Rajshahi Shop.BD

রাজশাহীর খাঁটি পণ্যর সমাহার।

Photos from Rajshahi Shop.BD's post 14/12/2022

🌾 শারীরিক সুস্থতায় নিয়মিত যবের ছাতু খান।
কোষ্ঠকাঠিন্যতা,উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে যবের ছাতু অনেক উপকারী।
✔ সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেদের তত্ত্বাবধানে বাছাইকৃত যবের দানা থেকে ছাতু তৈরি করা হয়।আমার কাছে খুব সহজেই পেয়ে যাবেন
মিক্সড ছাতু ২৫০টাকা
ছোলার ছাতু ৩০০টাকা
যবের ছাতু ৩০০টাকা
খুচরা_ও_পাইকারি নিতে মেসেজ করুন অথবা কল করুনঃ
📞 01950985436

Photos from Rajshahi Shop.BD's post 13/12/2022

👉 মাছ ঝোলে বা সবজির সঙ্গে কুমড়ো বড়ি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। বাজারে বিভিন্ন ধরনের কুমড়ো বড়ি পাওয়া গেলেও চালকুমড়া সঙ্গে মাষকলাই ডাল মিশিয়ে তৈরি বড়ি খুবই জনপ্রিয়।

🥟 কুমড়ো বড়ির উপকারিতা :

🌸 পেশি গঠনে অবদান রাখে কুমড়ো বড়ি।
কুমড়ো বড়ির প্রধান উপাদান মাষকলাইয়ের ডাল। এই ডাল প্রোটিনের চমৎকার উৎস। পেশির কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে মাষকলাই ডাল। শরীরের বৃদ্ধিতে ডালে থাকা প্রোটিন খুবই দরকারি।

🌼 এছাড়া মুখের স্বাদ ফেরাতে খুব ভালো সাহায্য করে কুমড়ো বড়ি।

🌸 হজমশক্তি বাড়ায় কুমড়ো বড়ি। চালকুমড়া ও কলাইয়ের ডাল দুটোতেই প্রচুর ফাইবার আছে বলে কুমড়ো বড়ি খেলে হজম ভালো হয়।

🌼 এতে প্রচুর লৌহ বা আয়রন আছে বলে এটি স্বাস্থ্যকর। এই ডালের বড়ি শরীরে শক্তি বৃদ্ধি করে, শরীরকে সক্রিয় রাখে।

🌸 মাষকলাই এর ডালে থাকা ম্যাগনেশিয়াম রক্তপ্রবাহ বাড়ায় এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে।

🌼 কোষ্ঠকাঠিন্য, হজম শক্তি ও বলকারক হিসেবে অনেক উপকারি কুমড়ো বড়ি।
সুস্বাদু ‘কুমড়ো বড়ি’ 👇
অর্ডার করতে ইনবক্স করুন অথবা ফোন করুন ☎️01950985436 এই নম্বরে 😊

Photos from Rajshahi Shop.BD's post 15/11/2022

🎉নির্ভেজালনলেরগুড়
সম্মানিত ক্রেতা ভাইয়েরা আপনাদের সকলকে জানাই শীতের কুয়াশাচ্ছন্ন সকালের শুভেচ্ছা। 💝💝

💥💥শীতের মৌসুম মানেই হরেক রকমের পিঠাপুলী। আর এই পিঠা তৈরী করতে প্রয়োজন হয় খাটি এবং নির্ভেজাল খেজুরের গুড়।সাধারণত গুড় প্রায় সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু বিস্বস্ত এবং নির্ভেজাল গুড় পাওয়া খবই দূরহ ব্যাপার। 💥💥

তাই আপনাদের সেবায় আমরা আপনাদের দিচ্ছি নির্ভেজাল এবং স্বাস্থ্যকর খেজুরের পাটালি ও ঝোলা গুড় ।
ভিডিও কলের মাধ্যমে আপনার কাংক্ষিত পন্যটির সম্পূর্ণ প্রক্রিয়াজাত দেখাতে মাধ্য থাকিব।


✨✨তাই দেরি না করে এখনি অর্ডার করতে
ইনবক্সে মেছেজ দিন💢।
অথবা তাৎক্ষণিক response পেতে কল করুন এই নম্বরে 📞01950985436

