Institute of Nuclear Medicine and Allied Sciences - INMAS , Sylhet
INMAS Sylhet is an ideal government service organization. It is a part of the Bangladesh Atomic Ener
Nuclear Medicine, Ultrasound imaging, Duplex study and Radioiodine therapy
গতকাল ছিল উদ্যমী তরুণ কর্মচারীদের দ্বারা ইনমাস সিলেটের ইফতার আয়োজন।
Completed training on Dual head SPECT-CT at INMAS, Sylhet from 29th January to 2nd February 2023. A successful training indeed.
সেবা সপ্তাহে ইনমাস সিলেটের র্যালি।
অনুপ্রেরণায় ছিলো প্রতিষ্ঠানের সব কর্মচারী।
গত ৩০/১২/২০২২ তারিখ ইনমাস সিলেট পরিবার মাধবকুণ্ড জলপ্রপাতে বার্ষিক বনভোজনে অংশ নেয়। এ যেন ক্লান্তি ভুলে নতুন ভাবে জেগে উঠা। ❣️
🏆বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে আরও একটা ফুটবল ফাইনাল হয়ে গেলো ইনমাস, সিলেট পরিবারে। এ শুধু খেলা নয় এ যেন আনন্দের এক মহা মিলন মেলা।
ধন্যবাদ ইনমাস পরিবারের সকল সদস্যকে।
মহান বিজয় দিবসের প্রথম প্রহর, ২০২২
ইনমাস সিলেট।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস( ইনমাস), সিলেট এর চিকিৎসা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে ৫/১২/২০২২ ইং তারিখে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে স্থির চিত্রে অংশগ্রহণ করেন..
ইনমাস সিলেটের অভ্যর্থনায় আরও একটা কাউন্টার এর উদ্ভোদন হলো।
সেবাগ্রহীতাদের সেবা সহজীকরনের জন্য আরও একটা প্রচেষ্টা।
গত ১৬-১১-২০২২ খ্রিঃ তারিখে ইনমাস, সিলেটের কনফারেন্স কক্ষে অত্র কেন্দ্রের শ্রদ্ধেয় পরিচালক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এপিএ কার্যক্রমের অংশ হিসেবে শুদ্ধাচার নৈতিকতার সাথে সম্পর্কিত " উদ্ভাবনী ধারণা শীর্ষক পুরষ্কার বিতরণী সভা"। এতে প্রথম স্থান অর্জন করেন অত্র প্রতিষ্ঠানের গবেষণাগার সহকারী মোবারক হোসেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ.....
" পরমাণু চিকিৎসা সেবা নিন-সুস্থ থাকুন " এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলায়েড সায়েন্সেস, সিলেটের শ্রদ্ধেয় পরিচালক মহোদয়ের নেতৃত্বে সেবা প্রদান প্রতিশ্রুতি ও সেবা সপ্তাহ উপলক্ষে ১৯-০৯-২০২২ খ্রি. তারিখে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে র্যালি.....
এবার বিরিয়ানি ভোজ।
উপলক্ষঃ ইনমাস পরিবারের সদস্যদের সন্তুষ্টি।
নতুন নিয়োগপ্রাপ্ত উদ্যমী কর্মচারীদের হাতে জব আইডি কার্ড তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়। সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ আহসান হাবীব, তত্ত্বাবধায়ক জনাবা কৈনাহান দেবী, জনাব মোঃ শাহজাহান ও আরো অনেকে।
বিগত ৩১ শে জুলাই সর্বাধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে। আনন্দে বিভোর তাই ইনমাস, সিলেট পরিবার।
চলছে জিলাপি উৎসব।
বিগত ২০/০৭/২০২২ ইং তারিখে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ইনমাস, সিলেটের সার্বিক কার্যক্রম ও যন্ত্রপাতি সমূহের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন সম্মানিত বাপশক- এর সদস্য, জীববিজ্ঞান, অধ্যাপক ডাঃ অশোক কুমার পাল মহোদয় ও পরিচালক, জীববিজ্ঞান, অধ্যাপক ডাঃ ফারিয়া নাসরিন মহোদয়। উক্ত পরিদর্শনে তাঁরা অত্র ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম ও ব্যাবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করেন এবং উদ্ভূত সমস্যাসমূহের সমাধানের ব্যাপারে গুরুত্বপূর্ণ মতামত দান করেন। এছাড়াও তাঁরা ইনস্টিটিউটের সকল চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইনস্টিটিউট তথা কমিশনের উত্তরোত্তর উন্নতির জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। ইনস্টিটিউটের পক্ষ হতে সম্মানিত পরিচালক, ডাঃ কামরুম নাহার তাঁদের ফুল দিয়ে সাদর অভ্যর্থনা জানান এবং পরবর্তীতে ইনস্টিটিউটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
