Riaz Fans Club

09/06/2024

নায়কের কাছে নায়কের কৃতজ্ঞতা

রুপালি পর্দার জনপ্রিয় দুই মুখ অভিনেতা আমিন খান ও রিয়াজ। একসঙ্গে অভিনয় করেছেন কঠিন বাস্তব, লোভে পাপ পাপে মৃত্যু, জীবনের চেয়ে দামির মতো দর্শকপ্রিয় সিনেমায়। এবার আবারও জুটি হয়ে আসছেন তারা। তবে সিনেমায় নয় অন্যরকম এক প্রচারণায় দেখা যাবে তাদের।

ওয়ালটনের ননস্টপ মিলিয়নিয়ার অফারের একটি বিজ্ঞাপনে দুজনকে একসঙ্গে দেখা যাবে। যেখানে পাইলটের ভূমিকায় অভিনয় করবেন নায়ক রিয়াজ।

এমন একটি ক্যাম্পেইনে রিয়াজের যুক্ত হওয়া নিয়ে প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান বলেন, ‘ওয়ালটন সবসময় ব্যতিক্রম কিছু করে গ্রাহকদের কাছে ভালোবাসা পৌঁছে দিতে চায়। সেই ধারাবাহিকতা থেকেই রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যা আমাদের গ্রাহকদের এবং আমাদের আনন্দিত করেছে। বিজ্ঞাপনটির কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শিগগির এটি প্রচার করা হবে।’

বিজ্ঞাপনে রিয়াজকে ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যাবে। এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত এই নায়ক। তিনি বলেন, ‘শুরুতেই প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ। কৃতজ্ঞতা আমার দীর্ঘদিনের সহকর্মী নায়ক আমিন খানকে। কারণ আমি একসময় বিমানবাহিনীতে ছিলাম। কিন্তু দীর্ঘদিনের অভিনয় জীবনে আমাকে কেউ এ ইউনিফর্মটি পরায়নি। এরপর আমিন ভাই যখন বললেন, তোমাকে এ ইউনিফর্মটি পরতে হবে। তখন আমি বেশ রোমাঞ্চিত এবং উচ্ছ্বসিত হয়ে পড়ি। এরপর ইউনিফর্মটি পরার অনুভূতিটা কেমন হতে পারে—তা শুধু একজন পাইলট বলতে পারেন। এ ইউনিফর্ম গায়ে জড়ানোর মধ্যে একটা অন্যরকম ভালোলাগা, ভালোবাসার ব্যাপার আছে, কৃতজ্ঞতা বোধের ব্যাপার আছে। এ অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশের নয়।’

রুপালি পর্দার এই দুই নায়কই এখন অভিনয় থেকে রয়েছেন অনেকটাই দূরে। যার যার ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। তবে ভালো গল্প হলে দুজনেই আবার পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন বিভিন্ন সময়

25/04/2024

পর্দায় প্রথমবার একসঙ্গে প্রসেনজিৎ ও জিৎ

ভারতের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছেন প্রসেনজিৎ ও জিৎ। কিন্তু একসঙ্গে পর্দায় কখনো তাদের দেখা যায়নি। এবার সেই খরা ঘুচতে যাচ্ছে। ওটিটির জন্য নির্মিত একটি সিরিজে একসঙ্গে দেখা যাবে এ দুই অভিনেতাকে। জিতের জন্য এটা ওটিটি অভিষেকও বলা যেতে পারে।

প্রসেনজিৎ গত বছরই ওটিটিতে নাম লিখিয়েছেন। নীরজ পাণ্ডের একটি প্রজেক্টে দেখা যাবে এ দু’জনকে। বর্তমানে চলছে ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচন শেষেই শুরু হবে সিরিজটির শুটিং। এমন খবরই দিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, সিরিজের গল্পে কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। সিরিজে গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। থাকবেন শাশ্বত গার্গী রায় চৌধুরীও। এদিকে জিৎ বর্তমানে ‘বুমেরাং’ নামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী ৭ জুন এটি মুক্তি পাবে।

24/04/2024

আবারও ডন হয়ে আসছেন শাহরুখ খান
‘ডন ২’ সিনেমায় শাহরুখ খান।

বলিউড বাদশাহ শাহরুখ খান। বলিউডে তার আধিপত্য নিয়ে নতুন করে আর ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। ২০২৩ সালটি তার জন্য স্বপ্নের মতো কেটেছে। একে একে ২ সিনেমা ইতিহাস গড়ে আয় করেছে হাজার কোটি রুপির বেশি।

তবে ভক্তদের জন্য দুঃসংবাদও ছিল। যে তিনি আর ডন চরিত্রে অভিনয় করবেন না। এবার সুখবর দিলো ভারতীয় গণমাধ্যম কুইমুই। আবারও ডন হয়ে আসছেন তিনি।

আগেই ফারহান আখতারের ডন ফ্রাঞ্চাইজি থেকে নাম সরিয়ে নিয়েছেন শাহরুখ। ঘোষণা হয়ে গেছে নতুন ডনের নামও। তবে শাহরুখ আসছেন নির্মাতা সুজয় ঘোষের স্পাই থ্রিলার সিনেমা ‘দ্য কিং’- ডন হয়ে। ভারতীয় এই গণমাধ্যম এমনটাই নিশ্চিত করেছে। যেখানে বলা হয়, এই ডন আরও ভয়ংকর রুপ নিয়ে আসছেন।

এই সিনেমায় বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করা হবে ২০০ কোটি রুপি খরচ করে। এমন খবরে ইতোমধ্যেই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে।

এটি প্রযোজনা করছে পাঠান নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

30/03/2024

আসছে ‘পাঠান টু’র বড় চমক

গত বছর বলিউডের দর্শকপ্রিয় সেরা সিনেমা ছিল ‘পাঠান’। ওই সিনেমা দিয়ে ক্যারিয়ারে একেবারে জিরো থেকে হিরো হয়ে ওঠেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত বছরের মতো এবারও বড় ধামাকা নিয়ে আসছে এ সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল ‘পাঠান টু’।

চলতি বছরের শেষে বড় চমক দেখাবে বলিউডের নতুন সিনেমা ‘পাঠান টু’।
‘পাঠান’ সিনেমার সাফল্যের পর ‘ওয়ার ২’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’ আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। ভারতের যশরাজ ফিল্ম জানিয়েছে, এই সিক্যুয়েল ‘পাঠান টু’ তৈরিতে মনোযোগী তারা।

