কিতাবিস্তান
আরবি, উর্দু ও ফার্সি, বাংলা ভাষার যে কোন কিতাবের জন্য যোগাযোগ করুন।
কিতাবিস্তান থেকে প্রকাশিত ১০ টি বই মাত্র ৮০০৳ পাচ্ছেন।
কিনতে ইনবক্স করুন।
দ্র. ডেলিভারি চার্জ ফ্রি
নতুন বই প্রকাশিত।
সময়ের মূল্য
মুফতি তাকী উসমানী
মুদ্রিত মূল্য : ১৬০৳
৫০% ছাড়ে মাত্র ৮০৳
বাইতুল মোকাররম ইসলামি বই মেলার আমূল সংস্কারের দাবিতে লেখক, পাঠক, ছাত্রজনতার প্রতিবাদী বইপাঠ সমাবেশ।
স্থান : বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গন।
তারিখ : ১৫ সেপ্টেম্বর, ২০২৪
সময় : বিকাল ৪ টা
১৪০০৳ ইবনে হিশাম
২২তম প্রকাশনা।।
শীঘ্রই আসছে।
নেটমূল্য তালিকা।
সংগ্রহ করতে ইনবক্স করুন।
কিতাবিস্তান থেকে প্রকাশিত ও পরিবেশিত চমৎকার ও গুরুত্বপূর্ণ কিছু বই। “বই কিনে কেউ দেউলিয়া হয় না” তাই বলে আজাইরা বই-পুস্তক কিনে পকেট ফাঁকা না করে গুরুত্বপূর্ণ বই কিনুন।
আপনার সংগ্রহশালায় যুক্ত করতে পারেন কিতাবিস্তানের ‘একসেট বই’।
নেট মূল্য : ১১২০৳
অফার মূল্য: ১০০০৳ মাত্র [১২টি বই]
মোট ছাড়: ৫৫%
#ভালো_বইয়ের_ঘ্রাণ_ছড়িয়ে_সর্বত্র।
আমাদের প্রকাশিত ১৯ তম বই।
নতুন বই।
পুরোনো বই, নতুন মোড়কে......
দেশের চলমান রাষ্ট্র ব্যবস্থা কোন স্তরে আছে?
আপনি কি জানেন শাসক বিহীন রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইসলাম কি বলে?
দেশে দেশে ইসলামী রাজনীতির বহু চর্চা হয়েছে। বহুদল গঠিত হয়েছে। একেকটি বহুজাতিক রাষ্ট্রে একাধিক 'ইসলামী' দল ক্ষমতার লড়াইয়ে ভাগ ভাগ হয়ে একই উদ্দেশ্যে পৌঁছতে চেয়েছে। সেই উদ্দেশ্যটি হলো - 'ইসলাম প্রতিষ্ঠা করা'
ফলতঃ তা-ই হয়েছে যা একাধিক দল একই উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন পতাকা নিয়ে প্রতিযোগিতায় নামলে হয়। কিন্তু বাস্তবতা হলো ইসলাম 'ইসলামের' নাম ব্যবহার করে এই বহুজাতিকতা ও বহুদলীয়তা সমর্থন করেনা।
মুসলমানদের খলিফা বানানোর জন্য যে সমস্ত সাহাবিদেরকে উমর (রাদিয়াল্লাহ আনহু) নির্ধারণ করেছিলেন তাদের জীবনী নিয়ে গবেষণা করলে দেখা যায় যে, তারা সর্বদা ঘরে থাকতেন। নিজেদের ব্যাপারে অন্যদের অবহিত করা একদম পছন্দ করতেন না। তদ্রূপ কাউকে এমনটাও বলতেন না যে, অমুককে নির্বাচন না করে অমুককে করা হোক।
উমর (রাদিয়াল্লাহু আনহু) এর নির্বাচিত লোকদের মধ্যে আবদুর রহমান বিন আওফ (রাদিয়াল্লাহু আনহু) ছিলেন। তিনি উমর (রাদিয়াল্লাহু আনহু)-কে বললেন, আমি লোকদের ইচ্ছার ব্যাপারে আপনাকে অবহিত করব। তবে শর্ত হলো আমাকে এই গুরুদায়িত্ব প্রদান করবেন না। সুতরাং তাই হলো। উমর (রাদিয়াল্লাহু আনহু) তার শর্ত মেনে নিলেন। তিনি উমর (রাদিয়াল্লাহু আনহু)-কে পরবর্তীতে জানান, লোকেরা উসমান (রাদিয়াল্লাহু আনহু)-কে চাচ্ছেন। এই সাহাবিদের জীবনী নিয়ে গবেষণা করলে দেখা যায়, নেতৃত্ব না চাওয়ার বৈশিষ্ট্য তাদের পূর্ণভাবে বিদ্যমান ছিল। পূর্ববর্তীদের জন্য রাজত্ব এমন এক বিষয়, যা এমনিতেই কাঁধে আসে। যা চেয়ে নেওয়া যায় না। পক্ষান্তরে বর্তমানে তা অধিকাংশের কাছ থেকে চেয়ে নেওয়া হয়। যদিও বা নেওয়ার জন্য অবশিষ্ট লোকদের মৃতদেহ পায়ে দলে যেতে হয়!
