পাবনা জেলা পুলিশ

পাবনা জেলা পুলিশ

District Police, Pabna

28/04/2024
08/04/2024

সকল ঈদ-উৎসব-পার্বণে,
বাংলাদেশ পুলিশ আছে আপনাদের পাশে।

সেবাই আমাদের উৎসব,
সেবাই আমাদের আনন্দ।

26/03/2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে
মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা

Photos from পাবনা জেলা পুলিশ's post 19/03/2024

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী ৩৫০(তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং একজন মাদক ব্যবসায়ী ০২(দুই) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম, বিপিএম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ১৮/০৩/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ)মোঃ জাহাঙ্গীর আলম, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সাঁথিয়া থানাধীন নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ আজাদ আলী (৩৯), পিতাঃ মৃতঃ ফজর আলী, সাং-দাড়ামুদা, থানাঃ সাথিয়া, জেলাঃ পাবনা, ২। মোঃ আইয়ূব আলী (৪৫), পিতাঃ মৃতঃ জয়নাল আবেদীন, সাং-বায়নাপাড়া, থানাঃ আতাইকুলা, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪,০০০/- টাকা সহ গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অপর একটি টিম এসআই(নিরস্ত্র)মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ নয়ন (৩২), পিতাঃ মৃতঃ ফিরোজ, সাং-আরিফপুর পশ্চিমপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে মাদক দ্রব্য ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। অপর একটি টিম এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা, সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন সাহারা ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আজাহার শেখ (৩৭), পিতাঃ মৃতঃ ময়েন শেখ, সাং-রামচন্দ্রপুর(দিলালপুর), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে মাদকদ্রব্য ০২(দুই) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা সদর এবং সাঁথিয়া থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

09/03/2024

পুলিশ বাংলাদেশের মানুষের আস্থা ভালোবাসার ঠিকানাঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

10/02/2024

কনস্টেবল পদে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য অনুশীলন ভিডিও

Photos from পাবনা জেলা পুলিশ's post 25/11/2023

জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ (দশ) জন সক্রিয় সদস্য এবং ডাকাতীর কাজে ব্যবহৃত ট্রাক সহ লুন্ঠিত মালামাল উদ্ধার।

ঘটনাঃ গত ইং ০৯/১১/২০২৩ তারিখ রাতে পাবনা জেলার আমিনপুর থানাধীন খাস আমিনপুর এলাকায় ভিকটিম মোঃ ফরমান সরদার এর মুদি দোকানের সাটার ভেঙ্গে এবং ভিকটিমকে অস্ত্রের মুখে জিম্মি করে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘঠিত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে আমিনপুর থানার মামলা নং-১০ তারিখ ১০/১১/২০২৩ইং ধারাঃ ৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০ রজু হয়।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ মাসুদ আলম এর তত্ত্বাবধান এবং নেতৃত্বে ইং ২০/১১/২৩ তারিখ ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এবং এসআই(নি:) মাহমুদুর রহমান, জেলা গোয়েন্দা শাখা, পাবনা সহ সঙ্গীয় অফিসার ফোর্স তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্স এর সহায়তায় পাবনা, সিরাজগঞ্জ এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকার দুইদিন ব্যাপী অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা ডাকাত চক্রের মুল হোতা এবং পরিকল্পনাকারী মোঃ সেলিম সহ মোট ১০ (দশ) জন ডাকাত চক্রের সক্রিয় সদস্যকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক এবং ডাকাতির মালামাল সহ আটক করা হয়।
উক্ত ডাকাত দলের সকল সদস্য এই ট্রাক ব্যবহার করে বিভিন্ন জেলায় রাস্তার আশপাশের বাজার, দোকানে ডাকাতি করে। ডাকাতিকালে তারা দিনের বেলায় রেকি করে রাত্রীতে ডাকাতি সংঘঠন করে থাকে। তারা সাধারণত: ২ টি ট্রাকে করে মহা সড়কে ঘুরে বেড়ায়। সদস্য থাকে ১২ থেকে ১৫ জনের মতো। তাদের এক-একটি ট্রাক যেন ঘর-বাড়ি। একবারে ৮-১০ দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। তারপরে চলে অনবরত চুরি, ছিনতাই, ডাকাতি। আবার তাদের সেই ডাকাতি করার মালামাল নেওয়ার মহাজনও আছে জেলায়-জেলায়। এমনও মহাজন আছে যারা এই চক্রের কাছ থেকে ডাকাতি/চোরাই মাল নেওয়ার ক্ষেত্রে সেঞ্চুরি ও করে ফেলেছে। তাই ডাকাতরা তাদের কুকর্ম অনেকটা নির্বিঘ্নেই চালিয়ে যেতে পারে।

