N food BD

বিশুদ্ধতাই আপসহীন- প্রাকৃতিক কোমল ছোঁয়া- আস্থা রাখুন খাঁটিটাই পাবেন।

31/10/2022

আমাদের এই পেজটি সমস্যা হয়েছে দয়া করে নতুন পেজে ফলো করে সাথে থাকার অনুরোধ রইলো এবং অর্ডার করতে এই লিংকে ক্লিক করুন
https://www.facebook.com/tajafood

Taja Food Taja Food
বিশুদ্ধতায় আপোষহীন- প্রাকৃতিক কোমল ছোঁয়া

Photos from Taja food shop's post 21/10/2022

আল্লাহর নেয়ামত নিয়মিত মধু সেবন করুন, আল্লাহর রহমতে ভালো থাকুন।

প্রতিদিন সকালে কুসুম গরম পানির সাথে লেবুর রস ও মধু মিশ্রিত পানি পান করুন।

এতে উপকারিতা কি?

উপকারিতা হলো

*আপনার ওজন কমাতে সহায়তা করবে
*আপনার কিডনি কে পরিস্কার করতে সহায়তা করবে

এছাড়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা ও বাড়াবে।

তাই চেষ্টা করুন প্রতিদিন মধু সেবন করার অভ্যাস গড়ার।

লিচু ফুলের মধু অথবা প্রাকৃতিক চাকের মধু
সুন্দর বনের মধুর জন্য যোগাযোগ করতে পারেন।

ইন শা আল্লাহ শতভাগ ভালো ও নির্ভেজাল মধু পাবেন।

পেজঃ Taja Food

যোগাযোগ নাম্বার :
01911 28 35 35

03/06/2022
Photos from Taja food shop's post 30/05/2022

☘️🍀আলহামদুলিল্লাহ আমরা সুন্দরবনের চাষের খলিশা ফুলের মধু প্রথম কালেকশন থেকে সংরক্ষণ করেছিলাম প্রচুর মধু🍁
🌻এখন একটু দাম বেশি হয়েছে তার পরেও আমরা আগের দামে পাইকারি সেল করতেছি
🍃খুবই ভালো মানের পিওর খলিশা ফুলের মধু নিতে চাইলে Taja food এর ইনবক্সে আসেন।
01911 28 35 35

Photos from Taja food shop's post 20/05/2022

স্যাম্পল হিসেবে প্রথমত আপনি 5 কেজি করে নিয়ে দেখতে পারেন।
আশা করি Taja food এর প্রেমে পড়ে যাবেন

1📌সুন্দরবনের বক্সের খলিশা ফুলের মধু
2📌 সুন্দরবনের হাতে চাক ভাঙা খলিশা মধু
3📌লিচু ফুলের মধু
4📌সরিষা ফুলের মধু
5📌কালোজিরা ফুলের মধু

প্যাকেজটি সম্পন্ন নিলে কুরিয়ার সার্ভিস ফ্রী যোগাযোগ নাম্বার 01911 28 35 35

12/04/2022

বর্তমানে এখন লিচু ফুলের সিজন চলছে।

সংরক্ষণ করে রাখার সময়, সারাবছর বিক্রয় করতে পারবেন।
সর্বোচ্চ কম রেটে পাইকারি ও খুচরা দিব আমরা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন 01742 32 10 10

Photos from Taja food shop's post 09/04/2022

অবিশ্বাস্য দামে ১০০% খাটি মধু‼️
-------------------------------------------
Taja- মধু সমূহঃ-
১/মধু সুন্দরবন (মিক্স ফুলের)
২/মধু সুন্দরবন (খলিশা ফুলের)
৩/মধু প্রাকৃতিক চাকভাঙ্গা (মিক্স)
৪/মধু কালিজিরা ফুলের
৫/মধু সরিষা ফুলের
৬/ মধু লিচু ফুলের
৭/ তাজা-ঘি
--------------------------------------------
প্রিয় গ্রাহক কোন কারণে মধু আপনার পছন্দ নাহলে,
ফেরত দিতে পারবেন কোন রকম চার্য ছারাই।

🚛🚛 নূন্যতম এক কেজি মধু ক্রয়ে পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি🛵🛵

