Honey Bee Boy
ভেজালের ভিড়ে খাঁটি পণ্যের নিশ্চয়তা।
⚜️ ৪ বছরে গ্রাহকের আস্থা। 01798446815
🌐 honeybeeboy.com
আমাদের পন্যসমুহ -
১. কালোজিরা ফুলের মধু
২. সুন্দরবনের খলিশা ফুলের মধু
৩. মিশ্র ফুলের মধু (কালোজিরা+খলিশা+লিচু+সরিষা ফুলের মিশ্র মধু)
৪. লিচু ফুলের মধু
৫. সরিষা ফুলের মধু
৬. এলাকার প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু
৮. তেঁতুল কাঠের ঘানিতে ভাঙ্গান দেশি সরিষার তেল
১০. তেঁতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো নারিকেল তেল
১১. কালোজিরার তেল
১২. সাতক্ষীরার বিখ্যাত ঘি
১০০% দেশি সরিষার স্পেলার মেশিনের তেলের উপর চলছে অভাবনীয় ডিস্কাউন্ট সহ ফ্রী ডেলিভারি সুবিধা।
পুরুষ মানুষের জীবনে সুখ বলতে কোন শব্দ নেই, থাকবেও না।পুরুষ তার জীবন পরিবারের জন্য উঃসর্গ করে।
কড়া,জলের ঘি
যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন
০১৭৯৮৪৪৫৮৬৫
এটা কি বলেন তো- আপনি ভাবছেন কি মিনারেল ওয়াটার, এটা মিনারেল ওয়াটার নয়
সঠিক উত্তর দাতার জন্য পুরস্কার থাকতে পারে
❤️ *ঈদের দিনের সুন্নতসমূহ*
১. মিসওয়াকসহ অযু করে উত্তমরূপে গোসল করা।
২. নিজের উত্তম কাপড় পরা। ইবনে উমর রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম দুই ঈদে উত্তম কাপড় পরতেন।
৩. সুগন্ধি ব্যবহার করা।
৪. কুরবানীর ঈদে নামাযের আগে কিছু না খাওয়া মুস্তাহাব। কোনো কোনো ফকীহের মতে, যে কুরবানী করবে না তার জন্যও ঈদের নামাযের আগে খানা থেকে বিরত থাকা মুস্তাহাব। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে কিছু না খেয়ে নামাযের জন্য বের হতেন না, আর কুরবানীর ঈদে নামাযের আগে কিছু খেতেন না। জামে তিরমিযী ১/৭১, হাদীস ৫৪২;
শাবী রাহ. বলেন, সুন্নত হল, ঈদুল ফিতরের দিন নামাযে যাওয়ার আগে খাওয়া আর ঈদুল আযহার দিন নামায পর্যন্ত খাবারকে বিলম্বিত করা। মুসান্নাফে ইবনে আবী শাইবা ৫৬৩৭
হযরত বুরাইদা রা. বলেন,
أن النبي صلى الله عليه وسلم كان لا يخرج يوم الفطر حتى يطعم وكان لا يأكل يوم النَّحْرِ شيأ حتى يرجع، فيأكل من أضحيته.
*নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের জন্য না খেয়ে বের হতেন না। আর ঈদুল আযহাতে নামাযের থেকে ফিরে আসা পর্যন্ত কিছু খেতেন না। এরপর প্রথমে কুরবানীর গোস্ত খেতেন*। মুসনাদে আহমদ, হাদীস ২২৯৮; সুনানে দারাকুতনী ১/৪৫, হাদীস ১৭১৫; মেরকাত ৩/৪৯২; মাআরিফুস সুনান ৪/৪৫১; শরহে মুনয়া ৫৬৬; রদ্দুল মুহতার ২/১৭৬; ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২১১; বাদায়েউস সানায়ে ১/৬২৪
৫. ওযর না থাকলে ঈদগাহে নামায পড়া। আবু সাঈদ রা. বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং আযহাতে ইদগাহে যেতেন। সহীহ বুখারী ১/১৩১
৬. রাস্তায় উচ্চস্বরে তাকবীরে তাশরীক পড়া।
৭. সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। সহীহ বুখারী, হাদীস ৯৮৬
৮. ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে বলব...
জুবায়ের ইবনে নুফাইর রাহ. বলেন-
كَانَ أَصْحَابُ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا الْتَقَوْا يَوْمَ الْعِيدِ يَقُولُ بَعْضُهُمْ لِبَعْضٍ تَقَبّلَ اللّهُ مِنّا وَمِنْكَ.
সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর সাক্ষাৎ হলে বলতেন-
تَقَبّلَ اللهُ مِنّا وَمِنْكَ.
