Healthcare Medical Training Institute Sylhet
Global Caregiver Medical Training Institute Sylhet
ডিপ্লোমা ও প্যারামেডিকেল কোর্সে ভর্তি চলছে!!!
#ফার্মেসী ও পল্লী চিকিৎসায় আগ্রহীদের জন্য উপযুক্ত কোর্স।
#সকল বয়সের যেকোন সালের এসএসসি পাশকৃত রা ভর্তি হতে পারবে।
১। কেয়ারগিবার (জুনিয়র নার্সিং)
২ । পল্লী ডাক্তার/LMAF / RMP / MCH - ৬/১২ মাস
৩। ফিজিওথেরাপি/প্যাথলজি -১/৩বছর,
৪।নার্সিং ফর প্যাসেন্ট কেয়ার (জুনিয়র নার্সিং) -১২ মাস
৫। ডিপ্লোমা নার্সিং টেকনোলজি - ৩ বছর
৬। ডিএমএস/ ডিএমএ ১/৩বছর
৭। কমিউনিটি প্যারামেডিক - ২ বছর
( বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর অধীনে)
৮। সি ক্যাটাগরি ফার্মেসি - ৩ মাস ( শর্ত প্রযোজ্য) সকাল/বিকাল/সন্ধ্যাকালীন ব্যাচ।
৯।ইনট্রডাকশন টু কেয়ারগিভিং
১০।ফ্যামেলি কেয়ারগিভার ট্রেইনিং
১১।হেলথ এন্ড সেইফটি ফর কেয়ার গিভিং
১২।দা ফানডামেনটালস অফ এ হোম কেয়ার গিভার
১৩। ডিপ্লোমা ইন কেয়ার গিভিং
১৪।ডিপ্লোমা ইন ডেন্টাল ১/৩বছর
সীমিত আসনে ভর্তি চলছে,
ভর্তির যোগ্যতা : যে কোন সালে ও যে কোন গ্রুপ থেকে এস,এস,সি/পাশ হতে হবে। ভর্তির সময় ৪ কপি ছবি ও শিক্ষা সনদের ফটোকপি জমা দিতে হবে। অথবা ই-মেইলে পাঠাতে হবে।
দূরের ছাত্র-ছা্ত্রীদের জন্য ( Online Class) এবং সরাসরিও ক্লাস করা যাবে। কলেজ আবাসিক হোস্টেল এ থাকার সুবিধা রয়েছে।
কর্মসংস্থান : পল্লী ডাক্তার কোর্স করে সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সহয়তা করে একটি সম্মানজনক পেশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং বহু বেকারের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরী করা।
কি কি শিখবেন???
স্যালাইন পুশ, ইনজেকশন, সেলাই, ব্যান্ডেজ, ডেন্টাল কেয়ার, ব্লাড গ্রুপিং, ঔষদের নাম ও কার্যকারিতা, চিকিৎসা পদ্ধতি, ইত্যাদিসহ হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। [বি.দ্র:এমবিবিএস রেজিস্ট্রাড্ ডাক্তার দ্বারা ক্লাস নেওয়া হয়। ]
প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এফিলিয়েটেড সনদ প্রদান করা হয়।
এককালীন ও কিস্তিতে কোর্স ফি পরিশোধ করা যাবে।
ভর্তি ফি তে ৫০ % ছাড় ওয়াইফাই সম্বলিত ক্যাম্পাস।
চাকুরীজীবি এবং রেগুলার ছাত্র/ছাত্রীদের জন্য সাপ্তাহিক বন্ধের দিন ও অনলাইন ক্লাসের সুব্যাবস্থা # বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন,
অফিস টাইম সকাল ১০টা দুপুর ২টা।
Global Caregiver Medical Training Institute Sylhet
NK tower, 3rd floor, হোটেল রোজ বি এর সামনের বিল্ডিং
উপশহর পয়েন্ট সিলেট।
মোবাইলঃ 01812742336-01812742337
Healthcare Medical Training Institute Sylhet | Sylhet Found on Google from m.facebook.com
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক
ঈদ মোবারক 🕌🌙
আজ ১১ জুন....
বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি গনতন্ত্রের মানষকন্যা জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস।
২০০৭ সালের ১৬ জুলায় ১/১১ অবৈধ সরকারের হাতে গ্রেফতার হন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। দীর্ঘ ১১ মাস অর্বননীয় যন্ত্রণার মধ্যে কারাভোগের পর দেশী বিদেশী কুচক্রি মহলের সকল ষড়যন্ত্র পরাভূত করে ২০০৮ সালে আজকের এই দিনে বাঙালির আশার আলো বিশ্বের অন্যতম নির্লোভ নির্মোহ রাজনীতিবীদ শেখ হাসিনা কারাবরণ থেকে মুক্তি পায়।
সুস্থ থাকুক প্রাণের নেত্রী। দীর্ঘজীবী হন।
আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি'।
ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে
Address: NK Tower (3rd Floor), Rose viewer opposite a, Uposhohor Point, Sylhet
Gov.Reg.No.Dhaka-S-3144(109)/2003&loxmi-230/23-02-2000 Extension No.SSD/Regn/Vol-996/298/2002
DG Health Approval No.HD/PHC/NGO/2000/1445(2) 26-6-2000&DG Health Approval No.HD/PHC/ESP/Traning/2002/1445-09-2-2003আপনি যদি শিক্ষিত বেকার,তাহলে একটি কোর্সটি সম্পুর্ন করুন।
আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। বেকারত্বের হাত থেকে মুক্তি পেতে পারেন ও স্বাস্থ্য সেবায় এগিয়ে আসতে পারেন।
*বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার অথবা NGO তে চাকরিওফার্মেসী করলে এই কোর্সটি সহায়তা করবে।
ভর্তির যোগ্যতাঃ
এস এস সি - মাস্টার্স যে কোন সাল/ যে কোন বয়স।
*Media: online / offline
* ক্লাস : সাপ্তাহে ছয় দিন /চাকুরীজীবি ও অভিজ্ঞদের জন্য রয়েছে বিশেষ সুবিধা।
* Version : English / Bangla
*Campus: NK Tower (3rd Floor), Uposhohor Point, Sylhet
* Subject :
1st semester:
(1) Basic Anatomy
(2) Basic Physiology
(3) Basic Community Medicine
(4) Basic Pathology
2nd semester
(1) Basic Gynecology
(2) Basic Pharmacology
(3) Basic Surgery
(4) Basic Medicine
* আমাদের কোর্স :
1.VDRMP -( refresher) RMP, LMAF, MCHC Pharmacy ১/৬ মাস।
2. DMA/DMS/ Pharmacy/Community Paramedic১/৩বছর।
3,Dental/, Pathology /Nursing ১/৩বছর।
4.কেয়ার গিভিং কোর্সে ৬ মাস।
ভর্তির জন্য আজই Online Registration করুন।
বিস্তারিত জানার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে কল করুন, মোবাইল: +8801812742337***01812742336
আসসালামু আলাইকুম" ঈদ মোবারক" পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধির ছায়া সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
"কোটি কণ্ঠে তুমি প্রেরণারি গান...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।"
অনন্ত প্রেরণার উৎস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জকিগঞ্জের শাহবাগ এর কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের ডি আই জি জনাব মোঃ তওফিক মাহবুব চৌধুরী স্যার অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন ও শুভ কামনা।
🇧🇩'অমর ২১শে ফেব্রুয়ারী ২০২৪'🇧🇩
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।
অভিনন্দন
সিলেট জেলা এবং বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে অভিনন্দন।
মনে হচ্ছে পটে আকাঁ ছবি তাই না?
ছবি টা কোনো শিল্পীর আকাঁ নয়।
এই তীব্র শীতে আমাদের দুনিয়ারই আরেক প্রান্তে থাকা আরেক নগরী গা জার ছবি এটি।
রাতে ঘুমাতে গেলে আমরা আমাদের বাচ্চাদের গায়ে আরেকটা কম্বল তুলে দেই।
জানালার গ্লাসটা ঠিক মতো আটকানো আছে নাকি দুইবার উঠে গিয়ে চেক করি।
বাচ্চার গায়ে যেন একটু কুয়াশা না লাগে।
আচ্ছা এই ঠান্ডায়, তীব্র শীতের বৃষ্টিতে এই শিশু গুলোর কেমন লাগছে?
ওদের কি এই কাদামাটির ভেজা বিছানায় থাকার কথা ছিল?
এই পৃথিবী যেন নীরব দর্শক!
প্রচন্ড শক্ত একটা মন নিয়ে সবাই মিলে একখানা হৃদয়বিদারক ক্রমশ চলন্ত সিনেমা দেখছি।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠানে, নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মন্ত্রিত্ব দিয়েছেন। আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।”
ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি তাঁকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর পক্ষ থেকে নব নিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে অভিনন্দন্ ও শুভেচ্ছা।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আমার মা আর নাই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আজ বাদ আসর জানাজা 03/09/23
সকল এইচএসসি পরিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা ও দোয়া ❤️
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস।
- তোমার স্বপ্নে দেখা চলি আজও
চেতনায় মহীয়ান
মুজিব তোমার অমিত সাহসে
জেগে আছে কোটি প্রাণ..!
