ধ্রুবকের আলো - বাংলাদেশ

ধ্রুবকের আলো - বাংলাদেশ

ধ্রুবকের আলো ( বাংলাদেশ)

23/04/2023

🤲ক্ষমাপ্রার্থী🤲

বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরেও ক্ষমা করা হবে না😥 যতক্ষণনা সে তার (যার নামে গীবত করা হয়েছে) কাছে ক্ষমা প্রার্থনা করে।

আমাকে যারা কষ্ট দিয়েছেন কখনো, আমার সম্মুখে বা অজ্ঞাতে আমার সমালোচনা বা গীবত করেছেন.....আমি তাদের ক্ষমা করে দিলাম..

একই সাথে, আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাই আমাকে ক্ষমা করে দিন।

আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করা ভাল যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব, ইন শা আল্লাহ্

আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।
রাব্বুল আলামীন আমাদের সবাইকে রহমত, বরকত, হিদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন। আমীন।

21/07/2022

ধ্রুবকের আলো বাংলাদেশ সংগঠনের সকল সদস্য ও আমার প্রিয় ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন

আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন শুরু থেকে
আমাদের সমাজের আশেপাশে অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে পেরেছি
এই সব কিছু সম্ভব হয়েছে আপনাদের সকলের আর্থিক সহযোগিতা ও পরামর্শ মাধ্যমে..!

আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যেতে পারব.!

★আমরা এবার চাচ্ছিলাম বল্লভপুর এলাকার কয়েকজন অসহায় পারিবারের পাশে দাড়াতে
তাদের মধ্যে কয়েকজনেরই স্বামী নাই😢 অনেক কষ্ট তাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে দিন কাটাচ্ছে
বর্তমানে নদী ভাঙ্গনে মানুষদের পাশে দাড়াতে গিয়ে অনেকে তাদের কে খেয়ালই করতেছে না আসলে তারা কতটা কষ্টে দিন পার করতেছে।

★একটু আগেই জানতে পারলাম এক অসহায় মায়ের ৪টা ছোট্ট ছোট্ট মেয়ে। স্বামীটা মারা😢 গেছে আজকে তার পাশে দাড়ানোর মতো কেউ নেই😢
আরও এমন অসহায় কয়েকটি পরিবার আছে..!

★অসহায় একটা মা তার ও স্বামী নেই😢।
প্রতিবন্ধী একটা মেয়েকে নিয়ে অনেক কষ্টে😢 দিন পার করতেছে। খেয়ে না খেয়ে তারা কোনো রকম বেচেঁ আছে।

তাই আমরা চাচ্ছিলাম এই লোক-চক্ষুর আড়ালে পড়ে থাকা মানুষ গুলোর কথা চিন্তা করে তাদের পাশে দাড়াতে।

তার জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি

আমরা সকালেই আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব অসহায় মা-বোনদের পাশে দাড়াতে চেষ্টা করি।

বিকাশঃ01608093538

Photos from ধ্রুবকের আলো - বাংলাদেশ's post 10/05/2022

আলহামদুলিল্লাহ.😍

"বাঁচাতে মানব প্রাণ"
"স্বেচ্ছায় করিবো রক্তদান"

"নিজে করবো রক্তদান "
"অন্যকে করবো আহবান "

মানবতার ডাকে সারা দিয়ে ২য় বারের মতো (A+)পজেটিভ লাল ভালোবাসা উপহার দিলেন প্রিয় বন্ধু #নুর_আলম🥰

োগী এবং রক্তদাতা উভয়ের জন্য রইলো দোয়া.🤲 ভালোবাসা.❤️ এবং অনেক অনেক শুভ কামনা.🥀💖

(বিঃদ্রঃ ছবি গুলো লোক দেখানোর জন্য না
নতুনদের রক্তদানে উৎসাহিত করার জন্য)

