Selim Hossain

জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন!

21/01/2024

নিজেকে বুঝার মতো একজন মানুষ থাকলেই
জীবন সুন্দর 🥰🥀

Photos from Selim Hossain's post 28/12/2023

সৌন্দর্য 'মস্তিষ্কে' তৈরী হয়, আয়নাতে নয়!

09/12/2023

অনিশ্চিত একটা জীবন.! 🙂
তবু্ও বেঁচে থাকার তীব্র ইচ্ছা..!✌️🥀

09/12/2023

ইনশাআল্লাহ

07/12/2023

Hmm 💔🥀🌸

06/12/2023

কাউকে "মন" থেকে "ভালোবাসলে :-
নিজের ভালো থাকাটা তার উপর" ই নির্ভর করে | 🌸

18/10/2022

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং❤️‍🔥হবে????

💁আপনারা যারা গেম,ফেসবুক,মেসেন্জার ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক ইউটিউব কে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, এটাই মূলত ফ্রিল্যান্সিং।
💁 আর আপনারা শুধু অযুহাত আমার কি কম্পিউটার আছে,আমি কি ইংলিশ পারি, আমার নেট ভালো পায় না, আমি যে গ্রামে থাকি,আমি কি পারবো? এইসব অযুহাত।চেস্টা করলে সব কাজেই সহজ হয়। হ্যা ভাই আপনিও পাড়বেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আজ থেকেই কোন কিছু শুরু করে দেন। আপনিও ভালো কিছু করতে পারবেন
👉



#বেকার_থাকার_দিন_শেষ

14/10/2022

ঐ চাঁদের মত একা থাকা মানুষ গুলোর মন খুব সুন্দর!❤️
শুভ রাত্রি 🥰🥰

14/10/2022

এ যেন এক টুকরো সুইজারল্যান্ড
শুভ সকাল 🥰

13/10/2022

শুভ রাত্রি 🥰🥰

07/10/2022

আল্লাহ আজকে শুক্রবার এর উছিলায়,
তুমি সকলের গুনাহ মাফ করে দাও! -
আমিন💝🤲

27/07/2022

✊ ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"😍
★বর্তমান ৩০০ মিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের ১০ লক্ষাধীক পেশাদার ফ্রিল্যান্সর💰
👉 বাংলাদেশ সরকার ২০২৫ এর
মধ্যে ১০০০ মিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে শুধুমাত্র অনলাইন ফ্রীল্যান্সিং সেক্টর থেকেই।
👉বিশেষজ্ঞরা বলছেন ২০৩০ সালের আগেই বৈদেশিক মুদ্রা অর্জনকারী ১ম সেক্টর হবে অনলাইন ফ্রীল্যান্সিং যা গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে!

So... Change is not an option.. It’s mendotory 🙏

তাই আজই বেকারত্ব ও অর্ধ বেকারের জীবনকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করুন এখনই "চাকরি নয় ফ্রীল্যান্সার হন"

আয় করুন ফ্রিল্যান্সিং করে মাসে হাজার থেকে লক্ষ টাকা।🌐
ছাত্র থেকে শিক্ষক সবাই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়
এই মুক্তপেশাকে নিজের ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে আপনিও হতে পারেন একজন টপ ফ্রীল্যান্সার😍

30/06/2022

* সার্চ মার্কেটিং কত প্রকার?

1. সার্চ ইঞ্জিন মার্কেটিং – পেইড
2. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন – অর্গানিক

* এসইও এবং এসইএম এর মাঝে পার্থক্য কি?

এসইও অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও হচ্ছে –অর্গানিক।

সার্চ ইঞ্জিন মার্কেটিং এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে এসইএম। এই এসইএম হচ্ছে –পেইড।

অর্গানিক মানে আমরা এসইও এর ক্ষেত্রে সহজে বুঝে থাকি- যার জন্য পয়সা খরচ করতে হয় না, তাকেই অর্গানিক রেজাল্ট ধরা হয়। আমাদের সাধারণ গুগল এর রেজাল্ট গুলো হচ্ছে অর্গানিক।

আর পেইড ভার্সন হচ্ছে, আমাদের স্ক্রিনশটে দেখানো বিজ্ঞাপন লিখা সার্চ ইঞ্জিন রেজাল্ট গুলো। অর্থাৎ এগুলো সাধারন ভাবে আমাদের ‘email marketing’ কি-ওয়ার্ড এর জন্য আসেনি। টাকার বিনিময়ে অর্থাৎ সিপিসির মাধ্যমে পেইড রেজাল্ট গুলো দেখানো হয়ে থাকে।

