Bangladesh Islami ChhatraShibir -Golapgonj upazila
Nearby non profit organizations
3253
3100
3100
3100
3100
Zakigonj
3100
3114
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Islami ChhatraShibir -Golapgonj upazila, Youth Organization, Golapgonj Sylhet, Sylhet.
ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর বিক্ষোভ মিছিল ও সমাবেশের স্থিরচিত্র।
ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আমাদের দাবিসমূহ :
১। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
২। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম পরোয়ার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খান, সেলিম উদ্দীন, মানবাধিকার কর্মী আদিলুর রহমানসহ সকল আলেম ওলামা, ছাত্রনেতা ও বিরোধী দলীয় নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছাত্রশিবিরের গুম হওয়া ৫ জন নেতাকর্মীসহ সারাদেশে গুম হওয়া সকলকে ফিরিয়ে দিতে হবে। এ ছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে।
৩। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশের অফিসসমূহ দ্রুত সময়ের মধ্যে খুলে দিতে হবে। সেই সাথে ছাত্রসংগঠন হিসেবে সকল রাজনৈতিক ও ছাত্রবান্ধব কর্মসূচি নির্বিঘ্নে পালনের সুযোগ দিতে হবে।
৪। দেশের ক্যাম্পাসগুলোতে সকল ছাত্র সংগঠনের সহ-অবস্থান নিশ্চিত করা ও ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে ছাত্র রাজনীতির সুস্থ ধারা চালু করতে হবে। সেই সঙ্গে ক্যাম্পাসে অবস্থানরত সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ক্যাম্পাসসমূহকে নিরাপদ করতে হবে।
৫। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ বাতিল করে নৈতিকতাসমৃদ্ধ, কারিগরি ও বাস্তবমুখী শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, যেখানে সকল পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক থাকবে। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার ও উন্নত করে আরও যুগোপযোগী করতে হবে।
৬। শিক্ষার সকল পর্যায়ে অর্থাৎ প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশুদের অবৈতনিক শিক্ষা দান নিশ্চিত করতে হবে। সেই সাথে কাগজ-কলমসহ সকল প্রকার শিক্ষা উপকরণের মূল্য হ্রাস করতে হবে।
৭। দেশের মোট বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দিতে হবে এবং শিক্ষা বাজেটের এক-চতুর্থাংশ গবেষণায় ব্যয় নিশ্চিত করতে হবে। সেই সাথে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকারী ভ্যাট হ্রাস করতে হবে।
➤"কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৩"
এর ফরম সংগ্রহ করছেন শিক্ষার্থীদের একাংশ।
☞আপনিও সংগ্রহ করুন।
➤৪র্থ- ১০ম শ্রেনী পর্যন্ত (স্কুল ও মাদ্রাসা )
আর অংশগ্রহণ করুন সিলেটের সর্ববৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা(কিশোরকণ্ঠ মেধাবৃত্তি-২০২৩ এ)
☞অনলাইন রেজিষ্ট্রেশন করতে ভিজিট করুন
https://www.kishorkanthasylhet.org/britti_রেজিস্ট্রেশান
➤যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: 01752831184
"আওয়ামী জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি জনতার মুক্তি নিশ্চিত করার জন্য ছাত্রশিবিরের কর্মীরা বলিষ্ঠ ভূমিকা পালন করবে।"
—রাজিবুর রহমান
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
⇲ সিরাতুন্নবি ﷺ উপলক্ষ্যে আমাদের কর্মসূচি ⇱
● সিরাতুন্নবি ﷺ উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি।
● সিরাতুন্নবি ﷺ এর উপর সিম্পোজিয়াম ও সেমিনার।
● নাতে রাসূল ﷺ সন্ধ্যা।
● হামদ ও নাতে রাসূল ﷺ প্রতিযোগিতা।
● সিরাতুন্নবি ﷺ এর উপর কুইজ ও রচনা প্রতিযোগিতা।