মধু! এ যেন এক অমৃতের নাম। পৃথিবীতে অমৃত কেউ খেয়েছিলো কি না, সেটা না জানা গেলেও মধু খায়নি এমন মানুষ খুজে পাওয়া দুস্কর। পৃথিবীতে অমৃতের স্বাদ বা চাহিদা মেটাতে মধুর কাছাকাছি বা বিকল্প বোধহয় আর কিছুই নেই। বাঙালি জীবনে এখনো স্বাদের তীব্রতা বোঝাতে বলা হয়, খেতে মধুর মত লাগছে। এখনো শিশুর জন্মের পর প্রথম মুখে মধু
দেয়া হয়।
আবহমান কাল ধরে মধুর ব্যবহার হচ্ছে বিভিন্ন ভাবে
তেমনি এর স্বাদে ও গন্ধেও আছে অভূতপূর্ব বৈচিত্র্য।
এক ফুলের মধু, অন্য ফুলের মধু থেকে সম্পূর্ণ আলাদা, স্বাদে গন্ধে বা রঙে।
মহান আল্লাহর অনেক অপুর্ব নিয়ামত এই মধু। মধুর মত এত বেশী ঔষধী গুণাগুণ বোধহয় আর কোন খাদ্যে নেই।
যেমনঃ-
▪️ফুসফুসের যাবতীয় রোগর জন্য মধু উপকারী।
এতে যে শর্করা থাকে, তা সহজেই হজমে সহায়তা করে।
▪️মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
▪️মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে।
▪️পুরুষদের মধ্যে যাঁদের যৌন দুর্বলতা আছে তাদের জন্য মধু মহা ঔষধ।
▪️মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়।
▪️মধু শরীরের রোগ প্রতিরোধশক্তি বাড়ায়।
▪️চিকিৎসাশাস্ত্রের অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদে ঔষধে মধুর যেন অপরিহার্য বস্তু।

এককথায় মধুতে আছে হাজার রোগের প্রতিষেধক এবং প্রতিকার।
কিন্তু মধুর কোন গুণ উপকার কিছুই পাওয়া যাবে না ভেজাল মধুতে।
শুধুমাত্র খাটি মধুতেই রয়েছে হাজার রকম উপকার প্রতিকার।
অনেক ভেজাল মধুর ভিড়ে একশত ভাগ খাটি মধুর নিশ্চিয়তা নিয়ে এলো গ্রামীণ শপ
শত ভাগ খাটি মধু ক্রয় করতে চলে আসুন আমাদের আউটলেট গুলোতে।
অথবা অর্ডার করুন আমাদের ইনবক্সে বা
আমাদের মোবাইলে📲01911 28 35 35

আপনার পাশে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান
☂️☂️☂️ ☂️☂️☂️

08/04/2022

🐝🐝🐝🐝রমজান স্পেশাল অফার🐝🐝🐝🐝

🌿 ইফতারিতে শরবতে চিনি কেন খাবেন?
🌿 এবারের ইফতারি হবে মধু মিশ্রত শরবত দিয়ে ইন শা আল্লাহ।

☘️ কারণ রমজানে দ্রব্য মূল্যের দাম বাড়লেও আমরা দিব একেবারে সাশ্রয়ী রেটে।

🌿 এখন চলছে বিভিন্ন ফুলের সিজন, তাই তো আমাদের কালেকশনে এসেছে -

🐝 সুন্দরবনের বিখ্যাত খলিশা ফুলের মধু, মধুর জগতে শারীরিক শক্তিতে অতুলনীয় এই মধু একেবারে টাটকা, ফ্রেশ এবং এ গ্রেডের মধু।
🌿 রমাজান অফার ২ কেজি মাত্র ১২০০/-

🐝 লিচু ফুলের মধু, অসাধারণ টেস্ট ও গ্লুকোজে ভরা এই মধু একেবারেই টাটকা কারণ এখন লিচু ফুলের সিজন।
🌿রমজান স্পেশাল ২ কেজি মাত্র ৭০০/-

🐝 সরিষা ফুলের মধু গ্লুকোজ ফ্রুক্টোজে ভরা এই মধু দিনশেষে দ্রুত এনার্জি দিতে অতুলনীয়।
🌿রমজান স্পেশাল ২ কেজি মাত্র ৬৫০/-