সংক্ষেতে যদি আরেকবার বলি- সার্চ ইঞ্জিন মার্কেটিং হ’লো পেইড মার্কেটিং যা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মত। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হ’লো ফ্রী মার্কেটিং যা শুধুমাত্র সার্চ ইঞ্জিন গুলোর অপটিমাইজ করার রুল মেনে চললে সার্চ ইঞ্জিন গুলো নিজে থেকেই অডিয়েন্সের নিকট পোঁছে দেয়।

29/05/2022

#ফ্রিল্যান্সিং_ক্যারিয়ারের_সুবিধা
১.ঘরে বসে কাজ করা যায়
২.পছন্দ মোতাবেক সময় নির্ধারণ করা যায়
৩.পছন্দের কাজ নির্ধারণ করা যায়
৪.পছন্দের প্রতিষ্ঠান নির্ধারণ করা যায়
৫.আনলিমিটেড অর্থ আয় করা যায়
৬.ঘরে বসে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করা যায়
৭.নিজের অ্যাবিলিটি কে প্রমাণ করা যায়
৮.নিজের দক্ষতা বৃদ্ধি করা যায়
এছাড়াও অনেক ধরনের সুবিধা ভোগ করে একজন ফ্রিলান্সার
ফ্রিল্যান্সিং এর সুবিধা...
একজন ফ্রিল্যান্সার নিজেই তার পচ্ছন্দের কাজ বেছে নেয়, এক্ষেত্রে কেউ তাকে জোর করে কোনো কাজ চাপিয়ে দিতে পারে না।
আপনি কত পারিশ্রমিক মূল্যে কাজ করবেন এটা অনেক সময় আপনি নিজেই নির্ধারন করে থাকেন।
আপনি ফ্রিল্যান্সিং যেকোনো সময় শুরু করতে পারেন। এর জন্য খুব বেশী কোনো পূর্ব প্রস্তুতি দরকার পরেনা। শুধুমাত্র আপনি কোন একটি নির্দ্দিষ্ট বিষয়ে দক্ষ হলে ঐটা নিয়েই কাজ শুরু করতে পারবেন।
একজন ফ্রিল্যান্সার কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ করবে এটি সে নিজেই নির্ধারন করতে সক্ষম। এক্ষেত্রে তার পূর্ণ ইচ্ছা স্বাধীনতা রয়েছে।
আপনি একজন ফ্রিল্যান্সার হলে আপনি নিজেই নিজের কাজের সময় নির্ধারন করবেন। এখানে কাজের সময় নির্ধারনে স্বাধীনতা রয়েছে।
এককথায়, একজন ফ্রিল্যান্সার নিজেই তার কাজের ছক অংকন করে এবং নিজেই সেটি পরিচালনা করে থাকে।

27/05/2022

দুইটা গল্পঃ

১। ইয়াহু নামমাত্র দামে গুগলকে কিনে ফেলার প্রস্তাব পেলেও কিনেনি।
২। নোকিয়া এন্ড্রোয়েডকে কিনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।

শিক্ষণীয়ঃ
১। সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন, নয়তো আপনি অচলের হিসেবে নাম লেখাবেন।
২। কোন রিস্ক না নেওয়াটা হচ্ছে বড়ো রিস্ক। নতুন রিস্ক গ্রহণ করুন এবং সব সময় আপডেট থাকুন।

আরো দুইটা গল্পঃ
১। গুগল দুইটা সম্ভাবনাময়ী প্রজেক্ট ইউটিউব এবং এন্ড্রোয়েডকে কিনে নিয়েছে।
২। ফেসবুকে কিনে নিয়েছে ইন্সট্রাগ্রাম এবং হোয়াটসএপকে।

শিক্ষণীয়ঃ
১। শত্রুকে ঘৃণা না করে তার সাথে সংযুক্ত হয়ে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করুন।
২। দ্রুত এগিয়ে যান এবং শত্রুকে প্রতিহত করার চেষ্টা করুন।

আরো দুইটা গল্পঃ
১। বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২। এলন মাস্ক ছিলেন একজন লকার রুম গার্ড।

শিক্ষণীয়ঃ
১। ব্যাক্তিকে তার পূর্বের কাজের মাধ্যমে যাচাই করবেন না।
২। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার চেষ্টা এবং পরিশ্রম।

আরো দুইটা গল্পঃ
১। কর্নেল স্যান্ডার্‌স ৬৫ বছর বয়সে KFC প্রতিষ্ঠা করেন।
২। জ্যাক মা কেএফসিতে চাকুরির আবেদন করেও কম যোগ্যতা সম্পন্ন মনে করায় চাকুরি পাননি।