*আল্লাহ কবুল করুন আমাদের পক্ষ হতে ও আপনার পক্ষ হতে*। -ফাতহুল বারী ২/৫১৭
*মাসআলা:* ঈদের নামাযের পূর্বে কোথাও কোনো ধরনের নফল নামায না পড়া এবং নামাযের পর ঈদগাহেও না পড়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দুই রাকাত নামায পড়েছেন, কিন্তু এর আগে বা পরে কোনো নামায পড়েননি। সহীহ বুখারী, হাদীস ৯৬৪
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى
*'তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অন্যকে সাহায্য-সহযোগিতা কর*।' (সুরা মায়েদা : আয়াত ২)
বিপদ আপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আমল।
হুযায়ফাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন,
কোন সম্পর্কে নাবী (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে চিন্তিত করে তুললে তিনি নাফল্ সলাত আদায় করতে দাঁড়িয়ে যেতেন।
মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৩২৫
আপনি কি জানেন-
-ইমাম আবু হানিফা রহঃ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
-ইমাম কুদুরি রহঃ হাঁড়ি পাতিলের ব্যবসায়ি ছিলেন, -আশরাফ আলী থানবী রহঃ তেলের ব্যবসা করতেন।
নবীগণ অর্থ উপার্জনের জন্য কি কাজ করতেন।
-হযরত আদম (আ.) কৃষি কাজ করেছেন। তিনি আটা পিরেষছেন ও রুঠি বানিয়েছেন।
-হযরত ইদ্রিস (আ.) লেখার কাজ এবং দর্জির কাজ করেছেন।
-হজরত নুহ (আ.) গাছ ফেড়ে নৌকা তৈরি করেছেন। অর্থাৎ তিনি মিস্ত্রির কাজ করেছেন।
-হযরত হুদ (আ.) ও হযরত সালেহ (আ.) ব্যবসা-বাণিজ্য করতেন।
-হযরত জুলকারনাইন যিনি বহুত বড় বাদশা ছিলেন। অনেকের মতে তিনি নবী ছিলেন। তিনি জাম্বিল বুনন করতেন। এই উদ্দেশ্যে তিনি ডালা, টুকরি, ধামা প্রভৃতির তৈরি করেছেন।
-হযরত ইব্রাহিম (আ.) কৃষি কাজ এবং রাজমিস্ত্রি কাজ করেছেন, তিনি নিজ হাতে খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছেন।
-হযরত লুত (আ.) চাষাবাদের কাজ করেছেন।
হযরত ইসমাইল (আ.) শিকার করেছেন।
-হযরত ঈসা (আ.), হযরত ইয়াকুব এবং তাহার বংশধরগণ ছাগল পালন করতেন, এবং ছাগলের বাচ্চা বিক্রি করতেন।
-হযরত ইউসুফ (আ.) দুর্ভিক্ষের সময় খাদ্যশস্যের ব্যবসা করেছেন।
-হযরত আইয়ুব (আ.) বকরি পালন করতেন, তিনি কৃষি কাজ করেছেন।
-হযরত শোয়াইব এর বাড়িতে বকরি পালন করা হত। -হযরত মুসা কয়েক বৎসর পর্যন্ত তার বাড়ি থেকে বকরি চড়াইছেন এবং বিবাহের মোহর হিসেবে ছিল বকরি চড়ানো।
-হযরত হারুন (আ.) ব্যবসা-বাণিজ্য করতেন,
-হযরত ঈসা (আ.) ক্ষেত খামারে কৃষি কাজ করেছেন।
-হযরত দাউদ (আ.) যুদ্ধের জন্য লৌহবর্ম তৈরি করতেন, অর্থাৎ কামারের কাজ করে লৌহ শিল্প প্রতিষ্ঠা করেছেন।
-হযরত লোকমান (আ.) বিজ্ঞানের সুবিখ্যাত বড় বৈজ্ঞানিক ছিলেন, বকরিও চড়াতেন।
-হযরত সুলাইমান (আ.) জাম্বিল বুনাতেন, এবং তিনি বাদশা ছিলেন।
-হযরত যাকারিয়া (আ.) কাঠমিস্ত্রির কাজ করতেন।
