IERI

IERI

You may also like

Sujit Modak Official
Sujit Modak Official

ইং শা আল্ল-হ্ ওয়াহির বিধান বাস্তবায়নের লক্ষ্যে অবিরাম...

Want your organization to be the top-listed Non Profit Organization in Narsingdi?
Click here to claim your Sponsored Listing.

Products

বিসমিল্লাহির রহমানির রহিম।

আমাদের আইরি বা IERI (Islamic Education & Research Institute) –এর লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী ও পদক্ষেপসমূহ :


এক কথায়, পৃথিবীর বুকে মহান আল্ল-হ্ তা’য়ালার ওয়াহির বিধান বাস্তবায়ন করা যেমন, মহান আল্ল-হ্ তা'য়ালার জমিনে (পৃথিবীতে) কেবলমাত্র তাঁর প্রেরিত ওয়াহির (পবিত্র কুরআন ও সহীহ্ হাদিসের) বিধান বাস্তবায়নের মাধ্যমে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করা-ই আমাদের (আইরি বা IERI -এর) প্রথম ও প্রধান মিশন ও ভিশন ইন শা আল্ল-হু ওয়া তা'য়ালা। এ লক্ষ্য অর্জনে আমরা যে সকল পদক্ষেপ হাতে নিয়েছি :

১। পবিত্র কুরআন- সহীহ্ সুন্নাহ এর আলোকে সঠিক ইসলামিক জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষকে প্রকৃত কুরআন – সুন্নাহ’র পথে আহ্বান জানানো। এজন্য বিভিন্ন বিশেষজ্ঞ শাইখদের তত্ত্বাবধানে দৈনিক/সাপ্তাহিক/মাসিক/বাৎসরিক্ ইসলামিক বিষয়ভিত্তিক ক্লাশ/অনলাইন ভিত্তিক ক্লাশ/আলোচনা সভা/কনফারেন্স/কোর্স ইত্যাদির ব্যবস্থা করা এবং পবিত্র কুরআন, পবিত্র কুরআনের প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ, সহীহ্ হাদিসের প্রসিদ্ধ গ্রন্থসমূহ বিশেষ করে কথিত সিহাহ্ সিত্তাহ্ (কুতুবে সিত্তাহ), মুসনাদে আহমাদ, মুয়াত্তা ইমাম মালিক ইত্যাদি গ্রন্ত্রাদিসহ পবিত্র কুরআন ও সহীহ্ হাদিস ভিত্তিক রচিত সহীহ্ আক্বিদার বই-পুস্তক সম্বলিত একটি বিশাল সংগ্রহশালা বা সমৃদ্ধ পাবলিক লাইব্রে্রী যা জনসাধরণের জন্য উন্মুক্ত থাকবে ইন শা আল্ল-হ্। এতে আশা করা যায়, খুব সহজেই সর্বসাধারণ মুসলিমরা পবিত্র কুরআন ও সহীহ্ হাদিসের সংস্পর্শে আসতে পারবেন ইন শা আল্ল-হ্।
২। পবিত্র কুরআন- সুন্নাহ এর আলোকে প্রকৃত ইসলাম শেখা ও শেখানো এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা।
৩। পবিত্র কুরআন- সুন্নাহ এর আলোকে মানুষের ঈমান ও আমালের বিশুদ্ধতা আনয়নের প্রচেষ্টা করা।
৪। রাসুল (সঃ) যে ভাবে ইসলাম পালন করেছেন, শিখিয়েছেন এবং তাঁর সাহাবীরা (রা) যে ভাবে তা অনুসরণ করেছেন, আমরাও ঠিক সে ভাবে ইসলামকে জানতে চাই এবং তা পালন করতে চাই, আর আমরা আপনাকে/আপনাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবো ইনশা আল্ল-হ্।
৫। মুসলিম উম্মাহ’র ঐক্যকে পূন:প্রতিষ্ঠা করা।
৬। আমাদের মুসলিম সমাজ থেকে শির্ক ও বিদ’আত সমূলে উৎখাত করা।
৭। পৃথিবীময় ইসলামের শান্তি ছড়িয়ে দেয়া।
৮। ইসলামের নামে প্রচলিত জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ও জনসচেনতা সৃষ্টি করা।
৯। সামাজিক ও রাষ্ট্রিয় উন্নয়ন-সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করা। যেমন, গরিব-অসহায়দের সাহায্য-সহযোগিতা করা, সমাজের সবার জন্য সু-শিক্ষার প্রসার করা ইত্যাদি।
১০। অমসুলিমদের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা।
১১। ইসলামের দা’য়ী তৈরী করা ও প্রশিক্ষণ দেওয়া।
১২। মানুষকে সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজের নিষেধ করা ইত্যাদি।


