HSC ICT Hunter

Become a Programmer

10/03/2024

ওয়েব ডিজাইন কী?
ওয়েব ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েবপেইজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েবপেইজ বা ওয়েবসাইটের বিভিন্ন লেআউট, রং, গঠন, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলি নির্ধারন করা হয়। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যার এবং টুলস ব্যবহার করা হয়। যেমন- Dreamweaver, Photoshop ইত্যাদি।



ইন্টারনেট কী?
ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা । ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থাও বলা হয়। 1969 সালে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম আরপানেট (ARPANET-Advanced Research Projects Administration Network) দিয়ে যাত্রা শুরু হয়।



ওয়েব কী? WWW কী?
ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ওয়েব কে www (World Wide Web) ও বলা হয়। তিনটি প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। যথা-

প্রথমত, HTML (Hyper Text Markup Language) যার দ্বারা ওয়েবপেইজ তৈরি করা হয়।
দ্বিতীয়ত, HTTP (Hyper Text Transfer Protocol)
তৃতীয়ত, Web browser; যে প্রোগ্রাম সার্ভার থেকে ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে।
টিম বার্নার্স-লি 1989 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল (HTTP) ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে প্রথম সফল যোগাযোগ সম্পন্ন করেছিলেন এবং তাই টিম বার্নার্স-লি www এর জনক হিসাবে বিবেচিত হয়।



ওয়েব পেজ কী?
ওয়েবপেইজ হলো এক ধরনের ওয়েব বা ইলেকট্রনিক ডকুমেন্ট যা সাধারণত HTML(Hypertext Markup Language) এ লেখা হয় এবং বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। যেকোন ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের সাহায্যে URL এর মাধ্যমে যেকোন জায়গা থেকে এটি দেখতে পারে।

একটি ওয়েবপেইজে টেক্সট, ইমেজ, ফাইল, অডিও, ভিডিও এবং এনিমেশন ইত্যাদি থাকতে পারে। এখন যে পেইজটি পড়ছো, এটিই একটি ওয়েবপেইজের উদাহরণ।



ওয়েবসাইট কী?
একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একধিক ওয়েবপেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে ওয়েব পেইজটি প্রদর্শিত হয় তাকে হোম পেইজ বলে।

আরো পড়ুন :: ষষ্ঠ অধ্যায়: অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর সমূহ।


ওয়েব পোর্টাল কী?
ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সমাহার।

যেমন – www.bangladesh.gov.bd হচ্ছে একটি ওয়েব পোর্টাল। যেখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তথ্য সংবলিত ওয়েবসাইটের লিংক দেওয়া আছে।





সার্ভার কী / সার্ভার কম্পিউটার কাকে বলে?
সার্ভার হলো এমন একটি কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারগুলিতে তথ্য সরবরাহ করে। এটি কোনও ল্যান(LAN) অথবা ইন্টারনেটের মাধ্যমে একটি WAN সিস্টেমে ডেটা সরবরাহ করতে পারে। বিভিন্ন ধরণের সার্ভার রয়েছে। যেমন- ওয়েব সার্ভার, মেইল সার্ভার, ফাইল সার্ভার ইত্যাদি। প্রতিটি সার্ভার কম্পিউটার নির্দিস্ট কাজে নির্দিষ্ট সফটওয়্যার চালায়।

উদাহরণস্বরূপ, একটি ওয়েব সার্ভার Apache বা Microsoft IIS সফটওয়্যার চালাতে পারে, যা উভয়েই ইন্টারনেটের সাহায্যে ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস দেয়। একটি মেইল ​​সার্ভার Exim বা iMail সফটওয়্যার চালাতে পারে, যা ইমেল প্রেরণ এবং গ্রহণ করার জন্য SMTP(Simple Mail Transfer Protocol) সেবা প্রদান করে। একটি ফাইল সার্ভার, নেটওয়ার্কে ফাইল শেয়ার করার জন্য Samba সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের বিল্ট-ইন ফাইল শেয়ারিং সার্ভিস ব্যবহার করতে পারে।