● সিরাত পাঠ প্রতিযোগিতা।
● ক্বিরাত প্রতিযোগিতা।
● সিরাত বুকলেট বিতরণ ও দেয়ালিকা প্রকাশ।
● সিরাত গ্রন্থ, কালিমা ও মাসনুন দু'আর স্টিকার বিতরণ।
● সিরাতুন্নবী ﷺ উপলক্ষ্যে তাফসির মাহফিল।
আমরা গড়বো সোনার স্বদেশ
আনবো প্রভাত আলো
আমরা আনবো ন্যায়ের সমাজ
কাটিয়ে আঁধার কালো।
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ থানা শাখার এস,এস,সি/ দাখিল জিপিএ ৫ ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৩ অনুষ্ঠান সম্পন্ন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সম্মানিত সভাপতি জনাব, নাজমুল হাসান শিকদার।
আমরা মনে করি, দেশের ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ সকল দলের সমন্বয়ে ছাত্র ঐক্য গঠনের প্রয়োজনীয়তা ইতোমধ্যেই উপলব্ধি করেছেন। এখন দ্রুততার সাথে এটি বাস্তবায়ন জরুরি। অবৈধ স্বৈরাচারী সরকারকে বিদায় করে জনগণের মুক্তি নিশ্চিত করতে শান্তিপূর্ণ গণআন্দোলন গড়ে তুলতে ছাত্রশিবির প্রস্তুত রয়েছে। পাশাপাশি এই জুলুমবাজ সরকারের বিরুদ্ধে যারাই ভূমিকা রাখবেন সকলের প্রতি আকুণ্ঠ সমর্থন থাকবে। সকল ছাত্রসংগঠনের সাথে ছাত্রশিবির অতীতের মতো এবারও স্বৈরাচার বিদায় করতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।"
জাতীয় সংকট মোকাবিলায় সকল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনে ছাত্রশিবিরের আহ্বান
আওয়ামী জা/লি/ম সরকারের পতন নিশ্চিতকরণ ও নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয় সংকট মোকাবেলায় সকল ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ শনিবার, ২৬ আগস্ট ২০২৩ তারিখে ছাত্রশিবিরের সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম এক বিবৃতিতে এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, "বাংলাদেশের ক্রান্তিলগ্নে ছাত্রসংগঠনসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ হাতে হাত রেখে আন্দোলন করেছে। তারই ধারাবাহিকতায় এবারও দেশের জনগণ জু/লু/ম/বা/জ আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে ছাত্রসংগঠনসমূহের ভূমিকার দিকে তাকিয়ে রয়েছে।
গত ১৫ বছর ধরে আওয়ামী জা/লে/ম সরকার এদেশের বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়ে মানুষের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছে। অসংখ্য বিরোধী দলীয় নেতা, আলেম-ওলামা, সাধারণ মানুষকে নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেলে পাঠিয়েছে। ইসলামী ছাত্রশিবিরসহ সরকার বিরোধী সকল ছাত্রসংগঠনের অসংখ্য নেতা-কর্মীকে গু/ম, খু/ন, নি/র্যা/ত/ন করেছে। আওয়ামী লীগ সরকারের এই জু/লু/ম-নি/পী/ড়/নে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ এ সরকারের বিদায়ের অপেক্ষার প্রহর গুনছে। অপরদিকে এই অবৈধ ফ্যা/সি/বা/দী আওয়ামী সরকারও তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে সর্বগ্রাসী ষ/ড়/য/ন্ত্র চালিয়ে যাচ্ছে। এ চরম মুহূর্তে জনতার পাশাপাশি সকল ছাত্রসংগঠনকে একতাবদ্ধ হয়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা গঠনের আন্দোলনে শামিল হওয়া জরুরি।"
ছাত্রসংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, "আজ জাতির কাছে স্পষ্ট—ছাত্রলীগ একটি স/ন্ত্রা/সী সংগঠন। এ স/ন্ত্রা/সী সংগঠন সারাদেশে নৈরাজ্য চালিয়ে আওয়ামী লীগ সরকারের লাঠিয়াল বাহিনী হয়ে কাজ করছে। এ মুহূর্তে সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় স্বার্থ ও সংকটের প্রতি খেয়াল রেখে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমাদের মাঝে বিভেদ থাকলে অবৈধ সরকার তার সুযোগ নেবে এবং আবার ক্ষমতার মসনদে বসে এদেশের মানুষের ওপর জু/লু/মে/র স্টিমরোলার চালাবে!