*** বর্তমান প্রক্রিয়াধীন প্রাথমিক পদক্ষেপসমূহ :
১। একটি দক্ষ স্বেচ্ছাসেবক টীম ও পরিচালনা পর্ষদ গঠন করা
২। প্রাথমিক আর্থিক ফান্ড বা তহবিল গঠন ও তার সুষ্ঠু ব্যবস্থাপনা
৩। ফেসবুক-ইন্টারনেটে জনমত তৈরি ও ইসলাম প্রচার
৪। জরুরীভিত্তিতে মুসলিম জনগণের মধ্যে শির্ক-বিদ’আত, স্বলাত-সিয়াম ইত্যাদি বিষয়ক পবিত্র কুরআন ও সহীহ্ হাদিসের আলোকে ছোট পুস্তিকা, লিফলেট, পোস্টার-ব্যানার ইত্যাদি প্রণয়ন ও তার বিতরণ এবং এ ব্যাপারে মুসলিম সচেনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ করা ইত্যাদি।

উল্লেখ্য যে, আপাতত দৃষ্টিতে উপরিউক্ত কার্যাবলী ও পদক্ষেপসমূহ বাস্তবে বাস্তবায়ন অত্যন্ত দু:সাধ্য কাজ ও অসম্ভব মনে হলেও মহান সর্বশক্তিমান আল্ল-হ্ সুবহানাহু ওয়া তা’য়ালা চাইলে তা অসম্ভব কিছু নয়। যদিও তা খুবই কঠিন ব্যাপার এবং কঠোর পরিশ্রম, প্রচুর অর্থ ও পর্যাপ্ত সময়ের দাবীমাত্র। তাই আসুন আপনার-আমার মনের কোণে লুকিয়ে থাকা কোন ধরনের সংকীর্ণতাকে ঠাঁয় না দিয়ে সাহসিকতা ও আল্ল-হ্ ভরসার সাথে উপরিউক্ত কার্যাবলী ও পদক্ষেপসমূহ বাস্তবায়নের সংগ্রামে যে যার সাধ্যানুযায়ী ঝাপিয়ে পড়ি- ইন শা আল্ল-হ্। মহানদাতা আল্ল-হ্ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদের সে তাওফিক দিন। আমীন। ছুম্মা আমীন।

www.facebook.com/ieri.info

Website

, http://www.ierf.me

Address

Narsingdi
1630

General information

এটি কোন গতানুগতিক সংগঠন নয়। এটি একটি পবিত্র কুরআন ও সহীহ্ হাদিস ভিত্তিক সম্পূর্ণ ইসলামিক শিক্ষা, গবেষণা, সমাজ সেবা, এবং দাওয়ামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান।

Other Nonprofit Organizations in Narsingdi (show all)
বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদী বানিয়াছল বেতার বন্ধু সংসদ, নরসিংদী
Narsingdi, 1600

একটি অরাজনৈতিক বেতার শ্রোতা ক্লাব।

SWO Shafiq Welfare Trust SWO Shafiq Welfare Trust
South Doshdona, Near Hatirdia Bus Stand, Monohardi
Narsingdi, 1651

Charitable Organisations by SWO Shafiq (Rahimahullah)

Taqwa Foundation Taqwa Foundation
Narsingdi

A Social service Platform.

Poor People's Helping Foundation Poor People's Helping Foundation
Narsingdi, 1640

The main purpose of our page is to improve the quality of life of the poor

Aster Life International School Aster Life International School
153/1, Beside Circuit House, Bilashdi, DC Road, Narsingdi/
Narsingdi, 1600

Aster Life International School (ALIS) is an English Medium School coming to Narsingdi very soon. ALIS is committed to serving brilliance in education in your community. We are op...

Taher Ahmed Jibon Taher Ahmed Jibon
Chair Aralia
Narsingdi, 1600

plz support me to improvement my pages,I support all

মানবতার আলো The light of humanity মানবতার আলো The light of humanity
Narsingdi

সকলকে "মানবতার আলো" সামাজিক সংগঠনে স্বাগতম। মানুষ মানুষের জন্য,মানুষ মানবতার জন্য।

মুক্তডানা খেলাঘর আসর মুক্তডানা খেলাঘর আসর
প্রধান রোড, ৩০ কামারগাও, ১৬০১
Narsingdi, 1601

Narsingdi

ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন ঘাশিরদিয়া আন নূর ফাউন্ডেশন
Ghashirdia
Narsingdi

মানবতার সেবা করার লক্ষে ,ঘাশিরদিয়া যুব সমাজের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

مؤسسة اليتامي و المساكينPoor & Orphan Foundation مؤسسة اليتامي و المساكينPoor & Orphan Foundation
Old Bus Stand Madhabdi
Narsingdi, 1604

يفرحوا ويسرحوا كل اليتامي و المساكين مع كونه انسانا و عابدا

Narsingdi Sadar Red Crescent Youth Team Narsingdi Sadar Red Crescent Youth Team
308, Old Town Hall, Narsingdi Sadar
Narsingdi, 1602

..