সকল নবী রাসুল এবং আখেরী নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.) এর বকরি চরানোর কথা কিতাবে বর্ণিত আছে, এবং তিনি ব্যবসা-বানিজ্য করেছেন।
কিন্তু তাদের জীবনধারণ বকরি চরানোর উপর নির্ভর করত না, তবুও এই কাজ তারা করেছেন। উক্ত কাজে তারা দূষণীয় মনে করতেন না।
তাছাড়া যে সকল বড় বড় ইমামগণের লিখিত কিতাব এর মাসআলা হতে শরিয়তের আইন এর সনদ সংগ্রহ করা হয়ে থাকে, সেই সকল ইমামগণও কেউ কাপড় বুনন করতেন, কেউ চামড়ার কাজ করতেন, কেউ মিঠাই বানাতেন ইত্যাদি।
সুতরাং আমাদের কায়িক পরিশ্রম করে উপার্জন করা উচিত।
copy post
বিশ্বে মেট্রলজি দিবস ২০২৪, বিএসটিআই খুললা
প্রধান অতিথি হিসেবে ছিলেন
মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ, বিভাগীয় কমিশনার, খুলনা
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,
জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পিপিএম (বার)পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা
😭😭ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😭😭
হেলিকপ্টার দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন, মুসলিম বিশ্বের অন্যতম একজন অভিভাবক ইবরাহীম রাইসি।😭😭😭😭
এই গরমে কেউ পানি বলে ভুল করবেন না, দেখলেই খেতে ইচ্ছা করে তাই না! তবে এটা পানি না এটা ভার্জিন গ্রেডের নারিকেল তেল।
জি হ্যাঁ, যেটা দেখছেন সেটা সুন্দরবনের চাক, সুন্দরবনের গহীন থেকে Honey Bee Boy টিম মধু সংগ্রহের কাজ করছে।
উকৃষ্ঠ মানের খাঁটি সুন্দরবনের অর্গানিক মধু টাই আপনাদের হাতে পৌঁছায়ে দিতে নিরালস পরিশ্রম করে যাচ্ছি।
সাদা শুভ্র ভার্জিন গ্রেডের নারিকেল তেল। যা আপনি ও আপনার সন্তান খালি খেতে পারবেন।
যারা সুন্দরবনের মধু পাইকারী চেয়েছিলেন দয়া করে রিমাইন্ডার দিবেন। খুবই অল্প পরিমাণ পেয়েছি প্রথম চালানের মধু।
বিজনেস করবেন কিন্ত খাঁটি পণ্যের সোর্স কই?
- honey bee boy! বোতলজাত, প্যাকেজিং সবকিছু কোয়ালিটি নিশ্চিত করে। ইনশাআল্লাহ। 01798445865
চাক সহ সুন্দরবনের মধু
বিজনেস করবেন কিন্ত খাঁটি পণ্যের সোর্স কই?
- honey bee boy! কোয়ালিটি নিশ্চিত করে। বোতলজাত, প্যাকেজিং সবকিছু এক যায়গায় পাবেন ইনশাআল্লাহ।
চাক সহ মধু অর্ডার যাচ্ছে, আলহামদুলিল্লাহ
ভার্জিন গ্রেডের নারিকেল তেলের পাশাপাশি নন ভার্জিন বা মেশিনের মাড়াই করা নারিকেল তেল পাচ্ছেন। পাকারী ও খুরচা দামে।
যে গরম পড়িচ্ছে তাতে এমন ৫০-৬০% গলিত ঘিও যদি আপ্নে পান তাইলে আপনার চাঁন কপাল।
গতকাল এক ভাইয়ের সাথে ঘি আর নারিকেল তেলের গুমর নিয়ে আলোচনা হচ্ছিল।
নামি দামী সেলারদের গুমর গুলো যদি কেউ জানতো 🥲🤔
যাউজ্ঞা যার হিসাব তার কাছে। আমার জবাবদিহীতা আমাকেই করতে হবে। এতো সাবধানতা অবলম্বন করার করার পরেও কখনো ঘি এর ব্যাপারে ১০০% গ্যারান্টি দিতে পারলাম না 😭
ঘি এর মেল্টিং পয়েন্ট কতো কে কে জানেন??