সার্ভার কী
সার্ভার কী


ক্লায়েন্ট কী / ক্লায়েন্ট কম্পিউটার কাকে বলে?
ক্লায়েন্ট হলো এমন একটি কম্পিউটার যা একটি দূরবর্তী কম্পিউটার বা সার্ভারকে সংযুক্ত করে এবং রিসোর্স ব্যবহার করে। ক্লায়েন্ট কম্পিউটারে বিভিন্ন ক্লায়েন্ট সফ্টওয়্যার ব্যবহার করা হয়।

উদাহরণস্বরূপ, ওয়েব ব্রাউজার (Google Chrome , Opera, Firefox, ইত্যাদি) হলো এক ধরণের ক্লায়েন্ট সফ্টওয়্যার যা ওয়েব সার্ভারের সাথে সংযোগ করে এবং ওয়েবপেইজ প্রদর্শন করে থাকে। ই-মেইল ক্লায়েন্ট মেইল সার্ভার থেকে ই-মেইল প্রদর্শন করে।



আপলোড ও ডাউনলোড কী?
নিজের কম্পিউটার হতে কোনো ডেটা বা ফাইল অন্যের কম্পিউটারে অথবা সার্ভারে প্রেরণকে আপলোড বলে।প্রয়োজনে অন্যের কম্পিউটার অথবা সার্ভার হতে কোন ডেটা বা ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে।

আরো পড়ুন :: ওয়েবসাইটের প্রকারভেদ | স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট
আপলোড ও ডাউনলোড কী?
ওয়েব ব্রাউজার কী?
যে সফটওয়্যার এর সাহায্যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েবপেইজগুলো ব্রাউজ করা বা দেখা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে ।

ব্রাউজার ওয়েবপেইজ এবং ওয়েবসাইটগুলোকে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল (HTTP) ব্যবহার করে মানুষের বুঝার উপযোগী করে অনুবাদ করে।

ওয়েব ব্রাউজারের উদাহরণ – Internet Explorer, Google Chrome, Mozilla Firefox, and Apple Safari ইত্যাদি।

পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েবপেইজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়।

ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন এক জিনিস নয়, যদিও দুটি প্রায়ই বিভ্রান্ত করে। ব্যবহারকারীর জন্য, সার্চ ইঞ্জিন হলো একটি ওয়েবসাইট। যেমন- google.com যা অন্যান্য ওয়েবসাইটগুলোর সম্পর্কে অনুসন্ধানযোগ্য ডেটা স্টোর করে। তবে কোনও ওয়েবসাইটের সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে এবং এর ওয়েবপেইজগুলো প্রদর্শন করতে একজন ব্যবহারকারীর অবশ্যই তার ডিভাইসে একটি ওয়েব ব্রাউজার ইনস্টলড থাকতে হবে।



সার্চ ইঞ্জিন কী?
সার্চ ইঞ্জিন হল এমন একটি সফটওয়্যার যা ব্যবহারকারীর দেওয়া কীওয়ার্ড গুলোর জন্য ওয়েবপেইজ অনুসন্ধান করে এবং সেইসব কীওয়ার্ড ধারণকারী ওয়েবপেইজগুলো ফলাফল হিসেবে উপস্থাপন করে। কীওয়ার্ড হলো, ব্যবহারকারী যা লিখে সার্চ করে।

“Archie” সার্চ ইঞ্জিনটিকে প্রথম সার্চ ইঞ্জিন হিসাবে বিবেচনা করা হয়, যা FTP ফাইলগুলি অনুসন্ধান করার জন্য ব্যবহৃত হয়েছিল এবং প্রথম টেক্সট-ভিত্তিক সার্চ ইঞ্জিনটিকে ভেরোনিকা(Veronica) হিসাবে বিবেচনা করা হয়।

বর্তমানে, সর্বাধিক জনপ্রিয় এবং সুপরিচিত সার্চ ইঞ্জিন হলো Google। অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে AOL, Ask.com, Baidu, Bing এবং Yahoo ইত্যাদি



পাঠ মূল্যায়ন-
জ্ঞানমূলক প্রশ্নসমূহঃ

ক। ওয়েব ডিজাইন কী?