(বি:দ্র: পাইকারদের জন্য রয়েছে বিশেষ ছাড় )
ধন্যবাদ

Photos from Rajshahi Shop.BD's post 08/11/2022

রসালো , মিষ্টি ও সুন্দর ঘ্রানযুক্ত সুস্বাদু বারো মাসী কাটিমন আম ।
প্রিমিয়াম কোয়ালিটির এই আম সাইজে বড় ও প্যাকেজিং এর জন্য দেখতেও অনেক সুন্দর 🥰

🥭এই আমটি অনেক মিষ্টি এজন্য ছোট থেকে বড় সবাই খেতে পারবে ।
সরাসরি বাগান থেকে বাছাইকৃত ফরমালিন
প্রিজাভেটিব ও কেমিক্যাল মুক্ত আম। বিস্তারিত জানার জন্য কল করুন অথবা ইনবক্স এ মেসেজ দিন।
Contact:01409797382

Photos from Rajshahi Shop.BD's post 08/11/2022

দেখে নেওয়া যাক স্বাস্থ্যের জন্যে মধুর উপকারিতাগুলি কি কি:
১. ওজন কমাতে: Weight loss
২. সর্দি কাশি কমাতে: Cough and Cold
৩. ডায়াবেটিস কমাতে: Diabetes/ Blood Sugar
৪. কাটা, ছেড়া জ্বালা কমাতে: Wounds, Cuts, Burns
৫. উচ্চ রক্তচাপ কমাতে: High Blood Pressure
৬. কোলেস্টরল কমাতে: Cholesterol
৭. শরীরে শক্তি প্রদান করতে: Boost Energy
৮. হাড়ের জন্যে: Stronger Bones
৯. রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে: Boosts Immunity
১০. হার্টের সমস্যায়: Heart Disease
১১. নখের জন্যে: Stronger Nails
১২. এস্থেমার জন্যে: Asthma
১৩. দাঁত ও মুখের জন্যে: Oral Health
১৪. ক্যান্সারের জন্যে: Cancer
১৫. ব্রণর জন্যে: Acne/ Acne Scars
১৬. ত্বকের ফর্সাভাব ফিরিয়ে আনে: Skin Whitening
১৭. বলিরেখা দূর করে: Wrinkles
১৮. ত্বকের শুষ্কতা দূর করতে: Dry Skin
১৯. ঠোঁট ফাটা দূর করতে: Chapped Lips
২০. ত্বক পরিষ্কার করে: Skin Cleansing
২১. চুল বাড়াতে: Hair Growth
২২. ড্যানড্রাফ দূর করতে: Dandruff
২৩. স্ক্যাল্প পরিষ্কার করে: Cleanses Scalp

মধুর এতখানি উপকারিতা পেতে হলে প্রতিদিন মধু ব্যবহার করুন। বাজারে বা সুপার মার্কেটে সহজেই আপনি মধু কিনতে পারবেন।

তবে একটা কথা মাথায় রাখবেন যে মধুর শিশি কিন্তু কখনোই ফ্রিজে রাখা উচিত না। এতে মধুর গুনাগুন নষ্ট হতে শুরু করে। শুকনো, ঠাণ্ডা জায়গায় সূর্যের আলো থেকে দূরে এটি সংরক্ষণ করুন।
মধু আপনি এক চামচ করে শুধুও খেতে পারেন অথবা নিচের উপায়গুলি অনুসরণ করেও খেতে পারেন:
• ফল অথবা সবজির স্যালাড মধু মিশিয়ে খেতে খুব ভালো লাগে।
• চা অথবা কফিতে চিনি ব্যবহার না করে মধু ব্যবহার করে পান করতে পারেন।
• দুধ পান করার আগে তার মধ্যে মধু মিশিয়ে পান করতে পারেন। বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে এটি পান করলে দারুণ স্বাস্থ্যকর উপকারিতা পাওয়া যায়।
• প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম জলে এক চামচ মধু ও লেবুর রস মিশিয়ে পান করতে পারেন।
• মধু, তুলসী পাতা ও আম একসাথে পেস্ট করে জলে গুলে শরবত করে পান করতে পারেন।
• আরেকটি স্বাস্থ্যকর পানীয় হিসেবে আদার রস, লেবুর রস ও মধু জলে মিশিয়ে পান করলে দারুণ শারীরিক উপকারিতা পাবেন।