01/05/2022

আসসালামু আলাইকুম
ধ্রুবকের আলো (বাংলাদেশ)
সকল সদস্যকে ঈদের অগ্রিম শুভেচ্ছা 🥰

আলহামদুলিল্লাহ
ধ্রুবকের আলো - বাংলাদেশ সংগঠন এর পক্ষ থেকে

আজ পহেলা মে (০১-০৫-২০২২) রোজ রবিবার চরসুবুদ্ধি বাটখোলা মেঘনা নদীর পাড় আনুষ্ঠানিকভাবে ঈদবস্ত বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টাগণ
জনাব গোলাম সারোয়ার (স্যার)
জনাব জালাল উদ্দিন খন্দকার (স্যার)
জনাব আহসানউল্লাহ সাহেব (ব্যাবসায়ী)
জনাব আঃ সালাম (কৃষি অফিসার)
জনাব বীর মুক্তিযোদ্ধা বাতেন (চেয়ারম্যান)
জনাব মোঃ নবি হোসন (প্রবাসি)
উপস্থাপক হিসেবে ছিলেন জনাব মোঃ আবু হানিফা (ইমাম)
এবং উক্ত সংগঠনের সদস্যগণ
ধন্যবাদ জানাই তাদের উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুন্দর করার জন্য এবং ধন্যবাদ জানাই আমাদের গ্রুপের সকল সদস্যদের যারা অনুষ্টানে উপস্থিত থেকে অনুষ্টানটি পরিচালনা করেছেন..আল্লাহ ওদের সবাইকে সব সময় মনবতার কাজে নিয়োজিত রাখুক..সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো..

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে তারা আহ্বান জানায়, অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তাদের এই প্রচারণার মাধ্যমেই দেশ-বিদেশের বেশ কিছু মানুষ সহযোগিতা নিয়ে এগিয়ে আসে তাদের পাশে এবং তাদের পাশাপাশি ছাএ-শিক্ষক-ব্যাবসায়ী সহ অনেক পেশার মানুষ আর্থিকভাবে সহযোগিতা করেছে। যার ফলে দুইধাপে ৪৫+ টি পরিবারের মাঝে ঈদবস্ত পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। অসহায় মানুষদের জন্য বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল লুঙ্গি,শাড়ি এবং নগদ টাকা।

#ইভেন্ট_ধ্রুবকের_আলো_বাংলাদেশ

21/04/2022

পবিত্র ঈদ উল ফিতর ২০২২ উপলক্ষে ঈদবস্ত বিতরণ কার্যক্রম

ধ্রুবকের আলো (বাংলাদেশ)
খুব বেশী কিছু না।
২৫-৩০ জন পুরুষ ও ২৫-৩০ জন নারী।
মোট ৬০+ জন অসহায় মানুষের জন্যে ঈদ উপহার (লুঙ্গি-শাড়ী) বিতরণ করতে চেয়েছে ধ্রুবকের আলো - বাংলাদেশ

আমরা সবাই মিলে একটু একটু করে আর্থিক ভাবে ও পরামর্শ দিলেও কিন্তু অনেক.!!
পারবো না?
আসেন একটু চেষ্টা করি সবাই মিলে!
সকলের ঈদ হোক সার্বজনীন!

ঈদ সামগ্রী উপহার হিসেবে যা যা দিতে চাচ্ছিঃ
১.লুঙ্গি
২.শাড়ী
আশা করি সকলে সকলের জায়গা থেকে সাহায্য করবেন।
সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা

বিকাশঃ 01608093538(সায়েম)
নগদঃ ০১৬০৮০৯৩৫৩৮(সায়েম)

Photos from ধ্রুবকের আলো - বাংলাদেশ's post 11/04/2022

আসসালামু আলাইকুম
ধ্রুবকের আলো বাংলাদেশ🙂
সকল সদস্যকে রমজান মোবারক🥰

আলহামদুলিল্লাহ
এ বছরে আমরা আমাদের সংগঠন থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে কয়েকটি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী সম্পূর্ণ করলাম 🥰🥰

মাহে রমজানের আমাদের এই ইভেন্টে যারা পাশে থেকে আর্থিক ভাবে এবং শ্রম দিয়ে পাশে থেকে সাহায্য সহযোগীতা করেছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ🥰

হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেছেন, ‘আল্লাহপাক বলেন, হে আদম সন্তান, তুমি দান করতে থাক, আমিও তোমাকে দান করব।’ (সহীহ বুখারী : ৭/৫৩৫২)।