শিক্ষণীয়ঃ
১। বয়স শুধু একটি সংখ্যা মাত্র, আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন।
২। কখনো হার মানবেন না। তারাই হেরে যায় যারা মেনে নেয়।

শেষ দুইটা গল্পঃ
১। Ferrari এর মালিক একজন ট্রাক্টর তৈরি করার কারিগরকে অপমান করেছিলেন।
২। সেই ট্রাক্টর তৈরি করার কারিগর Lamborghini প্রতিষ্ঠা করেন।

শিক্ষণীয়ঃ
১। কাউকে অবজ্ঞা করবেন না।
২। সফলতা হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ।

আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন। এর জন্য কোন বয়স কিংবা কোন ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক নয়।

©

26/05/2022

আমি নিজেও কখনাে এভাবে ভাবিনি...
ফজর- ২ x ৩৬৫ দিন = ৭৩০ রাকাআত
যােহর- ৪ x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
আসর- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মাগরিব- ৩ x ৩৬৫ দিন = ১০৯৫ রাকাআত
এশা- ৪x ৩৬৫ দিন = ১৪৬০ রাকাআত
মােট = ৬২০৫ রাকাআত
সুন্নাত এবং নফল সালাত তাে বাদই দিলাম !!
১ বছরে (৩৬৫ x ৫) = ১৮২৫ ওয়াক্ত সালাত।
অর্থাৎ বছরে ১৮২৫ বার আপনাকে আযানের মাধ্যমে
ডাক দেয়া হয়।
আপনি কয়বার সাড়া দিয়েছিলেন ?
আপনার মনে কি একটুও অনুশােচনা হওয়ার কথা না ?
কি ভেবেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে না?
এখানে শুধু ১ বছরের একটু ধারণা তুলে ধরা হল,
আল্লাহ্'র কাছে পুরাে জীবনের হিসাব কিভাবে দিবেন. ?
কি অবস্থা হবে সেদিন ?
আসুন!!
আজ থেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করি।
আল্লাহর ডাকে সাড়া দেই।আল্লাহ্ কে ডাকি।
আল্লাহ নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবেন।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত
নামাজ আদায় করার তৌফিক দান করুক...... 🤲🤲🤲আমিন।🤲🤲🤲

20/05/2022

আজকে একটি গল্প শুনাবো, সফল ব্যক্তির গল্প!!

একদিন "বিল গেটস" একটি কনফারেন্সে গেলেন। সেখানে তার সফলতার গল্প শোনার জন্য সবাই বসে ছিল। খুব ধৈর্যসহকারে সবাই অপেক্ষা করছিল "বিল গেটস " এর সফলতার পেছনের কারণগুলো জানার জন্য।
প্রশ্ন পর্বের একপর্যায়ে; একজন সাংবাদিক ভদ্রমহিলা বিলগেটস কে জিজ্ঞেস করল,
স্যার আপনার সফলতার পেছনে কারণ কি? কিভাবে আপনি বিশ্বের সেরা ধনী হলেন?
তখন বিলগেটস কিছু না বলে, একটি সিগনেচার করা চেক নিয়ে ভদ্রমহিলার দিকে হাত বাড়িয়ে তাকে নিতে বললেন। ভদ্রমহিলাকে কিছু না বুঝতে পেরেছে চেকটি নিলেন না। "বিল গেটস" আবারও তাকে অফার করলো থেকে নেওয়ার জন্য। এভাবে তিনবার তাকে অফার করার পর "বিল গেটস" একটি নিজের কাছে রেখে দিলেন।
তারপর "বিল গেটস" মুচকি হাসি দিয়ে বললেন,

তুমি যেটা করেছ আমি সেটা কখনো করিনি। তাই আজ আমি সফল!!

গল্পের মূল কথা হলো, কখনো সুযোগকে হাতছাড়া করতে নেই। যখন ,যেভাবে ,যেখানে সুযোগ পাবেন সেটা গ্রহণ করার চেষ্টা করবেন। অন্যথায়; সেই ভদ্র মহিলার মত পরবর্তীতে আপনিও আফসোস করবেন।

অর্থাৎ সফল ব্যক্তিরা কখনো সুযোগ হাতছাড়া করে না। ঠিক তেমনি আপনার জীবনেও সুযোগ বার বার আসবে না। যা করার এখনই করুন। নিজের জীবনকে নিয়ে এখনই নিজে লড়তে শিখুন। কেউ আপনাকে সফল করে দিবে না। আপনার নিজেকেই সফলতা অর্জন করতে হবে। তাহলে কার আশায় বসে আছেন?

