Poor People's Helping Foundation

The main purpose of our page is to improve the quality of life of the poor

23/10/2022

একদিন তোমাদের কষ্ট আমরা কিছুটা হলেও গুছিয়ে দিবো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন......!
শিমুল তুলার বালিশে হয়তো তাদের কখনো ঘুমানো হয়নি তবুও ছোট্ট ক্লান্ত দেহ আজ ঘুমের কাছে জয়ী।
হিস্র পশু ও পরম মমতায় নিজেকে সর্পে দিয়েছে।
ভালো থাকুন পৃথিবীর প্রতিটা ভালোবাসা।
আমর যদি দৃশ্যমান মানুষকেই ভালোবাসতে না পারি,
তাহলে অদৃশ্য আল্লাহ কে কিভাবে ভালোবাসবো????

02/09/2022

খাবার জোগার করতে না পারা শিশুটি মাকে বলে উঠলো......
মা আমি আজ খাবো না, আল্লাহর নামে রোজা রেখেছি।
কিন্তু তার টলমলে চোখের পানির বলে দেয় কতটা কষ্টে থাকলে একটা শিশু মাকে এই কথা বলে।
মনে রাখবেন আপনার একটু সাহায্য ফুটাবে হাজারো হাসি।

01/09/2022

একলোক ট্রেন থেকে নামলো,আরেক ট্রেনে উঠবে ২০মিনিট পর।এর মাঝখানে সে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য বসল।

ওয়েটিং রুমে ঢুকে তার চোখ পড়ল রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা,তাই একটি ঝাড়ু কিনলো তখন সে রুম ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরাম দায়ক নয়, তাই সে একটি আরাম দায়ক চেয়ার কিনলো।এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো।
এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল এবং তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মূহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল.......

আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই।
কিন্ত আপনি কি জানেন এই লোকটি কে?

এই লোক টি আর কেউ নয়
আপনি - আমি!!!

অবাক হলে ও এটাই সত্য আমরাও দুনিয়াতে এসেছি সামান্য সময়ের জন্য।

১ম ট্রেন আমাদের জন্ম....
২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য (জান্নাত অথবা জাহান্নাম)।

আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম।।
যেখানে আমরা মাত্র কয়েকটা মিনিট থাকবো।

অথচ এই দুনিয়ার জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি।

যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।

আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো!

আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মোহ কাটিয়ে আখিরাতের খোরাক যোগাড় করার তৌফিক দান করুন।

আমিন

29/08/2022

মহানবী (সাঃ) বলেন আমি জান্নাতে উঁকি দিলাম, দেখতে পেলাম তার অধিকাংশ গরীব ও অভাবী।
আলহামদুলিল্লাহ

28/08/2022

যখন দেখবা বড় ধরনের কোনো বিপদ পাস কেটে চলে গেছে, তাহলে বুঝবা তুমার কোনো গোপন দান সদকা আল্লাহর দরবারে কবুল হয়েছে।
তাই আমরা আমাদের সামর্থ অনুযায়ী বেশি বেশি দান সদকা করবো, গরীব অসহায় মানুষদের পাশে দাড়াবো। একটা কথা মাথায় রাখবো অপরেরর কল্যাণের মাঝেই কিন্তু প্রকৃত সুখ লুকিয়ে আছে।

14/06/2022

সুন্দর তাকেই বলা যায়,
যার বাহিরেে ধবধবে সুন্দর চামড়ার
চেয়ে ভিতরে শুভ্র সুন্দর একটা মন আছে।
যেমন এই পথশিশু গুলো.....!

26/05/2022

আসুন না আজকে একজন অসহায় মানুষের মুখে হাসি ফুটাই....
তার কষ্ট গুলো কিছুটা হলেও দূর করি তাকে কোথায় বসিয়ে একমুঠো খেতে দেই....!

25/05/2022

মানুষের প্রতি দয়াশীল হও, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমার প্রতি
দয়া দেখাবেন।

23/05/2022

Poor child's beauty isn’t
in the face;
Poor child's beauty is a light
in the heart.

