Sheikh Nazim

وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُور

20/11/2023

সমকামী ব্যক্তি আকাশের প্রতি ফোঁটা পানি দিয়ে গোসল করলেও আল্লাহর সামনে নাপাক অবস্থায় উঠবে ৷

ইবনুল জাওযী; যাম্মুল হাওয়া, ২০৮

21/10/2023

অবশেষে জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপেত্রাণ ঢুকলো গাজায়!

—আলহামদুলিল্লাহ

20/10/2023

"যদি মানুষ তোমাকে বিপদে পরিত্যাগ করে, তাহলে জেনে রেখো, আল্লাহ্ তোমার যত্ন নিতে চায় এবং আল্লাহ্ই তোমার অভিভাবক হিসেবে যথেষ্ট।"

© ইমাম আশ-শাফেঈ (রহ.)

20/10/2023

হে গা/জার বীর সেনারা,
তোমাদের জুতাগুলো সংরক্ষণ করে রেখো!
কারণ পৃথিবীর জাদুঘরগুলো এই বীরদের জুতাগুলো একদিন খুঁজবে।

~ শাইখ মাহমুদ আল হাসানাত

19/10/2023

কিছু প্রাপ্তির খাতা না হয় শূন্যই থাকুক,
রবের ইচ্ছের তাগিদে! ☺️

19/10/2023

"যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি।"

—হযরত মুহাম্মদ (সাঃ)

03/10/2023

হাটছি জাহান্নামের পথে,
আর ভাবছি পথ শেষে পৌছে যাবো জান্নাতে...!

কতোই না বোকা আমরা..!🥺🖤
আল্লাহুম্মাগ"ফিরলি,😔

03/10/2023

#ইসলামিক_গল্প
••••••••••••••••••••••••••••••••••••••••••••

#গল্প—

#হুজুরের_বউ_যখন_ডক্টর
লেখক— রাকিবুল ইসলাম
======================

- #পর্ব___(০১)
https://www.facebook.com/100075505011326/posts/163977069462459/?app=fbl

- #পর্ব___(০২)
https://www.facebook.com/100075505011326/posts/164087286118104/?app=fbl

- #পর্ব___(০৩)
https://www.facebook.com/100075505011326/posts/164174779442688/?app=fbl

- #পর্ব___(০৪)
https://www.facebook.com/100075505011326/posts/164271546099678/?app=fbl

- #পর্ব___(০৫)
https://www.facebook.com/100075505011326/posts/164389906087842/?app=fbl

- #পর্ব___(০৬)
https://www.facebook.com/100075505011326/posts/164516342741865/?app=fbl

- #পর্ব___(০৭)
https://www.facebook.com/100075505011326/posts/164673179392848/?app=fbl

- #পর্ব___(০৮)
https://www.facebook.com/100075505011326/posts/164790696047763/?app=fbl

- #পর্ব___(০৯)
https://www.facebook.com/100075505011326/posts/164905512702948/?app=fbl

- #পর্ব___(১০)
https://www.facebook.com/100075505011326/posts/165045996022233/?app=fbl

- #পর্ব___(১১)
https://www.facebook.com/100075505011326/posts/165175252675974/?app=fbl

- #পর্ব___(১২)
https://www.facebook.com/100075505011326/posts/165305509329615/?app=fbl

- #পর্ব___(১৩)
https://www.facebook.com/100075505011326/posts/165434575983375/?app=fbl

- #পর্ব___(১৪)
https://www.facebook.com/100075505011326/posts/165546079305558/?app=fbl

- #পর্ব___(১৫)
https://www.facebook.com/100075505011326/posts/165698659290300/?app=fbl

- #পর্ব___(১৬)
https://www.facebook.com/100075505011326/posts/165800672613432/?app=fbl

- #পর্ব___(১৭)
https://www.facebook.com/100075505011326/posts/165931985933634/?app=fbl

- #পর্ব___(১৮)
https://www.facebook.com/100075505011326/posts/166039902589509/?app=fbl

- #পর্ব___(১৯)
https://www.facebook.com/100075505011326/posts/166471172546382/?app=fbl

- #পর্ব___(২০)
https://www.facebook.com/100075505011326/posts/166667799193386/?app=fbl

- #পর্ব___(২১)
https://www.facebook.com/100075505011326/posts/166861262507373/?app=fbl

- #পর্ব___(২২)
https://www.facebook.com/100075505011326/posts/167135412479958/?app=fbl

— Sheikh Nazim

02/10/2023

মানুষের সাথে বিচ্ছেদ হলে তোমাকে কাঁদায়,
কিন্তু রবের সাথে বিচ্ছেদ হলে কি তোমাকে ভাবায়?

