Shima's Kitchen With Blog's
Hi i am Shima.I am a Housewife. I like to cooking. Please follow my page and support me.
এগুলো কি নাম না জানা আমি। সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের বানিয়ে দিয়েছিলাম। ওরা সোনামুখ করে খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। উপাদান ছিল ( ময়দা,ডিম, দুধ,চিনি, লবন,আর ডুবো তেলে ভাজা)
১০০ এর মধ্যে দেখি কে কত পাও।
হায়রে মানুষ, এত ছলনার কি প্রয়োজন?
বাচ্চাদের অনুরোধে বানিয়ে দিলাম, কাঁচা কলার চিপস ও মুসুরি ডালের পিয়াজু।
যারা নতুন পেইজ খুলেছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ( রেসিপি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী দূরুস কুররা। # # viral video # # Foryou #
আমরা যদি একে অন্যকে সাহায্য করি, তাহলে আমাদের সফলতা আটকায় কে? আসুন মনের মধ্যে হিংসা বিদ্বেষ না রেখে, একে অন্যকে সাপোর্ট করি সহযোগিতা করি।
ছুটির দিনের রেসিপি। বিরুইন চাউলর আখনি ( বিন্নি চালের আখনি। # # # viral video
শুভ সন্ধ্যা, একটু লেইট হয়ে গেলো।( দুঃখিত)
কারো লাগবে কি? লাগলে বলো বাড়িতে পার্সেল পাঠানো হবে। # # #
এভাবে কি কখনো নারিকেল ভেঙেছিলেন। অথবা কখনো কি ভাঙতে পারবেন।
রাতের খাবার আলহামদুলিল্লাহ। রুই মাছ ভুনা, ও রুই মাছ দিয়ে আমড়ার টক। সাথে ছিল পেঁপে আর গাজর ভাজি। # # #
নিজের হাতে বানানো সিঙ্গাড়া।
হাঁসের মাংস খেতে যতটা না মজা। তার প্রসেসিংটা ঠিক ততোটাই সাজা।মেহমানদের জন্য সামান্য রান্না।
অনেকদিন পর সম্পূর্ণ নতুন একটা রেসিপি দিলাম। মোচার ভেতর এর কলার রেসিপি # # # viral video
কার,কার পছন্দ বলে ফেলো।মারা ছোট মাছ আর ছোট ছোট আমড়া দিয়ে টক। # #
ঘরের পালিত দেশী মুরগি আর ডিমের, অসাধারণ একটা রেসিপি। # # #
কার কার পছন্দ মুরগির ঠ্যাং।
বৃষ্টির দিনের ভিডিও। সাথে খিচুড়ি, পিয়াজু, ছোলা ভোনা,।বৃষ্টি আর খিচুড়ি দারুণ একটা কম্বিনেশন। # # #
নিজেদের গাছের পাকা আম।
খাবার যাইহোক, আমার মনেহয় পরিবেশনটাই আসল জিনিস। ছবিতে সাধারণ ভাত ভাজা।এরমধ্যে দিয়ে দিয়েছি পু্ঁইশাক,কলমিশাক, আলু,মশুরের ডাল।সবগুলো উপকরণ দিয়ে রান্না করলাম দারুণ মজার একটি রেসিপি। খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে।
হাঁসের মাংস আমার অনেক প্রিয় একটা খাবার। খেতে যেমন মজা তার প্রসেসিংটা এতো ইজি না।তাই খাওয়ার সাহস করতে পারছিলাম না।আজ ফাইনালি সাহস করেই ফেললাম। নিজের ঘরের পালিত হাঁসটা জবাই করে ফেললাম। খারাপ লাগতেছে ওর ভিতরের ডিম গুলো দেখে।যাইহোক ডিমওয়ালা হাঁসগুলো খেতে কিন্তু দারুণ মজা।
আম ভর্তা।