বলিউড সংবাদমাধ্যম পিংক ভিলার একটি প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছরের ডিসেম্বর থেকেই সিনেমাটির শুটিং শুরু করার চিন্তাভাবনা করছে যশ ফিল্মস।

এ সিনেমার আরও একটি বড় ধামাকা হলো গতবারের মতো এবারও মূল চরিত্রে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন থাকছেন কিন্তু পরিচালক সিদ্ধার্থ আনন্দ আর থাকছেন না।

বলিউডের অন্দর মহলের খবর সিদ্ধার্থ আনন্দকে বাদ দিয়ে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াই নতুন সিনেমাটি পরিচালনা করবেন।

তবে তার মানে এই নয়, যশরাজ ফিল্মসের সঙ্গে পরিচালক সিদ্ধার্থের দ্বন্দ্ব শুরু হয়েছে। জানা গেছে, এ প্রতিষ্ঠানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ। এরই মধ্যে তিনি প্রয়োজনীয় সব কাজ গুছিয়ে ফেলেছেন।

অন্যদিকে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা নিয়ে সিদ্ধার্থ ব্যস্ত থাকায় এ সিনেমার আগেই ‘পাঠান টু’ সিনেমার কাজ শেষ করার প্ল্যান করেছেন আদিত্য। তাই সিদ্ধার্থকে ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা সামলানোর দায়িত্ব দিয়ে নিজেই ‘পাঠান টু’ সিনেমার কাজ সামলাবেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জির স্বামী পরিচালক আদিত্য চোপড়া।

উল্লেখ্য, ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছর ২৫ জানুয়ারি। অর্জন করেছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল সিনেমা হওয়ার গৌরব। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৫৪০ কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।

25/03/2024

শাকিবের ‘তুফান’-এ কলকাতার যীশু

ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। ক’দিন আগেই সামনে এসেছে চলচ্চিত্রটিতে মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তীর যুক্ত হওয়ার খবর। এবার আরও এক চমক! সিনেমাটিতে ভিলেনের ভূমিকায় থাকছেন কলকাতার ‘আবহমান’খ্যাত অভিনেতা যীশু সেনগুপ্ত। তাঁকে দেখা যাবে ভিলেন চরিত্রে।

যদিও এই বিষয়ে নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইতিমধ্যে তুফানে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। শিগগিরই আসছে ঘোষণা।

বিগ বাজেটের এ সিনেমা প্রযোজনা করছে আলফা আই, এসভিএফ ও চরকি। গত ডিসেম্বরে এক জমকালো আয়োজনে আসে এর নির্মাণ-ঘোষণা। তখন শুধু শাকিবের নাম ঘোষণা করা হলেও জানানো হয়নি নায়িকার নাম। সম্প্রতি জানা যায়, এতে শাকিবের বিপরীতে থাকছেন দুই নায়িকা—নাবিল ও মিমি।

প্রসঙ্গত, টলিউডে ধারাববাহিক ও টেলিফিল্ম দিয়ে কাজ শুরু করেন যীশু। তাঁর ক্যারিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী। বলিউড থেকে দক্ষিণী ছবি—সর্বত্রই তাঁর জয়জয়কার।

অন্যদিকে, ক’দিন আগে দুবাইয়ের ঐতিহ্যবাহী বুর্জ খলিফায় দেখানো হয়েছে যীশুকে। তিনিই প্রথম কোনো বাঙালি অভিনেতা, যিনি এই সম্মান পেয়েছেন।

Photos from Riaz Fans Club's post 20/03/2024

‘উন্মাদ’ ভক্তদের ধাওয়া খেলেন বিজয়, তারপর যা ঘটল

থালাপতি বিজয়ইনস্টাগ্রাম
দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় তারকা থালাপতি বিজয়। পুরো ভারতেই দারুণ জনপ্রিয় এই অভিনেতা। নতুন সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম, গোট’-এর শুটিং করতে এখন কেরালায় অবস্থান করছেন তিনি। গতকাল সোমবার তাঁকে একনজর দেখতে বিমানবন্দরে ভিড় জমান হাজারো ভক্ত-অনুরাগীরা। কিন্তু প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখে মন শান্ত করতে পারেননি ভক্তরা। ছুটলেন তাঁর গাড়ির পেছনে।

হোটেল পর্যন্ত বিজয়ের গাড়িকে ‘ধাওয়া’ করে হাজারো জনতা। জনসমুদ্রে রূপ নেয় সড়ক। তাঁদের ঠেলাঠেলিতে ভেঙে যায় অভিনেতার গাড়ির কাচ।

থালাপতি বিজয়ইনস্টাগ্রাম থেকে
বিজয়কে দেখতে গিয়ে তাঁর কোটি টাকার গাড়ির ক্ষতি করে ফেলেছেন তাঁর ভক্তরা। এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

রাজনীতিতে থালাপতি বিজয়, গড়ছেন নিজের দল
রাজনীতিতে থালাপতি বিজয়, গড়ছেন নিজের দল
প্রায়ই এমন খ্যাতির বিড়ম্বনা পোহাতে হয় তারকাদের। নতুন সিনেমার শুটিংয়ের খাতিরে ১৪ বছর পর কেরালায় গিয়েছেন অভিনেতা। সে কারণে আগে থেকেই দর্শক-ভক্তদের বাড়তি উৎসাহ ছিল। কিন্তু বিজয়ের গাড়ির এমন দশা হবে, কে জানত। বিষয়টি আগে থেকে আঁচ করতে পারেননি বিজয়ের নিরাপত্তারক্ষীরাও।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই ঘটনায় কোনো আঘাত পাননি তামিল অভিনেতা। আগামী কয়েক সপ্তাহ শুটিংয়ের জন্য তিরুঅনন্তপুরমেই থাকবেন বিজয়। কয়েক মাসের মধ্যেই ভেঙ্কট প্রভু পরিচালিত ‘গোট’-এর শুটিং শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বিজয়। বলা হচ্ছে, বিজয়ের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ছবি হতে যাচ্ছে ‘গোট’। এরপর সিনেমা থেকে অবসরেও যেতে পারেন অভিনেতা।

