News Sujanagar - নিউজ সুজানগর
সুজানগর উপজেলা কেন্দ্রিক খবর, ছবি, ভিডিও প্রকাশ করি।
পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিলেন কামরুজ্জামান উজ্জ্বল!!
জনাব কামরুজ্জামান উজ্জ্বল কি তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন?
আপনাদের কি মনে হয়?
জনাব কামরুজ্জামান উজ্জ্বল আজ ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়েছেন। কেন তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল তার কারণ কেউ বলতে পারেনি। তার বিরুদ্ধে কোনো মামলা বা পরোয়ানাও ছিল না।
এদিকে তিনি পাবনা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
সুজানগর পৌরসভার মসজিদ পাড়া গ্রামের মো: মুক্তাদির রহমান গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মুক্তাদিন সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এতো অল্পবয়সে এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আল্লাহ পাক দুনিয়াতে তার জন্য এইটুকুই হায়াৎ লিখে রেখেছিলেন। আমরা আল্লাহর কাছে মুক্তাদিরের রুহের মাগফিরাত কামনা করে দুয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন। আমিন।
বরাবরের মত সুজানগর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ নিয়ে শীর্ষে আছে নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ। কলেজটি থেকে এবার ২২জন জিপিএ-৫ পেয়েছে৷
পাবনা-২ আসনে আওয়ামিলীগের মনোনয়ন পেয়েছেন জনাব আহমেদ ফিরোজ কবির।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সুজানগরের কোনো কলেজের রেজাল্ট জানতে চাইলে কমেন্টে জানান।
এইচএসসি পরীক্ষা-২০২৩ এ ফেলের রেকর্ড করলো সুজানগর উপজেলার একমাত্র সরকারি কলেজ ড. জহুরুল কামাল ডিগ্রী কলেজ। কলেজটি থেকে এবার রেকর্ড সংখ্যক মোট ১৩৩জন শিক্ষার্থী ফেল করেছে৷
রোববার বিকেল ৪টা ৩০ মিনিটে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা প্রকাশ করবে আওয়ামী লীগ।
পাবনা-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি কামরুজ্জামান উজ্জ্বলকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ
গত রাতে শহরের সেন্ট্রাল রোডের বাসা থেকে তাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান উজ্জ্বল পাবনা-২ এর নৌকার মনোনয়ন প্রত্যাশি ছিলেন। তিনি ঢাকা কলেজ থেকে পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রাস্টি।
......
সুজানগর উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ আসলাম উদ্দিন পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন।
অভিনন্দন ও শুভকামনা।
আলহামদুলিল্লাহ। স্বস্তির জয়। বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাচিয়ে রাখলো।
মেয়ের বিয়ের কথা বলে ৫০০০/- টাকা নেওয়া সেই ভাইরাল লোকটির আসল পরিচয় জানা গেল। সে আসলে একটা প্রতারক, নেশাখোর। নেশার টাকা যোগার করতেই সে বিভিন্ন ভাবে মানুষের কাছ থেকে সাহায্যের নামে টাকা আদায় করে। এদের জন্যই প্রকৃত অসহায়রা সাহায্য পায় না।
আগামী
রবিবার ও সোমবার দেশব্যাপি সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ এ ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পাবনার কৃতি সন্তান চঞ্চল চৌধুরী শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন।
অভিনন্দন।
সুজানগরের পদ্মা নদীর মালিফায় কুমিরের দেখা মিলেছে। সবাই সাবধানে থাকবেন।
উত্তরবঙ্গের মানুষের ঢাকাগামী পথ আরও সহজ করতে কাজিরহাট থেকে ১৪ কিলোমিটার ভাটিতে নির্মিত হচ্ছে নতুন ফেরিঘাট। এতে মাত্র ১৫ মিনিটে পার হওয়া যাবে নদী।
সেই সাথে স্পীড বোটের সিন্ডিকেট থেকেও পাবনার মানুষ রেহাই পাবে।
বাংলাদেশ শিক্ষক সমিতি, সুজানগর উপজেলায় পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আলী।
