উহিব্বুকি ফিল্লাহ
ধর্মীয় শিক্ষামূলক পেইজ
Telegram Channel:
https://t.me/uhibbuqqifillah
আল্লাহ কুরআন মাজীদ নাযিল করে যেমন যাবতীয় নির্দেশনা দান করেছেন, তেমনি মুহাম্মাদ ﷺ কে প্রেরণ করে কুরআন মাজীদের বাস্তব নমুনা তিনি মানবজাতির সামনে তুলে ধরেছেন। অতএব, সঠিক পন্থায় আল্লাহ তা'আলার পূর্ণাঙ্গ শরীয়াত অনুসরণের জন্য রসুল ﷺ এর আনুগত্য ও অনুকরণ অপরিহার্য। উম্মুল মুমিনীন আয়িশা রদ্বিয়াল্লাহু আনহা বলেন, ‘আল্লাহর রসূলের চরিত্র ছিল কুরআন’।*
*. মুসনাদু আহমাদ : ২৫৮১৩
বইঃ দৈনন্দিন জীবনে রসূলের সুন্নাহ
আপনি কি আপনার নামাজ নিয়ে চিন্তিত? আপনি কি নামাজের প্রয়োজনীয় সব মাসআলা জানেন? নামাজের দুআগুলো শুদ্ধভাবে পারেন?
যদি না পারেন তাহলে ৪০০০৳ মূল্যের আমাদের নামাজ শুদ্ধিকরণ কোর্সে মাত্র ৩০০টাকায় ভর্তি হোন আজই!
রেজিষ্ট্রেশন লিংক কমেন্টে।
কাদের জন্য এই কোর্স:
☞ যদি আপনি নামাজের সূরাগুলো শুদ্ধভাবে না পারেন
☞ যদি আপনি নামাজের দুআগুলো না জানেন
☞ যদি আপনার নামাজ নিয়ে সংশয় থাকে
☞ যদি আপনি নামাজের মাসআলা না জানেন
ক্লাস শুরু হবে ৯ই সেপ্টেম্বর, সোমবার থেকে...
দ্রুত নিজের আসনটি বুঝে নিতে এখনই রেজিষ্ট্রেশন করুন..
৯ই সেপ্টেম্বর ক্লাস শুরু, আর মাত্র ২ দিন আছে অফারের..
আমার পোস্ট দেখে রেজিষ্ট্রেশন করলে রেফারেন্স কোড হিসেবে Si112 দিতে ভুলবেন না যেন আখওয়াতি।
পেইজঃ Siraat Institute
আল্লহ প্রদত্ত একমাত্র শরীয়াহ হচ্ছে ইসলাম। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস, কর্ম থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, অর্থব্যবস্থা ও রাষ্ট্রনীতি সর্বক্ষেত্রেই রয়েছে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা।
বই: দৈনন্দিন জীবনে রসূলের সুন্নাহ
৯০% ছাড়ে নারীদের জন্য নামাজ শুদ্ধিকরণ কোর্সে ভর্তি চলছে। সর্বোচ্চ সিট সংখ্যা মাত্র ৩০টি!
নামাজ! নামাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা’র নৈকট্য অর্জনের সবচেয়ে উত্তম পন্থা। আচ্ছা বলুন তো বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে কখন পৌঁছায়? যখন সে সিজদাহ-তে যায়! বান্দা তখন তার মন উজাড় করে রাব্বুল আলামিনের কাছে হৃদয়ের কথা ব্যক্ত করে। তাই একজন নামাজে যত বেশি মনোযোগী হবে, সে আল্লাহর ততো নিকটে পৌঁছে যাবে, সুবহানআল্লাহ! তো বোন, আপনারও কী এখন ইচ্ছে করছে নিজের নামাজ ইমপ্রুভ করার পদক্ষেপ নিতে?