সম্প্রতি সক্রিয় রাজনীতির সঙ্গেও জড়িয়েছেন বিজয় থালাপতি। খুলেছেন নতুন দল। সর্বশেষ গত বছর মুক্তিপ্রাপ্ত ব্যবসাসফল সিনেমা ‘লিও’তে দেখা গেছে অভিনেতাকে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বলিউড থেকে আরও পড়ুন
থালাপতি বিজয়অভিনয় শিল্পীদক্ষিণী সিনেমাদক্ষিণী সুপারস্টার

থালাপতি বিজয় নিয়ে আরও পড়ুন
গুঞ্জনই সত্যি হলো, সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা বিজয়ের
গুঞ্জনই সত্যি হলো, সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা বিজয়ের
রাজনীতিতে থালাপতি বিজয়, গড়ছেন নিজের দল
এই সপ্তাহে ওটিটিতে কী দেখবেন
আবার পর্দায় লোকেশ-জাদু
অভিনয় থেকে বিরতি নিয়ে কি রাজনীতিতে নামবেন এই দক্ষিণি তারকা

ভক্তদের কাছে তিনি ‘থালাপতি’, আসল নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর
হাতে রক্তাক্ত হাতুড়ি, পাশে হায়েনা, জন্মদিনে এমন ছবি কেন দিলেন বিজয়।

16/03/2024

শাহরুখ-সালমান-আমির এক সিনেমায় তিন খান!

বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান এক সিনেমায় এ যেন আকাশ-কুসুম কল্পনা। তবে এবার সত্যিই তিন খানকে একসঙ্গে পর্দায় দেখা যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ মার্চ) নিজের জন্মদিনেই এই বড় ইঙ্গিত দিলেন আমির খান। যে ছবির জন্য অনুরাগীরা এতদিন ধরে অপেক্ষায়, সেই ছবিই হয়তো এবার তৈরি হতে চলেছে। আর তার ইঙ্গিতটা দিলেন আমির নিজেই।

বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছে তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সালমানকে একসঙ্গে নিয়ে একটি সিনেমা তৈরি করার। কিন্তু কোনো পরিচালকই সাহস করছেন না এই ছবি নির্মাণের। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান।

জন্মদিনে ফেসবুক লাইভে এসে তিনি জানিয়ে দিলেন, তিন খান একসঙ্গে সিনেমাতে অভিনয় করতে আগ্রহী। তারাও দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন।

আমির আরও জানান, আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিত। আমরা যখন একসঙ্গে ছিলাম (শাহরুখ, সালমান এবং আমির) আমরাও ভাবছিলাম যে আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি ছবি করতে হবে। আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা ছবি বানানো যায়। আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথাতেও আছে। আমি আশা করি, ভালো স্ক্রিপ্ট পেলে তাতে ৩ জনই হ্যাঁ বলব।

এদিকে কদিন আগে তিন খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে। তার মাঝেই এবার এই তিন সুপারস্টারকে এক সিনেমায় দেখার জল্পনা।

15/03/2024

‘তুফান’ সিনেমায় শাকিব-মিমির সঙ্গে এপারের আরেকজন

‘তুফান’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা।
‘তুফান’ সিনেমা ঘোষণার তিন মাস পর জানা গেল, এপার বাংলা-ওপার বাংলার দুই অভিনেত্রীকে নিয়ে তরী ভাসাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

আনন্দবাজার লিখেছে, শাকিবের সঙ্গে প্রথমবারের মত জুটি বাঁধছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। আর তাদের সঙ্গে আছেন ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে খ্যাতি কুড়ানো অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

রায়হান রাফি পরিচালিক ‘তুফান’ যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই এবং চরকি।

গত বছরের ডিসেম্বরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা করা হলেও নায়িকার নাম বলা হয়নি। তবে কিছুদিন আগে মিমি ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ঢাকার তারকা অভিনেতার পাশে তাকে দেখা যেতে পারে।

শাকিবকে নিয়ে প্রথমবার নির্মাণে নামছে রাফি। তার ভাষ্য, “তুফান বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।”

শাকিব ও মিমি ব্যস্ত তারকা হলেও নাবিলা কাজ করেন হাতেগোণা। ২০১৬ সালে ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে নাম করা এই অভিনেত্রীকে ‘আগস্ট ১৯৭৫’ নামে রাজনৈতিক থ্রিলারেও দেখা যায়। এবার বিরতি ভেঙে আসছে তুফানে।

বড় পর্দায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা
আনন্দবাজারকে নাবিলা বলেন, “দীর্ঘ বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তন করছি বলে খুব ভালো লাগছে। আপাতত সিনেমার কাজে মন দিচ্ছি এবং দর্শকদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি।”

এর আগে একাধিক বার বাংলাদেশের সিনেমায় কাজ করার কথা থাকলেও হয়ে ওঠেনি মিমির।

‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষ করেছেন শাকিব ও তার টিম।
মঙ্গলবার ফেইসবুকে নিজের একটি ছবি পোস্ট করে শাকিব লিখেছেন, “রোজার ঈদে আসছে রাজকুমার’।

তবে ছবিটি এই সিনেমায় শাকিবের কোনো লুক কি না সে বিষয়ে কিছু বলেননি এই নায়ক।

‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন হলিউডি অভিনেত্রী কোর্টনি কোফি। পরিচালনা করেছেন ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ।

15/03/2024

বিশাল বাজেটের সিনেমার ঘোষণা দিলেন সালমান

বলিউড ভাইজান সালমান খান ঈদ উৎসবেকে রঙিন করে তোলেন। এবারও তেমনটাই জানিয়ে দিলেন এই সুপারস্টার। রমজানেই দিলেন নতুন ছবির ঘোষণা।
দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনার ছবিতে অভিনয় করবেন সালমান খান।

দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনার ছবিতে অভিনয় করবেন সালমান খান।

মঙ্গলবার (১২ মার্চ) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল নতুন ছবির ঘোষণা করলেন সালমান খান। তবে এ বার দক্ষিণী পরিচালকের উপর ভারসা রেখেছেন তিনি। দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় এই ছবিতে অভিনয় করবেন তিনি।

ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। সমাজমাধ্যমে সুখবর জানিয়ে সালমান লিখেছেন, ‘খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা প্রয়োজন।’

ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদের সময়। অভিনেতার এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, এখনও পর্যন্ত এটাই বছরের সব থেকে বড় ছবির ঘোষণা।

