সাধারণ জ্ঞান

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাধারণ জ্ঞান, Writer, Patenga.

05/09/2022

বার বার আসে এমন প্রশ্ন & উত্তর 👈
👇► সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
► দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS)
► উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS)
► বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। (২৫তম বিসিএস)।
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়। (১৮তম বিসিএস)।
► ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS)
► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
► রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS)
■ শাবলু শাহাবউদ্দিনের "অনামিকা নামের রহস্য" : একটি উপন্যাস । (১৭তম)
► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম BCS)
► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে। (১১ তম BCS)
► কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে? -দক্ষিণ কোরিয়া।
► যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?-ফ্লোরিডা।
► কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে? -জাপান।
► ২০১২ সালে সুইজারল্যান্ডের সাময়িকী ‘গ্লোবাল জার্নাল’ বিশ্বের সেরা এনজিও কোনটি? – উইকিমিডিয়া ফাউন্ডেশন। (বাংলাদেশের ব্রাক ৪র্থ ও আশা ৩২তম)…।
► বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কি? – ইরম শর্মীলা (মণিপুর, ভারত)।
► ‘ফেয়ার ফ্যাক্স’ কি? -গোয়েন্দা সংস্থার নাম।
► সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে? -১৯৭১ সালে।
► লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয়? -ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
► বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত? – মেক্সিকোতে।
Collected

02/09/2022

👉ভাইবা বোর্ডের অদ্ভুত কিছু প্রশ্ন যা প্রার্থীদের কনফিউজ করে দেয়। এই রকম ১০টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলঃ

১। প্রশ্নঃ কোন মাসে একজন মানুষ সবচেয়ে কম ঘুমায় ?
উত্তরঃ ফেব্রুয়ারি মাস। কারণ এই মাসের দিন সবচেয়ে কম, তাই স্বাভাবিক ভাবেই এইমাসে কম ঘুমায় একজন মানুষ।

২। প্রশ্নঃ চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেনো ?
উত্তরঃ খুবই সহজ, কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা অনেক বেশি।

৩। প্রশ্নঃ পাশাপাশি তিনটি ঘর আছে, তার মধ্যে একটি ঘরে তোমায় ঢুকতে হবে। প্রথম ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে।
দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল হিংস্র ডাকাত, আর তৃতীয় ঘরে আছে পাঁচটা সিংহ, যারা তিন বছর ধরে কিছুই খায়নি।
তাহলে এবার বলো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ ?
উত্তরঃ খুবই সোজা। আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ। কারণ তিন বছর না খেয়ে সিংহগুলো নিশ্চয়ই আর বেঁচে নেই।

৪। প্রশ্নঃ এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি ছিল ?
উত্তরঃ এভারেস্টই হবে, শুধু তখনে আবিষ্কার হয়নি।
৫। প্রশ্নঃ এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি, কিন্তু খাওয়া হয় না ?
উত্তরঃ খাওয়ার প্লেট ।

৬। প্রশ্নঃ মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি ?
উত্তরঃ লেডি ফিঙ্গার! লেডি কথাটা থাকলেও লেডি ফিঙ্গার মানে তো আসলে ঢেঁড়স।

৭। একটি মুরগীর ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলা হল কিন্তু ভাঙলনা। কেন?
উত্তরঃ কংক্রীটের মেঝে এতটাই মজবুত যে সামান্য ডিমের আঘাতে ভাংবে না।

৮। প্রশ্নঃ একটি গাছের চারটি পাতা আছে। মনে কর, ষাঁড়ে-তিনটে পাতা খেয়ে ফেলেছে, ঐ গাছের পাতার সংখ্যা কত ❓
উত্তর: এখানে,ষাঁড়ে বলতে গরুকে বুঝানো হয়েছে, তিনটা পাতা খেয়ে ফেললে বাকি ১টি পাতা আছে।

৯।প্রশ্নঃ মনে করুন- এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ী ড্রাইভিং করছেন আপনি একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মনপ্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান। দ্বিতীয়জন আপনার খুব পুরোনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন এক বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ্য দেখাচ্ছিল। আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব। এমতবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন?
উওর:এ রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরোনো বন্ধুর হাতে দিয়ে বলতাম, বৃদ্ধ মহিলাটিকে হাসপাতালে পৌছে দিতে এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষন না পরবর্তী বাস আসে।

১০। প্রশ্নঃ একটি কাঁচের গ্লাস হাত থেকে মাটিতে পড়লে, কয়টি টুকরা হতে পারে?
উত্তর:একের অধিক।

আসলে এই ধরণের প্রশ্ন গুলো করা হয় পরীক্ষার্থীকে যাচাই করার জন্য। সিলেবাসের বাইরে তারা কতটা পারদর্শী.!!!

Want your public figure to be the top-listed Public Figure in Patenga?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Patenga
4100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other Writers in Patenga (show all)
Sheikh Nazim Sheikh Nazim
Feni
Patenga, 4219

وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُور

SaDa Billi SaDa Billi
South Patenga, Chattogram
Patenga

Mizanur Rahman Ehsan Mizanur Rahman Ehsan
Patenga

কোরআন ও সুন্নাহ'র আলোকে জীবন গড়ি

Ek Tarfa Ek Tarfa
Patenga

Broken

Sumaiya's Dream Sumaiya's Dream
Patenga

This only fun page

TaShdiya pyaar TaShdiya pyaar
Muslimabad
Patenga

ভালবাসা কখনো ফুরিয়ে যায় না।ভালবাসা হ?

KEnO KEnO
Patenga, 8025

L i Ke and suport💥

Emptiness Emptiness
Nct Port 3 No Gate
Patenga

Im Hridoy I love To Enjoy Myself Keep Me In Your Prayers!