Photos from Rajshahi Shop.BD's post 31/10/2022

প্রকৃতি জানান দিচ্ছে শীত আসতে আর বেশি দেরি নেই।

শীতের কুয়াশামাখা সকাল মনে করিয়ে দেয় খেজুরের রস এর কথা। আর এই থেকেই তৈরি করা হয় খেজুরের গুড়।

রস আহরণ

একটি খেজুর গাছ থেকে রস সংগ্রহের পূর্বে অগ্রহায়ণের শেষের দিকে গাছের কান্ডের একেবারে উপরের অংশে পাতাসম্বলিত বাকলগুলি ধারালো দা দিয়ে চেঁছে পরিষ্কার করা হয় যাকে গাছ তোলা বলে। সাত থেকে আট দিন পরে পুনরায় পরিষ্কার করা হয়। গাছ তোলার দুই সপ্তাহের মাথায় চাঁছা অংশ কিছুটা কেটে নলি (বাঁশের নল) ও খিল লাগিয়ে এবং সম্মুখভাগে হাঁড়ি ঝুলিয়ে দিয়ে রস সংগ্রহ করা হয়।

রস আহরণের সময়কালের উপর ভিত্তি করে খেজুরের রসকে জিড়ান, দোকাট এবং ঝরা এই তিনভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম রাতের গুণে ও মানে সর্বোৎকৃষ্ট এবং পরিমাণেও সর্বোচ্চ রসকে বলা হয় জিড়ান ।

পরদিন বিকালে গাছের চোখ বা কাটা অংশটুকু দা এর সাহায্যে চেছে পরিষ্কার করা হয় এবং দ্বিতীয় রাত্রের নির্গত রসকে বলা হয় দোকাট। দোকাটের রস জিড়ানের মতো সুস্বাদু কিংবা মিষ্টি নয় এবং পরিমাণেও হয় কম। তৃতীয় রাতে প্রাপ্ত রসকে ঝরা রস বলা হয়। ঝরা রস দোকাটের চেয়েও পরিমাণে কম এবং কম মিষ্টি। অনেক ক্ষেত্রে ঝরা রস টক স্বাদযুক্ত হয়। পরবর্তী তিনদিন গাছকে অবসর দেওয়া হয়। এরপর আবার নতুন করে চাঁছা (কাটা) ও রস সংগ্রহ করা হয়।

খেজুরের রস আবহাওয়ার উপর নির্ভর করে। আবহাওয়া শীতার্ত এবং পরিচ্ছন্ন হলে রস পরিষ্কার ও মিষ্টি হয়। মেঘলা গুমোট রাতে খেজুরের রসে টকভাব আসে। নভেম্বরের প্রথম দিকে রস আহরণ শুরু হলেও ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সর্বাধিক পরিমাণে পাওয়া যায়।

Photos from Rajshahi Shop.BD's post 24/10/2022

◉ আসসালামু আলাইকুম◉
👉এই শীতের মৌসুম এ আপনাদের জন্য নিয়ে এলাম 100% খাঁটি ভেজাল মুক্ত খেজুরের গুড়।👈

🥶শীত মানেই পিঠা-পুলির আয়োজন 😋আর পিঠা পুলি ছাড়া নিজেকে বাঙালি বলে মনে হয় না। ●পিঠা মানে খেজুরের রস বা গুড় কিন্তু খাঁটি গুড় খুজতে খুজতে শীত চলে যায়●জমে ওঠে না পিঠাপুলির আসর।●এখন থেকে এমন আর হবে না।●
○কুরিয়ারের মাধ্যম এ আমরা সারা বাংলাদেশ এ Cash On Delivery এবং Home Delivery দিয়ে থাকি।
Contact: 01950985436

02/09/2022

কাঠের ঘানির খাঁটি সরিষার তেল।

Photos from Rajshahi Shop.BD's post 31/12/2021

অফার অফার অফার
নতুন বছর উপলক্ষ্য এ বিশেষ এখন অর্ডার করলে ডেলিভারি চার্জ ও সমগ্র বাংলাদেশ এ ফ্রী হোম ডেলিভারি।