তবে সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সালমানকে দেখেছেন। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি কারোগি’ ও ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি। অন্য দিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়।

তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য মুরুগাদস এই প্রথম সালমানকে নিয়ে পরিচালনা করতে চলেছেন। তবে ছবির বিষয় নিয়ে আপাতত কোনও তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবিতে সালমান খানের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, অন্যকোনো তথ্য জানা না গেলেও জানা গেছে, সিনেমাটি অ্যাকশন থ্রিলার গল্পের হবে। ছবিটির শুটিং হবে নিজ দেশে। তাছাড়া পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে হওয়ারও কথা রয়েছে। ছবিটির নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে। যা সাজিদ নাদিয়াদওয়ালার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে।

গত বছর সালমান খানের তিনটি ছবি মুক্তি পায়। শাহরুখের সিনেমা ‘পাঠান’-এ ক্যামিয়ো চরিত্রে দর্শকদের মন জয় করে। কিন্তু তার পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি দর্শকদের নিরাশ করেছিল। বছর শেষে ‘টাইগার ৩’-এর মাধ্যমে ফের ঘুরে দাঁড়ান তিনি।

12/03/2024

শাহরুখের ‘পাঠান টু’ সিনেমার বাজেট কত টাকা?

বলিউড বাদশাহ শাহরুখ খান দীর্ঘ ৪ বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন। গত বছরের শুরুতে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা দেন কিং খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে দর্শকদের। বক্স অফিসেও ঝড় তুলে সিনেমাটি। সাফল্যের ধারাবাহিকতায় ‘পাঠান টু’ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। কিন্তু পরবর্তী সিক্যুয়েলের জন্য কত টাকা বাজেট নির্ধারণ করেছেন প্রযোজক আদিত্য চোপড়া?

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘পাঠান’ সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস ব্যয় করেছিল ২৫০ কোটি রুপি। কিন্তু ‘পাঠান টু’ নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছে ৩২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৩০ কোটি ৬১ লাখ টাকার বেশি)। অর্থাৎ ‘পাঠান’ সিনেমার সিক্যুয়েলের জন্য ৭৫ কোটি রুপি বাজেট বৃদ্ধি করেছেন প্রযোজক, যাতে করে নতুন পার্টটি অন্য স্তরে নিয়ে যেতে পারেন।

পিংকভিলারে তথ্য অনুসারে, প্রযোজক আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান টু’। গত বছরের শেষের দিকে আদিত্য চোপড়া ও তার টিম ‘পাঠান টু’ সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করে। চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা।

‘পাঠান টু’ সিনেমায় প্রথম পার্টের সব অভিনয়শিল্পী থাকবেন কিনা তা জানা যায়নি।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর।

ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পেয়েছিল ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেন আদিত্য চোপড়া। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১ হাজার কোটি রুপির বেশি।

06/03/2024

রাজামৌলির সিনেমার জন্য ১৬৪ কোটি টাকা ছাড়াও লভ্যাংশ নেবেন মহেশ!

রাজামৌলির সিনেমার জন্য ১৬৪ কোটি টাকা ছাড়াও লভ্যাংশ নেবেন মহেশ!
তেলেগু সিনেমার বরেণ্য নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। বিশ্বব্যাপী সিনেমাটির সাফল্যের পর নতুন মিশন হাতে নিয়েছেন তিনি। এ মিশনে তার সঙ্গী হয়েছেন মহেশ বাবু। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। এ সিনেমার জন্য তিন গুণ পারিশ্রমিক বাড়িয়েছেন এই অভিনেতা। এবার সিনেমার লভ্যাংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মহেশ।

সিয়াসাত ডটকম জানিয়েছে, রাজামৌলির সিনেমার জন্য মহেশ বাবু ১২৫ কোটি রুপি (১৬৪ কোটি ৭০ লাখ টাকার বেশি) পারিশ্রমিক চেয়েছেন। এখানেই শেষ নয়, বলিউড অভিনেতা শাহরুখ খান, সালমান খানদের মতো সিনেমার লভ্যাংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মহেশ বাবু। যদিও টাকার অঙ্কে এটি অনেক বড়। কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ সিনেমাটির বাজেট ও মহেশের জনপ্রিয়তাও এখানে বিবেচ্য বিষয়।

‘এসএসএমবি২৯’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। রাজামৌলি ও মহেশ বাবু আগামী দুই মাস ওয়ার্কশপ করবেন। সিনেমাটির বাজেট, লভ্যাংশ ভাগ, অভিনয়শিল্পীদের পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব পালন করছেন রাজামৌলি। এ নির্মাতা মোটা অঙ্কের পারিশ্রমিক এবং বড় অংশের লভ্যাংশ নেবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

তেলেগু৩৬০ ডটকমের তথ্য অনুসারে, চলতি মাসে বৈঠকে বসবেন মহেশ বাবু, রাজামৌলি এবং কেএল নারায়ণ। এ বৈঠকে বাজেট, পারিশ্রমিক, লভ্যাংশের ভাগাভাগি নিয়ে আলোচনা করবেন তারা।

‘এসএসএমবি২৯’ একটি আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার সিনেমা হতে যাচ্ছে। ১ হাজার কোটি রুপির বেশি বাজেটে নির্মিত হবে সিনেমাটি। ভারতের সবচেয়ে বেশি বাজেটে নির্মিত সিনেমার একটি হতে যাচ্ছে এটি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, এস এস রাজামৌলি তার পরবর্তী সিনেমায় ইন্দোনেশিয়ার টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী চেলসী ইসলানকে নেওয়ার কথা ভাবছেন। সিনেমাটিতে মহেশ বাবুর বিপরীতে চেলসীর অভিনয় করার কথা রয়েছে। ইন্দোনেশিয়ার জনপ্রিয় টিভি শো ‘টেটাঙ্গা মাসা গিতু’-তে অভিনয় করে অধিক খ্যাতি কুড়িয়েছেন তিনি।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এরই মধ্যে রাজামৌলি চেলসীর স্ক্রিন টেস্ট নিয়েছেন। তারপর থেকে জোর গুঞ্জন উড়ছে, সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চেলসী।’

এ-ও শোনা যাচ্ছে, সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন অভিনয় করবেন। আগামী সেপ্টেম্বরে সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়।