21/05/2022

গরীবরা তো আর্থিকভাবে গরীব কিন্তু মনমানসিকতার দিক দিয়ে ওরাই বড়লোক। গরীর একজন লোকের ভাষ্যমতে লোকটা একদিন বলেছিল তার জীবনে সবচেয়ে বেশি যে মিথ্যা কথা বলতে হয়েছে তা হলো ভালো না থেকেও আলহামদুলিল্লাহ ভালো আছি বলা। হাজারো কষ্টের মাঝে শুভ্র সুন্দর মিথ্যা হাসি দিয়ে মানুষকে বুঝানো কষ্টে নেই ভালো আছি।তবে হে যদি এমনটাই হয় মিথ্যা হাসি দিয়ে ভালো আছি বলেও যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারো।তাহলে মনে রেখো তোমার মিথ্যা ভালো থাকা বলা,মিথ্যা হাসি দেওয়া গুলো অতি শ্রীঘই সত্যিতে পরিণত হবে ইনশাআল্লাহ। শুধু আল্লাহর উপর ভরসা রাখো এবং তার সকল সিদ্ধান্তের ব্যাপারে খুশি থাকো।মনে রেখো দঃখের পরেই কিন্তু সুখ আসে।

05/05/2022

এই ছবিটা দেখার পর মানুষের মৌলিক অধিকার এর কথা মনে পড়লো। আমরা তো সবসময় জেনে আসছি মানুষের মৌলিক অধিকার ৫ টি। আদৌ কি মানুষের মৌলিক অধিকার এর সঠিক ব্যবহার হচ্ছে??
১. খাদ্য ; খাদ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার। ১৯৪৮ সালে জাতিসংঘ সর্বজনীন ঘোষণায় ২৫/১ এ মানুষের খাদ্যের কথা উল্লেখ করেছে। আমাদের দেশে যে সব খাদ্য অধিকার নিয়ে কাজ করে তারা সঠিক উপায়ে দুস্থও দরিদ্র পরিবার, পথশিশু মানুষদের এই অধিকার টা নিশ্চিত করতে পারতাছে না। যদি খাদ্যের সঠিক মৌলিক অধিকার এর প্রয়োগ হতো তাহলে এইসব দৃশ্য দেখতে হতো না।
২. কাপড় ; যেখানে খাদ্যের অধিকারই এমন সেখানে কাপড়ের অধিকার এর কথা বলা বিলাসীতা মাত্র।
৩. বাসস্থান; ৩৬ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সব জায়গায় অবাধে চলাফেরার, যে কোনো স্হানে বসতি স্থাপন ইত্যাদির অধিকার রয়েছে।বাসস্থান একটা সামাজিক ও রাজনৈতিক অধিকার। কিন্তু আমাদের দেখতে হয় অসংখ্য সুবিধা হারা পথশিশু, এতিম, দরিদ্র মানুষ যারা রাস্তার পাশে, রেল স্টেশন এ থাকতে হয়। বাসস্থানের যে সামাজিক বা রাজনৈতিক অধিকার তা তারা ভোগ করতে পারছে না।
৪. শিক্ষা ; ২০১০ সাল থেকে প্রাথমিক শিক্ষা বিনামূল্যে আইন করলেও তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা তার সন্দেহ আছে তার জলন্ত প্রমাণ এই পথশিশু গুলো।যদি বিনামূল্যে ১ম- ৮ম শ্রেণি পযন্ত শিক্ষার ব্যবস্থা করা হতো তাহলে ৬-১২ বছরের এত পথশিশু রাস্তায় দেখা যেত না।
৫. চিকিৎসা ; বাংলাদেশের সকল মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। অন্য ৪ টা অধিকার এর পাশাপাশি এই অধিকার এর গুরুত্ব অনেক।
বাংলাদেশে মৌলিক অধিকার এর যেসব আইন রয়েছে তা যতার্থ ভাবে পালন করলে দরিদ্র, দুস্থ, এতিম, অসহায় পথশিশুরা তারা তাদের মৌলিক অধিকার এর চাহিদা গুলো কিছু টা হলেও পূরণ হবে। তাহলে হয়তো পথশিশুদের এমন মর্মাতিক দৃশ্য কিছুটা হলেও কম দেখা যাবে।