রাজশাহীর বিখ্যাত ঐতিহ্যবাহী খেজুরের স্পেশাল গুর খেজুর গাছের রস থেকে কোন কেমিকেল ছাড়া তৈরি তাই টেষ্ট অসাধারন।
�রাজশাহীর বিখ্যাত ঐতিহাবাহী খেজুরের গুর 250 টাকা ১ কেজি
�সর্বনিম্ন-অর্ডার-2কেজি।
>> অর্ডার করুন এখনই

Photos from Rajshahi Shop.BD's post 26/10/2021

খেজুরের গুড় খাচ্ছেন, নাকি চিনি খাচ্ছেন?
নাকি খেজুরের গুড়ের নামে ময়দা আর হাইডোজ খাচ্ছেন?
খাঁটি খেজুরের গুড় চেনার ৫ উপায়!
🍃 গুড়ের দুই ধার যদি অতিরিক্ত শক্ত ও ধারালো হয়, তবে সেটি খাঁটি নয়। খাঁটি পাটালি গুড়ের ধারগুলো নরম হবে।
🍃 গুড় মুখে দিয়ে দেখুন সেটা তিতকুটে স্বাদের কিনা। এমন স্বাদের হলে গুড় না কিনলেন ভালো করবেন!
🍃 নোনতা স্বাদের গুড়ও কিনবেন না।
🍃 গুড় যদি স্ফটিকের মতো সাদাটে হয়, তবে বুঝবেন, গুড়টি যে খেজুর রস দিয়ে তৈরি করা হয়েছিল তার স্বাদ খুব একটা মিষ্টি ছিল না। তাই গুড় মিষ্টি করতে এতে প্রচুর পরিমাণে কৃত্রিম চিনি মেশানো হয়েছে।
🍃 সাধারণত গুড়ের রঙ গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের গুড় দেখলে বুঝতে হবে তাতে রাসায়নিক মেশানো হয়েছে।

খেজুর এর গুর এর প্রি বুকিং চলছে।
এখন বুকিং করলে ডেলিভারি চার্জ ফ্রী ।

Photos from Rajshahi Shop.BD's post 11/10/2021

অফার অফার
এখন অর্ডার করলে ডেলিভারী চার্জ ফ্রী ।
খেজুরএর গুর এর প্রি বুকিং চলছে।
100% খাঁটির নিশ্চয়তা।

Photos from Rajshahi Shop.BD's post 03/10/2021

🔰বারোমাসি সব্জির বীজ

১.হাইব্রীড লাউ-১০টি-৬০/-
২.হাইব্রীড গোল লাউ-১০টি-৬০/-
৩.হাইব্রীড ধুন্দুল-১০টি-৬০/-
৪.হাইব্রীড ঝিঙা-১০টি-৭০/-
৭.হাইব্রীড চিচিঙ্গা-১০টি-৬০/-
৮.হাইব্রীড ঢেড়স-১০টি-৫০/-
৯.হাইব্রীড চাল
কুমড়া-১০টি-৫০/-
১০.হাইব্রীড মিষ্টি কুমড়া-১০টি-৬০/-
১১.চেরিটমেটো-১০টি-৭০/-
১২.বারোমাসি সবুজ ক্যাপসিকাম-১০টি-৬০/-
১৩. লাল গাজর-১০টি-৫০/-
১৪.হাইব্রীড বরবটি সবুজ-১০টি-৪০/-
১৫.হাইব্রীড লেটুস-১০+টি-৪০/-
১৬.উচ্ছে-১০টি-৬০/-
১৭.হাইব্রীড বীটরুট-১০টি-৪০/-
↗️কুরিয়ার সার্ভিস ৩০/-
↗️ঢাকায় হোম ডেলিভারি হবে।
নিতে চাইলে নাম ঠিকানা সহ ইনবক্স করুন।☺️

