PenTooler

PenTooler-আইটি ইনস্টিটিউট ফ্রিল্যান্সিংক্যারিয়ারে দেশের শীর্ষ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান I

ফ্রিল্যান্সিং এ কেন আসবেন ?

ফ্রিল্যান্সিংযে কেন আসবেন এটা এক এক জন এর কাছে এক এক মন্তব্য হতে পারে l ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা l এখন অনেকেই এই পেশায় আসতে আগ্রহী হচ্ছেন , নয়টা-পাঁচটা চকরী এর পাশাপাশি আবার অনেকে সুধু মাত্র ফ্রিল্যান্সিং টাকেই ফুলটাইম কাজের ক্ষেত্র তৈরি করছেন l আর যারা চাকুরিতে আগ্রহী নন তাদের জন্য ফ্রিল্যান্সিং সব চেয়ে আকর্ষনীয় l

ফ্রিল্যান্সিং এ উপার্জন :
ফ্রিল্যান্সিং মুক্ত পে

27/05/2023

🎁 50% স্কলারশিপে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হতে চাইলে রেজি: করুন এই লিংকে : https://forms.gle/yUJiTegq67Uz5oNx7

শিক্ষার্থী, গৃহিণী কিংবা চাকরিজীবী, সকলেই পাচ্ছেন এই ব্যাচটিতে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। ওপেডিয়া আইটি ইন্সটিটিউট অভিজ্ঞ কোর্স ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে প্রতিটি কোর্স পরিচালনা করে থাকে I
তাই শেখা যেমন সহজ হয়, তেমনি প্রতিটি পদক্ষেপে সাপোর্ট পাওয়া যায় খুব সহজেই। যা আপনাকে আপনার লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে। সুতরাং উদ্দেশ্য হোক ফ্রিল্যান্সিং, চাকরি বা স্কিল ডেভেলপমেন্ট, PenTooler IT INSTITUTE আপনার জন্য নিয়ে এসেছে স্পেশাল অফার, গ্রাফিক্স ডিজাইন কোর্সে ৫০% স্কলারশিপ।

50% স্কলারশিপে মোট প্রশিক্ষন ফি : 4000 টাকা ।

এছাড়াও আমাদের কোর্স সমূহঃ ১.মোশন গ্রাফিক্স, ২.UI/UX ৩.ওয়েব ডিজাইন, ৪.ওয়েব ডেভেলপমেন্ট, ৫.ডিজিটাল মার্কেটিং, ৬.ওয়ার্ডপ্রেস- ওকমার্স ডেভেলপমেন্ট, ৭.নেটওয়ার্কিং।

আগ্রহীরা যে কোনো কোর্সে ভর্তি হতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ
যেকোন তথ্যের জন্য নক দিন:

☎ 01987833110 (হটলাইন)
☎ 01965-549417 (হোয়াটসঅ্যাপ )

27/05/2023

বয়স ৬৮, বাক প্রতিবন্ধী, তবু ফ্রিল্যান্সিং করে সংসার চালান আবেদ সিরাজ।
©প্রথম আলো

13/01/2022

Job-Vacancy: 01
Company: Loosely Coupled Technologies Solution Center
Official Website: https://www.looselycoupled.org
Post: Graphics Designer
We are looking for dynamic, detail-oriented Graphics Designer, who can create engaging and on-brand graphics for a variety of media. The designer needs to have good knowledge of design-oriented software, such as Photoshop, After Effects, Illustrator. Dreamweaver knowledge is a huge PLUS! The ideal candidate needs to be creative, keen eye for details, with a thirst for learning and grasping information on the go. Ability to work methodically and meet deadlines is a MUST!
Responsibilities
• Understand project requirements and concepts
• Use various techniques to create drafts, models and prototypes
• Produce final design solutions (like logos, banners, interfaces)
• Pitch creative ideas
• Collaborate with team members to launch projects
• Take on special design tasks (e.g. color correction)
• Use feedback from other designers to improve
• Excellent organizational and communication skills
• Strong time management skills and the ability to multitask
• Ability to work under pressure during strategic times of the year
Requirements
• Needs to be graduated
• Any relevant degree or experience is required
Job-Location: Pragatishoroni, Middle Badda, Gulshan, Dhaka
Salary: TK15,000.00 -TK 20,000.00
Send your CV at Please write down “Application for Graphics Designer” as a subject line and send your CV (pdf format) to
[email protected]

12/12/2021

অনলাইনে আয় করার জন্য দরকার সঠিক গাইডলাইন এবং প্রপার স্কিল। কিন্তু সমস্যা হচ্ছে সঠিক গাইডলাইন কিভাবে পাওয়া যায় ? কিভাবে আপনি একটি প্রপার স্কিল ডেভলপ করবেন তা নিয়ে Pentooler আয়োজন করেছে একটি ফ্রি অনলাইন লাইভ ক্লাস।

আমাদের এই অনলাইন ক্লাস এ আপনি জানতে পারবেন ,
কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন।

26/04/2021

😊😊😊

ব্যাংকের একজন গ্রাহক একটা চেক জমা দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে প্রশ্ন করলো: আচ্ছা এই চেকের টাকা জমা হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকতে কতদিন লাগবে?

ব্যাংকার: ১ দিন।

গ্রাহক: কেন? ব্যাংক দুটো তো খুব কাছাকাছি, রাস্তার এপার আর ওপার, তাহলে এত সময় লাগবে কেন?🤷‍♀️

ব্যাংকার: ক্লিয়ারেন্স-এর কিছু প্রক্রিয়া আছে, তাই।

গ্রাহক: ঠিক বুঝলাম না, এত কাছাকাছি ব্যাংক হওয়া সত্ত্বেও...

ব্যাংকার: বুঝলেন না! তাহলে শোনেন। ধরেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি গোরস্থানের কাছে মারা গেলেন, তাহলে কি লোকজন আপনাকে সঙ্গে সঙ্গে ওই গোরস্থানে নিয়ে কবর দিয়ে দিবে? না কি প্রথমে হাসপাতালে নিয়ে যাবে, মারা গেছেন কি না ডাক্তার তা পরীক্ষা করে দেখবে, পুলিশ রিপোর্ট হবে, পোস্ট মর্টেম হবে, আপনার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে, পরিবার আর আত্মীয়-স্বজন-বন্ধুরা মিলে কান্নাকাটি হবে, জানাজা হবে, ওদিকে কবর খোড়া হবে, তারপর গোরস্থানে নিয়ে লাশ দাফন করা হবে, তাই না? 🙄

গ্রাহক: আপনি ব্যাংক ম্যানেজার না আজরাইলের লাইভ বিজ্ঞাপন?😬

ব্যাংকার: কেন ভাই?