02/03/2024

সোনার চর ২০২৪ সালের আসন্ন একটি বাংলা ভাষার বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জাহিদ হাসান । প্রধান চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান, তার বিপরীতে অভিনয় করেছেন নবীন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা। সিনেমার বিশেষ দুই চরিত্রে মৌসুমী ও ওমর সানী।এটি ২০২৪ সালের ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

29/02/2024

তিন শব্দের ভয়েজ ওভারের জন্য ৫ কোটি নিলেন মহেশ বাবু
বলিউড ইন্ডাস্ট্রি তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না। তাই দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই থাকতে চান তিনি। বছর খানেক আগে প্রকাশ্যেই মনের কথা বলেছিলেন তেলুগু ছবির তারকা মহেশ বাবু। তেলুগু তারকার এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। অনেকেই পাল্টা তোপ দেগেছিলেন মহেশের বিরুদ্ধে। প্রশ্ন উঠেছিল, বলিউডে ‘উপযুক্ত’ পারিশ্রমিক না হয় পাবেন না, কিন্তু তেলুগু ছবি থেকেই বা কত টাকা আয় করেন মহেশ?

দক্ষিণী ইন্ডাস্ট্রির এই তারকা পারিশ্রমিকের দিক দিয়ে দেশের প্রথম সারির অভিনেতাদের মধ্যে রয়েছেন। সূত্রের খবর, প্রতি সিনেমা প্রতি মহেশ বাবু ৫০ কোটির কম পারিশ্রমিক নেন না। সিনেমায় অভিনয় করা ছাড়াও বেশ কিছু সংস্থার মুখ তিনি। ফলে সেখান থেকেও ভালো টাকা আসে অভিনেতার।

সম্প্রতি অনলাইন টাকা আদান-প্রদানকারী অ্যাপ ‘ফোন পে’-তে কণ্ঠ দিয়েছেন অভিনেতা। টাকা আদান-প্রদান হলেই বাজবে মহেশবাবুর কণ্ঠস্বর। এটা রেকর্ডিং করতে মহেশবাবু নিয়েছেন ৫ কোটি রুপি। এতে তিনি শুধু তিনটি শব্দ বলেছেন। ‘থ্যাঙ্ক ইউ, বস’। ফোন পে যারা ব্যবহার করেন, তারা ইতিমধ্যেই মহেশ বাবুর কণ্ঠে ধন্যবাদ শুনে ফেলেছেন। এই কাজের জন্য যে পারিশ্রমিক নিয়েছেন মহেশ বাবু সেটা প্রকাশ্যে আসার পর অনেকেই বুঝেছেন, কেন বলিউডের পারিশ্রমিক নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মহেশ বাবু।

27/02/2024

এবার স্পাই থ্রিলারে আলিয়া-শাহরুখ!!!!
আট বছর আগে হিন্দি সিনেমার তারকা অভিনেতা শাহরুখ খানের সঙ্গে নায়িকা আলিয়া ভাট যখন এক পর্দায় কাজ করেছিলেন, তখন তার কাজের বয়স মাত্র চার বছর। অন্যদিকে শাহরুখ প্রতিষ্ঠিত আরও দুই দশক আগেই। তবুও ‘ডিয়ার জিন্দেগি’ নামের সেই সিনেমায় শাহরুখের সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয়ে আলো ছড়িয়েছিলেন আজকের কাপুর পুত্রবধূ।

এরপর এই জুটিকে এক সিনেমায় আর দেখা যায়নি। দর্শকরা চেয়েছেন, নির্মাতারাও; কিন্তু হয়নি। এই সময়ের মধ্যে আলিয়া-শাহরুখ একসঙ্গে বিজ্ঞাপনের কাজ করলেও সিনেমায় আসেননি।

এবার স্পাই থ্রিলারে আলিয়া-শাহরুখ
অবশেষে তাদের এক সিনেমায় আনছেন নির্মাতা আদিত্য চোপড়া। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, স্পাই ইউনিভার্স তাদের আগামী সিনেমায় শাহরুখ-আলিয়ার যোগসূত্র তৈরি করতে চাইছে।

সিনেমার চিত্রনাট্যও প্রাথমিকভাবে তৈরি হয়েছে, যেখানে আলিয়াকে দেখানো হয়েছে শাহরুখের বাড়ির একজন আশ্রিতা হিসেবে।

২০১৬ সালে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় শাহরুখের রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া। মানসিক রোগ থেকে রক্ষা পেতে চিকিৎসক শাহরুখের পরামর্শ নিতে নিতে একপর্যায়ে তার প্রেমে পড়ে যান আলিয়া, যদিও শাহরুখের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।

সিনেমায় আলিয়া সেই অর্থে শাহরুখের নায়িকার চরিত্রে অভিনয় করেননি। বরং শাহরুখ-আলিয়ার অন্য রসায়ন পেয়েছে দর্শক।

আলিয়া কিছুদিন হল ‘জিগরা’র শুটিং শেষ করেছেন। এছাড়া তার হাতে আছে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি। এ সিনেমায় রাণবীর কাপুর এবং ভিকি কৌশল অভিনয় করেছেন।

এদিকে শাহরুখের নতুন কিছু কাজের খবর সংবাদমাধ্যমে এলেও, সেগুলোর মধ্যে কোনটি তিনি আগে শুরু করবেন, সে বিষয়ে জানা যায়নি।

24/02/2024

একসাথে একই ছবিতে শাকিব-মারুফ

এবারের ঈদে শাকিব খানের নতুন ছবির সাথেই ফাইট করবে কাজী মারুফের ‘গ্রীন কার্ড’ চলচ্চিত্রটি। এমনটাই বললেন চিত্রনায়ক ও প্রযোজক কাজী মারুফ। কাজী মারুফ বলেন, ‘আমি কখনো কারো ভয় বা অনুকম্পায় চলিনি, তাই সমানে সমানেই ফাইট করতে চাই। ঈদেই ছবিটি নিয়ে আসব। এখানে কারো সাথে বিরোধ নেই আমার। আমি চাই একটা সুস্থ প্রতিযোগিতার ভেতর দিয়েই ছবি মুক্তি দিতে।’

23/02/2024

ট্রেলারেই চমকে দিল ‘শয়তান’

মুক্তি পেল অজয় দেবগণ প্রযোজিত ও অভিনীত ‘শয়তান’ ছবির ট্রেলার। হাড় হিম করা এই ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

জয়াদের শুভকামনা জানালেন অজয় দেবগন
সাধারণ দর্শক থেকে সমালোচক—ছবিটির ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ।