এ অবস্থা পরিবর্তনে ঐক্যবদ্ধ দুর্বার গণআন্দোলনের বিকল্প নেই। আর বাস্তবতা হলো—ছাত্রসমাজের অগ্রণী ভূমিকা পালন ছাড়া স্বৈ/রা/চা/র/কে কখনো হটানো যায়নি। আগেও
আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হওয়া হাফেজ রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ, আর্থিক সহযোগিতা প্রদান ও কবর জিয়ারত করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান।
💝🔥
যে কর্মী জানে নাকো হতাশা
দূরে ঠেলে নিরাশার কুয়াশা
জিহাদের ময়দানে তৎপর অবিরাম
নির্ভীক বিপ্লবী মহাবীর
আজ শুধু প্রয়োজন সেই কর্মীর
~কবি মতিউর রহমান মল্লিক
( ১ মার্চ ১৯৫০- ১২ আগষ্ট ২০১০)
আলহামদুলিল্লাহ।
ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পূর্ব সাথী শাখার (একাংশের) এসএসসি ও দাখিল'২৩ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন।
⋙ জাতীয় শিক্ষাক্রম ২০২০ নিয়ে ছাত্রশিবিরের ১৭ দফা প্রস্তাবনা ⋘
প্রস্তাবনা - ১ :
"শতকরা ৯০ ভাগ মুসলমানের এই দেশে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তিদের সম্মিলনে শিক্ষা কমিশন গঠন করে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ঈমান-আকিদা মূল্যবোধের আলোকে শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।"
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির "প্রশ্নবিদ্ধ শিক্ষাক্রম : জাতি ধ্বংসের হাতিয়ার" শীর্ষক একটি বুকলেট প্রকাশ করেছে।
বুকলেটটিতে কেন্দ্রীয় সভাপতির বক্তব্য শুরুতে সন্নিবেশিত করে এরপর যথাক্রমে ক) ভূমিকা, খ) জাতীয় শিক্ষাক্রম ২০২০ এর ভয়ানক কিছু দিক ও গ) জাতীয় শিক্ষাক্রম ২০২০ নিয়ে ছাত্রশিবিরের প্রস্তাবনা এই তিনটি অধ্যায়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতির বক্তব্যের মধ্যে স্বাধীন বাংলাদেশের শিক্ষাব্যবস্থা মূলত এখনো ঔপনিবেশিক শাসনের বেড়াজালে আবদ্ধ বলে বর্ণনা করেছেন; শিক্ষাব্যবস্থা নিয়ে সরকার ও নাস্তিক্যবাদীদের কূট ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন। এছাড়াও দেশ বাঁচাতে, আগামী প্রজন্মকে বাঁচাতে সচেতন নাগরিকদের প্রতি এগিয়ে আসার আহ্বান ব্যক্ত করেছেন।
ভূমিকার মধ্যে উপমহাদেশে শিক্ষাব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাসের পর্যালোচনা করা হয়েছে। শিক্ষাব্যবস্থার কিছু মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ নতুন শিক্ষাক্রম নিয়েও বিস্তারিত পর্যালোচনা পেশ করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ২০২০ এর ভয়ানক দিকগুলো তুলে ধরতে গিয়ে ধর্মীয় শিক্ষাকে সংকীর্ণ করে ফেলা ও শিক্ষার্থীদের ধর্মবিমুখ করে গড়ে তুলছে এই শিক্ষাক্রম। এই শিক্ষাক্রম ইসলামবিমুখ জাতি গড়ে তুলতে সহায়ক এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্বহীন মর্মে আলোচনা এসেছে। এছাড়া এই শিক্ষাক্রম আবহমান বাংলার সংস্কৃতির সাথে অসংগতিপূর্ণ তা তুলে ধরা হয়েছে।
সবশেষে সচেতন ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে ছাত্রশিবির ১৭ দফা প্রস্তাবনা পেশ করেছে যা দেশ ও দেশের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখন বাস্তবায়ন অতি জরুরী।
কাভার সহ মোট ৩৮ পৃষ্ঠার বুকলেটটি জাতির এই ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।