গ্রাহক : যে ভয়াবহ উদাহরণ দিলেন, চোক্ষের সামনে তো হাশরের ময়দান দেখতে পাইতাছি। আমি তো সাত দিনেও আর টাকা নিতে আসব না! 😖
👽👻

20/04/2021

Student success

18/04/2021

আপনি কি ডিজাইনার? তাহলে এই আইডিয়া গুলো আপনার জন্য । আশা করি আপনি এখন থেকে আয়ের একটি নতুন উত্স খুঁজে পাবেন ।

আপনি মাইক্রোস্টক সাইটে আপনার বিভিন্ন ডিজাইন বিক্রয় করতে পারেন। পণ্যের অনুমোদন এখানে অনেক সহজ।

1. Shutterstock
2. Adobestock
3. Istock
4. Envato Elements
5. Freepik

আপনার প্রোডাক্ট অনেক , চাচ্ছেন ব্যান্ডেল আকারে সেল করতে ?

1. Creative Market
2. Creative Fabrica
3. Designbundle
4. Mighty Deals
5. Etsy

আপনি কি প্রিমিয়াম কোয়ালিটি লোগো / ব্র্যান্ড মার্ক তৈরী করতে পারেন। তাহলে আপনি নিচের কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।

1. Brandcrowd
2. Logoground
3. Graphicriver
4. Scalebranding
5. Gumroad

আপনি কি ভালো আইকন বানাতে পারেন ? তাহলে এই সাইট গুলো আপনার জন্য।

1. Iconfinder
2. Flaticon
3. Thenounproject
4. Pixel Buddha
5. Canva

ফন্ট বানানো যদি আপনার নেশা হয় তবে নিচের সাইট গুলো থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন।

1. Myfont
2. Dafont
3. Fontdaily
4. FontSpring
5. Fontshop

আপনি যদি প্রিন্ট ও ডিমান্ড নিয়ে কাজ করতে চান তবে নিচের সাইট গুলো আপনার জন্য হতে পারে আদর্শ।

1. Amazon KDP
2. Redbubble
3. Shineon
4. Gearlaunch
5. Teepublic

আপনি যদি ডিজাইন কন্টেস্ট করতে ভালোবাসেন তবে এই কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।

1. 99designs
2. Freelancer
3. Designcrowd
4. Designhill
5. DesignContest

আপনি চাইলে আরো কিছু ফ্রিল্যান্স প্লাটফর্মের সাথে কাজ শুরু করে দিতে পারেন।

1. Fiverr
2. Upwork
3. Freelancer
4. PPH
5. Envato Studio

আপনি যদি ফিক্সড ইনকামে বিশ্বাস করেন তাহলে আপনি চাইলে বাসায় বসেই রিমোটলি বিভিন্ন কোম্পানিতে জব করতে পারেন।

1. Linkedin
2. Flexjobs
3. We Work Remotely
4. JustRemote
5. Angel List

এই সময়টা আপনার পোর্ট ফোলিও বিল্ডআপ করার দারুন সুজোগ। আজকেই শুরু করে দিন পোর্টফোলিও সাজানো।

1. Own Site
2. Dribbble
3. Behance
4. Uplabs
5. Pinterest

আপনি যদি অভিজ্ঞ আর দক্ষ হয়ে থাকেন তবে মানুষকে শেখানোর মাধ্যমেও ভালো উপার্জন করতে পারেন।

1. Youtube
2. Udemy
3. Skillshare
4. Thinkific
5. Instructory

এছাড়াও বিভিন্ন লোকাল কোম্পানি, স্টার্ট আপ, টিমের সাথে কাজের অপর্চুনিটি তোহ আছেই।

এত অপশন থাকতেও যদি আপনি কাজ না করতে পারেন তবে এর ব্যর্থতা নিতান্তই আপনার।

সবাই ভালো থাকবেন।
Md masid ali mir

Photos from PenTooler's post 11/04/2021

Business card design

11/04/2021

Logo Design

11/04/2021
11/04/2021

একটি পারফেক্ট লোগোর রহস্য
আমরা জানি যে লোগো কেবল কয়েকটা শেপ বা কালারের খেলা নয়। একটি ব্রান্ডেবল পারফেক্ট লোগো ডিজাইনের জন্যে ৪টি বিষয় আমাদের মাথায় রাখা উচিৎ। ৪ টি বিষয় যথাক্রমে এটেনশন, রেসপন্স, মিনিং এবং মেমোরি।
এটেনশন: আমাদের চারপাশ অনেক বেশী বিজি। দুচোখ দিয়ে যেদিক দেখবেন কেবল হাজার হাজার ডিজাইন। ঘুম থেকে উঠা আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কত যে লোগো দেখি তার শেষ নাই। এমন পরিস্থিতিতে মানুষের এটেনশন
গ্রেব করা অনেক বেশি জরুরী। আপনার লোগো এটেনশন না পাইলে সেটা কখনোই ব্রান্ডেবল হবে না। সিম্পল শেপ, নেগেটিভ স্পেস, সঠিক কালার ইত্যাদির মাধ্যমে একটা লোগোকে এট্রাকটিভ করা সম্ভব।
রেসপন্স: পারফেক্ট লোগোর জন্য রেস্পন্স ব্যাপারটা অনেক বেশী গুরুত্বপূর্ণ। ধরেন আপনার ব্র্যান্ড লোগোটা মানুষ দেখলো, এটেনশনও পাইলো কিন্তু কোন রেস্পন্স দেখাইলোনা তাহলেও কিন্তু আপনার লোগো সফল হওয়ার চান্স থাকে না। মানুষের কনসিয়াস বা সাব কনসিয়াস মাইন্ডে এইটার জন্য একটা ভাবনা ক্রিয়েট হইতে হবে। যেটা আপনার লোগো সম্পর্কে ভাবতে সাহায্য করবে।
মিনিং: মিনিংলেস কোন কিছু মানুষ মনে রাখে না। ব্রান্ডেবল লোগোর ক্ষেত্রে লোগোর একটা কার্যকরী মিনিং থাকা অনেক জরুরী। মিনিং অনেকে কিছুর মাধ্যমেই ফুটিয়ে তোলা সম্ভব। যেমন কোম্পানির কার্যক্রম, টার্গেট মার্কেট, সার্ভিস বা প্রোডাক্ট কিংবা নামের অর্থ বহন করে এমন কিছুও হতে পারে। অর্থাৎ মিনিং ব্যাপারটা মানে রিয়েল ইস্টেট কম্পানির লোগোতে বিল্ডিং এর আইকন থাকতে হবেই এমন নয়।
মেমোরি: আপনার ব্রান্ডেবল লোগো যদি মানুষ মনে না রাখে তাহলে সেটার কোন ভ্যালুই এড হয় না। আপনার ব্রানডার লোগোটি অবশই মনে রাখার মত হতে হবে। যাতে একজন লোগোটা দেখা মাত্রই সাবকনসিয়াস মাইন্ডে রিকল করলেই আপনার কোম্পানির ছবি সামনে আসে। মেমরেবল লোগো অনেক ভাবেই তৈরী করা যায়। বেশিরভাগ সময়েই ইউনিক সিম্পল শেপ দিয়ে তৈরী মার্ক বা টাইপফেস মানুষ সহজে মনে রাখে। তবে প্রয়োজনে কমপ্লেক্স কিছু করতে হলেও সেটা যেন ইন্টারেস্টিং হয় সেটা মাথায় রাখলে লোগোকে সহজে মেমোরেবল করা যায়।
উপরের প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে ওতপ্রোত ভাবে জড়িত।কোনটা ব্যাড দিয়ে ব্রান্ডেবল লোগো তৈরী করা অসম্ভব প্রায়। আমরা এর পরে কোন ডিজাইন করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখলে আশা করি ভালো আউটপুট নিয়ে আসতে পারবো।
Regards,
Md Masid Ali Mir