আপনার নামাজ ইমপ্রুভের সফর শুরু করতে পারেন আমাদের সাথে। সিরাত ইন্সটিটিউট থেকে থাকছে “ইম্প্রুভ মাই সালাত (নামাজ শুদ্ধিকরণ) কোর্স”। কোর্সটি নিয়ে আমরা আপনার সাথে থাকছি পূর্ণ মাস জুড়ে! কোর্সটির কিছু তথ্য নিচে দেওয়া হলো—
ভর্তি ফি: 1530 taka (স্পেশাল ডিস্কাউন্টে মাত্র ১৫০৳)
মাসিক ফি: ৮২০৳ (আর্লি বার্ড অফারে ৩১০৳)
টাকা পাঠানোর নাম্বার—(Only send money)
রেফারেন্সঃ Si112
বিকাশ: 01745360292
নগদ: 01745360292
রকেট: 01745360292 (4)
উপায়: 01745360292
কাদের জন্য এই কোর্স:
☞ যদি আপনি নামাজের সূরাগুলো শুদ্ধভাবে না পারেন
☞ যদি আপনি নামাজের দুআগুলো না জানেন
☞ যদি আপনার নামাজ নিয়ে সংশয় থাকে
☞ যদি আপনি নামাজের মাসআলা না জানেন
আগামী চারদিন রেজিষ্ট্রেশন করলেই পাচ্ছেন ৯০% ডিস্কাউন্ট
রাসুল (সা.) তাঁর ভাষণে বলেন, ‘আমি তোমাদের মধ্যে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা পথ হারাবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব।’ (মুসলিম : ২৮১৭)
আমরা অনেকেই তো চাই কুরআনকে অর্থ বুঝে পড়তে কিন্তু গ্রামার বা শব্দভাণ্ডার মুখস্থ না থাকার কারনে বারবার হতাশ হয়ে যাই। তাই আমাদের এবারের আয়োজন কিভাবে সহজ ভাবে কুরআনের অর্থ গুলো আয়ত্তে আনতে পারি।
যাদের স্বপ্ন কুরআনের অর্থ বুঝে পড়া তাদের জন্য এই ক্লাস।
☘️ শর্তাবলী ☘️
💥১. এটা তথাকথিত কোন ৩/৬ মাসের কোর্স না। এখানে আপনাকে মিনিমাম ২-৩ বছর সময় দিতে হবে। যাদের এই সবর থাকবে তারাই যুক্ত হবেন।
💥২. যারা অনেক কোর্স এর সাথে যুক্ত তাদেরকে এই ক্লাস এ যুক্ত না হওয়ার জন্য অনুরোধ করবো।
💥৩. সপ্তাহে দুইদিন ক্লাস অবশ্যই উপস্থিত থাকতে হবে।
💥৪. অবশ্যই আপনার একটা মহিমান্বিত কুরআন থাকা লাগবে বা কিনার সামর্থ্য থাকতে হবে।
💥৫. যারা করতে চাচ্ছেন এখানে জানান কয়েক লাইনের মধ্যে কি কারন বা কি ইচ্ছা। আমাদের গ্রুপ এর এডমিন আপনাদেরকে গ্রুপ লিংক পাঠাবে ইন শা আল্লাহ।।
💥৬. যারা আল্লাহর নামে ওয়াদাবদ্ধ যে মন থেকে ক্লাস গুলো করবেন শুধুমাত্র তারাই যুক্ত হবেন। অন্যথায় কারও হক নস্ট করবেন না।।
⏰ ক্লাস টাইম ⏰
রবি ও বৃহস্পতিবার মাগরিব এর পর
(কারণবশত সময় পরিবর্তন হতে পারে)
বি দ্র: সাদকায়ে জারিয়ার নিয়তে বেশি বেশি শেয়ার করুন ইন শা আল্লাহ। শুধুমাত্র বোনদের জন্য এবং এতে কোনো ফি নেই।
কখন বুঝবেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট?