02/10/2023

এক সৌদি নারী!
নারীবাদ দ্বারা প্রভাবিত হয়ে বিদ্রোহ করেছিল, নারীবাদীদের প্ররোচনায় ফ্রান্সে পালিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে বোরকা,ধর্ম-সব ছুঁড়ে ফেলেছিল, নিজেকে স্বাধীন শক্তিমান প্রমাণ করতে গিয়েছিল।
ফ্রান্সের এক পত্রিকায় সাক্ষাৎকারে নিজের দূরবস্থার কথা তুলে ধরেছে। সৌদি থাকতে বাবা তাঁকে হাত খরচের জন্য প্রতি মাসে ৩০০০ ইউরো দিতো। আর সে মেয়ে এখন রাস্তায় ময়লা কুড়িয়ে বেড়ায়, সৌদিতে তার সেবায় চারজন খাদেমা নিয়োজিত থাকতো, এখন সে নিজেই লাখো মানুষের 'ময়লা' সাফ (পরিষ্কার) করে, রাস্তায় ময়লা সাফ করে সে মাসে ৭০০ ইউরোর মতো কামায়,তার এই দূরবস্থার জন্য দাবী করেছে নারবাদী সংগঠনগুলোকে।
বাবার কাছে ক্ষমা প্রার্থী ঘরে ফিরতে চাই।
পর্যবেক্ষণ : নির্যাতিত হলে বিচার চাওয়া এক কথা, দুয়েকজন দুষ্টলোকের কারণে ইসলামকে দায়ী করা ভিন্ন কথা।এই নারীর কিসের অভাব ছিলো?
আরো অসংখ্য নারীর মতো তাঁকে কল্পিত 'নারীবৈষম্য'-এর ভূত পেয়ে বসেছিল, সমাজে নারীর প্রতি অন্যায় হয় না--তা নয়, কিন্তু অন্যায়ের প্রতিরোধে কিছু নারীবাদী যা করেছে,সেটা নারীর ভবিষ্যতকে আরো অন্ধকার করে দিচ্ছে!
নারী-পুরুষ উভয়কেই ধর্মের অনুশাসন পালনে আন্তরিক হতে হবে। এটাই প্রথম ও শেষ কথা। পুরুষকে হতে হবে ভালো স্বামী, ভালো পিতা, ভালো ভাই। নারীকে হতে হবে ভালো স্ত্রী, ভালো মা, ভালো বোন।
আতিক উল্লাহ Atik Ullah হুজুরের 'সুচরিতা,প্রিয়তমাসু' বই থেকে সংগ্রহীত!

01/10/2023

আগামীকাল সোম বার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন।

01/10/2023

জীবন'টা তেমন হোক যেমন হলে,
দুনিয়া থেকে প্রস্থান হবে নীরবে!

তবে উৎসব হবে আসমানে৷

30/09/2023

চোখের জিনা সিজদায় গেলেও ভাসে.!🥺

30/09/2023

প্রতিটি ভালোবাসা আপনাকে আঘাত করবে,
একমাত্র আল্লাহর ভালোবাসা ব্যতীত।

29/09/2023

সুখ কখন ও সম্পত্তির বা অর্থের উপর নির্ভর করে না,
সুখের বাস আত্মার গহীনে।

আলহামদুলিল্লাহ।

29/09/2023

মানুষের মন হলো কবরস্থানের মতো,
ভিতরে কি চলতেছে আল্লাহ ছাড়া কেউ জানেই না।

27/09/2023

ফজর না পড়ে শুয়ে থেকে মনে হতে পারে, আরেকটু বেশি বিশ্রাম করলাম। প্রকৃত বিশ্রাম-প্রশান্তি তো আল্লাহর হুকুম মানায়। সিজদায় লুটিয়ে পড়ায়।

27/09/2023

আগামীকাল বৃহস্পতিবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন।

26/09/2023

"নিজের চরিত্রকে এমন স্তরে উন্নীত করুন,
যেন আপনার মতো কাউকে জীবনে পাওয়ার জন্য
মানুষ তাহাজ্জুদে আল্লাহর কাছে হাত উঠায়।

25/09/2023

বিপদে প্রয়োজনের অতিরিক্ত চিন্তা না করে, ইস্তেগফার করতে থাকা বুদ্ধিমানের কাজ। দুশ্চিন্তা নয়, ইস্তেগফারই মুক্তির দরজা খুলে দিবে।

25/09/2023

প্রয়োজনে সম্পত্তি বিক্রি করে হলেও আপনার সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলুন।

24/09/2023

"বাগদাদের একটি মেয়ে ছিল"
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এবং সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। হঠাৎ একদিন মেয়েটির বিয়ে ঠিক হলো। মেয়েটিকে সাজানো হলো এবং ইশারের আযান দিলো মেয়েটি ওযু করতে যাবেই তখনি