05/04/2021

Online Training on Graphics Design for Freelancing - 48 Hrs - 24 class
যা শেখানো হবে:
ফটোশপ ও ইলাষ্ট্রেটর এর বিভিন্ন টুলস্ সম্পর্কে ধারনা
ফটোশপ দিয়ে যে সকল কাজ করা যায়
ইলাষ্ট্রেটর দিয়ে যে সকল কাজ করা যায়
পোষ্টার ডিজাইন
লোগো ডিজাইন
ভিজিটিং কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন
ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ
অনলাইন মার্কেটপ্লেসে গিগ তৈরি করা
ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত ধারনা

Course Outline
Adobe Illustrator CC

Lesson 1. Introduction & Getting Started with Adobe Illustrator CC

About Illustrator.
Navigating Illustrator.
Exploring Panels & Menus.
Creating & Viewing a New Document.
Customizing the Interface.
Setting Preferences.
Exploring the Toolbox, Applications Bar & Options Bar.
Understanding the workspace.
Creating a new document.
Opening new files.
Opening existing files.
Lesson 2. Creating artwork
Vector v Bitmap formats.
Apply design principles to create artwork.
Using pen and shape tools to create basic geometry.
Selecting and Grouping objects.
Transform and modify elements.
Create and manipulate text.
Organize artwork using layers.
Create symbols.
Lesson 3: Colours, Selecting and Aligning Objects

Applying selection techniques.
Aligning objects.
Working with groups.
Exploring object arrangement.
Selecting and applying colours.
Applying and modifying gradients.

Lesson 4: Creating and Editing Shapes

Working with basic shapes.
Pathfinder Full
Combining and editing shapes.
Using Image Trace to create shapes.

Lesson 5: Effects and Transparency

Apply transparency to objects.
Blend elements using blend effects.
Working with bitmaps.
Placing raster images.
Using the links panel to relink and update images.
Tracing images using live trace presets

Lesson 6: Working with Type

Working with type on a path
Warping text
Creating and applying text styles
Formatting type
Working with type
Wrapping text around an object
Creating text outlines

Lesson 7: (a)Organizing Your Artwork with Layers

(b)Blending Colors and Shapes

Understanding layers
Creating layers and sub-layers
Editing layers and objects
Pasting layers
Viewing layers
Applying appearance attributes to layers
Creating a clipping mask
Working with gradients
Working with blended objects


Lesson 8: Freelancing Beginners Guideline

Understand Online Marketplace
Create Freelancing Account.
Creating an effective profile.
Understand clients design briefing.
Submit your design.
Lesson 9: PROJECT-1

Logo Design, Icon & Info Graphics Design
(One by one check and problem solutions)

Lesson 10: PROJECT-2

Business Card Design
(One by one check and problem solutions)

Lesson 11: PROJECT-3

Flyer/Brochure Design
(One by one check and problem solutions)

Lesson 12: Final Project Submit

Website Layout Template, Banner, Image/Photo Editing, Advertisements Banner Design (Facebook, Google, Custom etc.). Create Icon, Logo Design, Business Card and Letterhead. etc

Adobe Photoshop CC

Lesson 13: Introduction & Getting Started with Adobe Photoshop CC

About Adobe Photoshop.
Navigating Photoshop.
Exploring Panels & Menus.
Exploring the Toolbox, Applications Bar & Options Bar.
Customizing the Interface.
Setting Preferences.
Creating a New Document.
Opening new files.
Lesson 14: Working with Images & Introduction to Color Correction

Working with Multiple Images, Rulers, Guides & Grids.
Undoing Steps with History.
Adjusting Color with the New Adjustments Panel.
Masks Panel & Vibrance Color Correction Command.
Tool & the Save for Web & Devices Interface.
Color Spaces & Color Modes.
Adjusting Levels.
Adjust Curves, Non-Destructively, with Adjustment Layers.
Lesson 15: Resizing & Cropping Images

Understanding Pixels & Resolution.
The Image Size Command.
Interpolation Options.
Resizing for Print & Web.
Cropping & Straightening an Image.
Adjusting Canvas Size & Canvas Rotation.


Lesson 16: Working with basic selections

Selecting with the Elliptical Marquee Tool.
Using the Magic Wand & Free Transform Tool.
Selecting with the Regular & Polygonal Lasso Tools.
Combining Selections.
Using the Magnetic Lasso Tool.
Using the Quick Selection Tool & Refine Edge.
Modifying Selections.
Lesson 17: Organizing Layers

Understanding the Background Layer.
Creating, Selecting, Linking & Deleting Layers.
Locking & Merging Layers.
Copying Layers, Using Perspective & Layer Styles.
Filling & Grouping Layers.
Introduction to Blending Modes.
Blending Modes, Opacity & Fill.
Creating & Modifying Text.