19/05/2022

শুভ সকাল
চলো সবাই আজ এই প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে যাই
ভোলা ভেলুমিয়া লঞ্চঘাট...🥰

18/05/2022

বাংলাদেশ ব্যাংক টাকার অবমূল্যায়ন করেছে। এর জন্য প্রতিদিন টাকার মান কমে যাচ্ছে এর ফলে পন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

টাকার অবমূল্যায়ন হলো ডলারের বিপরীতে নিজের টাকার মান কমিয়ে দেওয়া। এটা করা হয় যখন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে যায়। এর ফলে রপ্তানির মাধ্যমে রিজার্ভ বৃদ্ধি পায় ও আমদানির পরিমান হ্রাস পায়।
আমদানির থেকে রপ্তানি বেশি হওয়া যেকোনো দেশের জন্য ভালো এর ফলে রিজার্ভ বৃদ্ধি পায়। একে অর্থনীতির ভাষায় বানিজ্য উদ্বৃত্ত বলে।
রপ্তানির থেকে আমদানির পরিমান বেশি হলে যেকোনো দেশের জন্য খারপ এর ফলে রিজার্ভ হ্রাস পায়। একে অর্থনীতির ভাষায় বানিজ্য ঘাটতি বলে।
বাংলাদেশ এখন বানিজ্য ঘাটতি চলছে তাই সরকার নিজেদের মূদ্রার অবমূল্যায়ন করেছে।
ধাপে ধাপে করা দরকারি কিন্তু ধাপ করে মূদ্রার অবমূল্যায়ন জনগণের জন্য চিন্তার কারন।

12/05/2022

Alhamdulillah
For Everything 🥰

Want your public figure to be the top-listed Public Figure in Savar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#salimhossain #frpシ
ইনশাআল্লাহ#selimhossain#voiceraseluzzaman#frpシ#FacebookPage
ঐ চাঁদের মত একা থাকা মানুষ গুলোর মন খুব সুন্দর!❤️শুভ রাত্রি 🥰🥰
এ যেন এক টুকরো সুইজারল্যান্ড শুভ সকাল 🥰
শুভ রাত্রি 🥰🥰
শুভ সকাল চলো সবাই আজ এই প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে যাইভোলা ভেলুমিয়া লঞ্চঘাট...🥰

Category

Telephone

Website

Address


Savar
Savar
1345

Other Writers in Savar (show all)
Joyoddhoni Drama Joyoddhoni Drama
Savar
Savar

পেজটা সবাই ফলো করবেন

Error.Show Error.Show
Savar, 1340

The poem The poem
Hemaetpur. Savar. Dhaka
Savar, NAYEMURRAHMAN

video create

শূন্যতার শহর࿐ শূন্যতার শহর࿐
Savar

জায়নামাজে কান্না রুইয়ে দিয়ে তোমায় চাই— খেঁজুর ডালের মতো কবরেও যেন তোমায় পাই!

Muhammad Tuhin Muhammad Tuhin
Savar, DHAKA,

• ❝লিখি কত কাব্য একটাও অভাব্য, মিলে না গল্পগুচ্ছ নিজের কাছে তুচ্ছ !❞ • ____<> تہین

Cryptic  Dream Cryptic Dream
Thana Stand
Savar, 1340

Hello friends, Bonsoir Welcome to cryptic dream

Pathak Hujur Pathak Hujur
Dhaka
Savar

�����

ᴠ  ɪ  ʀ  ᴜ  s  シ︎ ᴠ ɪ ʀ ᴜ s シ︎
Savar

�� অনুভূতি

হুসাইন মুহাঃ জিয়াউর রহমান হুসাইন মুহাঃ জিয়াউর রহমান
Savar, 1340

🖊️গীতিকার 🎶সুরকার ও 🎤ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব! 📧:[email protected] 📲:০১৯৭১৯৭৭৫২৩

B Ř Ô K Ę Ñ B Ř Ô K Ę Ñ
Savar, 1341

Like Our Page & stay connected with us. Thank You🫶

All Fable Of Rimon Hoshen Dhumketu All Fable Of Rimon Hoshen Dhumketu
Savar

""বিরহের যতো কবিতা ছিলো সবটাই গেছে নুয়ে, কবিতার মন ভেঙে গেছে আজ বিষাদ নিয়েছে ছুঁয়ে।"" ~ রিমন

𐍃𐍂. 𐍃𐍂.
Dhaka, Arica
Savar, 1340

"SR Writing - Your go-to source for improving your writing skills. Join our community for valuable re