Photos from Rajshahi Shop.BD's post 03/10/2021

পাবনার কাঠের ঘানিভাংগা সরিষার তেল
কাজ চলছে..... 🙂
শীত এসে যাচ্ছে.......
সটক করে নিন আপনার প্রয়োজনীয় জিনিস গুলো।.....
ছোট বড় সবার ঠান্ডা লেগে থাকে শীত এ এইসব কিছু থেকে বাচার জন্য মধু র কোন জুড়ি নেই......... 👍
আমাদের কাছে পাবেন
🌺 কাঠের ঘানি সরিষার তেল।
🌺খলিশা ফুলের মধু
🌺বায়ান ফুলের মধু
🌺 কালোজিরার ফুলের মধু
🌺মিক্সড ফুলের মধু
🌺বায়ান ফুলের মধু
🌺সরিষা ফুলের মধু
আপনার প্রয়োজন এ আমাদের জানান বা ফোন করুনঃ 01950985436

03/10/2021

আসসালমুআলাইকুম,
Ranshahi Shop.bd নিয়ে এলো ১০০% নির্ভেজাল মুক্ত আখের ঝোলা গুর।

Photos from Rajshahi Shop.BD's post 03/10/2021

🔳মধু
মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করে এবং মৌচাকে সংরক্ষণ করে। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল ; এটি সুপেয়। বিভিন্ন খাদ্য প্রস্তুতিতে এর ব্যবহারে চিনির চেয়ে এর অনেক সুবিধা রয়েছে। এর বিশিষ্ট গন্ধের জন্য অনেকে চিনির চাইতে মধুকেই পছন্দ করে থাকেন। বাংলাদেশের সুন্দরবনের মধু স্বাদ, রং, হালকা সুগন্ধ এবং ঔষধিগুণাবলীর জন্য প্রসিদ্ধ। সুন্দরবনের বেশিরভাগ মধু কেওড়া গাছের ফুল থেকে উৎপন্ন। সুন্দরবনের মাওয়ালী সম্প্রদায়ের লোকেরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে এবং তা বিক্রয় করে জীবন নির্বাহ করে। মধুর অন্য একটি গুণ হল এটি কখনো নষ্ট হয় না ৷ হাজার বছরেও মধুর গুণাগুণ নষ্ট হয় না।

✳রাসূল (সা.) বলেছেন, মধু হৃদপিন্ডকে সতেজ করে। প্রতিদিন হাতের তালুতে অল্প পরিমাণ মধু নিয়ে চেটে খেলে হৃদরোগ থাকে না।
✳জার্মান হৃদরোগ বিশেষজ্ঞ ড. ই কচ বলেছেন, ‘উপযুক্ত ঘাস খেয়ে ঘোড়া যেমন তেজী হয় তেমনি নিয়মিত সকালে এক চা-চামচ করে খাঁটি মধু খেলে হৃদপিন্ড শক্তিশালী হয়। এ ছাড়া মধু আয়ুও বৃদ্ধি করে।’
🔎কেউ চাইলে খাঁটি মধু খুব সহজেই পৌঁছে দিবে Shop.bd
✒️সংক্ষেপে মধুর দাম দেওয়া হল-
💰 কালোজিরা ফুলের মধু ১০০০ টাকা
💰 প্রাকৃতিক চাকের মধু ১০০০ টাকা
💰 সরিষা ফুলের মধু ৪৫০ টাকা।
সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। আমাদের সবগুলো পণ্যে পাবেন শতভাগ গ্যারেন্টি। কোনো পণ্য ভেজাল প্রামানিত হলে আমরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত নিয়ে থাকি।

03/10/2021

খাঁটি ঘি এর উপকারিতা -
*ঘি সহজে নষ্ট হয় না।
*সুন্দর গন্ধ ও স্বাদ অথচ অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মতো ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।
*ভিটামিন এ ও ই থাকায় ঘি পুষ্টিগুণে ভরপুর।
*ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব এনার্জি বাড়ায়।
*ঘিয়ের মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড। এই অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায়।
*বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে।কনশাসনেস উন্নত হয়।