প্রতিবাদটা হোক এভাবে। ( একটি ব্যতিক্রমধম্ী পোস্ট) বর্তমানে আমাদের সিলেটিদের ইফতারি প্রথা নিয়ে ফেসবুকে বা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। আমি ও এই প্রথার বিপক্ষে। সবসময় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতারি পাটানো হয়।তারপর ও অনেক সময় দেখা যায় ছেলের বাড়ির লোকেদের মন পাওয়া যায় না। আমার কথা হচ্ছে, ছেলের বাবা, মা ছেলেকে কষ্ট করে মানুষ করেছেন। তাহলে মেয়ের বাবা-মা কি মেয়েকে অনলাইন থেকে অর্ডার করে এনেছেন? ছেলের বাবা মায়ের যদি ইফতারি খাওয়ার অধিকার থাকে, তাহলে অবশ্যই মেয়ের বাবা-মায়েরও ইফতারি খাওয়ার অধিকার থাকা উচিত। এজন্য এ কথা চিন্তা করে আজ আমি আমার মায়ের জন্য ইফতারি নিয়ে গেলাম। এখানে আমার হাসবেন্ডের পূর্ণ সাপোর্ট ছিল। এবং সমস্ত বাজার উনি করেছিলেন কি কি কিনতে হবে সব কিনেছিলেন। আমি মনে করি সমাজের সব ছেলেদের এরকম মন-মানসিকতা হওয়া উচিত। শুধু হাত পেতে শ্বশুরবাড়িতে ইফতারি না খেয়ে শ্বশুর-শাশুড়ির জন্য এরকম ইফতারি নিয়ে যাওয়া উচিত। তাহলে অন্তত নিজের উঁচু মন-মানসিকতার প্রকাশ পাবে। হ্যাঁ অবশ্যই এখানে ঘরের বউদেরও দায়িত্ব রয়েছে যেমন, শ্বশুরবাড়ি শশুর শাশুড়ি এবং আত্মীয় স্বজনের মন জয় করে নিতে হবে। আমার লেখাটা কারো খারাপ লাগতে পারে তাই আপনাদের বলছি যদি খারাপ লাগে তাহলে ইগ্নোর করবেন। বাজে মন্তব্য করে নিজের নিচু মন মানসিকতার পরিচয় দিবেন না। ( ছবির এই রান্নাগুলো আজ আমি নিজের হাতে রান্না করে মায়ের জন্য নিয়ে গিয়েছি।আমি মনে করি ইফতারির প্রথার বিরুদ্ধে এটাই আমার সবচেয়ে বড় প্রতিবাদ।) কষ্ট করে পোস্টটা পড়ার জন্য ধন্যবাদ।
প্রতিদিন সেহরির জন্য রান্না করতে ভালো লাগেনা।তা ও আবার দুই জনের জন্য সামান্য পরিমাণ রান্না। তাই একসাথে রান্না করে এভাবে বক্স এ করে রেখে দিলাম। শুধু বাহির করে গরম করে খাবো।
আলহামদুলিল্লাহ গতকালের ইফতার ছিলো। ভাজাপোড়া খাওয়ার মধ্যেখানে হটাৎ ভাত, ভালোই লাগে। আইটেম হলো, ভাত,নালিয়া শাক,পুঁইশাক, আলু+ বেগুনের শুটকি শিরা।পিয়াজু,কিরা,একটি দেশি মুরগির ডিম।
আজকে আবার রান্না করলাম, আমের টক।আমের টকটা সেহরিতে খেতে এতো ভালো লাগে।যারা সেহরির সময় একদম খেতে পারেন না তারা একবার ট্রাই করতে পারেন। ( ছবিতে, পাংগাশ মাছ দিয়ে আমের টক আর পাবদা মাছের ঝোল)।
আজ মেহমানদের জন্য সামান্য কিছু ইফতারের আয়োজন। # # #
গতরাত্রের সেহরির আয়োজন ছিলো, কৈ মাছের ঝোল, আর গাছের ছোট ছোট আমের টক।