যখন দেখবেন, সারাদিন খাওয়া-দাওয়া, গল্প-আড্ডা, ফেসবুক-টুইটার, ইউটিউব-টিকটক সবকিছুর জন্য সময় পাচ্ছেন; কিন্তু সারা দিন-রাত মিলিয়ে পাঁচটা পৃষ্ঠা কুরআন তিলাওয়াতের সময়-সুযোগ হচ্ছে না। ফরয নামাযের আগে সুন্নতে মুআক্কাদা পড়ার সময় পাওয়া যাচ্ছে না। প্রায়ই কয়েক রাকাত ছুটে যাচ্ছে, এমনকি মাঝেমধ্যে জামাত ছুটে যাচ্ছে।
তখনই বুঝবেন, আপনাকে ঢিল দেয়া হচ্ছে। আপনার রব আল্লাহ আপনার প্রতি খুবই অসন্তুষ্ট এবং নাখোশ হয়ে আছেন।
নিজের এরকম অবস্থা নিয়ে খুব ভয় করা এবং চিন্তিত হওয়া উচিৎ।
___উসামা সিরাজ
আমার নতুন মামীর খালাতো বোনের মেয়ে ইনায়া আজকে মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন। বয়স ২ বছরও হয়নি। পিচ্চি কি কিউট ছিল মা শা আল্লহ। কয়েকদিন আগে বাসায় আসছিল। টুনটুন করে সারাঘরে হেঁটে বেড়ালো। আমার মামাতো ভাই আরিব ওর বয়স ২ বছর। ইনায়া, আরিবকে আদর করার জন্য, জড়িয়ে ধরতে আসলে, চুমু দিতে আসলে আরিব ভয়ে আমার কোলে উঠে যেত। মেয়েটা আজকে ওর নানাবাড়ি ময়মনসিংহে এক্সিডেন্ট করে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। খুব মায়া লাগতেছে...
নাজানি ওর বাবা-মায়ের কি হালত! আল্লহ ওর পরিবারকে সবর করার তাওফিক দান করুন আমিন।
মানুষের লজ্জা হওয়া উচিত। দেশের এমন সংকটতম পরিস্থিতিতে তারা বার্থডে উইশ, বার্থডে পালন করা, কেক কাটা নিয়ে ব্যস্ত... ছিহ! এতটা নির্লজ্জ মানুষ! নিজে পানির নিচে ডুবো নাই তো... তাই মানুষের কষ্ট বুঝোনা। বিল্ডিং এর উপর তলায় বসে বসে আরাম করে পোস্ট দেও।
ধিক্কার জানাই!
"আবরার ফাহাদের ৫ জন হত্যাকারী জেলখানায় আমার পাশে ছিল। ওরা এখন সবাই কুরআনের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ।"
শায়খ জসিমউদ্দীন রহমানী হাফিজাহুল্লাহ
আয়নাঘর থেকে অনেক হুজুর বের হতে দেখেছি, কিন্তু একজন পুরোহিতকেও বের হতে দেখলাম না। আসলে সংখ্যালঘু কারা?