মেয়েটির মা বলল, কোথায় যাচ্ছিস মেয়েটি বললো ওযু করতে মা বলল কি বলছিস তুই এখন ওযু করলে তোর মেকআপ ধুয়ে যাবে তোকে সবাই বাজে কথা বলবে একটু পরেই বরযাত্রী চলে আসবে মেয়েটির মা বারন করা সত্ত্বেও সে শুনলো না। মেয়েটি বলল যে যা বলুক আর না বলুক তা দিয়ে আমার কোনো দরকার নাই আমি আমার আল্লাহকে কীভাবে খুশি রাখবো সেটা চাই। মেয়েটি এই কথা বলে ওযু করে নামাজে দাড়িয়ে গেল ওদিকে বরযাত্রী এসে পড়েছিল কিন্তুু মেয়েটির কোনো সারা পাওয়া যাচ্ছিল না মেয়েটির মা সাথে সাথে তার রুমে গিয়ে দেখে মেয়েটি সেজদা অবস্থায় আছে মা ধরতেই কোনো আওয়াজ পাওয়া গেলো না মেয়েটি ইমানের শহীদে সেজদা অবস্থায় মৃত্যুবরণ করেছে (আলহামদুলিল্লাহ)

—Sheikh Nazim

23/09/2023

অনেক বছর পর হলেও আপনি ঠিকই প্রমান পাবেন, আল্লাহ আপনাকে যেটা দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিলোনা!

তাই, না পাওয়া জিনিসগুলোর জন্য আলহামদুলিল্লাহ!'🖤

22/09/2023



"হে মনের পরিবর্তনকারী আমার রব!
পরিবর্তন করে দাও
এই গাফেলের ক্বলব"
আষ্টে পৃষ্টে জড়িয়ে যেন থাকি
তোমার দ্বীনের উপর!

22/09/2023

মুহাম্মাদ (সাঃ)
আমাদের ভালোবাসা

20/09/2023

"যদি দেখেন নামাজ ছাড়া আপনার ভালো লাগে না অস্থির অস্থির লাগে তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপর রহমত নাযিল করেছেন।

আলহামদুলিল্লাহ।

20/09/2023

কোথাও যাওয়ার সময় যানবাহন সংকট দেখা দিলে, একটানা সুরা কুরাইশ পড়ে গেলে, আল্লাহ তাআলার খাস রহমতে ব্যবস্থা হয়েই যায়।

19/09/2023

স্বামী রাগারাগি করার সময় চুপ থেকে ঝগড়া এড়ানো স্ত্রী, মানুষ হিসেবেই শুধু শ্রেষ্ঠ নন, চিন্তাভাবনাতেও ভীষণ পরিপক্ক। দুর্বল তো নন-ই।

10/09/2023

আপনার ভবিষ্যৎ,
আপনার অতিতের চেয়েও উত্তম হবে! ইনশাআল্লাহ

[সূরা আদ-দুহা-০৪]

05/08/2023

"আমি আপনার মধ্যরাতের ইমাম হতে চাই..! ☺︎︎

03/08/2023

কাল থেকে ভালো হয়ে যাবো বলা ব্যক্তিটির
জীবনে আর আগামীকাল আসেনি ____💔

03/08/2023

একব্যক্তি প্রচুর কোরআন পড়ত, তবে তার থেকে কিছু তার মুখস্ত থাকত না। একদিন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাস করল, তুমি এত কোরআন পড় কিন্তু কিছুই মুখস্ত রাখতে পার না, এতে কি লাভ?

তিনি বললেন, আচ্ছা, আমি তোমাকে এই প্রশ্নটির উত্তর দিব তার আগে তুমি এই বেতের ঝুড়িটি দিয়ে সমুদ্র থেকে পানি এনে আমাকে দেখাও।
ছেলেটি বলল, এটাতে পানি ভরে আনা তো অসম্ভব ব্যাপার।
লোকটি বলল, চেষ্টা করে দেখো।

বেতের ঝুড়িটি কয়লা আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হত। ছেলেটি ঝুড়িটি নিলো এবং সমুদ্রের দিকে রওয়না হল৷ সমুদ্রের পানি তাতে ভরে পিতার কাছে নিয়ে আসতে আসতে ঝুড়িটি থেকে সব পানি বের হয়ে গেল।

এবার সে পিতাকে বলল, এতে কি লাভ? পানি তো সব বের হয়ে যাচ্ছে! পিতা বলল, চেষ্টা চালিয়ে যাও।

ছেলেটি দুইবার, তিনবার, চারবার, পাচবার এভাবে করেক বার চেষ্টা করেও পানি ধরে রাখতে পারলো না। অবশেষে ক্লান্তশ্রান্ত বদনে পিতার কাছে ফিরে এসে বললো, আমার পক্ষে পানি দিয়ে এই পাত্রটিকে ভরে আনা সম্ভব না।