02/05/2022

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি তাই যদি হয় তাহলে এই আনন্দ ও খুশি যেন শুধু উচ্চবিত্ত ও মধ্যবিত্তের মধ্যে বিরাজ না করে নিম্নবিত্ত ও গরীব অসহায়দের মাঝে ও যেন সমান ভাবে সবার মাঝে ছড়িয়ে পরে।তাহলে আমরা ঈদের প্রকৃত যে আনন্দ তা উপলব্ধি করতে পারবো।
আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সদস্যদের জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

27/04/2022

কোন কাজ গুলো সর্বোত্তম??
মানুষের মনে খুশির সৃষ্টি করা,ক্ষুধার্ত কে খাবার দেওয়া, অসুস্থদের সাহায্য সহযোগিতা করা,দুঃখিদের দুঃখ কে হাল্কা করা এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা।

26/04/2022

কে বলেছে আমরা দারিদ্র্য কিংবা রোগ ব্যাধিকে নির্মূল করতে পারবো না? অামরা অবশ্যই পারবো।সমস্যা যত বড়ই হোক না কেন, আশা মানুষকে বাঁচিয়ে রাখে,নতুন কিছু উদ্ভাবন করতে অনুপ্রেরণা যোগায়।

22/04/2022

গরীব হতে পারি কিন্তু
কাউকে ঠকাতে শিখিনি
কারণ, ভালোবাসাটা মা শিখিয়েছেন।

Want your organization to be the top-listed Non Profit Organization in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

জন্মদিন আমরা চাইলে এভাবে ও পালন করতে পারি।

Telephone

Website

Address

Narsingdi
1640

Other Nonprofit Organizations in Narsingdi (show all)
বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদী বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদী
Narsingdi, 1600

একটি অরাজনৈতিক বেতার শ্রোতা ক্লাব।

SWO Shafiq Welfare Trust SWO Shafiq Welfare Trust
South Doshdona, Near Hatirdia Bus Stand, Monohardi
Narsingdi, 1651

Charitable Organisations by SWO Shafiq (Rahimahullah)

Taqwa Foundation Taqwa Foundation
Narsingdi

A Social service Platform.

Aster Life International School Aster Life International School
153/1, Beside Circuit House, Bilashdi, DC Road, Narsingdi/
Narsingdi, 1600

Aster Life International School (ALIS) is an English Medium School coming to Narsingdi very soon. ALIS is committed to serving brilliance in education in your community. We are op...

Taher Ahmed Jibon Taher Ahmed Jibon
Chair Aralia
Narsingdi, 1600

plz support me to improvement my pages,I support all

মানবতার আলো The light of humanity মানবতার আলো The light of humanity
Narsingdi

সকলকে "মানবতার আলো" সামাজিক সংগঠনে স্বাগতম। মানুষ মানুষের জন্য,মানুষ মানবতার জন্য।

মুক্তডানা খেলাঘর আসর মুক্তডানা খেলাঘর আসর
প্রধান রোড, ৩০ কামারগাও, ১৬০১
Narsingdi, 1601

Narsingdi

ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন
Ghashirdia
Narsingdi

মানবতার সেবা করার লক্ষে ,ঘাশিরদিয়া যুব সমাজের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Narsingdi Sadar Red Crescent Youth Team Narsingdi Sadar Red Crescent Youth Team
308, Old Town Hall, Narsingdi Sadar
Narsingdi, 1602

..

Janata Adarsha Vidyapith, Batch '98 Janata Adarsha Vidyapith, Batch '98
Narsingdi, 1610

Proud to be a student of Janata Adarsha Vidyapith, Batch ‘98. Long way to go with all till, The End.

ধ্রুবকের আলো - বাংলাদেশ ধ্রুবকের আলো - বাংলাদেশ
Narsingdi

ধ্রুবকের আলো ( বাংলাদেশ)