কালো জাদু ও বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি।
বিকাশ বহেল পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবিতে অজয় ছাড়া আছেন আর মাধবন, জ্যোতিকা, জানকি বোধিওয়ালা প্রমুখ।

‘শয়তান’ ছবির ট্রেলার থেকে। ছবি : ভিডিও থেকে
‘শয়তান’ ছবির ট্রেলার থেকে। ছবি : ভিডিও থেকে
ট্রেলারের শুরুতে দেখা যায়, কাঁপা গলায় পুলিশকে ফোন করেছেন জ্যোতিকা। বলতে শোনা গেল, ‘ওই লোকটা আমার মেয়েকে মেরে ফেলবে, জানি না হঠাৎ করে আমাদের বাড়িতে ঢুকে সে কী করে দিয়েছে আমার মেয়ের ওপর।’ এরপর শুরু হয় ‘শয়তান’-এর হাত থেকে মেয়েকে বাঁচানোর লড়াই।

‘শয়তান’রূপী মাধবনের বশীকরণের হাত থেকে মেয়েকে কি বাঁচাতে পারবেন অজয়-জ্যোতিকা? এ প্রশ্নের উত্তর মিলবে আগামী ৮ মার্চ। সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

22/02/2024

পাঠান ২’-এর প্রস্তুতি শুরু, বছর শেষে ফের চমক দেবেন শাহরুখ!
'পাঠান ২'-এ কী কী সারপ্রাইজ থাকছে?

জল্পনা ছিল আগেই। তবে এবার সূত্র বলছে, চলতি বছরেই ‘পাঠান’ নিয়ে ফের চমক দিতে চলেছেন শাহরুখ খান ও আদিত্য চোপড়া। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘পাঠান’ ছবির সিক্যুয়েলের (Pathaan 2) চিত্রনাট্য ইতিমধ্যেই তৈরি। শোনা যাচ্ছে, বছর শেষেই নাকি শুটিং শুরু করে দেবেন পাঠান ২ টিম।

পাঠান ২ ছবিই হবে যশরাজ ব্যানারে তৈরি স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি। জানা গিয়েছে, ‘পাঠান ২’ তে দীপিকা পাড়ুকোন তো থাকছেনই, তবে দেখা যেতে পারে আলিয়া ভাটকেও। এমনকী, ইন্ডাস্ট্রি সূত্রে খবর, টাইগার-এর জোয়া অর্থাৎ ক্যাটরিনাকেও চিত্রনাট্যে জায়গা দেবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। তবে খলনায়কের চরিত্রে এবার আর জন আব্রাহম নন, বরং আরও বড় চমক দেবেন আদিত্য চোপড়া।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু করবেন শাহরুখ। গোটা দেশের বক্স অফিসে ৫৪০ কোটি টাকা রোজগার করে পাঠান। অন্যদিকে গোটা বিশ্বে পাঠান ছবির ঝুলিতে ১০০০ কোটি টাকা। সেই সাফল্যকে সঙ্গে নিয়েই এবার ‘পাঠান ২’ তৈরি করতে প্রস্তুত আদিত্য চোপড়া ও শাহরুখ খান।

21/02/2024

নিজের পুকুরে বড়শি দিয়ে মাছ মেরে ব্যস্ত সময় পার করছেন রাজপথের পরীক্ষিত নেতা ঢালিউড বাদশাহ রিয়াজ

17/02/2024

দেবের পর জিৎ, টলিপাড়ার চর্চিত প্রযোজক কি এ বার নতুন জুটির অপেক্ষায়?

দেবের সঙ্গে পর পর ছবি করেছেন। সূত্রের দাবি, এ বার অতনু-অভিজিৎ জুটির নজর জিতের দিকে।

এই মুহূর্তে টলিপাড়া থেকে শুরু করে রাজ্য রাজনীতিতে দেব চর্চায় রয়েছেন। শুক্রবার থেকে অভিনেতা ‘খাদান’-এর শুটিংও শুরু করেছেন। বড় দিনের প্রাক্কালে মুক্তি পেয়েছিল দেব অভিনীত ছবি ‘প্রধান’। অতনু রায়চৌধুরী প্রযোজিত এবং অভিজিৎ সেন পরিচালিত ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই সুপারহিট হয়েছে। এ দিকে অনুরাগীরা ত্রয়ীর নতুন ছবির ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

অতনু এর আগে আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন যে, দেবের সঙ্গে তাঁর নতুন ছবি নিয়ে কথাবার্তা চলছে। এমনকি, মিঠুন চক্রবর্তীর সঙ্গেও এই ছবি নিয়ে তিনি কথা বলতে পারেন। অতনু আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘মিঠুনদার শুটিং শেষ হলে তার পর না হয় ওঁর সঙ্গে কথা বলব। কিন্তু সবার আগে গল্প ঠিক করতে হবে। তার পর তো অভিনেতা নির্বাচন।’’ এই মুহূর্তে ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়ের জন্য মিঠুন কলকাতায় রয়েছেন। মাঝে হাসপাতালে ভর্তি থাকার সময় মিঠুনের সঙ্গে গিয়ে দেখা করেন অতনু। কিন্তু দেবকে নিয়ে যে চলতি বছরে তিনি ছবি নিয়ে আসবেন, সে কথাও নিশ্চিত করেছিলেন প্রযোজক।

ঈশ্বর ছাড়া কাউকে জবাব দেবেন না আদিত্য! এ বার মুখ খুললেন মার খাওয়া অনুরাগী

হয়তো অযোগ্য বলে এখনও পদ্মশ্রী পাইনি! কিন্তু কাজ কম করলেও দর্শক আমাকে মনে রাখবেন: দেবশ্রী
এ দিকে টলিপাড়ায় কান পাতলে অন্য খবর পাওয়া যাচ্ছে। অতনু নাকি জিতের সঙ্গে বৈঠক সেরেছেন। সূত্রের দাবি, একটি নতুন ছবির জন্য তার তরফে জিতের কাছে প্রস্তাব গিয়েছে। আবার বড়দিনের ছবিতে দেবের সঙ্গেই যে তিনি জিৎকে রাখতে চাইছেন, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষয়টি এখনও প্রাথমিক স্তরেই রয়েছে বলেই জানা যাচ্ছে। এ দিকে টলিপাড়ায় অন্য খবরও রটেছে। ‘প্রধান’-এর শুটিংয়ের সময় প্রযোজকের সঙ্গে দেবের সম্পর্কের অবনতির খবর ছড়িয়ে পড়ে। যদিও সে কথা দুই পক্ষই হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন নিন্দকদের একাংশের দাবি, সে জন্যই অন্য শিবিরে খুঁটি পুঁততে চাইছেন প্রযোজক এবং পরিচালক। আগামী দিনে জিতকে নিয়ে নতুন কোনও ছবির ঘোষণা অতনু-অভিজিৎ করেন কি না সে দিকে নজর থাকবে। পাশাপাশি, দেব না জিৎ, কোন সুপারস্টারের ছবিটি আগে ঘোষণা করা হয় সেটাও দেখার।