🐝কালোজিরা ফুলের মধু_একেবারেই টাটকা, ফ্রেশ এই মধু রোগ প্রতিরোধে অতুলনীয় কারণ কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ।
🌿রমজান স্পেশাল ২ কেজি মাত্র ১৪০০/-

🐝ধনিয়া ফুলের মধু_পেটের পীড়ার আরোগ্য অনন্য এই মধু একেবারেই টাটকা এবং ফ্রেশ
🌿রমজান স্পেশাল ২ কেজি মাত্র ১১০০/-

🐝মিশ্র ফুলের মধু (সব ফুলের মিশ্রণে স্পেশাল হানিকম্ব)
🌿রমজান স্পেশাল ২ কেজি মাত্র ১২৫০/-

🐝গাওয়া ঘি মাত্র ১১০০/- কেজি।

🌿আমাদের থেকে কেন নিবেন?
নিজেদের বিশ্বস্ত মৌয়াল ও খামার থেকে নিজ তত্ত্বাবধানে পিওরিটি ও কোয়ালিটি স্যাটিসফাই নিশ্চিত হয়েই কালেকশন করি, এজন্য পিওরিটি গ্যারান্টেড এবং কোয়ালিটি স্যাটিসফাই পাবেন। তাছাড়া হারাম খাবো না ভেজাল দিব না এ মূলনীতি নিয়েই আমাদের পথচলা।

🌿সুন্দরবনের মধু আর বরই ফুলের মধু ছাড়া সব খাঁটি মধু ঠান্ডায় মধুতে থাকা গ্লুকোজ ও ফ্রুক্টোজের তারতম্য অনুযায়ী জমাট বাঁধে, গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে অভারশিওর হয়ে কনফার্ম করুন আবেগে মধু কিনবেন না প্লিজ।

🌿যারা ব্যাবসা করেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, সরাসরি বা ইনবক্সে নক দিন।

🌿 মধু নিতে চাইলে কোন ফুলের মধু কতটুকু নিবেন সেটা স্পষ্ট করে মোবাইল নাম্বার সহ এড্রেস ম্যাসেজ করুন।

🌿 আপনার পাশে বিশ্বস্ত প্রতিষ্ঠান
💝💝💝 Taja food 💝💝💝
মোহাম্মদ বেলাল হোসাইন
সাতক্ষীরা সুন্দরবন
☎️01911 28 35 35

Photos from Taja food shop's post 08/04/2022

মধুর ১২টি আশ্চর্য উপকারিতা।
গ্রামীণ শপ

মধু কমবেশি সবারই প্রিয়। একে সর্বরোগের মহৌষধ বলা হয়ে থাকে। নিয়মিত মধু খেলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এর রয়েছে একাধিক রোগ নিরাময়ের ক্ষমতা। আর শীতে মধুর উপকারিতা বলে শেষ করা যাবে না। শরীরের উষ্ণতা বাড়াতে সহায়তা করে। আসুন দেখে নেয়া যাক মাত্র এক চামচ মধু কি কি অসাধারণ উপকারে লাগতে পারে আপনার।
১) মধু হিউম্যাকটেন্ট যৌগে সমৃদ্ধ। এই যৌগটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার কাজ করে এবং ত্বকের উপরিভাগের ইলাস্টিসিটি বজায় রাখে। হিউম্যাকটেন্ট যৌগটি ত্বককে নমনীয় করতেও সাহায্য করে। ফলে ত্বক থাকে দীর্ঘদিন বার্ধক্যের ছাপ মুক্ত। প্রতিদিন সকালে এক চামচ মধু রঙ চা কিংবা দুধের সাথে খেতে পারেন। সেই সাথে আপনার রোজকার ফেস প্যাকেও ব্যবহার করতে পারেন মাত্র এক চামচ মধু। মধু ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করে ও মুখের ত্বকে ভাঁজ পড়া রোধ করে।

২) মধু শরীরের ক্ষত, পোড়া ও কাটা জায়গার চিকিৎসায় ব্যবহার করা হয়। মধুতে মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ক্ষত, পোড়া ও কাটা জায়গায় ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিরোধ করে। কোথাও পুরে, কেটে গেলে ক্ষত স্থানে মধুর একটি পাতলা প্রলেপ দিয়ে দিন। ব্যথা কমবে ও দ্রুত নিরাময় হবে। মধুতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা ক্ষত পরিষ্কার হতে সাহায্য করে ও ব্যথা, ঘ্রাণ, পূঁজ ইত্যাদি হ্রাস করে দ্রুত ক্ষত নিরাময় করে।