-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদের প্রতি "বিনম্র শ্রদ্ধাঞ্জলি ''
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে শুভেচ্ছা ও
অভিনন্দন 😍
(আই এইচ টি)
জুলাই /২২ ইং পরীক্ষার সময় সূচী:-
আস সালামুআলাইকুম,
ঈদ মোবারক, ঈদ হোক আপনার আপনাদের পরিবারের সকলের জন্য আনন্দের আর সুখের , হৃদয় হোক শান্তি, আত্বতৃপ্তির আর ত্যাগের।
অভিনন্দন
জননেতা Anwaruzzaman Chowdhury 💖
নব-নির্বাচিত মেয়র,সিলেট সিটি কর্পোরেশন।
আলহামদুলিল্লাহ
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৫ এপ্রিল ২০২৩) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী Mr. Yamada এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ করেন। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন
বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বীর মুক্তিযোদ্ধা ও এড. মো: সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় কে।
অভিনন্দন
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
হিসেবে শপথ নেবেন মোঃ সাহাবুদ্দিন
------------
মোঃ সাহাবুদ্দিন আগামীকাল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি এ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করবেন।
রাষ্ট্রপতির সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন ।
মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মোঃ সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে অবসরে যাচ্ছেন।
নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করবেন।
এর আগে ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়াারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংক পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম চুপ্পু। পিতা শরফুদ্দিন আনছারী, মাতা খায়রুন্নেসা।
তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরে এলএলবি ও বিসিএস (বিচার) পরীক্ষায় উত্তীর্ণ হন।
তিনি পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। জেলা বাকশালের যুগ্ম-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সাহাবুদ্দিন ছেষট্টির ৬ দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিনি পাবনা জেলার আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। পঁচাত্তরের ১৫ আগস্টের পর তাৎক্ষণিক প্রতিবাদ করেন। ওই সময় সামরিক স্বৈরশাসকদের রোষানলে তিন বছর জেল খাটেন এবং অমানুষিক নির্যাতনের শিকার হন।
মো. সাহাবুদ্দিন দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতাও করেছেন। তাঁর অনেক কলাম বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছে।
কর্মজীবনে তিনি জেলা ও দায়রা জজ এবং দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
সাহাবুদ্দিন পরপর দুবার বিসিএস (বিচার) এ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন। চাকরি থেকে অবসরের পর হাইকোর্টে আইন পেশায় নিযুক্ত হন।
পরবর্তীকালে ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দুদক কমিশনার হিসেবে সাহাবুদ্দিন পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে উঠা তথাকথিত দুর্নীতির ষড়যন্ত্র মোকাবেলায় দৃঢ়তার পরিচয় দেন।
সাবেক এই ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
-----------
ফেসবুকে দেখলাম খুব ভালো লাগলো এগিয়ে যাও দোয়া রইল
আপনার ভিডিও আমার খুব ভালো লাগে
ভাই আপনার ফেসবুকে আসলাম ভালো লাগলো
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
NK Tower (3rd Floor), Uposhohor Point Mandibag
Sylhet
3100
Opening Hours
Monday | 09:00 - 16:00 |
Tuesday | 09:00 - 16:00 |
Wednesday | 09:00 - 16:00 |
Thursday | 09:00 - 16:00 |
Saturday | 09:00 - 16:00 |
Sunday | 09:00 - 16:00 |
Metropolitan University
Sylhet, 3100
Dr. Toufique Rahman Chowdhury- an economist,a banker,a social leader or better known as an eminent educationist.He is the Founder of IBIT and Metropolitan University, Bangladesh an...
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114
This is a Robotics, Aeronautics & Interfacing Research group. Its a group started by Shahjalal University of Science & Technology(www.sust.edu),Bangladesh
Akhalia
Sylhet, 345
All pesent and past members, associates, activists, supporters, welwishers of BICS SUST.
Head Office : House # 04, Block # D, Main Road, Uposhahor, Sylhet. Biswanath Office : Shapla Building (1st Floor), College Road, Biswanath
Sylhet, 3130
Computer & Language institute
Sylhet
Sylhet
I will provide English language learning information.You can learn English vocabulary antonyms synon
Sylhet
Learn Quran online BD is an online learning institutions.Many Bangladeshi students from verious count
Zindabazar
Sylhet
This page is for all the learners stumbling to get their desire score at IELTS test. We provide with personal care at your home as a tutor. Inbox anytime. Thank You