পিতা তখন ছেলেটিকে বললো, তুমি কি খেয়াল করেছো ঝুড়িটির মধ্যে?
ছেলেটি বললো, হ্যা, ঝুড়িতে আমি পানি ধরে রাখতে পারিনি, তবে পানি ঝুড়ির মধ্যে থাকা কয়লার ময়লা ধুয়ে সাফ করে দিয়েছে। এখন সেটি পরিষ্কার ও চকচক করছে।

পিতা বলল, তুমি ঠিক ধরেছ। কুরআনও তোমার অন্তরের সাথে একই কাজ করে। অর্থাৎ দুনিয়া ও দুনিয়াবি কাজের কারণে তোমার অন্তর কলুষিত হয়ে যায়। কোরআন সমুদ্রের পানির মতো তোমার অন্তরকে পাক-সাফ করে দেয় যদিও তুমি তার থেকে কিছু তোমার অন্তরে সংরক্ষণ করে রাখতে না পারো।

মনে রেখো, কোরআনের নাযিলকৃত প্রথম আয়াত "পড়", "মুখস্ত করো" না।
সুতরাং কোরআন মুখস্ত করতে না পারার কারণে শয়তান যেন তোমার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে এবং তোমাকে কোরআন পড়া থেকে দূর করতে না পারে৷

© শায়েখ আলী সাল্লাবী (হাফ.)

02/08/2023

- ভালো থাকুক আমাদের ভালোবাসার মানুষ।

10/07/2023

শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন,
যে তুমি খুশি হয়ে যাবে 🤍

—(সূরা আদ দূহা:৫)

26/06/2023

বিশ্বাস'টা অনেক মুল্যবান.!🖤

23/06/2023

এই বয়েসেই হিজাব-পর্দা কেন? মেয়ে: আব্বুকে হিসাবদিবসে বিচারের মুখোমুখি করতে চাই না। আব্বুকে কষ্টে ফেলা লোকদেখানো ‍ফ্যাশনকে ‘সুহকান’।

19/06/2023

মানুষ খালিহাতে আসে। তারপর দুনিয়ার সবকিছু পেতে চায়। তারপর সবকিছু ছেড়ে, খালিহাতে চলে যায়। তারপর সবকিছুর জন্য হিসেবের মুখোমুখি হয়।

- শায়েখ আতিক উল্যাহ (হাফিঃ)

19/06/2023

"মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনিই বৃষ্টি বর্ষণ করেন, আর স্বীয় রহমত ছড়িয়ে দেন, তিনি-ই সকল গুণে প্রশংসিত প্রকৃত অভিভাবক।"
(আশ-শুরা, ২৮)

16/06/2023

ভুমিকম্পে কেঁপে উঠল দেশ! 🥺

Want your public figure to be the top-listed Public Figure in Patenga?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#islamicreels #islamicvideo
—কভার ভ্যান থেকে হাদীসের দরস দিচ্ছেন,  শায়খুল হাদীস ইবনে শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক হাফিঃ!🤍Sheikh Nazim #allamamamu...
──❍ আশাতীত অন্তরে         Sheikh Nazim
🇱🇧_❤️_🇵🇸_#lebanon_#palestine_#trending_#viral_#pakistan_#freepalestine
Islam is unstoppable #iman #muslim #ummahSheikh Nazim
Alparslan_killer_attitude_____  The_great_seljuks — https://youtube.com/@sheikhnazim.official
ইসরাইলকে শেষ করার শক্তি অর্জন করে ফেলেছে  হিজবুল্লাহ!
كُلُّ نَفْسٍۢ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۖ  | تلاوة تقشعر لها الابدان | القارئ عبدالرحمن مسعد 🧡
Ertugrul Gazi
প্রিয় শায়েখ৷  আল্লামা_মামুনুল_হক
আল্লামা মামুনুল হক
Krulus osman || Osman Gazi || _Sheikh Nazim

Category

Address


Feni
Patenga
4219

Other Writers in Patenga (show all)
SaDa Billi SaDa Billi
South Patenga, Chattogram
Patenga

Ek Tarfa Ek Tarfa
Patenga

Broken

Sumaiya's Dream Sumaiya's Dream
Patenga

This only fun page

TaShdiya pyaar TaShdiya pyaar
Muslimabad
Patenga

ভালবাসা কখনো ফুরিয়ে যায় না।ভালবাসা হ?

KEnO KEnO
Patenga, 8025

L i Ke and suport💥

Emptiness Emptiness
Nct Port 3 No Gate
Patenga

Im Hridoy I love To Enjoy Myself Keep Me In Your Prayers!