ধৃত আসামীদের নাম ঠিকানা:

১. মোঃ সেলিম শেখ(৪৯), পিতা-মৃত গফুর শেখ, সাং-আমিনপুর, জেলাঃ পাবনা।

২. রিয়াজ @ মফু (৩১), পিতা-নুরুল হুদা, সাং-নলডগী, থানাঃ চন্দ্রগঞ্জ, জেলাঃ লক্ষ্মীপুর।

৩. মোঃ জাফর(২৯), পিতাঃ মৃত আঃ রহিম, সাং-হরেকৃষ্ণপুর, থানাঃ চাটখিল, জেলাঃ নোয়াখালী।

৪. মোঃ নুর সায়েদ খন্দকার @ শাহেদ (৫৭),
পিতাঃ আব্দুল হক খন্দকার, সাং-ছোট্ট বালিয়াতলি (লালুয়া) , থানাঃ কলাপাড়া, জেলাঃ পটুয়াখালী।

৫. মোঃ সোহেল (২৯), পিতাঃ কবির হাওলাদার, সাং-কলসকাঠী, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশাল।

৬. মোঃ মনির ব্যাপারী (৩২), পিতাঃ মৃত মজিদ ব্যাপারী, সাং-পিনগ্রি, থানাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠি।

৭. মোঃ হাফিজুল @ আকাশ (২৯), পিতাঃ আমিনুর ইসলাম, সাং-বাসুরিয়া, থানাঃ রায়গঞ্জ, জেলাঃ সিরাজগঞ্জ।

৮. মোঃ সালাউদ্দিন @ সম্রাট (৩৮), পিতাঃ মোঃ আজাদুল ইসলাম, সাং-চন্ডিদাশগাঁতী,থানা ও জেলাঃ সিরাজগঞ্জ।

৯. মোঃ রুবেল শেখ (৩৪), পিতাঃ মোঃ খলিলুর রহমান, সাং-শিবনাথপুর, থানাঃ সিরাজগঞ্জ সদর, জেলাঃ সিরাজগঞ্জ।

১০. মো: ইয়াসিন আরাফাত (৪২), থানা- কলমাকান্দা, জেলা- নেত্রকোনা।

উল্লেখ্য যে, ১নং হতে ৬নং আসামী ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ৭নং হতে ৯নং আসামী ডাকাতীর মালামাল ক্রয় বিক্রয়ে সহায়তাকারী।

উদ্ধারকৃত আলামত:

১। ডাকাতিকৃত চাউল- ২৯ বস্তা।
২। ডাকাতী করা মোবিল-২০০ লিটার।
৩। গাড়ির টায়ার- ০৫ টি।
৪। গ্যাস সিলিন্ডার -২৩ টি।
৫। নগদ টাকা ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা।
৬। ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক।

আসামীদের পিসিপিআরঃ

উক্ত ডাকাত দলের সকল সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলায় ডাকাতী, দস্যুতা,চুরি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে।

24/11/2023

এই প্রতারক কে কেউ চিনতে বা সনাক্ত করতে পারলে এই নং- 01320-128502 এ তথ্য দিয়ে সহায়তা করুন।

02/11/2023
30/10/2023
30/10/2023
24/09/2023

ক্রীড়াঙ্গনে পুলিশ ক্রীড়াবিদদের সাফল্য...