Lesson 18: Painting in Photoshop

Using the Brush Tool.
Working with Colors & Swatches.
Creating & Using Gradients.
Creating & Working with Brushes.
Using the Pencil & Eraser Tools.
Painting with Selections.
Lesson 19: Photo Retouching

The Red Eye Tool.
The Clone Stamp Tool.
The Patch Tool & the Healing Brush Tool.
The Spot Healing Brush Tool.
The Color Replacement Tool.
The Toning & Focus Tools.
Painting with History.
Lesson 20: Working with the Pen Tool

Understanding Paths & the Pen Tool2. Creating Straight & Curved Paths.
Creating Combo Paths.
Creating a Clipping Path.
Lesson 21: Creating Special Effects

Getting Started with Photoshop Filters.
Smart Filters.
Creating Text Effects.
Applying Gradients to Text.
Lesson 22: Exporting Your Work

Saving with Different File Formats.
Saving for Web & Devices.
Printing Options.
Lesson 23: Project-1

Advertisements Banner Design (Website, Facebook, Google, Custom etc.)
(One by one check and problem solutions)

Lesson 24: Project-2

Website Layout Design

03/04/2021

অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং এর জন্য শুধুমাত্র ফাইবারের উপর নির্ভরশীল..!
কিন্তু এই Fiverr group এই অনেকে পোস্ট করেছেন যে, অনেকের লেভেল ২ একাউন্ট থাকা অবস্থায় ফাইভার থেকে একাউন্ট ব্যানড করে দিয়েছে!

ফাইবার আসলে বায়ারকে priority দিয়ে থাকে, আর সেলারদেরকে কারণে অকারণে ঝামেলায় ফেলে..!
এই তো সেদিন আমার এক বায়ার আমাকে কমিউনিকেশনে ৪ স্টার আর টোটাল 4.7* রিভিউ দিছে! অথচ কমেন্ট করেছে ভালো আবার তার সাথে আমি বেশ অনেকগুলো কাজ করেছি!

পরে বায়ার কে আমি জিজ্ঞাসা করি, সমস্যা কোথায়? সে বলে ওই সময় তার অনেক ঘুম আসতেছিল, আর ভুল করে সে আমাকে ব্যাড রিভিউ দিছে! এরপর আমি আমি ফাইবারকে ম্যাসেজ করলাম, বায়ার ভুল করে ব্যাড রিভিউ দিয়েছে, সে এখন চেঞ্জ করতে চায়। ফাইবার জানালো, বায়ার রিভিউ চেঞ্জ করতে চাইলে, সে নক দিবে, সেলারের কথায় রিভিউ চেঞ্জ এর সুযোগ নাই!
এরপর ওনাকে বললাম ফাইবারকে মেইল করতে। ফাইবার ফিরতি মেইলে জানায়, সেলার আপনাকে রিভিউ চেঞ্জ করার জন্য মিসগাইড করতে পারে, কিন্তু আমরা জানি আপনি বুঝে শুনে ফিডব্যাক দিয়েছেন। তাই আমাদের রিভিউ চেঞ্জের সুযোগ নাই...!!!

যাই হোক, এটা সবাই জানে যে, ফাইবারে একাউন্ট যেকোন কারণে ব্যানড হতে পারে! (আমি এখনো ফেইস করি নাই, কিন্তু অনেকের অভিজ্ঞতা থেকে বলছি)
এমনও হতে পারে, আপনি আপনার খুব সম্মৃদ্ধ একটি প্রোফাইল হারালেন!
তখন কিন্তু আসলেই আপনি নিরুপায় হয়ে পড়বেন!
তাই অবশ্যই ফাইবারের পাশাপাশি অন্যত্র নিজের প্রোফাইল গ্রো করতে থাকুন।
তাহলে ফাইবার আপনার একাউন্ট ডিজেবল করে দিলেও আপনাকে কিন্তু খুব বেশি সমস্যাতে পড়তে হবে নাহ!

ফাইবারের বাইরে নিজের প্রোফাইল গ্রো করার জন্য নিচের কাজগুলো করতে পারেনঃ
অন্য মার্কেটপ্লেসে একাউন্ট খুলতে পারেন।
ক্লায়েন্ট কে মার্কেটপ্লেসের বাইরে নিয়ে আসতে পারেন। যেমনঃ ফেসবুক বা হোয়াটএপে তার সাথে যুক্ত হতে পারেন। তাহলে তার থেকে ভবিষ্যত কাজ পাবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
নিজের ওয়েবসাইট তৈরি করে সেখানে ট্রাফিক আনতে পারেন।
আলাদা ডিভাইস ও IP দিয়ে আরেকটা একাউন্ট খুলে সেখানেও কাজ করতে পারেন। তাহলে আপনার ১ টা তে সমস্যা হলেও অন্যটা দিয়ে কাজ করতে পারবেন।
বিভিন্ন ফোরামে লেখালেখির মাধ্যমে পরিচিত হতে পারলে সেখান থেকেও ক্লায়েন্ট পাবেন!
এছাড়াও আপনার টপিকের উপরে বিভিন্ন টিউটোরিয়াল টাইপ ভিডিও বানাতে পারেন। এতে করে সেখান থেকেও ক্লায়েন্ট পাবার সম্ভাবনা বাড়বে।
এছাড়াও আরও অনেক ভাবেই আপনি ফাইবারের বাইরে নিজের প্রোফাইল গ্রো করতে পারবেন। আর, আপনাদের উচিত অবশ্যই ফাইবারের বাইরে নিজের প্রোফাইল তৈরি করা। অন্তত, হঠাত করে তাহলে আর অতল সাগরে পড়তে হবে নাহ!

ধন্যবাদ,
Md MASID ALI MIR

03/04/2021

গিগ ইমেজ তৈরির ক্ষেত্রে আপনাকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবেঃ

১. Image Quality
===============
গিগের জন্য যেসব ইমেজ পছন্দ বা তৈরি করবেন সেটি অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। অর্থাৎ কোন রকম pixelated image use করা যাবে না। অনেককেই দেখা যায় গিগের ইমেজ কোয়ালিটির দিকে বিশেষ নজর রাখে না বা ইমেজ ফেটে যায়। এতে করে বায়ার আপনার সার্ভিসের ব্যপারে সন্দেহ পোষণ করতে পারে। তাই ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে সতর্কতার সাথে ইমেজের ভালো কোয়ালিটি বজায় রাখুন।

২. Copyright Image
==================
কপিরাইট ইমেজ অর্থাৎ Stock Image ব্যবহার করা যাবে না। ফাইভার Terms & Conditions এ Copyright এর ব্যাপারটি খুব কঠোরভাবে বলা আছে যে কোন প্রকার কপিরাইট ইমেজ ব্যবহার নিশেধ। Copyright Image ব্যবহারের ফলে আপনার গিগ র‍্যাঙ্ক তো করবেই না, বরং একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনাও থাকবে। তাই যতটা সম্ভব কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করুন।

৩.Badges
==========
সেলারদের সেল অনুযায়ী ফাইবার আপনাকে ব্যাজ দেবে। কিন্তু আপনি কওন level এর সেলার সেই Badge ইমেজে ব্যবহার করা যাবেনা। আপনি ফাইভারে কেমন সেল করছেন বা আপনি কোন পজিশনে আছেন এটি বায়ার আপনার প্রফাইলে প্রবেশ করলেই বুঝতে পারবে।