দেওয়ালে দেওয়ালে শুধু আরবি ক্যালিগ্রাফী না করে কিছু কুরআন সুন্নাহর বাণী লিখে দেওয়া যায়। এটা আরবি ক্যালিওগ্রাফী থেকেও বেশ ফলপ্রসূ হবে বলে আশাবাদী। তবে মাদ্রাসার শিক্ষার্থীদের নিপুণ হাতের কারুকার্যগুলো সত্যিই মনোমুগ্ধকর। আল্লাহ তায়া’লা তাদের মাঝে আরো ভরপুর প্রতিভা দান করেন।
মাও.মাহমুদুল হাসান গুনবী।
আমার মন চায় ইন্টারের পর ১ বছর প্রত্যেকটা ছেলে মিলিটারি ট্রেনিং করুক। এরপর এডমিশন টেস্ট দিবে।
আর এসএসসির পর ২ মাস প্রত্যেকটা মেয়ে ২ মাস কারাতে বা লাঠি চালানো শিখবে (সেল্ফ ডিফেন্স)। রাইফেলও শিখবে।
শামসুল আরিফিন শক্তি
বুবুজান এমন দেশে পলাইলো যে দেশে ১৫ আগষ্ট স্বাধীনতা দিবস।
আমি ব্যথা পেয়ে কাঁদি আর জখম দেখে হাসি।
হৃদয় ক্ষতবিক্ষত করা মানুষগুলো—সবাই বুকপাঁজরের প্রতিবেশি।
~আদিব সালেহ।
#উহিব্বুকি_ফিল্লাহ
বলো, তোমরা আল্লহ ও তাঁর রসূলের আনুগত্য করো। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লহ কাফিরদেরকে ভালোবাসেন না।
সূরা আল-ইমরনঃ৩২
সূরা কাহফ সম্পূর্ণ তিলাওয়াত
দুরুদ
ইস্তিগফার
বেশি বেশি দুয়া
#জুমুআ_রিমাইন্ডার
যারা কুটুমুটু সুন্দর হিজাব বানিয়ে নিতে চান তাদের জন্য Safwah। এই পেইজে আপনারা পেয়ে যাবেন স্বলাত হিজাব, নিক্বাবসহ খিমার, কাস্টমাইজড করে নিতে পারবেন। চাইলে ড্রেসও বানিয়ে নিতে পারবেন।
আপুর বানানো কিছু কাজ ছবিতে...
মা শা আল্লহু লা ক্বুউয়্যাতা ইল্লা বিল্লাহ
ঢাকায় শিলাবৃষ্টি
লা ইলাহা ইল্লা আংতা সুবহা'নাকা ইন্নি কুংতু মিনায যলিমিন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারতের এই তরীকা বলেছেন যে, কেউ যখন কবরস্থানে যায়, তো কবরবাসীদের যেন এ বলে সালাম দেয়-
السلام عليكم دار قوم مؤمنين، أنتم لنا فرط ونحن لكم تبع، وإنا إن شاء الله بكم لاحقون، نسأل الله لنا ولكم العافية.
অর্থ : হে মুমিনদের বসতি! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের পূর্বসূরী আর আমরা তোমাদের উত্তরসূরী। আর ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে যুক্ত হব। আমরা আল্লাহর কাছে আফিয়াত চাই। আমাদেরও জন্য এবং তোমাদেরও জন্য।
-মুসলিম ১/৩১৩,৩১৪; সুনানে নাসায়ী ১/২২২; মুসনাদে আহমাদ, হাদীস ২২৯৮৫
এরপর কবরবাসীর জন্য মাগফিরাতের দুআ করবে এবং কিছু পড়ে ঈসালে ছওয়াব করবে।
হাদীসে কিছু কিছু সূরার কিছু বিশেষ ফযীলতও উল্লেখিত হয়েছে। তেমনি দরূদ শরীফেরও ফযীলত এসেছে। তো দরূদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসী, সূরা ইখলাস এবং আরো যেসব সূরা ইচ্ছা পড়ে ঈসালে ছওয়াব করবে। ওখানের দুআ হয়তো হাত না উঠিয়ে করবে অথবা কবরের দিকে পিঠ দিয়ে কিবলামুখী হয়ে করবে।
-ফাতাওয়ায়ে আলমগীরী খ. ৫ পৃ. ৩৫০ কিতাবুল কারাহিয়্যা
#উহিব্বুকি_ফিল্লাহ
পড়ুন - সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🌸💚
‘‘নিশ্চয়ই সালাত নির্ধারিত সময়ে আদায় করা মু’মিনদের উপর ফার্য (ফরয)।’’ (সূরাহ্ আন-নিসা ৪/১০৩)