বইঃ ইসলাম ও বহুজাতিক রাষ্ট্র ব্যবস্থা
মূলঃ আবদুল মুনইম মুস্তফা হালিমাহ
অনুবাদঃ আম্মারুল হক
পৃষ্ঠা সংখ্যাঃ ৪৯৬
মুদ্রিত মূল্যঃ ৭২০৳
৫০% ছাড়ে খুচরা মূল্য ৩৬০৳
অর্ডার করতে ইনবক্স করুন।
১৮ তম প্রকাশনা।
শীঘ্রই আসছে কিতাবিস্তান থেকে।
সম্মানিত গ্রাহকবৃন্দ!
আমাদের কার্যক্রম আজকে পর আর স্বাভাবিক থাকবেনা। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পেন্ডিং অর্ডারগুলো আজকেই পাঠানো হবে ইনশাআল্লাহ।
আমাদের প্রকাশিত ছোট্ট পুস্তিকা
৭ টি বই মাত্র ২৫০৳
কিতাবিস্তান Kitabistan থেকে প্রকাশিত ৭টি বই পাচ্ছেন মাত্র ৫৯০৳ সাথে ডেলিভারি চার্জ ফ্রি।
ছেপে এসেছে।
আলহামদুলিল্লাহ!
ছাপা হয়ে আসছে। পাওয়া যাচ্ছে সিলেট মাকতাবাতুশ শামসে।
মুদ্রিত মূল্য: ১৮০৳
বিক্রি মূল্য: ৯০৳
দরসে তিরমিজি (৬ খণ্ড) বর্ধিত সংস্করণ।
দরসে তিরমিজির কিছু বৈশিষ্ট্য:
• - উর্দু ভাষায় জামে তিরমিজির অনেকগুলো ব্যাখ্যাগ্রন্থ লেখা হয়েছে। প্রতিটি ব্যাখ্যাগ্রন্থই সংশ্লিষ্ট লেখকের মেজায ও রুচির ভিন্নতার বৈশিষ্ট্য ধারণ করে থাকে। তারপরও হযরত মাওলানা মুফতি তাকি উসমানি হাফিজাহুল্লাহ তাঁর বিশেষ প্রকাশভঙ্গিতে যেভাবে সুনান আত-তিরমিজির বিভিন্ন হাদিসের ওপর আলোকপাত করেছেন সেখানে তাঁকে একক ও অদ্বিতীয়ই দেখা যায়। তার বৈশিষ্ট্যগুলোর কয়েকটি হচ্ছে :
•- যদিও এটি তাঁর সরাসরি কোনো রচনা নয়; বরং দরসে প্রদত্ব তাঁর তাকরিরের সংকলন; তারপরও এতে শব্দগুলো এতটাই পরিমিত মনে হয় যে, পাঠক মনে করবে প্রতিটি শব্দ যেন খুব যাচাই-বাছাই করে লেখা হয়েছে। মনে হবে যেন স্থান বিশেষে উপযুক্ত শব্দ না পাওয়ায় তা মিটিয়ে পুনরায় খুঁজে উপযুক্ত বসানো হয়েছে।
• -বর্ণনা পদ্ধতি সহজবোধ্য, সংক্ষিপ্ত ও চিত্মাকর্ষক। যেন সাগরকে কুপের মধ্যে বন্দি করে ফেলা হয়েছে।
• ওইসব আলোচ্য বিষয়ে বেশি আলোকপাত চেষ্টা করা হয়েছে যেসব বিষয়ে সাধারণত আলোকপাত করা হয় না।
• -বিভিন্ন জায়গায় সমকালীন আধুনিক মাসআলা মাসাইলগুলোকে হাদিস থেকে ইসতিমবাত করে ফুকাহায়ে আহনাফের সিদ্ধান্তের আলোকে হুকুম বর্ণনা করা হয়েছে।
• -যে কোনো ভিন্ন মাসলাকের নাম নিতে কিংবা তাদের ও আহনাফের মধ্যকার ইখতেলাফি মাসআলা বর্ণনার ক্ষেত্রে প্রতিপক্ষের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও সৌজন্যতা প্রদর্শন করা হয়েছে। নিজ দাবি প্রতিষ্ঠার ক্ষেত্রেও পরিপূর্ণ ভারসাম্যতা ও ইনসাফ বজায় রাখা হয়েছে।