ক। ওয়েব বা WWW কী?

ক। ইন্টারনেট কী?

ক। ওয়েবপেইজ কী?

ক। ওয়েবসাইট কী?

ক। হোম পেইজ কী?

ক। ওয়েব পোর্টাল কী?

ক। ক্লায়েন্ট বা ক্লায়েন্ট কম্পিউটার কী?

ক। সার্ভার বা সার্ভার কম্পিউটার কী?

05/03/2024

🔰 HSC 2024+25 Pass নাম্বার বন্টন 🔰
🔴 বাংলা : প্রথম পত্রের MCQ তে ৩০ এ ১০ পাওয়া লাগবে বাধ্যতামূলক। আর CQ তে ২৩ পাওয়া লাগবে কারন দ্বিতীয় পত্রে MCQ কিংবা CQ নেই। আর দ্বিতীয় পত্রে ১০০ এর মধ্যে ৩৩ পেলেই পাস ✅
🟠 ইংরেজি : ইংরেজিতে ২০০ নাম্বার এর মধ্যে ৬৬ পেলেই পাস ✅ কোন পত্রে কত পেলেন সেটা দেখার বিষয় না। কেউ ইংরেজি প্রথম পত্রে ৫০ দ্বিতীয় পত্রে ১৬ পেল তাও সে পাস করবে।
🟢 আইসিটি : আইসিটির পাস তিনটি ভাগে বিভক্ত।
🔶 MCQ তে ৮ পেতেই হবে।
🔶 CQ তে ১৭ পেতেই হবে।
🔶 ব্যবহারিক এ ৮ পেতেই হবে।
আপনি CQ তে ৪০ পেলেন MCQ তে ৭ পেলেন আপনাকে ফেইল দেয়া হবে।
🔵 হিসাববিজ্ঞান : হিসাববিজ্ঞান এ ২০০ নম্বরে পরীক্ষা তারমধ্যে CQ ৭০+৭০ = ১৪০ আর MCQ তে ৩০+৩০ = ৬০। এইখানে CQ তে ৪৬ পেতে হবে আর MCQ তে ২০ পাওয়া লাগবেই। ✅ কেউ প্রথম পত্রের MCQ তে ১৭ দ্বিতীয় পত্রের MCQ তে ৩ পেল তাও পাস। 💚
🟣 ব্যবসায় সংগঠন : হিসাববিজ্ঞান এর অনুরূপ
🟤 ফিন্যান্স : হিসাববিজ্ঞান এর অনুরূপ।
⚫ অপশনাল বিষয় : এইখানে পাস না করলেও GPA আসবে। তবে এই বিষয় এ যদি ২ পয়েন্ট এর বেশি পাওয়া যায় তাহলে মোট GPA এর সাথে সেটা + হবে।
🟡 যেসব বিষয়ে ব্যবহারিক থাকে সেক্ষেত্রে ২০০ নাম্বার এর মধ্যে
MCQ অংশে ১৬/৫০ পেতে হবে
CQ অংশে ৩৪/১০০ পেতে হবে
ব্যবহারিক অংশে ১৬/৫০ এ পেতে হবে।
⚠️ দুই পত্রের MCQ অংশে পাস করতে হবে
⚠️ দুই পত্রের CQ অংশে পাস করতে হবে
⚠️ দুই পত্রের ব্যবহারিক অংশে পাস করতে হবে।
🛑 প্রথম পত্রের MCQ অংশে কম পেলে দ্বিতীয় পত্রের MCQ অংশে বেশি তোলার চেষ্টা করবেন।
🛑 প্রথম পত্রের CQ খারাপ হলে দ্বিতীয় পত্রের CQ তে ভালো করার চেষ্টা করবেন।
💠 ২০১৭+১৯ সালের বোর্ডের নিয়ম অনুযায়ীই এই মানবন্টন ✅✅✅