সিলেটে ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী (র.)।
সাল-২০১০
কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লার "জীবন ও কর্ম" শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এইচএসসি, আলিম ও সমমান পরিক্ষা' ২৩-এ অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি
➤ জুলাই ২০২৩
কল্যাণ্মুখী রাষ্ট্র গঠনে ইসলামী শিক্ষাব্যবস্থার বিকল্প নাই ।
১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখা।
✊✌️
বৃক্ষরোপণ অভিযান ২০২৩
(২৫ জুন থেকে ১০ আগস্ট)
"পরিবেশ বন্ধু অ্যাওয়ার্ড"
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত 'বৃক্ষরোপণ অভিযান ২০২৩' উপলক্ষ্যে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ বৃক্ষরোপণকারী ১০ জন জনশক্তিকে পরিবেশ বন্ধু অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
শর্তসমূহ :
- আপনার রোপণ করা চারাগাছগুলো অবশ্যই কেন্দ্র ঘোষিত সময়ের মধ্যে হতে হবে।
- চারাগাছের বিস্তারিত তালিকা পাঠাবেন (গাছের নাম ও সংখ্যাসহ)।
- আপনার তালিকা অনুযায়ী গাছের ছবি বা ভিডিও ডকুমেন্টরি পাঠাতে হবে।
⇛ছবি ও ভিডিও ডকুমেন্টরি পাঠানোর ঠিকানা : [email protected] (ই-মেইল) অথবা http://t.me/Publicity22 ( টেলিগ্রাম)
পুরস্কারসমূহ :
- ১ম পুরস্কার : সম্মাননা ক্রেস্ট, ১০ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং ১০০টি গাছের চারা।
- ২য় পুরস্কার : সম্মাননা ক্রেস্ট, ৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং ৫০টি গাছের চারা।
- ৩য় পুরস্কার : সম্মাননা ক্রেস্ট, ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং ২০টি গাছের চারা
- ৪র্থ-১০ম পুরস্কার : সম্মাননা ক্রেস্ট এবং ২০টি গাছের চারা।
এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ সকল কৃতি শিক্ষার্থীকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
❝শিক্ষা মানুষকে আলোকিত করে
আর আলোকিত মানুষ আঁধারকে ভয় পায় না।❞
Shibir Online Library - শিবির অনলাইন লাইব্রেরি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযান'২৩ পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা।
১৪৪৫ হিজরী নববর্ষের শুভেচ্ছা
◊ এসএসসি, দাখিল ও সমমান ফলপ্রার্থীদের নিয়ে জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩ ◊
এসএসসি, দাখিল ও সমমান ফলপ্রার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করছে জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৩। এসএসসি পরীক্ষার পর দীর্ঘ বিরতিতে ছাত্রদের রাসূলুল্লাহ ﷺ এর জীবনী পাঠের প্রতি আগ্রহী করতে এই আয়োজন। উক্ত প্রতিযোগিতায় উপযুক্ত সকল ছাত্রকে অংশগ্রহণের আহ্বান রইল।
➠রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ৫ আগস্ট ২০২৩
➠ প্রতিযোগিতার তারিখ : ১০ আগস্ট ২০২৩
➠ সিরাত পাঠ প্রতিযোগিতার বিষয় : সিরাত ইবনে হিশাম
➠ পরীক্ষা পদ্ধতি ও নিয়মাবলী :
• অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
• রেজিস্ট্রেশন লিংক : https://tinyurl.com/SiratPathReg23
• MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
-পরীক্ষার সময় : ৬০ মিনিট