• -হযরতের ফিকহি দৃষ্টিতে আহনাফের যেসব দলিল কিছুটা দুর্বল অনুমিত হয়েছে সেগুলোও চিহ্নিত করা হয়েছে।
• -আধুনিক মাসআলার ক্ষেত্রে ব্যক্তিগত তাওজিহকে কোথাও চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখানো হয়নি; বরং ওখানে অন্যান্য উলামায়ে কেরামকে চিন্তার আহ্বান জানানো হয়েছে।
কিতাবটি সংগ্রহ করতে ইনবক্সে মেসেজ করুন।
আলহামদুলিল্লাহ!
আমাদের ১৩তম প্রকাশনা।
ঈদের আগেই আসছে। ইনশাআল্লাহ
কিতাবিস্তান Kitabistan থেকে প্রকাশিত বইগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের মাদরাসায় ছাত্রদের পুরস্কার দেয়ার জন্য।
আমাদের প্রকাশিত ও পরিবেশিত সকল পাওয়া যাচ্ছে যে সকল স্থানে তার তালিকা।
১. সিলেট মাকতাবাতুশ শামস
কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট, বন্দরবাজার, সিলেট।
২. মাকতাবাতুল আযহার সিলেট শাখা
কুদরত উল্লাহ মার্কেট ২য় তলা। বন্দর বাজার, সিলেট।
৩. মোল্লার বই.কম
যাত্রাবাড়ী, ঢাকা।
৪. আল হক লাইব্রেরী
চিনাকান্দি বাজার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।
৫. আল কাউসার লাইব্রেরী
ধনপুর বাজার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।
৬. মাকতাবাতুল মদিনা
কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট, বন্দরবাজার, সিলেট।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Sylhet
1100
Korerpara
Sylhet, 3100
Sarba Dharma Mission was established on 19.12.1919(Bengali Date : 5th poush,1326) by Sri Sri Lab Chandra Paul with help of Sri Mahendra Chandra Nandi.The principal conviction is ba...
Shop # 303 ,2nd Floor , Sky View Shopping Complex,Zindabazar Point,
Sylhet, 3100
Sylhet, 3100
ইসলামি সকল বই কিনতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন আমরা এখানে সকল ধরনের ইসলামিক বই বিক্রি করে থাকি।
Sylhet, 3100
Please Invite Your Friend's.... https://m.facebook.com/send_page_invite/?pageid=308844129304859&refe
Juri, Moulvibazar
Sylhet, 3251
✽↔✽ এডমিন ✽↔✽ আরাফাত হোসেন যোগাযোগঃ→ht
করেরপাড়া
Sylhet, 3100
এখানে সুলভ মুল্যে শ্রীশ্রীঠাকুরের বিভিন্ন ধরনের ছবি, বই, গানের ক্যাসেট, বানী ষ্টিকার পাওয়া যায়