dental service and enhancing aesthetic
Fardan Commplex (Shop 1, 5) Horihor Para, Ponchoboti Mour
Narayanganj
টেলিফোনে (01896868823) বা অনলাইনে সেবা গ্রহনে?
Bhulta(Gawsia), Rupgonj, Narayangonj
Narayanganj, 1360
মেডিকেলে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মানুষের কল্যাণে ও সেবায় ব্যয় করব ইনশাআল্লাহ।
155/Aman Bhaban, B B Road
Narayanganj
টেলিফোনে (01787687629) বা অনলাইনে সেবা গ্রহনে?
Bangabandhu Road, DIT, Gulshan Cinema Hall Market
Narayanganj
Gulshan hall market 1st floor Bangabandhu road DIT Narayanganj