চিনাখড়া-সাতবাড়িয়া রোডে সন্ধ্যার পর (চর জোড়পুকুরিয়া গ্রাম সংলগ্ন) মোটরসাইকেল এক্সিডেন্টে ১জন নিহত, ২জনের অবস্থা আশংকাজনক ।
আগামীকাল ২৮শে অক্টোবর শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দুবলিয়া শিল্প ও বানিজ্য মেলা।
সুজানগরের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযানে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেপ্তার।
সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ২৪শে অক্টোবর ২০২৩ খ্রীঃ তারিখ থেকে শুরু হয়েছে। কার্যক্রম চলবে ১৪ই নভেম্বর ২০২৩ খ্রীঃ তারিখ পর্যন্ত। এবারে পুরো কার্যক্রম অনলাইনে হবে। প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অতি সত্বর সম্মানিত অভিভাবকগনের সঙ্গে আলাপ করে এক কপি ছবি, জন্ম নিবন্ধনের কপি এবং বাবা মায়ের জাতীয় পরিচয় পত্রের কপি নিয়ে যে কোনো কম্পিউটারের দোকানে যোগাযোগ করে আবেদন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
লটারি শেষে ফলাফল জানানো হবে।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে----
০১৭১৯৮২৫০৫৪ (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক)
০১৭১৯৩২৮৪৯৭ (আই সি টি শিক্ষক)
০১৭২০৬২০৮৬৫ (অফিস সহকারি) ।
নাজিরগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে গ্রেফতার! ৮ নৌকাসহ বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
গতকাল রাতে নাজিরগঞ্জের উদয়পুরে পুকুর থেকে সেই কুমিরটিকে ধরা হয়েছে।
উদয়পুরে পুকুর থেকে সেই কুমিরকে ধরা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন মহোদয়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আলহামদুলিল্লাহ
নাজিরগঞ্জ ইউনিয়নের ইন্দ্রজিৎপুর গ্রামে এরশাদ প্রামাণিকের পুকুরে বিশাল সাইজের কুমিরের দেখা মিলেছে।
কুমির দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভীড় করেছে।
নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামে এরশাদ প্রামাণিকের পুকুরে বিশাল সাইজের কুমিরের দেখা মিলেছে।
সুজানগর উপজেলার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ডাইভিং ও বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে।
শুভ জন্মদিন প্রাণের জেলা, প্রিয় জন্মভূমি ”পাবনা"।
নমিনেশন কে পাচ্ছে তাহলে?
সুজানগরের তাতীবন্দ ইউনিয়নের চন্ডীপুর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রকমত হোসেনের ছেলে সোহেল হোসেন (৩৫) নিহত হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সুজানগরের সাতবাড়িয়ায় আবারও দেখা মিললো ভয়ংকর সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোড়াকে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
সুজানগরে সুদের রমরমা ব্যবসা চলছে, সর্বস্বান্ত হচ্ছে একেরপর এক ব্যবসায়ী। সুদখোর হারা*মখোর গুলোকে সামাজিকভাবে বয়কট করুন।
বাদ দেওয়া হচ্ছে বিতর্কিত ও জনবিচ্ছিন্ন এমপিদের।
সুজানগর উপজেলা থেকে এসএসসি পরীক্ষা-২০২৩ এ বৃত্তিপ্রাপ্তদের তালিকা।
জেনারেল বিজ্ঞান (ছেলে):
১. মোঃ মহিবুল ইসলাম ঐতিহ্য -খলিলপুর হাই স্কুল
২. মোঃ সাইমুর রহমান মাহিন- সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়।
৩. মুশফিকুর রহিম - সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।
৪. সাফায়েত আল জাবির - সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
৫. মোঃ রাফিদ হাসান - সুজানগর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
৬. শফিকুল ইসলাম - বোনকোলা উচ্চ বিদ্যালয়
জেনারেল বিজ্ঞান (মেয়ে):
১. মোছাঃ সাদিয়া জামান - বোনকোলা উচ্চ বিদ্যালয়
২. মোছাঃ ফাতেমা জান্নাত সাদিয়া - দ্বারিয়াপুর উচ্চ বিদ্যালয়