-মোট প্রশ্ন : ১০০টি
-পূর্ণমান : ১০০
-প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে।
-প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২৫ নম্বর কাটা যাবে।
• পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেইসবুক পেইজে জানানো হবে।
➠ সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কারসমূহ-
⁂ জাতীয় পর্যায়ে ২০ জনকে পুরস্কৃত করা হবে :
• প্রথম স্থান : ৩০,০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• দ্বিতীয় স্থান : ২৫,০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• তৃতীয় স্থান : ২০,০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• চতুর্থ স্থান : ১৫,০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• পঞ্চম স্থান : ১০,০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• পরবর্তী ১৫ জনের প্রত্যেককে ৫,০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
• প্রতিযোগিতার ফলাফল ছাত্রশিবিরের অফিসিয়াল সাইট ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।
⁂ বিভাগীয় পর্যায়ে ১০ জনকে পুরস্কৃত করা হবে :
• প্রথম স্থান : ৫০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• দ্বিতীয় স্থান : ৩০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• তৃতীয় স্থান : ২০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• চতুর্থ স্থান : ১০০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ।
• পঞ্চম থেকে দশম পর্যন্ত ০৬ জনের প্রত্যেককে ৫০০ টাকার শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
যোগ দিন, সফল করুন।
-e-Islami
যোগ দিন, সফল করুন।
-e-Islami
"নতুন জীবের নতুন ভাষা
বৃক্ষ জাগায় সবার আশা"
১৯৯৭ সালে কুরআন ও মহানবী (সা:)-এর ব্যাপারে ইসরাইলী উক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
পৃথিবীর যেখানে যখন কুরআন অবমাননা হয়েছে ইসলামী ছাত্রশিবির সর্বাগ্রে প্রতিবাদ করেছে।
'আল কুরআনের অপমান ,
সইবেনা রে মুসলমান।'
(আর্কাইভ থেকে)
⇛শাহাদাতের ঘটনা-
১৬.৬.১৬ পবিত্র মাহে রমজানের রহমতের শেষ ১০ রমজান রাত্র আনুমানিক ২.৩০ ঢাকার মোহাম্মাদপুর মোহাম্মাদীয়া সোসাইটির হাউজিং সোসাইটির ৯নং রোডের ১১ নং বাসার ৬ষ্ট তলা থেকে ঝিনাইদহের প্রশাসন স্থানীয় আদাবর থানার সহযোগিতায় ১.ইবনুল ইসলাম পারভেজ ২. আনিসুর রহমান ৩ এনামুলকে.গ্রেফতার করে । ১৭ তাং তাদের পরিবার স্থানীয় থানায় ও ঢাকায় আদাবর থানা ও ডিবি কার্যালয়ে খোজ নেন । আদাবর থানা বিষয়টি স্বীকার করলেও স্পষ্ট কিছু বলতে অস্বীকৃতি জানান । ছেলেকে খুজে পাওয়া যাচ্ছে না এ মর্মে থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহন করেননি । ১৭ জুন ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের সন্ধান দাবী করে বিবৃতি প্রদান করা হয়। একই দাবীতে ২১ জুন সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। পরিবার নিরুপায় হয়ে ছেলে কে ফিরে পেতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। গত ১৩ জুন,১৬ শিবির নেতা শহিদ আল মাহমুদকে ঝিনাইদহ শহরের বদনপুর গ্রাম থেকে গ্রেপ্তারের সময় উপস্থিত জনতা তাদের মধ্য থেকে এসআই আমিনুর ও এসআই উজ্জলকে চিনতে পারে।