ইবনু শিহাব (রহ.) হতে বর্ণিত। ‘উমার ইবনু ‘আবদুল ‘আযীয (রহ.) একদা কোন এক সালাত আদায়ে বিলম্ব করলেন। তখন ‘উরওয়াহ ইবনু যুবায়র (রাযি.) তাঁর নিকট গেলেন এবং তাঁর নিকট বর্ণনা করলেন যে, ইরাকে অবস্থানকালে মুগীরাহ ইবনু শু‘বাহ (রাযি.) একদা এক সালাত আদায়ে বিলম্ব করেছিলেন। ফলে আবূ মাস‘ঊদ আনসারী (রাযি.) তাঁর নিকট গিয়ে বললেন, হে মুগীরাহ! একী? তুমি কি অবগত নও যে, জিব্রীল (‘আ.) অবতরণ করে সালাত আদায় করলেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন। আবার তিনি সালাত আদায় করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন। পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন। আবার তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন। পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাত আদায় করলেন। অতঃপর জিব্রীল (‘আ.) বললেন, আমি এজন্য আদিষ্ট হয়েছি। ‘উমার (ইবনু ‘আবদুল ‘আযীয) (রহ.) ‘উরওয়াহ (রহ.)-কে বললেন, ‘‘তুমি যা রিওয়ায়াত করছ তা একটু ভেবে দেখ। জিব্রীলই কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য সালাতের ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছিলেন?’’ ‘উরওয়াহ (রহ.) বললেন, বাশীর ইবনু আবূ মাস‘ঊদ (রহ.) তার পিতা হতে এমনই বর্ণনা করতেন।
-সহিহ বুখারী (৫২১)
রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে যেনো সারা বছর রোজা রাখলো।
-সহীহ মুসলিম:১১৬৪
একদা ইবরাহীম বিন আদহাম বসরার বাজার দিয়ে যাওয়ার পথে লোকজন তাকে ঘিরে ধরলো। তারা তাঁকে জিজ্ঞেস করল, হে আবু ইসহাক! আমাদের কী হয়েছে যে, আমরা দু'আ করি কিন্তু দু'আ কবুল হয় না? তিনি বললেন, এর কারণ তোমাদের অন্তরগুলো মরে গেছে দশটি কারণে। সেগুলো হল:
১| তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তাঁর হক আদায় করো নি।
২| তোমরা বলে থাকো যে, তোমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালবাসো কিন্তু তার সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছো।
৩| তোমরা কুরআন পাঠ করেছো কিন্তু তদনুযায়ী আমল করো নি।
৪| তোমরা আল্লাহর নিয়ামত খেয়েছো কিন্তু তার শুকরিয়া আদায় করো নি।
৫| তোমরা বলেছো যে, শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছো।
৬| তোমরা স্বীকৃতি দিয়েছো যে, জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করো নি।
৭| তোমরা স্বীকৃতি দিয়েছো যে, জাহান্নাম সত্য কিন্তু তা থেকে পলায়ন করো নি।
৮| তোমরা স্বীকার করেছো যে, মৃত্যু অবধারিত সত্য। কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করো নি।
৯| ঘুম থেকে জেগেই তোমরা অন্যের দোষ-ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছো কিন্তু নিজেদের দোষের কথা ভুলে গেছো।
১০| তোমরা তোমাদের মৃতদের দাফন করেছো কিন্তু তাদের থেকে শিক্ষা নাও নি।
সূত্রঃ হিলয়াতুল আওলিয়া ১৫/৮-১৬, তাফসীর কুরতুবী ২/২০৮।
~সংগৃহীত।🤍🌸
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the place of worship
Telephone
Website
Address
Sylhet
Umair Gaon, Shiber Bazar, Jalalabad, Sadar
Sylhet, 3100
Eid is best way for brotherhood.
Sylhet
Un lugar donde conocer la Misión que la Diócesis de Ibarra-Ecuador lleva a cabo en la Diócesis de Syl
Sylhet, 3171
Welcome To ISLAM, Welcome To Peace! Spreading The Message Of Love & Peace. Subscribe our YouTube channel � Practices Of Islam - Bangla �
Sylhet
এটি একটি ইসলামিক পেজ। আপনারা এই পেজে লাইক এবং আপনাদের ফ্রেন্ডদেরকে ইনবাইট করুন।