Photos from Rajshahi Shop.BD's post 22/09/2021

🔳খাঁটি গাওয়া ঘি
ঘি এর গন্ধ-স্বাদ এর প্রস্তুতিতে ব্যবহৃত হওয়া দুধ এবং জ্বাল দেয়ার সময়ের ওপর নির্ভর করে। বাঙ্গালিরা গরুর দুধ থেকে তৈরি গাওয়া ঘি (গব্য ঘৃত) কে সবচেয়ে উৎকৃষ্ট ঘি বিবেচনা করে।
লবণবিহীন মাখনকে চুলোয় জ্বাল দিয়ে ঘি প্রস্তুত করা হয়। প্রথমে পাত্রে মাখন এর নিয়ে জলটুকু বাষ্প হয়ে উড়ে না যাওয়া এবং প্রোটিনটুকু পাত্রের তলায় জমা না হওয়া পর্যন্ত তা জ্বাল দেওয়া হয়। পরিশোধিত ও রান্না হওয়া মাখন চামচ দিয়ে তুলে নেওয়া হয়, যেন তা পাত্রের তলদেশে দুধের কঠিন অংশটুকুর জমাট বাঁধায় কোন বিঘ্ন না ঘটায়। ঘি ও মাখনের মধ্যে একটি মৌলিক পার্থক্য হল ঘি রেফ্রিজারেটরে না রেখেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তবে সংরক্ষণ পাত্রটি বায়ুরোধক হতে হবে (জারণ প্রতিরোধ করার জন্যে) ও আর্দ্রতা-মুক্ত হতে হবে।
🔳‘ঘি’-এর অভাবনীয় স্বাস্থ্য উপকারিতা ।
◾️এই শীতে শরীর সুস্থ রাখতে দরকার পুষ্টিকর খাবার। খাঁটি ঘিয়ের রয়েছে বিস্ময়কর কিছু গুণ; যা এই শীতে শরীরের জন্য দারুণ উপকারী। এটি স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির উৎস। যদিও ঘি খাওয়ার বিষয়ে নানা বিতর্ক রয়েছে, তবে ইউনানী ও আয়ুর্বেদ শাস্ত্রে ঘি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বলে বর্ণনা করা হয়েছে।
◾️সর্দি-কাশি সারাতে, দুর্বলতা কাটাতে, ত্বকের সমস্যা দূর করতে ঘি ব্যবহৃত হয়। এ ছাড়া ঘিয়ে পেঁয়াজ ভেজে খেলে গলা ব্যথা সারে। চ্যাবনপ্রাশ তৈরির অন্যতম উপকরণ এটি। ‘ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চ’ এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
ভারতের প্রখ্যাত পুষ্টিবিদ সন্ধ্যা গুগনানির মতে, শীতকালই ঘি খাওয়ার উপযুক্ত সময়। এ সময় এটি সহজে হজম হয় ও শরীর গরম রাখে। এতে ভিটামিন এ, ডি, ই ও কে আছে।
◾️দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি পেশি সুগঠিত রাখতে ঘি কার্যকর। এ ছাড়া শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়া ঠেকাতে পারে ঘি। প্রতিদিন সকালে এক বা দুই চা-চামচ ঘি খাওয়া যেতে পারে। এরপর গ্রিন টি বা সাধারণ চা ও কফি খেলে উপকার পাওয়া যায়।
◾️ঘি অবশ্য অল্প পরিমাণে খাওয়াই ভালো। যাঁদের কোলস্টেরলের সমস্যা আছে তাঁদের ঘি এড়িয়ে চলা উচিত।

✨প্রিমিয়াম কোয়ালিটি গাওয়া ঘি ১০০০ গ্রাম
🔥বর্তমান মুল্য ১,২০০/-🔥
✨প্রিমিয়াম কোয়ালিটি গাওয়া ঘি ৫০০ গ্রাম
🔥বর্তমান মুল্য ৬০০/-🔥
🍁সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। আমাদের সবগুলো পণ্যে পাবেন শতভাগ গ্যারেন্টি।

22/02/2020

Men's half pant.
Brand: Being Human.
Price: 200

Want your business to be the top-listed Food & Beverage Service in Patgram?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Patgram

Other Organic Grocery Stores in Patgram (show all)
Rajshahi Mango Bazar Rajshahi Mango Bazar
Alokar Mor, Ranibazar, Rajshahi
Patgram, 6000

শতভাগ ফ্রেস এবং ১০০% ফরমালিন/কর্বাইড মুক্ত আম।