অন্যদিকে রাজধানীতে গ্রেপ্তার হওয়া ৩ জনের মধ্যে একজনকে হাজির করে পুলিশ গ্রেপ্তারের বিষয়টির প্রমাণ দিয়েছে। তবুও পুলিশ তাঁদেরকে দীর্ঘদিন আটক রেখে নলডাঙ্গা সিদ্ধেশ্বরী কালীমন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাগুলী নন্দ (৭০) হত্যার স্বীকারোক্তি মুলক জবানবন্দী আদায়ের জন্য নির্মম নির্যাতন চালায়। নির্যাতন করে ইবনুল ইসলাম পারভেজ এর পা ভেঙ্গে দেয় । শত নির্যাতনের পরেও মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকার করলে তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করে । ইবনুল ইসলাম পারভেজকে ০২-০৭-২০১৬ ইং তারিখ রাতে ঝিনাইদহের পোড়াহাটি নামক স্থানে কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করে পুলিশ। সাবেক ঝিনাইদহ শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহকারী সাহিত্য সম্পাদক ছিলেন । । ঝিনাইদহ সদরের জাহাঙ্গির হোসেন ও সুরাইয়া খাতুনের ৩ সন্তানের মধ্যে ২য় সন্তান ।
এক নজরে-
পুরোনাম : শহীদ ইবনুল ইসলাম পারভেজ
পিতা : জাহাঙ্গির হোসেন
মাতা : সুরাইয়া খাতুন
জন্ম তারিখ : আগস্ট ১৮, ১৯৯৬
ভাই বোন : ৩ সন্তানের মধ্যে ২য়
স্থায়ী ঠিকানা : মনোহরপুর, শৈলকূপা, ঝিনাইদহ
সাংগঠনিক মান : সদস্য।
সর্বশেষ পড়ালেখা : রাষ্ট্রবিজ্ঞান, মাস্টার্স শেষ
শাহাদাতের স্থান : ঝিনাদহের পোড়াহাটি নামক স্থানে কথিত বন্দুক যুদ্ধে হত্যা করা হয়।
সুইডেন সরকারের সহায়তায় পবিত্র কুরআন পোড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
Bangladesh Islami Chhatrashibir organized a protest demonstration in the capital, strongly condemning and protesting against the burning of the Holy Quran with the assistance of the Swedish government.
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَمِنْكُمْ
'ভুলে যাও ভেদাভেদ হাতে রাখো হাত,
ঈদ নিয়ে এলো এক আলোর প্রভাত'
ছাত্রসমাজসহ সমগ্র দেশবাসীকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
"ঈদ মুবারক"
"তাকবীরে তাশরীক"
‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ্’
৯ জিলহজ ফজর হতে ১৩ জিলহজ আসর
পর্যন্ত প্রতি ওয়াক্ত নামাজের শেষে এই তাকবির বলা ওয়াজিব। এই পাঁচ দিনকে একত্রে বলা হয় আইয়্যামে তাশরিক।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Golapgonj Sylhet
Sylhet
Shahjalal University Of Science & Technology
Sylhet
SUST Research Society started its journey in 2021 with a purpose of creating a common platform for all SUST students and faculties who are interested in research. It has dedicated ...
Somrat Tower-1, Latifia Abasik Alaka, Subhanighat
Sylhet, 330
"YDP: Empowering youth, fostering citizenship, awakening patriotism for brighter futures." ❤️✌️
Sylhet, Sylhet Division
Sylhet
‘‘সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়দীপ্ত পদচারণায় ছাত্রশিবিরের সাথে-ই থাকুন’’
Sylhet, 3100
YTY FOUNDATION organize seminar and workshop events for the youth, who wants to transform their career in many different industries.