৪. Text
=======
গিগে কখনও মাত্রাতিরিক্ত টেক্সট ব্যবহার করেন না। অনেকেই আছেন অনেক গুলো টেক্সট ব্যবহার Gig image এ। এটি পরিহার করুন।গিগ কে যতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটাই করুন।

৫. Image size
============
গিগ ইমেজ সাইজ সঠিক ভাবে দিন।

৬. এক ইমেজ একধিক গিগে ব্যবহার করবেন না।

৭. ফাইভারে বেস্ট সেলিং গিগ কে হুবুহু কপি করে ভুলেও ব্যবহার করবেন না। এটা খুব বাজে একটা কাজ।কারো টা কপি করলে আপনার র‍্যাংক আউট হবে। সো কপি থেকে বিরত থাকুন। সব সময় ইউনিক গিগ বানানোর চেষ্টা করুন।

বিঃদ্রঃ
উপরের কাজ গুলো সঠিক ভাবে করার পর আপনার যে কাজ টি করতে হবে সেটি হল ইমেজ SEO. Image SEO করলে আপনার গিগ টি বায়ার ফ্রেন্ডলি হবে মানে keyword দিয়ে আপনার গিগ টি খুজে পেতে সুবিধা হবে।

পোষ্ট টি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আর ইমেজ SEO নইয়ে যদি জানার থাকে তাহলে নেক্সট পোষ্ট করবো Images SEO নিয়ে।
সবাই ভালো থাকবেন❤️।

02/04/2021

গিগের Rank চলে যাওয়া এবং এর সম্ভব্য সমাধান

ইদানীং অনেকের ভাল সেল করা গিগের Rank, হঠাৎ কোন কারন ছাড়াই চলে যাচ্ছে, এমনকি অনেক সময় সার্চ করে গিগ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের পোষ্ট ইদানীং খুব বেশি দেখা যাচ্ছে। শুনলে অবাক হবেন যে, এটা সেই ২০১৮ সালের মাঝামাঝি থেকে শুরু হয়েছে। যারা Fiverr নিয়ে ভাল ঘাটাঘাটি করেন, তারা সেটা তখনই ধরতে পেরেছিলেন। তবে এটা ঠিক যে, এই Rank হারানোর বিষয়টা ইদানীং খুব বেশি ঘটছে। বিষয়টা আসলে কিছুই না, Fiverr মনে করছে যে, একজন সেলার সব সময় ভাল সেল পাবে এমন যেন না হয়। তাই তারা চাইছে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে কম বেশি সেল দিতে। কারন নতুনেরা সেল না পেলে, হতাশ হয়ে চলে যাবে, ফলে শুধু অভিজ্ঞরাই রয়ে যাবে। এটা এক হিসাবে মার্কেটের জন্য খারাপ। শুনলে খারাপ শোনাবে, তার পরেও সত্য হচ্ছে, Fiverr এ বায়ারেরা আসে কম টাকায় ভাল সার্ভিসের জন্য। এখন অভিজ্ঞরাই যদি সামনের দিকে থাকে, তবে স্বভাবতই সার্ভিসের প্রাইস অনেক বেশি হবে, বায়ারের Fiverr থেকে মুখ ঘুরিয়ে নেবে। এর বাহিরেও আরও অনেক কারন থাকতে পারে।
তাদের সার্চ এলগরিদম এখন এত বেশি সেনসিটিভ এবং ডায়নামিক যে, একটু এদিক সেদিক হলেই, গিগের Rank চলে যাচ্ছে। যেমন অর্ডার ক্যান্সেল, নেগেটিভ রিভিউ, লেট ডেলিভারি, বায়ারের হিডেন রিভিউ ইত্যাদি ইত্যাদি। এছাড়া আগেই বলেছি যে আপাত কোন কারন ছাড়াও, গিগের Rank এমনিতেই চলে যাচ্ছে। সাপোর্টে যোগাযোগ করেও খুব একটা লাভ হচ্ছে না। ফলে অনেকেই হতাশ হয়ে পড়ছেন, এবং কাজ করার উৎসাহ হারিয়ে ফেলছেন। অনেকেই আমাকে ইনবক্সে এই সমস্যা নিয়ে নক দিয়েছেন। আসলে এই সমস্যার পুরাপুরি সমাধান আমারও জানা নেই। আমার নিজের গিগের র‍্যাঙ্ক আসা যাওয়ার মধ্য দিয়ে চলছে। এসব নিয়ে খুব একটা মাথা ঘামাই না। যা হোক অভিজ্ঞদের মতামত এবং আমার বিশ্লেষণের উপর ভিত্তি করে এই সমস্যার সম্ভব্য সমাধান আলোচনা করছি। আপনাদের যদি কোন সমাধান জানা থাকে তবে কমেন্টে জানাবেন আসা করি।

