Science Care,Rangpur
Nearby schools & colleges
5402
RANGPUR,
রংপুর
Rangpur Highyway
You may also like
Science C@re, Rangpur. A private batch program conducted by the students of Rangpur Medical College
আজকের ক্লাসের একাদশ অধ্যায়ের গ্যামিটোফাইট এর উৎপত্তি বিষয়ক আলোচনার অংশবিশেষ।
Biology এর দাগানো অংশ বিশেষ।।।এখন থেকে নিয়মিত দাগানো অংশ আপলোড করা হবে।
একটি প্রাইভেট ব্যাচ প্রোগ্রাম।
পরিচালনা ও পাঠদানে: রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
৭ম,৮ম,৯ম-১০ম/এসএসসি প্রস্তুতি(সকল বিষয়)।
একাদশ -দ্বাদশ শ্রেণি (জীববিজ্ঞান)।
যোগাযোগ:লালকুঠি লেন (রেটিনা গলি), চেকপোস্ট, রংপুর ।
01987320142,01575708401
চলার পথ হোক মেধাবীদের সাথে। সাইন্স কেয়ার।
Admission is going on for class 7-12
Brain storming...
Answer it..
বিজয়ীরা ভিন্ন জিনিস করেন না,তারা একই জিনিস ভিন্নভাবে করেন।
----শিব খেরা
এসএসসি পরীক্ষার্থীদের প্রতি ১৩ নির্দেশনাঃ
এ বছরের (২০২১) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ১৪ নভেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসির সময়সূচিতে জানানো হয়, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষার্থীর জন্য বিশেষ কিছু নির্দেশনা জারি করা হয়েছে—
* কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে;
* পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে;
* পরীক্ষার সময় দেড় ঘণ্টা;
* পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে;
* ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বর প্রদান করে নম্বরসমূহ ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
* পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না;
* পরীক্ষার্থীদের সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতা (নোটবুক) তার পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে না;
* প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
* কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি) নিম্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে;
* পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না;
* কোন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব ফিচার ফোন (স্মার্টফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন;
* সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে;
* পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনর্নিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।
#সূত্রঃপ্রথম আলো #
Build your own dreams or someone else will hire you to build theirs.
--Farrah Gray
ঢাবির ‘খ’ ইউনিটের admission test -এ প্রথম মাদ্রাসা ছাত্র জাকারিয়া।
মেধা থাকলে আর পরিশ্রম করলে যেকোনো জায়গা থেকে ভালো করা সম্ভব; হোক সেটা মাদ্রাসা বা স্কুল।
নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশী?
a.Na
b.K
c.Rb
d.Cs
Put down your ans.
মার্চ মাসে স্কুল হতে এসেছি, হয়তোবা মার্চ মাসেই আবার স্কুলে যাওয়া লাগবে ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
50m East From Checkpost 1(retina Coaching Lane), DHAP
Rangpur
Opening Hours
Monday | 15:00 - 20:00 |
Tuesday | 15:00 - 20:00 |
Wednesday | 15:00 - 20:00 |
Thursday | 15:00 - 20:00 |
Friday | 09:00 - 20:00 |
Saturday | 10:15 - 20:00 |
Sunday | 15:00 - 20:00 |
Rangpur, 5700
This institutute setuated since 2017. It's located at Ramchandrapur Union,Gaibandha. Class activity
Rangpur
Rangpur, 5400
Lions School & College Rangpur. We are 2010th Batch.
JALDHAKA
Rangpur, 5330
শিক্ষার জন্য এসো সেবার জন্য যাও