৩) মধুতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ছত্রাক ও অন্যান্য কারনে ক্ষতিগ্রস্থ ত্বককে ঠিক করতে সাহায্য করে ও নতুন ত্বক গঠনে ভূমিকা রাখে। চর্মরোগ হলে নিয়মিত আক্রান্ত স্থানে মধু লাগান। এক চামচ মধুর সাথে অল্প পানি মিশিয়ে ব্যবহার করুন। ৪) মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টসমূহ যা সূর্যের অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে কাজ করে শরীরের চামড়াকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। অনেকটা প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে মধু। রোদে পোড়া ত্বককে স্বাভাবিক করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক চামচ মধুর সাথে পানি মিশিয়ে প্রতিদিন মুখে ফেস প্যাকের মতন লাগান। রোদে পোড়া জনিত কালো দাগ দূর হয়ে চেহারা হবে ঝলমলে।
৫) মধুতে বিদ্যমান গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং শর্করা শরীরে শক্তি সবরাহের কাজ করে। প্রতিদিন সকালে ১ চামচ মধু সারাদিনের জন্য দেহের পেশীর ক্লান্তি দূর করতে সহায়তা করে ও আপনাকে রাখে এনার্জিতে ভরপুর।
৬) প্রতিদিন ১ গ্লাস পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করলে মধুতে বিদ্যমান ক্যালসিয়াম রক্তে প্রবেশ করে। এবং রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় রাখে। এভাবে মধু রক্তস্বল্পতা রোগকে প্রতিরোধ করে।
৭) মধু ঠোঁটের ওপরের শুষ্ক ত্বক ও কালচে ভাব দূর করে ঠোঁটকে নরম ও গোলাপি করে তুলতে সহায়তা করে। রাতে ঘুমের পূর্বে নিয়মিত ঠোঁটে মধু লাগান। ঠোঁট হয়ে উঠবে নজর কাড়া সুন্দর।
৮) মধুর ভিটামিন বি১, বি২, বি৩, বি৫, বি৬, সি কপার , আয়োডিন ও জিংক দেহে এইচডিএল (ভালো) কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। ফলে মধু কোলেস্টেরল সংক্রান্ত রোগ থকে দেহকে মুক্ত রাখে। দিনে অন্তত এক চামচ মধু খেয়ে নিন,যেভাবে আপনার ভালো লাগে।
৯) সাইনাসের কিংবা শ্বাসপ্রশ্বাসের যে কোন সমস্যা থেকে মধুর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টসমূহ দেহকে মুক্ত রাখে। চা কিংবা উষ্ণ পানির সাথে মধু মিশিয়ে প্রতিদিন পান করলে উপকার পাওয়া যাবে।
১০) প্রতিদিন মধু খাওয়া হলে দেহের ইমিউন সিস্টেমের উন্নতি হয়। ফলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সহজে অসুখ বিসুখ ও জীবাণুর সংক্রমণ হয় না।
১১) মধু ওজন কমাতে সাহায্য করে। প্রতিদিন সকালে ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চামচ মধু মিশিয়ে পান করলে আমাদের হজম শক্তি বাড়ে ও ফলে খাবারের ক্যালোরি দ্রুত ক্ষয় হয়। এতে ওজন কমে যায়।

খুচরা ও পাইকারি নিতে যোগাযোগ করতে পারেন☎️01911 28 35 35

Photos from Taja food shop's post 07/04/2022

🌿প্রাকৃতিক উপাদানের মধ্যে অন্যতম ঔষধি গুন সম্পন্ন একটি খাবার মধু। মধুতে রয়েছে অনেক রোগের সেফা। প্রতিদিন মধু খাওয়ার অভ্যাস থাকলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যায়।
এজন্য চাই খাটি মধু।🌹

👉আমাদের কাছে পাবেনঃ
🔰সুন্দরবনের খলিশা ফুলের মধু
🐝প্রাকৃতিক মৌচাকের মধু
🐝কালোজিরা ফুলের মধু
🐝সরিষা ফুলের মধু
🐝লিচু ফুলের মধু
🛒তাজা ঘি

🚚আমরা সারা বাংলাদেশে ক্যাশঅন হোম ডেলিভারি দিয়ে থাকি।

👉অর্ডার কনফার্ম করতে চাইলে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন আমাদের হেল্পলাইন নাম্বারে। 01911 28 35 35

💝আপনার পাশে বিশ্বস্ত প্রতিষ্ঠান
@ Taja food shop

04/04/2022

যে কোন ফুলের মধু ও ঘি - খুচরা ও পাইকারী নিতে যোগাযোগ করতে পারেন 01911 65 21 21

Photos from Taja food shop's post 29/03/2022

শোক সংবাদ...