15/02/2024

এই ফেরাকে ‘কামব্যাক’ বলতে চাই না: শাবনূর
মহরত অনুষ্ঠানে শাবনূরের নতুন আরেকটি সিনেমা ‘এখনো ভালোবাসি’র ঘোষণাও এসেছে।
ঢাকাই সিনেমার নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূরের নতুন সিনেমা 'রঙ্গনা'র মহরতে এল আরেক নতুন সিনেমার ঘোষণা।

নয় বছর পর ‘রঙ্গনা’ দিয়ে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন তিনি, তবে এই ফেরাকে 'কামব্যাক' বলতে নারাজ শাবনূর।

তিনি বলেন, "এখানেই থেমে থাকব না। পরপর কাজ করব। চেষ্টা করব আরও কাজ করার। একটি কথা বলতে চাই, কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা সারাজীবন বেঁচে থাকে তার কাজের মাধ্যমে।"

তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের পরিচালনায় এবং এম এস ফিল্মসের ব্যানারে 'রঙ্গনা' সিনেমার মহরত হয় রাজধানীর ঢাকা ক্লাবে।

তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের পরিচালনায় এবং এম এস ফিল্মসের ব্যানারে 'রঙ্গনা' সিনেমা দিয়ে বিরতি ভাঙছেন শাবনূর।
তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের পরিচালনায় এবং এম এস ফিল্মসের ব্যানারে 'রঙ্গনা' সিনেমা দিয়ে বিরতি ভাঙছেন শাবনূর।
শনিবার এ অনুষ্ঠানে শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়। সেই সিনেমার নাম ‘এখনো ভালোবাসি’। এটি হতে যাচ্ছে আরাফাতের নির্মাণ ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র।

‘রঙ্গনা’ শেষ করেই ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন।

'রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলোর কথা লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। এরই মধ্যে গানগুলো রেকডিং হয়েছে।

'রঙ্গনা'র কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে, এখন চলছে সেই প্রস্তুতি।

এতদিন পর সিনেমায় ফেরা নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা আলোচনা হচ্ছে জানিয়ে শাবনূর বলেন, "অনেকে আমাকে বলেছেন, ‘তুমি এতদিন পর এসে কি করবে?’ সিনেমা ঘিরে অনেক তর্ক-বিতর্কও হয়েছে। শুরুতেই আরাফাতকে বলেছি, কর্ম করলে কেষ্ট মেলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত থাকবেই। এ নিয়েই চলতে হয়। মনোযোগ দিয়ে কাজটি করে নিজেকে প্রমাণ দিতে হবে।"

শাবনূরের 'রঙ্গনা' সিনেমার মহরত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে।
শাবনূরের 'রঙ্গনা' সিনেমার মহরত হয়েছে রাজধানীর ঢাকা ক্লাবে।
নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করতে 'ভালো লাগে' বলেও জানান শাবনূর।

"এখনকার নতুন নির্মাতারা অনেক ভালো করছেন। ‘রঙ্গনা’র গানটা শুনেই বলেছি, এখনই শুটিং শুরু করলে ভালো হতো। কাজে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না, তবে পর্দায় চমক দেখাব।"

‘রঙ্গনা’ সিনেমার জন্যই এবার দেশে এসেছেন জানিয়ে শাবনূর বলেন, " পরিচালক সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করছেন। ক্যামেরার সামনে আসতে আর বেশি দিন লাগবে না। শিগগিরই কাজটি করব। এখন ‘রঙ্গনা’র জন্য প্রস্তুতি নিচ্ছি।"

সিনেমার গল্প প্রসঙ্গে শাবনূর বলেন, "দশ বছর আগে আমাদের সিনেমার এক ধরনের দর্শক ছিল, এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে গল্পটি তৈরি হয়েছে। এখনকার দর্শক এ ধরনের গল্পই পছন্দ করে।"

নতুন করে ক্যারিয়ার গুছিয়ে নিতে শাবনূর গেল বছরের শেষ নাগাদ দেশে ফিরেছেন। সে সময় ফেইসবুকে জানিয়েছিলেন, সাত মাস আগে অস্ট্রেলিয়ায় থাকার সময় তার কাছে সিনেমার গল্প হাতে আসে। গল্প পড়ে কাজ হাতে নিতে রাজি হন তিনি।

‘রঙ্গনা’ শেষ করে শাবনূর ‘এখনো ভালোবাসি’ সিনেমার কাজে হাত দেবেন।
‘রঙ্গনা’ শেষ করে শাবনূর ‘এখনো ভালোবাসি’ সিনেমার কাজে হাত দেবেন।
এর মধ্যেই শোনা গিয়েছিল, নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় 'মাতাল হাওয়া' সিনেমা দিয়ে অভিনয়ের বিরতি ভাঙতে যাচ্ছেন শাবনূর। ওই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদের। তবে চয়নিকার সিনেমা নয়, শাবনূরের বিরতি ভাঙছে আরাফাত হোসাইনের 'রঙ্গনা' দিয়ে।

২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।

সিনেমা থেকে অনেক বছর দূরে সরে থাকা শাবনূর ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায় সিডনিতে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে মাঝে-মধ্যে দেশে ফিরেছেন, দুয়েকটি বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা গেছে। কিন্তু বড় পর্দায় শাবনূরকে এতদিন পায়নি দর্শক।

13/02/2024

বনশালির ছবিতে রামচরণ! দক্ষিণের ব্যবসা ধরতে নতুন ছক পরিচালকের?