৩. মোছাঃ খাদিজা খাতুন - শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
জেনারেল মানবিক (ছেলে):
১. মো: আদনান মুস্তায়িন - মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়।
২. মোঃ আকাশ ফকির - গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়
৩. মো: অন্তর শেখ- জাহানারা কাঞ্চন স্মৃতি উচ্চ বিদ্যালয়
৪. মোঃ রিফাত হাসান - দুলাই উচ্চ বিদ্যালয়
৫. তাশরিফ হাসান লাবিব - দুলাই উচ্চ বিদ্যালয়
জেনারেল মানবিক (মেয়ে):
১. মোছাঃ রাবেয়া খাতুন - সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
২. মোছাঃ জান্নাতুল ফেরদৌস সেতু - সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
৩. মোছাঃ আঁখি খাতুন - সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়
৪. মোছাঃ খাদিজা খাতুন - বোনকোলা উচ্চ বিদ্যালয়
৫. টুম্পা রানী সরকার - সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়
৬. মোছাঃ তানজিলা পারভীন - শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
ব্যবসায় শিক্ষা (ছেলে):
১. মোঃ রাকিবুল ইসলাম রাজ - মথুরাপুর উচ্চ বিদ্যালয়
২. মোঃ শহিদুল ইসলাম - মথুরাপুর উচ্চ বিদ্যালয়
৩. মোঃ ইমদাদুল হক রানা - মথুরাপুর উচ্চ বিদ্যালয়
৪. মোঃ নাজিম শেখ - মথুরাপুর উচ্চ বিদ্যালয়
৫. মোঃ পিয়াস আলী খান - বোনকোলা উচ্চ বিদ্যালয়
৬. অনুপম দাস অংকন - মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়
৭. আজমিন হোসেন - মথুরাপুর উচ্চ বিদ্যালয়
৮. মোঃ জুবায়ের হোসেন - বোনকোলা উচ্চ বিদ্যালয়
৯. মো: নাজমুল - সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
ব্যবসায় শিক্ষা (মেয়ে):
১. মোছাঃ সাদিয়া খাতুন - সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়
২. মোছাঃ মানসুরা আক্তার নিপা - উদয়পুর উচ্চ বিদ্যালয়
৩. নুশরাত জাহান সাদিয়া - বোনকোলা উচ্চ বিদ্যালয়
৪. মোছাঃ সুমাইয়া খাতুন - সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়
৫. মোছাঃ মাহমুদা খাতুন - দুর্গাপুর নেছারা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়
৬. মোছাঃ মঞ্জিলা খাতুন - বোনকোলা উচ্চ বিদ্যালয়
৭. মোছাঃ সাবিকুন নাহার রুপু- দূর্গাপুর নেছারা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়।
তথ্য সংগ্রহঃ
News Sujanagar - নিউজ সুজানগর
এসএসসি পরীক্ষা-২০২৩ এ বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে জেনারেল বৃত্তিপ্রাপ্তদের তালিকাঃ
বিজ্ঞানঃ
১. শফিকুল ইসলাম
২. মোছাঃ সাদিয়া জামান
মানবিকঃ
১. মোছাঃ খাদিজা খাতুন
ব্যবসায় শিক্ষাঃ
১. মোঃ পিয়াস আলী খান
২. মোঃ জুবায়ের হোসেন
৩. নুশরাত জাহান সাদিয়া
৪. মোছাঃ মঞ্জিলা খাতুন
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
এসএসসি পরীক্ষা-২০২৩ এ সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ বৃত্তিপ্রাপ্তদের তালিকাঃ
বিজ্ঞানঃ
১. মুশফিকুর রহিম
২. সাফায়েত আল জাবির
৩. মোঃ রাফিদ হাসান
মানবিকঃ
১. মোছাঃ রাবেয়া খাতুন
২. মোছাঃ জান্নাতুল ফেরদৌস সেতু
ব্যবসায় শিক্ষাঃ
১. মো: নাজমুল
অভিনন্দন সবাইকে।
মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা জানিয়েছেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল ওহাব সাহেব।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Sujanagar
Pabna
6660
ফারিদপুর পাবনা।
Pabna, ৬৬৫০
কারো রক্ত লাগলে আমাদের জানাবেন। আমরা তা দেওয়ার আপ্রান চেস্টা করবো। call now
Rana Shopping Complex, 4 Floor, Press Club Lane, Abdul Hamid Road
Pabna
২৪ ঘন্টা নিউজ পেতে আমাদের পেইজটি লাইক ও শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।