সাতক্ষীরা জেলার, শ্যামনগর থানাধীন, কাশিমাড়ি ইউনিয়ন এর গোদাড়া নিবাসী মোঃ আনছার শেখের বড় পুত্র মোঃ সোলাইমান শেখ ,সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে হিংস্র বাঘের আক্রমনে মৃত্যুবরণ করেছেন 😥

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

এ বছর সুন্দরবনের মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের অাক্রমনে মৃত্যুর ১ম ঘটনা এটি।

অাল্লাহ মৌয়াল ভাইদের হেফাজত করুন এই দোয়া করি।

Photos from Taja food shop's post 28/03/2022

🌿বিভিন্ন ফুলের মধু ও তাজা ঘি = সর্বনিম্ন রেটে খুচরা ও পাইকারি নিতে🌼
🥀 ইনবক্সে আসতে পারেন
অথবা ফোন করতে পারেন 🎁01911652121

02/01/2020

*মধুর উপকারিতা:
১. মধু শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়।
২. মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৩. মধু রোগ নিরাময়, শক্তিবর্ধক,
আনন্দদায়ক।
৪. মধু ক্ষুধা বাড়ায় এবং পরিপাক সহজ
করে।
৫. স্নায়ুবিক দুর্বলতা এবংঅবসাদে মধু
অত্যন্ত উপকারী।
৬. মধু হার্টকে শক্তিশালী করে।
৭. শিশুদের শারীরিক গঠন ও বৃদ্ধিতে মধু
উপকারী।
৮. মধু সর্দি ও কাশি প্রশমন করে।
৯. নিয়মিত মধুপান সুস্থ, সবল ও দীর্ঘায়ু লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুন্দরবন থেকে সংগ্রহকৃত খাটি মধু
পেতে কল করুন-
01742321010

Photos from Taja food shop's post 02/01/2020

মানব দেহে মধুর উপকারীতা সবারই কম বেশি জানা আছে। তাই নানা প্রয়োজনে একটুখানি খাঁটি মধুর খোঁজ অনেকেরই করতে হয়। সব মধুর চেহারা একই রকম হওয়ায় বোঝা দায় কোনটি আসল, কোনটি নকল। খাটি মধু চেনার উপায় জানতে হলে আপনার কিছু কৌশল জানা থাকলে, এক মিনিটেই চিনে নিতে পারবেন আসল মধুটি।

১. এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ মধু দিন। তারপর আস্তে আস্তে গ্লাসটি নাড়া দিন। মধু পানির সঙ্গে মিশে গেলে নিশ্চিত হবেন সেটা ভেজাল মধু। আর মধু যদি ছোট পিণ্ডের মতো গ্লাসের পানিতে ছড়িয়ে যায়, তাহলে বুঝবেন সেটা খাঁটি মধু।

২. মধুর আসল-নকল নির্ধারণ করতে এক টুকরো কাগজে অল্প একটু মধু লাগিয়ে নিন। এবার যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন। তারপর অপেক্ষা করতে থাকুন। মধুতে যদি পিঁপড়া ধরে তাহলে বুঝে নেবেন আপনার কেনা মধুতে ভেজাল আছে।

৩. পরিস্কার সাদা কাপড়ে অল্প একটু মধু লাগিয়ে শুকিয়ে নিন। একটু পর কাপড়টি ধুয়ে ফেলুন। কাপড়ে দাগ থেকে গেলে বুঝতে হবে এই মধু নকল। আর কাপড়ে দাগ না থাকলে সেটা খাঁটি মধু।