গত ০৫ জুন, ২০২২ তারিখ সাভারে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় 'বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন' - এর তিন জন মেধাবী বিজ্ঞানীসহ মোট চার জন নিহত হওয়ায় আমরা ইনমাস, সিলেট পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংকটাপন্ন আহতদের আশু আরোগ্য কামনা করছি।
২৬ শে মার্চ। স্বাধীনতা দিবস।
লাল সবুজের সাজে ইনমাস সিলেট।
স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে ইনমাস সিলেট প্রাঙ্গনে কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 🇧🇩
তুমি জন্মেছিলে বলেই
জন্মেছিল দেশ।
মুজিব তোমার আরেক নাম
স্বাধীন বাংলাদেশ।
শুভ জন্মদিন জাতির পিতা।
ইনমাস সিলেটের ইনহাউজ প্রশিক্ষণে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছেন প্রতিষ্ঠানের হিসাব কর্মকর্তা (ভারঃ) জনাব মোঃ আব্দুল কাদের।
খিচুড়ি আর আম- আচারে ইনমাস সিলেটের একবেলা 🥰🥰
আলহামদুলিল্লাহ। ইনমাস সিলেটে সিটি স্ক্যান পরীক্ষার রিপোর্ট ডেলিভারি এখন হচ্ছে নতুন মোড়কে 🏆
International Women’s Day 🌼🌼🌼
প্রায় প্রতিদিন ইনমাস, সিলেটে আসে এমন সব বাচ্চা রোগী, যাদের চিকিৎসা সেবায় থাকে আমাদের মমতা আর আন্তরিকতার ছোঁয়া।
বুদ্ধি প্রতিবন্ধী একটা বাচ্চা 😪
রক্ত সংগ্রহ করতে গিয়ে সবাই ঘর্মাক্ত।
অবশেষে সফলতা ♥️
অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস🇧🇩
আলহামদুলিল্লাহ।
কোভিড ১৯ মহামারিকালীন জরুরী সেবা প্রদানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক ইনমাস সিলেটকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই বিশেষ অর্জনের জন্য ইনমাস সিলেট এর সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কে ধন্যবাদ জ্ঞাপন করছে, সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে সমস্ত সিলেট বাসির প্রতি।
আজ ৩০ জানুয়ারী ২০২২ রোজ রবিবার "সেবা সপ্তাহ" উপলক্ষে ইনমাস সিলেট-এ হেল্প ডেস্ক-এর মাধ্যমে চলছে তথ্য প্রদান কার্যক্রম।
On January 15th 2022 a certificate giving ceremony of "Operating Training On Advia Centaur XPT (Automated Immunoassay Analyzer)" held at INMAS, Sylhet auditorium. Honourable director of INMAS, Sylhet Asso. Prof. Dr. Kamrun Nahar presided over the ceremony.
Expert of PerkinElmer visited Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS), Sylhet on January 11, 2022. He gave operational training of WIZARD Gamma Counter 5 Detector.
Doctor, technical officer and technologists of INMAS, Sylhet were present there.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the practice
Telephone
Website
Address
Institute Of Nuclear Medicine And Allied Sciences
Sylhet
3100
Pathantula Road
Sylhet, 3100
Jalalabad Ragib-Rabeya Medical College and Hospital (Unofficial)
Dr. Ahmed Al-Kabir Shimantik Complex, Uposhohor Point
Sylhet, 3100
স্বল্প খরচে মানসম্মত, নিরাপদ ও সর্বাধুনিক চিকিৎসা সেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
Joynagar R/a,College Road,Sreemangal,Moulvibazar
Sylhet, 3210
��The Good Physician treats the disease, The Great Physician treats the patients who has the disease..��
Monorog Vobon, 80, Sagordighirpar, Bornomala Point Bagbari
Sylhet, 3100
Sylhet monorog hospital is a safe and caring institution for those in need of mental health treatmen
Anwara Shopping Complex(2nd Floor Of Jubair Motors), Uslapara, Kulaura, Moulvibazar, 3230
Sylhet
A nonprofit organization, founded in 1960.The purpose is to ensure quality eye care for all layers of our society.