Taqwa Foundation
A Social service Platform.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ♥️♥️
আযান- যা কেয়ামত পর্যন্ত নিঃসন্দেহে পৃথিবীর সেরা সুর হিসেবে আছে এবং থাকবে..❤️💙
তুমি কাঁদছো কেন? তুমি একজন পুরুষ! আমরা সবাই ইনশাআল্লাহ শহীদ ফিলিস্তিনিদের আর্তনাদ 🇵🇸❤️🤲
Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️
•
আমাদের মা বোনদের পর্দার সমস্যা হয় তাই আমরা চাই হাসপাতালে মহিলা ডাক্তার দ্বারা ডেলিভারি করা হোক ।
আবু দারদা (রা.) বলেন– তিন ব্যক্তির আচরণ আমায় অবাক করে-
১. যে দুনিয়ার চিন্তায় নিমগ্ন ; অথচ মৃত্যু তাকে খুঁজে ফিরছে।
২. জীবন নিয়ে যে ব্যক্তি উদাসীন; অথচ তার হিসাব-নিকাশ উদাসীনতার শিকার নয়।
৩. যে প্রাণ খুলে হাসছে ;অথচ তার জানা নেই যে সে আল্লাহকে সন্তুষ্ট করছে, না অসন্তুষ্ট।
[কিতাবুয যুহদ, পৃষ্ঠা:৮৪]
গরুর কাটাকাটির ছবি পোষ্ট করবেন না তাতে আপনার আইডির সমস্যা হতে পারে।
আসসালামু আলাইকুম
দেশ ও দেশের বাহিরে সকল মুসলিম জাতিকে,
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ও ঈদ মোবারক।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
‘তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম'
"আল্লাহ তাআলা আমাদের ও আপনাদেরর নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন"
আলহামদুলিল্লাহ আমাদের তাকওয়া সংগঠন থেকে তৃতীয় বারের মতো কিছু করার চেষ্টা।
☪️ ঈদ উপলক্ষে আমাদের সংগঠন থেকে ১১ টি পরিবার কে ঈদের বাজার দেওয়া হচ্ছে।
আমাদের এ সংগঠন টি ছোট, তাই এর চেয়ে বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব হয় নি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন এর সবার চেষ্টা এবং পরিশ্রম এ আমরা কিছু পরিবারের মুখে হাসি ফুটাতে পারবো। " ইন শা আল্লাহ"
📌 আমাদের তাকওয়া সংগঠন এর সাথে কেও যুক্ত হতে চাইলে পেজ এ ইনবক্স করুন।
😐😐😐
ক্লান্ত হয়ে গেলেন কি!!! আমরা ক্লান্ত হই নি, হবোনা ইনশাআল্লাহ✊✊✊
রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে ১৩৯ বছর আগে ১০ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন তাতে এদের কোনো সমস্যা নেই, তাকে নিয়ে কিছু বলে না তারা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে ১৭২ বছর আগে ৫ বছর বয়সী মেয়েকে বিয়ে করেন। তাকে নিয়েয়ো কোনো সমস্যা নেই, তাকে বলা হয় বাংলার উপন্যাস এর জনক,তাকে বলা হয় সাহিত্যের সম্রাট।
আর আমাদের প্রিয় নবি (সঃ) প্রায় ১৫০০ বছর আগে ৯ বছর বয়সী মা আয়েশা (রাঃ) কে বিয়ে করেন তাকে নিয়ে এই কুলাঙ্গার দের সমস্যা!!!
এর মানে কি? এর মানে এদের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই, এদের তুলনামূলক ধর্ম তত্তের কোনো জ্ঞান নেই। এরা ইসলাম কে ছোট করতে চায়। যা এদের দ্বারা সম্ভব না ইন শা আল্লাহ।
শাতিমে রাসুল ইস্যুতে বাংলাদেশের যুব সমাজ অন্তত ফেসবুকে কোনো প্রতিক্রিয়া না দেখালেও মেসি বা রোনালদোকে বিগত ১০ বছরে কেউ গালি দিয়ে অনলাইনে খালি হাতে ফেরত যাইতে পারে নাই। সাপোর্টাররা এটা নিয়ে সম্পর্ক নষ্ট থেকে শুরু করে ব্রাজিল আর্জেন্টিনা ইস্যুতে মানুষ খুন পর্যন্ত করে ফেলেছে।
এর অর্থ এই যে এই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আসলে যত ভালোবাসে, তার চেয়ে বেশি ভালোবাসে মেসি রোনালদো আর নেইমারকেই।
তোমাদের ভালোবাসা জায়গামতো ফিরে আসুক, নয়তো তোমাদের হাশর ওদের সাথেই হোক।
©From Murtoza Shahriar ভাই
রক্তের প্রয়োজনে ইনবক্স করুন।।
Boycott India
মানবতা দেখতে চান,?
তাহলে এই প্রতিবন্ধী লোকটাকে দেখুন,,,,,,,,✅✅
মানুষের ভিড় কাটিয়ে ব্লাড ব্যাংকের সামনে এসে শারীরিক প্রতিবন্ধী ভাইটি বলছেন,
"ভাই আমি রক্ত দিবো" আমারতো টাকা পয়সা নাই তবে শরীরে রক্ত আছে।
সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফারণে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। মহান আল্লাহ আহত-নিহতদের ক্ষমা করে দিন, ক্ষতিগ্রস্তদের উত্তম প্রতিদান দান করুন, এবং জাতি হিশেবে আমাদের এই ভয়াবহ বিপর্যয় কাটিয়ে উঠার তাওফিক দান করুন।
এই মূহুর্তে দরকার ব্যাপক সাহায্য - আর্থিক, শারীরিক, মানসিক, ও আধ্যাত্মিক । যাদের সামর্থ্য আছে এগিয়ে যান প্লিজ। রক্ত দিন, ঔষধ দিন, অর্থ দিন, মানসিক বল দিন, এবং সর্বোপরি দু'হাত তুলে মেহেরবান মালিকের দরবারে দু'আ করুন।
INSALLAH🖤
ফুরিয়ে যাচ্ছে সময়।।
অনেক দরিদ্র মানুষ পৃথিবীতে আছে যাদেরকে মানুষ চিনে না তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে
সিলেটের বর্তমান অবস্থা😭😭😭
#ছবিসংগৃহিত
যে গন্তব্যের কথা আমাদের প্রতিনিয়ত মনে রাখা উচিত...
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
South Doshdona, Near Hatirdia Bus Stand, Monohardi
Narsingdi, 1651
Charitable Organisations by SWO Shafiq (Rahimahullah)
Narsingdi, 1640
The main purpose of our page is to improve the quality of life of the poor
153/1, Beside Circuit House, Bilashdi, DC Road, Narsingdi/
Narsingdi, 1600
Aster Life International School (ALIS) is an English Medium School coming to Narsingdi very soon. ALIS is committed to serving brilliance in education in your community. We are op...
Narsingdi
সকলকে "মানবতার আলো" সামাজিক সংগঠনে স্বাগতম। মানুষ মানুষের জন্য,মানুষ মানবতার জন্য।
Ghashirdia
Narsingdi
মানবতার সেবা করার লক্ষে ,ঘাশিরদিয়া যুব সমাজের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
Narsingdi, 1610
Proud to be a student of Janata Adarsha Vidyapith, Batch ‘98. Long way to go with all till, The End.