এছাড়াও একটু সময় নিয়ে যদি যাচাই করতে চান আপনার কেনা মধুটি আসল না নকল তাহলে,

৪. মধু ডিপ ফ্রিজে রেখে দিন। ভেজাল মধু হলে এটা জমে যাবে।

Photos from Taja food shop's post 02/01/2020

শীতে মধু শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে । কিন্তু ভেজাল মধুতে উপকার তো হয় না বরই ক্ষতির সম্ভাবনা অনেক অনেক বেশি। যারা খাটি মধু খুজছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি শতভাগ খাটি মধু।
# # # সাতক্ষীরা নীল ডুমুর সুন্দরবন এলাকা থেকে আমার টিম মধু পৌঁছে দেই আপনার হাতে ২৪ ঘণ্টার মধ্যে কুরিয়ারে দেশের সব প্রান্তে।

#মধু কেন খাবেন?
মধু আল্লাহের দান অতি সুস্বাদু নেয়ামত। শীতে শরীর উষ্ণ রাখতে মধুর বিকল্প নেই।
#মধু ও কালোজিরার তেলের উপকারিতা- #ঠান্ডা-কাশি, #গ্যাস্টিক-আলছার, #যৌন সমস্যা দূর করণে, #রক্তশূন্যতা ও #কোষ্ঠকাঠিন্য দূর করণে, #পুরনো আমাশয় এবং #পেটের পীড়া নিরাময়ে, #ওজন স্বাভাবিক রাখা, #ত্বকের উজ্জলতা বাড়ানো, #শিশুদের স্মরণ শক্তি বাড়ানো , #ক্লান্তি দূর-করণ ইত্যাদি কাজে #মধু কার্যকরি ভূমিকা রাখে।
# #যৌন উদ্দীপনা বাড়ায় মধু ।
মধুর স্বাস্থ্যগত উপকারিতা সবারই জানা। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল।

🔴 এক কেজি মিক্সড ফুলের মধু ৮৫০/- টাকা।
🔴 লিচু ফুলের মধু ৬০০/- টাকা।
🔴 সরিষা ফুলের মধু ৫০০/- টাকা।
🔴 খলিসা ফুলের মধু ৮৫০/- টাকা।
🔴 সুন্দরবনের মধু ৮৫০/- টাকা।

ঘরে বসে পন্যটি পেতে...

⬛ ইনবক্সে অর্ডার করুনঃ

https://www.facebook.com/modhukinben

◼সারাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রডাক্ট পাঠানো হয়
◼কুরিয়ার চার্জ ৪০-১২০৳ পর্যন্ত হতে পারে
◼এডভান্স পেমেন্ট প্রযোজ্য
◼সরাসরি পেতে চলে আসুন আমাদের আউটলেটে।
আমাদের ঠিকানঃ নিল ডুমুর বিজিবি ক্যাম্প বাজার, শ্যামনগর, সাতক্ষীরা।
◼হেল্পলাইনঃ 📞📞 ০১৭৪২৩২১০১০ 📞📞 (দোকান)

30/12/2019

শীতে মধু শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে । কিন্তু ভেজাল মধুতে উপকার তো হয় না বরই ক্ষতির সম্ভাবনা অনেক অনেক বেশি। যারা খাটি মধু খুজছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি শতভাগ খাটি মধু।
# # # সাতক্ষীরা নীল ডুমুর সুন্দরবন এলাকা থেকে আমার টিম মধু পৌঁছে দেই আপনার হাতে ২৪ ঘণ্টার মধ্যে কুরিয়ারে দেশের সব প্রান্তে।

#মধু কেন খাবেন?
মধু আল্লাহের দান অতি সুস্বাদু নেয়ামত। শীতে শরীর উষ্ণ রাখতে মধুর বিকল্প নেই।
#মধু ও কালোজিরার তেলের উপকারিতা- #ঠান্ডা-কাশি, #গ্যাস্টিক-আলছার, #যৌন সমস্যা দূর করণে, #রক্তশূন্যতা ও #কোষ্ঠকাঠিন্য দূর করণে, #পুরনো আমাশয় এবং #পেটের পীড়া নিরাময়ে, #ওজন স্বাভাবিক রাখা, #ত্বকের উজ্জলতা বাড়ানো, #শিশুদের স্মরণ শক্তি বাড়ানো , #ক্লান্তি দূর-করণ ইত্যাদি কাজে #মধু কার্যকরি ভূমিকা রাখে।
# #যৌন উদ্দীপনা বাড়ায় মধু ।
মধুর স্বাস্থ্যগত উপকারিতা সবারই জানা। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল।

🔴 এক কেজি মিক্সড ফুলের মধু ৮৫০/- টাকা।
🔴 লিচু ফুলের মধু ৬০০/- টাকা।
🔴 সরিষা ফুলের মধু ৫০০/- টাকা।
🔴 খলিসা ফুলের মধু ৮৫০/- টাকা।
🔴 সুন্দরবনের মধু ৮৫০/- টাকা।

ঘরে বসে পন্যটি পেতে...