১. গিগের Rank চলে গেলে, বিচলিত হবার কিছু নেই। এটা সাময়িক হতে পারে। ধৈর্য ধরুন, গিগের Rank অনেক সময় আবার কিছু দিনের মধ্যে চলে আসে।
২. গিগের Rank একেবারেই চলে গেলে এবং সেল আশংকাজনক ভাবে কমে গেলে, পুরাতন বায়ারদের নক দেন, তাদের কাছ থেকে অর্ডার নেন।
৩. রেগুলার বায়ারের কাছ থেকে, কাস্টম অর্ডার নেয়ার সময়, গিগের ডেলিভারি টাইম একটু বাড়িয়ে দিন। ৩ দিনের জায়গায় ৭ দিন বা ১০ দিন করে দিন। এতে আপনার গিগের কিউতে বেশি বেশি অর্ডার জমা থাকবে। আর কে না জানে, এটা গিগ Rank এর অন্যতম ফ্যাক্টর।
৪. প্রতিদিন নিয়ম করে ১০ টা বায়ার রিকয়েস্ট পাঠান। এতে অর্ডার আসুক বা না আসুক, আপনার গিগে কিছু ক্লিক ভিউ হবে। এটা গিগ Rankএ কিছুটা ভুমিকা রাখবে।
৫. বায়ার ৫ স্টার রিভিউ দেয়ার পর পরেই তাকে ধন্যবাদ দিন এবং বায়ারের সাথে যদি ভাল খাতির থাকে, তবে তাকে বলুন আপনার গিগ বায়ারের সোশ্যাল প্রফাইল গুলোতে একটু শেয়ার দিতে। বায়ার চাইলেই রিভিউ দেয়ার সময়ই, খুব সহজে আপনার গিগ তার সোশ্যাল প্রফাইলে শেয়ার দিতে পারে। এটা অনেক বড় প্রমোশন। আমি নিজে এটা করে খুব ভাল ফল পেয়েছিলাম।
৬. আপনার গিগের সোশ্যাল মার্কেটিং করেন। এখন যুগটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার। তার সবারই উচিৎ কয়েকটা প্লাটফর্মে ভাল উপস্থিতি। ভাল সোশ্যাল মিডিয়া প্রফাইল থাকলে, সেখানে কিছু দিন গিগ মার্কেটিং করলে দেখবেন গিগে কিছু অর্ডার আসবে এবং ভাল ক্লিক ভিউ হবে। ভাল হয় একজন অভিজ্ঞ সোশ্যাল মিডিয়া এক্সপার্টের সাথে আলাপ করে, তার কাছ থেকে যদি গাইড লাইন নিতে পারেন। তবে দয়া করে আবাল বাঙ্গালির মত, নিজের পার্সোনাল ফেসবুক প্রফাইলে, গিগ শেয়ার দিয়ে, নিজে যে কত বড় গাধা সেটা প্রমান করবেন না। যত্রতত্র গিগ প্রমোশন করে স্পামিং করবেন না। প্রমোশন আর স্পামিং এর পার্থক্য বোঝার চেষ্টা করুন।
৭. আপনার সোশ্যাল প্রফাইল যদি ভাল নাও থাকে, তবে ভয়ের কিছু নেই। এখন থেকেই কাজ শুরু করে দেন, চেষ্টা করবেন আপনার প্রফাইলের ফ্যান ফলোয়ার যেন US বা ইউরোপিয়ান বেজ হয়। অনেকেরই ভাল ফ্যান ফলোয়ার সহ সোশ্যাল মিডিয়া একাউন্ট আছে। তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। ফাইভারে অনেকেই এমন সার্ভিস দেয়। টেস্ট করার জন্য তাদের সার্ভিস ইউজ করতে পারেন। তারা আপনার গিগ তাদের প্রফাইল থেকে প্রমোশন করবে। আপনার গিগ রিলেটেডপ্রফাইল থেকে প্রমোশন করতে পারলে সব থেকে ভাল হবে।
৮. রেগুলার বায়ার তৈরি করতে হবে, আসলে রেগুলার বায়ার হচ্ছে, একজন সেলারের সব থেকে বড় শক্তির জায়গা। আপনি আপনার বায়ারদের একটা তালিকা তৈরি করুন। বায়ারদের তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন, নতুন বায়ার, অনিয়মিত বায়ার, এবং রেগুলার বা নিয়মিত বায়ার। আপনার চেষ্টা থাকবে, যত বেশি সম্ভব বায়ারকে রেগুলার বায়ারে পরিণত করার। আপনার অনেকগুলো রেগুলার বায়ার থাকলে, গিগ Rank নিয়ে খুব একটা মাথা না ঘামালেও চলবে।
৯. খুব প্রফেশনাল মানের ভাল সার্ভিস দেন, যেন আপনার গিগে কোন নেগেটীভ রিভিউ, লেট ডেলিভারি, হিডেন ব্যাড রিভিউ এসব না পড়ে। এসব নেগেটীভ জিনিস যদি গিগে না থাকে তবে আশা করা যায় আপনার গিগের Rank আবার দ্রুত ফিরে আসবে।
১০. ফাইভার এখন মোটামুটি অনেকের গিগের প্রমোশন অপশন দিচ্ছে। আপনার ভাল গিগটাতে অবশ্যই প্রমোশন অপশন চালু রাখা উচিৎ। গিগের Rank চলে গেলে, বিডের প্রাইস অন্তত দ্বিগুণ বাড়িয়ে দিন। আশা করা যায়, গিগ আবার ভাল করা শুরু করবে। গিগ প্রমোশনের নিয়ম হচ্ছে, যত বেশি বিড প্রাইস তত বেশি প্রমোশন।
১১. সাপোর্টে গিগ Rank চলে যাওয়ার বিয়টা জানানো। যদিও জানা কথা যে তারা কিছু গৎবাঁধা কথা বলে উত্তর দেবে। তবে আপনার যদি ভাগ্য ভাল থাকে তবে সাপোর্ট পারসন আপনার গিগের র‍্যঙ্ক ফেরত দিলেও দিতে পারে। আমি এমন কয়েকটা ঘটনা নিজে দেখেছি।
১২. গিগ ইডিট করা। এটাকে আমি সর্বশেষ রাখছি কারন হচ্ছে, অনেকেই গিগের Rank চলে গেলেই গিগ ইডীট করতে বলে। তবে এটা করা উচিৎ না। কারন গিগের Rank চলে যাওয়া সাময়িক হতে পারে। গিগ ইডিট করা সব সময়ই জুয়া খেলার মত। ভাল ভালো হতেও পারে আবার নাও হতে পারে। তাই আমি বলব, সব কিছু করার পরেও, গিগ যদি একেবার ডেড হয়ে যায়, এবং অনেক দিন হয় কোন সেল নেই, তবে সে ক্ষেত্রে শেষ চিকিৎসা হিসাবে গিগ ইডিট করা উচিৎ। চালু গিগ ভুলেও ইডীট করা উচিৎ না। গিগ ইডীট করার আগে, আমি বলব ভাল করে রিসার্চ করে, এর পরে গিগ ইডীট করেন। গিগের টাইটেল, ট্যাগ, প্যাকেজ প্রাইস চেঞ্জ করেন। দরকার হলে গিগের থাম্বনেইল ইমেজ চেঞ্জ করেন। গিগের ডেসক্রিপশন আরও বড় করেন, মেইন কি ওয়ার্ড রিলেটেড আরও অনেক রিলেভেন্স কীওয়ারড এড করেন। তবে যা কিছু করবেন একসাথে করবেন যেন বার বার চেঞ্জ না করা লাগে। কপাল ভাল থাকলে আশা করা যায় গিগ ভাল করবে। আমার একটা প্র্যায় ডেড হয়ে যাওয়া গিগ এভাবে ইডীট করার পরে এখন ভাল করছে।
পরিশেষে বলব, গিগের Rank চলে গেলে বিচলিত হবেন না। ঘন ঘন গিগের Rank
চেক করতে যাবেন না। এটা এক সময় মানসিক রোগে পরিণত হবে। আমি গত ১ বছরে আমার কোন গিগের র‍্যাঙ্ক চেক করিনি। আলহামদুলিল্লাহ ভাল আছি। গিগের Rank যে কোন সময় চলে যাবে, এটা ধরে নিয়েই Fiverrএ কাজ করতে হবে। আমরা যেমন করোনার সাথে মানিয়ে চলা শিখে ফেলেছি। ঠিক তেমনি ভাবে, গিগের Rank
চলে যাওয়াটাও মানিয়ে নিয়ে কাজ করতে হবে। গিগের Rank চলে গেলে, টেনশন না করে, উপরের কাজ গুলো বেশি বেশি করে ফলো করুন, আর অবসর সময়টা কাজে লাগান। বিকল্প ইনকামের চিন্তা করতে পারেন। চাইলে স্কিল ডেভেলপ করতে পারেন। আরও ভাল হয় যদি কোথা থেকে কিছুদিনের জন্য ঘুরে আসতে পারেন। দেখবেন কাজের প্রতি আগ্রহ আগের থেকে কয়েক গুন বেশি হবে।
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ!