গুগল না কইরাই কইতে হইবো 😉
যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন,তারা এই বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন।কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে।হুজুগে লাগালেন,কিন্তু গাছ বাঁচলো না,লাভ নাই ত।
সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়।ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না।খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।
একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন।এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।
# #
রাস্তার ধার (Roadside):
1. নিম ()
2. রেইন ট্রি ( )
3. জারুল ()
4. কদম()
5. সিলভার ওক ( )
6.সোনালু
7.কৃষ্ণচূড়া
রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা ()
2. কান্টিকারা ( )
3. রতনগাছ ( )
4.হিজল ()
পার্ক (Park):
1. বটগাছ ( )
2. কদম ()
3. চাপালিশ ()
4. কনক চাঁপা ()
5. অশোক ()
ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ঝাউ গাছ
4.দেবদারু
খোলা জায়গা (Open Space):
1. মেহগনি ()
2. কৃষ্ণচূড়া ()
3. শিমুল ()
4. অর্জুন গাছ ()
শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম ()
2. কাঁঠাল ()
3. জাম্বুল ()
4. বেল ()
5. পাকুড় ()
বাড়ির আঙ্গিনা (Homestead):
ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল
কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
সবাই অন্তত ৫-১০ টি গাছ লাগানোর প্রস্তুতি নেই।
ধন্যবাদ
Shadhin
Forestry,Chittagong University
সঠিক পরিমাপ নিয়ে আপনার মধু প্রসেস করার পর আবার সঠিক পরিমাপ করে, সযত্নে পরিবহন করে দিচ্ছে হানি বি বয় প্রসেস প্লান্ট।
আসুন অশিক্ষিত, মুর্খদের মত পরিবেশের ক্ষতি না করে গাছ লাগাই
জিরা গুঁড়া!
নিশ্চিত করছি কোন ধরনের ভেজাল ও মান কম হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি অনলাইন থেকে বাজার করে থাকেন তাহলে একবার আমাদের মসলা আইটেম গুলো ট্রাই করে দেখতে পারেন। দামে মানে কোন কিছুতেই ঠকবেননা ইনশাআল্লাহ।
অর্ডার প্লেস করতে আমাদেরকে মেসেজ করুন।
কাঠের ঘানিতে ভাঙ্গা দেশি খাঁটি সরিষার তেল, যা ইন শাহ আল্লাহ আপনার পরিবারের স্বাস্থ্যকে সুরক্ষা দিবে।
অর্ডার করতে পাইকেরি ও খুরচা ম্যাসেজ ও কল করুন।
0179-8446815
যারা চাক সহ মধু নিতে চেয়েছিলেন যোগাযোগ করুন
খুব গরম পড়েছে, তাইনা? দোষ কার?
📷 তারেক হাসান (ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক, ফেনী)।
এক ফোটা সুন্দরবনের চাকের মধু সংগ্রহ করতে বাঘের আক্রমণে শহীদ হলেন মনিরুজ্জামান বাচ্চু। মা হারালেন সন্তান, স্ত্রী হারালেন স্বামী, সন্তান হারালেন তার পিতাকে,
এটাই মৌয়ালের জীবন সকাল বেলায় ই খুব কষ্টের একটা সংবাদ শুনতে হল। সুন্দরবনে গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মনিরুজ্জামান বাচ্চু মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণে মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন😭
প্রতি বছরই কেউ না কেউ মৃত্যু বরণ করছে মধু সংগ্রহ করতে গিয়ে। কী নির্মম এ জীবন! এটা একটা দু:সহ চক্র যেটা চলতেই আছে। আল্লাহ শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।
ভার্জিন গ্রেডের নারিকেল তেল, যেকোন নারিকেল তেল হতে একটু বেশি পিউর, স্বাস্থ্যকর উপায়ে মানসম্মত পরিবেশে মিলিং করা হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Police Line Main Gate, Rosulpur
Satkhira
9400
SATKHIRA SADAR
Satkhira, 9400
SATKHIRA MODHU VANDAR ✅ RETAIL SATKHIRA MODHU VANDAR দুটি একই প্রতিষ্ঠান। SATKHIRA MODHU VANDAR পাইকারি সেবা দেয়। Retail Satkhira Modhu Vandar খুচরা সেবা দেয়। সেবা ভিন্ন। আল্লাহ ...
Satkhira, 9400
ভেজাল নয়, হালাল উপার্জনে বিশ্বাসী 100% ভেজালমুক্ত হালাল পণ্য সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান
Amoraboty, Beside Academy Mosque, Munjitpur
Satkhira
রুবি'স পাঁচমিশেলি নিয়ে আসলো আপনাদের জ?
Satkhira
The goal of RS Honey - আর এস মধু is to The deliver quality products to the buyers with
Mehedibagh, Rasulpur, Satkhira
Satkhira, 9400
🌿SundorBan PuRe Honey directly collects Sundarbans honey and organic food brands. Its job is to p
Satkhira, 9400
Trusted Products of Satkhira, চাল কুমড়ার বড়ি,মাসকলাই ডা?
Satkhira
Satkhira
�রাসুল (সা.) বলেছেন :� �তোমরা কোরআন ও মধু দিয়ে� �ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে।�
Sirajpur, Bhurulia, Shyamnagar
Satkhira, 743273
Welcome to Mufid Shop. This is a trusted online shop for all kinds of dry fruits. We believe in quali