⬛ ইনবক্সে অর্ডার করুনঃ

https://www.facebook.com/modhukinben

◼সারাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রডাক্ট পাঠানো হয়
◼কুরিয়ার চার্জ ৪০-১২০৳ পর্যন্ত হতে পারে
◼এডভান্স পেমেন্ট প্রযোজ্য
◼সরাসরি পেতে চলে আসুন আমাদের আউটলেটে।
আমাদের ঠিকানঃ নিল ডুমুর বিজিবি ক্যাম্প বাজার, শ্যামনগর, সাতক্ষীরা।
◼হেল্পলাইনঃ 📞📞 ০১৭৪২৩২১০১০ 📞📞 (দোকান)

Want your business to be the top-listed Grocery Store in Satkhira?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কালোজিরার তেল

Telephone

Website

Address


Satkhira
9440

Other Health Food Shops in Satkhira (show all)
Retail satkhira modhu vandar Retail satkhira modhu vandar
SATKHIRA SADAR
Satkhira, 9400

SATKHIRA MODHU VANDAR ✅ RETAIL SATKHIRA MODHU VANDAR দুটি একই প্রতিষ্ঠান। SATKHIRA MODHU VANDAR পাইকারি সেবা দেয়। Retail Satkhira Modhu Vandar খুচরা সেবা দেয়। সেবা ভিন্ন। আল্লাহ ...

মৌচাক শপ মৌচাক শপ
Satkhira, 9400

ভেজাল নয়, হালাল উপার্জনে বিশ্বাসী 100% ভেজালমুক্ত হালাল পণ্য সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান

রুবি'স পাঁচমিশেলি- Ruby's Panchmisheli রুবি'স পাঁচমিশেলি- Ruby's Panchmisheli
Amoraboty, Beside Academy Mosque, Munjitpur
Satkhira

রুবি'স পাঁচমিশেলি নিয়ে আসলো আপনাদের জ?

Honey মধু Honey মধু
Satkhira

The goal of RS Honey - আর এস মধু is to The deliver quality products to the buyers with

Nur's Honey Shop Online Nur's Honey Shop Online
Satkhira Khulna
Satkhira, 9455

এখানে সুন্দরবনের খলিশা ফুলের মধুসহ বরই লিচু কালোজিরা সমস্থ ফুলের মধু পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যায়

Sundorbon Organic Foods Sundorbon Organic Foods
Mehedibagh, Rasulpur, Satkhira
Satkhira, 9400

🌿SundorBan PuRe Honey directly collects Sundarbans honey and organic food brands. Its job is to p

Trusted Products of Satkhira Trusted Products of Satkhira
Satkhira, 9400

Trusted Products of Satkhira, চাল কুমড়ার বড়ি,মাসকলাই ডা?

Natural Food’s Natural Food’s
Satkhira, 9400

Natural Honey and Ghee

MD Muzahidul Islam. MD Muzahidul Islam.
Satkhira
Satkhira

�রাসুল (সা.) বলেছেন :� �তোমরা কোরআন ও মধু দিয়ে� �ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে।�

Honey Bee Boy Honey Bee Boy
Police Line Main Gate, Rosulpur
Satkhira, 9400

ভেজালের ভিড়ে খাঁটি পণ্যের নিশ্চয়তা। ⚜️ ৪ বছরে গ্রাহকের আস্থা। 01798446815 🌐 honeybeeboy.com

Mufid Shop "মুফিদ শপ" Mufid Shop "মুফিদ শপ"
Sirajpur, Bhurulia, Shyamnagar
Satkhira, 743273

Welcome to Mufid Shop. This is a trusted online shop for all kinds of dry fruits. We believe in quali