(লেখাটি আমার ব্যাক্তিগত ব্লগে পূর্ব প্রকাশিত)

01/04/2021

কিভাবে Image SEO করবেন?
=======================

পোষ্ট টি ফাইভারের নিউ সেলার দের জন্য।
ফাইভারের ইমেজের সাইজ 550 Pixels by 370 Pixels.

এরপর ফটোশপের Menu বার থেকে
File > File info তে ক্লিক করুন। তারপর একটি ডায়ালগ Box আসবে। সেখানে আপনার ইমেজের প্রয়োজনীয় তথ্য দিয়ে বক্সগুলো পূরণ করে সেভ করুন।

ডায়ালগবক্স যেভাবে পুরন করবেনঃ
=========================
Step 1:
Document title- এখানে আপনি আপনার নাম গিগ টাইটেল টি দেবেন।

Step 2:
Author- এখানে আপনি আপনার নাম লিখতে পারেন।

Step 3:
Description- আপনার গিগের description যা দিয়েছেন চাইলে এখানে add করতে পারেন।

Step 4:
Rating- 5-star rating দিবেন must।

Step5:
Keyword- আপনি যে Keyword গুলো research করে note pad এ save করেছিলেন সেগুলো এখানে যুক্ত করুন। তারপরে ok press করুন। ব্যাস হয়ে গেলো আপনার Image SEO। অর্থাৎ image এর ভিতর keyword input করাটাই হচ্ছে Image SEO।

®®এবার অনেকেই প্রশ্ন করবেন Image SEO করতে কিভাবে keyword research করবেন?

Keywords research link:
betterwaytoweb.com
https://lsigraph.com
https://kwfinder.com
https://keywordtool.io

এই ওয়েবসাইট গুলো থেকে Keywords research করতে পারেন।
বা ফাইভারে গিয়ে আপনার ক্যাটাগরি রিলেটেড keyword গুলো দিয়ে যখন আপনি search করবেন তখন অনেক গুলো keyword ফাইভার থেকে আপনাকে সাজেস্ট করবে, এবং ফাইভারে প্রথম পেজে থাকা কিছু গিগের keyword গুলো সব ফাইভার সাজেসটেড keyword গুলো একটি নোট পেডে আলাদা করে রাখবে পারেন।

পোষ্ট টি ভালো লাগলে অবশ্যই জানাবেন নেক্সট টপিক কিসের উপর চান।
ধন্যবাদ।

02/03/2021

ফাইবার এ কাজ পাওয়ার কিছু টিপস নিয়ে আলোচনা করবোঃ
পর্ব-১
আজ আমি কিছু পারসোনাল এক্সপেরিয়ান্স শেয়ার করবো নতুনদের জন্য।হয়ত কিছুটা হেল্পফুল হলেও হতে পারে।
Fiverr আইডি করার পরও যেটা মেইন আসে সেটি হল Gig Create.
আজ Gig নিয়েই একটু আলোচনা করবো কারন কাজ পাওয়ার জন্য গিগ টাই মেইন বিষয়।
১।শুরুতে আপনার খেয়াল রাখতে হবে আপনি কিসের ওপর ফাইভারে Gig দিবেন, মানে Gig Category.
আমি মনে করি যারা নতুন তাদের জন্য ৭ টি গিগ দেওয়াই ভালো।
২। গিগ বানানোর সময় অবশ্যই কারো টা কপি করবেন না , বেশীরভাগ সেলার গিগ কপি করে বলে তারা অর্ডার পায়নি কারন আপনি যখন কোথাও থেকে কপি করছেন সেটা ফাইভারে আগে থেকেই আসে তাই ফাইভার আপনার গিগটা কে কখন ও সার্চ ইঞ্জিনে রাখবে না যার ফলে আপনি অর্ডার ও পাবেন না ।
৩। Gig Title, Description অবশ্যই SEO Friendly হতে হবে ।
আপনি যে keyword গুলো টাইটেল দিয়েছেন তা ডিস্ক্রিপ্ট এ মিনিমাম ৩ বার হাইলাইট করে দিন ।
৪। Gig Title+ Description অবশ্যই ইউনিক দেওয়ার ট্রাই করবেন। কিভাবে ইউনিক লিখবেন সেটার জন্য বেস্ট সেলিং কিছু গিগ দেখুন, তাদের থেকে আইডিয়া জেনারেট করুন, কিন্তু ভুলেও কপি করার চেষ্টা করবেন না।এটা ভাববেন না যে এই টাইটেল দিয়ে অমুক ভাই বা বোন টপ রেটেড হয়েছে আমিও হুবুহু দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করবো।তাহলেই ভুল করবেন।
৪। এবার টাইটেল নিয়ে আসি ।এই ব্যাপার টা গুরুত্বপূর্ণ । টাইটেলে অবশ্যই আপনার মেইন Keyword কে ফোকাস করে আরও ২-৩ টা keyword দেবেন।
৫। Tag গুলো ফাইভারের Search keyword, suggested keyword থেকে Research করে বের করবেন। কারন ট্যাগ দিয়েই কিন্তু আপনার গিগ টি কে খুজে পাওয়া যাবে।তাই অবশ্যই উলটা পালটা কোন ট্যাগ ব্যবহার করবেন না।
৬। এবার আসি ইমেজ নিয়ে ,
কেউ ইমেজ কপি করবেন না , কপির কারনে Order অনেকের আসেনা । আপনি যে ইমেজ টি কপি করে বসালেন সেটা অন্য একজন ইউজ করছে সে ইমেজটি ব্যবহার করলে অবশ্যই ফাইভার আপনাকে রেংকে দেবেনা। তাহলে কি করবেন ??
অন্যদের গিগ থেকে আইডিয়া নিয়ে নিজে ইউনিক কিছু গিগ বানানোর চেষ্টা করুন যাতে ক্লাইন্ট দেখলেই আপনার গিগে ক্লিক করে। নিজের সর্বোচ্চ টা দিয়ে গিগ কে ফুটিয়ে তুলুন।
আশা করি পোষ্টটি ভালোলাগবে।ভালো লাগলে অবশ্যই নিজেদের মতামত প্রকাশ করবেন।
পোষ্টটি যদি ভালোলাগে তাহলে ২য় পর্বে Gig Marketing নিয়ে লিখবো ইনশাআল্লাহ।
লিখায় কোন ভুল থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।