#ইভেন্ট_ধ্রুবকের_আলো_বাংলাদেশ

Timeline photos 26/03/2022
Photos from ধ্রুবকের আলো - বাংলাদেশ's post 22/02/2022

আসসালামু আলাইকুম
ধ্রুবকের আলো বাংলাদেশ
এর পক্ষ থেকে একটি অসহায় মায়ের খাবারে ব্যবস্থা করা হয়েছে।
এই মায়ের ছেলে মেয়ে কেউ নেই😥।
স্বামী ও মারা গেছে অনেক দিন আগে।🥺
তার সংসারে কেউ নেই😥।
তাই আমরা আমাদের সংগঠন থেকে তার পাশে দাঁড়িয়েছি।
আমরা আমাদের সংগঠন থেকে তেল,ডাল,পিঁয়াজ, রসুন, বিভিন্ন জাতের মশলা,আলু,সাবান,পাউটার,লবন ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছি।
আসুন আমরা সবাই এদের মতো দ্ররিদ্য,অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু ভালবাসা স্বরূপ সুখ দেওয়ার চেস্টা করি🥰।

আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেছেন,
আর তারা নিজেদের উপর অগ্রাধিকার দেয় অন্য দুস্থদের, নিজেরা অভাবগ্রস্ত হলেও। যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম। [সুরা হাশর, আয়াত ৯]

আমাদের মুসলিমদের ভেতর সেই চেতনা ফিরিয়ে আনতে হবে। নিজে অভাবী হওয়া সত্ত্বেও অন্যকে সাহায্য করার মানসিকতা ফিরিয়ে আনতে হবে দুঃসময়ে।

যারা যারা আমাদেরকে আর্থিক
ভাবে হেল্প করেছেন তাদেরকে
আন্তরিক ভাবে ধন্যবাদ।🥰

#ইভেন্ট_ধ্রুবকের_আলো_বাংলাদেশ

20/02/2022

২১ আমার চেতনা,
২১ আমার অহংকার।

- ২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের জন্যই আজকে আমরা মন খুলে বাংলা বলছি, লিখছি। সেই ৫২র ছবি আমাদের হৃদয়ে জীবন্ত, থাকবে চিরকাল ।

ধ্রুবকের আলো (বাংলাদেশ)

13/02/2022

দৃষ্টি আকর্ষণ

আসসালামু আলাইকুম

ধ্রুবকের আলো (বাংলাদেশ) এর সকল সদস্য ও আপনাকে বলছি, আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।

আপনাদের এলাকার কোনো দরিদ্র ব্যক্তির যদি তার চিকিৎসার টাকা/অন্যান্য কারনে সমস্যায় পড়ে অর্থ যোগাড় না করতে পারে,
তাহলে ধ্রুবকের আলো বাংলাদেশ সংগঠনের সাথে যোগাযোগ করতে পারেন।

সঠিক তথ্য হলে,
ইনশাআল্লাহ আমরা রোগীকে সহযোগিতা করবো।
যোগাযোগঃ
লাদেনঃ+8801300086160
সায়েমঃ01608093538

ধ্রুবকের আলো বাংলাদেশ এর পরিচালনা কমিটি

13/02/2022

আলহামদুলিল্লাহ
ধ্রুবকের আলো (বাংলাদেশ)
একটি মানবিক কাজের সংগঠন।

এই অসহায় শিশুটির কয়েকদিন আগে একটি হাত ভেঙ্গে গিয়েছিল। ছোট ছেলেটির পরিবার অনেক দরিদ্র।তাই আমরা সহ আমাদের আরো কিছু ভাই মিলে তার চিকিৎসার ও ঔষধের যাবতীয় খরচ আলহামদুলিল্লাহ ম্যানেজ করে তাদের কাছে পৌঁছে দিয়ে এসেছি।
আমারা তার নাম ঠিকানা বলে তাকে ছোট করতে চাই নাহ।
আসুন আমরা সবাই এদের মতো দ্ররিদ্য,অসহায়দেেনর পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু ভালবাসা স্বরূপ সুখ দেওয়ার চেস্টা করি।