04/03/2024

HSC ICT Full Course: Online & Offline

এইচএসসি আইসিটি ফুল কোর্স এর ডিটেইলস :

✅ প্রতিটি টপিকের শেষে মনে রাখার কৌশল
✅ টপিক ভিত্তিক শর্ট হ্যান্ডনোট দেওয়া হবে।
✅ কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহার করে সি প্রোগ্রামিং এবং HTML করানো হবে
✅ ফুল সিলেবাস কাভার করানো হবে
✅ কারো কোনো টপিক বুঝতে সমস্যা হলে অতিরিক্ত ক্লাস দেওয়া হবে
✅ আইসিটির যেকোনো প্রশ্নের জন্য WhatsApp সার্ভিস চালু থাকবে।
✅ প্রতিটি ক্লাসের পরে এমসিকিউ & সিকিউ পরীক্ষা নেওয়া হবে।
✅ পূর্ণাঙ্গ প্রিপারেশন এবং A+ পাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করানো হবে।

প্রিয় students ক্লাসগুলো আইসিটিতে A+ এর জন্য বেস্ট হবে ইনশাআল্লাহ। আজকেই ভর্তি হয়ে যাও।

Arun Kumar Roy
B.sc in Computer Science and Engineering
Bagabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University



#আইসিটিপ্রশ্ন #সংখ্যাপদ্ধতি #তথ্যপ্রযুক্তি
#আইসিটি #৩য়অধ্যায়

12/08/2023

Code of Armstrong Number .
like 153=1*1*1+5*5*5+3*3*3

20/07/2023

HTML input type
ProGram Seekers fellow more

22/05/2022

যারা সারাদিন পড়াশোনা করে তাদের জন্য।।।।

Want your school to be the top-listed School/college in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

HSC ICT Full Course: Online & Offlineএইচএসসি আইসিটি ফুল কোর্স এর ডিটেইলস :✅ প্রতিটি টপিকের শেষে মনে রাখার কৌশল✅ টপিক ভিত...
Me 2020
যারা সারাদিন পড়াশোনা করে তাদের জন্য

Category

Telephone

Website

Address


Rangpur
RANGPURCITY

Other Education in Rangpur (show all)
Cadet college admission Cadet college admission
Rangpur

The more you read the more you learn.

Zenith Admission Care Zenith Admission Care
Radhabollov
Rangpur

About English Language

Payel Sona Payel Sona
Rangpur, 5600

video creator

Mhs shohag Mhs shohag
Rangpur

Funny

H Sarkar Himu H Sarkar Himu
Lalmonirhath
Rangpur

H Sarkar Himu

Bangdob High School Bangdob High School
Rangpur

Here I will upload the classes.

Patgram online school Patgram online school
Rangpur, 5540

Greetings from Patgram Online School. We have taken this initiative to take the education system for

Bcs,Bank job And Other Govt job Preparation Bcs,Bank job And Other Govt job Preparation
Rangpur

If you have a dream to do something big, make the goal bigger

Rangpur City BD - রংপুর শহর Rangpur City BD - রংপুর শহর
Rangpur, 5402

This is Our Beautiful Rangpur City. Rangpur Division is one the Divisions in Bangladesh. It was form

Teaching mathe Teaching mathe
Kanthal Bari Road
Rangpur, 5620

B s c & M s c (Mathematics) kurigram at a teacher Hariram jameia dhakhil madrasa

Study Room Study Room
Nageshwari
Rangpur

no

Robiul's Biology Robiul's Biology
Rangpur, 5400

বেসিক গড়ার বিশ্বস্ত প্লাটফর্ম