( একটি শিক্ষনীয় পোস্ট।) আশা করি সবাই ভালো ভাবে পোস্ট টা পড়ে, লাইক,কমেন্ট, এবং ভালো লাগলে সেয়ার করবেন। আমার ছেলে তাহমিদ। ওর বয়স ৮ বছর। গতবছর কোরবানি ঈদেরদিন ও বলে ওঠে আগামী বছর আমি নিজের টাকায় কোরবানি দেবো।আমরা ওর কথা এতোটা আমলে নেইনি,কারণ বাচ্চা মানুষ, কি বলতে কি বলেছে। তারপর ও একটা প্লাস্টিকের ব্যাংক কিনে।ওটাতে ওর সাধ্যমতো টাকা জমাতে থাকে। ওর টিফিনের টাকা, কোন আত্মীয় স্বজন টাকা দিলে সেই টাকা, এমনকি ঘরের অপ্রয়োজনীয় জিনিস, প্লাস্টিকের, ওর পুরনো বই,খাতা এগুলো ভাঙ্গাড়ি ওয়ালার কাছে বিক্রি করে সেই টাকা ওর ব্যাংকে জমা রাখে।পহেলা রমজানের আগের দিন ও বলে আমার ব্যাংক কেটে দেখবো কতো টাকা জমা হয়েছে। যেই ভাবা সেই কাজ, ওর ব্যাংক কেটে আমিতো অবাক, ১০,০০০. দশ হাজার ১০ টাকা জমা হয়েছে। অবশ্য ওর অজান্তে আমি ও মাঝে মধ্যে টাকা রাখতাম। ব্যাংক কাটার পর ওর কি খুশি, এতো টাকা জমা হয়েগেছে।এখন ওর টাকা গুলো আমার কাছে জামানত হিসেবে আছে। অবশ্য ও আবার নতুন ব্যাংক কিনতে ভুলেনি।কোরবানির ঈদের আগ পর্যন্ত টাকা জমানোর জন্য। ভিডিও তে যে লাল ব্যাংক টি দেখতে পাচ্ছেন ওটা ওর নতুন ব্যাংক। এরকম একটা মনমানসিকতার ছেলের মা হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।যে বয়সে বাচ্চারা টাকা জমায়,খেলনা কপনার জন্য, বা সাইকেল কেনার জন্য,।সেই বয়সে আমার ছেলে তাহমিদ টাকা জমিয়েছে এমন একটি মহৎ ও ত্যাগের কাজের জন্য। মা হিসেবে আমি আমার ছেলেকে স্যালুট জানাই।( এতোটা কষ্ট করে পোস্ট টা পড়ার জন্য ধন্যবাদ।) সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
ইফতারে রাখতে পারেন ( যারা ইফতারে ভাত খান) মিষ্টি কুমড়ার খোসা দিয়ে দারুণ একটা ভর্তা রেসিপি। স্বাস্থ্য সম্মত ও ভিটামিন-এ ভরপুর। # #
আলহামদুলিল্লাহ। আজকের ইফতার। আমাদের সিলেটিদের ইফতার এমনি হয়।
একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।আমড়ার বউলর টেংগা( আমড়ার মুকুলের টক) রেসিপি।
নতুন একটি রেসিপি আবিষ্কার করলাম। আশাকরি সবার ভালো লাগবে। video
সারাদিন রোজা রাখার পর, এরকম সাজানো গোছানো, এক প্লেইট ইফতার আসলেই মন ভরে যায়।যদিও সিলেটি হিসেবে এই প্লেইটে অনেক কিছুর ঘাটতি ছিলো। তারপর ও আলহামদুলিল্লাহ। ( গতকাল এর শবেবরাত এর রোজার ইফতার।)
আমার দীর্ঘ এক মাসের ব্যস্ততার কারণ তুলে ধরলাম। সবাই দোয়া করবেন। #
আলহামদুলিল্লাহ। দীর্ঘ ১ মাসের ব্যস্ততার পর আবার আমার প্রিয় পেইজে, একটিভ হলাম।
শীতের সকালে নিজের খেত থেকে, কুমড়া পেড়ে, মুরগির মাংস দিয়ে রান্না করলাম।
নিজের খেতের শিমের বিচি, আর সাথে আমাদের পুকুরের কৈ মাছ দিয়ে দারুণ মজার একটি রেসিপি # viral video
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Address
South Surma
Sylhet
3100
Sylhet, 3100
এই পেইজটিতে যাবতীয় রান্না-বান্না, সুন্দর সুন্দর ভিডিও, ছবি দেখতে পাবেন।
House No. 07, Lane No. 02, Housing Estate, Amberkhana
Sylhet, 3100
Tasty, Hygienic & Quality snacks and cakes we serve direct from home to You.