05/09/2023

পুলিশ সুপার, পাবনা : 01320-128500
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পাবনা : 01320-128502
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), পাবনা : 01320-128503

অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পাবনা : 01320-128546
অতিরিক্ত পুলিশ সুপার, ঈশ্বরদী সার্কেল, পাবনা : 01320-128551
অতিরিক্ত পুলিশ সুপার, বেড়া সার্কেল, পাবনা : 01320-128556
সহকারী পুলিশ সুপার, সুজানগর সার্কেল, পাবনা : 01320-128561
সহকারী পুলিশ সুপার, চাটমোহর সার্কেল, পাবনা: 01320-128566

অফিসার ইনচার্জ, পাবনা থানা : 01320-128586
অফিসার ইনচার্জ, ঈশ্বরদী থানা : 01320-128612
অফিসার ইনচার্জ, আতাইকুলা থানা : 01320-128820
অফিসার ইনচার্জ, আটঘরিয়া থানা : 01320-128638
অফিসার ইনচার্জ, চাটমোহর থানা : 01320-128664
অফিসার ইনচার্জ, বেড়া থানা : 01320-128768
অফিসার ইনচার্জ, ভাঙ্গুড়া থানা : 01320-128690
অফিসার ইনচার্জ, আমিনপুর থানা : 01320-128846
অফিসার ইনচার্জ, ফরিদপুর থানা : 0132-0128716
অফিসার ইনচার্জ, সাঁথিয়া থানা : 01320-128794
অফিসার ইনচার্জ, সুজানগর থানা : 01320-128742

26/03/2023

যাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা তাদের সকলের প্রতি রইল অতল শ্রদ্ধা।

12/03/2023

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ডিসেম্বর ২০২২
পাবনা জেলায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের আগামী ১৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শুরুর পূর্বে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই তারিখ সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স, পাবনায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকল পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও Admit Card for Physical Endurance Test এর কপিসহ আগামী ১৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় পুলিশ লাইন্স, পাবনায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

Want your organization to be the top-listed Government Service in Pabna?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সকল ঈদ-উৎসব-পার্বণে,বাংলাদেশ পুলিশ আছে আপনাদের পাশে।সেবাই আমাদের উৎসব,সেবাই আমাদের আনন্দ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা
পুলিশ বাংলাদেশের মানুষের আস্থা ভালোবাসার ঠিকানাঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম ...
কনস্টেবল পদে যোগদানে আগ্রহী প্রার্থীদের জন্য অনুশীলন ভিডিও

Telephone

Address

Pabna

Other Government Organizations in Pabna (show all)
Shahid Bulbul Govt. College BNCC Platoon Shahid Bulbul Govt. College BNCC Platoon
Pabna

Be A Cadet For 3 Years Be A Gentleman Forever 🫡

ফরিদপুর ইউনিয়ন পরিষদ, ফরিদপুর, পাবনা। ফরিদপুর ইউনিয়ন পরিষদ, ফরিদপুর, পাবনা।
Berhowlia, Faridpur
Pabna, 6650

Faridpur Union Parishad Faridpur, Pabna.

Pabna Government Women  College -BNCC Platooon Pabna Government Women College -BNCC Platooon
263P+MMM Pabna Government Womens College, Fazlul Haque Road
Pabna

Bangladesh National Cadet Corps Grooming Future Leaders

Abul Kalam BD Police Abul Kalam BD Police
Pabna, 6060

বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য আমি। জ?

Additional Superintendent of Police, Ishwardi Circle, Pabna Additional Superintendent of Police, Ishwardi Circle, Pabna
Shershah Road, Ishwardi
Pabna

This is the official page of Additional Superintendent of Police, Ishwardi Circle, Pabna.

Pabna Mechanical O&M Division,BWDB,Pabna. Pabna Mechanical O&M Division,BWDB,Pabna.
BWDB Office, Pabna Sadar, Pabna
Pabna, 6600

Bangladesh Water Development Board

Deputy Civil Surgeon Pabna Deputy Civil Surgeon Pabna
Pabna

Personal page of Deputy Civil Surgeon Pabna

UNO,Sujanagar, Pabna UNO,Sujanagar, Pabna
Sujanagar
Pabna, 6660

Upazila Nirbahi Officer

Govt. Job Circular News Govt. Job Circular News
Pabna
Pabna

Always Update circular

রোভার স্কাউট গ্রুপ, শহীদ এম. মনসুর আলী কলেজ,পাবনা। রোভার স্কাউট গ্রুপ, শহীদ এম. মনসুর আলী কলেজ,পাবনা।
Pabna
Pabna

রোভার স্কাউট গ্রুপ, শহীদ এম. মনসুর আলী কলেজ,পাবনা।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, পাবনা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, পাবনা
০৩৭৯-০০০, ডি. সি. রোড, লাইরেরি বাজার, পাবনা সদর, পাবনা।
Pabna

"জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য"