fb.me 01/03/2021

⭕২0ই মার্চ ২০২১ইং থেকে Pentooler এর উদ্যোগে শুরু হচ্ছে “Online Training on Graphic Design for Freelancing” এর ৫ম অনলাইন ব্যাচ যারা ভর্তি হতে ইচ্ছুক দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন⭕
আপনি কি গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ফ্রিলান্সিং করতে চান অথবা আপনি কি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত রয়েছেন।
কিন্ত সঠিক প্রশিক্ষন ও দিক নির্দেশনার কারনে কি অনলাইন মার্কেটে সফল হতে পারছেন না, আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসছি "গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিলান্সিং" এই কোর্সটি।

কোর্সটিতে যেসব বিষয় থাকছে:
• এডোবি ফটোশপ ও এডোবি ইলস্ট্রেটর।
• লোগো , বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার, পোস্টার ডিজাইন।
• ক্লিপিং পাথ, মাল্টিপাথ, কালার কারেকশন।
• ফ্রিল্যান্সার, ডিজাইন হিল, আপওয়ার্ক, ফাইভার ইত্যাদি।
• বিড সিস্টেম, পেমেন্ট সিস্টেম।

ক্লাস শুরুর তারিখঃ ২0ই মার্চ ২০২১ইং
ভর্তির শেষ তারিখঃ ১৫ই মার্চ ২০২১ইং
মোট ক্লাস সংখ্যাঃ ২৪
মোট ক্লাসের ব্যাপ্তিকালঃ ৪৮ ঘণ্টা
কোর্স ফীঃ ৫,০০০ টাকা
১০ই মার্চ ২০২১ইং এর মধ্যে ভর্তি হলে কোর্স ফি মাত্র ৪০০০ টাকা

fb.me

23/02/2021

★★★ফেইসবুক বিজ্ঞাপন★★★
আমরা সর্বনিম্ন মূল্যে "ই-কমার্স কোম্পানির পণ্য, ওয়েব ট্রাফিক, জনপ্রিয় ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, সহ সকল প্রকার ফেসবুক ফ্যান পেজের বিজ্ঞাপন এবং প্রমোশনের মাধ্যমে প্রচার ও ফ্যান বাড়াতে কাজ করে থাকি।
আমরা ফেসবুকের নিয়ম মেনে ফেসবুকের এ্যাড এর মাধ্যমে পেজ প্রমোশন করে থাকি।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
১০০% বাংলাদেশী ট্রাফিক ও ফ্যান দেয়া সম্ভব। যারা লোকেশান অনুযায়ী যেমন, শুধু ঢাকা, চট্টগ্রাম, সিলেটের প্রমোশন করতে চান সেটাও সম্ভব। অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া আর ও অন্যান্য লোকেশান অনুযায়ী প্রমোশন করা সম্ভব।
আপনার ইচ্ছা অনুযাই বিজ্ঞাপন দিয়া যাবে।।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বিঃদ্রঃ বিজ্ঞাপনটি কত লোকজনের কাছে যাবে অথবা পেজ-এ কতটি লাইক পড়বে এটা মুলত নির্ভর করে পণ্যের ধরণ, বিজ্ঞাপনে ব্যবহৃত ছবি ও নির্ধারিত দর্শকবৃন্দের উপর। উপরের হিসেবটি অনুমান নির্ভর করে দেয়া।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------কেন আমার থেকে নিবেন:
★ 1$ = 95+(15%vat) 110 Taka (Price Depends on total amount)
★ Minimum 5$, Maximum Unlimited.
★ আপনার ইচ্ছেমত Age, location, area, interest দেওয়া যাবে।
★ কত $ খরচ হলো তা নিজে দেখতে পারবেন।
★ 24/7 আমাদের support পাবেন।
★ bKash, Rocket(DBBL) দিয়ে pay করতে পারবেন।
যারা নিতে চান, আমার সাথে সাথে দ্রুত যোগাযোগ করুন।

15/01/2021

আপনি কী আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে স্কিল
ডেভেলপ করতে চান।

তাহলে এই কের্সটি আপনারই জন্য।
PenTooler আপনার জন্য নিয়ে এসেছে স্পেশাল অফার, গ্রাফিক্স ডিজাইন কোর্সে ৫০% স্কলারশিপ।

আমাদের এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে।
আপনি আপনার সিটটি আজই বুক করুন।
ফেব্রুয়ারির 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হবে ।

বিস্তারিত জানতে কল করুন অথবা ইনবক্স করুন আমাদের ।
মোবাইল : 01711008016
: 01797777870

Want your business to be the top-listed Computer & Electronics Service in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Housing Estste
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other Sylhet computer & electronics services (show all)
Tulip Computers Tulip Computers
Tulip Computers, 102-103, Planet Araf Sylhet Computer City, Zindabazar, Sylhet
Sylhet, 3100

Tulip Computers

Online Logo Maker Online Logo Maker
Sylhet
Sylhet, 3100

Joynul Vai Joynul Vai
Sylhet, 3100

Learn and Earn

Design Time-666 Design Time-666
Zindabazar
Sylhet, 3100

Laser Cutting, Mug Pring, Baner Design, Leaflet Design, ID Card ETC

Fastphic Fastphic
RONKELY NOYAGRAM, RONKELY UTTOR, GOLAPGONJ, SYLHET
Sylhet, 3160

Hi, Fastphic team is a professional Logo and Branding Design Specialist.

Shamsul Alam Shamsul Alam
Sylhet
Sylhet, 3120

Everything is Alhamdulillah.

Creator Lab Creator Lab
House 23, Lane 4, Housing Estate, Amborkhana
Sylhet, 3100

Creator Lab is a fun, exciting and educational space where children and teenagers can l

Eurasia BII Eurasia BII
Sylhet
Sylhet, 3100

An Institute For Training Consaltancy & Research

MarketerBishnu MarketerBishnu
Sylhet
Sylhet, 3370

Digital Media Marketing Manager

ENANZ ENANZ
Sylhet
Sylhet, 3100

A GRAPHICS WORLD .YOU CAN ORDER ALL KIND OF GRPHICS WORK

Leads Hub Leads Hub
Golapganj, Sylhet
Sylhet, 3166

Hello Well, come to our page. This is a computer training center. we are training basic computer MS Word, MS Excel, MS Office.