‘বাহুবলি’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’ ছবির দারুণ সাফল্যের অল্প হলেও, দক্ষিণী সিনেমার চাপে বলিউড। দাক্ষিণাত্য়ের ব্যবসা টানতে নানারকম ফন্দি আঁটছেন বলিউডের তারকা, প্রযোজকরা। এই যেমন, দক্ষিণী পরিচালক অ্য়াটলি ও দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকে সঙ্গে নিয়ে বক্স অফিসে ব্লকবাস্টার দিলেন ‘জওয়ান’ শাহরুখ। আর এবার শোনা যাচ্ছে, বনশালির ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা রামচরণকে!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। আগেই খবরে ছিল সঞ্জয় লীলা বনশালি একটা প্যান ইন্ডিয়া ছবি তৈরি করতে চলেছেন। যেখানে নাকি দেখা যাবে গোটা দেশের সব ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের। সূত্র বলছে, এই প্যান ইন্ডিয়া ছবিতেই নাকি রাজপুত যোদ্ধার চরিত্রে দেখা যাবে রামচরণকে। তবে এই নিয়ে এখনও মুখ খুলতে চাননি রামচরণ।

বলিউড সূত্র থেকে পাওয়া আরও খবর অনুযায়ী, বনশালি এক মেগনাম ওপাসের চিত্রনাট্য লিখে ফেলেছেন। এই ছবিতে নাকি দেখা যাবে প্যান ইন্ডিয়ার অভিনেতাদের। অর্থাৎ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাটি, মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাকে নিয়ে এই ছবি করবেন বনশালি। শোনা যাচ্ছে, টলিউড থেকেও থাকতে পারেন বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী। তবে বলিপাড়ায় এই খবর শোনা গেলেও সঞ্জয়লীলা কিন্তু এ ব্যাপারে চুপ করেই রয়েছেন।

11/02/2024

কে হচ্ছেন শাবনূরের নায়ক?

দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন নন্দিত চিত্রনায়িকা শাবনূর। শনিবার (১০ ফেব্রুয়ারি) নতুন সিনেমা ‘রঙ্গনা’র মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। সিনেমাটিতে শাবনূরের বিপরীতে কাকে দেখা যাবে তা চমক হিসেবে রাখা হয়েছে। বলা হচ্ছে, টলিউডের জনপ্রিয় কোনো তারকাকে দেখা যাবে।

শাবনূরের নায়কের নাম প্রকাশ না করা হলেও বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সিনেমা পাড়ায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন, ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎকে দেখা যাবে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি নির্মাতা।

শাবনূর বলেন, ‘এ সিনেমার জন্য আমার দেশে আসা। অস্ট্রেলিয়া থাকাকালীন সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে এতটা মুগ্ধ করেছে যে, মন চায় এখনই সিনেমার কাজ শুরু করি।’

বাংলা সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা আরো বলেন, ‘এখন সিনেমাটির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। দর্শক যেভাবে চায় সেভাবেই আমি পর্দায় ফিরতে চাই। এজন্য একটু সময় নিচ্ছি।’

পরিচালক আরাফাত বলেন, ‘‘রঙ্গনা’ সিনেমা আমার সন্তানের মতো। সিনেমাটি দেশ, দশ এবং মানুষের হৃদয়ের রক্তক্ষরণের কথা বলবে। এ সিনেমা আপনাদের হতাশ করবে না ইনশাআল্লাহ।’’

‘কিছু লোক বাংলাদেশের সিনেমাপ্রেমী ও আমার প্রযোজককে নানারকম মিথ্যাচারে কনফিউজড করে তুলেছে। তাদের এসব আচরণ আমাকে দিন দিন আরো সাহসী করে তুলছে।’ বলেন আরাফাত।

এমএস মুভিজের ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। তিনি বলেন, ‘‘আমার বিশ্বাস ‘রঙ্গনা’ বাংলা সিনেমার দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন নারী যখন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলেন, তখন তার ওপর নানা বাধা আসে। এ সিনেমায় সেই চিত্র দেখা যাবে।’’

‘রঙ্গনা’ প্রযোজক জানান, বাংলাদেশ ও ভারতে সিনেমার শুটিং হবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে।

একই দিনে নতুন আরো এক সিনেমার নাম ঘোষণা করা হয়। প্রযোজনা সংস্থা এমএস ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ‘এখনো ভালবাসি’ শিরোনামে সিনেমা। এটিও পরিচালনা করবেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন।

Want your business to be the top-listed Media Company in Rangpur?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

রিয়াজ
https://youtube.com/channel/UCW-byzOVoWI5C6YR6Hxj43w

Address


Rangpur
5600

Other Film & Television Studios in Rangpur (show all)
Amh movie 71 Amh movie 71
Patgram
Rangpur, 2000

Parmalin Studio Parmalin Studio
Rangpur

Purmalin Studio is a English Movie,Comedy Videos,Horror Videos uploader. and Others Technology Rel

Sotto speech Sotto speech
Kodomtali
Rangpur, 5310

Entertainment

FF CR 50 FF CR 50
Rangpur, 5740

This page is for gifting some new posts. All in all, I hope you like this page and stay tuned. Thank you all for visiting my page.

⦇oxygen⦈ ⦇oxygen⦈
Narayongonj
Rangpur

সুস্থ জীবন যাপন করো এবং নিজের দেশকে ভালবাসতে শেখো। আমরা সবার তরে দেশের তরে।

Gaibandha live tv Gaibandha live tv
Rangpur

Wel come gaibandha live tv

Movie Clip Video Movie Clip Video
Park Mor
Rangpur, 5400

MOVIE PAKEG MOVIE PAKEG
Rangpur

Hey guys this movie house.You seen all the video and you get fun so like and follow this page.

Akash Films Akash Films
Rangpur

Welcome to my page please follow me

বিপ্লবী তিতুমীর - Biplobi Titumir বিপ্লবী তিতুমীর - Biplobi Titumir
Sundarganj Gaibandha
Rangpur, 5720

"তিতুমীর একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন অল্প সময়ের জন্য হলেও। "

𝐓𝐡𝐞 𝐇𝐨𝐥𝐥𝐲𝐰𝐨𝐫𝐥𝐝-𝐍𝐑 𝐓𝐡𝐞 𝐇𝐨𝐥𝐥𝐲𝐰𝐨𝐫𝐥𝐝-𝐍𝐑
Bhangamor, Nageswary, Kurigram
Rangpur, 5600

Welcome to my page��where people come to enjoy me.