আল্লাহ সুবহানাহু তায়ালা ইরশাদ করেন, আর তারা নিজেদের উপর অগ্রাধিকার দেয় অন্য দুস্থদের, নিজেরা অভাবগ্রস্ত হলেও। যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম। [সুরা হাশর, আয়াত ৯]

রাসূল (সা.) বলেন, আল্লাহ তায়ালা এই সাহাবী দম্পতির সেবাপরায়নতায় পরম সন্তোষ প্রকাশ করে এ আয়াত নাযিল করেছেন। [বুখারী, ইবন কাসির]

আমাদের মুসলিমদের ভেতর সেই চেতনা ফিরিয়ে আনতে হবে। নিজে অভাবী হওয়া সত্ত্বেও অন্যকে সাহায্য করার মানসিকতা ফিরিয়ে আনতে হবে দুঃসময়ে।

যারা যারা আমাদেরকে আর্থিক ভাবে হেল্প করেছেন তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ।🥰

🗓️ ৬ই ফেব্রুয়ারি ২০২২

14/01/2022

আলহামদুলিল্লাহ🥰

Photos from ধ্রুবকের আলো - বাংলাদেশ's post 01/01/2022

আলহামদুলিল্লাহ ,
ধ্রুবকের আলো (বাংলাদেশ)

এর পক্ষ থেকে কম্বল বিতরণ করার কাজ সম্পন্ন হয়েছে।যারা আমাদের পাশে থেকে আর্থিকভাবে,বিভিন্ন পরামর্শ দিয়ে ও শ্রম দিয়ে যারা পাশে থেকে আমাদের কম্বল বিতরণ কার্যক্রম সম্পর্ণ করেছেন।তাদের সকল কে আমার ও আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ🥰

নতুন বছরে ভালো একটি কাজের মাধ্যমে পথচলা শুরু করলাম।

আমাদের সবার জন্য দোয়া করবেন সামনে যেন এর থেকে ভালো কিছু করতে পারি। (ইনশাআল্লাহ)

সবাই নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন।

Want your organization to be the top-listed Non Profit Organization in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Narsingdi

Other Nonprofit Organizations in Narsingdi (show all)
বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদী বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদী
Narsingdi, 1600

একটি অরাজনৈতিক বেতার শ্রোতা ক্লাব।

SWO Shafiq Welfare Trust SWO Shafiq Welfare Trust
South Doshdona, Near Hatirdia Bus Stand, Monohardi
Narsingdi, 1651

Charitable Organisations by SWO Shafiq (Rahimahullah)

Taqwa Foundation Taqwa Foundation
Narsingdi

A Social service Platform.

Poor People's Helping Foundation Poor People's Helping Foundation
Narsingdi, 1640

The main purpose of our page is to improve the quality of life of the poor

Aster Life International School Aster Life International School
153/1, Beside Circuit House, Bilashdi, DC Road, Narsingdi/
Narsingdi, 1600

Aster Life International School (ALIS) is an English Medium School coming to Narsingdi very soon. ALIS is committed to serving brilliance in education in your community. We are op...

Taher Ahmed Jibon Taher Ahmed Jibon
Chair Aralia
Narsingdi, 1600

plz support me to improvement my pages,I support all

মানবতার আলো The light of humanity মানবতার আলো The light of humanity
Narsingdi

সকলকে "মানবতার আলো" সামাজিক সংগঠনে স্বাগতম। মানুষ মানুষের জন্য,মানুষ মানবতার জন্য।

মুক্তডানা খেলাঘর আসর মুক্তডানা খেলাঘর আসর
প্রধান রোড, ৩০ কামারগাও, ১৬০১
Narsingdi, 1601

Narsingdi

ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন
Ghashirdia
Narsingdi

মানবতার সেবা করার লক্ষে ,ঘাশিরদিয়া যুব সমাজের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

Narsingdi Sadar Red Crescent Youth Team Narsingdi Sadar Red Crescent Youth Team
308, Old Town Hall, Narsingdi Sadar
Narsingdi, 1602

..

Janata Adarsha Vidyapith, Batch '98 Janata Adarsha Vidyapith, Batch '98
Narsingdi, 1610

Proud to be a student of Janata Adarsha Vidyapith, Batch ‘98. Long way to go with all till, The End.